দ্যা রক! WWE তথা প্রো-রেসলিং জগতের এক আইকনিক নাম। যাকে বলা হয় 'The most ELECTRIFYING man in sports entertainment'!


রক যেমন ছিলেন তার মাইক স্কিলে অনবদ্য, তেমনি গিমিক প্লেয়িংয়ে দুর্ধর্ষ। 'রকy Maivia' নামে ডেবিউ করার পর থেকে 'Nation of Domination' এর নেতা, 'Corporate Rock', "The People's Champ" থেকে 'Hollywood Rock' সবগুলো গিমিকেই ছিলেন তিনি সফল। কিন্তু প্রশ্ন যখন আসে সেরা গিমিকের, তখন আমি কোনটিকে বেছে নিবো? "The People's Champ" নাকি 'Hollywood Rock' কে?


• The People's Champ :


'The Corporation' স্টেবলের অধীনে 'Corporate Rock' হিসেবে নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন রক। রেসেলমেনিয়া XV এ 'Stone Cold' Steve Austin এর কাছে WWF চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারেন রক! Backlash: In Your House এ রিম্যাচ পেয়েও WWF চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি রক। ফলে পরের সপ্তাহের Raw তেই তাকে 'The Corporation' থেকে বের করে দেওয়া হয়। ফলশ্রুতিতে রক ফেস টার্ন করেন!


এরপর রক এর ফিউড চলতে থাকে Corporation, Triple H ও The Undertaker এর সাথে। ধীরে ধীরেই যেনো তিনি হয়ে উঠছিলেন "The People's Champ"! তার মাইক স্কিলের মাধ্যমে তিনি নিজেকে এক সুউচ্চ পর্যায়ে নিয়ে যান!


দেখতে দেখতে রক ২০০০ সালের Royal Rumble বিজেতা হন। কিন্তু রেসেলমেনিয়া তে তিনি চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি। Backlash পিপিভিতে তিনি Triple H কে হারিয়ে WWF চ্যাম্পিয়নশিপ জিতে নেন রক। এটাই ছিলো তার "People's Champ' গিমিকে প্রথম টাইটেল জয়লাভ করা। এরপর নানান সময়ে টাইটেল জেতা হারার মাধ্যমে এই গিমিকটা এগিয়ে নিয়ে যান রক।


দেখতে দেখতে রেসেলমেনিয়া X8 এর সময় চলে আসে। তখন No Out Way পিপিভিতে NWO কে নিয়ে WWF এ রিটার্ন করেন 'Hollywood' Hulk Hogan! পরবর্তীতে রক, Hogan কে চ্যালেঞ্জ করলে রেসেলমেনিয়া তে তাদের ম্যাচ সেট করা হয়, যার হেডলাইন ছিলো 'Icon Vs Icon'। সেই ম্যাচে Hogan কে পিন করে জয়লাভ করেন রক। কিন্তু সেই ম্যাচে দর্শকরা Hogan এর পক্ষে বেশি চিয়ার্স করছিলো। এটিই ছিলো "People's Champ" কে দর্শকদের অবহেলা করার সূত্রপাত!


২০০২ সালের Vengeance পিপিভিতে রক পুনরায় WWE Undisputed চ্যাম্পিয়নশিপ জেতেন। পরবর্তীতে SummerSlam এ তিনি Brock Lesnar এর কাছে টাইটেলটি হারান। সেই সময়ে দর্শকরা চূড়ান্তরূপে রক এর বিপক্ষে অবস্থান করে। কারণ তারা জানতো, রক তার অভিনয় ক্যারিয়ারের জন্য WWE ছেড়ে চলে যাবেন! আর এভাবেই "The People's Champ" গিমিকের সমাপ্তি ঘটে যায়!


• Hollywood Rock :


৩০শে জানুয়ারি, ২০০৩ সালে WWE তে রিটার্ন করেন দ্যা রক। কিন্তু এবার তিনি এলেন সম্পূর্ণ ভিন্নরূপে। যেহেতু ফেস রক কে দর্শকরা প্রত্যাখান করেছিলো, সেহেতু এবার তিনি এলেন হীল রেসলার হয়ে! তার দুর্দান্ত মাইক স্কিল ব্যবহার করে প্রতি প্রোমোতেই দর্শক ও তার প্রতিপক্ষদের অপমান করতে থাকেন রক। নিজের হলিউডের সাফল্য নিয়ে ব্যাপক প্রচার করতে থাকেন রক। এই সময়ে তিনি ডেবিউ করেন 'Rock Concerts' এর। যখনই তিনি কনসার্ট করেন, তখনই তিনি সেই সপ্তাহের Raw এর আয়োজক শহরকে গানের মাধ্যমে অপমান করতে থাকেন ।


রিটার্নের পর রক ফিউড শুরু করেন Hulk Hogan এর সাথে। No Way Out পিপিভিতে Vince McMahon এর সাহায্যে Hogan কে হারান রক। পরবর্তী সপ্তাহের Raw তে রক গিয়ে নিজেকে World Heavyweight চ্যাম্পিয়নশিপ এর No 1 Contender ম্যাচের অন্তর্ভুক্ত করেন, যদিও সেই ম্যাচটি তিনি জিততে পারেননি। পরবর্তীতে তিনি Steve Austin এর সাথে ফিউড শুরু করেন, যেটি রেসেলমেনিয়া XIX এ তাদের ম্যাচের দিকে নিয়ে যায়! সেখানে অবশেষে Austin কে রেসেলমেনিয়া তে হারাতে সক্ষম হন দ্যা রক!


রেসেলমেনিয়া XIX এর পরের Raw তেই রক আয়োজন করেন 'দ্যা রক Appreciation Night' এর। যেখানে Goldberg ডেবিউ করেন এবং রক এর সাথে ফিউড শুরু করেন। ফলে তাদের মধ্যে Backlash এ ম্যাচ সেট করা হয়, যেখানে Goldberg জয় লাভ করেন। আর এর মধ্য দিয়েই 'Hollywood Rock' গিমিকের সমাপ্তি ঘটে।


• Comparison :


দ্যা রক এর ফেস গিমিক হলো "The People's Champ" এবং হিল গিমিক হলো 'Hollywood Rock'। "People's Champ" হলো রক এর দীর্ঘ সময়ের গিমিক। অন্যদিকে 'Hollywood Rock' গিমিক ছিলো খুবই ছোট সময়ের গিমিক। চ্যাম্পিয়নশিপ জয়ের দিক হিসেব করলে "People's Champ" অনেক এগিয়ে থাকবে। কিন্তু বিনোদন ও ক্যারিজমার দিক হিসেব করলে এগিয়ে থাকবে 'Hollywood Rock'। কিন্তু রক 'দ্যা Rock' হয়ে উঠেছেন ''People's Champ'' গিমিকের মাধ্যমে। "If you smell what the rock is cooking" ক্যাচপ্রেজটি অন্যতম সেরা একটি ক্যাচপ্রেজ হয়ে থাকবে, যেটি রক বলেছিলেন তার "People's Champ" গিমিকে।


অন্যদিকে স্বল্প সময়ের সেরা গিমিকের তালিকায় সবার উপরে থাকবে 'Hollywood Rock' গিমিকটি। যদি এই গিমিকটি আরো কয়েক মাস প্লে করতেন, তাহলে হয়তো এটাই রক এর সেরা গিমিক হতো। সুতরাং, আমার মতে "People's Champ" গিমিকটিই রক এর সেরা গিমিক!


• লেখক : Plaban Talukdar

দ্যা রকের কোন গিমিকটি সেরা- 'People's Champ' না 'হলিউড রক'?

দ্যা রক! WWE তথা প্রো-রেসলিং জগতের এক আইকনিক নাম। যাকে বলা হয় 'The most ELECTRIFYING man in sports entertainment'!


রক যেমন ছিলেন তার মাইক স্কিলে অনবদ্য, তেমনি গিমিক প্লেয়িংয়ে দুর্ধর্ষ। 'রকy Maivia' নামে ডেবিউ করার পর থেকে 'Nation of Domination' এর নেতা, 'Corporate Rock', "The People's Champ" থেকে 'Hollywood Rock' সবগুলো গিমিকেই ছিলেন তিনি সফল। কিন্তু প্রশ্ন যখন আসে সেরা গিমিকের, তখন আমি কোনটিকে বেছে নিবো? "The People's Champ" নাকি 'Hollywood Rock' কে?


• The People's Champ :


'The Corporation' স্টেবলের অধীনে 'Corporate Rock' হিসেবে নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন রক। রেসেলমেনিয়া XV এ 'Stone Cold' Steve Austin এর কাছে WWF চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারেন রক! Backlash: In Your House এ রিম্যাচ পেয়েও WWF চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি রক। ফলে পরের সপ্তাহের Raw তেই তাকে 'The Corporation' থেকে বের করে দেওয়া হয়। ফলশ্রুতিতে রক ফেস টার্ন করেন!


এরপর রক এর ফিউড চলতে থাকে Corporation, Triple H ও The Undertaker এর সাথে। ধীরে ধীরেই যেনো তিনি হয়ে উঠছিলেন "The People's Champ"! তার মাইক স্কিলের মাধ্যমে তিনি নিজেকে এক সুউচ্চ পর্যায়ে নিয়ে যান!


দেখতে দেখতে রক ২০০০ সালের Royal Rumble বিজেতা হন। কিন্তু রেসেলমেনিয়া তে তিনি চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি। Backlash পিপিভিতে তিনি Triple H কে হারিয়ে WWF চ্যাম্পিয়নশিপ জিতে নেন রক। এটাই ছিলো তার "People's Champ' গিমিকে প্রথম টাইটেল জয়লাভ করা। এরপর নানান সময়ে টাইটেল জেতা হারার মাধ্যমে এই গিমিকটা এগিয়ে নিয়ে যান রক।


দেখতে দেখতে রেসেলমেনিয়া X8 এর সময় চলে আসে। তখন No Out Way পিপিভিতে NWO কে নিয়ে WWF এ রিটার্ন করেন 'Hollywood' Hulk Hogan! পরবর্তীতে রক, Hogan কে চ্যালেঞ্জ করলে রেসেলমেনিয়া তে তাদের ম্যাচ সেট করা হয়, যার হেডলাইন ছিলো 'Icon Vs Icon'। সেই ম্যাচে Hogan কে পিন করে জয়লাভ করেন রক। কিন্তু সেই ম্যাচে দর্শকরা Hogan এর পক্ষে বেশি চিয়ার্স করছিলো। এটিই ছিলো "People's Champ" কে দর্শকদের অবহেলা করার সূত্রপাত!


২০০২ সালের Vengeance পিপিভিতে রক পুনরায় WWE Undisputed চ্যাম্পিয়নশিপ জেতেন। পরবর্তীতে SummerSlam এ তিনি Brock Lesnar এর কাছে টাইটেলটি হারান। সেই সময়ে দর্শকরা চূড়ান্তরূপে রক এর বিপক্ষে অবস্থান করে। কারণ তারা জানতো, রক তার অভিনয় ক্যারিয়ারের জন্য WWE ছেড়ে চলে যাবেন! আর এভাবেই "The People's Champ" গিমিকের সমাপ্তি ঘটে যায়!


• Hollywood Rock :


৩০শে জানুয়ারি, ২০০৩ সালে WWE তে রিটার্ন করেন দ্যা রক। কিন্তু এবার তিনি এলেন সম্পূর্ণ ভিন্নরূপে। যেহেতু ফেস রক কে দর্শকরা প্রত্যাখান করেছিলো, সেহেতু এবার তিনি এলেন হীল রেসলার হয়ে! তার দুর্দান্ত মাইক স্কিল ব্যবহার করে প্রতি প্রোমোতেই দর্শক ও তার প্রতিপক্ষদের অপমান করতে থাকেন রক। নিজের হলিউডের সাফল্য নিয়ে ব্যাপক প্রচার করতে থাকেন রক। এই সময়ে তিনি ডেবিউ করেন 'Rock Concerts' এর। যখনই তিনি কনসার্ট করেন, তখনই তিনি সেই সপ্তাহের Raw এর আয়োজক শহরকে গানের মাধ্যমে অপমান করতে থাকেন ।


রিটার্নের পর রক ফিউড শুরু করেন Hulk Hogan এর সাথে। No Way Out পিপিভিতে Vince McMahon এর সাহায্যে Hogan কে হারান রক। পরবর্তী সপ্তাহের Raw তে রক গিয়ে নিজেকে World Heavyweight চ্যাম্পিয়নশিপ এর No 1 Contender ম্যাচের অন্তর্ভুক্ত করেন, যদিও সেই ম্যাচটি তিনি জিততে পারেননি। পরবর্তীতে তিনি Steve Austin এর সাথে ফিউড শুরু করেন, যেটি রেসেলমেনিয়া XIX এ তাদের ম্যাচের দিকে নিয়ে যায়! সেখানে অবশেষে Austin কে রেসেলমেনিয়া তে হারাতে সক্ষম হন দ্যা রক!


রেসেলমেনিয়া XIX এর পরের Raw তেই রক আয়োজন করেন 'দ্যা রক Appreciation Night' এর। যেখানে Goldberg ডেবিউ করেন এবং রক এর সাথে ফিউড শুরু করেন। ফলে তাদের মধ্যে Backlash এ ম্যাচ সেট করা হয়, যেখানে Goldberg জয় লাভ করেন। আর এর মধ্য দিয়েই 'Hollywood Rock' গিমিকের সমাপ্তি ঘটে।


• Comparison :


দ্যা রক এর ফেস গিমিক হলো "The People's Champ" এবং হিল গিমিক হলো 'Hollywood Rock'। "People's Champ" হলো রক এর দীর্ঘ সময়ের গিমিক। অন্যদিকে 'Hollywood Rock' গিমিক ছিলো খুবই ছোট সময়ের গিমিক। চ্যাম্পিয়নশিপ জয়ের দিক হিসেব করলে "People's Champ" অনেক এগিয়ে থাকবে। কিন্তু বিনোদন ও ক্যারিজমার দিক হিসেব করলে এগিয়ে থাকবে 'Hollywood Rock'। কিন্তু রক 'দ্যা Rock' হয়ে উঠেছেন ''People's Champ'' গিমিকের মাধ্যমে। "If you smell what the rock is cooking" ক্যাচপ্রেজটি অন্যতম সেরা একটি ক্যাচপ্রেজ হয়ে থাকবে, যেটি রক বলেছিলেন তার "People's Champ" গিমিকে।


অন্যদিকে স্বল্প সময়ের সেরা গিমিকের তালিকায় সবার উপরে থাকবে 'Hollywood Rock' গিমিকটি। যদি এই গিমিকটি আরো কয়েক মাস প্লে করতেন, তাহলে হয়তো এটাই রক এর সেরা গিমিক হতো। সুতরাং, আমার মতে "People's Champ" গিমিকটিই রক এর সেরা গিমিক!


• লেখক : Plaban Talukdar

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!