• Yes!Yes!Yes...! "Daniel Bryan"কিছু ডাক্তার দ্বারা মেডিকালি ক্লিয়ার্ড ঘোষিত হয়েছে। তিনি খুব শীঘ্রই রিং য়ে ব্যাক করতে যাচ্ছেন। কারণ মেডিকালি ক্লিয়ার নাকি সেটা "WWE" অফিসিয়ালরা চ্যাক করেছেন😊। 

WWE-"Daniel Bryan"কে রিং একশনে ব্যাক করাতে চাচ্ছেন। আর "Daniel Bryan"ও রিংএকশনে রিটার্ন করতে ইচ্ছুক😍। তিনি টুইত করেছেন-"There was a time when WWE wouldn't let @RealKurtAngle compete."। 
অর্থাৎ Kurt Angle ও একসময় মেডিকালি ক্লিয়ার্ড না হওয়ায় তাকে WWE-Ring একশনে রিটার্ন করান নি। তবে সে এখন রিং য়ে ব্যাক করেছেন। বুঝতেই পারছেন Daniel কি বুঝিয়েছে...😍


• Cm Punk Dana White এর সাথে এক সাক্ষাতকারে যাচ্ছেন UFC এর ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য :)



• এক সাম্প্রতিক ইন্টার্ভিউ তে WWE/TNA Hall of Famer, Kurt Angle, Dean Ambrose আর Seth Rollins এর সাথে টিম আপ করে The Miz, Miztourage, Kane, Braun Strowman এর বিপক্ষে ম্যাচ এ কমপিট করা নিয়ে মন্তব্য করেছেন।

তার ভাষ্যমতে, তিনি কখনো ভাবে নি যে তার রিটার্নিং ম্যাচ তিনি The Shield এর মতো পপুলার ফ্যাকশন এর অংশ হয়ে খেলবেন। তিনি The Shield এরও ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে The Shield, ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি স্ট্যাবল। তিনি The Shield এর ফ্যান ছিলেন যখন থেকে The Shield, NXT তে ছিলো। এমনকি তিনি এই স্ট্যবল টিকে "Legendary " বলে আখ্যায়িত করেছেন।

WWE নিউজ আপডেট, ০১/১২/২০১৭


আজকে একটু ভিন্ন অথচ জানা দরকার এমন টপিক নিয়ে আলোচনা করব। আমার দেখামতে কমিউনিটিতে সবাই প্রায় NJPW নিয়ে লিখে, আমিও লিখি, তবে আজ ভিন্ন কিছু লিখার ইচ্ছা হলো, আমেরিকা আর জাপানের পর মেক্সিকোই হয়ত আরেক ক্ষেত্র প্রো-রেস্লিং এর। পুরো বিশ্বে আমেরিকা,জাপান,কানাডা,অস্ট্রেলিয়া,মেক্সিকোর থেকে অনেক রেস্লার আসেন।

তাদের মধ্যে আবার আলাদা জৌলুশ লক্ষ্য করা যায়। এই যেমন আমেরিকান রেস্লাররা আকর্ষণীয় বডি আর গ্লেমের উপর থাকেন। জাপানীজরা সিক্স প্যাকওয়ালা না হলেও তাদের চুল,ড্রেস-আপ আর রেস্লিং কারিশমায় বুঝা যায় তারা জাপানীজ, কানাডিয়ানরা উজ্জ্বল বর্নের সাথে অসাধারন মাইক স্কিল,কারিশমা আর রিং এবিলিটি, আর মেক্সিকোর রেস্লারদের কিভাবে চিনবেন?? খুব সিম্পল, তারা লুচা লিব্রের নিয়মানুযায়ী মুখোশ বা মাস্ক পরিধান করে। এর পিছনেও তাদের একটা ঐতিহ্য কাজ করে, এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে মেক্সিকোর রেস্লাররা বেশীরভাগ-ই লাইটওয়েট আর হাই ফ্লাইং। তারা বরাবরেই লাইটওয়েটদের গুরুত্ব দেন। আর এইজন্যেই আগে বলেছিলাম, আমেরিকান রেস্লিং বিজনেস পলিসির সাথে জাপানীজ কিংবা অন্য কোন প্রমোশনের বিজনেসের কোন মিল নেই। কেননা, আমেরিকানরা আজিবন-ই বিশালদেহীদের বেশী সমর্থন দিয়ে এসেছে। আজও দিয়ে যাচ্ছে, তবে এখন রেস্লিং বলতেই ভারী দেহর বিশালাকার দৈত্যদের বুঝায় না। এখন প্রো-রেস্লিং এ ট্যক্নিক্যাল এবিলিটি,রিং এবিলিটি,কারিশমা ইত্যাদি দিক দেখা হয় যার কারনে রেস্লিং এখন শুধু শরীর আর শক্তি দেখানোর খেলায় পড়ে না। 

যাইহোক, আমার মুল প্রসংগ ছিলো একটা, কিন্তু কথার মারপ্যাচে অনেক বড় করে ফেলেছি ভুমিকাটা, নিজ গুনে মাফ করবেন। 

• Lucha Libre :

Lucha Libre (লুচা লিব্রে) আভিধানিক ইংরেজী শব্দ হচ্ছে Free Style(ফ্রী স্টাইল) রেস্লিং বা মুক্ত রেস্লিং। 

এই মুক্ত রেস্লিংটি মুলত প্রচলিত হয়েছিলো অনেক আগে আর অলিম্পিক ইভেন্ট আমেচার রেস্লিং-ই মুলত ফ্রী স্টাইল রেস্লিং ছিলো।Ameture আমেচার রেস্লিংয়ে Greco Roman Wrestling (গ্রিক রোমান) নামের একটি রেস্লিং এর নিয়ম ছিলো, এখানে সেটা নেই। এই পার্থক্য লুচা লিব্রে আর আমেচার ফ্রী স্টাইল রেস্লিং এর। 

(উল্লেখ্যঃ Greco Roman or Flat hand Wrestling টি ইটালিতে আবির্ভাব হয়েছিলো, এবং একি সাথে এটি একটি প্রো-রেস্লিং স্টাইল,১৮৯৬ সালে অলিম্পিকে প্রথমবারের মত এটি উপর প্রতিযোগিতামুলক ইভেন্ট শুরু হয় এবং ১৯০৮ অব্দি বলবৎ থাকে। ২জন রেস্লার শুরু করবেন ম্যাচটি এবং ২,৩মিনিত স্থায়ী হয়। পিন ফলে হারানো যায় তবে ফ্রী-স্টাইল এট্যাক এখানে বৈধ না। সময় হলে আরেকদিন বিস্তারিত আলোচনা করব) 

মেক্সিকান রেস্লিং বললেই আমাদের চোখে ভাসে রঙবেরঙ এর মাস্ক পরিহিত রেস্লার। যারা সুপারম্যানের মত হাই ফ্লাইং মুভ ইউজ করে। মুলত মেক্সিকান রেস্লিং এর ব্যাসিক হলো এই দুটো, ১) মাস্ক ২) হাই ফ্লাইং এবিলিটি। তারা তাদের মাস্ক কেই রেস্লিং এ তাদের নিজস্ব সম্পদ মনে করে। এমনকি কিছু কিছু ম্যাচে স্টিপুলেশন জুড়ে দেওয়া হয় যে যেই হারবে তার মাস্ক খুলে ফেলতে হবে (Mask vs Mask Match) ।

তাহলে বুঝায় যাচ্ছে তারা মাস্ক কে কতটা প্রাইয়োরেটি দেয় তাদের রেস্লিং এ। আরেকটি দিক হলো, তাদের বেশীরভাগ রেস্লার-ই লাইটওয়েট। যার কারনে লুচার নিয়ম অনুযায়ী মাস্ক আর হাই ফ্লাইং ম্যানুয়েভর তাদের সাথে সহজেই খাপ-খাওয়াই। এছাড়াও তাদের ওইমেন্স সেকশনটাও অনেক ভালো, ওইমেন্সরাও মাস্ক পড়ে রেস্লিং করে।

লুচা লিব্রেতে আরেকটা দিক হচ্ছে তারা ট্যাগটিম স্পেশালিষ্ট দের প্রাইয়োরেটি দেয় ভালো, এছাড়াও তিনজন মিলে কোন টিম করলে তারা সেটাকে Trios নামে ডাকে। লুছা লিব্রের রেস্লারদের Luchadores (লুচাডোরাস) নামে সম্বোধন করা হয়। যেটা ইংরেজীতে রেস্লার নামেই সম্বোধন হয়।

• History of Lucha libre :

লিচা লিব্রে বা মেক্সিকান প্রো-রেস্লিং ১৮৬৩ সালে প্রথম মেক্সিকান রেস্লার Enrique Ugartechea সর্বপ্রথম Ameture and Greco Roman Wrestling (গ্রিকো রেস্লিং) থেকে আলাদা করে রুপ দান করে প্রতিষ্ঠা করেন।(কোম্পানী না, লুচা লিব্রে রেস্লিং প্রতিষ্ঠা বা আবিষ্কার করেন)

১৯০০ এর পর প্রো-রেস্লিং তখন আস্তে আস্তে মেক্সিকোতে প্রচলিত হচ্ছে এমন সময় ১৯৩৩ সালে Salvador Lutteroth প্রথম Empresa Mexicana de Lucha Libre(Mexican Wrestling Enterprise) প্রতিষ্ঠা করেন। এরপর মেক্সিকানরা অনেকেই প্রো-রেস্লিং এ ঝুকে পড়েন। তবে ১৯৫০ এর আগ পর্যন্ত বিষয়টি পুরো মেক্সিকোতে/ওয়াল্ডে ছড়ায় নি। এরপর পর টিভি টেলিকাস্ট করা হলে সবাই আলাদা অন্যরকমম একটি প্রো-রেস্লিং জেনরি আবিষ্কার করেন।

এর ভিতরকার একটি ঘটনা বলি, ১৯৪২ সালে El Santo(The saint) নামের Silver Masked রেস্লার প্রথম বারের মত অফিশিয়ালি দর্শকদের সামনে ৮জনের ব্যাটল রয়াল জিতেন। ম্যাচটির পর মেক্সিকো বাসীরর কাছে সে রীতিমত একটি আইডলে পরিনত হয়। একমাত্র লুচাডর রেস্লার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। সে পাচ যুগেরও বেশীসময় রেস্লিং এ যুক্ত ছিলো। মুলত সেই ছিলো প্রথম মেক্সিকান লুচাডোর নায়ক। এরপর আরো একজন লিজেন্ডের নাম এসে যায় যাকে ছাড়াও মেক্সিকান রেস্লিং এতোদুর পৌছাতে পারত না। Gory Guerrero হচ্ছেন আরেক কিংবদন্তি যিনি বিভিন্ন মুভ আর সাবমিশন হোলদ আবিষ্কার করেন আর সেগুলো ডেভলোপ করেন। তার অন্যতম ফিউড/রাইভল ছিলো আরেক মেক্সিকান লিজেন্ড Mil Máscaras যাকে Man of thousand mask নামে উপাধি দেওয়া হয়েছিল। Mil Máscaras একমাত্র ব্যাক্তি যিনি লুচা লিব্রেতে হাই ফ্লাইং রেস্লিং মুভস গুলো ডেভ্লোপ আর জনপ্রিয় করেন।


• Style of Lucha llibre Wrestling :

লুচা লিব্রের রেস্লিং স্টাইলটি অন্যতম জনপ্রিয় স্টাইল যা মুলত ফ্রী হ্যান্ড/আমেচার হাই ফ্লাইং রেস্লিং এর সম্মিলিত রুপ। লুচাডোরাস বার লুচা লিব্রের রেস্লাররা হার্ড স্ট্রাইক্স আর ট্যক্নিক্যালি হাই ফ্লাইং এবিলিটির জন্য বিখ্যাত। এছাড়াও তাদের সাবমিশন হোলগুলোতেও রয়েছে বৈচিত্র‍্য।

আগেই বলেছি মেক্সিকানরা লাইটওয়েটদের বেশী প্রাধান্য দিয়ে থাকে তাদের ব্যাসিক ১)মাস্ক ২) হাই ফ্লাইং এর জন্য। তাই লাইটওয়েটদের কোন স্বর্গক্ষত্র যদি মানা হয় তবে সেটা নিঃসন্দেহে লুচা লিব্রে। তারা মুলত এরিয়েল ম্যানুয়েভর+হাই ফ্লাইং+সাবিমিশন গ্রেপল ইত্যাদি দিয়ে রিং-এ পারফম করে।আরেকটা উল্লেখ যোগ্য দিক হচ্ছে Graduation System জাপানীজদের মতো(Mixed Martial Arts এও আছে) তারাও গ্রেডুয়েশন সিস্টেম বা শ্রেনীবিভাগ অনুযায়ী রেস্লারদের বিভিন্ন শ্রেনী/সেকশনে অন্তরভুক্ত করে। এরপর নিজেদের ঝালিয়ে আস্তে আস্তে তারা তাদের ওয়েটক্লাস পাশ করে।

আগেই উল্লেখ করেছি তারা তাদের ট্যাগটিম স্পেশালিষ্টদের জন্য আলাদা কিছি ম্যাচ আর স্টিপুলেশন যুক্ত করে। যার মধ্যে একটি হলো Trios Match এই ম্যাচের নিয়ম হচ্ছে, একটি ট্যাগটিমের তিনজন মেম্বার থাকবে, তাদের মধ্যে একজন ক্যাপ্টেইন নির্বাচিত হবে। ম্যাচ শুরু করবে। অন্যদলের ক্যাপ্টিনকে বা বাকী দুই মেম্বারকে পিন করলেই ম্যাচ জিতা যায়। এছাড়াও কোন অনিয়মে রেফারি পানিশমেন্ট দিতে পারবেন। আর এগ্রেসিভ বিবেচনা করে রেফারি দুই দলে যেকোন একটিকে জয়ি ঘোষনা করতে পারবেন। ম্যাচে যদি কোন দলের একজন নক-আউট হয় তবে অন্যজন এন্টার করে ম্যাচ চালিয়ে যেতে পারবে। 

এছাড়াও Two Tag and Four on Four ম্যাচ প্রচলিত আছে।


• Promotion's using Libre Rules :

Australia, Mexico, Colombia, UK, USA তে অনেক লুচা লিব্রে প্রমোশন আছে। নিচে দেওয়া হলো-

Australia 
Lucha Fantastica

Colombia 
Society Action Wrestling (SAW)

Mexico
Consejo Mundial de Lucha Libre (CMLL)
Lucha Libre AAA World Wide (AAA)
International Wrestling Revolution Group (IWRG)
Universal Wrestling Association (defunct)
World Wrestling Association (Promociones Mora)

Japan
Michinoku Pro Wrestling
Osaka Pro Wrestling
Toryumon / Dragon Gate
Universal Lucha Libre (defunct)
United Kingdom 
Lucha Britannia
Lucha Libre World

United States
Chikara
Incredibly Strange Wrestling
Invasion Mundial de Lucha Libre
Lucha Libre USA
Lucha VaVOOM
Lucha Underground
Puerto Rico

World Wrestling Council (WWC)
International Wrestling Association (IWA) (defunct)
World Wrestling League (WWL)

আজ এই পর্যন্তই, পরেরবার লুচা লিব্রের ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।

• লেখক ঃ Mohammad Shagor Islam

ম্যাক্সিকান প্রো রেসলিং তথা Lucha Libre


• Dave Meltzer এর মতে, Royal Rumble 2018 এ Brock Lesnar তার Universal Title ডিফেন্ড করবে না..! অর্থাৎ এটা অনিশ্চিত যে, Royal Rumble এ Brock তার টাইটেল আদৌ ডিফেন্ড করবেন কি না!! 👎


• টুইটারে "Broken" Matt Hardy এর জন্য ইতোমধ্যে নতুন সিম সং বানানোর আভাস দিয়েছে , গত Raw তে Bray Wyatt এর কাছে হারার পর Matt Hardy ব্যকস্টেজ এ গিয়ে Matt Hardy হতাশাগ্রস্থ হওয়ার আচরণ করে যা ছিলো তার "Broken" গিমিক এর বৈশিষ্ট্য :)


• Next Week Raw তে The Bar VS Seth Rollins & Dean Ambrose For The Raw Tag Team Title ম্যাচ সেট করা হয়েছে।


• গত Raw তে Reigns এর IC Championship ওপেন চ্যালেঞ্জার ছিলেন Elias Samson..! এটি WWE তে তার খেলা প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল 👍

নিজের ক্যারিয়ারের প্রথম টাইটেল শটে নিরাশ করেননি Elias! তার গতানুগতিক পারফর্মেন্স এর চাইতে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। একের পর এক দারুণ সব মুভস ইউজ করেছেন এই ম্যাচে যা তার আগের ম্যাচগুলোতে দেখা যায়নি।পুরো ম্যাচেই বেশ ডমিনেট করেছিলেন তিনি। ১৪ মিনিট ৪৩ সেকেন্ডের এই নাতিদীর্ঘ ম্যাচে Spear হিট করে Reigns হারান Elias কে!! সর্বোপরি বলা যায় IC টাইটেলের এই প্রথম ওপেন চ্যালেঞ্জ ম্যাচটি ততটা ভালো না হলেও মোটামুটি ভালোই ছিল! উল্লেখ্য এই ম্যাচে রোমান রেইন্স ফ্যানদের কাছ থেকে চিয়ার পেয়েছেন।


• গত Raw তে হওয়া Asuka vs. Dana Brooke ম্যাচটি ইতিহাসের সমচেয়ে স্বল্পস্থায়ী Women's Match হওয়ার রেকর্ড আর্জন করে নেয়। এবং একই সাথে যৌথভাবে Chris Jericho and Jerry Lawler vs Tazz and Naked Mideon ম্যাচটির সাথে ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী রেসলিং ম্যাচ (পুরুষ এবং মহিলা উভয়ই) হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটির স্থায়ীত্বকাল ছিল মাত্র তিন সেকেন্ড!


• The Flash নামক Show এর চলতি সিজনে পরবর্তী অতিথি হিসেবে উপস্থিত থাকছে WWE Legend The Iconic Goldberg!


• Rumor অনুযায়ী বলা যাচ্ছে Becky Lynch " The Marine 6: Close Quarters " Film এর জন্য কিছুদিন WWE TV এর বাইরে থাকবেন।


• Pro Wrestling Sheets নিশ্চিত করেছে, ব্রক লেসনার আসন্ন Elimination Chamber পে-পার-ভিউ তে আরও ৫ জন রেসলারের বিপক্ষে তার ইউনিভার্সাল চ্যাম্পিওনশীপ ডিফেন্ড করবেন।

অবশ্যই এটি হবে The Ten Miles Of Chain ক্ষ্যাত "Elimination Chamber" ম্যাচ। তবে বাকি ৫ জন কারা হতে পারেন সে বিষয়ে নিশ্চিত ভাবে এখনি কিছু বলা যাচ্ছে না।

• Drew Mclntyre সম্প্রতি একটি Tweet এর মাধ্যমে জানান তিনি তার ইঞ্জুরি কাটিয়ে ২০১৮ সালের এপ্রিল মাসে ফিরবেন।


• Angelina Love VS Tenille ম্যাচটি হবে Wrestlepro এর ইতিহাসে সর্বপ্রথম Women Main Event ম্যাচ। Show টি ভারতীয় উপমহাদেশের সময় অনুযায়ী ২০১৮ এর ৪ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে।


• Wrestling Observer এর মতে Vince Sami কে একজন হিল হিসেবে গড়ে তুলবেন মাত্র , টপ সুপারস্টার না।

• Pro Wrestling Sheets এর প্রতিবেদন অনুযায়ী জানা যায় WWE ইতিহাসে ২০১৮ সালের Elimination Chamber এ সর্বপ্রথম Women Elimination Chamber Match অনুষ্ঠিত হবে।

WWE সামনের বছর Elimination Chamber PPV তে Women’s Elimination Chamber Match অনুষ্ঠিত করার চিন্তাভাবনা করছে।


• সম্প্রতি Kane এক সাক্ষাতকারে জানান WWE History এ Braun Strowman হবেন One Of The Greatest Big Man!

• আজকের Smackdown এ Ruby Riot, Liv Morgan & Sarah Logan vs Charlotte, Natalya & Naomi এর ম্যাচ সেট করেছে Smackdown এর Commissioner Shane McMahon. Raw এ যা হয়েছিল তাই আবার হবে মনে হচ্ছে 😏


GFW Impact! যদি আর আপিল না করে, তবে ২০১৮'র জানুয়ারি থেকে Legally "Broken" Gimmick এর মালিক হবেন ম্যাট হর্ডি |•| এর ফলাফল! WWE'র Creative টিম চাইলে ম্যাট হর্ডিকে Broken Matt হিসেবে বুক করতে পারবে!


• WWE থেকে রিলিজ পাওয়ার পর New Jersey তে ফেব্রুয়ারির ৩ তারিখে Emma প্রথমবারের মত রেসলিং করতে যাচ্ছে। ইন্ডি সার্কিটে তার রিং নেম হবে Tenille, যেটা তার আসল নাম।


• E&C Podcast এ Edge The Velveteen Dream এর প্রশংসা করে War Games এ Aleister Black এর সাথে তার ম্যাচের জন্য।

সে বলে, "আমি Velveteen Dream এর খুব বেশি কিছু দেখিনি কিন্তু আমি মাত্র তার এবং Aleister Black এর ম্যাচটি দেখেছি। ছেলেটি কতদিন ধরে কাজ করছে? ৩ বছর? ৩ বছরে সে যেখানে পৌছেছে তা খুব অসাধারণ। সে ইতিমধ্যেই একটি ক্যারেক্টার পেয়ে গিয়েছে এবং সে সেটির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তার মধ্যে Rick Rude এবং একজন রাজপুত্রের কিছু ভাব আছে এবং সেটা মজার। আমি সত্যিই তাদের ম্যাচটি উপভোগ করেছি। সেটি খুব মজাদার একটি ম্যাচ ছিল এবং আমার মনে হয়েছিল সেখানে অনেকগুলা ভাল false finishes ছিল। সে ভবিষ্যতে একজন বড় খেলোয়াড় হতে পারবে।"


• ২৬ বছর আগে অর্থাৎ ১৯৯১ সালের এই দিনে The Undertaker তার ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড টাইটেল জিতেছিলেন! ১৯৯১ সালের সেই Survivor Series পিপিভির মেইন ইভেন্ট করেছিলেন Taker...এবং সেই ম্যাচে Hulk Hogan কে হারিয়ে প্রথমবারের মত WWE Championship(তৎকালীন WWF World Championship) জিতেছিলেন The Undertaker 👏👏


• গতকাল WWE Superstar, The Bludgeon Brothers এর  Eric Rowan এর ৩৬ তম জন্মদিন ছিল।  🎂🎂

এছাড়াও গতকাল WWE এর প্রাক্তন রেসলার Summer Rae এর ৩৪তম জন্মদিন। Happy Birthday!
• লেখক : WWE 360, Siam Hossain, Jahid Hossain, Sabbir Rahman Leon।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ২৯/১১/২০১৭


আজকে আমরা যে প্রমোশনটিকে GFW নামে চিনি তা একসময় NWA:TNA নামে পরিচিত ছিলো। একসময় এই NWA:TNA রেসলিং প্রমশনটি খুবই জনপ্রিয় ছিলো। এটাকে Wwe এর পর দ্বিতীয় বৃহৎ রেসলিং প্রোমোশন হিসাবে ধরা হতো। বর্তমানে পেশাদার এই রেসলিং প্রোমোশনে আগের মতো সেই জনপ্রিয়তা না থাকলেও এটি US এর দ্বিতীয় বৃহৎ রেসলিং প্রোমোশন হিসাবেই টিকে রয়েছে। 

আজকে আমি এই রেসলিং প্রোমোশনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো। কিভাবে এই রেসলিং প্রোমোশনের যাত্রা শুরু হয়, বর্তমানে এর পরিস্থিতি এবং একে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এইসব নিয়েই আলোচনা করবো আজকের এই পোস্টে। তাহলে শুরু করা যাক, :)

GFW বা TNA -এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।


Is Batista Returning? :

সম্প্রতি Jim Ross এর পোডকাস্টে গেস্ট ছিলেন The Animal খ্যাত Batista! সেই পোডকাস্টে তিনি আবারোও WWE তে ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন ✌ এমনকি তিনি তার রিটার্নের ব্যাপারে ভিন্সের সাথেও যোগাযোগ করেছেন!! তিনি আরোও বলেছেন, WWE এর সবার সাথেই তার ভালো সম্পর্ক আছে এবং এটাও জানান যে তিনি কারোও উপর রাগ করে বা কোনো ধরণের সমস্যার কারণে WWE থেকে লিভ নেননি। বরং কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলেই লিভ নিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আবারোও রিটার্ন করবেন বলে জানান Batista.. 👏👏

শোনা যাচ্ছে যে, Batista Vince McMahon এর সাথে সাক্ষাতে বলেছেন যে WWE র সাথে তার সম্পর্ক সব সময় ভালো ছিলো। আর HHH সব সময় তার ভালো বন্ধু। আর এতে Vince. বুঝতে পেরেছেন যে, Batista আবার রিং এ ফিরার আগ্রহ পোষণ করেছেন।😃 আর তার নাকি HHH. এর সাথে একটা ম্যাচ খেলার ইচ্ছা আছে। আর সে নাকি রিং এ ফিরলে Full time job ই করবেন।

উল্লেখ্য, Batista হলো Longest Reigning WWE World Heavyweight Champion সে ২৮২ দিন টাইটেলটি নিজের অধীনে রেখেছে। ✌✌


• আজকের WWE Starrcade ইভেন্টে Jinder Mahal কে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছে AJ Styles. 


• আজ WWE এর Starrcade নামের একটি Live Event এ সকলকে শকিং করে দিয়ে নিজের ইন্জুরী শেষ করে রির্টান করেন "Jeff Hardy" । দর্শকরা উনাকে ভালই চিয়ার দেন । এছাড়াও আজকের WWE Starrcade ইভেন্টে উপস্থিত ছিল  The Rock 'n' Roll Express।

Starrcade একটি বৃহৎ আকারের SDLive লাইভ ইভেন্ট। এটি Greensboro, North Carolina তে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য WCW এর ফ্ল্যাগশিপ পিপিভি এর নাম ছিলো Starrcade.. নর্তমানে এর Lawsuit , WWE এর কাছে আছে।

WWE নিউজ আপডেট, ২৭/১১/২০১৭



• Finn Bálor, বুলেট ক্লাবের প্রতিষ্ঠাতা,৩ বারের সাবেক IWGP Junior Heavyweight Champion, ৬বারের IWGP Junior Heavyweight Tag Team Champion, Longest Reigning NXT Champion এবং WWE এর ইতিহাসের প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হয়ে ইঞ্জুরির কারনে তাকে ইউনিভার্সাল টাইটেল ছাড়তে হয়, এবং কালের পরিক্রমায় তা কেভিন ও গোল্ডবার্গ এর হাত ঘুরে এখন ব্রকের হাতে। আর সে শূন্য হাতে ঘুরে বেরায়।

• বেশ কিছু মাস আগে থেকে রুমর উঠছিল যে, ফিন তার ইউনিভার্সাল টাইটেল এর রিম্যাচ পাবে ব্রকের বিরুদ্ধে। আর এই কথা শুনার পর থেকেই BWC এর কিছু রেস্লিং লাভার মনে করে ফিন এই ম্যাচ ডিসার্ভ করে না, সে ক্রুজারওয়াইট, ব্রক তাকে মেরে ফেলবে, তার পাজরের হার ভেঙে ফেলবে ব্লা ব্লা ব্লা। আর কিছুদিন আগের রুমরে তো এটা শুনা যাচ্ছে যে Mr McMahon নিজেই নাকি আশা হারাচ্ছে এই ম্যাচের জন্য। যা কিছু মানুষ অন্ধ্যের মত বিশ্বাস করে লাফাচ্ছে খুশিতে।

• কেন তারা এমন মন্তব্য করছে?? ব্রকের ওজন ১৩০ কেজি আর ফিনের ৮৬ বলে? নাকি ব্রকের উচ্চতা ৬ফুট৩ আর ব্যালরের ৫ফুট ১১ বলে? হ্যা তাদের এইরকম লেইম মন্তব্য করার কারন এইটাই। কিন্তু তারা ভুলে গেছে ২০১৩ সালের সামারস্লামে Brock vs CM Punk একটি ম্যাচ হয়। ম্যাচটির স্থায়িত্বকাল ছিলো প্রায় ২৫ মিনিট এবং ম্যাচটি রেস্লিং বিশেষজ্ঞ Dave Meltzer 45★ দেন। এই ম্যাচটি দেখলেই বুঝবেন ম্যাচ জমাতে হেভিওয়েট vs হেভিওয়েট লাগে না। লাগে স্কিল, ভালো বুকিং এবং টপক্লাস বুকিং। যা CM Punk পেয়েছিলো ব্রকের বিরুদ্ধে।

• এখন অনেক Punk লাভার বলবে আমি ব্যালরকে কেন CM Punk এর সাথে মিলাচ্ছি। তাদের দুইজনের স্কিল নিয়ে আমরা তর্কে না যাই, কারন এই ম্যাচটা স্কিল না বরং এই ম্যাচের মূল টপিক্স হচ্ছে হেভিওয়েট vs So called Cruiserweight
CM PUNK এর উচ্চতা ফিন ব্যালর থেকে মাত্র ৩ইঞ্চি বেশি এবং ওজন ১৩ কেজি বেশি। আর এই শরীর নিয়েই Punk আমাদের একটি 4.5★ ম্যাচ ব্রকের সাথে উপহার দিয়েছিলো। তাহলে কেন পারবেনা ফিন ব্যালর?? ব্যালর বর্তমান রোস্ট্রার দের মাঝে অন্যতম সেরা ট্যালেন্টেড রেস্লার। ব্রকের এই ডিস্ট্রাক্টিভ, বিস্ট গিমিক থেকে একটু সরিয়ে তাকে ব্যালরের সামনে আনুন। দেখুন কম হলেও 4★ ম্যাচ পাবো আমরা।

• ব্যালরকে CM PUNK এর মত বুকিং দেন, ওইরকম স্টোরি লাইন দেন যা সে ব্রকের বিরুদ্ধে পেয়ে ছিলো। অবশ্যই ম্যাচ জমে ক্ষির হবে। PUNK vs Brock দেখেও যদি আপনার সন্দেহ থাকে যে ব্যালর পারবে না তাহলে সর্বশেষ সারভাইবার সিরিজে হওয়া AJ Styles vs Brock Lesnar ম্যাচটি আবার দেখুন, আশাকরি আপনার সব ভ্রান্ত ধারনা দূর হয়ে যাবে।
• লেখক ঃ Xohirul Badol

Finn Balor কি Brock এর সাথে ম্যাচ ডিসার্ভ করে?