Stone Cold Steve Austin, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন লেজেন্ডের প্রতিচ্ছবি। যেই লেজেন্ড গোটা পৃথিবীর রেসলিং প্রেমিদের কাছে আলাদা একটা গিমিক। তার মতো না কোন লেজেন্ড আছে, না কোন লেজেন্ড ছিলো, না কোন লেজেন্ড থাকবে। যদিও তিনি তার লেজেন্ডারি ক্যারিয়ার সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তবুও তিনি তার অসম্পূর্ণ ক্যারিয়ারে প্রো-রেসলিংকে যা দিয়ে গেছেন তা সত্যিকার অর্থেই অসামান্য।

তার ক্যারিয়ারের সকল অর্জন অথবা প্রাপ্তি নিয়ে লিখতে গেলে প্রয়োজন হবে অগণিত লেখক আর অক্লান্ত পরিশ্রমের! তবে আমার টপিক ভিন্ন! আজকে আমি গায়ে হিম ধরানো Austin এর নামটিকে নিয়ে একটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে কি, Austin এর নামটাই অনেকটা তার গিমিকের পরিচয় দেয়। তার এই নামটার ভেতরেই একটা আলাদা ব্যাপার আছে। শুধু ব্যাপারই না আলাদা একটি ইতিহাসও আছে! ইতিহাসটি বলবো কিন্তু তার আগে আরেকটু বকর বকর করতে চাই!

আসলে নাম জিনিসটা কিন্তু খুবই matter করে। বিশেষ করে প্রো-রেসলিং এর বেলায়। কারন প্রো-রেসলারদের থাকে হরেক রকমের গিমিক, আর তাদের এই গিমিকের অনেকটা পরিচয় তাদের নামের ভেতর পাওয়া যায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি Undertaker এর নাম হতো Jinder Mahal! বা Sting এর নাম হতো Fandango ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের গিমিকটা অনেকটাই মারা পরতো আর গিমিকটা হার্ড হিটিং টাইপেরও হতো না। হলেও তা মানাতো না। ঠিক সেরকমই Austin এর নামও যদি Stone Cold না হয়ে যদি অন্য ধরনের রাখা হতো তাহলে হয়তো তার এই careless badass বা hitman টাইপের গিমিকটা ততটা ফুটে উঠতো না।

অস্টিনের নাম সিরিয়াল কিলারের থেকে নেওয়া!


• Bayley :

আমরা অনেকেই জানি একজন সাধারন রেসলিং ফ্যান কিভাবে WWE তে Join করল। যাই হোক Bayley এর কাছে WWE গেইমের এক বিশাল কালেকশন আছে। 

তাছাড়াও তাকে UpUp_DwnDwn ইউটিউব চ্যানেলে নানা গেইম খেলতে দেখা যায়। যাইহোক বেইলি মূলত ক্লাসিক WWE এর ফ্যান। সে প্রথম Nintendo & Sega Console এ গেইম খেলতেন। তিনি একজন ক্লাসিক গেইম ফ্যান। 

তাই WWE তাদের গেইমের Advertisement এর জন্যে তাকে রাখে। 😍😍😍

• Cesaro :

সিজারোকে ও আমরা UpUp_DwnDwn চ্যানেলের মাধ্যমেই দেখি। তিনি সেখানে Fifa,Call of Duty, Clash Royale, WWE এর নানা গেইম খেলেন। কিন্তু,তিনি একজন ক্লাসিক গেমার। তার ফেভারেট গেইম WWE: NO MERCY 2000 যা Nintendo 64 তে রিলিজ হয়েছিলো। 😎😎

• Xavier Wood Aka. Austin Creed :

UpUp_DwnDwn চ্যানেলের মালিক Wood নিজে একজন প্রো গেমার। তিনি নানা গেস্ট ডেকে তাদের চ্যালেঞ্জ জানায়। তার ফেভারেট সিরিজ হচ্ছেঃCall of Duty, Fifa, NBA, WWE। তার গেইমিং নেইম Austin Creed.তার চ্যানেলের গেস্টদের মধ্যে অন্যতম Roman,Seth, Aj Styels, Big E, Kofi Kingstone etc. যাই হোক তার ফেভারেট গেইম WWE NO MERCY 2002.😍😍😍

৯ জন রেসলার যারা সিক্রেট গেমার।


আবারো Drug জনিত ঝামেলায় পড়লেন The Big Dog "Roman Reigns"!

Bleacher Report এ প্রকাশিত খবর অনুসারে সম্প্রতি FBI এর এক Report এ বলা হয় Drug কেনার ক্ষেত্রে Roman এর নাম উপরের দিকে রয়েছে। আর এই কথাগুলো জানা যায় Richard Rodriquez নামের এক Drug Dealer এর কাছে।

FBI এর হাতে ধরা পড়ার পর Richard জানান তিনি একজন Drug Dealer এবং USA এর মায়ামি তে তিনি Drug সাপ্লাই করেন। তখন জিগ্যাসাবাদ কালে ক্রেতা হিসেবে তিনি বিভিন্ন বড় বড় ব্যক্তির সাথে Roman Reigns এর নামও বলেন।

Richard এর কথা অনুযায়ী, Drug কেনার ক্ষেত্রে Roman এর নাম প্রথম দিকে রয়েছে। FBI জানিয়েছে তারা খুব শীঘ্রই এই বিষয়ে তদন্ত করা শুরু করবে।

এইবার এই নিউজটাকে নিয়ে কিছু আলোচনা করা যাক...। আলোচনা না বলে ক্লিয়ারিফিকেশন বলা মনে হয় বেশীই যুক্তিযুক্ত হবে। আমি কেবল পয়েন্ট আকারে তা উল্লেখ করবো,যাতে লিখার পরিসর বড় না হয়। তো শুরু করা যাক, প্রথমে রোমানের পক্ষে বলা যাক-

ড্রাগ নিয়ে আবার বিপদে রোমান, কি হতে চলেছে?


আমাদের কি সেই দিনটির কথা মনে আছে! যেদিন Seth Rollins নিজের WWE মেইন রোস্টার ডেবিউ ঘটায়। আজ থেকে ৫ বছর আগে ২০১২ সালে Survivor Series এ The Shield এর হয়ে ডেবিউ করে সে! তারপর হতেই তার ফিনিশার হিসেবে আমরা একটি Move দেখতে পাই যেটি Curb Stomp নামে পরিচিতি পায়! কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, এই Move টি WWE হতে ব্যান করা হয়েছিলো প্রায় ২ বছর আগে! তার কারণটি ছিলো নিম্নরূপ :-

প্রায় ২ বছর আগে Curb Stomp Move টি ব্যান করা হয়েছিলো! আমরা প্রায় সময়ই দেখতে পাই যে, টিভিতে একটি অ্যাড দেখানো হয় যেখানে লেখা থাকে DON'T TRY THIS AT HOME, SCHOOL OR ANYWHERE। হ্যাঁ, এর জন্যই এটি ব্যান করা হয়েছিলো! কয়েকজন Guardians একদিন Vince McMahon কে এসে বলে যে, এই Move টি তাদের বাচ্চারা প্রায় সময়ই ব্যবহার করে থাকে! এবং যদি স্কুলে এটা ব্যবহার করে তাহলে বড় কোনো ক্ষতি হওয়ার আশংকা থাকে! Then, সবকিছুর ভিত্তিতেই এই Move টি WWE হতে ব্যান করা হয়! 

কিন্তু সম্প্রতি হওয়া RAW তে Seth Rollins পুনরায় তার এই Move টি Use করে! এবং সবথেকে অবাক করা বিষয় হলো যখন এটি ব্যবহার করা হয় তখন Commentators 'রা বলে উঠেছিলো Blackout! হ্যাঁ, এটিই আমার আজকের টপিক! আপনাদের মাঝে তুলে ধরব কেনো এটি পুনরায় ফিরিয়ে আনা হলো! & কেনোই বা নাম Change করা হলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

আবার CURB STOMP কেন? BLACKOUT?


• The 25th Anniversary of Raw তে উপস্থিত থাকবেন Chris Jericho।

এখন তিনি NJPW তে রেসলিং করেন কিন্ত তিনি আবারো WWE তে আসবেন 25th Anniversary of Raw উপলক্ষে।


• গত RAW-তে Finn Balor এর উপর "Curb Stomp" মুভটি ব্যবহার করে Seth Rollins.


• WWE ঘোষণা করেছে, ২০১৮ সালের Hall of Fame এ যুক্ত হতে যাচ্ছে Goldberg.


• PW Insider এর মতে, সাবেক TNA সুপারস্টার EC3-কে কোম্পানিতে ফিরিয়ে আনতে আগ্রহী WWE.


• EC3 র পর এবার Impact Wrestling কে বিদায় জানালেন The Destroyer খ্যাত "Bobby Lashly". হয়তোবা তাকেও আমরা Royal Rumble এ Entry নিতে দেখতে পারি।


• আরেক জনপ্রিয় ইন্ডি রেস্লার-কে সাইন করল WWE...!!! 👏👌✌Ricochet বর্তমান সময়ের অনেক স্কিলফুল (হাই ফ্লাইয়ার স্পেশালিষ্ট) একজন রেস্লার আর ইন্ডি ব্যাকগ্রান্ডে তার অনেক জনপ্রিয়তা রয়েছে।

WWE কিছুক্ষণ আগে কনফার্ম করেছে, Trevor "Ricochet" Mann তাদের কোম্পানিতে সাইনন করেছে আর তাকে এ সপ্তাহে Orlando-তে অবস্থিত WWE Performance Center-এ তাকে দেখা গেছে।

WWE রেসলিং নিউজ, ১৭/০১/২০১৮


Paige...বলা চলে দুর্ভাগ্যের আরেক নাম...না হলে কেবল ২৫ বছরেই এমন Ending???!!!!!😢

তবে Paige এর Spine এর সমস্যাটা কিন্তু নতুন না, ২০১৬ সালে ২৯ অক্টোবর পেইজ এর ঘাড়ে একটা মেজর অপারেশন (Spinal Fusion Surgery) হয়.....

সে Vertebral Disc Herniation এ ভুগছিল...পরে তার স্পাইনের আক্রান্ত ডিস্কগুলি কেটে ফেলতে হয় এবং সেখানে ৩ টি স্ক্রু ঢুকিয়ে স্পাইনের অংশগুলোকে Stable করা হয় ...😰

যে অপারেশনটি করেছিল Stone Cold Steve Austin ; এবং সেইটারই জটিলতায় তার ক্যারিয়ার শেষ হয়...😔 আর সেই সার্জারি পেইজ করেছিল মাত্র ২৩ বছর বয়সে!!!!😢

কিন্তু গত ২৭ ডিসেম্বর WWE এর এক লাইভ ইভেন্টে ৬ ওমেন ট্যাগটিম ম্যাচ হয় যা ছিল অ্যাবসুলেশন বিপক্ষে ফেস তিনজন যার মধ্যে ছিলেন Sasha Banks ও... ( এখানে কিন্তু মোটেও Sasha কে দায়ী করছি না) 

Thank You, Paige, অসময়ে অবসর ?


বর্তমানে WWE তে সেরা in ring performers দের মধ্যে AJ Top এ আছে আর সে এটা প্রত্যেক সপ্তায়, প্রত্যেক ম্যাচে প্রমাণ করছে,Shawn Michaels এর পর ই AJ কে greatest performer of the history of pro wrestling বলা হয়। ২১ শতাব্দীর সেরা রেসলার AJ আর এজন্যই তার অনেক ড্রিম ম্যাচ আছে যার মধ্যে একটি হলো "Styles VS Punk"। 

কিন্তু আপনি কি জানেন যে এই ম্যাচ অলরেডি হয়েছে আর ঐটাও একবার না ৩ বার হয়েছে। সর্বপ্রথম ম্যাচ হয়েছে তাদের মধ্যে Ring of honor এ, এই ম্যাচ টি ছিলো ROH Pure HW championship ম্যাচ আর এই ম্যাচে AJ জয়লাভ করে আর সর্বপ্রথম ROH Pure HW champion হয়। 


২য় বার তারা মুখোমুখি হয় indy circuit এ, আজ থেকে ১৩ বছর আগে IWA তে AJ তার IWA championship Punk এর সাথে ডিফেন্ড করে যেখানে Anaconda Vice দিয়ে ম্যাচ টি জিতে নেয় Punk ও নতুন IWA champion হয়। ৩য় বার তারা ফেস করে আরো ২ জন এর সাথে একটি 4 way ম্যাচে যেখানে Christopher Daniels ও John Walters ও ছিলো, এখানে moonsault হিট করে John কে পিন করে জয় লাভ করে Christopher Daniels।


ড্রিম ম্যাচ টা এখন আর ড্রিম ম্যাচ রইলো না।😁😁 যাইহোক ঐসময় AJ NWA থেকে যথেষ্ট পপুলার ছিলো কিন্তু Punk ঐসময় এত পপুলার ছিলো না আর বর্তমানের AJ ও Punk কে ই মুখোমুখি হতে দেখতে চায় কোটি কোটি ফ্যান্স। আগের ম্যাচ গুলোর এখন কোনো মূল্য না থাকলেও ট্যাকনিকাল ভাবে Punk VS AJ এখন আর ড্রিম ম্যাচ নয়।
• লেখক : Safin Ahmed‎ 

Aj Styles বনাম CM Punk : ড্রিম ম্যাচ ?


তো Guys আজ আমি এই পোস্ট-এ The Shield-এর Former Member Seth Rollins কে নিয়ে লিখতে চলেছি। সম্প্রতি একটি Interview-এ তিনি অনেক গুলো Interesting কথা জানান। তাছাড়া সেখানে তিনি Royal Rumble-এ তার Entry নিয়েও কথা বলেন। আপনাদের আমি অবশ্যই ব্যাখ্যা করে বলব Interview-এ Seth আরো কি কি কথা সবার সামনে রেখেছে। কিন্তু সেটি Normal ভাবে নয়, আমি আপনাদের বলব Dialogue Style-এ। তাহলে চলুন এক ঝলক দেখে আসা যাক :-

• Interviewer: WWE তে এমন কোনো রেসলার আছে যার সাথে আপনি WM-এ ম্যাচ খেলতে চান।

• Seth Rollins: WWE তে এমন অনেক রেসলার আছে যাদের সাথে আমি রেসলিং করতে চাই। কিন্তু তাতো সম্ভব নয়, তাই আমার ইচ্ছা কোনো এক WM তে AJ Styles অথবা Brock Lesnar-এর সাথে ম্যাচ খেলার। এদের মধ্যে করো সাথে আমার ম্যাচ খেলতে হলে আমি এক পায়ে রাজি থাকব।

• Interviewer: Roman Reigns এবং Dean Ambrose-এর সঙ্গে মিলে Shield Reunion করে আপনার কেমন অনুভূতি প্রকাশ হয়?

• Seth Rollins: আমি অনেক কষ্ট করে তাদের বিশ্বাস আবারো অর্জন করি। তারপর Dean-এর সাথে যুক্ত হয়। আমাদের মধ্যে অনেক ভালো ভালো Movement হয়, যা বলার বাইরে। এরপর Roman আসে এবং আমরা একসাথে মিলে আবারো একবার Entry নেয়। পুরনো দিনের কথা তাজা হয়ে উঠে।

Seth Rollins রয়্যাল রাম্বালে?


• PWInsider এর রিপোর্ট অনুসারে, Paige এর WWE ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে। তাদের মতে, গত সপ্তাহে Paige কে এই বিষয়ে অবহিত করে WWE.

উল্লেখ্য গত মাসে Sasha Banks এর একটি Kick এর দ্বারা ইনজুরিতে পড়ে Paige. ধারণা করা হচ্ছে WWE সুপারস্টার Edge যে ইনজুরির কারনে রিটায়ার করেছিল, Paige ও একই ধরণের ইনজুরিতে ভুগছে। 

ইঞ্জুরি ঘটার ভিডিওটি নীচে দেওয়া হল- 





• Dave Meltzer জানিয়েছেন The Hall Of Pain Mark Henry সম্পূর্ণ ভাবে In Ring Action থেকে লিভ নিয়েছেন :') 



• পায়ের ইনজুরির জন্য Royal Rumble মিস করতে যাচ্ছে Samoa Joe. WWE'র সিনিয়র ফিজিশিয়ান Dr. Chris Amann বিষয়টি নিশ্চিত করেছে। 



• Impact Wrestling কে Goodbye জানালেন Ethan Carter A.K.A EC3. আজ Impact Wrestling তাকে Release করে দেয়। আশা করি তাকে আমরা Royal Rumble এ দেখতে পারব।

WWW নিউজ আপডেট, ১৫/০১/২০১৮


কুস্তি ও রেসলিং বা রেসলিং ও কুস্তি ; যেটাই বলুন না কেন দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। আবার ঠিকমত হিসেব করলে দুটি কিন্তু একই ব্যাপার 😊 
ঠিক যেমনটা ৩+১=৪ আর ২+২=৪ 😃

একটিকে ইংরেজিতে বলে এমেচার রেসলিং ও অপরটিকে বলে প্রো-রেসলিং বা প্রফেশনাল রেসলিং 😊

রেসলিং এর আদি ভিত্তি যদি খুঁজতে যাই আমরা তাহলে সেখানে পাবো বহু কথা আর বহু ইতিহাস। যা অল্প কথার ফুলঝুরিতে ও এক দুদিনে ফুঁটিয়ে তোলাটা সম্ভব হবে না। আর কেউ কেউ তা সম্ভব করে দেখালেও আপনারা তা না বুঝে হয়ে যাবেন বোকা 😂 আর সম্ভব হবে না বিধায় সেসব দিকে না এগিয়ে অল্প কথায় যতটা সম্ভব তার অল্প অল্প ব্যাখ্যা করে আপনাদেরকে অল্প অল্প করে জানাতেই এই পোস্ট লিখতে বসা 😁😁

তো প্রথমেই আসি রেসলিং কী এই বিষয়ে। 

রেসলিং এর আদিকথা : ART of Wrestling