• আমাদের Brock Lesnar WWE এবং Ultimate Fighting Club (UFC) এর সাথে নতুন চুক্তি করেছেন! নতুন চুক্তি অনুযায়ী তিনি UFC এবং WWE তে উভয় জায়গায় Perform করতে পারবেন💜। উল্লেখ্য, গত UFC 230 এ ম্যাচ জেতার পর Daniel Cormier ব্রককে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন ব্রক যেনো এখানে এসে তার বিরুদ্ধে লড়াই করে, সেটাই হয়তো সত্যি হতে চলেছে। 


• WrestleVotes এর রিপোর্ট অনুসারে, Drew McIntyre কে পুশ দেয়া শুরু করেছে WWE এবং ২০১৯ সালে তাকে নিয়ে বড় ধরণের প্ল্যান রয়েছে। মূলত, Roman Reigns এর পরিবর্তে কোম্পানির টপ ফেস হিসেবে এখন McIntyre কে নিয়ে পরিকল্পনা করছে তারা। সম্প্রতি এক সাক্ষাতকারে Drew McIntyre জানান, WWE তে তার পরবর্তী টার্গেট হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জেতা 👌👌 

রেসলিং নিউজ আপডেট, ০৮/১১/২০১৮



•• Kickoff Show ••

•"Hulk Hogan make his returning at 'WWE Crown Jewel' and hosts the show"

'Wrestlemania XXX' এরপর অবশেষে 'WWE' এর কোনো শো হোস্ট করতে রিটার্ন করলেন 'Hulk Hogan'। সৌদি ক্রাউডের ব্যাপক চিয়ার্স 'Hogan' এর রিটার্নকে স্বাগতম জানায়। 'Hogan' তার প্রমোতে বলেন, " Let me tell you something brother, ম্যানিয়া এক্স অনেকদিন পর wwe ইউনিভার্সের কাছে এসে ভালো বোধ করছি এবং আমার Hulkamania ও Hulkamania X ক্রাউন জুয়েল হোস্ট করে অনেক স্ট্রং বোধ করছে। তোমাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে, শোটি এই মুহূর্তে শুরু করতে অনুরোধ করছি, Whatcha gonna do when the power hulkamania and crown jewel running on you brorher✌

• ম্যাচ নং 01 : [Shinsuke Nakamura © V/S Rusev for 'WWE United States Championship']

ম্যাচটি সেটআপ করা হয় ক্রাউন জুয়েলের একদিন আগে এবং এটিকে কিকঅফ ম্যাচআপ হিসেবে সেট করা হয়। ১০ মিনিটের ম্যাচে সবাই মোটামুটি ডমিনেট করে। ম্যাচের শেষ পর্যায়ে নাকামুরা রেফারিকে ডিসট্রাক্ট করে এবং রুসেভকে টেকনিক্যাল লো ব্লো হিট করে। সেই মোমেন্টার্মে রুসেভের উপর নিজের ফিনিশার 'Kinshasa' হিট করে পিনফল তুলে নেয় নাকামুরা এবং অনেকদিন পর নিজের US টাইটেল ডিফেন্ড করলেন নাকামুরা।

♦ Winner : Shinsuke Nakamura (still the champion)

WWE Crown Jewel রেজাল্ট, ৩ নভেম্বর ২০১৮।


গত Raw তে ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স কে চমকে দিয়ে রোমান রেইন্স ঘোষণা করেছিলেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়েছে এবং সেই সাথে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ টিকে পরিত্যাগ করেছিলেন। যে প্রোমোর শুরু হয়েছিল দর্শকদের বু দিয়ে সেটি শেষ হলো সেই একই দর্শকদের "Thank you Roman" চ্যান্ট দিয়ে। না দেখলে মন ভাঙ্গা ভিডিওটি আবার দেখে নিতে পারেন-



যদিও আসলে এটি 11 বছর আগে ধরা পড়ে এবং তখন দ্রুত সেরে উঠলেও এখন আবার সেই রোগ পুনরায় থাবা বসিয়েছে। Roman কি এনাউন্স করবে তা ব্যাকস্ট্যাজ এর কেউই জানতোনা। এমনকি Dean and Seth ও জানতোনা। ওদের শুধু বলা হয়েছিলো Roman তার টাইটেল ড্রপ করবে। অ্যান্ড তারা যাতে এসে ওর সাথে অন এয়ারে দেখা করে। কিন্তু Roman কি কারণে টাইটেল ড্রপ করবে তাদেরও জানানো হয়নি। কেন এইসব গোপন রেখেছিল রোমান? ট্রিপল এইচ এই ব্যাপারে বলেছেন-

"এই ব্যাপারে খুব কম লোকই জানতো এবং আমি তার সাথে এই নিয়ে কথা বলেছি, সে তার ক্যারিয়ারের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার আগে এই ব্যাপারে কাউকে জানতে দিতে চাইতো না কারণ সে কখনই চাইতো না লোকেরা ভাবুক যে সমবেদনা দেখিয়ে বা কোন এক কারণে তাকে এই সাফল্য অর্জন করতে দেওয়া হয়েছে। সে চেয়েছিল একদম শেষে বলবে - দেখো আমি এইসব পার করে এসেছি, তোমার ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, এটা কোন মৃত্যুদণ্ড নয়! " অর্থাৎ রেইন্স চেয়েছিল তাকে যেন আর বাকি সব রেসলারের মতো করেই দেখা হয়। 

এখন রেইন্সের কি হবে? - রেইন্স প্রোমোতেই বলে যে সে রেসলিং থেকে রিটায়ার করবেন না এবং লিউকেমিয়াকে পরাজিত করে আবার রিং এ ফিরে আসবে, কিন্তু আসলেই কি তাই? সেটা বোঝার আগে লিউকেমিয়া কি জিনিস সেই ব্যাপারে দেখে আসুন এই পোস্টে। পোস্ট দেখে বুঝতে পারবেন লিউকেমিয়া আসলেই তেমন মরণ রোগ নয়, হয়তো আরও ২-৩ বছর লাগবে পুরোপুরি সুস্থ হয়ে রিঙে ফিরে আসতে কিন্তু সবকিছু ঠিক থাকলে সে রিং এ ফিরে আসবেই। আর তাছাড়াও তাকে টিভিতে দেখা যাবেনা এমনটা নয়। ACE Comic Con আনাউন্স করেছে যে পরের বছরের ১১ই জানুয়ারিতে অ্যারিজোনার ইভেন্টে রোমান রেইন্স আসবেন। 

সুতরাং আমরা আশা রাখতেই পারি ভবিষ্যতে WWE এর ইভেন্টে রেসলিং করতে না দেখলেও টিভি আপিয়ারেন্স দেখতেই পারি, যদিও এই রোগের ফলে তার ক্যারিয়ারে যে বড় নেগেটিভ ইফেক্ট পরবে সেটা অনিবার্য। আপনি রোমানকে হেট করুন বা লাভ করুন, যদি তার এই দুঃসময়ে তার পাশে না থাকেন তাহলে আপনি হয়তো রেসলিং ফ্যানই নন! পোস্টটা শেষ করার আগে তার এ বছরের খেলা পিপিভি ম্যাচগুলোর রেটিংস দিলাম :

• Royal Rumble: 4.25★ (Royal Rumble Match)

• Elimination Chamber: 3.75★ (6 Man Elimination Chamber Match) 

• WrestleMania: 3★ ( Vs Brock Lesnar) 

• Greatest Royal Rumble: 1★ ( Vs Brock) 

• Backlash: 1.5★ (Vs Samoa Joe) 

• Money In The Bank: 2.5★ (Vs Jinder)

• Extreme Rules: 3.50★ (Vs Lashley)

• Summerslam: 2.50★ (Vs Brock)

• Hell In A Cell: 3.25★ ( Vs Braun)

মোট ম্যাচঃ ৯ টি
মোট রেটিংঃ ২৫.২৫ 
গড়ঃ ২.৮০ 

গেট ওয়েল সুন রোমান, থ্যাঙ্ক ইউ রোমান ❤।


আপডেট ঃ রোমান রেইন্স লিউকিমিয়া জয় করে রিং এ প্রত্যাবর্তন করেছিলেন এবং বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে রিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন (বিস্তারিত জানতে তার জীবনী পরে দেখতে পারেন)। 

এখন রোমান রেইন্সের কি হবে?



• লিউকেমিয়া কি?

এক কথায় বললে এটা (লিউকেমিয়া) হলো " ক্লোনাল ম্যালিগন্যান্ট ডিজিজ "। কি? বুঝতে পারেন নি? যারা বুঝতে পারেননি তাদের আরেকটু বুঝিয়ে বলি তাহলে। আমাদের শরীরে থাকে ব্লাড স্টেম সেল, যখন এই সেলগুলোর অস্বাভাবিক বিভাজন হয় তখনই এই রোগের সূত্রপাত ঘটে। শুরুটা হয় বোন ম্যারোতে এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় অস্বাভাবিক ভাবে। ব্যাপারটা অনেকটা এমন, রক্তের অসংখ্য শ্বেত কনিকা যা পুনরায় বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং কোষ বিভাজনের একটি ভিন্ন স্টেজে অবস্থান করে সেগুলো বোন ম্যারো এবং অন্যান্য রক্ত উৎপাদনকারী টিস্যুতে গিয়ে জমা হয়। এই অস্বাভাবিক টিস্যুগুলো অন্যান্য প্রত্যঙ্গের টিস্যুগুলোতে ছড়িয়ে গিয়ে প্রচুর পরিমাণে অস্বাভাবিক টিস্যু উৎপন্ন করে ফলে সার্বিক রক্ত উৎপাদন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।ফলে লিউকেমিয়ার রোগীদের রক্ত শূন্যতা, হেমোরেজ, ও ইনফেকশনের মত লক্ষণ দেখা দেয়। নিচের চিত্রে সাধারণ রক্তের সঙ্গে লিউকেমিয়ার ফারাক দেওয়া হল ঃ



• রোগের কারণ :

এ রোগের আসল কারণ এখনও অজানা। তবে নিম্নলিখিত কারণগুলোকে দায়ী করা হয়-

রেডিয়েশন, রঞ্জনরশ্মি। আধুনিক বিশ্বে বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এবং ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপক প্রসারে লিউকেমিয়া রোগটি বেশি হচ্ছে। উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জাপানিদের মধ্যে এই রোগ খুব বেড়ে যায়।
সাইটোটক্সিক ড্রাগ- ক্যান্সারে ব্যবহৃত বিভিন্ন ওষুধ ব্যবহারের ফলে এই রোগ হতে পারে।কিছু কিছু ভাইরাসকে এই রোগের জন্য দায়ী করা হয়।

• রোগের লক্ষণসমূহ :

১. লিউকেমিয়ার রোগীরা সাধারণত দুর্বলতা, রাতে ঘামানো, হালকা জ্বর নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে।এ সকল উপসর্গ অতিরিক্ত শ্বেত কণিকা তৈরি হওয়ার কারণে হয়ে থাকে।

২. প্লীহার আকার বৃদ্ধির ফলে রোগী পেটে ভার ভার বোধ করে। এছাড়া ঘটনাক্রমে শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি ধরা পড়ে।

৩. কিছু ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট ও ঝাপসা দৃষ্টির সমস্যা হয়। এ রোগের মাত্রা বৃদ্ধি (একসিলারেটেড পর্যায়ে) পেলে জ্বর হয় তবে সংক্রমণ, অস্থিতে ব্যথা বা প্লীহার বৃদ্ধি হয়।

৪. ওজন হ্রাস পায় এবং অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে।

• শনাক্তকরণ :

ব্লাড টেস্ট আর বোন ম্যারো বায়োপসি র মাধ্যমে এই রোগ শনাক্ত করা যায়। যে কোন বয়সে এটা হতে পারে। পযার্প্ত চিকিৎসায় এই রোগ পুরোপুরি ভাল হয়। একটু সময়সাপেক্ষ অবশ্য।

• চিকিৎসা পদ্ধতি :

লিউকেমিয়ার চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, সাপোর্টিভ কেয়ার। পেশেন্ট কে অধিক মাত্রায় প্রোটিন, ক্যালরি ও আয়রন যুক্ত খাবার খেতে হবে।

লিউকেমিয়া রোগ পুরোপুরি সেরে যায় যদি প্রোপার ট্রিটমেন্ট পাওয়া যায়, অর্থাৎ এই রোগ নিরাময় যোগ্য। ১৯৭৫ এর দিকে এই রোগ থেকে সেরে ওঠার হার ছিল ৩৩% যেটা ২০০৯ এ হয়েছে ৬৩%, তাই রোমান রেইন্স ও এটার বিরুদ্ধে ফাইট করে জয়ী হবে, অন্তত এই আশা আমরা করতেই পারি। 

♣ বি.দ্রঃ উপরের তথ্যগুলো উপস্থাপন করতে বিভিন্ন জার্নাল এর সাহায্য নেয়া হয়েছে।
• লেখক ঃ ‎Koushik Deb

লিউকেমিয়া রোগটির ব্যাপারে তথ্য জেনে নিন।


আজকের WWE Extreme Rules এর মাধ্যমে শেষ হয়ে গেল আরেকটি উত্তেজনাদায়ক PPV.আর সব বারের মত এইবার ও WWE Universe কে হতাশ হতে হলো। আসলে WWE ক্রিয়েটিভ টিমের প্ল্যানিং থেকে আমরা যেইটা ইমেজিং করি অইটাই বেশি ভালো হয়। তো কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের পোস্ট- রেজাল্ট, রিভিউ ও সময়সূচী নিয়ে। 

• ম্যাচ 1 -  B team Vs Matt and Bray©

মোটামুটি মানের ভালোই ম্যাচ ছিল। 

নিঃসন্দেহে B Team just got what they deserves and they are still undefeated.

♦ Winner : B Team.
★ Rating: 2.5/5


• ম্যাচ 2 -  Bludgeon Brothers© Vs Team Hell No.

আমি অনেক আগে থেকেই বলতেসিলাম শুধু মাত্র Bludgeon Brothers দেরকে পুশ দিতেই Kane এর আগমন। Return এর পর খেলা ২ টি Tag team • ম্যাচ এর একটিতেও তাকে ঠিক করে পার্ফর্ম করতে দেখা যায় নি এবং আজ ও সেইম। ম্যাচের আগেই তাদেরকে ইঞ্জুরড করে দেয়। হতাশ হতে হয় WWE Universe কে।  হয়তো Kane আবার Daniel কে Attack করে চলে যাবে। অথবা WWE তাকে এমনেই সরিয়ে ফেলবে।

♦ Winner : Bludgeon Brothers.
★ Rating: 3.5/5 (Daniel ভালো খেলেছে তাই)

Extreme Rules ২০১৮ রেজাল্ট ও সময়সূচী।


১৯৭৭ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেছিলেন গ্রেটেস্ট অফ অলটাইম বহুল আলোচিত Brock Lesnar..! দেখতে দেখতে লেসনারের জীবন থেকে ৪০ টি বছর অতিবাহিত হয়ে গেলো। গত ১২ তারিখ ৪১ তম বছরে পদার্পণ করলেন The Beast.। 😍

এক্সামের কারণে ব্রককে নিয়ে নতুনভাবে কোনো পোস্ট লেখার সুযোগ হয়নি তাই বাধ্য হয়ে আমার আগের পোস্ট তার সকল ফ্যাক্টস সম্বন্ধে লেখা পোস্টটি নতুনত্ব সংযোজন করে রিপোস্ট করলাম 😅
One Of The Best Wrestler In The World এবং বর্তমান Longest Reigning WWE Universal Champion Brock Lesnar এর সম্বন্ধীয় কিছু ফ্যাক্টস নিম্নে তুলে ধরা হলোঃ

১২ জুলাই জন্মগ্রহণ করেন যে দানব।


Survivor Series এ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে তখন মুখোমুখি Alberto Del Rio এবং CM Punk। মাসের পর মাস, পিপিভির পর পিপিভি, এভাবেই চলতে থাকা CM Punk এবং World Title ফিউড অবশেষে শেষ হলো। Del Rio কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে অবশেষে নিজের টাইটেল কে নিজের কাছে ফিরে ফেলেন Punk। আর শুরুটাও এখান থেকেই, ২০ নভেম্বর, ২০১১

এরপর একের পর এক পিপিভি আর প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে একের পর এক টাইটেল ডিফেন্ড। Royal Rumble ২০১২ থেকে Raw 1000, Dolph Ziggler থেকে শুরু করে Chris Jericho, Mark Henry, Daniel Bryan, John Cena, কেউই জিততে পারেনি, কেউই থামাতে পারেনি। আস্তে আস্তে করে দিনের সংখ্যাটা দীর্ঘ হতে হতে সেটা তখন ২৫০ দিনের কাছাকাছি চলে গেছে। Raw 1000 এ এসে Rock এর এনাউন্সমেন্ট, Royal Rumble 2013 পিপিভিতে তিনি অংশ হতে যাচ্ছেন World Championship ম্যাচের। এমন ঘোষণার প্রতিবাদ করতে পিছ পা হননি Punk। কিন্তু রাগে ক্ষোভে Punk এর ওইদিনের হিল টার্ন আর Rock কে এট্যাক করাটা ছিলো তারই রাজত্বের সমাপ্তির সূচনাপর্ব মাত্র। 

CM Punk এর ৪৩৪ দিন!


প্রো রেসলিং ইতিহাসের অন্যতম একটি প্রমোশন হচ্ছে WWE অন্যসব প্রমোশনে যতই যা থেকে থাকুক না কেনো WWE কেই সর্বকালের সেরা প্রো রেসলিং প্রমোশন বলা হয়ে থাকে! এর কিছু কারণও আছে তবে আজ আর এটা আলোচনা করতে চাই না! এই প্রথম আমি Part আকারে কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি! So, ভালোভাবেই এটা শেষ করার চেষ্টা করব!

এখানে আমি পোস্ট করব এমন সব WWE Facts নিয়ে যেগুলো আপনারা জানেন অথবা জানেন না! অবশ্য যারা জানে না তাদের উদ্দেশ্যেই এটা করা! তো কথামতো আজ প্রথম Part নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি! প্রতি Part এই আমি মোট ৫টি Facts নিয়ে আসবো! এবং আমার বিনীত অনুরোধ থাকবে আপনার নিজস্ব মতামত না জানিয়ে যাবেন না! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :

WWE তথ্যভাণ্ডার : অজানা তথ্য সমূহ!


WWE তে থাকাকালীন সময়ে WWE যে রেসলারদের কোনো কদর করে নি তারা WWE থেকে লিভ নেওয়ার পর হয়ে গেছে অনেক Rich। 

১০) Cody Rhodes, WWE তে থাকাকালীন সময়ে WWE তাকে StarDust নামক খারাপ গিমিকে রাখে। জবারের জবার বানিয়ে রাখে তাকে। কিন্তু WWE থেকে যাওয়ার পর Cody NJPW, Sponsorship, Merchandise ইত্যাদি এর কারনে অনেক লাভবান হয়। যেখানে সে WWE তে থাকাকালীন সময়ে বেতন পেত 500Thousand Dollar প্রত্যেক বছর সেখানে সে ২ মিলিয়ন Dollar পায় বিভিন্ন কারনে। 

৯) RyBack, WWE থেকে চলে যাওয়ার পর Ryback অনেক লাভবান হয়। সে WWE থেকে পেত ১.৫ মিলিয়ন ডলার যেখানে সে এখন বিভিন্ন কারনে পায় ৪.৫ মিলিয়ন। 

রেসলার যারা WWE ছাড়ার পরে ধনি হয়েছেন!


"The Dominator" খ্যাত Lashley 'কে প্রায় সকলেই চিনে! সে আগে থেকেই একজন "WWE Superstar" ছিলেন, কিন্তু মাঝেই সে WWE 'ছেড়ে দেয় এবং পুনরায় "RAW After Mania" তে সারপ্রাইজ রিটার্ন করে 😇। আজ আপনাদের সাথে আলোচনা করব "Bobby Lashley" 'র কিছু অজানা ফ্যাক্টস নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক :- 

• WWE 'তে জয়েন করার পুর্বে "Bobby Lashley" প্রতিনিয়তই ট্রেনিং করতো "Olympics Training Centre" এ। তার ইচ্ছা ছিলো সে অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে, কিন্তু তা হয় নি! এমনকি তার Idol 'ও হলো "Olympic Gold Medalist Kurt Angle"। পাশাপাশি একটি রিপোর্টে জানা যায়, এবার যে সে (Lashley) WWE 'তে আসে এর পিছনে সবথেকে বড় হাত হলো Kurt Angle 'এর! 😊

Bobby Lashley এর ব্যাপারে ৫ টি অজানা তথ্য


প্রো রেসলিংয়ের সবচেয়ে বড় প্রোমোশনটির মূল আকর্ষণ কি? 

কেউ যদি এমন কোনো প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তর হিসেবে আমরা এর গ্রাফিক্স, থিমস আর স্টোরিলাইনসের পাশাপাশি আর যে বিষয়টার কথা উল্লেখ করতে চাইবো সেটা হলো এর পেই-পার-ভিউ গুলো! হ্যাঁ, WWE এর মূল আকর্ষণের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর বিভিন্ন PPV আর তাদের ভিন্ন ভিন্ন থিম গুলো। বছরের বিভিন্ন সময়ে আমরা উপভোগ করে থাকি এই কোম্পানির বিভিন্ন পেই-পার-ভিউ গুলো। কোনোটি মেজর, কোনোটি গিমিক আবার কোনোটি কমন। আর এইসব PPV গুলোর একটি হলো WWE Backlash। যার শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালের একটি In Your House ইভেন্টের ধারা। শুরুতে এটি In Your House ইভেন্টের সাথে যুক্ত থাকলেও পরের বছরগুলো থেকেই এটি পরিণত হয়ে যায় WWE এর নিয়মিত PPV গুলোর একটাতে।

Backlash : ইতিহাস এবং অজানা তথ্য।


• Happy BirthDay The ROCK :

আজকের দিনে ১৯৭২ সালে(মে-২) তারিখে জন্মগ্রহণ করেন Hollywood Actor & WWE SuperStar "The ROCK" তিমি Hayward, California, U.S জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম Dwayne Douglas Johnson!!!! আজকে তার ৪৬তম জন্মদিন 😍

"Day To Day Life" এর অনেক ইম্পর্ট্যান্ট জিনিস শিখেছি তার কাছ থেকে। এত্ত চার্মিং একজন মানুষ হতে পারে, তা তাকে না দেখলে খুব একটা ভালো করে বুঝতে পারবেন না আপনি। তার মত ব্যাক্তি রাই মূলত সবসময়, "Man Of The Hour" হন! 😚👌


তার কনফিডেন্স, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এসব কিছু জাস্ট দেখার মত। হা করে দেখতে হয় আরকি!

[HAPPY BIRTHDAY LEGEND]



• Brock Lesnar এর বর্তমান Universal title Reign টি CM Punk এর 434 দিন WWE title reign - the longest world title run of the modern era রেকর্ডটি ব্রেক করতে যাচ্ছে। বিষয়টা নিয়ে এখন বেশ প্রকোপ দেখা দিচ্ছে। . তাহলে চলুন বিষয়টার একটু গভীরে যাই: একজন WWE Champion হিসেবে, CM Punk 15 টি pay-per-views এর উপরে খেলেছেন আর তিনি ৫ টি Main Event এ ম্যাচ খেলেছে। আর তিনি WWE তে Full time ছিল। . অপরদিকে একজন Universal Champion হিসেবে, Brock Lesnar main event এ খেলেছেন 4 বার আর তিনি প্রায় 12 টি pay-per-views খেলেছেন আর সেটাও আবার একজন Part timer হিসেবে

• Cageside Seats এর রিপোর্ট অনুসারে, Brock Lesnar এর পরবর্তী ম্যাচে হতে যাচ্ছে আগামী মাসের Money in the Bank পিপিভিতে। 


• তিনদিন আগে সৌদিতে হয়েছিলো Greatest Royal Rumble Show, যেটির অন্যতম আকর্ষন ছিলো Roman Reigns Vs. Brock Lesner Match, কিন্তু অনেকেই মনে করছে সেটিতে ব্রক ন্যায় ভাবে জিতেনি।স্টিল কেইজ ম্যাচ জয়ের অফিসিয়াল কিছু রুলস আছে। তার মধ্যে একটি হল, কেইজের বাইরে যার দুই পা আগে, আমি আবারো বলছি যার দুই পা আগে ফ্লোরে হিট করবে সেই জয়লাভ করবে। Point to be noted: দুই পা, ফ্লোর।  

WWE রেসলিং নিউজ, ০২/০৫/২০১৮


আগামী ৭ ই মে WWE এর অন্যতম পে পার ভিউ Backlash অনুষ্ঠিত হবে। গত ২ বছর এই পে পার ভিউটি আলাদা ভিন্ন ব্র‍্যান্ডে হয়েছিল। এবার দুই ব্র‍্যান্ডের একসাথে পে পার ভিউটি হবে। Backlash পে পার ভিউটির ম্যাচ কার্ড আর প্রাথমিক প্রেডিকশন নিয়ে এখন লিখব। 

‌♦ Roman Reigns vs Samoa Joe :

• Prediction :- এই ম্যাচে দুই সামোয়ানের বিগ ফাইট হবে। এবং আশা করা যায় ভালোই হবে। তবে দুইজনের মধ্যে Samoa Joe এর জেতার চ্যান্স বেশি। তাই আমার প্রেডিকশন Joe জিতবে।

♦ Daniel Bryan vs Big Cass :

• Predictions :- রিং এ ফেরার পর এটি Danial এর প্রথম একক পে পার ভিউ। অর্থাৎ প্রথম One on One ম্যাচ। তাই এই ম্যাচটি Danial এর জিতার চ্যান্স আছে। তবে Big Cass কেও ডমিনেটিং দেখাতে তাকেও জেতানো জেতে পারে। তাই আমার প্রেডিকশন Big Cass।

♦ Braun Strawman & Bobby Lashley vs Kevin Owens & Sami Zayn :

• Predictions :- এই ম্যাচটির ফলাফল সবাই ই জানে। ম্যাচটি Strawman আর Lashley অবশ্যই জিতবে। আমার প্রেডিকশন Strawman & Lashley।

Backlash ম্যাচকার্ড এবং প্রেডিকশন!


গতকাল Saudi Arabia তে প্রথমবারের মতো Greatest Royal Rumble অনুষ্ঠিত হয় 

সম্প্রতি শেষ হয়ে গেলো WWE 'এর অন্যতম সেরা একটি ইভেন্ট "Greatest Royal Rumble Show". যেটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় (রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)। সেখানে সবথেকে উত্তেজনাকর ম্যাচ ছিলো "50 Man's Royal Rumble Match". ম্যাচটি অত্যন্ত ভালো ছিলো এবং তারই পাশাপাশি এই ম্যাচটির মাধ্যমে আজ ব্রেক হয়ে গেলো দুইটি রেকর্ড 😮 -

• "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার রেকর্ডটি গড়েছিলো Rey Mysterio. সে ২০০৬ সালের "Royal Rumble" ম্যাচে এই রেকর্ড করে, তার টিকে থাকার সময়কাল ছিলো ১ ঘন্টা ০২ মিনিট ১২ সেকেন্ড! যেটি আজ ব্রেক করে দিলো "Daniel Bryan", নতুন রেকর্ড অনুযায়ী এখন কোনো "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার সময়কাল হচ্ছে ১ ঘন্টা ১৬ মিনিট ১৪ সেকেন্ড! 😮


• ২০১৪ সালে ১২ জনকে Eliminate 'করে সবথেকে বেশি Elimination 'এর রেকর্ড গড়েছিলো "Roman Reigns". যেটি আজ ব্রেক হয় "Braun Strowman" এর দ্বারা। উল্লেখ্য যে, "Braun" আজ সবমিলিয়ে মোট ১৩ টি Elimination 'করে! 😇

রোমান Vs. ব্রকের ম্যাচটা কি ঠিক হল?


প্রি-শো তে কোনো ম্যাচ হয় নি। মেইন শো কিক অফ হয় ম্যাচ দিয়ে।

• Match 1

◘ HHH vs John Cena 

ক্রাউড এর চিয়ার্স শোনা যায় শুরু থেকেই। চেইন রেসলিং (গুঁতাগুঁতি/টেস্ট অব শক্তি 😛) এর মাধ্যমেই শুরু হয় ম্যাচ। HHH Cena কে মকিং করতে থাকে। সত্যের পথিক মাইর খেলে ক্রাউড নিরব থাকে আর যখনি Cena মারে ক্রাউড চেঁচায় 😒। তখন HHH Pedigree হিট করতে ব্যার্থ হয় আর Cena ব্যার্থ হয় Five Knuckle Shuffle হিট করতে। তখন HHH হিট করে Five Knuckle Shuffle। পরে Cena Flying মুভ হিট করতে চাইলে তাকে Spinebuster হিট করে HHH। পরে Cena লক করে STF। HHH কাউন্টার করে হিট করে Spinebuster। তারপর সিনা হিট করে Five Knuckle Suffle আর AA। পিন করে এবং খুবই নিয়ার ফল। ক্রাউড এর চেহারা দেখার মোতো ছিল। পরে আবার Cena হিট করতে চায় AA কিন্তু HHH কাউন্টার করে হিট করে Pedigree এবং নিয়ার ফল। পরে আবার STF লক করে সিনা। HHH কাউন্টার করে CrossFace লক করে। Cena তা কাউন্টার করে AA হিট করে এবং হিট করে Slingshot আর আরেকটি AA হিট করে ম্যাচ জিতে নেয় সিনা।

♦ Winner : John Cena by Pinfall

The Greatest Royal Rumble রেজাল্ট, ২৮/০৪/২০১৮


আগামী শুক্রবার ২৭ এ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে The Greatest Royal Rumble। এটি একটি বিশেষ ইভেন্ট। ইতিহাসের সবেচেয়ে বড় ৫০ জনের Royal Rumble ম্যাচ দেখা যাবে এই ইভেন্ট এ। এটা অনুষ্ঠিত হবে সৌদি আরব এর জেদ্দায়। King Abdullah Sports City Stadium এ। এই ইভেন্টটিতে Pyro ও ব্যাবহার করা হবে।

এই ইভেন্টটিতে ১ ঘণ্টার প্রি-শো এবং ৫ ঘন্টার মেইন-শো হবে। অর্থাৎ সব মিলিয়ে ৬ ঘণ্টা চলবে এই ইভেন্ট টি। এটির মূল-শো তে 50 Men Battle Royal সহ মোট ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল- শো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায় যা সরাসরি সম্প্রচার করবে Ten 1 এবং Ten 3। এবং রিপিট দেখানো হবে শনিবার দুপুর সাড়ে তিনটায়।

50 Men Battle Royal টি সাধারণ Royal Rumble PPV র CountDown Battle Royal এর মতই হবে। অর্থাৎ ২ জন সুপারস্টার শুরু করবেন। এবং পরে নির্দিষ্ট সময় পর পর একজন সুপারস্টার রিং এ আসবেন। যে সুপারস্টার টপ রোপ এর উপর দিয়ে মাটিতে পরবেন তিনি ম্যাচ থেকে বাদ পরবেন। এই ম্যাচের বিজেতা কোনো টাইটেল সট পাবেননা। তিনি পাবেন একটি ট্রফি। এই Rumble ম্যাচটি তে ৫০ জনের মধ্যে ৮ জন Wrestler থাকবেন সৌদি আরব থেকে। অর্থাৎ তারা ৮ জন রিং এ পারফর্ম করবেন Rumble টিতে।

The Greatest Royal Rumble তথ্য ও প্রেডিকশন।


সবার আগেই বলে রাখি এটি একটি বিশ্লেষণধর্মী পোস্ট, তো এটা পুরো পড়ার জন্যে অবশ্যই কিছু সময় লাগবে তাই যদি কেউ পড়তে চান তাহলে দয়া করে পুরোটুকু পড়বেন 👌। যদি একলাইন পড়ে, অন্যলাইন পড়েন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে A To Z 'প্রায় সবকিছুই উল্লেখ করা আছে! 😇

সম্প্রতি শেষ হয়ে গেলো The Grandest Stage Of Them All WRESTLEMANIA। মূলত, আমরা সবাই একটা Pay Per View 'শেষ হওয়ার পরে আরেকটা Pay Per View 'এর অপেক্ষা করি! কিন্তু এবার পুরো আলাদা চিত্র। কারণ এখন আমরা সবাই অপেক্ষা করে আছি একটি লাইভ ইভেন্টের, যেটি অনুষ্ঠিত হবে Saudi Arabia 'তে! এটিকে শুধু লাইভ ইভেন্ট বললে আমাদের ভুল হবে, কারণ এটিকে আমরা একটি P.P.V। 'হিসেবেও ধরতে পারি! Because First Time In WWE History 50 Men Royal Rumble Match 'অনুষ্ঠিত হবে এখানে 😱। পাশাপাশি থাকবে আরো ৭টা টাইটেল ম্যাচ! তাহলে বুঝতেই পারছেন কেমন হতে চলেছে এই ইভেন্টটি! 😊

প্রিভিউ : Roman Vs. Brock, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ।


প্রফেশনাল রেসলিংয়ে রেসলাররা তাদের পরিচয় গোপন কিংবা গিমিকের স্বার্থে একধরণের ফ্যাবরিকের মাস্ক ব্যবহার করেন। মাস্ক পরিহিত অবস্থায় রেসলিং করার এই ট্র‍্যাডিশনের গোড়াপত্তন হয় ১৭ শ শতাব্দীর শেষের দিকে। আর আমেরিকাতে এর যাত্রা শুরু হয় ১৯১৫ সালে। এখনো ও এই ট্র‍্যাডিশন তার ধারা বজায় রেখেছে, বিশেষ করে মেক্সিকোর Lucha Libre প্রমোশনগুলো। 

১৮৬৫ সালের ওয়ার্ল্ড ফেয়ারে Theobaud Bauer নামক একজন রেসলার ফ্রান্সের প্যারিসে প্রথম মাস্ক রেসলিংয়ের সূত্রপাত ঘটান। 

অপরদিকে ১৯১৫ সালে আমেরিকার নিউইয়র্কে Mort Henderson নামের একজন রেসলার প্রথম "Masked Marvel" নামে রেসলিং শুরু করেন। এর মাধ্যমে তিনি ইতিহাসের সর্বপ্রথম নর্থ-আমেরিকান মাস্কড রেসলার হিসেবে বিবেচিত হোন। 

অতঃপর আস্তে আস্তে আমেরিকার অন্যান্য রিজিওনে ও মাস্ক গিমিকে রেসলিংয়ের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। রেসলিংয়ের বিভিন্ন টেরিটরিতে অন্যান্য রেসলাররাও এই মাস্ক গিমিকে রেসলিং করতে শুরু করেন। বিশেষ করে মাস্ক গিমিকে রেসলিংয়ের দরুন রেসলাররা আরো বেশী খোলামেলাভাবে রেসলিং করতে পারা এবং এর ফলে নিজেদের এবিলিটির লিমিটেশন তুলনামুলক কমভাবে হাইলাইট হয় বলে, এই ধারার রেসলিং তখন এখানে আরো বেশী ব্যাপ্তিশীল হয়। 

Mask Wrestling ও এর বিশেষত্ব কি?


রেসলিং ফ্যানেদের মধ্যে সকলেরই জানার ইচ্ছা থাকে তাদের প্রিয় রেসলার WWE থেকে ঠিক কত আয় করে, তার প্রতিপক্ষরাও কিরকম আয় করে সেটাও জানতে ইচ্ছা করে। তাই আজকে নিয়ে এলাম WWE রেসলারদের বার্ষিক আয় এবং WWE এর সাথে তাদের বর্তমান কন্ট্রাক্ট বা চুক্তির মেয়াদ।

WWE এর রোস্টারে বেশিরভাগ রেসলারদের সঙ্গেই কোম্পানির দীর্ঘস্থায়ী চুক্তি করা আছে, সাদারনত কোন রেসলারের সম্ভাবনার কথা বিচার করে ১ থেকে ১০ বছরের চুক্তি করা হয়। এই কন্ট্রাক্টের সঙ্গে রেসলারেরা বার্ষিক বেতন এবং পরিবহনের খরচ পায়। একজন সাধারণ রেসলার গড়ে  $500,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত পেয়ে থাকে। সমস্ত রেসলারের স্যালারি দেখার আগে আমরা বিশেষ কয়েক জনের স্যালারি দেখে নেব- 

ট্রিপল এইচ : $1.1 মিলিয়ন বেসিক স্যালারি, সঙ্গে $1.65 মিলিয়ন বার্ষিক চুক্তির টাকা, আর তারও সঙ্গে WWE রিঙেও থাকা এবং ম্যাচ খেলার টাকাতে ট্রিপল এইচ হচ্ছে সবথেকে বেশি ইনকাম করা WWE এক্সিকিউটিভ। 

ভিন্স মিকম্যান : ২০১৬ সালে তার স্যালারি ছিল $2.4 মিলিয়ন যেটা তখন সর্বোচ্চ আয় ছিল। 

WWE রেসলারদের বেতন ও চুক্তি ২০১৮



মানুষের জানার শেষ নাই, WWE তথা রেসলিং ফ্যানেরাও তার ব্যতিক্রম নয়। তাই রেসলিং এ আসা নতুন বা অনভিজ্ঞ ফ্যানদের সবথেকে বেশি করা প্রশ্নগুলি উত্তর সহকারে এই পেজে দেওয়া হল, যারা অভিজ্ঞ রেসলিং ফ্যান তারাও হয়তো কিছু জিনিস জানেনা, সুতরাং তাদের জন্যও এটি কাজে লাগতে পারে। 

আপনাদের পড়ার সুবিধার্থে প্রশ্নগুলি লিস্টের আকারে আগেই দিয়ে দেওয়া হল, সেগুলির উপরে ক্লিক করুলেই আপনার কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাবেন, এবং ▲-তে ক্লিক কলে পুনরায় প্রশ্নের সারিতে পৌঁছে যাবেন।

রেসলিং FAQ


দীর্ঘ ৬ বছর একসঙ্গে থাকার পরে John Cena এবং Nikki Bella -দের তথাকথিত "গোল্ডেন কাপল" এর ব্রেক আপ ঘটলো। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে তারা বলেছে : "এই ডিসিশনটা নেওয়া মোটেই সোজা ছিল না কিন্তু আমাদের এখনও একে অপরের প্রতি ভালোবাসা এবং রেস্পেক্ট আছে। আমরা আশা করি যে আপনারা আমাদের জীবনের এই সময়ে আমাদেরকে একা থাকতে দেবেন।" এই খবর কনফার্ম করে নিক্কি এবং ব্রি এর অফিসিয়াল ট্যুইটার পেজে এই ট্যুইটটি করা হয়-

উল্লেখ্য, ৪০ বছর বয়সী সিনা ৩৪ বছর বয়সী নিক্কি বেলাকে রেসেলমেনিয়া ৩৩ এ বিয়ের প্রস্তাব দেয়। তারা ২০১২ থেকে ডেটিং করছিল। আগামী ৫ মে তাদের বিয়ে হবার কথা ছিল। এর আগেও সিনা নিক্কিকে তার স্ত্রী হিসাবে সম্বোধন করে বলেছিল "আমি বিয়ে করতে প্রস্তুত, আমি জানি যে আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে", কিন্তু ভবিষ্যতের কথা কি আর কেউ বলতে পারে ?

রেসেলমেনিয়া ৩৪ এর সময় এই জুটিকে শেষবার একসাথে দেখা যায়। এর আগেই সিনা এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছিল "সম্পর্ক রক্ষা করা কঠিন কাজ। মোটেও ভাববেন না ভালোবাসা সহজ কাজ। ভালোবাসা মধুর, কিন্তু ৫ বছর একসাথে থাকার পরে আমরা বুঝতে পেরেছি ভালোবাসা কঠিন কাজ।" এরপরে সিনা আরও বলে যে "সে অনেক ব্যস্ত থাকে, আমরা দুজনেই ব্যস্ত থাকি। ফলে অনেক সময় মাসের পর মাস আমাদের দেখা হয় না। কিন্তু যখন দেখা হয় সেটা হয় সবথেকে মধুর মুহূর্ত। আমার মনে হয় অন্তত আপাতত সেটাই আমাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে" 

নিক্কির ক্যারিয়ারে ইফেক্ট : জন সিনার সাথে এই ব্রেকআপ হবার পরে অনেকেই মনে করছে নিক্কির WWE ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ। উল্লেখ্য, নিক্কি রেসলিং ছাড়াও অনেক ধরনের কাজ করে, যেমন রিয়ালিটি টিভি শো বা নিজস্ব কাপড়ের ব্যবসা। এর আগে নিক্কি 'Total Divas' এ অভিনয় করেছে এবং এখন 'Total Bellas' নামক শো এর প্রডিউসারও আছে, যেখানে জন সিনাকে অনেক বার দেখা গেছে। ২০১৫ সালে বেলার জীবনে অন্ধকার নামে, একটি গভীর নেক ইনজুরির ফলে সে ১০ মাসের জন্য রেস্লিং করতে পারেনি। এরপরে জন সিনার সাথে ব্রেক আপও তার ক্যারিয়ারে অত্যন্ত নেগেটিভ ভাবে ইফেক্ট করবে। উল্লেখ্য এর আগে Mickie James নামক ডিভাকে WWE ফায়ার করে দেই শুধুমাত্র সিনার ইমেজ রক্ষার্থে। 



তবে বেলার জন্য আশার আলো হল সে "Dancing with the Stars" নামক শোতে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষদের কাছেও অনেক প্রতিষ্ঠা লাভ করে। তার বোনের সাথে মিলে সে "Birdiebee" নামক আন্ডারওয়্যার ব্রান্ড  সফলভাবে শুরু করে। শেষবার তাকে রিংয়ে দেখা যায় ২০১৮ এর Royal Rumble পিপিভির ওমেন রাম্বাল ম্যাচে, যেখানে সে দ্বিতীয় স্থান লাভ করে। তার রেসলিং ক্যারিয়ার হয়তো এখানেই সমাপ্ত কিন্তু আশা করি রেসলিং এর বাইরেও সে সফল হয়ে উঠবে।
• লেখক ঃ রেসলিং বাংলা এক্সক্লুসিভ!

ব্রেকিং: জন সিনা ও নিক্কি বেলার ব্রেক আপ, পরিণতি


Royal Rumble 2018 তে First Ever Women's Royal Rumble অনুষ্ঠিত হয়।
আর সেটার বিজয়ী : Asuka !

আর তাই সে Wrestlemania তে টাইটেল ম্যাচ পায়। তার কাছে তখন দুইটি অপশন ছিল :

1 Raw Women’s Championship 
2 Sd Women's Championship 

সে SmackDown এর চ্যাম্পিয়নশীপ টাকেই Choose করে। 

Charlotte Flair এর মাধ্যমে এবারের Wrestlemania তে Asuka এর স্ট্রিক ব্রেক হয়।❕
তার বর্তমান ম্যাচ রেকর্ড ২৬৭-১ !!

সুপারস্টার রিভিউ : Asuka!


রোমানের রক্ত কি আসল ছিল ?

প্রো রেসলিংয়ে ব্লাড ক্যাপসুল ব্যবহার হয়ে থাকে। এই বিষয়টি এই ব্যবসায় নতুন না হলেও, এবারের রেসেলম্যানিয়াতে এর ব্যবহার কতটুকু ঠিক তা আমার জানা নেই। কিন্তু আমি অবাক হয়েছি, অনেক রেসলিং ফ্যান রোমানের পারফর্মেন্সে মুগ্ধ হয়েছে। তাদের মতে ঐ রাতে সেই বেস্ট পারফর্মার। তাদের একটি মত এই যে , ৫টি F-5 কিক আউট সহজ না।

এখন মূল বিষয়ে আসি, অনেক রেসলিং প্রেমিকের মত যে, রেসেলম্যানিয়া ৩৪ এ, রোমান সত্যি আহত হয়েছিল, আর এটা ছিল রিয়েল ব্লাড।

ইউটিউবে গিয়ে ম্যাচটি আরো আরেকবার দেখুন। দেখলে সম্পূর্ণ বুঝবেন, ব্রক রোমানের কপালে আঘাত করিনি, কিন্তু রক্ত কোথার থেকে বের হয়েছে? হ্যাঁ, এটাই তো মজা। আর এটাই ছিল রেসেলম্যানিয়ার অন্যতম ভুল। কিন্তু কারোর চোখে তেমন পড়ি নাই, আবার পড়তেও পারে। যাইহোক, বড় যেকোনো শো নির্ভুল হবে তার কোনো গ্যারান্টি নাই। তাই এই শো তেও ভুল হয়েছে। আশা করি সবাই উত্তর পেয়েছেন, ধন্যবাদ।


সেথ রলিন্স কি Superstar Shake Up এ তার ব্র‍্যান্ড RAW চেঞ্জ করতে যাচ্ছে?

চারিদিক থেকে রুমরস আসছে যে সেথ রলিন্স কে এই Superstar Shake Up এ Smack Down Live এ ড্রাফট করা হবে। সেখানে তাকে এজে স্টাইলস এর সাথে ফিউড দেওয়া হবে। অন্যদিকে এক ইন্টারভিউ তে সেথ রলিন্স ও বলেন যে তিনি এজে স্টাইলস এর সাথে ম্যাচ খেলতে চান এবং এটি হলো সকলের ড্রিম ম্যাচ। এছাড়াও কিছু মাস আগে একটি ছবি লিক ও হয়ে গিয়েছিল, যেটিতে সেথ রলিন্স কে SDL এর পোস্টারে দেখা গিয়েছিল।

Superstar Shake Up আর কিছুদিন এর মধ্যেই হতে চলেছে। যদি তাকে SDL এ ড্রাফট করা হয় তাহলে তাকে তার IC টাইটেল টি RAW তে রেখেই নিয়ে যেতে হবে। আর যদি IC টাইটেল সহ SDL এ ড্রাফট করা হয় তাহলে RAW তে US চ্যাম্পিয়ন কে টাইটেল সহ ড্রাফট করা হবে।

সেথ রলিন্স কে গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বানানোর জন্যই রেসেলমেনিয়া তে তাকে IC টাইটেল টি পুশ দেওয়া হয়। এখন তিনি গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে গেছেন তাই খুব শিঘ্রই তিনি তার Intercontinental Championship টাইটেল টি হারাতে চলেছেন।


• Rey Mysterio "Greatest Royal Rumble" এ মাত্র ১ টা ম্যাচ ই খেলবেন :'( কারন সে WWE এর সাথে কোন কন্ট্রেক্ট সাইন করেন নি 😔


• Brock Lesnar একমাত্র Superstar যিনি "Wrestlemania" 33 তে Title জিতেন এবং পুরো ১ বছর পর Successfully তার Title ডিফেন্ড করতে সফল হন। Brock Lesnar একমাত্র Heel যিনি Wrestlemania এর মেইন এভেন্ট জিতেছেন ক্লিনলি বাইরের কোন সাহায্য ছাড়া।


• Paul Ellering এতদিন Former NXT ট্যাগ টিম চ্যাম্পিয়ন AOP এর manager এর দায়িত্ব পালন করে আসছিল।কিন্তু মেইন রোস্টারে AOP এর সাথে তাকে আর দেখা যাবে না।বয়সের কারণে (সামনের আগস্টে তার ৬৫ বছর হবে) তিনি নিজেই মেইন রোস্টারে AOP এর manager হিসেবে থাকতে চাননি।


• আমরা অনেকেই জেনে গেছি সামনের সপ্তাহে "Superstars Shake Up" হবে।

◘ Daniel Bryan "Raw" তে ড্রেফট হতে পারেন।
◘ Seth Rollins "Smackdown" এ ড্রেফট হতে পারেন।
◘ Aj Styles "Raw" তে ড্রেফট হতে পারেন। 


Alberto El Patron তার Impact Wrestling থেকে রিলিজ করে দেওয়ার সম্পর্কে মন্তব্য করে বলেন :

"আমার Family Situation এ অভিনিবেশ করার কারনে আমাকে Impact Wrestling vs Lucha Underground শোতে দেখা যায় নি। 

আমার পরিবার, আমার সন্তান হচ্ছে আমার পুর্বিতা। পরিস্থিতিটা তাদের সাথে জড়িত ছিল, এবং যার কারনে আমি Business দেখাশোনা করার ডিসিশন নেই। That's all that happened.



THIS WEEK #RAW & #SDL TOTAL VIEWERSHIP :

WrestleMania 'র আগের Raw 'এর গড় ভিউয়ারশিপ ছিলো 3.357 Millions. যা এই সপ্তাহে গিয়ে দাঁড়ায় 3.931 Millions 'এ। উল্লেখ্য, RAW 25 'এরপরে এটিই সর্বোচ্চ ভিউ পাওয়া Raw Episode. 
অন্যদিকে, Before WrestleMania SDL Show 'এর ভিউয়ারশিপ ছিলো 2.467 Millions, যেটি After Mania SDL Show 'তে এসে দাঁড়ায় 2.952 Millions. এমনকি এটিই SDL 'ইতিহাসে বেশি ভিউ পাওয়া SDL Show. 😌

GREATEST ROYAL RUMBLE MATCH CHANGES :

সম্প্রতি WWE 'তাদের লাইভ ইভেন্ট Greatest Royal Rumble Show 'এর জন্য একটি Casket Match 'এর আয়োজন করে, যেখানে একে অপরের মুখোমুখি হতো Undertaker & Rusev. কিন্তু কিছুক্ষণ আগেই WWE 'তাদের এই প্ল্যান টি বাতিল করে দেয় অর্থাৎ ম্যাচটি বাতিল করে এবং Casket Match 'এ Taker 'এর অপোনেন্ট হিসেবে নাম ঘোষণা করে Y2J 'র!
That Means, The Undertaker vs Chris Jericho, In A Casket Match 😱. THIS IS AWESOME 👌👏.

WWE CHAMPIONSHIP PLAN LEAKED :

সম্প্রতি একটি ছবি ভেসে আসে Social Media 'তে! যা থেকে সবাই ইংগিত করেছে এটিই WWE 'এর প্ল্যান! ছবিটি তে দেখা যায় Extreme Rules Pay Per View 'এর একটি পোস্টার! যেখানে WWE Championship 'এর জন্য সেট করা হয়েছে একটি Triple Threat Match, যেখানে একে অপরকে ফেস করবে AJ Styles, Shinsuke Nakamura & Baron Corbin. হয়তো এটাই তাদের প্ল্যান Extreme Rules 'এর। 😛

DOLPH ZIGGLER WWE CONTRACT :

সম্প্রতি একটি রুমোর বেড়িয়ে আসে যেখানে বলা হয় Ziggler 'তার নতুন কন্ট্রাক্ট সাইন করেছে এবং টাকার অংকটা অনেক বেশি, তা হলো 1.5 Million 😱. কিন্তু এই কথাকে গুজব বলে উড়িয়ে দেয় DZ এবং সে বলে আমাদের মাঝে এখনও অনেক পলিসি দেখা যাচ্ছে! তাই সামনেই জানতে পারবেন আমাদের মধ্যে কি হবে! ☺

ROMAN REIGNS NEW CHALLENGER :

সম্প্রতি Roman Reigns 'নিজের Twitter Account 'এ একটি পোস্ট করে, যার কথাগুলো ছিলো, 'Any Time, Any Place, Any Country, Any Opponent, I'll Fight'  😎.
এবং সেই Tweet 'এর জবাব দেয় NJPW 'এর Kenny Omega. সে বলে, 'Really?' এবং তার এই কথা শুনে অবশ্যই সবার মনে হতে পারে সে ফেস করতে চায় Reigns 'কে! :v উল্লেখ্য, Kenny Omega 'নিজেও কিন্তু কোনো ছোট নাম নয়, তাকেও বেশ অনেকেই একজন Best Wrestler 'হিসেবে দেখে থাকে! 😌


The New General Manager Of Smackdown Live - PAIGE :

Paige বর্তমানে একটি মারাত্মক ইঞ্জুরির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন; সেই বিষয়ে আপনারা সবাই অবগত :-( ! তো এই ইঞ্জুরির জের ধরেই গতকাল RAW এ তিনি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন। তবে অবাক করা বিষয় হলো, আজ Smackdown Live এ Shane McMahon অ্যানাউন্স করেন Smackdown Live এর নতুন জেনারেল ম্যানেজার হলেন Paige :-D ! Paige এর ফ্যানসহ অনেক রেসলিং প্রেমীর কাছেই এই নিউজটি সুখকর!


Daniel Bryan In- Ring Return In One Condition :

Daniel Bryan এর ইন-রিং রিটার্নের বিষয়ে WWE খুবই সতর্কতা অবলম্বন করছে। WWE চাচ্ছে না Daniel Bryan আবারও কোনো ইঞ্জুরিতে পরে রিটায়ারমেন্ট ঘোষণা। তাই Daniel Bryan কে একটি শর্তের ভিত্তিতে ইন-রিং রিটার্ন করতে হয়েছে। শর্তটি হলো, তাকে প্রতিটি ম্যাচে পারফোর্ম করার পর WWE এর অফিসিয়াল ডাক্তারের কাছে চেকআপ করতে হবে!


Roman Reigns Didn't Know About The Result :

অনেক আগে থেকেই রিউমর ছিল Roman Reigns vs Brock Lesner ম্যাচে Roman Reigns জিতবেন। Even, Roman Reigns নিজেও জানতেন, এই ম্যাচে তিনি জিততে চলেছেন। স্ক্রিপ্ট-অনুযায়ীও Roman Reigns বিজয়ী হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচের রেজাল্ট ম্যাচ শুরু হওয়ার ঠিক একঘণ্টা আগে চেঞ্জ করা হয় এবং অস্বাভাবিক বিষয় হলো, Roman Reigns কে এই বিষয়ে জানানোও হয়নি। তাই তিনি পরপর ৫ টা F5 সেল করার পরও কিকআউট করেছিলেন! উল্লেখ্য, ম্যাচ শেষে তিনি খুব আপসেট হয়ে যান 😞!


Kurt Angle Could Perform In Greatest Royal Rumble Match :

রিউমর ছড়িয়েছে Greatest Royal Rumble ম্যাচে আমেরিকান গোল্ড মেডেলিস্ট Kurt Angle পারফোর্ম করতে পারেন।


Rematch Between Roman Reigns & Brock Lesner© For The Universal Title At Greatest Royal Rumble PPV :

WWE অফিসিয়ালি ঘোষণা করেছেন যে Greatest Royal Rumble পিপিভি তে Brock Lesner VS Brock Lesner© [ Universal Championship Match ] ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটির স্টিপুলেশন হলো 'Steel Cage' ম্যাচ। রিউমর অনুযায়ী এই ম্যাচে Roman Reigns জিতবেন এবং খুব সম্ভবত এই ম্যাচের মাধ্যমে WWE কে বিদায় জানাবেন Brock Lesner!


Shane McMahon Wanted To Fight With Brock Lesner After Lesner Threw Universal Title At Vince McMahon :

বিভিন্ন সাইটের তথ্যানুযায়ী, Wrestlemania 34 এ Brock Lesner VS Roman Reigns ম্যাচে Brock Lesner স্ক্রিপ্ট ভেঙ্গে Roman Reigns কে অ্যানাউন্স টেবিলের উপর F5 দেন এবং তার মুখে আঘাত করে তাকে রক্তাক্ত করেন। এর কারণে Wrestlemania এর ব্যাকস্টেজে Vince McMahon Brock Lesner কে অপমানিত করে কিছু কথা শোনান। তখন Brock Lesner রেগে গিয়ে Vince McMahon এর দিকে Universal Championship ছুড়ে মারেন। তখন Shane McMahon এসব দেখে Brock Lesner এর সাথে রিয়েল ফাইটে জড়াতে চেয়েছিলেন। 


What's The Real Plan For Undertaker & John Cena :

বিভিন্ন সাইটের তথ্যমতে, Wtestlemania 34 এ Undertaker কে Badass গিমিকে বুক করা হয়েছিল। তবে Wrestlemania 34 এর ঠিক আগের দিন Vince McMahon এই প্ল্যানটি বাতিল করে দেন এবং Undertaker কে Deadman গিমিকেই বুক করেন।

রিউমর অনুযায়ী, এই ফিউডটি Wrestlemania 35 পর্যন্ত গড়াবে। এই ফিউডে Undertaker হিল এবং John Cena বেবিফেস হিসেবে গিমিক প্লে করবেন। খুব সম্ভবত Wrestlemania 35 এ Undertaker VS John Cena ম্যাচটি ক্যারিয়ার ভার্সেস ক্যারিয়ার ম্যাচ হবে!


• NXT Takeover: New Orleans এ অনুষ্ঠিত হওয়া North American চ্যাম্পিয়নশিপ Ladder ম্যাচ এবং Johnny Gargano vs. Tommaso Ciampa ম্যাচটিকে ৫ স্টার দিয়েছে Dave Meltzer.

এ নিয়ে টানা দুইটি পিপিভি ম্যাচে ৫ স্টার পেলো Johnny Gargano'র ম্যাচ। 


• "Dave Meltzer" NXT Takeover New Orleans & Wrestlemania 34 এর রেটিং প্রকাশ করেছেন।

♦ NXT Takeover New Orleans :


◘ Adam Cole/EC3/Ricochet/Velveteen Dream/Lars Sullivan/Killain Dain : 5★

◘ Shayna Baszler/Ember Moon : 3.25★

◘ Undisputed Era/Authors of Pain/Roderick Strong & Pete Dunne: 3:25★ 

◘ Cien Almas/Aleister Black: 4:25★

◘ Johnny Gargano/Tommaso Ciampa: 5★


♦ Wrestlemania 34 :

◘ Andre the Giant Memorial Battle Royal: 1.50★

◘ Women's Wrestlemania Battle Royal: 1.50★

◘ Cedric Alexander/Mustafa Ali: 3★

◘ The Miz/Finn Balor/Seth Rollins: 3:50★

◘ Asuka/Charlotte Flair: 4★

◘ Randy Orton/Rusev/Jinder Mahal/Bobby Roode: 2.75★

◘ Triple H & Stephanie McMahon/Kurt Angle & Ronda Rousey: 4:25★

◘ Alexa Bliss/Nia Jax: 2:75★

◘ Daniel Bryan & Shane McMahon/Kevin Owens & Sami Zayn: 3:50★

◘ The Undertaker/John Cena: 1.25★

◘ AJ Styles/Shinsuke Nakamura: 3:75★

◘ The Bar/Braun & Nicholas: 1★

◘ Brock Lesnar/Roman Reigns: 3★ 



WWE Greatest Royal Rumble, Match Card - Prediction - Time Table

২৭ এপ্রিল হতে যাচ্ছে, রেসলিং ইতিহাসে সবচেয়ে বড় Royal Rumble. আর এই ব্যাটেল রয়্যাল ম্যাচে অংশ নিবেন 50 জন রেসলার | এছাড়া চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য কিছু ম্যাচ এখন পর্যন্ত ঠিক হয়েছে|

1) Greatest Royal Rumble Match 50-Man Royal Rumble Match

UNPREDICTABLE😿😿


2) Brock Lesnar (c) vs Roman Reigns [Steel Cage Match]
[Universal Championship]

Prediction: ROMAN REIGNS😎 


3) Seth Rollins (c) vs Finn Bálor vs The Miz vs Samoa Joe Ladder match [Intercontinental Championship]

Prediction: Seth Rollins


4) TBD (c) vs TBD 
[WWE Championship]


5) TBD (c) vs TBD 
[United States Championship]


6) Cesaro and Sheamus vs Bray-Hardy Or The Revival
[Raw Tag Team Championship]

Prediction: Bray-Hardy Or The Revival


7) The Bludgeon Brothers (c) vs The Usos 
[WWE SD Tag Team Championship]

Prediction: The Bludgeon Brothers 


8) TBD (c) vs TBD WWE Cruiserweight Championship match


9) John Cena vs Triple H

Prediction: John Cena


10) The Undertaker vs Chris Jericho Casket match

Prediction- The Undertaker

Official TV Time Table-

27 April - At 10 PM (রাত ১০ টা) - Ten 1 / Ten 1 HD

সকলকে তাক লাগিয়ে Dave Meltzer প্রমান করে দিয়েছেন 😌😉 তিনি গাঞ্জাখান কিন্তু সহনীয় মাত্রায় ২ টা ৫★ ম্যাচ দিয়েছে NXT Takeover এ 😍 This is awesome
• লেখক ঃ WWE 360, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme। 
রেসেলমেনিয়া ৩৪ বিভিন্ন কোয়ালিটিতে সম্পূর্ণ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং নিউজ, ১৫/০৪/২০১৮