গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে উপরের ছবি সহ মিক ফোলি তাঁর WWE General Manager হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ফেসবুকে করা সেই পোস্টে তিনি বলেন- 

"যখন আমাকে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে আরও একবার GM হবার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তখন আমি বলেছিলাম- 'আমার মনে হয়না আমাকে এই অফার দেওয়া হবে, তবে আমার এটাও মনে হয়না যে এই অফার পেলে আমি সেটাকে হাতছাড়া করবো।'

কয়েক সপ্তাহ আগে Raw -তে আসার পরে আমি আমার টিউনটাকে অনেকটা পরিবর্তন করেছি। Raw -তে আসাটা আমাকে উদ্যত করেছে এবং আমার মনে হয়েছে যে WWE -কে আরও রেগুলারভাবে কিছু দেওয়ার আছে আমার।

এখন আমার মনে হচ্ছে, আগামী এক বছরের মধ্যে হয়তো আমাকে GM হবার জন্য তারা বলতে পারে- এবং যদি আমাকে বলা হয়...তাহলে আমার মনে হয় আমি এটা করবো।"

অর্থাৎ, আমরা হয়তো আরও একবার ফোলিকে জিএম হিসাবে দেখতে পাবো আর তাছাড়া এই অথরিটির বোরিং স্টোরিলাইন শেষ হতে বেশীদিন বাকি নাই কারন দ্য ভাইপার ফেস টার্ন করেছে, সুতরাং অথরিটি না থাকলে Raw এবং SmackDown -এর জেনারাল ম্যানেজার পদটাও ফিরে আসবে যেটাকে আমরা অনেকদিন ধরেই খুব মিস করছি এবং আমার মতে ফোলি হল এই কাজের জন্য যোগ্য ব্যক্তি, আমার আরও মনে হয় যে Raw এবং SmackDown -এ দুইজন লেজেন্ড ফোলি এবং হাল্ক হোগানকে GM -এর পদ দেওয়া উচিত, এরফলে WWE নিঃসন্দেহে আগের থেকে জমে যাবে এবং হয়তো SmackDown -এর মানও একটু উন্নত হবে।

PS: এখন WWE Raw এবং SmackDown -এর থেকে NXT -এর খেলার মান উন্নত, তাও ড্যানিয়েল ব্রায়েনের মতো ওভাররেটেড রেসলার বর্তমানে নাই বলে কষ্ট করে শোগুলি দেখা যায়, সে থাকলে তাও দেখা যেত না। 


হার্ডকোর লেজেন্ড মিক ফোলি WWE-এর GM হওয়ার ইচ্ছা জানালেন...।


◘ আসুন আগে দেখে নেই, WWE তে বর্তমানে যারা গল্প/কাহিনী বানিয়ে বা লিখে থাকেন তাদের নাম :- 



1. ছবির এই মানুষটিকে নিশ্চয়ই চেনা চেনা লাগছে ?? উনার আসল নাম David Kapoor...যাকে আমরা The Great Khali এর ম্যানেজার Ranjin Singh নামে চিনি। উনি কিন্তু বর্তমানে WWE এর সকল Creative/Script/Story লেখকদের প্রধান! ২০১১ সালে প্রথম Creative লেখকদের দলে যোগ দেন এবং খুব সম্ভত ২০১৩ সালে সবার প্রধান হন।

2. Brian Gewirtz, উনি WWE তে Creative Consultant হিসেবে বর্তমানে কাজ করছেন। WWE এর পুরনো এবং অভিজ্ঞ লোক....১৯৯৮ সাল থেকে কাজ করছেন।

3. Ed Koskey, প্রধান লেখক Raw এর জন্য....১৯৯৯ সাল থেকে এই কোম্পানিতে আছেন। তখনকার সময়ে Smackdown এবং ECW ভালো হওয়ার পিছনে উনার কৃতিত্ব অনেক। আপসোস একটাই, বর্তমান PG Era তে তিনি সেইরকম কিছু করে দেখাতে পারছেন না।

4. Steven Guerrieri, Smackdown এর প্রধান লেখক।

5. Ryan Ward, প্রধান লেখক NXT এর জন্য। 


(PS: 4.Steven Guerrieri +5.Ryan Ward উনাদের শো আলাদা হলেও উনারা প্রতি Raw এবং Smackdown'এ কাজ করে থাকেন)

◘ উনারা তো মাত্র একজন কাহিনী লেখক বা পরামর্শক...তাই বলে উনারা কি WWE এর সব কিছু ?? কিভাবে কাজ করে তাঁদের লেখা এই কাহিনী গুলো ??

• উনারা যেই হোক না কেন উনাদের এই টিমে সবার উপরে আছে Vince McMahon এবং তাঁর কন্যা Stephanie McMahon (পদবীঃ Executive Vice-President of Creative) 

• Stephanie McMahon এর পরে আছেন  ERIC Pankowski (উপরের ছবিতে আছেন) নামে একজন (পদবীঃ Senior Vice-President of Creative and Development)

WWE তে স্টোরি লেখকদের লেখা শো'তে দেখাতে হলে প্রথমে ২টি ধাপ পাড় হতে হয়...

♠ প্রথমে প্রধান লেখকগন তাঁদের স্টোরি/আইডিয়া ERIC Pankowski এই লোকের কাছে সাবমিট করে...। 

♠ তারপর ERIC Pankowski বাছাইকৃত স্টোরি গুলো Stephanie McMahon এর কাছে জমা দেয় অনুমোদন পাওয়ার জন্য। 

♠ আর এভাবেই Stephanie McMahon অনুমোদন দেওয়ার পরেই আমরা সেটা WWE তে দেখতে পারি।

এইভাবেই WWE তে স্ক্রিপ্ট লেখা থেকে স্টেজে সেই স্ক্রিপ্ট অনুযায়ী দেখানো হয়...সুতরাং যারা ভাবতেন যে, স্ক্রিপ্ট রাইটাররাই সবকিছু তারা ভুল এবং যারা ভাবতেন যে ট্রিপল এইচ হল এইসব কাজের জন্য দোশী তারাও ভুল। 

WWE-এর স্ক্রিপ্ট রাইট থেকে স্টেজে শো...কিভাবে হয় জেনে নিন।

ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে RAW এর শেষে Rusev, Sheamus কে Accolade দিয়ে প্রায়  অজ্ঞান করে ফেলেছিল এবং তাকে হারিয়ে New US Champion হয়েছেন।

◘ সেজন্য, এই টাইটেলটির নতুন নাম হতে চলেছে Russian Federation টাইটেল। ইতিহাসে এর আগেও একবার এই টাইটেলের নামের পরিবর্তন হয়েছিল, Lance Strome 2000/01 সালে এই টাইটেলটির নাম Canadian States চ্যাম্পিয়নশিপ করেছিলেন। 

◘ যাইহোক, এই নতুন রাশিয়ান ফেডারেশন টাইটেলটির সম্ভাব্য ছবি নীচে দেওয়া হল- 

◘ Rusev এইরকমভাবে জিতায় WWE লেজেন্ড Hulk Hogan বেজায় চটে গেছেন। তিনি তার ফ্যানদের উদ্দেশে নিচের টুইট টি করেনঃ

◘ অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন যে Rusev এর সাথে এর পরে John Cena 'র ফিউড হতে যাচ্ছে। এবং তা হবে একটি রেডেম্পশনাল ম্যাচ।




Credit : Atik Shahrear Ananto

Rusev এর জয়ে পাল্টাতে পারে US টাইটেলের নাম, ক্ষোভ প্রকাশ করেছেন হাল্ক হোগান।

WWE Rumor সহ বিভিন্ন জায়গায় সংবাদ ছড়িয়ছে যে Steph প্রেগন্যান্ট হয়েছেন। কিন্তু Triple H- Steph কেউই এই বিষয় মুখ খুলেননি উল্টো এটা ঢাকানোর চেষ্টা করছেন। 

যদি তিনি প্রেগন্যান্ট হন তাহলে Helmslay পরিবারে ৪র্থ সন্তান পেতে যাচ্ছে। আর Vince McMahon আবারো নানা হতে যাচ্ছেন। যদি এখন পর্যন্ত কনফার্মড খবর পাওয়া যায়নি। তবে এর সাথে কিছু দিক মিল পাওয়া গিয়েছে

Stephanie Mcmahon আগের থেকে কম আসেন এবং বিভিন্ন সেগমেন্টে উপস্থিত থাকে কম। তাছাড়া, লক্ষ করে দেখা গিয়েছে তার পেট আগের সাইজের থেকে বৃদ্ধি পেয়েছে এবং তার পোষাকেও ভিন্নতা দেখা গিয়েছে। তাই বেশির ভাগ সময় Triple H এর সাথে আসলে তার বাহু দিয়ে ওই জায়গায় ধরে রেখে এন্টেরেন্স করেন।

সবচেয়ে বড় কথা এর জন্যই হয়ত এইবারের Survivor Series হারলে অথরিটি বাদ হয়ে যাবে এইরকম স্টিপুলেশন হয়েছে। (যাই হোক বংশের ভবিষত্য বলে কথা)

অভিনন্দন Triple H.

আমরা হয়ত WWE এর নেক্সট কর্তা/কর্তী কে দেখতে চলেছি।

তাদের জন্য রইল শুভকামনা

Credit : Atik Shahrear Ananto

Stephanie McMahon কি সত্যি Pregnant? তিনি কি মা হতে যাচ্ছেন!

◘ আপনারা নিশ্চয়ই আজ RAW-তে দেখেছেন Orton ফেস টার্ন করেছে এবং অথরিটির বিরোধিতা করেছে। যার ফলাফল হিসেবে তাকে দুইটা Curb Stomp খেতে হয়। এতে তার মাথাও ফাটে। এইগুলো স্টোরিলাইন ছিল তা আপনাদের আগেই বলা হয়েছে। কারন, Orton দুই সপ্তাহের জন্য WWE থেকে বিদায় নিয়েছে তার নতুন মুভির শুটিং-এ অংশ নেয়ার জন্য।

◘ আজ একটি সেগমেন্টে দেখলাম Orton অথরিটির অফিসে ঢুকে Triple H কে হুমকি দেয় এবং জানায় সে তার প্রাপ্য না পেলে Team Cena তে জয়েন করবে। এতে অনেকেই ধারণা করছে Orton হয়তো Team Cena তেই যোগ দিবে।
◘ এবার আসি মূল কথায়। কিছুদিন আগে WWE. com একটি ভিডিও প্রকাশ করে Orton এর ইঞ্জুরী আপডেট নিয়ে যেখানে WWE এর ডাক্তার জানায় Orton মারাত্মক ইঞ্জুরী হয়েছে। খুশির খবর হচ্ছে এই ভিডিও-টাও ছিল স্টোরিলাইনের অংশ। অর্থাৎ Team Cena এর সারপ্রাইজ এন্ট্রান্স হতে পারে Randy Orton.
◘ সে Survivor Series এ রিটার্ন করবে। আসুন একটা ভিশন/কাল্পনিক গল্প তৈরি করি। ধরুন,
Team Cena ও Team Authority রিঙে প্রবেশ করেছে SS এর মেইন ইভেন্টে। টিম অথরিটি তাদের ৫জন মেম্বার নিউএ এসেছে কিন্তু Team Cena ৪জন নিয়ে অবস্থান করছে। Triple H হাসছে এবং Cena কে নিয়ে মজা করছে। হঠাৎ Cena হেসে উঠলো। সে এন্ট্রান্স Ramp এর দিকে ইশারা করলো। সবার নজর সেদিকে। এবং হঠাৎ "Voices" বেজে উঠলো এবং Orton রিটার্ন করলো। Triple H থ, Seth Rollins অবাক আর Cena হাসছে।

[উল্লেখ্য, উপরের গল্পটি কাল্পনিক হলেও Orton যে আসছে তা নিশ্চিত, কারন সে ইঞ্জুরীতে পড়েনি।]

Credit : #ViρεrRαγαn

সারভাইবর সিরিজে ফিরছেন Randy Orton, খেলতে পারেন টিম সিনার হয়ে।

এইবছরের শেষদিকে, অর্থাৎ বড়দিনের (Christmas) এর পরপরই রিটার্ন করতে যাচ্ছে Roman Reigns. Royal Rumble এ কাজ করার জন্য সে রিটার্ন করবে যেখানে প্ল্যান অনুযায়ী সে জিততে যাচ্ছে। 

তবে কিছু কছু বিশ্বস্ত সূত্র জানিয়েছে TLC PPV-এর আগেই সে রিটার্ন করার কথা ছিল কিন্তু WWE চায় না সে এত জলদি রিটার্ন করুক। কারন এতে তার Royal Rumble জিতার আকর্ষন নষ্ট হয়ে যেতে পারে এবং তার Wrestlemania 31-এ তার WWE World Heavyweight Championship জয় করা কোম্পানির জন্য ঝুকি বয়ে আনতে পারে।

তাই WWE তাকে Royal Rumble মৌসুমে ফিরিয়ে আনবে এবং Royal Rumble ও WWE World Heavyweight Championship জিতাবে।



Credit : #ViρεrRαγαn

ব্রেকিং নিউজ : Roman Reigns নিউজ আপডেট

এই সপ্তাহের RAW-তে আকস্মিকভাবে রিটার্ন করে Vince McMahon. এই রিটার্নের কারন হচ্ছে WrestleMania 31-এর জন্য বিশাল স্টোরিলাইনের প্ল্যান করছে। আসলে প্ল্যানটি গত বছরের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু কোন এক কারনে তা হয়ে উঠেনি।

গত বছরের (WM30) প্ল্যানটি ছিল Vince রিটার্ন করবে এবং Triple H ও Stephanie McMahon-এর সাথে ফিউড করবে কোম্পানির মালিকানা (অথরিটি Power) নিয়ে। তারা চেয়েছিল Vince McMahon এর পক্ষ হয়ে Steve Austin মুখোমুখি হবে Triple H-এর।

তবে WWE এর বর্তমান প্ল্যান অনুযায়ী আমরা সবাই জানি WM31-এ Triple H vs. The Rock ম্যাচটি হতে যাচ্ছে। আসলে গতবছরের প্ল্যানটি এইখানে কাজে লাগানো হবে। অর্থাৎ Steve Austin এর পরিবর্তে Vince এর পক্ষ হয়ে The Rock মুখোমুখি হবে Triple H-এর।

Credit : #ViρεrRαγαn

Triple H vs The Rock (WM 31) ম্যাচটির সম্ভাব্য স্টেপুলেশন!

♠ Stardust and Goldust (c) vs. The Usos 

•এই ম্যাচটা ছিল স্টিল কেইজ ম্যাচ, যেটা খুবই ভালো ম্যাচ হয়েছিল এবং এটা ছিল একটা ফান ম্যাচ। স্টারডাস্ট একজন উসোকে পিন করে জিতে যায় এবং তাদের চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winners : Stardust and Goldust

◘ এরপর কেইন একটা প্রোমো কাটে। সে বলে যে অরটোনের সাথে আগের রাতে যা হয়েছে সেটা ছিল অথরিটির করা একটা অন্যতম কঠিন সিদ্ধান্ত। সে আরও বলে, অথরিটির প্রতি অরটনের লয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই তারা তাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করেছিল। সে বলে যে যুদ্ধরেখাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখন এটা রেস্লারদের দায়িত্ব যে তারা ঠিকমতো তাদের সাইট বেছে নিবে। 

◘ এবার কেইন বলে যে জিগ্লার ভেবেছে যে অথরিটীকে সামলে নিতে পারবে, যদিও আজকে দেখা যাবে যে সে কেইনকে সামলাতে পারে কিনা !  কেইন এবার এমন ভাব করে যেন অরটোনের বদলে অথরিটির নিউ মেম্বারকে ইন্ট্রোডিউস করছে...এরপর সিজারোর মিউজিক হিট করে। সে বলে সিনাকে আমি র‍্যাগডলের মতো সুইং করতে পারবো। কেইন বলে যে তার মনে সিজারো ছিল না যদিও সিজারো পরের ম্যাচ জিততে পারে তাহলে সে ওই জায়গাতে চলে যাবে...তার পরের ম্যাচ হবে দ্য বিগ গাই এর সঙ্গে। 

♠ Ryback vs. Cesaro

•ভালো ম্যাচ হয়, শেষে শেল শকের মাধ্যমে রাইব্যাক জিতে যায়। 

♥ Winner : Ryback

◘ ম্যাচের পরে কেইন আসে, কিন্তু রাইব্যাক তাকে কোন আগ্রহ দেখাই না...অর্থাৎ রাইব্যাক হবে টিম সিনার শেষ সদস্য। 

♠ Adam Rose vs. R-Truth

•আজকের ম্যাচটাতে দারুন দৃশ্য দেখা যায়। সম্ভবত ভুল করে বানি অ্যাডামকেই ডিস্ট্রাক্ট করে দেয় যার ফলে রোল-আপের মাধ্যমে জয়লাভ করে আর-ট্রুথ। 

♥ Winner : R-Truth

◘ ম্যাচের পরে রোস, বানিকে অ্যাটাক করে এবং রোসবাডরা বানি ছাড়ায় পালিয়ে যায়। অর্থাৎ তাদের বানি এবার মুক্ত। 

◘ এরপরে বহু প্রতীক্ষিত ক্রিশ্চিয়ান রিটার্ন করে এবং তার পিপ শো নামক সেগমেন্টএর আয়োজন করে। এই সেগমেন্ট -এর স্পেশাল গেস্ট ছিল- ডিন আম্ব্রোস। কিন্তু ব্রে ওয়াট তাকে ইন্টারাপ্ট করে এবং তাদের মধ্যে ফাইট লেগে যায়। এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ Natalya vs. Summer Rae

•এই ম্যাচে কমেন্ট্রিতে ছিল, Natalya-এর স্বামী টাইসন কিড। ম্যাচ চলাকালীন হঠাৎ করে টাইসন সেখান থেকে চলে যায় এবং এরফলে Natalya ডিস্ট্রাক্টেড হয় এবং এই সুযোগে সামার রোল আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner : Natalya

◘ এরপরে Soldier Socks নামক অ্যামেরিকান সংস্থার একটা সেগমেন্ট দেখানো হয়, সঙ্গে ছিল প্রাক্তন মিলিটারি Dan Rose। আসলে WWE অনেক ভালো কাজ করে, এটা তাদের মধ্যে একটা, WWE, Soldier Socks-এর সাথে হাত মিলিয়েছে যারা বিকলাঙ্গ অ্যামেরিকান সোলজারদের সাহায্য করে।

♠ Kane vs. Dolph Ziggler 

•এই মাচটাও ছিল স্টিল কেইজ ম্যাচ। ভালো ম্যাচ হয়, শেষ পর্যন্ত জিগ্লার কেজের দরজার উপরে ঝুলছিল, কেইন তাকে ধরতে গেলে সে দরজাটাকে কেইন এর উপর স্লাম করে এবং কেইন ফ্লোরে পরে যায় ও জিগ্লার সেল থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয় এবং জয়ী হিসাবে ঘোষিত হয়। 

♥ Winner : Dolph Ziggler 

◘ এইভাবেই জিগ্লারের জয়ে আজকের স্মাকডাউন সমাপ্ত হয়। 


☻টিভিতে দেখানোর টাইম জানতে এখানে ক্লিক করুন। 

☻WWE SmackDown স্পইলারস, ৫ নভেম্বর ২০১৪

◘ এটা আনাউন্স করা হয়েছে যে আজকের RAW -এর পরে WWE নেটওয়ার্কে US চ্যাম্পিয়ন শেমাসের সঙ্গে রুসেভ -এর ম্যাচ হবে তাও আবার US চ্যাম্পিয়নশিপের জন্য...এটা ভালোমতো জমে যাবে!! 

◘ প্রত্যেকবারের মতোই আজকের Raw শুরু হয় আগের দিনের ভিডিও রিক্যাপের দ্বারা। 
◘ আজকের Raw -এর শুরুতেই ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে এবং ভিন্স তার জামায় ট্রিপল এইচ ও মেয়ে স্টেফনির সঙ্গে আসেন। অনেকদিন বাদে আসার জন্য ভিন্স ক্রাউডদের কাছে থেকে পপ পায়, ভিন্স আনাউন্স করে যে এইমাসের জন্য WWE নেটওয়ার্ক থাকবে একদম ফ্রী! 

◘ এরপরে আসে আসল কথা, সে অফিসিয়ালি ঘোষণা করে দেয় যে যদি টিম অথরিটি হেরে যায় তাহলে তাদের কাছে আর কোন পাওয়ার থাকবে না অর্থাৎ তারা আর অথরিটিতে থাকবে না, যদিও সিনার দল হারলে কি হবে তা মিস্টার মিকম্যান বলেননি। 

◘ এইখান থেকে মনে হচ্ছিল যে সেগমেন্টটা শেষ, কিন্তু হঠাৎ করেই ডিন আম্ব্রোসের মিউজিক হিট করে এবং সেও চলে আসে, এরপর আম্ব্রোসের সঙ্গে মিকম্যানের কিছু কথা আদান-প্রদান হয় এবং সেগমেন্টটা এখানেই শেষ...ডিন এসেছে তার ম্যাচের জন্য যেটা হবে সিজারোর সঙ্গে। 

◘ এরপর ভিন্স যাওয়ার আগে একটা ব্যাকস্টেজ সেগমেন্টে সে, ট্রিপ ও স্টেপকে বলে যে অনেকদিন বাদে ক্রাউডদের মধ্যে এসে খুব ভালো লাগলো। এরপর সে চলে যায় সেখান থেকে কিন্তু স্টেপ ও তার স্বামীর মুখে সারভাইবর সিরিজের জন্য চিন্তার ভাব স্পষ্ট ছিল।  

♠ Dean Ambrose vs. Cesaro

•এদের দুজনের ফাইট স্বাভাবিকভাবেই ভালো হয়, যদিও কে জিতবে তা নিশ্চয় এখনই বুঝে গেছেন। ম্যাচ চলাকালীন আম্ব্রোস সিজারোকে একসময় রিং থেকে ক্লোথসলাইন দেয়, এবং তখনই ব্রে ওয়াট এর আগমন ঘটে। ব্রেকের পরে দেখা যায় যে ব্রে একটা চিয়ারে করে রাম্পের উপরে বসে আছে যদিও, সিজারো এবং ডিনের ম্যাচ চলতেই থাকে। সিজারো আম্ব্রোসকে একটা হোল্ডের মাধ্যমে লক করলে আম্ব্রোস সিজারোর হাতকে কামড়িয়ে হোল্ডমুক্ত হয়। এরপর একটা বুলডগ এর মাধ্যমে ডিন নিয়ার ফল পায় এবং তারপর ব্রে এর দিকে তাকায়। এই সুজোগে সিজারো একটা বিগ বুট হিট করতে সক্ষম হয়, কিন্তু আম্ব্রোস তার স্টাইল অনুসারে রিঙ্গের রোপ থেকে বাউন্স করে একটা ক্লোথসলাইন দিয়ে দেয়, সিজারোও এর জবাব হিসাবে একটা দারুন আপারকাট দেয় এবং ক্লোজ দুই কাউন্ট লাভ করে। এরপর সিজারো, আম্ব্রোসকে ব্যাকস্লাইড হিট করতে গেল ডিন কাউন্টার করে এবং সিজারোকেই ডার্টি ডিডস দিতে সক্ষম হয় এবং সেই সাথেই ম্যাচটাও জিতে নেয়। 

♥ Winner: Dean Ambrose

◘ তাদের ম্যাচের পরে লাইট নিভে যায় এবং আম্ব্রোস রিং ছেড়ে চলে যায় ওয়াটকে ধরার জন্য কিন্তু লাইট ফিরে আসার সাথে সাথেই ব্রে হাওয়া হয়ে যায়...মনে হয় ভয় পেয়ে পলায়ন করেছে। 

◘ এরপর একটা ব্যাকস্টেজ সেগমেন্টে দেখা যায় ট্রিপ ও স্টেপ আলোচনা করছে যে দ্য ভাইপার র‍্যান্ডি অরটনকে অথোরিটির টিমে রাখা উচিত হবে কিনা...। 

♠ Jimmy Uso vs. Miz

•এইটা একটা মাঝারী সাইজের ম্যাচ হয়। শেষে জিমি উসো, মিজকে মেরে রিং থেকে বার করে দেয়, মিজডোউ সুন্দরভাবে তার মিমিক্রি করেই যাচ্ছিল সেজন্য জেই উসো মিজডোউকে একটা সুপার কিক মারে কিন্তু বর্তমান ক্রাউড ফেমাস মিজডোউ মার খাওয়াই পুরা এরিনা উসোস দেরকে বুউ দেয় এবং উসোসদের মধ্যে সিনার ঝলক দেখা যায়। তবে জাই হোক, এই ডিসট্রাকশনের সুযোগে মিজ একটা স্কাল ক্রাশিং ফিনালে দিতে সক্ষম হয় এবং ম্যাচটাও জিতে নেয়। 

♥ Winner: Miz

◘ এরপরের ম্যাচের জন্য শেমাস রিঙ্গে যায় যদিও আজকে Raw -এর পরেও শেমাসের একটা ম্যাচ আছে তাও আবার রুসেভ এর সঙ্গে। 

♠ Sheamus vs. Tyson Kidd

•এই ম্যাচে টাইসন কিডকে সাপোর্ট করার জন্য তার স্ত্রী Natalya ছিল। শেষের দিকে শেমাস এবং টাইসন রিঙ্গের নীচে ফাইট করছিল এবং রেফারি কাউন্ট করছিল। শেমাস কিডকে আপ্রনে ধরে ফেলে এবং নীচে ফ্লোরের উপরেই রোলিং সেন্টন হিট করে। কিড এরপর তার Natalya কে ধরে এবং তার পেছনে কাপুরুষের মতো লুকিয়ে যায় এবিং তারপরেই রোল করে রিঙ্গের মধ্যে চলে যায়, এবং তখনই ১০ কাউন্ট শেষ হয়ে যাওয়াই কীড অপ্রত্যাশিতভাবে কাউন্টআউট জয় লাভ করে। 

♥ Winner: Tyson Kidd

◘ এরপরে শেমাস, কীডকে একটা ব্রোজ কিক হিট করে এবং নিজের টাইটেল দেখিয়ে সেলিব্রেট করে। এক বছরের বেশী পরে কিড RAW তে এরকম ম্যাচ এবং জয়ের সুজোগ পেল। 

◘ এরপরে ডলফ জিগ্লারকে রিঙ্গে আসতে দেখা যায়। এরপরে পুরা অথোরিটি একসঙ্গে চলে আসে...। 
◘ ট্রিপ এবং স্টেপ আজকে রাতেই হওয়া স্টিপুলেশনটির ব্যাপারে কথা বলে। তারা বলে জে এটার ফলে তারা অনুপ্রেরনা পেয়েছে সারভাইবর সিরিজে একটা বেস্ট টিম তৈরি করার জন্য। ট্রিপল এইচ বলে যে, জিগ্লার যার সাইডে ইচ্ছা যেতে পারে কিন্তু যদি টিম সিনার দিকে সে থাকে তাহলে যে ফল ভালো হবে না তাও ট্রিপ বুঝিয়ে দেয়। ট্রিপ আরও বলে যে যদি এই ম্যাচে টিম সিনা জিতে যায় তাহলে জিগ্লার সেই তলানিতেই পরে থাকবে এবং সিনাকেই মেইন স্পটলাইটে দেখা যাবে, কিন্তু টিম সিনা যদি হেরে যায় তাহলে জিগ্লারকেই পুরা দোশ দেওয়া হবে এবং সিনা বেঁচে যাবে। জিগ্লারকে দেখে মনে হচ্ছে যে, সে সত্যিই ট্রিপের কথাগুলি ভেবে এবং বিচার করে দেখছে। 

◘ এরপর ট্রিপ জিগ্লারকে অফার দেয় কে টিম সিনাতে না থাকার জন্য তুমি যা ইচ্ছা চাইতে পারো, কিন্তু জিগ্লার ভেবে চিনতে বলে যে অথরিটির পাওয়ার চলে যাওয়াটাই বেশী ভালো হবে এবং ট্রিপের এই অফারটাকে সে উরিয়ে দেয়। 

◘ শাস্তি হিসাবে এরপরেই তাকে সেথ রলিন্সএর সঙ্গে ম্যাচ দেওয়া হয়, যেটা হবে তার IC টাইটেলের জন্য। 

♠ Seth Rollins vs. Dolph Ziggler (IC Title Match) 

•এই ম্যাচটা দারুন হবে কারন আজকেই যেমন IC চ্যাম্পিয়ন বদল হতে পারে তেমনই দ্য ভাইপারও ম্যাচে আসতে পারে কারন আজকে অথোরিটির সঙ্গে সে আসেনি। যাইহোক, ম্যাচের শেষের দিকে রলিন্স একটা সুপারকিক থেক বেঁচে যায় এবং জিগ্লারকে জাম্পিং এঞ্জুইগিরি হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর দুজনেই একে অপরকে তাদের ফিনিশার মারার চেষ্টা করে এবং দুজনেই ব্যর্থ হয়। 

•এরপরেই সেথের চামচা নোবেল রেফারির নজরের বাইরে ম্যাচে ইন্টারফেয়ার করে এবং সেই সুযোগে সেথ রিং পোস্টে জিগ্লারকে ছুরে দেয়, শোল্ডারে আঘাত দেওয়ার জন্য এবং তারপর ফাইনালি সে জিগ্লারকে কার্ব স্টোম্প হিট করে, কিন্তু এরপরেই হঠাৎ দ্য ভাইপার চলে আসে এবং আউট অফ নো হয়ার একটা RKO হিট করে এবং ম্যাচটাই ডিস্কোয়ালিফিকেশন ঘটে যায়। তারপর অরটোন চলে যায় এবং রাম্পের উপরে কেইন তাকে বকতে থাকে। 

♠ Winner by DQ: Seth Rollins

◘ এরপরে নোবেল এবং মার্কারি, তাদের বসকে পায়ের ভরে দাঁড়াতে সাহায্য করে এবং একটা কমারশিয়াল দেওয়া হয়। 

◘ এরপর ব্যাকস্টেজে অরটোনকে দেখা যায় ট্রিপল এইচ এবং স্টেফনির কাছে আজকে রাতে রলিন্সের সঙ্গে একটা ম্যাচের আবেদন করছে। স্টেপ বলে যে "না" দেওয়া যাবে না এবং অরটন তখন টিম সিনার হয়ে ম্যাচ খেলার কথা বলে। এরপর ট্রিপল এইচ অরটোনকে তার ১২ বছরের বিশ্বাসের কথা স্বরন করিয়ে দেয় এবং সেথের সঙ্গে তার ম্যাচ দিতে রাজি হয় যাতে তারা নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের স্টাইলে মিটিয়ে নিতে পারে, অরটনের যাওয়ার পরে লুক হারপারের একটা ভিডিও দেখানো হয়। 

◘ এরপর Titus O'Neil রিঙ্গের মধ্যে দেখা যায়, সে সারভাইবর সিরিজের ব্যাপারে বলে, সে আরও বলে যে তার থাক উচিত টিম অথরিটির পক্ষে, কিন্তু তাকে রাইব্যাকের মিউজিক ইন্টারাপ্ট করে। 

♠ Ryback vs. Titus O'Neil

•ম্যাচটা ছোট ছিল। রাইব্যাক স্পাইন বাস্টারের মাধ্যমে টাইটাসকে তার কাঁধে তিলে নেয় এবং মিট হুক ক্লোথসলাইনের মাধ্যমে তার ফিনিশিং মুভের দিকে এগিয়ে যায়। পুরা ঘটনাটা অথোরিটি একটা স্ক্রিনের মাধ্যমে লক্ষ করছিল। রাইব্যাক টাইটাসকে তুলে নেয় এবং একটা শেল শকের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Ryback

◘ এরপর ব্যাকস্টেজে রিনি, বিগশোকে একটা ইন্টারভিউ নেয়, সে কিছু প্রশ্ন শোধাবার চেষ্টা করলে বিগশো তাকে থামিয়ে দেয় এবং বলে যে অথোরিটির এই কু-রাজত্ব কে থামাবার সময় এসেছে। টিম সিনার যদি কোন ওয়ার্ল্ড'স লারজেস্ট আথেলিটের দরকার হয় তাহলে সে আছে। 

♠ Big Show vs. Mark Henry

•তাদের মধ্যে খুব ইম্পাক্টওয়ালা ম্যাচ দেখা যায়। শেষেরদিকে বিগশো টপ রোপে যায় কিন্তু হেনরি তাকে ম্যাটে এনে ফেলে এবং একটা World's Strongest Slam হিট করে, কিন্তু বিগ শো এটাকে কিক আউট করে দেয়। এরপর হেনরি, শোকে রিঙ্গের বাইরে নিয়ে আসে এবং তাকে স্টিল স্টেপে ছুরে মারে। এরপর সেই স্টিল স্টেপের উপরের অংশটার সাহায্যে হেনরি বিগ শোর মাথাকে হিট করে এবং নিজেই ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়।

♥ Winner by DQ: Big Show

◘ এরপর হেনরি, ক্যামেরাম্যানকে সরে যেতে বলে এবং ছোট স্টেপের পরে এবার বড় স্টেপটাকে তুলে নিয়েও শোকে আঘাত করা হয়। শো তাকে অ্যাটাক করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং হেনরি স্টিল স্টেপের উপরে তাকে World’s Strongest Slam দেয় এবং চিৎকার করে বলে “That’s what I do!”। এরপর সে দর্শকদের দিকে তাকায় এবং তার শার্ট খুলে বিগশো এর উপরে রেখে চলে যায়। সত্যিই এটা ইম্প্রেসিভ ছিল। 

◘ এই পুরা ঘটনাটা অথোরিটি দেখছিল, ট্রিপ কেইনকে বলে যে হেনরির সঙ্গে কথা বলতে যদি সে টিম অথরিটিতে জয়েন করতে চাই...। স্টেপ বলে যে Rollins, Orton, Kane এবং Henry থাকলে তারা হবে আনস্টোপেবেল...অর্থাৎ অরটোন এখনও টিম অথোরিটিতেই আছে। 
◘ পরের ম্যাচ হবে ডিভাস ম্যাচ। এই ম্যাচের জন্য এজে লিকে কমেন্টারিতে দেখা যায়। কিন্তু তার আগে একটা ব্যাকস্টেজ ইন্টারভিউ হয় ব্রি বেলার সাথে, রিনি তাকে শোধায় যে, নিক্কির অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে কেমন লাগছে? এর উত্তর দেওয়ার আগেই নিক্কি ইন্টারফেয়ার করে এবং বলে যে ইন্টারভিউ শেষ!! 

◘ এরপরে হঠাৎ করে এরিক রোয়ান আসে এবং রিনির চুলে হাত দিয়ে বলে যে "সুন্দর"। রিনি তাকে ধন্যবাদ জানায় এবং দৌড় মেরে সেখান থেকে পালিয়ে যায় যেটা দেখতে অনেক ফানি লেগেছে। 

♠ Nikki vs. Emma 

•বোরিং ম্যাচ হওয়াই ম্যাচ শুরু হবার সাথে সাথেই CM পাঙ্কের চ্যান্ট শুরু হয়ে যায়!! এরপরে তাড়াতাড়ি ম্যাচ খতম করা ছাড়া আর কোন উপায় ছিল না। র‍্যাক অ্যাটাকএর মাধ্যমে নিক্কি জয়লাভ করে। 

♥ Winner: Nikki Bella

◘ নিক্কি, ব্রিকে ফোরস করে তার হাতটাকে উপরে তুলে ধরার জন্য এবং এরপর সে ব্রিকে অর্ডার দেয় এজে লি -এর কাছে গিয়ে তাকে একটা চর মারার জন্য। এজে ব্রিএর ব্যাকে হিট করে এবং নিক্কিকে ধরার জন্য রিং পার হয়ে তাকে চেস করে চলে যায়। 

◘ এরপর Xavier Woods -এর একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়। এরপর জ্যাক রাইডারকে দেখা যায় রুসেভ এর সঙ্গে ম্যাচের জন্য রিঙ্গে আসতে। 

♠ Zack Ryder vs. Rysev

এই ম্যাচে সবাই জানে যে কে উইনার হবে...শুধু কতক্ষণে রুসেভ জিতছে সেটাই দেখার। কিছুক্ষণের মধ্যেই একটা কিক এবং আকোলেডের মাধ্যমে রুসেভ জয়লাভ করে।

♥ Winner: Rusev

◘ জয়ের পরেও রুসেভ আকোলেড দিয়ে রাইডারকে ধরে থাকে যতক্ষণনা পর্যন্ত লানা তাকে ছারতে বলে। এরপর তারা একটা আন্টি USA প্রোমো কাট করে এবং শেমাসের মিউজিক হিট করে। সেও এসে একটা প্রোমো কাটে কারন আজকে রাতেই Raw শেষ হবার তার জীবনের সবথেকে বড় ম্যাচ হবে। 

◘ এরপরে স্টেফনি মিকম্যানকে দেখা যায়, সে রুসেভকে অথরিটির দিকে আনার চেষ্টা করে এবং এই সুযোগে লানাও কিছু স্টাইল নেয়। 

♠ Stardust vs. Fernando

•মিজ এবং মিকডোউ কমেন্টারিতে ছিল এই ম্যাচ চলাকালীন, গোল্ডডাস্ট ও ফারনান্দোও ছিল তাদের পার্টনারকে সাহায্য করার জন্য। এই ম্যাচটা খুব শর্ট হয়। গোল্ডডাস্ট ম্যাচে ইন্টারফেয়ার করলে ডিয়েগো শেষে গোল্ডডাস্টকে ধোলাই দিবার চেষ্টা করে কিন্তু গোল্ডডাস্ট তাকেই স্টিল স্টেপে ছুরে মারে। এল-টোরিটো গোল্ডডাস্টকে লাত মেরে মিজদের কাছে পাঠিয়ে দেয়। এবং এই সুযোগে Fernando, স্টারডাস্টকে একটা Backstabber দিয়ে ম্যাচটা জিতে নেয়।

♥ Winner: Fernando


♠ Seth Rollins vs. Randy Orton

•অথরিটি রিং সাইডেই ছিল ম্যাচটা দেখার জন্য। রিং বেল হবার সাথে সাথেই অরটন সেথকে প্রথমে অ্যাটাক করে। তাদের মধ্যে দারুন যুদ্ধ হয় এবং অরটন টপ রোপে সেথ কে নিয়ে গিয়ে একটা দারুন সুপারপ্লেক্স হিট করে এবং দুই কাউন্ট লাভ করে। এরপর রোপের উপর থেকে DDT দেওয়ার চেষ্টা করলে রলিন্স তাকে রোপের উপর থেকে নীচে ফেলে দেয় এবং একটা সুইসাইড ড্রাইভের মাধ্যমে হিট করে। রলিন্স এরপর কারব স্টোম্পের চেষ্টা করলে অরটন একটা পাওয়ারস্লাম হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর অরটোন তার DDT দিতে সক্ষম হয় এবং ক্রাউডরা ক্ষেপে উঠে অরটোনকে চেয়ার করে এবং অরটোন RKO দিতে রেডী হয়ে যায়। কিন্তু RKO দিতে গেলে রলিন্স ব্যাকস্লাইডের মাধ্যমে কাউন্টার করে এবং একটা বিস্ময়কর জয়লাভ করে। 

♥ Winner: Seth Rollins

◘ এরপর ট্রিপল এইচ অরটোনকে শোধায় যে তোমার কাজ হয়ে গেছে? অরটন বলে যে সে এটাকে শুধুই ফেলে দিতে পারে না। অরটোন সেথের চামচাদের সাথে হাত মেলায় এবং তারপর কেইনের সাথেও হাত মিলিয়ে নেয়। 

◘ এরপর রলিন্স অরটোনের সাথে বোঝাপড়া করতে আসলে সমস্ত ক্রাউড একসঙ্গে RKO চ্যান্ট করতে থাকে। রলিন্স তাকে সরি বলে এবং অরটনও তার সাথে হাত মেলায়। কিন্তু তারপর হঠাৎ করে একটা RKO দিয়ে দেয় আউট অফ নো হোয়ার। 

◘ তারপর অরটোন নোবেল, মার্কারি এবং কেইনকে রিঙ্গের বাইরে ফেলে দেয় এবং সেথকে পান্ট দিবার জন্য সেট-আপ করে। কিন্তু ট্রিপল এইচ তার রাস্তায় চলে আসে এবং তাকে থামিয়ে দেয়। এরপর অরটনকে দেখে মনে হয় যে শান্ত হয়ে গিয়েছে কিন্তু তার পরেই দ্য ভাইপার তার বসকেও একটা পাঞ্চ দেয় এবং সেই সাথেই অথরিটীর সবাই মিলে অরটনকে ম্যাটে ফেলে মারতে থাকে। অরটন তাদেরকে ছাড়িয়ে দিয়ে রলিন্সকে মারতে যায়, যদিও কেইন ও নোবেলের দয়ায় সেটা সম্ভব হয়নি। কেইন এবং নোবেল মিলে অরটনকে আনাউন্ড টেবিলের উপর ধরে থাকে এবং রলিন্স একটা কারব স্টোম্পের মাধ্যমে ভাইপারকে শো থেকে আউট করে দেয়। 

◘ এরপর অরটোন ব্যাথায় কাতরাচ্ছিল, সেইসময় স্টেফনি তার স্বামীকে বলে যে এটা ফিনিশ করতে। ট্রিপল এইচ এই কাজে ইচ্ছুক ছিল না যদিও সে কেইন,নোবেল এবং মার্কারিকে এই কাজটা করতে বলে দেয়।

◘ তারা সবাইমিলে স্টিল স্টেপের একটা পার্টের উপর অরটনকে রাখে এবং রলিন্স অরটনকে আরও একটা কার্ব স্টোম্প হিট করে, দুর্ঘটনাবশত কেইন অরটনের পায়ে লেগে পরে যায় যেটা মজাদার ছিল। 
◘ শেষে রলিন্স টেবিলের উপরে অরটনের স্টাইলে পোজ দেয় অরটোনকে মক করার জন্য এবং কার্ব স্টোম্প হিট করে যদিও অরটনের মাথা থেকে অলরেডি রক্ত বেরোতে শুরু করেছিল। এইভাবেই আজকের RAW শেষ হল এবং অরটোন অফিসিয়ালি ফেস টার্ন করলো...। যারা যারা বলেছিল অরটনের ফেস টার্নে দেরি আছে তাদেরকে বলি I am afraid I have got some bad news for you! 

◘ এরপরে WWE নেটওয়ার্কে হবে রুসেভ vs. শেমাস ম্যাচ...যেটার রেজাল্ট আমরাই জানাবো। 

◘ WWE Network -এ দেখানো হয় যে, অরটোনকে সাহায্য করার জন্য ডাক্তাররা এসেছেন এবং রলিন্স, মার্কারিকে তার সেল আউট কাঁধে করে নিয়ে যাচ্ছে কারন মার্কারির জ্ঞান হয়তো তখন ছিলনা। আমি অবাক হলাম যে এই কাজটা সেথের থেকে শক্তিশালী কেইন কেন করলো না !! পরের ম্যাচের জন্য রুসেভ প্রথমে এলো এবং তারপর এলো দ্য চ্যাম্প। 

♠ Sheamus vs. Rusev (US Title Match)

•স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হবে। ম্যাচের একসময় রুসেভ শেমাসকে আকোলেড দিতে সক্ষম হয়। মাইকেল কোল আমাদেরকে স্বরন করিয়ে দেয় যে এর আগে শেমাস জিবনেও কোনদিন ট্যাপ আউট করেনি। শেমাস আকোলেডকেও পাওয়ারআউট করে দেয় এবং রুসেভকে একটা White Noise দিয়ে ক্লোজ দুই কাউন্ট লাভ করে। এরপর তারা দুজনেই নিজের পায়ে দাঁড়াতে অনেক সময় নেয় তবে শেমাস, রুসেভের আগে দাঁড়াতে সক্ষম হয়। 

•এবার শেমাস ব্রোজ কিকের জন্য রেডি হয়, কিন্তু রুসেভ শেষ মুহূর্তে সরে গেলে শেমাসের পা টপ রোপের সঙ্গে ফেসে যায়। সুযোগের ব্যবহার করে রুসেভ শেমাসের মাথায় দুইটা কিক জোরদার কিক মারে এবং তাকে টেনে এনে আবার আকোলেড এর মধ্যে দেয়। শেমাস অনেকক্ষণ সহ্য করে কিন্তু ট্যাপ আউট করেনি...শেষপর্যন্ত শেমাস আর হাত-মুখ নাড়াতে অক্ষম হয়ে পরলে রেফারি বেল বাজাতে পরে এবং আমাদের নতুন US চ্যাম্পিয়ন হয় রুসেভ। 

♥ Winner and new US Champion: Rusev
◘ ম্যাচের পরে রুসেভ এবং লানা সেলিব্রেট করে এবং WWE নেটওয়ার্কেও আজকের Raw শেষ হয়ে যায়। প্রি-শো , মেইন শো এবং আফটার-শো মিলে মোট ৪ ঘণ্টার খেলা হয় আজকে যেটা সত্যিই অনেকক্ষণের শো। কেমন লাগলো আপনাদেরকে আজকের RAW ?? 

☻WWE Raw রেজাল্ট, ৪ নভেম্বর ২০১৪

◘ আজকের Raw -এর শুরুতেই ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে এবং ভিন্স তার জামায় ট্রিপল এইচ ও মেয়ে স্টেফনির সঙ্গে আসেন। অনেকদিন বাদে আসার জন্য ভিন্স ক্রাউডদের কাছে থেকে পপ পায়, ভিন্স আনাউন্স করে যে এইমাসের জন্য WWE নেটওয়ার্ক থাকবে একদম ফ্রী! 

◘ এরপরে আসে আসল কথা, সে অফিসিয়ালি ঘোষণা করে দেয় যে যদি টিম অথরিটি হেরে যায় তাহলে তাদের কাছে আর কোন পাওয়ার থাকবে না অর্থাৎ তারা আর অথরিটিতে থাকবে না, যদিও সিনার দল হারলে কি হবে তা মিস্টার মিকম্যান বলেননি। 

◘ এইখান থেকে মনে হচ্ছিল যে সেগমেন্টটা শেষ, কিন্তু হঠাৎ করেই ডিন আম্ব্রোসের মিউজিক হিট করে এবং সেও চলে আসে, এরপর আম্ব্রোসের সঙ্গে মিকম্যানের কিছু কথা আদান-প্রদান হয় এবং সেগমেন্টটা এখানেই শেষ...ডিন এসেছে তার ম্যাচের জন্য যেটা হবে সিজারোর সঙ্গে। 

◘ ভিন্স যাওয়ার আগে ট্রিপ ও স্টেপকে বলে যে অনেকদিন বাদে ক্রাউডদের মধ্যে এসে খুব ভালো লাগলো। এরপর সে চলে যায় সেখান থেকে কিন্তু স্টেপ ও তার স্বামীর মুখে সারভাইবর সিরিজের জন্য চিন্তার ভাব স্পষ্ট ছিল। 

ব্রেকিং নিউজঃ আজকের RAW তে রিটার্ন করলেন ভিন্স মিকম্যান এবং সারভাইবর সিরিজের ম্যাচের স্টীপুলেশন ঠিক করলেন।

◘ শোনা যাচ্ছে WWE Hell In a Cell এ IC Title ম্যাচে আগে থেকেই ঠিক করা ছিল যে Ziggler এর সাথে Cesaro সরাসরি ২ ফলেই হেরে যাবে। আর এই হারের অন্যতম কারন ছিল HIAC PPV'র আগের সপ্তাহে Cesaro "Orton-Cena" ম্যাচ নিয়ে নেতিবাচক কমেন্ট করেছিল।

◘ Liverpool Echo কে দেয়া সাক্ষাৎকারে Cesaro বলে:
“আসলে, এইটা নতুন যুগ, নতুন প্রজন্ম এবং এই সময় আমরা সবাই নতুন ও ফ্রেশ ট্যালেন্টদের ম্যাচ দেখতে চাই। আসলে এই নিয়ে ৫০০বারের মত হতে যাওয়া Orton-Cena ম্যাচ দেখতে দেখতে আমি ত্যক্ত হয়ে গিয়েছি। আমাদের অনেক নতুন ও ফ্রেশ ট্যালেন্ট আছে যাদের ম্যাচ আমাদের অনেক Entertain করে এবং বারবার দেখতে ইচ্ছা করে।"
◘ এতে বুঝা যাচ্ছে Cesaro এমন মন্তব্যের পর শাস্তিস্বরুপ PPV ক্লিনভাবে হেরেছে। তার পরের সপ্তাহেই RAW তে Ambrose এর কাছে ইচ্ছামত মার খায় আর Smackdown এ Ambrose এর কাছে হেরে যায় Trick Or Street ম্যাচে।

◘ কিন্তু WWE এর এক সূত্র জানিয়েছে, Cesaro কে কোন প্রকার শাস্তিই দেয়া হবে না বা হয়নি। 

◘ যদিও WWE বিষয়টি এড়িয়ে যাচ্ছে কিন্তু পরিস্কার বুঝা যাচ্ছে Cesaro বিশাল ভুল করেছে কোম্পানির দুই বড় স্টারকে নিয়ে কমেন্ট করে।


Orton-Cena কে নিয়ে মন্তব্য করায় হুমকির মুখে Cesaro'র WWE ক্যারিয়ার।


1. John Cena ইতিহাসের হয়ত ২য় রেসলার হতে যাচ্ছেন যিনি ৩ বার Royal Rumble উইনার হবেন। তবে মজার ব্যাপার হলো, যদি তিনি জিতেন তিনি হিল টার্ন নিবেন এবং Roman Reigns এর সাথে ফিউড করবেন।

2. Elimination Chamber পিপিভি সম্পুর্ন বাদ দিয়ে স্টিপুলেশন হিসেবে রাখতে চায় Authority. এর বদলে Fast Lane নামক পিপিভি করতে পারে

3. Cesaro কে আপাতত মিড কার্ডে রাখা হতে পারে।

4. Ryback কে সেই আবারো ২০১২ সালের "Feed Me More" গিমিকে দেওয়া হয়েছে। তাকে পুশ দিতেই এটি করা হয়েছে। শুধু তাই নয় শোনা যাচ্ছে তার সাথে আরো দুইজন রেসলার কে ঢুকিয়ে একটা ডমিনেন্স স্ট্যাবল করা হতে পারে।

5. শেমাস এর সাথে ফিউড শেষ হওয়ার পর Ryback এবং রুসেফ এর মধ্যে একটা Feud হবে । 

6. Dolph Ziggler ডিসেম্বরের TLC পিপিভি Intercontinental চ্যাম্পিয়ন থাকবেন এবং Bad News Barrett এর কাছে হারবেন।

7. WWE এর পরবর্তী ইউরোপিয়ান ট্যুর এ অনুপস্থিত থাকবেন Ramdy Orton. তার সিনেমার কাজে সেইসময় ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

8. Darren Young কে নতুন গিমিকে অচিরেই দেখা যাবে।

9. Royal Rumble এ Stardust আবার Cody Rhodes রূপে ফিরে আসবেন


10. গোল্ড ডাস্ট এর সাথে wwe এর কন্ট্রাক্ট শেষ এর পথে । Royal Rumble এর পর তাকে আর রিং এ নাও দেখা যেতে পারে ।

◘ রিটার্ন নিউজ:- 

☆ আন্ডারটেকার এই রেসলমেনিয়াতে রিটার্ন করতে পারেন । গুজব শোনা যাচ্ছে যে তিনি আবার নিয়মিত জিম করা শুরু করে দিয়েছেন । তবে এই রেসলমেনিয়াই হবে তার শেষ ম্যাচ । তিনি ব্রক লেসনার এর সাথে ম্যাচ খেলে অফিসিয়ালি রিটায়ার্ড করতে পারেন ।

☆ December এ রিটার্ন করতে পারেন "Hall of Fame" Bret "The Hitman" Hart। 


☆ ক্রিস জেরিকো রয়াল রাম্বলে রিটার্ণ করবেন ।

☆ RVD রয়াল রাম্বলে রিটার্ন করতে পারেন । তবে এখন পর্যন্ত তিনি WWE এর সাথে নতুন করে কোন চুক্তি করেননি ।

☆ TNA এর সাথে জেফ হার্ডির কন্ট্রাক্ট এখন ও শেষ হয়নি । তাই এই বছর জেফ কে  WWE তে দেখার সম্ভাবনা নেই ।


☆ ডাডলি বয়েজ অর্থাৎ Team 3D এর সাথে WWE নতুন একটি চুক্তি করতে আগ্রহী । শিগ্রই তারা WWE তে রিটার্ন করতে পারেন ।




Credit : Atik Shahrear Ananto, Cris_jericholic

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

F4Wonline.com এর মতে, গতকাল হতেই Randy Orton WWE Studios’র নতুন প্রজেক্ট "The Condemned 2" মুভির শুটিং শুরু করেছে। শোনা যাচ্ছে, WWE তাকে নিয়ে একটি স্টোরিলাইন তৈরী করছে যেখানে সে ইঞ্জুরীতে পড়বে এবং সেই সুযোগে কয়েকদিনের জন্য WWE ত্যাগ করবে (এইটা ঠিক তেমন স্টোরিলাইন যা Dean Ambrose এর ক্ষেত্রেও হয়েছিল যখন Ambrose মুভির শুটিং-এ ব্যস্ত ছিল)। Orton ২-১১ নভেম্বর পর্যন্ত শুটিং করবে, যার ফলে এই সপ্তাহ/আগামী সপ্তাহের RAW তেই তার এই ইঞ্জুরীর ঘটনা সংঘটিত হবে।

তবে সে Survivor Series এর আগেই ফিরে আসবে এবং সারপ্রাইজ মেম্বার হিসেবে Team Cena-তে যোগ দিতে পারে।


Credit : #ViρεrRαγαn

Randy Orton এর স্টোরিলাইন ইঞ্জুরী্‌...খেলতে পারেন টিম সিনার হয়ে।