আসল নাম

Kurt Steven Angle

জন্মদিন

৯ ডিসেম্বর, ১৯৬৮

জন্মস্থান

Allegheny, Pennsylvania, US

বাসস্থান

Pittsburgh, Pennsylvania, US

উচ্চতা

৬ ফুট (১.৮৩ মি)

ওজন

১০০ কেজি (২২০ পাউন্ড)

ট্রেনার

Dory Funk জুনিয়র

অভিষেক

২০ আগস্ট, ১৯৯৮

অবসর

৭ এপ্রিল, ২০১৯


"দ্যা রেসলিং মেশিন" এই নাম বা এই উপাধির জন্য বিন্দু পরিমাণ সংকোচ না রেখে, এই বিশেষণে বিশেষায়িত করা যায় এমন একজন রেসলার হলেন কার্ট এঙ্গেল। রেসলিং ক্যারিয়ারে কার্ট এখন পর্যন্ত WWE, TNA, ECW, WCW ও NJPW সহ বিভিন্ন কোম্পানিতে খেলেছেন এবং ইতিহাসে কার্টই একমাত্র প্রফেশনাল রেসলার যে কিনা WWE, WCW, TNA, এবং IWGP World চ্যাম্পিয়নশিপ সহ মোট ১০টিরও বেশি ভিন্ন প্রো-রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছে

কার্টের Agility, Athleticism প্রফেশনাল রেসলিংকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সে রেসলিং জগতে পদার্পণ করে ১৯৯৬ সালে। ফ্রি-স্টাইল রেসলিং এর জন্য ১৯৯৫ সালে জিতেছিল অলিম্পিক গোল্ড মেডাল এবং ১৯৯৬ সালের Summer Olympic এ জিতেছিল গোল্ড মেডাল। এছাড়া MMA-তেও তার দক্ষতা আছে।

কার্ট WWF/E-তে সে মোত ৮ টি ভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছে যার মধ্যে ছিল WWF/E চ্যাম্পিয়নশিপ, World হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, WCW চ্যাম্পিয়নশিপ, WCW ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, WWF হার্ডকোর চ্যাম্পিয়নশিপ, WWF ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, WWF ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ও WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এছাড়া সে TNA-তে জিতেছে TNA World হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (রেকর্ড ৬বার), TNA World ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ও TNA X ডিভিশন চ্যাম্পিয়নশিপ। সে ২০১৩ সালের TNA Hall Of Famer। এছাড়া IWGP হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছে ১ বার।

KURT ANGLE : কার্ট অ্যাঙ্গেল


আসল নাম

Michael Francis Foley

জন্মদিন

৭ জুন, ১৯৬৫

জন্মস্থান

Bloomington, Indiana, US

বাসস্থান

Long lsland, New York, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

১৩০ কেজি (২৮৭ পাউন্ড)

ট্রেনার

Dominic DeNucci

অভিষেক

১৯৮৩ সাল

অবসর

২০১২ সাল


মিক ফোলি একজন সফল রিটায়ার্ড রেসলার, তাছাড়া তিনি একজন কমেডিয়ানও বটে।  রেসলিং ইতিহাসের একটি অন্যতম এই লেজেন্ডের প্রত্তেকটা মুহুর্তই ছিল চমকজনক। রেসলিং ইতিহাসে তিনিই একমাত্র হার্ডকোর রেসলার যিনি ভয়ানক মুহুর্ত হেসে কাটিয়ে পার করেছেন। Mick Foley ছিল রেসলিং জগতে এক ভয়ংকর নাম, একসময় তার নাম শুনে রেসলিং জগৎ কেপে উঠত। তিনি হিল বা ফেস সবখানে ভয়ংকর ছিলেন এবং রেসলার কেই Injury তে পাঠিয়েছেন। তার মার ছিল খুব যন্ত্রণাদায়ক, কাটা তারের উপরেও সে তার ফিনিশিং মুভ দিত। এমনকি কাঠের সাথে পেরেক লাগিয়ে গায়ে ডুকিয়ে দিতেও পিছুপা হত না।

WWE তে তার ৩ টা গিমিক ছিল: ক্যাকটাস জ্যাক, ডুড লাভ ও ম্যানকাইন্ড। তার রেসলিং এর স্টাইল ছিল খুবই হার্ডকোর, এর কারণে তিনি নিজেও তার ক্যারিয়ারে কয়েকটা মারাত্মক ইঞ্জুরি তে পরেন। আন্ডারটেকার এর সাথে তার Hell In A Cell ম্যাচটা আসল রেসলিং ফ্যানরা কেউ ভুলতে পারবে না। তিনি ৩ বারের WWE, ৮  বারের Tag Team, ১ বারের Hardcore আর ১ বারের TNA চ্যাম্পিয়ন। তাকে ২০১৩ সালে হল অফ ফেইমে ইন্ডাক্ট করা হয়। ডেবিউ করেন ১৯৮৩ সালে এবং Retired হয় ২০১২ সালে।

MICK FOLEY : মিক ফোলি


WWE এর ইতিহাসে সর্বকালের সেরা রেসলার কে এই বিষয়ে আলোচনা হলেই সর্বপ্রথম যেই নামটি অনেকের মুখে আসে সেই নামটি হলো "The Undertaker"। কেন তাকে অনেকেই WWE এর ইতিহাসে সর্বকালের সেরা রেসলার হিসেবে বিবেচনা করে। টাইটেল এর দিক থেকে তো তিনি অনেক সাধারণ একটি ক্যারিয়ারই কাটিয়েছেন, তবে কেন তিনি সর্বকালের সেরা রেসলার হিসেবে বিবেচিত হচ্ছেন? আশা করি এই বিষয়ে আমার আপনাদের নতুন করে তেমন কোনো কিছু বলার দরকার নেই। আমরা সবাই তা জানি। তার মত নিঁখুতভাবে অন্য কোনো রেসলার কখনো নিজের গিমিক প্লে করতে পেরেছেন কিনা আমার তা জানা নেই। হ্যাঁ হয়তো অনেকেই অনেক ভালো গিমিক নিয়ে অতীতে কাজ করেছেন এবং বর্তমানে ও করছেন, কিন্তু গিমিক প্লে এর দিক দিয়ে The Undertaker এর মত এই প্রো-রেসলিং জগতে শুধু একজনই রয়েছেন এবং তিনি হলেন Undertaker নিজেই। 💜

তার এই "The Undertaker" গিমিকটাকে আরো আকর্ষণীয় করতে সাহায্য করেছে একটি ঐতিহাসিক স্ট্রিক। মূলত বলতে গেলে Undertaker এর সাফল্যের আরেকটি বড় অংশ হলো তার এই স্ট্রিক।

The Undertaker তার ক্যারিয়ারের শুরু থেকে Wrestlemania তে জয়ের একটি অসাধারণ স্ট্রিক তৈরী করেছিলেন যা আজ পর্যন্ত WWE এর ইতিহাসে অন্য কোনো রেসলারের পক্ষে করা সম্ভব হয়নি এবং হবে বলেও মনে হয়না। ১৯৯১ সাল থেকে শুরু করে ১৯৯২ ও ২০০০ সাল বাদে ২০১৩ পর্যন্ত প্রত্যেক বছর WWE এর সবচেয়ে বড় পিপিভি " Wrestlemania " তে অংশগ্রহণ করে শুধু ম্যাচই খেলেননি বরং প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করেছেন The Undertaker, তার এই জয়ের ধারাই "The Streak" নামে পুরো রেসলিং বিশ্বে পরিচিত।

যখন থেকে তার Wrestlemania তে এই স্ট্রিক শুরু হয়েছিলো তখন প্রথমেই এই বিষয়ে তেমন একটা আলোচনা হয়নি। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করতে পারে যে The Undertaker কে Wrestlemania তে পরাজিত করা সম্ভব হচ্ছেনা এবং তার জয়ের ধারা চলমান রয়েছে। তখন থেকেই সবার মাঝে এই আলোচনা শুরু হয় যে কে হবে সেই ব্যাক্তি যে থামাবে Undertaker এর Wrestlemania এর এই জয়ের প্রবাহ। কার দ্বারা ভাঙ্গবে এই স্ট্রিক? কিন্তু কারো পক্ষেই তখন সেটা করা সম্ভব হচ্ছিলোনা। সময়ের সাথে সাথে এই স্ট্রিক Undertaker এর ক্যারেক্টারকে আরো ডার্ক করে তুলছিলো। Wrestlemania এর কথা বললেই তখন মানুষের মাথায় Undertaker এর স্ট্রিক এর চিন্তা আসতো। কিভাবে শুরু হয় তার এই স্ট্রিক এবং এর সমাপ্তি কিভাবে হয়?

আসুন এবার তার স্ট্রিক এর ব্যাপারে একটু বিস্তারিত জানা যাক।

দ্যা আন্ডারটেকারের লেজেন্ডারি স্ট্রিক


ইতিহাসের পাতায় লেখা আছে যে Chris Benoit তার স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন। তবে এখনো তার মৃত্যু অনেকের কাছে রহস্যই রয়ে গেছে। আজ আমি Benoit -এর মৃত্যু রহস্য নিয়েই বিস্তারিত আলোচনা করবো।

২৫ জুন ২০০৭ এর ব্রেকিং নিউজ ছিল : "Chris Benoit is no more! Benoit & his family members were found dead"। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায়। Raw বাতিল করে WWE সম্প্রচার করে Benoit -কে ট্রিবিউট দিয়ে ৩ ঘণ্টার একটি শো। পুলিশ তদন্ত শুরু করে ঘটনার তলানিতে পৌঁছাতে।

সব ঘটনা ঘটেছিলো ২২ থেকে ২৪ জুনের মধ্যে। Benoit -এর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সুইমিংপুল এর সামনে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী Nancy - এর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর Nancy -এর লাশ অনেক দূর পর্যন্ত মাটিতে ঘসে নেয়া হয়। Benoit -এর ছেলে Daniel -কে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তার শরীরে হরমোনের ইনজেকশন দেওয়া হয়।

Chris Benoit কি আসলেই খুনি ছিলেন?


আমরা সবাই জানি বর্তমানে WWE কে কড়া টক্কর দেওয়ার কোম্পানি হচ্ছে শুধুমাত্র AEW বা All Elite Wrestling। ধনকুবের Shahid Khan এর পুত্র Tony Khan ২০১৯ সালের ১লা জানুয়ারি এটির সুচনা করেন, পিতার আর্থিক সামর্থ্যের সুযোগ নিয়ে WWE থেকে Chris Jericho, Dean Ambrose (Jon Moxley), Luke Harper, Cody & Dustin Rhodes, Jim Ross, Vickie Guerrero প্রমুখ রেসলার এবং ট্যালেন্টদেরকে একের পর এক টোনি নিজের রোস্টারে সামিল করে নেয়, ঠিক যেমন WWE করতো এক সময়ে, ফলে ২ দশকের মধ্যে প্রথমবার কোন কোম্পানি WWE এর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সক্ষম হচ্ছে। এইসমস্ত ব্যক্তিরা প্রায় সকলেই একসুরে বলেছেন, AEW এর বিশেষত্ব হল "ক্রিয়েটিভ ফ্রিডম", অর্থাৎ কিভাবে কাজ করতে হবে তার স্বাধীনতা পাওয়া, যেটি WWE তে তেমন একটা মিলে না।

AEW কি WWE কে পিছনে ফেলে দিচ্ছে?


প্রফেশনাল রেসলিংয়ের সবচেয়ে বড় কোম্পানি হলো WWE। তেমনি এটি একটি প্রাচীন প্রমোশনও বটে। WWE তার সুদীর্ঘ ইতিহাসে আমাদের চিরকাল মনে রাখার মতো অনিন্দ্যসুন্দর কিছু মূহুর্ত উপহার দিয়েছে, যার কোনোটি সুখকর, কোনোটি হাস্যরসাত্মক, আবার কোনোটি বেদনাদায়ক। এসব চিরস্মরণীয় মূহুর্তগুলো থেকে সেরা ১০টি সম্পর্কে আজ আমি আলোচনা করতে যাচ্ছি।


• (10) WWF DEBUT OF CHRIS JERICHO:


সালটা ১৯৯৯। অনেক সপ্তাহ ধরে টাইটেন্ট্রনে দেখা যাচ্ছিল একটি ঘড়ি, যেটার নাম দেওয়া হয়েছিল "Countdown to the New Milennium"। তারপর আসলো আগস্টের ১০ তারিখ। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে অনুষ্ঠিত হচ্ছিল Raw is War। রিংয়ের ভেতরে ছিলেন ক্যারিজম্যাটিক সুপারস্টার The Rock। Rock একটি প্রমো কাটছিলেন Big Show -কে নিয়ে। এমন সময় বিগ স্ক্রীনে দেখা গেলো Milennium ঘড়িটাকে! কাউন্টডাউন শুরু হলো... ১৬..১৫..১৪... Rock সহ সবাই উৎসুক হয়ে উঠলো কি হয় দেখতে। ৫..৪..৩..২..১..০.. এরিনার আলো নিভে গেলো। আর রহস্যময়ভাবে লাল, নীল, সবুজ ইত্যাদি আলো জ্বলা নেভা শুরু করলো। এবার একদম সবকিছু অন্ধকার হয়ে গেলো। তারপর বুম... পাইরো জ্বলে উঠলো। "BREAK THE WALLS DOWN" বেজে উঠলো। IT'S JERICHO!!! সাবেক WCW World Television Champion CHRIS JERICHO!! বিশাল পপ দিলো দর্শকরা! আলো আলো ফিরে আসলো আর স্টেজের মাথায় দেখা গেলো পেছন ফিরে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন Chris Jericho! ডান হাতে একটি মাইক। অবাক হয়ে কাণ্ড দেখেছিলেন Rock। "Welcome to RAW IS JERICHO!" এবার সামনে ফিরলেন Jericho।

WWE ইতিহাসের সেরা ১০ টি মুহূর্ত!


প্রো রেসলিং এর একটি অবিচ্ছেদ্য অংশ হলো ম্যানেজার। আরও নির্দিষ্ট করে বলতে গেলে হিল ম্যানেজার। এই ধারা বর্তমানে প্রায় বিলুপ্তির মুখে পড়ে গেলেও একসময় রেসলিং এ রাজত্ব করতেন এই হিল ম্যানেজাররাই। যদি শ্রেষ্ঠ হিল ম্যানেজারদের কথা আসে তবে অবধারিতভাবে দুটো নাম নিঃসন্দেহে আসবেই, Bobby ‘The Brain’ Heenan এবং Paul Heyman. তবে এদের পথিকৃৎ ছিলেন কারা? কাদের তৈরিকৃত ভিত্তিপ্রস্তরের উপরে নির্মিত হয়েছে হিল ম্যানেজারদের গৌরবময় ইতিহাস? তাদের কথাই বলব আজ। জেনে নিব তিন কিংবদন্তী হিল ম্যানেজারদের ব্যাপারে, যাদের দেখলে বেবিফেইস রেসলারদের আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হতো। এই তিনজন হলেন 'Captain' Lou Albano, The Grand Wizard of Wrestling এবং ‘Classy’ Freddie Blassie. একত্রে এদেরকে ব্যাকস্টেজে বলা হতো "Three Wise Men Of The East" অথবা "The Triumvirate Of Terror"!

একে একে এদের কথা বলার আগে ওই সময়ের পটভূমি জেনে নেওয়া জরুরী। কারণ, বর্তমানের প্রো রেসলিং এর সাথে মৌলিক কিছু পার্থক্য ছিলো তখনকার। এখন যেমন সবাই প্রো রেসলিং এর লুকানো সত্যটা অর্থাৎ এর স্ক্রিপ্টেড প্রকৃতির কথা জানে, তখন কিন্তু তা ছিলো না। এখন প্রো রেসলিং এর মূল লক্ষ্য দর্শকদের আমোদিত করা বা বিনোদিত করা। কিন্তু ইতিহাসের সেই সময়ে ফিরে গেলে আমরা দেখবো প্রো রেসলিং ছিলো মানুষকে ধোঁকা দিয়ে যত সম্ভব টাকা হাতিয়ে নেওয়ার এক ব্যবসা। কিভাবে? প্রথমে আমরা হিল রেসলারের কথা চিন্তা করি। সে তার প্রতারণামূলক কাজকর্মের মাধ্যমে দর্শকদের রাগান্বিত করে তুলতো। তার কাজই ছিলো এটা দেখানো যে ফেইস রেসলার একজন রেসলার হিসেবে তার থেকে ভালো। কিন্তু তাও তার ধূর্তামির কারণে সেই ফেইস রেসলারই মার খাচ্ছে। দুটো জিনিস হাসিল হয় এই হিল রেসলার দিয়ে। দর্শক হিল রেসলারকে মার খেতে দেখতে চান এবং দর্শক ফেস রেসলারের প্রতি সহানুভূতিশীল হন। ফলাফল কি দাঁড়ায়? ওই দিন যদি হিল রেসলার তার পাওনা মার না খায় তবে দর্শক তাকে মার খেতে দেখতে ঠিকই আবার পরেরবার টিকেট কিনে ঢুকবেন। প্রো রেসলিং এর মূল লক্ষ্যও এটিই।

'Three Wise Men Of The East' বা আতঙ্কের ত্রিমূর্তির ব্যাপারে জেনে নিন।