<<ব্রেকিং নিউজ>>

◘ আগেই বলেছিলাম যে, WWE এখন রেসলার ও স্টাফদের রিলিজ করতে ব্যস্ত হয়ে পরেছে, তারা বর্তমান কর্মীদের ১০ শতাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রথম শিকার ছিল ডেল রিও -এর রিং আনাউন্সার রিকার্ডো...সবাইকে অবাক করে দিয়ে তাদের পরের শিকার হল আলবারটো ডেল রিও নিজেই। আগের দিনের Raw -তেও সে ডিন আম্ব্রোসের সঙ্গে খেলেছিল। আর তারপরে WWE.com -এ জানিয়ে দেওয়া হয় যে তাকে রিলিজ করা হয়েছে এবং কারন হিসাবে বলা হয়েছে অপেশাদারি কাজ এবং এবং একজন কর্মীর সঙ্গে খারাপ ব্যাবহার-
 "due to unprofessional conduct and an altercation with an employee."।
◘ আপনারা চাইলে WWE.com এর সেই পোস্টটা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। 

◘ যদিও, রিওকে রিলিজ করার আসল কারন এখনও জানা যায়নি, তবে তার কয়েকটি কারন আছে বলে মনে কার হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকেই এটা শোনা যাচ্ছিল যে ডেল রিও WWE -এর কাজে খুশি নয়। সে তার নিজের রোলটাকে মোটেও ভালো দৃষ্টিতে দেখছে না। এরপর অবশ্য অনেক রকমের পুশ দিয়ে দেখা হয় কিন্তু কোম্পানি তাতে কাঙ্ক্ষিত ফল পায়নি। এরপর শোনা যায় যে, রিও -এর কন্ট্রাক্ট  কিছুদিনের মধ্যেই শেষ হবে এবং তার কন্ট্রাক্ট শেষ হবার পরে সে  আর কন্ট্রাক্ট সাইন করবে না। এরপরে WWE নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলে! হয়তো WWE তার বদলে অন্য রেসলারকে সাইন করেছে এবং সেজন্যই তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

◘ আসলে কোনদিনও ভাবতে পারিনি যে ফানডানগো, ক্সেভিয়ার উডস, হিথ স্লেটার...এরা থেকে যাবে আর Mexico's Greatest Export -কে চলে যেতে হবে। ডেল রিও এতটাই ভালো হিল রোল প্লে করতো যে আমিও তাকে হেট করতাম...কিন্তু তার চলে যাওয়াটা এখন মেনে নিতে পারছি না...। ভাবতেই অবাক লাগছে যে সে আর ফিরে আসবে না...আমরা ক্রস আর্ম ব্রেকার আর কোনদিনও দেখতে পাবো না। আশা করি যে তাকে ভবিষ্যতে TNA তে দেখতে পাবো, যেটা WWE -এর চেয়ে এইদিক থেকে  অনেকভালো শো কারন WWE তাদের কোন রেসলারকে রেসপেক্ট করতে পারে না!! কাজ হয়ে গেলেই অর্থাৎ পয়সা কামানো হয়ে গেলেই তাকে দিয়ে বাকিদেরকে পুশ করাই এবং রিলিজ করে দেয়...এবং এটা চলতেই থাকে। 

◘ যাই হোক আমরা এই ৪ বারের ওয়ার্ড চ্যাম্পিয়ন (WWE-2, WHC-2) এবং ২০১১ সালের Royal Rumble এবং  Money in the Bank বিজয়ীকে কোনদিনও ভুলবো না...শেষবারের মতো স্যালুট বস।
তার ব্যাপারে আরও জানার জন্য এখানে ক্লিক করুন


◘ তাছাড়া WWE -এর অভিজ্ঞ টাইম কিপার Mark Yeaton কেও রিলিজ করা হয়েছে । তিনি প্রায় ২৫ বছরেরও অধিক সময় যাবৎ এই কোম্পানির সাথে যুক্ত আছেন। এছারাও স্টিভ অস্টিনের প্রত্তেকটা শো শেষে তাকে বিয়ার ছুরে মারতেন Mark Yeaton। এতো পুরোনো একজন স্টাফকে রিলিজ করার কারনে অন্যান্য স্টাফদের মনেও ভয় ঢুকে গেছে।

ব্রেকিং নিউজ: রিলিজ করা হল ডেল রিও এবং একজন টাইম কিপারকে।

আজকে জন সিনার অফিসিয়াল ফেসবুক পেজের লাইক সংখ্যা ৩০ মিলিয়ন বা ৩ কোটি ছাড়িয়ে গেল। আসুন এই খুশির দিনে আমরা সেলিব্রেট করি...তাকে একটা উইশ করতে ভুলবেন না...দ্য চ্যাম্প ইজ হিয়ার! 

◘ আমি আপনাদেরকে তার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি- 
https://www.facebook.com/johncena
◘ অবশ্য বলে রাখা ভালো যে, ফেসবুকে সবথেকে ফেমাস রেসলার হল অন্যকেউ...। সে হল আমাদের সবার প্রিয় দ্য রক। তার ফেসবুক পেজে লাইক সংখ্যা হল ৩ কোটি ৮৫ লক্ষ +, কয়েকদিনের মধ্যেই তার লাইক সংখ্যা ৪ কোটি হয়ে যাবে। 

◘ আমি আপনাদেরকে রকেরও অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি- 
https://www.facebook.com/DwayneJohnson

জন সিনার অফিসিয়াল ফেসবুক পেজের লাইক সংখ্যা ৩০ মিলিয়ন !!

☻ টিভিতে দেখতে পাবেন:- 
শুক্রবারঃ-  5:30PM - 7:30PM (বাংলাদেশ)
এবং 5:00PM - 7:00PM (ভারত)
☻ রেজাল্ট:- 

◘ Dean Ambrose -এর প্রোমোর মাধ্যমে আজকের স্মাকডাউন শুরু হয়। তার বেশী কিছু বলার আগেই সেথ রলিন্স আসে এবং তাকে ইন্টারাপ্ট করে। শেষপর্যন্ত অ্যামব্রোস তাদের (সেথ vs. ডিন ম্যাচের) স্টিপুলেশন বলে দেয়...যেটা সে আগের দিনের "র" তে বিট দ্য ক্লক ম্যাচ জিতে  উপার্জন করেছিল। ডিন বলে সামারস্লামে তাদের ম্যাচটা হতে যাচ্ছে একটা লাম্বারজ্যাক (Lumberjack) ম্যাচ। এই সেগ্মেন্টটা শেষ হয় যখন সেথ আজকের জন্য ডিনের অপনেন্টের নাম ঘোষণা করে...সে হল দ্য ভাইপার। অর্থাৎ অরটনের সঙ্গে আজকে ডিনের খেলা হবে যেটা হবে আজকের মেইন ইভেন্ট। 

♠ Sin Cara vs. Damien Sandow
♥ Winner: Sin Cara 

♠ Paige vs. Natalya 
♥ Winner: Paige 

◘ এরপর একটা প্রোমো দেখানো হয় যেটাতে ক্রিশ জেরিকো, তার সামারস্লামে ব্রে -এর সঙ্গে ম্যাচের কথা বলে। 

♠ Dean Ambrose vs. Randy Orton 
♥ Winner: No Contest. 

◘ ডিনের সঙ্গে অরটনের ম্যাচটা নো কন্টেস্ট-এ শেষ হয় যখন সেথ রলিন্স ইন্টারাপ্ট করে এবং তারপর তাদের মধ্যে দারুন লড়াই চলে এবং এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়। 

বি:দ্র:- এটাই ফুল রেজাল্ট কিনা আমি পুরোপুরি শিওর না...তবে কোন জায়গায় এর থেকে বেশী পেলাম না! 

☻Smack Down রেজাল্ট, ৬ আগস্ট, ২০১৪

WWE সুপারস্টার Randy Orton, তার টুইটার আকাউন্টে এক ফ্যানকে "Latino Ms. Piggy" বলে উত্যক্ত করেছেন। তিনি অপমানের সাথে সেই ফ্যানের ছবিও সবাইয়ের সামনেই প্রকাশ করে দিয়েছেন এবং এর ফলে অন্য অনেক ফ্যান রেগে গিয়ে তাকে অনেক কথাও শুনিয়েছেন। 

সেই ফ্যানটি হলেন একজন মহিলা, যে রবিবার দুপুরে টেক্সাসে অরটনের সঙ্গে একটা ছবি তুলেছিলেন এবং তারপর সেটিকে অনলাইনে পোস্ট করে দিয়েছিলেন। কিন্তু তারপর অরটন এই একই ফটোটাকে নিজের গার্লফ্রেন্ডের কাছে সেন্ড করে দিয়েছিলেন এবং ছবিটির সঙ্গে ক্যাপশন হিসাবে সুন্দর কিছু কথাও লিখেছিলেন- 
"Look @kimklro I met the Latino Ms. Piggy today at the gym. I wish you were there to have a good laugh with me! #MsPig"
অর্থাৎ তিনি বলেছেন যে, দেখো আমার সঙ্গে জিমে Latino Ms. Piggy -এর দেখা হয়েছিল। ইসস...যদি তুমি সেই সময় আমার সঙ্গে হাসার জন্য থাকতে...!!

এখন অনেকেই হয়তো ভেবে থাকবেন যে অরটন আসলেই একজন ভালো মানুশ নয় এবং নিজের ফ্যানকেও এইভাবেই অপমান করেছেন। এবং আপনার ভাবাটাও কোন ভুল নয়, একজন ফ্যানতো বলেও দিয়েছেন যে, "I lost all respect I had for @RandyOrton after reading that last tweet. You should be ashamed of yourself."।

কিন্তু আসলে কথাটা হয়তো কেউই জানে না! আসলে অরটনের সেই ফ্যান এবং অরটনের গার্লফ্রেন্ডএর মধ্যে সিরিয়াস ঝগড়া লেগে গিয়েছে। কয়েক মাস আগে অরটন এই ফ্যানটাকে তার টুইটার আকাউন্ট থেকে ব্লক করে দিয়েছিল কারন সে তার গার্লফ্রেন্ডকে উল্টোপাল্টা এবং হ্যারাশ করা মাসেজ পাঠাচ্ছিল। এখন গার্লফ্রেন্ডকে বিরক্ত করলে প্রত্যেকটা বয়ফ্রেন্ডেরই কর্তব্য তার বদলা নেওয়া...অরটন ঠিক তাই করেছে। 

যদিও পরে তার এই কাজের জন্য অরটন নিজেই ক্ষমা চেয়ে একটা টুইটও করেছে। সে বলেছে যে, "আমি ক্ষমা চাইছি যদি আমার আগের কন টুইট কাউকে কষ্ট দিয়ে থাকে, বুলিদেরকে যে জবাব দেওয়া হয়েছে সেটাতে অতটা বুলি করা হয়নি "। সেই টুইটটা নিচে দেওয়া হল-

Randy Orton এক ফ্যানকে Ms. Piggy (শূকর) বলে অপমান করলেন...কিন্তু কেন?

আজকে নিজের স্বামীকে চর খেতে দেখে স্বামীর ফিনিশিং মুভ ইউস করলেন তার স্ত্রী। একদম ঠিক দেখেছেন, আমি এখানে ট্রিপল এইচ এবং তার স্ত্রী স্টেফনি মিকম্যানের কথা বলছি...আজকে "র" -তে ব্রি বেলা, ট্রিপল এইচকে কষিয়ে একটা থাপ্পর মারে, যার ফলে স্টেফনি রেগে গিয়ে ব্রিকে একটা পেডিগ্রি দিয়ে বসে যেটা হলো ট্রিপল এইচেরই ফিনিশিং মুভ!!

আমার মতে এটা "BEST PEDIGREE EVER"....এরকমও যে দেখবো তা ভাবতে পারিনি! যাইহোক মজা করে বললাম...দ্য গেম তো দ্য গেমই..।

স্বামীর ফিনিশিং মুভ ইউস করলেন স্টেফনি মিকম্যান !



◘ "The Devil's Favorite Demon" -এই নাম এমনি এমনি দেওয়া হয়নি...আজকে রোমানও তা বুঝতে পারলো। আজকে কেনের সঙ্গে রোমান -এর Last Man Standing ম্যাচ হয় যেটাতে রোমানের মাথায় আঘাত লাগে, যদিও শেষপর্যন্ত রোমানই জয়ি হয়। অফিসিয়ালি জানা যায় যে, এই আঘাতের ফলে সৃষ্টি হওয়া ক্ষতটাকে ঢাকতে ৬ টা সেলাই দিতে হয়।

◘ এই ম্যাচটা হয় খুবি শারীরিক এবং শেষে একটা জোরদার স্পিয়ার এর মাধ্যমে রোমান জয় লাভ করে। 

◘ রোমান এবং তার WWE -এর ফিজিসিয়ান Chris Amann -এরা দুজনেই এই ব্যাপারে টুইটারে  ফটো পোস্ট করে:-



◘ যদিও আমার মনে হয় এই ইনজুরিটাতে রোমানের কোন ক্ষতিতো হবেই না বরং এর ফলে সে আরও একটু পুশ পাবে এবং তাকে আরও শক্তিশালী বলে মনে হবে। আর তাছাড়া, এই ইনজুরিটা কোনভাবেই সামারস্লামের উপর ইফেক্ট ফেলতে পারে না...এখন প্রায় দুই সপ্তাহমতো দেরি আছে এবং এর আগেই রোমান পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে মনে হয়। 


কেনের সঙ্গে ম্যাচ খেলে আহত হল রোমান রেইন্স!

☻WWE Raw রেজাল্ট, ৪ আগস্ট ::=

◘ এবারের Raw শুরু হয় অথরিটি এবং তার সকল মেম্বারদের রিং-এ আসা দিয়ে। এরপর ট্রিপল এইচ WWE Network -এর ব্যাপারে বারে বারে বলতে বা অ্যাড দিতে থাকে এবং সে সামারস্লামে ডিন vs. সেথ এর মাচের ব্যাপারেও বলে। এরপর দ্য ভাইপার মাইক হাতে নেয় এবং রোমান রেইন্স এর ব্যাপারে বলে, সে আগের দিনের ভালমতো ধোলাই এর কথাও মনে করিয়ে দেয়।  এরপরই রোমান রেইন্স প্রতিবারকার মতোই দর্শকদের মধ্যে থেকে আসে এবং দর্শকদের কাছ থেকে অনেক চিয়ার পায়। সে অরটনের সঙ্গে তার বাকি কাজ মেটাবার অফার দেয়। কিন্তু Triple H বলে যে Reings আজকে Orton কে না Kane কে পাবে এবং এটা হবে একটি Last Man Standing ম্যাচ।

♠ Roman Reigns vs Kane [Last Man Standing Match]
♥ Winner: Roman Reigns

♠ Mark Henry vs Damien Sandow
♥ Winner: Mark Henry 

♠ Dean Ambrose vs Alberto Del Rio [Beat The Clock Match]
♥ Winner: Dean Ambrose 

♠ Rusev vs Sin Cara
♥ Winner: Rusev via Submission  

♠ Dolph Ziggler vs Cesaro
♥ Winner: Dolph Ziggler 

♠ Goldust & Stardust vs RybAxel
♥ Winner: Goldust & Stardust 

♠ Chris Jericho vs Luke Harper
♥ Winner: Chris Jericho 

♠ Fandango vs Diego
♥ Winner: Diego 

♠ Bo Dallas vs R-Truth
♥ Winner: Bo Dallas (ম্যাচটা আগের দিনের মতোই হয় কিন্তু পুরপুরি উল্টো, আজকে বো, রোল-আপের মাধ্যমে জিতে এবং মাচের পরে আগের দিনের বদলা নিতে ট্রুথ, বো কে ধোলাই দেয়।)

♠ Heath Slater Vs Seth Rollins
♥ Winner: Heath Slater  (এরকম আপ্সেট অনেকদিন ধরেই দেখা যায়নি, রোল-আপের মাধ্যমে আজকে হিথ জিতে যায়।)

◘ Authority রিং-এ আসে। এরপর Brie Bella আসে, সাথে তার বোন Nikke Bella ও আসে। ব্রি, স্টেফনি কে রাগানোর জন্য বলে যে এরেস্ট হতে তাকে কেমন লাগলো। এরপর ব্রি খুবি লম্বা চওড়া একটা প্রোমো কাটে। Stephanie বলে যে তার তো Brie এর পাশে দাড়াতে অস্বস্তিকর লাগছে । Brie কন্ট্রাক্ট সাইন করে । এরপর স্টেফনি একটা প্রোমো কাটে। এরপর ট্রিপল এইচ ব্রি এবং তার স্বামী ড্যানিয়েল কে নিয়ে মজা করতে থাকে। ব্রি, Triple H কে থাপ্পড় দেয়। এরপর ব্রি পালাতে পারেনা কারন টেবিল এবং কর্নার এর মধ্যে ফেসে যায় এবং সেই সুযোগে স্টেফনি তাকে ফেস ফার্স্ট করে একটা পেডিগ্রি মারে !! এবং এরপর ট্রিপল এইচ এবং স্টেফনি একে অপরকে চুম্বন করে এবং শো সেশ হয়।

WWE Raw রেজাল্ট, ৪ আগস্ট, ২০১৪


WWE -এর ডীভাস চ্যাম্পিয়ন AJ Lee এখন হুইপলাশ ইঞ্জুরি নিয়ে ভুগছেন যেটা আগের দিনের স্মাকডাউনে ঘটেছিল যখন তাকে ফর্মার ডিভাস চ্যাম্পিয়ন Paige অ্যাটাক করে এবং তারপর তাকে স্ট্রেচারে করে নিয়ে জাওয়া হয়। 

এখন আপনারা ভাববেন হুইপলাশ (whiplash) ইঞ্জুরিটা কী জিনিস? 
আসলে 'whiplash' মানে হল 'কশা' কিন্তু হুইপলাশের ইঞ্জুরি বলতে সাধারনত ঘাড়ের চোট কে বোঝায় যার ফলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে।

AJ Lee -যে কিনা কিছুদিন আগেই WWE তে রিটার্ন করেছে এবং পেজের কাছ থেকে তার টাইটেল ফেরত নিয়েছে, সে আগের দিনের স্মাকডাউনে Rosa Mendes -এর সঙ্গে ম্যাচ জিতার পর তার জয় সেলিব্রেট করছিল। কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কারন ফর্মার ডিভাস চ্যাম্প পেজ তাকে স্টেজ থেকে ছুড়ে ফেলে দেয়...


WWE -এর চিকিৎসক Dr. Chris Amann বলেছেন যে, "AJ was initially not responding when we got to her. As a precautionary measure, we put her in a neck brace, put her on a backboard and escorted her to a local medical facility for follow-up testing. There, she was diagnosed with a whiplash injury.”
এখন সামনেই সামারস্লাম এবং এই অবস্থায় ডিভাস চ্যাম্পিয়নের এরকম ইঞ্জুরি WWE -এর চিন্তার যথেষ্ট কারন হতে পারে কারন, এখন WWE ডিভাদের ফাইটের উপরে অনেক গুরুত্ব দিচ্ছে। তারা এখন ডিভাদেরকে নিয়ে একাধিক স্টোরিলাইন চালাচ্ছে, যেমন একদিকে স্টেফনির সঙ্গে ব্রি বেলা এবং অন্যদিকে এজে লি -এর সঙ্গে পেজের। যদিও এদের মধ্যে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে এজে-পেজ ম্যাচটাই। 

তাছাড়া, ডিভাদের মধ্যে এজে লি যেমন একদিকে বেস্ট মাইক স্কিল বিশিষ্ট রেসলার তেমনই, তার ফাইটের টেকনিকও অসাধারণ। অন্যদিকে, পেজ আস্তে আস্তে বেস্ট হবার দিকে এগোচ্ছে এবং এরজন্য তার সঙ্গে এজে -এর ফিউডটা অতিগুরুত্বপূর্ণ হবে এবং এর ফলেই WWE -এর ডিভাস ডিভিসনের ভবিষ্যৎ গড়ে উঠবে। 

যদিও, এখন ডিভাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়তো আছে কারন ডিভাস চ্যাম্পিয়ন নিজেই অসুস্থ...!! এখন দেখা যাক কত দিনে সে রিকভার করে। আশা করছি যে তার ইঞ্জুরিটা খুবি ছোট হবে এবং কিছুদিনের মধ্যেই বা সামনের সপ্তাহেই সে রিকভার করবে। 

ডীভাস চ্যাম্পিয়ন AJ Lee এখন হুইপলাশ ইঞ্জুরি নিয়ে ভুগছেন।

Alberto Del Rio -এর ফর্মার রিং আনাউন্সার Ricardo Rodriguez -কে WWE অফিসিয়ালি রিলিজ করলো। WWE.com -এ তাকে এই বৃহস্পতিবারে রিলিজ করার খবর দেওয়া হয়।

Rodriguez তার অফিসিয়াল টুইটার আকাউন্টে এই ব্যাপারে একটা টুইট করেছে...

PWInsider.com -এর একটা রিপোর্ট থেকে জানা যায় যে, WWE তার স্টকহোল্ডার দেরকে ততৃপ্ত করার জন্য বর্তমান কর্মীদের মধ্যে থেকে ১০ শতাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।

তাকে অনেকদিন ধরে RAW এবং SMACKDOWN -এ দেখা যায়নি বা, তার দরকার হয়নি বলেই WWE এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

যখন সে, ডেল রিও-এর পার্সোনাল রিং আনাউন্সার বা ম্যানেজার হিসাবে কাজ করতো তখন তাকে নিয়মিত প্রত্যেকটা শোতে দেখা যেত। সেই রোলে তার পারফেক্ট কাজের জন্যই ডেল রিও আরও বড় হিল হতে পেরেছে, এবং দর্শকদের কাছে থেকে আরও বেশি হিট পেয়েছিল।

তারপর ২০১৩ -এর আগস্ট মাসে ডেল রিও তার বিপক্ষে চলে যায় এবং তখন রিকার্ডোর ক্যারিয়ার তলানিতে চলে যেতে থাকে। যদি এই ব্যাপারে মনে না থাকে তাহলে নিচের ভিডিওটা দেখে নিতে পারেন-


এরপর সে আবার রিটার্ন করে Rob Van Dam -কে হেল্প করে ডেল রিও -এর সঙ্গে বদলা নেবার জন্য। কিন্তু তারপর তাকে মেইন শো থেকে আলাদা করে NXT -তে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সে কয়েকটা এপিসোডের জন্য El Local নামে রেসলার হয়ে খেলে।

যাই হোক যদি PWInsider-এর এই রিপোর্টটা সত্যি হয়, তাহলে রিকার্ডো-কে বাদ দিয়ে ছাঁটাই-এর কাজটা সবে মাত্র শুরু হয়েছে...এখনও অনেক রিলিজ বাকি আছে!!

তাছারা, আগের মাসেই প্রায় এক ডজন কর্মীকে রিলিজ করা হয়েছিল, যেমন 3MB -এর হিথ স্লেটার বাদে বাকি সব রেসলার। এখন দেখা যাক আর কে কে এই রিলিজ এর শিকার হয়...!! 

১০% কর্মিকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে WWE, Ricardo দিয়ে যার শুরু।


আসল  নাম - Alberto Rodríguez

জন্ম - May 25, 1977 (age 37)

জন্মস্থান - San Luis Potosí, Mexico

উচ্চতা - 6 ft 5 in (1.96 m)

ওজন - 239 lb (108 kg)

ট্রেইনার -
♦ Greco-Roman♦ Leonel Kolesni ♦ Juan Fernández ♦ Professional♦ Dos Caras♦ Sicodelico ♦ Florida Championship Wrestling ♦ MMA♦ Marco Ruas

ডেবিউ - May 9, 2000

◘ Alberto তার ক্যারিয়ারে, WWE তে সবসময়ই হিল ছিলেন। একবার ক্ষণিকের জন্য ফেইস টার্ন করেছিলেন। কিন্তু ফ্যান সাপোর্ট না পাওয়ায় এর স্থায়িত্ব বেশি ছিল না। তিনি Mexican Greatest Export নামে খ্যাত।


আসুন জেনে নেই 4 Time World Champion সম্মন্ধে কিছু তথ্য →

◘ June 25, 2010- এ তিনি স্ম্যাক ডাউনের মেইন ইভেন্টে Rey Mysterio কে Cross Arm Breaker এর মাদ্ধ্যমে হারিয়ে মেইন রোস্টার হিসেবে ডেবিউ করেন। তার Personal Ring Announcer - Ricardo Rodriguez তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একটা দামি Car- এ করে এন্ট্রি করেন তিনি। ঠিক ঐ সপ্তাহে Kane এর সাথে Mysterio-র ম্যাচ শেষে তাকে এ্যাটাক করেন তিনি। ইঞ্জুরি তে পরে তখন Mysterio.. । দুই সপ্তাহ পরে তিনি তার সাবমিশন মুভ দিয়ে হারান Matt Hardy কে। WWE তে এটা last appearance ছিল Hardy-র। যাওয়ার আগে সে তার বন্ধু Christian কে বলে যায় Night of Champions এ Alberto কে চ্যালেঞ্জ করতে। কিন্তু সেটা আর হয়ে উঠে নি। কারণ September 24, SmackDown এ Christian কে আ্যাটাক করে ইঞ্জুরিতে ফেলেন Del Rio...। তারপর October 8, SmackDown এ রিটার্ন করে Rey Mysterio আর Alberto কে প্রথম তার মেইন ইভেন্ট ম্যাচে হারায়। আবার ঐ মাসেই Chris Master কে হারিয়ে Bragging Rights পিপিভির জন্য Smack Down এর হয়ে কুয়ালিফাই করেন। কিন্তু ঐ পিপিভি চলাকালীন তিনি তার Teammate - Mysterio কে আ্যাটাক করেন। তার পরপরই Team Raw এর Punk তাকে এলিমিনেট করে। তারপর Survivor Series এ Team Alberto vs. Team Mysterio ট্র্যাডিশনাল এলিমিনেশন ম্যাচ হয়। সেই ম্যাচে Alberto -র টীম হেরে যায়। সেই ম্যাচে তাকে কেউ এলিমিনেট করতে পারে নি। কিন্তু Big Show তাকে KO Punch দেয়। যার কারণে তিনি আর সেই ম্যাচ কমপ্লিট করতে না পেরে ম্যাচ ত্যাগ করেন। তারপর 2010 King of the Ring টূর্ণামেন্টে Mysterio -র জন্য তিনি হেরে যান। পরে TLC তে Fatal four-Way Tables, Ladders, and Chairs match for the World Heavyweight Championship ম্যাচ কমপ্লিট করেন Edge, Kane আর Rey- র সাথে। সেই ম্যাচটা জিতে Edge..। তারপর January 7, 2011 SmackDown এ তিনি Mysterio কে Ricardo Rodriguez এর সাহায্য নিয়ে হারান। আর এরই মাদ্ধ্যমে তাদের লম্বা ফিউডের ইতি ঘটে। পরে অবশ্য প্রায় বছর খানেক পর তাদের আরো একটা ফিউড হয়।

◘ তারপর তিনি NXT তে Bordus Clay কে তার NXT rookie হিসেবে Choose করেন আর তার বডিগার্ডের মত তাকে ব্যাবহার করতে থাকেন। 2011 সালে Santino কে এলিমিনেট করে তিনি 40 Man Royal Rumble জিতেন এবং Wrestlemania-র জন্য World Heavyweight Championship choose করেন। এই চ্যাম্পিয়নশিপটা তখন Edge এর কাছে ছিল। Elimination Chamber এ Edge আবার World Championship রিটেইন করে। তখন Alberto এসে তাকে এ্যাটাক করে। ঠিক তখনই ইঞ্জুরি কাটিয়ে উঠে রিটার্ন করে Christian আর আ্যাটাক করে ADR কে। March 18 SmackDown এ ADR vs. Christian 1 on 1 steel cage ম্যাচ হয়। সেই ম্যাচটা জিতে Christian..। Wrestlemania-র পরের Smack Down এ Christian কে হারিয়ে Edge এর সাথে Extreme Rules রিম্যাচের লাভ করেন Alberto..। কিন্তু April 11 Raw তে Edge অপ্রত্যাশিতভাবে তার রিটায়ারের কথা বলে। তাই Edge এর পরিবর্তে Christian এর সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার শুযোগ লাভ করেন ADR..। কিন্তু দুঃখবসত এবারো টাইটেলটা কাঁধে তুলতে ব্যার্থ হোন তিনি।

◘ পরে Big Show এর সাথে একটা ফিউডে জড়ান তিনি। ADR তার গাড়ি দিয়ে Big Show- র হাঠুতে আঘাত করেন। যার কারণে ইঞ্জুরি পরে Show..। Mark Henry-র নজর পরে তখন থেকে Show এর দিকে। এর পরের Raw তে Steel Cage ম্যাচে Big Show কে Mark Henry-র সাহা্য্যে হারায় ADR.। এর পরে Money In The Bank এ Alex Riley , Evan Bourne , Jack Swagger , Kofi Kingston , The Miz, R-Truth আর Rey Mysterio কে হারিয়ে MR. MITB হোন তিনি। একই সাথে গড়ে তুললেন একই বছরে Royal Rumble আর Money In The Bank জেতার রেকর্ড। একই রাতে তিনি CM Punk এর উপর MITB ক্যাশ ইন করতে গেলে ব্যার্থ হোন। August 14 at SummerSlam এ Cena কে হারিয়ে WWE Championship রিটেইন করে Punk, কিন্তু ম্যাচের পরে Kevin Nash তাকে আ্যাটাক করে। আর এই সুযোগ হাতছাড়া না করে তার MITB ক্যাশ ইন করেন Alberto..। এরই সাথে ADR গড়ে তুললেন প্রথম Mexican-born WWE Champion! হওয়ার রেকর্ড। এর পরের Raw তে আবার Mysterio কে হারিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন তিনি। কিন্তু September 18, Night of Champions এ WWE Championship Cena-র কাছে হারান তিনি। October 2, Hell in a Cell পিপিভিতে Hell In a Cell ম্যাচে Cena আর Punk কে হারিয়ে ADR আবার ২য় বারের মত WWE Champion হোন। October 23, Vengeance এ Last Man Standing ম্যাচে Cena কে হারিয়ে আবার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন তিনি। TLC তে Triple Threat ম্যাচে টাইটেল হারান তিনি। একইসাথে ইঞ্জুরিতে পরে ৬ সপ্তাহের জন্য বিরতিতে যান তিনি। রিটার্ন করার পর World Championship এর জন্য ফিউডে জড়ান। দুইটা পিপিভিতে Sheamus এর কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিতে ব্যার্থ হোন। পরে World Title Shot এর জন্য #1 Contender ও হয়েছিলেন তিনি। এর পরে আরো অনেকবার WH Championship এর #1 Contender হয়েও টাইটেল জিততে ব্যার্থ হোন। এর পর Randy Orton এর সাথে তার একটা ফিউড হয়। পরে তার Big Show এর সাথে ফিউড হয়। Big Show তখন World Champ ছিল। January 8, 2013 এর Smack Down এ Big Show কে হারিয়ে ADR প্রথম বারের মত WH Champion হোন। Big Show এর সাথে পরপর ২টা পিপিভিতে তার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন ADR.. এর পর Zack Swagger এর সাথে তার ফিউড হয়। এবং তিনি আবার তার টাইটেল রিটেইন করেন। কিন্তু Dolph Ziggler তার MITB ক্যাশ ইন করে ADR এর কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয় সে। পর পর Ziggler এর সাথে কয়েকটা ম্যাচের পর তাকে হারিয়ে আবার WH Championship কাঁধে তুলেন ADR..। Hell in a Cell এ আবার ADR ১৩৩ দিন রেইন করার পর Cena-র কাছে টাইটেল হারান। এর পরের পিপিভিতে রিম্যাচেও Cena তাকে হারায়। এরপর অনেক রেসলারের সাথে তার ফিউড হয়।


Professional Life -
Alberto একটি মেক্সিকান রেসলিং পরিবার থেকে এসেছেন। তার বাবা, চাচাত ভাই আর Nephew ও রেসলার। ফুটবল তার খুব একটি খেলা। তিনি রিয়েল মাদ্রিদ আর স্পেনিস ফুটবল সাপোর্ট করেন। তিনি বিবাহিত এবং তার ১ ছেলে আর ১ মেয়ে রয়েছে।


Finishing moves -
♠ Cross armbreaker ♠ Superkick to a kneeling or seated opponent ♠ Military press dropped into a bridging German suplex


Alberto Del Rio -এর অর্জিত Title সমূহ:
♦ Amateur wrestling♦ World Junior Championships♦ Third place (1997)♦ Central American and Caribbean Games♦ First place (3 times)♦ Pan American Games♦ Placed (1 time)
♦ Professional wrestling♦ Consejo Mundial de Lucha Libre♦ CMLL World Heavyweight Championship ( 1 time )♦ La Copa Junior ( 2006 )♦ Pro Wrestling Illustrated♦ PWI ranked him # 6 of the top 500 singles wrestlers in the♦ PWI 500 in 2011

World Wrestling Entertainment / WWE♦ World Heavyweight Championship ( 2 times ) ♦ WWE Championship ( 2 times )♦ Money in the Bank ( Raw 2011 ) ♦ Royal Rumble ( 2011)♦ 2010 Bragging Rights Trophy – with Team SmackDown ( Big♦ Show, Rey Mysterio , Jack Swagger , Edge , Tyler Reks and Kofi♦ Kingston

Wrestling Observer Newsletter♦ Best Gimmick (2010)

ALBERTO DEL RIO : এলবার্তো দেল রিও