Roman Reigns-কে #PWI500 তাদের সেরার Wrestler Of 2016-এর তালিকায় প্রথম স্থানে রেখেছে। Congratulations Roman...!!!

PWI এর এবছরের সেরা ৫০০ প্রো- রেসলারের মধ্যে শীর্ষ ১০ রেসলারঃ-

১→ Roman Reigns
২→ Kazuchika Okada
৩→ Finn Balor
৪→ AJ Styles
৫→ Jay Lethal
৬→ Kevin Owens
৭→ Sinsuke Nakamura
৮→ Seth Rollins
৯→ Dean Ambrose
১০→ John Cena

রোমান এই খবর জানতে পারায় তার হেটারদের উদ্দেশ্যে টুইটারে এই পোস্ট করেন- 



প্রসঙ্গত উল্লেখ্যঃ PWI Ranking নিচের জিনিসের ওপর ভিত্তি করে করা হয় - 

1. ঐ টাইম পিরিয়ডে একটা রেসলারের Win-Loss এর ওপর ভিত্তি করে !

2. ঐ টাইম পিরিয়ডে রেসলারের চ্যাম্পিয়নশীপ অর্জনের ওপর ভিত্তি করে !

3. ঐ টাইম পিরিয়ডে রেসলারকে তার কোম্পানী তাদের প্রমোশনসমূহে কীরকম হাইলাইট করেছিলো সেটার ওপর ভিত্তি করে ।

4. ঐ টাইম পিরিয়ডে রেসলারের মেজর ফিউডসমূহ কাদের সাথে হয়েছিলো সেটার ওপর ভিত্তি করে।

এবং

5. ঐ টাইম পিরিয়ডে রেসলারের মেইন ইভেন্টিং এর ওপর ভিত্তি করে।


রোমান রেইন্স ৩ বার WWE World Heavyweight Championship টাইটেল জেতার এবং প্রো রেসলিং এর সবচেয়ে বড় ইভেন্ট Wrestlemania এর মেইন ইভেন্ট করার জন্যই ১ নাম্বারে উঠে এসেছেন।


• ক্রেডিটঃ Riyasaad Ahmed, Prokash Das Arjun, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU & রেসলিং বাংলা। 

PWI সেরা ৫০০ রেসলারদের র‍্যাঙ্কিং, শীর্ষে রোমান রেইন্স।


আমরা গত র তে দেখেছি Fatal 4-way match এ Kevin Owens New Universal Champion হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে তার এই উইন টা ছিল স্ক্রিপ্ট এর বাইরে, স্ক্রিপ্ট করা ছিল যে রোমেন এই টাইটেল টা জিতবে। 

News Observer এর রিপোর্ট অনুসারে, WWE এর অরিজিনাল প্ল্যান ছিল যে প্রথমে Big Cass কে KO Eliminate করবে। তারপর Rollins এসে Kevin কে। সবশেষে Roman এসে ম্যাচ টা জিতবে। কিন্তু ম্যাচ শুরুর কিছু মুহুর্ত আগে Triple H Backstage এ একটি সিদ্ধান্ত নেন ফ্যানদের চমকে দিতে। তিনি প্ল্যান করেন কেভিন কে চ্যাম্প করবেন। এই প্ল্যান সম্পর্কে Rollins, Reigns এবং Triple H-ই জানতো শুধু, আর কেউ না। আর এই তিনজনই সম্মত হয়েছে Owens কে চ্যাম্পিয়ন করতে। 

 অর্থাৎ Kevin Owens নিজেও জানতো না সে Universal চ্যাম্পিয়ন হবে!!

তাই যখন ট্রিপল এইচ রলিন্স এর উপর টার্ন করে কেভিন ভীষন পরিমানে অবাক হয়ে যায়। তার ফেস দেখলেই বোঝা গেছে সে এ ব্যপারে কিছুই জানত না। এমনকি স্টেফানি এবং মিক ফোলি নিজেও জানত না। যার কারনে হতভম্ব হয়ে পড়ে কেভিন এবং তার আবেগ এবং সেলিব্রেশনটি রিয়েল ছিল। 

আবারো ধন্যবাদ হান্টার কে এরকম অসাধারন একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য। সত্যিই সে গ্রেট। ট্রিপল এইচ এর উপর রিসপেক্ট টা আরো বেড়ে গেল। গত কয়েক বছরের অন্যতম সেরা শকিং একটা মোমেন্ট ছিল এটি।

• ক্রেডিটঃ @Ns007 , ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **

Kevin Owens এর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়াটা কি স্ক্রিপ্টের বাইরে ছিল?


American Airline Center, Dallas,Texas এ অনুষ্ঠিত আজকের Smackdown কিক অফ হয় একটি ভিডিও ফুটেজের মাধ্যমে। ভিডিও ফুটেজে গত সপ্তাহে Talking Smack এ হওয়া Daniel Bryan এবং The Miz এর মধ্যকার কথা কাটাকাটি দেখানো হয়।

ব্যাকস্টেজে দেখা যায় Shane Mcmahon ও Daniel Bryan সেই ভিডিও ফুটেজ টি দেখছে। Shane Bryan কে বলে তোমার Miz এর নিকট ক্ষমা চাওয়া উচিৎ, তুমি এভাবে WWE Superstar দের প্রভাবিত করতে পার না। Shane বলে তোমার তো এভাবে কোন WWE Talent এর মুখোমুখি হওয়ার দরকার নাই। তখন Bryan পালটা Shane কে বলে তুমি কেন Summerslam এ Brock Lesnar এর মুখোমুখি হয়েছিলে এবং Shane কে হতভম্ব রেখে সেখান থেকে চলে যায় Daniel Bryan।

The Miz রিং এর দিকে আসতে থাকে। তার মিউজিক হিট করলে সে WWE ক্রুদের বলে মিউজিক বন্ধ করতে। The Miz বলে সে চায়না কেউ যেন তাকে Boo দেয়। সে চায়না Smackdown এর GM ও Commissioner তাকে লাইমলাইটে আসতে না দেওয়ায় কেউ তাকে Boo দেয়। সে আরও বলে তার ১৪৮ দিন সময় লেগেছে সবার দৃষ্টি আকর্শন করতে। The Miz বলে Smackdown এর Commissioner তার মতের সাথে এক তবুও কেন Bryan তার নিকট ক্ষমা চাচ্ছে না। The Miz ক্রাউডদের বলে তোমরা শুধু সেটাই দেখ যেটা তোমাদের দেখানো হয়। কিন্তু এর পিঠপিছে আরও অনেক কিছুই হয়। The Miz বলে সে তার এত বছরের Career এ একবারো Injured হয় নি। সে ক্রাউডদের বলে Bryan হয়েছিল বলেই তোমরা তাকে Cheer করো, আমাকে নয়। সে বলে WWE এর সকল ক্রাউড ও ফ্যানরা হলো Coward।

তখন The Miz কে বাধা দেয় Dolph Ziggler। Ziggler বলে Miz এর কথায় যুক্তি আছে কিন্তু জনগণ Miz কে পছন্দ না করার প্রধান কারণ Miz শুধুই Famous হতে চায়, তার ফ্যানদের কথা কখনই ভাবে না। Ziggler Miz কে বলে আর এজন্যই Bryan তোমাকে Soft এবং Coward বলেছে।
Ziggler Miz কে বলে তুমি যে Coward না সেটা তুমি কারও কাছেই প্রমাণ করতে চাও না, তুমি শুধু চাও নিজের কাছেই প্রমাণ করতে। Ziggler বলে Miz তুমি নিজেকে প্রমাণ কর আমাকে মেরে, প্রমাণ কর তুমি পারবে আমার সাথে ফাইট করতে। Ziggler তার টি শার্ট খুলে ফেলে কিন্ত Miz তাকে বলে Wait করতে এবং রিং থেকে নিচে নেমে যায়। Ziggler তার Coat খুলে ফেলে এবং রিং আ্যপ্রণে উঠে কিন্ত পুনরায় নিচে নেমে যায়। তখন Ziggler বলতে থাকে Bryan ঠিকই বলেছে, তুমি একজন Coward। এতে চটে যায় Miz এবং রিং এর দিকে ছুটতে থাকলে তাকে থামানোর চেষ্টা করে তার বউ Maryse।

The Miz কিন্ত আবার সিরিয়াস ফর্ম এ ব্যাক করেছে। সে যেন কোন জোকার না, সে যে কোন জবার না এটাই সেটা প্রমাণ করার উপযুক্ত সময়। :)

First Match of the Night

♠ First Match: The Hype Bro’s Vs The Vaudevillians in a First Round Match in the Vacant WWE SmackDown Tag Team Championship

Jack Ryder এবং Aiden English ম্যাচ শুরু করে। Ryder English কে রিং রোপের দিকে পুশ করে কিন্ত English Ryder কে Shoulder Tackle দিয়ে বসে। Ryder কে English তুলতে আসলে Ryder English কে Dropkick দেয় ফলে English রিং কর্নারে পড়ে যায়। Ryder English কে মারতে থাকে তখন Simon Gotch English কে নিচে টেনে নিয়ে যায়। Ryder Wrecking Ball Dropkick দিতে গেলে English তাকে রিং আ্যপ্রনের মাঝেই হিট করে এবং Ryder কে পুনরায় রিং এ নিয়ে যায়। English Ryder কে কর্নারে নিয়ে যায় এবং Gotch এর সাথে ট্যাগ করে। Gotch রিং এ এসেই Ryder কে Rolling Fireman’s Carry Slam হিট করে। Gotch পুনরায় ট্যাগ ইন করে। English Flying Clothesline হিট করতে যায় কিন্ত Ryder কাউন্টার করে এবং Mojo Rawley কে ট্যাগ করে। Mojo English কে একের পর এক Clothesline মারতে থাকে। English কর্নারে চলে গেলে Mojo তাকে Stinger Splash দেয়। Gotch বাধা দিলে Ryder এসে Gotch কে কর্নারে নিয়ে যায় এবং Broski Boot হিট করে এবং সেই সুযোগে The Hype Bro's তাদের ফিনিশার Hype Ryder হিট করে জয় ছিনিয়ে আনে।

আমার মনে হয় বর্তমান WWE তে সবচেয়ে Misused ট্যাগ টিম হলো The Vaudevillains। NXT তে এদের ম্যাচ দেখে এদের ফ্যান হয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য WWE তাদেরকে মনে হয় সর্বদা জবার ই বানিয়ে রাখবে। :(
Winner: The Hype Bro’s via PinfallRating: 2.00/5.00
ব্যাকস্টেজে AJ Styles কে দেখা যায়। AJ সবাইকে হ্যালো বলতে বলতে হাটতে থাকে, তখনি তার সামনে আসে Apollo Crews। AJ Crews নাম ভুল বললে Crews. খেপে যায় এবং তার নামের বানান AJ কে বুঝিয়ে দেয়। AJ বলে তার এসব শোনার টাইম নাই কারণ AJ ই হলো সেই Face যে কোম্পানি টা চালাচ্ছে।

ছোট একটি বিরতির পর রিং এ আসে AJ Styles। AJ বলে সে হলো Phenomenal এবং সে Smackdown এর মেইন ফেস। AJ বলে সে John Cena কে হারিয়েছে এবার Backlash এ Dean Ambrose কে হারাবে। AJ বলে Dean তার মুখ দেখতে পাবে যখন Dean রিং এ শুয়ে থাকবে এবং AJ হবে New WWE World Champion।

Apollo Crews আসে এবং AJ এর প্রমো তে বাধা দেয়। Crews বলে সে Daniel Bryan এর সাথে কথা বলেছে এবং তাদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রাতেই, এখনি।

♠ Second Match: AJ Styles Vs Apollo Crews

AJ এবং Crews দুইজনেই একে অপরকে মারতে থাকে। Right Hand Chop এর মাধ্যমে ম্যাচ নিজের কন্ট্রোলে আনে AJ। Crews কে টপ টার্নবাকলে ছুড়ে মারে AJ। Crews AJ কে Running Boot এবং Dropkick হিট করে। AJ গড়াতে গড়াতে রিং এর বাইরে চলে যায়। Crews নিচে নামে এবং AJ কে রিং আ্যপ্রনে Head Buster দেয়। Crews AJ কে পুনরায় রিং এ নিয়ে যায়। AJ রিং এর কর্নারে চলে গেলে Crews তাকে Stinger Splash দিয়ে বসে। AJ উঠলেই তাকে Leap Lariat দেয় Crews।
Crews AJ কে রিং এর বাইরে ফেলে দেয় এবং রিং আ্যপ্রন থেকে AJ এর উপর Moonsault হিট করে। AJ পুনরায় রিং এ উঠে পড়ে এবং Crews কে Leap Lariat হিট করে। AJ 2nd রোপ থেকে ডাইভ দিতে গেলে AJ কে Mid Air এই ধরে ফেলে Crews এবং AJ কে দিয়ে বসে Samoan Driver। AJ কে Crews Big Boot দিতে গেলে AJ Crews কে Jawbreaker দেয় এবং 2nd রোপ থেকে Phenomenal Forearm এর মাধ্যমে জয় নিজের করে নেয়।

AJ যার সাথেই খেলে ম্যাচটা হয় দেখার মতো। এই ম্যাচ টাই তার প্রমাণ সরূপ। ^_^
Winner: AJ Styles via PinfallRating: 2.75/5.00
Renne Young কে দেখা যায় Heath Slater এর বাড়িতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল Rhyno। সেখানে Heath Slater এর বউ Beulah কে দেখানো হয়। Renne Slater কে Tag Team Championship ম্যাচ নিয়ে প্রশ্ন করলে Slater বলতে থাকে সে এবং Rhyno ই হবে Smackdown এর Tag Team Champion।

Bray Wyatt রিং এ আসে। Bray বলতে থাকে সে কোন সাপ কিংবা দানবে ভয় পায় না। Bray বলে Randy অসুস্থ এবং সে এটাই পছন্দ করে। Bray বলে Brock Lesnar Summerslam এ Randy এর মাথা ফাটিয়েছে। Randy এখন Damaged। Bray বলে Randy এর মাথায় সর্বদা বিভিন্ন ভয়েস ঘোরাঘুরি করে এবং তারা যেন Randy কে বলে পালাতে। বিশাল পপ এর সাথে রিং এ আসে Randy। Randy বলে তার মাথায় সেলাই করা লেগেছে বলে সে Damaged না। সে আগে থেকেই Damaged ছিল বলেই এত দূর আসতে পেরেছে। Bray বলে Randy এখন আর Predator নাই সেই হলো রিয়েল Predator। Randy বলে সে Undertaker এর মোকাবিলা করেছে এবার Bray এর সাথেও মোকাবিলা করবে। Randy Bray এর চ্যালেঞ্জ Accept করে এবং বলে সে Bray কে ভয় পায় না এবং সে Bray এর Ass Kick করে ছাড়বে। হঠাত লাইট অফ হয়ে যায় এবং যথারীতি Bray রিং থেকে উধাউ হয়ে যায়।

♠ Third Match: Natalya & Alexa Bliss Vs Naomi & Becky Lynch

Naomi এবং Natalya ম্যাচ টা শুরু করে। Naomi Natalya কে Dropkick দিলে Natalya রিং এর বাইরে পড়ে যায়। Natalya উপরে উঠে এবং Alexa Bliss কে ট্যাগ করে। Bliss Naomi কে পিছন থেকে Big Boot দেয়। Naomi Bliss কে Dropkick দিয়ে ম্যাচ কন্ট্রলে আনে। Naomi ট্যাগ করতে গেলে Bliss তাকে বাধা দেয় এবং মারতে থাকে। Naomi Leg Lariat. হিট করে কামব্যাক করে এবং Becky কে ট্যাগ করে। Becky Bliss কে একের পর এক Dropkick দিতে থাকে। Becky Bliss কে Bexploder দিয়ে বসে। কোথা হতে Carmella চলে আসে এবং Nikki Bella কে মারতে থাকে। Becky দেখতে থাকলে Bliss তাকে পিছন দিয়ে আ্যটাক করে এবং রোল আপ এর মাধ্যমে ম্যাচ টা জিতে যায়।

যদি Becky Woman Champion হতে না পারে আমি চায় যেন Bliss কেই Champion করা হোক। কারণ সেই হবে Smackdown এর Next Top Heel। :)
Winner: Natalya & Alexa BlissRating: 1.50/5.00

♠ Fourth Match: Heath Slater & Rhyno vs. The Headbangers in a First Round in the Vacant WWE SmackDown Tag Team Championship Tournament

Slater এবং Mosh ম্যাচ শুরু করে। Mosh Clothesline দিতে গেলে Slater ডাক করে। Mosh Slater কে পিছন থেকে Running Forearm হিট করে। Mosh Slater কে Springboard Clothesline দেয় এবং Trasher কে ট্যাগ করে। Trasher 2nd রোপ থেকে Flying Clothesline এবং Back Suplex হিট করে। Trasher ট্যাগ করে এবং The Headbanger Slater কে Mid Air এ ছুড়ে মারে। Slater কর্নারে গেলে Mosh তাকে Running Butt Splash হিট করে। Rhyno Mosh কে নিচে ফেলে দেয় এবং Slater কোনায় টেনে নিয়ে এসে ট্যাগ করে। Rhyno Trasher কে Gore হিট করে এবং জয়ের খাতায় নিজেদের নাম লেখায়।

আপনারা হয়ত অনেকেই চান American Alpha Tag Team Champion হোক কিন্ত আমি Personally চায় Rhyno এবং Slater ই যেন হয় New Tag Team Champion।
Winner: Heath Slater and RhynoRating: 2.25/5.00
একজন লোকাল রেস্লার রিং এ আসে এবং সকল রেস্লার কে চ্যালেঞ্জ জানিয়ে নিজের জামাকাপড় খুলতে থাকে। :3 তখন সেখানে উপস্থিত হয় Kane। Kane রিং এ আসে এবং তাকে Chokeslam দিয়ে চলে যায়।

Its Time for the Main Event of the Night

♠ Fifth Match: Dean Ambrose vs. Baron Corbin

Dean Corbin কে Headlock দিতে গেলে Corbin Dean কে Shoulder Tackle দেয়। Corbin একের পর এক Haymaker মারতেই থাকে। Ambrose Running Clothesline দিয়ে Corbin কে বাইরে ফেলে দেয়। Ambrose রিং আ্যপ্রন থেকে Flying Crossbody হিট করে। Ambrose Corbin কে Commentary Table এ ছুড়ে মারে। Ambrose Corbin কে রিং এ নিয়ে যায় এবং টপ রোপ থেকে Flying Dropkick হিট করে। কিন্ত Corbin কামব্যাক করে এবং Dean কে একের পর এক Punch করতেই থাকে। Corbin Dean কে STO দেয় এবং ২ কাউন্ট পায়। Corbin Dean কে Various Lariat দিলে Dean উলটা Corbin কে Lunatic Lariat দিয়ে বসে। Ambrose টপ রোপে উঠে কিন্ত Corbin বাধা দেয়। Ambrose Corbin কে Forearm দিলে Corbin সজোরে রিং এর বাইরে পড়ে যায়। Ambrose Corbin এর উপর Suicide Dive দেয়। Corbin Dean কে Deep Six দেয় এবং তাকে Barricade এ ছুড়ে মারে। AJ Commentary Table থেকে উঠে আসে এবং Corbin এর সাথে কথা কাটাকাটি করতে থাকে। এই সুযোগে Dean Corbin কে ধাক্কা মারে এবং AJ দূরে ছিটকে যায়। Ambrose পুনরায় রিং এ যায় এবং Corbin কে Diving Elbow দেয়। এদিকে AJ রিং আ্যপ্রনে উঠে Dean কে মারতে যেয়ে ভুলে Corbin কে Knee Strike দিয়ে আসে এবং ম্যাচ টা Disqualification এর মাধ্যমে শেষ হয়।

Winner: Baron Corbin via DisqualificationRating: 3.25/5.00

ম্যাচ এর শেষে Ambrose AJ কে Slingshot Dive হিট করে। AJ Dean কে Commentary Table এ ছুড়ে মারলে Dean সেখান থেকে AJ কে Flying Clothesline দিয়ে বসে। Corbin পিছন থেকে Ambrose কে আ্যটাক করে এবং Ambrose কে পুনরায় রিং এ প্রবেশ করায়। Corbin রিং এ উঠতেই তাকে Dirty Deeds দিয়ে বসে Lunatic Ambrose। এদিকে AJ Styles Phenomenal Forearm দিতে গেলে Dean বাধা দেয় এবং AJ রোপ এর মাঝামাঝি তার মূল জায়গায় ব্যাথা পেয়ে ঝুলে থাকে এবং কাদতে থাকে। তখন Dean এসে রোপ ঝাকাতে থাকে এবং AJ চিল্লাইতে থাকে। পরবর্তীতে Dean Ambrose Aj এর সাথে Hand Shake করে চলে যায় এবং এভাবেই সমাপ্তি ঘটে আজকের Smackdown এর।


ক্রেডিটঃ #Thunder_FL** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **


• WWE SmackDown রেজাল্ট, ৩১ আগস্ট ২০১৬



আপনারা অনেকেই জানেন যে SummerSlam এ Brock Lesnar vs. Randy Orton ম্যাচ শেষে ব্যাকস্টেজ ফাইটে জড়িয়ে পড়েছিল Chris Jericho এবং Brock Lesnar!!!

বিভিন্ন সূত্রের মতে, Lesnar vs. Orton ম্যাচ শেষে Jericho গরিলা পজিশনে (এন্ট্রান্স থেকে ব্যাকস্টেজে যাওয়ার মধ্য পথ) আসে পুরো বিষয়টি জানার জন্য এবং Orton ঠিক আছে কিনা তা দেখতে। Jericho এরপর WWE'র প্রযোজক Michael "PS" Hayes কে জিজ্ঞাসা করে এইটা প্ল্যানের মাঝে ছিল কিনা কিন্তু Hayes কোন উত্তর দেয়নি। 

Jericho এরপর রেগে গিয়ে বলে "That's Bullshit". ঠিক সেই সময় Lesnar ব্যাকস্টেজের দিকে আসছিল। Lesnar তখন Jericho'র "Bullshit" কমেন্টটি শুনতে পায়। Lesnar তখন Jericho কে "Pussy" বলে এবং অন্যের ব্যাপারে নাক গলাতে মানা করে। এরপর তাদের মাঝে বাকবিতণ্ডা হয় এবং একে অপরের উপর চিৎকার করতে থাকে।

রিপোর্ট অনুসারে Lesnar Jericho কে ধাক্কা দেয়। Jericho ও জবাবে কপালে দিয়ে ধাক্কা দেয়। কিন্তু অন্য আরেকটি রিপোর্টে বলা হয় Lesnar কে মাথা দেয়ালের সাথে ঠুকে দেয় Jericho. শোনা যায় Lesnar তখন Jericho কে বলে হয় তাকে মারতে নয়তো চুমো দিতে। সেই সময় Triple H আসে এবং দুজনকে থামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, বরং পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর Vince আসে। Jericho তখনো চিৎকার করছে। Vince এরপর Jericho কে জানায় ম্যাচের ওই ঘটনার পুরোটাই প্ল্যান ছিল।

Triple H তখন Vince কে জানায় Lesnar নিজের থেকে ফাইট শুরু করেছে এবং Jericho তার জায়গায় ঠিক ছিল। সূত্র জানায় Orton'র এই অবস্থা দেখে Jericho পাগল হয়ে গিয়েছিল এবং ম্যাচের শেষে এই ঘটনা দেখে রাগে উম্মাদের মত গরিলা পজিশনের দিকে গিয়েছিল। Orton এর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে Jericho উদ্বিগ্ন ছিল। Orton এরপর সেখানে আসে এবং Jericho কে শান্ত করে এবং জানায় সে ঠিক আছে এবং সে জানতো কি হতে যাচ্ছে ম্যাচে।

অর্থাৎ SummerSlam এ Randy Orton vs. Brock Lesnar ম্যাচটি প্ল্যান অনুযায়ীই শেষ হয়েছিল। Wrestling Observer Newsletter এর মতে, ম্যাচটিকে বাস্তবধর্মী করতে এমন পদক্ষেপ নিয়েছিল WWE. Lesnar স্ক্রিপ্ট ভেঙ্গেছে, দর্শককে এমন বিভ্রান্তিতে ফেলতেই এমন সমাপ্তির প্ল্যান করেছিল তারা।

SummerSlam এর আগ পর্যন্ত Orton জানতো সে Lesnar এর বিপক্ষে নরমাল ম্যাচেই মুখোমুখি হবে। কিন্তু এরিনায় পৌঁছানোর পর সে জানতে পারে ম্যাচটি সমাপ্তি নরমাল বা ব্যাক-এন্ড-ফোর্থ ম্যাচের মত না, বরং Lesnar কে শক্তিশালী দেখানোর মাধ্যমে হবে। কোম্পানির স্বার্থে Orton মেনে নেয় এটা জেনেও যে এর মাধ্যমে তাকে দুর্বলভাবে উপস্থাপন করা হবে।

ম্যাচটি প্ল্যান মতই চলে এবং শেষ হয়। Orton কে ম্যাচের আগে বলা হয় Brock জানে Orton এর মাথার কতটুকু অংশে কোন চোট দেয়া ছাড়াই কনুই দিয়ে কাটতে ফেলতে হবে। Orton কে এও বলা হয় এই ঘটনার পর তাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন সে নক-আউট হয়ে গিয়েছে। সবকিছু প্ল্যান অনুযায়ী হবার পরও Orton এর মাথায় ১০ টি সেলাই পড়ে। যাই হোক, Orton ব্যথা পেয়েছিল অবশ্যই কিন্তু তাও প্ল্যান অনুসারে কাজ করেছে। ট্রেইনার ও রেফারীরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিল কারন তারাও জানতো না আসল প্ল্যান সম্পর্কে।

মূলত Triple H চেয়েছিল ম্যাচটি যেন Orton জিতে কিন্তু Vince এর নির্দেশে প্ল্যানে পরিবর্তন আনতে হয় এবং Lesnar কে জেতানো হয়। কোম্পানির জন্য বিশাল বড় একটি বিসর্জন দিয়েছে Orton. কেননা Lesnar যদি ঠিকমতো কাটতে না পারতো তবে আজ Orton এর ক্যারিয়ার না, জীবন ঝুঁকির মুখে পড়তো।

ক্রেডিটঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

Orton Vs. Brock ম্যাচটাকি নন-স্ক্রিপ্টেড হয়ে গিয়েছিল?


• RAW (৯/৮/১৬): এই সপ্তাহের Monday Night RAW এর রেটিং এই সপ্তাহেও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে RAW এর ক্যাবল রেটিং ছিল ২.১২ যা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ২.৩৪ এ।
অন্যদিকে এই সপ্তাহের RAW এর দর্শকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে দর্শকসংখ্যা ছিল ৩.৩২ মিলিয়ন যা গত সপ্তাহে ছিল ২.৯২ মিলিয়ন।


• SmackDown (১০/৮/১৬): এই সপ্তাহের Tuesday Night SmackDown এর রেটিংও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে SmackDown এর ক্যাবল রেটিং ছিল ১.৬৯ যা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ১.৯২ এ।
অন্যদিকে এই সপ্তাহের SmackDown এর দর্শকসংখ্যাও গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে দর্শকসংখ্যা ছিল ২.৭১ মিলিয়ন যা গত সপ্তাহে ছিল ২.৪৭ মিলিয়ন।


Credit : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, >| Undisclosed Demon |<

** RAW এবং SmackDown রেটিং ও দর্শকসংখ্যা **



1. এই সপ্তাহে এটিটিউড ইরার সফল ট্যাগ টিম চ্যাম্পিয়ন The Headbangers রিটার্ন করতে যাচ্ছে Smackdown Live এ,তারা সম্ভবত Heath Slater এবং Rhyno এর বিপক্ষে ম্যাচ খেলবে।

2. Roman Reigns কে টপ-বেবিফেস হিসেবে আবারও মেগাপুশ দেয়া হবে ৪ থেকে ৬মাসের জন্যে এর কারন হিসেবে জানা গেছে Raw এর অন্যেতম বেবিফেস Finn Balor এর ইনজুরী।এছাড়া কিছু তথ্য থেকে জানা গেছে WWE প্ল্যান করছে যে,এ বছরের শেষের দিকে বা যে কোন সময় Roman Reigns কে হিল টার্ন করানো হবে এবং Seth Rollins কে বেবিফেস করানো হবে।

3. WWE এ বছর ইন্টারেস্ট ছিলো UFC Fighter Paige Vanzant কে এ বছরের Summerslam পিপিভিতে উপস্থিত করানো।কিন্তুু Paige Vanzant উপস্থিত হতে অস্বীকৃতি জানায়।তবে Sports illistured কে দেওয়া সাক্ষাৎকার এ Paige Vanzant বলেছেন,তিনি কিছুদিনের জন্যে WWE তে কাজ করতে আগ্রহী।

4. Raw তে Bayley এর মেইন রোস্টার এ ডেবিউ নিয়ে Vince McMahon এর রিয়েকসন দেখার মতো ছিলো। Vince McMahon এর কাছে Bayley কে Aj Lee এর কথা মনে করিয়ে দেয়।অবশ্যে Bayley এর ডেবিউ খুব তাড়াতাড়ি করা হয়।Bayley কে Women's Title এ আনার কোন প্ল্যান ছিলোনা,কিন্তুু Sasha Banks এর ইনজুরীর কারনে তাকে এই লাইনে আনা হয়।

5. সম্প্রতী Bazzard Wrestling Podcast কে দেওয়া সাক্ষাৎকার এ RVD বলেন,WWE গত বছর অক্টোবরে ২০১৫ তে অফার করেছিলো ব্যাক করার জন্যে।কিন্তুু তিনি এ অফার ফিরিয়ে দেন এবং আসলে RVD কে নিয়ে প্ল্যান ছিলো The Dudley Boys এর হয়ে ৩য় মেম্বার হিসেবে The Wyatt Family এর বিপক্ষে ফিউড করা।

6. সম্প্রতী Ric Flair পোডকাষ্ট এ উপস্থিত ছিলেন UFC President - Dana White এবং তিনি Vince McMahon কে F*ucking Maniac বলে উপহাস করেন।

7. Dave Meltzer এর তথ্য মতে,Paige এর কন্ট্রাক শেষ হয়নি এখনো,এপ্রিল,২০১৯ এ Paige এর সাথে কন্ট্রাক শেষ হবে।তাই সে WWE থেকে লিভ নেয়নি বরং WWE তাকে Wellness Policy ভন্গের দায়ে ৩০দিনের সাসপেনশন দিয়েছে।

8. The Undertaker এর স্ত্রী Michelle MCcool বর্তমানে স্কিন ক্যানসার এ ভোগছেন।

9. Former ECW Heavyweight Champion Taz এ Seth Rollins কে Reckless বলা নিয়ে Bret Hart এর মন্তব্যতে প্রতিক্রিয়া করেছেন।Taz বলেন যে, Seth Rollins কোন Reckless নন বরং একজন কর্মদক্ষ লোক বর্তমান রেসলিং জেনারেশনে।

10. Wrestlepedia Radio কে দেওয়া সাক্ষাৎকার এ, Cody Rhodes জানান যে,তার বাবা Dusty Rhodes ৪ বছর আগে তাকে WWE থেকে লিভ নিতে বলেছিলেন।


• ক্রেডিট ঃ Miraz Rahaman Chy

•• WWE লেটেস্ট নিউজ : ২৭/০৮/১৬ ••

1.The Rock বর্তমানে আর। WM32 এ শিডিউলে নেই!!

2.Roman Reigns এর WM32 এর মেইন ইভেন্ট খেলার সম্ভাবনা আছে।তাছাড়া Royal Rumble এ সে তার টাইটেল Retain করবে বলে একটি রুমর ছড়িয়েছে!!

3.Jeff Hardy ২০১৭ সালের আগে WWE তে Return করার সম্ভাবনা খুবই কম।

4. Dave Meltzer বলেছেন Bossier City.LA তে অনুষ্ঠিত WWE এর Live Event এ Injury তে পরেছেন Rusev।

5.সম্ভবত Chris Jericho থাকছেন আগামী Royal Rumble,FastLane,Wrestlemania তে!!

6.WM32 এর পরে Return এর সম্ভাবনা আছে Hulk Hogan এর।

7.Mark Henry কে Royal Rumble এ 30 Man Battle Royal ম্যাচে শিডিউল করা হয়েছিল কিন্তু পরে তা Cancel করা হয়।

8. Dave Meltzer বলেছেন যে Zeb Colter এর WWE TV Show তে
Return করানোর কোন Plan নেই।

#Devils_Power
#SM_Kicked

---WWE Latest news and Rumor Update --

♣এই সপ্তাহের স্ম্যাকডাউন কিক অফ করে WWE IC Champion Dean Ambrose।এম্ব্রস বলে যে আগামী Royal Rumble এ সেসে KO এর সাথে Last Man Standing Match চায়।এর মধ্যে Interrupte করে Sheamus। এরপর কেভিন অয়েন্স এসে এম্ব্রসের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে। এবং Dean Ambrose and Neville vs kevin Owens and Sheamus ম্যাচ ঘোষণা করা হয়।

পরে Sheamus আর KO Attack করে এম্ব্রসকে।পরে Neville  এসে তাকে Save করে।

^^Winner : No Contest^^
..
♣The Dudley Boyz হারায় Erick Rowan আর Luke Harper কে।ম্যা শেষে Strowman এসে Attack করে The Dudley Boyz কে।♣
^^Winner : The Dudley Boyz^^
..
♣Backstage এ Jo Jo Interview নেয় WWE New US Champion Kalisto এর।একসময়  সে বলে যে "The Land of the Giant"!!!♣
..
♣ Social Outcasts হারিয়েছে Jack Swagger, Zack Ryder,Goldust&Damien Sandowকে।♣
^^Winner: Social Outcastss^^
..
♣Alberto del rio হারায় Kalisto কে এবং তার টাইটেল রিটেইন করে!!♣
^^Winner: New WWE US Champion Alberto del rio^^
..
♣Becky Lynch Submission এর মাধ্যমে হারায় Brie Bella কে।♣
^^Winner : Becky Lynch^^
..
♣Dean Ambrose,Neville,Kevin Owens,Sheamus এর মধ্যে সেগ্মেন্ট ছিল।কিন্তু তারা সবাই Brawl এ জড়িয়ে পরে।Ambrose and Neville তাদের ফিনিশারের মাধ্যমে শেষ করে আজকের স্ম্যাকডাউন♣
..
#SM

★WWE Smackdown Spoilers★

কার্ট অ্যাঙ্গল এর রিসেন্ট সাক্ষাৎকারে বললেন রেসলিং কি শুধুই অভিনয় প্রসঙ্গে, বললেন হলিউড ও বলিউড প্রসঙ্গেও, অলিম্পিকে সোনা জয় এবং পরবর্তীতে দেশের হয়ে পদক আনেননি সেই ব্যাপারেও জানালেন । 

১৯৯৫ রেসলিং বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৯৬ অলিম্পিক্সে সেই বিশ্বচ্যাম্পিয়ন দাঁড়িয়েছিলেন অলিম্পিক্স পোডিয়ামে। গলায় সোনার পদক। পরবর্তীকালে জনপ্রিয় হয়েছেন ডব্লুডব্লুএফ-এ লড়াই করে। তিনি— কার্ট অ্যাঙ্গল। 

• কার্ট অ্যাঙ্গল এর রিসেন্ট সাক্ষাৎকার।


দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের প্রো রেসলিং ক্যারিয়ারের ব্যাপারে আমরা সবাই কমবেশি জানি কিন্তু তার MMA ক্যারিয়ারের ব্যাপারে খুব অল্প কয়েকজনের ই ধারনা রয়েছে তাই আজকে তার MMA (Mixed Martial Arts) ক্যারিয়ার নিয়ে আলোচনা করা যাক...।।
.
ডেথক্লাচ জিমে ট্রেনিং করার পরে ব্রক MMA তে আসার সিদ্ধান্ত নেন এবং তার Debut হয় জুন ২, ২০০৭ এ তিনি তার প্রথম ম্যাচে ১ মিনিট ৯ সেকেন্ডে কোরিয়ান ফাইটার Choi-Hong-Min কে ট্যাপ আউট করান । এর ফলে তিনি Ufc তে চান্স পেয়ে যান। 

** স্পেশাল পোস্টঃ ব্রক লেজনারের MMA তথা UFC ক্যারিয়ার


এতদিনে নিজের ইনজুরি নিয়ে কথা বললেন Randy Orton!!

কয়েকমাস আগেই কাঁধের ইনজুরি জন্য সার্জারি করিয়েছিলেন Randy Orton. তার এই সার্জারির পরপরই Wrestling Observer Newsletter'র রিপোর্টার Dave Meltzer জানিয়েছিলেন Orton কে এইবার ঘাড়ের সার্জারি করাতে হবে।
.
কিন্তু এইবার এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিল Orton নিজেই। সে গতকাল তার Instagram এ একজন ফ্যানের রিপ্লাইয়ে সবাইকে জানিয়েছেন যে তার কোন ঘাড়ের সার্জারির প্রয়োজন নেই। কাঁধের সার্জারির পর এখন সে রিহ্যাবে আছে। শতভাগ ফিট হলেই সে রিটার্ন করবে এবং তা খুব শীঘ্রই।

•• ব্রেকিং নিউজঃ দ্যা ভাইপার জানালেন তার নেক সার্জারির ব্যাপারটা আসলে গুজব, শীঘ্রই রিঙে ফিরছেন তিনি।


• ১ম ছবিতেঃ জন সিনা সার্জারির জন্যে প্রস্তুত এবং সার্জারির বিশেষ পোশাকও পরে নিয়েছেন। তার সঙ্গে দেখা করতে এসেছেন সিজারো, খারাপ সময়ে এক ইঞ্জুরিড রেসলারই অন্য ইঞ্জুরিড রেসলারের কাজে লাগে। তাছাড়া নিজেকে Bury থেকে বাঁচাতেও সিজারো সিনার সাথে ভালো সম্পর্ক রাখছে মনে হয়। :p 

• ২য় ছবিতেঃ জন সিনার সার্জারি চলছে। সার্জারি করছেন Dr. Jeffrey Dugas এবং তার সহকর্মিরা।

• ৩য় ছবিতেঃ জন সিনার ডান কাঁধে হওয়া Torn Rotator Cuff -এর সার্জারি সাকসেসফুল হয়েছে তাই ডাক্তাররা আনন্দ করছেন। 

•• ছবির মাধ্যমে জন সিনার ইনজুরি আপডেট।



1) ইঞ্জুরি ম্যানিয়া কন্টিনিউ রয়েছে। জন সিনার পর এবার Sasha Banks এবং Natalya ইঞ্জুরড হয়েছেন।। সাশা এর টা কিছুটা মারাত্মক তবে Natalya ১ সপ্তাহের মধ্যেই রিকভার করবেন বলে আশা করা যায়।।। সর্বশেষ Sasha Banks তার শেষ ম্যাচটি খেলে ডিসেম্বরের ২৮ তারিখ যেখানে Becky Lynch এর বিপক্ষে জয় পায়।

2) Chad Gable এবং Jason Jordan এ Nxt তে তাদের ট্যাগ টিম এর নতুন নাম দিয়েছেন American Alpa।

•• WWE লেটেস্ট নিউজ অ্যান্ড রিউমর, ৮ জানুয়ারি ২০১৬


1) এই সপ্তাহের Raw এর রেটিং ছিল ২.৪৯ এবং মোট দর্শকসংখ্যা ছিল ৩.৫৭৫ মিলিয়ন, যা গত সপ্তাহে ছিল ৩.৫৩৬ মিলিয়ন।১ম ঘন্টায় দর্শকসংখ্যা ছিল ৩.৭০৭ মিলিয়ন,২য় ঘন্টায় ছিল ৩.৫১৬ মিলিয়ন এবং ৩য় ঘন্টায় ছিল ৩.৫০৩ মিলিয়ন।

2) Pwinsider এক Report এ বলেছে, John Cena তার Shoulder injury এর জন্য রেসলমানিয়া৩২ মিস করতে পারেন।

3) WWE এ Fastlane পিপিভি এর জন্য Brock Lesnar এবং Chris Jericho কে Advertise করা হয়েছে।

4) Jim Ross তার ব্লগ JrsBarBq তে বলেছেন যে,তিনি বিশ্বাস করতে পারেননি যে, Chris Jericho এ Raw তে প্রমো কাটবেন।

5) Pwinsider বলেছে যে, Konnor তার Jaw injury এর জন্য রিং এর বাইরে আছেন।

6) এ সপ্তাহের Smackdown এর পরে Dean Ambrose এ Steel Cage ম্যাচ এ Kevin Owens এর মুখোমুখি হয়। কিন্তুু ম্যাচ এর মধ্যে The Wyatt Family এ Dean Ambrose কে এট্যাক করে। পরে Dolph Ziggler,Ryback এবং Big Show দৌড়ে আসে। ম্যাচ এর মধ্যে বেবিফেস রেসলারদের জয় হয় এবং বেবিফেসরা তাদের ফিনিসার হিলদের উপর প্রয়োগ করে।

7) Vince Russo এক পোডকাস্ট এ বলেছেন যে,তিনি মনে করেননা Aj Style এ WWE এর কোন উপাদান।

8) এখন থেকে Smackdown এ নতুন এনাউন্সার হিসেবে কাজ করবেন Mauro Ranallo এবং এ নিয়ে তিনি তার টুইটারে পোস্ট এ ইন্গিত দিয়েছেন।

9) The Associated Prees কে দেয়া এক সাক্ষাৎকার এ Tna এর প্রেসিডেন্ট Dixie Carter বলেছেন যে, WWE চেষ্টা করছে Tna রোস্টার থেকে কিছু ট্যালেন্টদের সাইন করাতে।

10) The Dudley Boys তাদের Twitter এ ঘোষনা করেছেন যে,তারা যদি কখনো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়,তাহলে আগেকার ট্যাগ টিম টাইটেল ফিরিয়ে আনবে।

11) WWE তে হয়ত Bullet Club এর ডেবিউ হতে পারে।

• ক্রেডিটঃ Miraz Rahaman Chy

•• WWE লেটেস্ট নিউজ এবং রিউমর (৭/১/১৬)


• John Cena এবার তার Twitter এ ঘোষনা করেছেন যে তিনি Shoulder Injury‬ তে পড়েছেন। প্রথমেই তার করা ট্যুইটটি দেওয়া হল- 
John Cena আজ Birmingam,alabama তে তার Undergoing Shoulder Surgery সম্পন্ন করবেন।Pwinsider এক Report এ বলেছে,যে তিনি Torn Rorator Cuff ইনজুরীতে ভোগছেন এবং যার কারনে John Cena রেসলমানিয়া৩২ মিস করতে পারেন।উল্লেখ্য যে John Cena এর রেসলমানিয়া৩২ এ Undertaker অথবা Roman Reigns এর মুখোমুখি হতে পারে।

ব্রেকিং নিউজঃ এবার জন সিনা ইনজুরিতে!!


..

১।2016 এর Royal Rumble এ থাকছে The Wyatt Family।
..
২।খুব তাড়াতাড়ি শুরু হতে পারে Roman Reigns VS HHH এর ফিউড।
..
৩।এবারের Royal Rumble এ Surprise হিসেবে থাকতে পারেন Aj Styles।
..
৪।Royal Rumble 30 Man Match এ থাকছেন  ক্রিস জেরিকো।
..
৫।Roman Reigns কে  তার টাইটেল রাখতে  হবে 30 Man Battle Royal ম্যাচে।

#Devils_Outta_Nowhere

••WWE Latest news and Rumor••


আজ WWE SmackDown অনুষ্ঠিত হয় Laredo, Texas শহরে। 
.
★★ Mauro Ranallo এবং Byron Saxton আজ Jerry Lawler'এর সাথে কমেন্ট্রিতে আসন নেন! 


● আজ Smackdown কিক অফ করেন John Cena এবং প্রচুর পপ পান! সিনা একটি প্রোমো কাটেন এবং WWE United States Champion Alberto Del Rio'এর বিপক্ষে তার রিম্যাচ চান!

◆ WWE Smackdown রেজাল্ট, 6 জানুয়ারি 2016


• San Antonio, Texasএর AT&T Centerএ অনুষ্ঠিত বছরের সর্বপ্রথম RAW এর কিক-অফ করেন
Stephanie McMahon.
.
তাকে বাধা দেয় Roman Reigns.
রিংয়ে Stephanie ও Romanএর ভিতর একটি শর্ট সেগমেন্ট হয় ।
.
.
.

•• WWE Raw রেজাল্ট, ৫ জানুয়ারি ২০১৫


আমারা অনেকেই হয়তো কমবেশি জানি NXT কি জিনিস এবং ট্রিপল এইচের হাত ধরে এটি এখন কি পর্যায়ে পৌঁছেছে, অনেকের মতেই এটি বর্তমানের Raw এবং SmackDown এর থেকে ভালো হয় (কারণ এটি ওল্ড শিটদের দ্বারা নিয়ন্ত্রিত হয়না)। 

WWE এখন NXT -কে খুব সিরিয়াস ভাবেই নেওয়া শুরু করেছে, ট্যুইটারে COO ট্রিপল এইচ 'NXT Year-End Awards' নামক একটি আওয়ার্ড শো এর ঘোষণা করেছে যেটি হল NXT ইতিহাসে সর্বপ্রথম আওয়ার্ড শো! 

'NXT Year-End Awards' : বিস্তারিত জেনে নিন।


..

আজ WWE এর Hall of Famer Jim Ross এর জন্মদিন।১৯৫২ সালের এই দিনে Fort Bragg,Califirnia তে জন্মগ্রহন করে Jim ross।তার জন্মগত নাম  James William Ross।তিনি Westville High School  এ লেখাপড়া করেছেন। ••

..

♣Jim Ross (WWE)♣

..

••Jim Ross WWE তে ডেবিউ করেন WM IX এ।মার্চ ৩১,২০০৭ সালে তাকে WWE Hall of Famer খেতাব দেওয়া হয়।এছাড়া বর্তমানে তার নিজস্ব একটি ওয়েবসাইট আছে।তিনি তাতে প্রায়ই WWE সম্পর্কে লেখেন।আজ তার জন্মদিন,,,তার কেরিয়ারে রয়েছে অনেক বিখ্যাত ম্যাচ।যা তার কেরিয়ারকে শক্তিশালী করে তুলে। ••

..

.

••একনজরে দেখেনিন তার কেরিয়ারের সিম্পল Highlights ••

••Nick Name ••

*GOOD OI(J.R)
*The Voice of WWE
..

••CAC ••
Art Abrams Lifetime Achievement Award.

..
-PWI-

#Stanley_Weston_Award
..

••WWE••

→WWE Hall of Fame (2007)
.
→Slammy Award For Moment of the Year (2011)
.
.

••Wrestling Observer Newsletter ••

•Best Television Announcer (1988–1993,1998-2001, 2006, 2007, 2009, 2012)
.
• Most Disgusting Promotional Tactic
(2011) mistreatment by WWE despite their
anti-bullying campaign.
.
•Worst Feud of the year vs Mcmahon Family (2005).
.
• Wrestling Observer Newsletter Hall of
Fame. (1999)

.

• •পরিশেষেঃ Ross এর মত একজন রেসলিং এক্সপার্ট পাওয়া অসম্ভব। তাই একজন রেসলার হিসেবে তাকে রেস্পেক করা আমাদের উচিত।সে যে একজন ভালো রেসলার তার প্রমান WWE HOF,WON HOF। • •

..

#Happy_Birthday_JimRoss
#The_Big_Devil

••Birthday Special Post ••

রেসলিং দুনিয়ায় এই উক্তিগুলো কেউ কখনো ভুলতে পারবেনা। এগুলো সেই জিম রস এর যিনি তার ভাষা দিয়েই প্রো রেসলিং এ একটি রেভুলুশ্যন এনেছিলেন। আজ তার জন্মদিন।  তাকে উৎসর্গ করে এই পোস্ট টি।    


১৯৫২ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগে জন্মগ্রহন করেন WWE এর সাবেক ধারাভাষ্যকার ও ২০০৭ সালের হল অফ ফেমার "Jim Ross". আজ তার ৬৪তম জন্মদিন। তার আসল নাম James William Ross.


Jim William "Jim" Ross একজন সেমি রিটায়ার্ড প্রোফেশনাল রেসলিং কমেন্টেটর,রেফারি এবং WWE এর একজন প্রাক্তন এক্সিকিউটিভ। তিনি মূলত WWE তেই পরিচিত হয়ে ওঠেন তার কমেন্টেরির মাধ্যমে। বর্তমানে তিনি ফক্স স্পোর্টস এর হয়ে কাজ করেন।  তিনি প্রো রেসলিং সম্পর্কে Foxsports.com এ কমেন্টেরি লিখেন এবং মাঝে মাঝে বক্সিং এবং মার্শাল আর্ট সম্পর্কেও।   


তিনি ২০০৭ সালে WWE হল অফ ফেইম এ ইন্ডাক্ট হন।  তিনি বেশি পরিচিত Good Ol' JR নামে এবং সারাবিশ্বে WWE এর Voice হিসেবে বিবেচিত হন। প্রো রেসলিং এর বাইরে তিনি নিজের বার্বিকিউ সসের ব্র্যান্ড তৈরী করেছেন। জিম রস Gordon Solie কে তার এনাউন্সিং ক্যারিয়ার এর পেছনে সবচেয়ে বড় ভুমিকার ব্যক্তি হিসেবে দাবী করেন।   


তিনি তার কলেজ লাইফ এ কলেজ রেডিও তে কমেন্টেরি করতেন।  সেটারর অভিজ্ঞতা দেখেই একটি প্রোমোশন কম্পানী তে প্রথম কমেন্টেরি করেন, যেখানে তিনি একজন সাইডলাইন কমেন্টেটর হিসেবে এক দিন কাজ করেন। JR, NWA Tri State এ প্রথম রেফারি হিসেবে অন্তর্ভূক্ত হন এবং ১৯৭৭ পর্যন্ত সেখানে থাকেন।   


NWA তে পরে কিছুদিন কাজ করার সুবাদে জিম রস কে ১৯৯৩ এ WWE তাদের কম্পানী তে নেয় এবং জিম তার প্রথম অন স্ক্রিন কমেন্টেরি ডেবিউ করেন Wrestlemania IX এ। ৯৩ এ ববি হেনান কম্পানী ছেড়ে যাওয়ার আগে তিনি ও জিম কমেন্টেরি টিম হিসেবে কাজ করেন।  তবে কম্পানী তে আসার সাথে সাথেই জিম WWE(F) এর মেইন ভয়েস হয়ে ওঠেন। তিনি প্রথমদিকেই রেসেলমেনিয়া, কিং অফ দ্য রিং এ চমৎকার পারফর্মেন্স এর দরূণ জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময়ে তিনি WWF Radio তেও কাজ করেন এবং এটাও বলে রাখি WWF Radio করার প্ল্যান টা জিম রস ই ভিন্স ম্যাকম্যাহন কে দিয়েছিলেন।   


এটাই ছিল জিম রস এর শুরু।  এরপর থেকেই তিনি উঠতে থাকেন সাফল্যের শিখরে। যদিও মাঝে তার অসুস্থতার কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল কিন্তু বলা বাহুল্য তিনি তা কাটিয়ে ওঠেন। মানডে নাইট ওয়ার এর সময় গুলোতে জিম রস ছিলেন "Voice of Raw Is War"।  এ সময় টিতেই তিনি বিখ্যাত হয়ে উঠেন।  Baw Gawd, It's Gotta Be Kane এ ঐতিহাসিক মুহূর্ত গুলো ও এ সময়েই আসে।


WCW কিনে নেয়ার পর জিম রস Raw ব্র্যান্ডের কমেন্টেটর হিসেবে কাজ করেন। তিনি এ সময় Jerry Lawler এর সাথে কমেন্টেরি স্টেবল গঠন করেন, যা ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত।  জুন ২৩, ২০০৮ এ জিম রস র ব্যান্ড ছেড়ে স্ম্যাকডাউন ব্র্যান্ড এ চলে যান এবং মাইকেল কোল র তে চলে আসেন।  এভাবেই তার ১২ বছরের Monday Night Raw Run শেষ হয়।  


পরবর্তীতে আবারো পুরনো অসুখে আক্রান্ত হলে তিনি ফুল টাইম কমেন্টেটর হিসেবে অবসর নেন।  এরপর নভেম্বর এ Old School Raw তে জিম গেস্ট হিসেবে রিটার্ন করেন।  সেখানে কোল তাকে ইন্সাল্ট করলে তিনি কোল কে ম্যাচ শেষে হ্যাট দিয়ে বাড়ি দেন। কোল এর সাথে ছোটখাট একটি ফিউড হয় জিম এর।   


২০১১ এর জুলাইয়ে ট্রিপল এইচ জিম রসকে আবারো ফুল টাইম কমেন্টেটর হিসেবে নিয়ে আসেন। তারপর সে বছরেই র এর তৎকালীন জেনেরাল ম্যানেজার John Laurinaitis তাকে ফায়ার করেন কারণ টা ঠিক মনে নেই। এরপর রস কোল এর সাথে Cole Challenge নামের একটি মজার সেগমেন্ট এ অংশগ্রহণ করেন। সেটাতে হেরে তিনি টেলিভিশন থেকে অন্তরায় চলে যান।   


তিনি এরপর রেসেলমেনিয়া ১৮ তে রিটার্ন করেন "End of an Era" ম্যাচটির জন্য।  ম্যাচ এর আগেই কোল এর সাথে হ্যান্ডশেক করে তিনি ঝামেলা মিটিয় ফেলেন। জিম র এর ১০০০ তম এপিসোডেও উপস্থিত ছিলেন। ।   


এরপর কয়েকবার সাময়িকভাবে রস রিটার্ন করেন বিভিন্ন সেগমেন্ট এর জন্য। সেপ্টেম্বর ২০১৩ তিনি অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট এনাউন্স করেন কারণ তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গিয়েছিল। যদিও মনে করা হয়েছিল যে WWE জিম কে ফায়ার করছিল 2k14 এর রোস্টার এনাউন্সমেন্ট এ রিক ফ্লেয়ার এর সাথে কিছু ঝামেলার কারণে। পরে ভিন্স ম্যাকম্যাহন ক্লিয়ার করেন যে এটা একটা ইস্যু হলেও শেষ পর্যন্ত রিটায়ার করার সিদ্ধান্ত টা জিম এর ই ছিল কারণ তিনি তার পরিবারকে বেশি সময় দিতে চেয়েছিলেন এবং এটাও বলেন যে তাদের মধ্যে কোন ঝামেলা বিদ্যমান নেই।   


জিম রস কে সবাই এককথায় কমেন্টেটর হিসেবে চিনলেও তিনি কিন্তু একজন পার্ট টাইম রেসলার ও ছিলেন!! তার সবচেয়ে বড় রেসলিং এপিয়ারেন্স ছিল ২০০৩ এর Unforgiven পে পার ভিউ তে ; যেখানে তিনি Jerry Lawler এর সাথে টিম আপ করে Al Snow এবং জোনাথান কোচম্যান এর সাথে ম্যাচ খেলেন। ।  জিম রস এছাড়াও বিভিন্ন সময়ে ট্রিপল এইচ, ম্যানকাইন্ড, কেইন, স্টিভ অস্টিন এর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।  ( স্ক্রিপ্টেড) তাকে একবার কেইন আগুনে পুড়িয়েও দিয়েছিল!! 


যারা জিমের কমেন্টেরি দেখতে পারেননি তারা ইউটিউব এ দেখে নিবেন। বর্তমানের মাইকেল কোল, জেবিএল এর হরিবল কমেন্টেরি দেখে এই মানুষটার কথা সবসময় ই মনে পড়ে। খুব কম কমেন্টেটরএসেছেন যারা নিজের এটিটিউড দিয়েই ম্যাচ এর থ্রিল বহুগুনে বাড়িয়ে দিতে সক্ষম,তাদের মধ্যে জিম রস ওপরের সারিতেই থাকবেন।   ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মাফ করবেন।

  

  • আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। Happy Birthday to Jim Ross...।

  

• লেখক : Sadman Deadman

•• আজকে জিম রসের জন্মদিন : তাকে নিয়েই স্পেশ্যাল পোস্ট।

          

..
Former WWE Star Jeff Hardy  এর একটি কন্যা সন্তান হয়েছে।যার নাম Nera Quinn Hardy।  নতুন বছরের শুরু হল jeff এর একটি ফুটফুটে কন্যা সন্তান দিয়ে:)।

..

#Congratulations_JeffHardy
#The_Big_Devils

••Good News ••



•• WWE এবং UFC এর তুলনা। এতদিন আপনারা সবাই চিন্তা করেছেন আসলে কোনটা সেরা? এবার নিজেই চয়েস করুন। নীচে আমি এই দুই কোম্পানির মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরলাম। 

১) UFC প্রথম টেলিভাইসড হয় ১৯৯৩ সালে। আর WWE ১৯৫৩ সালে। 

২) UFC ফাইট রিয়েল (অনেকের মতে এটি হালকা স্ক্রিপ্টেড হলেও তার প্রমান পাওয়া যায়না)। আর WWE পুরোটাই স্ক্রিপ্টেড। 

৩) UFC এর এটেন্ডেন্স রেকর্ড ৫৪০০০। আর WWE এর ৯৩০০০। 

WWE Vs. UFC - কোনটি সেরা জেনে নিন।



প্রথমেই আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে নতুন বছর ২০১৬ -এর অনেক শুভেচ্ছা জানাই। সেই উপলক্ষেই আজকের এই পোস্ট, আপনারা যদি কিছু গুরুত্বপূর্ন জিনিস মিস করে থাকেন তাহলে সেটাও হয়তো এখান থেকে জানতে পারবেন।

২০১৫ সালটা রেসলিং এর ক্ষেত্রে মোটেও ভালো ছিল না, কারণ একের পর এক মেইন রেসলার ইনজুরির কারনে বাইরে চলে গিয়েছে, WWE এর রেটিং তলানি থেকে আরও তলানিতে ঠেকছে, রেসেলমেনিয়ার ভাগ্য এখন সুক্ষ দড়িতে ঝুলে আছে বলা চলে।

তার উপরে এই বছর অনেক রেসলার মৃত্যু বরন করেছে, যেমন Roddy Piper, Dusty Rhodes,Buddy Landel,  Drunken Irishman, Hack Meyers, Jr.Perro Aguayo, Jr. Verne Gagne, Nick Bockwinkel প্রমুখ।  আসুন তাঁদের আত্মার শান্তি কামনা করেই নতুন বছরের শুরু করি।

•• আমাদের পোস্টের প্রথম পয়েন্ট হল ২০১৫ তে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ন মুহুর্তঃ

♦ January মাসের :
.
12 তারিখ :- Randy Savage -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

25 তারিখ :- Justin Gabriel অফিসিয়ালি World Wrestling Entertainment থেকে ক্যুইট করে।

26 তারিখ :- Arnold Schwarzenegger -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।
.
♦ February মাসের :
.
9 তারিখ :- Rikishi -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

23 তারিখ :- The Bushwhackers -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।
.
♦ March মাসের :
.
2 তারিখ :- Alundra Blayze -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

9 তারিখ :- Larry Zbyszko -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

16 তারিখ :- Tatsumi Fujinami -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

23 তারিখ :- Kevin Nash -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

30 তারিখ :- Sheamus, Monday Night Raw -তে হিল টার্ন করে।
.
♦ April মাসের :
.
3 তারিখ :- AJ Lee অফিসিয়ালি World Wrestling Entertainment থেকে ক্যুইট করে।

3 তারিখ :- CJ Parker কে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়।

13 তারিখ :- Naomi, Monday Night Raw -তে হিল টার্ন করে।
.
♦ May মাসের :
.
31 তারিখ :- ইতিহাসে প্রথমবার WWE Intercontinental Championship এর Matchের জন্য এলিমিনেশন চেম্বার Matchের আয়োজন করা হয় এবং তাতে Ryback জীবনে প্রথমবারের মতো Intercontinental Championship জয়লাভ করে।  এটা রাইব্যাকের WWE কোম্পানিতে প্রথম কোন টাইটেল জয়।
.
♦ July মাসের :
.
24 তারিখ :- Hulk Hogan কে WWE রিলিজ করে দেয় কারণ তিনি বর্নবিদ্বেশ্মুলক কমেন্ট করেছিলেন।
.
♦ October মাসের :
.
25 তারিখ :- Alberto Del Rio, WWE তে রিটার্ন করে যদিও তাকে এক বছর আগেই রিলিজ করে দেওয়া হয়েছিল। সে Hell in a Cell -এ রিটার্ন করে এবং WWE United States Championship এর জন্য জন সিনার মুক্ত চ্যালেঞ্জে অংশগ্রহন করে এবং সবাইকে চমকে দিয়ে সে সিনাকে হারিয়ে জীবনে প্রথমবারের মতো U.S. Champion হয়।

.
.
•• আমাদের দ্বিতীয় পয়েন্ট হল ডেবিউ/রিটার্ন এবং রিটায়ারের ব্যাপারেঃ
.

January মাসের ১১ তারিখে রিটার্ন করেছেন Brass Ring Club এবং Natalya & Paige।

June মাসের ১৫ তারিখে রিটার্ন করেছেন Brock Lesnar এবং ১৮ তারিখে Team Bella।

July মাসের ১৩ তারিখে রিটার্ন করেছেন Team B.A.D. এবং Team Paige এবং ১৯ তারিখে The Undertaker।

September মাসের ২০ তারিখে Night of Champions 2015 পিপিভিতে রিটার্ন করেছেন Chris Jericho।

October মাসের ২৫ তারিখে Hell in a Cell 2015 পিপিভিতে রিটার্ন করেছেন Alberto Del Rio।

অন্যদিকে রিটার্নের সাথে সাথে রিটায়ারও হয়েছে। ৩ এপ্রিল AJ Lee, ২৫ জানুয়ারি Justin Gabriel  এবং ২৯ শে জুলাই Layla রিটায়ার করেছেন।
.
.
•• আমাদের শেষ পয়েন্ট হল সমস্ত রকমের টাইটেল পরিবর্তন নিয়েঃ
.

♠ January মাসের :

5 তারিখে :- Bad News Barrett হারিয়েছেন Dolph Ziggler (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : Monday Night Raw

8 তারিখে :- Low Ki হারিয়েছেন Austin Aries (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA X-Division Championship, ইভেন্টের নাম ছিল : iMPACT Wrestling

30 তারিখে :- The Wolves (Davey Richards & Eddie Edwards) হারিয়েছেন The Revolution (Abyss & James Storm) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA World Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : iMPACT Wrestling

31 তারিখে :- Rockstar Spud হারিয়েছেন Low Ki (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA X-Division Championship, ইভেন্টের নাম ছিল : iMPACT Wrestling

31 তারিখে :- Kurt Angle হারিয়েছেন Lashley (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA World Heavyweight Championship

♠ February মাসের :

11 তারিখে :- Sasha Banks হারিয়েছেন Charlotte (c), Bayley & Becky Lynch (স্টিপুলেশন/ধরন : Fatal 4-Way Match) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Women's Championship, ইভেন্টের নাম ছিল : NXT Takeover IV

11 তারিখে :- Kevin Owens হারিয়েছেন Sami Zayn (c) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Championship, ইভেন্টের নাম ছিল : NXT Takeover IV

22 তারিখে :- Tyson Kidd & Cesaro হারিয়েছেন The Usos (Jimmy & Jey Uso) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship

♠ March মাসের :

14 তারিখে :- The Hardys হারিয়েছেন Bram & Ethan Carter III & Austin Aries & Bobby Roode & The Beatdown Clan (স্টিপুলেশন/ধরন : Title Tournament Final Ultimate X Match) -কে এবং সেইসাথেই জিতেছেন ভ্যাকান্ট হয়ে থাকা টাইটেল।

25 তারিখে :- Big Jon হারিয়েছেন Adam Wylde (c) -কে এবং সেইসাথেই জিতেছেন OVW Southern Tag Team Championship.

29 তারিখে :- Daniel Bryan হারিয়েছেন Bad News Barrett (c), Dean Ambrose, R-Truth, Luke Harper, Dolph Ziggler and Stardust (স্টিপুলেশন/ধরন : ladder Match) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : WrestleMania XXXI.

29 তারিখে :- John Cena হারিয়েছেন Rusev (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship, ইভেন্টের নাম ছিল : WrestleMania XXXI.

29 তারিখে :- Seth Rollins হারিয়েছেন Brock Lesnar (c) & Roman Reigns (স্টিপুলেশন/ধরন : triple threat Match) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE World Heavyweight Championship, ইভেন্টের নাম ছিল : WrestleMania XXXI.

♠ April মাসের :

4 তারিখে :- The Addiction (Christopher Daniels & Frankie Kazarian) defeat reDRagon (Bobby Fish & Kyle O'Reilly) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন ROH World Tag Team Championship

26 তারিখে :- The New Day (Big E & Kofi Kingston) (w/ Xavier Woods) হারিয়েছেন Brass Ring Club (Tyson Kidd & Cesaro) (c) (w/ Natalya) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : Extreme Rules.

29 তারিখে :- Eddie Diamond হারিয়েছেন Mohammad Ali Vaez (c) -কে এবং সেইসাথেই জিতেছেন OVW Heavyweight Championship

29 তারিখে :- Togi Makabe হারিয়েছেন Tomohiro Ishii (c) -কে এবং সেইসাথেই জিতেছেন NEVER Openweight Championship

♠ May মাসের :

3 তারিখে :- The Young Bucks (Matt Jackson & Nick Jackson) হারিয়েছেন Roppongi Vice (Beretta & Rocky Romero) (c) and reDRagon (Bobby Fish & Kyle O'Reilly) (স্টিপুলেশন/ধরন : Three Way Match) -কে এবং সেইসাথেই জিতেছেন IWGP Junior Heavyweight Tag Team Championship

3 তারিখে :- Hirooki Goto হারিয়েছেন Shinsuke Nakamura (c) -কে এবং সেইসাথেই জিতেছেন IWGP Intercontinental Championship

31 তারিখে :- Ryback হারিয়েছেন King Barrett, R-Truth, Sheamus, Mark Henry & Dolph Ziggler in an Elimination Chamber Match -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : the Elimination Chamber.

♠ June মাসের :

14 তারিখে :- The Prime Time Players (Titus O'Neil & Darren Young) হারিয়েছেন The New Day (Big E & Xavier Woods) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : Money in the Bank.

♠ July মাসের :

4 তারিখে :- Finn Bálor হারিয়েছেন Kevin Owens (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE NXT Championship, ইভেন্টের নাম ছিল : The Beast in the East.

29 তারিখে :- Gail Kim হারিয়েছেন Awesome Kong, Brooke (c) & Lei'D Tapa (স্টিপুলেশন/ধরন : Four Way Match) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA Women's Knockout Championship

♠ August মাসের :

22 তারিখে :- The Vaudevillains (Aiden English & Simon Gotch) (w/ Blue Pants) হারিয়েছেন Blake and Murphy (c) (w/ Alexa Bliss) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : NXT TakeOver: Brooklyn.

22 তারিখে :- Bayley হারিয়েছেন Sasha Banks (c) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Women's Championship, ইভেন্টের নাম ছিল : NXT TakeOver: Brooklyn.

23 তারিখে :- The New Day (Big E & Kofi Kingston) (w/ Xavier Woods) হারিয়েছেন Lucha Dragons (Sin Cara & Kalisto), Los Matadores (Diego & Fernando) (w/ El Torito) and The Prime Time Players (Darren Young & Titus O'Neil) (c) (স্টিপুলেশন/ধরন : Fatal 4-Way Tag Team Match) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : SummerSlam.

23 তারিখে :- Seth Rollins [WWE World Heavyweight] (c) হারিয়েছেন John Cena [United States] (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship (স্টিপুলেশন/ধরন : Winner Takes All Match), ইভেন্টের নাম ছিল : SummerSlam.

♠ September মাসের :

20 তারিখে :- Kevin Owens হারিয়েছেন Ryback (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : Night of Champions

20 তারিখে :- Charlotte হারিয়েছেন Nikki Bella (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Divas Championship, ইভেন্টের নাম ছিল : Night of Champions

20 তারিখে :- John Cena হারিয়েছেন Seth Rollins (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship, ইভেন্টের নাম ছিল : Night of Champions

♠ October মাসের :

25 তারিখে :- Alberto Del Rio হারিয়েছেন John Cena (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship, ইভেন্টের নাম ছিল : Hell in a Cell

♠ November মাসের :

22 তারিখে :- Roman Reigns হারিয়েছেন Dean Ambrose -কে এবং সেইসাথেই জিতেছেন vacant WWE World Heavyweight Championship, ইভেন্টের নাম ছিল : Survivor Series

22 তারিখে :- Sheamus হারিয়েছেন Roman Reigns (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE World Heavyweight Championship, ইভেন্টের নাম ছিল : Survivor Series

♠ December মাসের :

13 তারিখে :- Dean Ambrose হারিয়েছেন Kevin Owens (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : TLC: Tables, Ladders, & Chairs

•• সবাই ভালো থাকবেন শুখে থাকবেন, নতুন বছর আশা করি অনেক আনন্দের সঙ্গে কাটবে আমাদের এবং আপনাদের সবাইয়ের, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই আশাতেই সবাইকে জানায় শুভ রাত্রি এবং শুভ নববর্ষ।

•• ফিরে দেখা ২০১৫ - স্পেশ্যাল পোস্ট ••