TNA, আমাদের প্রায় সবারই এই সম্পর্কে জ্ঞান আছে। TNA এর পূর্নরূপ হচ্ছে "Total Nonstop Action"। এটা WWE এর মতই একটা রেসলিং কোম্পানি যেখানে বিভিন্ন রেসলাররা রেসলিং করেন। এখানে ক্লিক করে TNA এর সংক্ষিপ্ত ইতিহাস দেখে আসতে পারেন।


TNA স্থাপন করেছেন প্রাক্তন WWE সুপারস্টার Jeff Jarret এবং Jerry Jarret। তারা দুজনে মিলে ২০০২ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেন। তারপর থেকেই তারা এই কোম্পানিকে অনেক বড় করে তুলেছিলেন। কিছু সময় পূর্বেও এটি WWE এর পরেই স্থান পেত, যদিও বর্তমানে এই কোম্পানির অস্তিত্ব সঙ্কটের মুখে এবং AEW এর মতো প্রমোশন এর জায়গা নিয়ে নিয়েছে। সে যাই হোক, এই কোম্পানিতেও রেসলিং করেছেন বিখ্যাত সব রেসলাররা। আমরা উপভোগ করেছি সেরা সেরা সব ফিউড এবং ম্যাচ। TNA এর ইতিহাসেও রয়েছে সেরা সব রেসলার। আমি আপনাদের সামনে তুলে ধরব TNA ইতিহাসের সেরা সব রেসলারদের মধ্যে থেকে আমার মতে শ্রেষ্ঠ ১০ জনকে :




(১০) Kid Kash :


Kid Kash TNA এর অন্যতম সেরা রেসলার। তিনি TNA ছারাও ECW, WCW, WWE তে রেসলিং করেছেন। তিনি TNA এর আগে ECW তে রেসলিং করতেন যেখানে তিনি ১ বার ECW Television চ্যাম্পিয়ন হন। তারপরে তিনি কিছুদিন WCW তেও রেসলিং করেছেন।


তিনি ২০০২ সালে TNA তে ডেবিউ করেন। তিনি প্রথম থেকেই তার ট্যালেন্ট দিয়ে সকলকে মুগ্ধ করেন। তিনি AJ Styles, Jeff Hardy, Alex Shelly, James Storm এর সাথে দারুন সব ফিউড করেছেন। এই ফিউডগুলোর কারনেই তার পপুলারিটি বৃদ্ধি পায়। যদিও TNA তে তিনি তেমন পুশ পান নি। তিনি সেখানে ১ বার TNA X-ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছেন। এছারা ২ বার NWA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২০০৫ সালে TNA ছারেন। TNA ছারার পর WWE এর ECW Brand এর মেইন ইভেন্ট এ ইন্টারফেয়ার করেন। WWE এর স্বল্প ক্যারিয়ারে তিনি ১ বার WWE Cruiserweight চ্যাম্পিয়ন হন।




(৯) Abyss :


আমরা অনেকেই হয়ত তাকে চিনি। তিনি একজন হার্ডকোর রেসলার। তিনি একজন মাস্কড রেসলার, তাকে অনেকেটা Mankind এর মত দেখা যায়। তিনি TNA এর প্রথম দিকের রেসলার। TNA তৈরির পরেই তাকে সেখানে নেওয়া হয়। তিনি ২০০২ সালে TNA তে ডেবিউ করেন। তিনি সেখানে স্বাভাবিক ম্যাচ খেলেন। 


তিনি প্রথম বড় কোনো ফিউড এ জড়ান ২০০৪ সালে AJ Styles এর সাথে। তাদের দুজন কে মিলিয়ে NWA ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলানো হয়। যেখানে AJ & Abyss নতুন চ্যাম্পিয়ন হয়। অনেকটা টিম Hell No এর মত। তারা দুজনেই নিজের চ্যাম্পিয়নশিপ বলতে থাকে তাই তাদের মধ্যে ম্যাচ হয়। ম্যাচে Abyss জিতে এবং সে চ্যাম্পিয়নশিপ নিজের ক্ষমতায় রাখে। তিনি Jeff Hardy, Raven সহ আরও কয়েকজনের সাথে দারুন ফিউড করেন। তিনি ৪র্থ TNA ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং ২য় TNA গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন




(৮) Chris Sabin :


Chris Sabin একজন ট্যালেন্টেড রেসলার। তার ফাইটিং স্কিল অসাধারণ! তিনি ROH, NJPW, MCW, AJPW সহ আরও অনেক কোম্পানিতে রেসলিং করেছেন যেখানে তিনি অনেক কিছু অর্জন করেছেন , TNA তেও তার অনেক অর্জন রয়েছে।


তিনি TNA তে ২০০৩ সালে ডেবিউ করেন। তিনি ডেবিউর মাত্র ১ মাসের মধ্যেই X-ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে যান। এছারা ওই বছরেই TNA Super X-Cup টুর্নামেন্ট জিতেন। তিনি সেখান থেকেই বিভিন্ন শিরোপা অর্জন করতে থাকেন। তিনি এবং Alex Shelly ২০০৭ সালে Motor City Machine Gun টিম তৈরি করেন !


তারা TNA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়। তিনি TNA ক্যারিয়ারে ৮ বার TNA X-ডিভিশন চ্যাম্পিয়ন হন, যা সর্বোচ্চ বার কেউ হতে পেরেছেন। এছারা তিনি TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং কিছু টুর্নামেন্ট জিতেন। তিনি TNA এর ৬ষ্ঠ ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।




(৭) Austin Aries :


Austin Aries! একজন ট্যালেন্টেড রেসলার। তিনি WWE NXT তেও রেসলিং করেন। আমরা হয়ত সকলেই তাকে চিনি। এছারা তিনি Ring Of Honor (ROH) এও রেসলিং করেছেন। সে ROH এর একজন লেজেন্ড।


তিনি ২০০৫ সালে TNA তে ডেবিউ করেন। তার ডেবিউ একটু অন্যরকম ভাবে হয় :- TNA X-ডিভিশন চ্যাম্প Christopher Daniels এর ড্রিম অপনেন্ট নিয়ে একটা পোল হয় যেখান থেকে তিনি TNA তে সাইন করেন। সেখানে তিনি ২ বছর কাজ করে ২০০৭ সালে ROH এ ফিরে যান। তিনি ২০১১ সালে TNA তে ফিরে আেসেন এবং তার প্রথম ম্যাচেই X-ডিভিশন Showcase টুর্নামেন্ট এ Kid Kash & Jimmy Rave কে হারান। পরে তিনি X-ডিভিশন Showcase টুর্নামেন্ট জিতেন। 


TNA তে তার অর্জন হল:- ১ বার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, ৬ বার X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ এবং Bobby Roode এর সাথে ১ বার TNA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি Suicide গিমিকে যতজন রেসলিং করেছেন তার মধ্যে একজন।




(৬) Matt Hardy :


Matt Hardy হল Jeff Hardy এর আপন ভাই। Jeff এর সাথে সাথে তিনিও TNA এর একজন গ্রেটেস্ট রেসলার। তিনি ফরমার WWE এবং ECW সুপারস্টার। তিনি WWE তে ও অনেক কিছু অর্জন করেছেন!


তিনি ২০০৪ সালে TNA তে ডেবিউ করেন। তিনি তার ডেবিউ ম্যাচ Rob Van Dam এর বিপক্ষে খেলেন TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর ১ নাম্বার কন্টেন্ডার এর জন্য। যেখানে তিনি ম্যাচটি জিতেন এবং তার ভাই Jeff Hardy এর সাথে ম্যাচ পান! কিন্তু ম্যাচে Van Dam ইন্টারফেয়ার করে এবং সে ম্যাচটি হেরে যায়। ওই বছর সে AJ Styles এর সাথে দারুন একটা ফিউড করে। তিনি ওই বছরে TNA ছারেন। তিনি ২০১১ সালে রিটার্ন করেন। তারপর তিনি Samoa Joe, Mr Anderson, EC3 এর সাথে অসাধারণ সব ফিউড করেন। তিনি সেখানে হিল হিসাবে বেশি সময় ছিলেন। তিনি মোট দুইবার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন। এছারাও তিনি আরও কিছু চ্যাম্পিয়নশিপ জিতেন!




(৫) Jeff Hardy -


The Charismatic Jeff Hardy আমরা প্রায় সকলেই তাকে চিনি। তিনি একজন WWE সুপারস্টার হিসাবেও পরিচিত এবং ৩ বারের WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার রিং স্কিল আর মাইক স্কিল নিয়ে কি বলব। মাইক স্কিল যথেষ্ট ভালো আর ফাইট স্কিল অসাধারণ। সে রিস্ক নিতে অনেক পছন্দ করে, তিনি নিজের জীবনের রিস্ক নিয়ে আমাদের সুন্দর সব ম্যাচ উপহার দিয়েছেন। তার হাই ফ্লায়িং মুভ আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। তাকে যদি বলা হয় যে ৫ তলার সমান উচু থেকে লাফ দিতে, তিনি হয়ত তাই করবেন!


Jeff Hardy TNA তে ডেবিউ করেন ২০০৪ সালে যেখানে তিনি AJ Styles এর বিরুদ্ধে TNA X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ এর জন্য ম্যাচ খেলেন যা Kid Kash & Dallas এর ইন্টারফেয়ার এর জন্য নো কন্টেস্টে শেষ হয়। তিনি কিছুদিন পর Kevin Nash এবং Scott Hall এর সাহায্যে Jeff Jarret কে হারিয়ে NWA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। তারপর তিনি ২০০৬ সালে TNA থেকে লিভ নেয়। তিনি আবার ২০১০ সালে রিটার্ন করে। রিটার্ন এর পর তিনি ২০১০ সালে ২০০৩ সালের পর প্রথম হিল টার্ন করেন এবং Erick Bischoff & Hulk Hogan এর সাহায্যে তিনি প্রথমবারের মত TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। তিনি ছিলেন ৩ বারের TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তাছারা তিনি আরও কিছু চ্যাম্পিয়নশিপ জিতেন।




(৪) Sting -


The Icon Sting হলেন WCW Legend, WWE Legend, TNA Legend। তার সম্পর্কে আর কি বলব, অক্ষর হার মানবে। ইতিহাসে সবসময় সে স্মরনীয় হয়ে থাকবে। একজন সৎ মানুষের পাশাপাশি সে একজন গ্রেট রেসলার। সে সবসময় ফ্যানদের মন জয় করে রাখবে। তিনি WCW তে থাকতে সবার মন জয় করেছিলেন। তিনি WCW তে অনেক কিছু অর্জন করেছেন। সে WWE তেও কয়েকটি ম্যাচ খেলেছে, আর তার মধ্যেই কোটি কোটি ফ্যানের মন জয় করেছে। হয়েছেন WWE Hall Of Famer।


তিনি ২০০৩ সালে TNA তে ডেবিউ করেন, যেখানে তিনি Jeff Jarret এর সাথে AJ Styles & X-Pac কে হারান। তিনি ঐ বছরেই Jeff Jarret কে হারিয়ে হয়ে যান NWA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তারপর থেকেই তিনি তার স্কিল দিয়ে সকলকে মুগ্ধ করেন। তিনি Kurt Angle, AJ Styles সহ অনেকের সাথে অসাধারণ সব ফিউড এবং ম্যাচ আমাদের উপহার দেন। TNA তাকে ২০১২ সালে TNA Hall Of Fame এ ভূষিত করেন। Respect U Legend 😎




(৩) Kurt Angle -


Kurt Angle আমরা তাকে হয়ত সকলেই চিনি। তিনি প্রাক্তন WWE সুপারস্টার। তিনি একমাত্র Olympic Gold Medalist রেসলার। সর্বকালের সেরা রেসলারদের মধ্যে অন্যতম তিনি। ফাইট স্কিল, মাইক স্কিল সবদিক দিয়ে সেরা। তিনি ৫ বার WWF ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি WWE এর সবধরনের চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি WWE তে ১০ম ট্রিপল ক্রাউন & ৫ম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তিনি WWE ইতিহাসের অন্যতম সেরা রেসলার।


এই লেজেন্ড TNA তে Samoa Joe এর বিরুদ্ধে ২০০৬ সালে ডেবিউ করেন, ডেবিউর পর থেকেই তিনি তার পাওয়ার দেখাতে শুরু করেন। তিনি Cage, Samoa Joe, AJ Styles & Chris Harris এর বিরুদ্ধে এক ম্যাচে প্রথম বারের মত TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। তিনি সবচেয়ে বেশি বার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি মোট ৬ বার এই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছারাও তিনি আরও বিভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বিভিন্ন রেসলিং বিশেষজ্ঞদের মতে তিনিই TNA এর ইতিহাসের সেরা রেসলার। তিনি TNA তে ১০ বছর রেসলিং করেন এবং ২০১৬ সালে রেসলিং থেকে রিটায়ার্ড নেন 🙁।




(২) Samoa Joe -


সামোয়া জো হলেন ফর্মার NXT চ্যাম্পিয়ন। বড় দেহের এই রেসলারটি খেলেছেন সেরা সেরা সব ম্যচ। তিনি এই পর্যন্ত কয়েকটি ৫★ ম্যাচ খেলেছেন। সে ROH তে প্রাক্তন WWE সুপারস্টার CM Punk এর সাথেও একটি ৫★ ম্যাচ খেলেছেন।


তিনি ২০০৫ সালে TNA তে ডেবিউ করেন। তিনি তার ডেবিউ ম্যাচে আমেরিকান-ইন্ডিয়ান রেসলার Sanjay Dutt কে হারান। তিনি ঐ বছরেই AJ Styles কে হারিয়ে TNA X-Cup জিতেন। আরেকটি আশ্চর্যজনক কথা হল সে একাই একবার TNA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে! তিনি Kurt Angle এর সাথে অসাধারণ একটি ফিউড উপহার দিন। তিনি ১ বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, ৫ বার X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ সহ অনেক কিছু অর্জন করেছেন।




(১) AJ Styles -


The Phenomenal One খ্যাত AJ Styles বর্তমান WWE সুপারস্টার, আমরা এখন তাকে সবাই চিনি। তিনি WWE তে আসার পরে John Cena এর সাথে ফিউড করেছেন। তিনি ২০০৩ সালে TNA এ তে ডেবিউ করেন। তারপর থেকেই তিনি তার ট্যালেন্ট, কারিসমা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। অর্জন করেছেন অনেক কিছু। উপহার দিয়েছেন সেরা সব ফিউড এবং ম্যাচ, সেখানে তিনি হিল এবং ফেস উভয় হিসাবেই সফল।


জিতেছেন ২ বার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ৬ বার TNA X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ সহ মোট ১৯ টি চ্যাম্পিয়নশিপ। তিনিই প্রথম TNA ট্রিপল ক্রাউন & গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এছারাও তিনি অর্জন করেছেন আরও অনেক কিছু...। অর্জনের সাথে সাথে ফ্যান দের মনও জয় করেছেন। তিনি একজন TNA লেজেন্ড।তিনি ৩য় রেসলার হিসাবে ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হন।


আজকে এখানেই পোস্টের ইতি টানছি, পুরো পোস্ট পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ...।


• লেখক : Sabbir, WWE ৩৬০, রেসলিং বাংলা।

সেরা ১০ জন TNA রেসলার!

 

TNA, আমাদের প্রায় সবারই এই সম্পর্কে জ্ঞান আছে। TNA এর পূর্নরূপ হচ্ছে "Total Nonstop Action"। এটা WWE এর মতই একটা রেসলিং কোম্পানি যেখানে বিভিন্ন রেসলাররা রেসলিং করেন। এখানে ক্লিক করে TNA এর সংক্ষিপ্ত ইতিহাস দেখে আসতে পারেন।


TNA স্থাপন করেছেন প্রাক্তন WWE সুপারস্টার Jeff Jarret এবং Jerry Jarret। তারা দুজনে মিলে ২০০২ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেন। তারপর থেকেই তারা এই কোম্পানিকে অনেক বড় করে তুলেছিলেন। কিছু সময় পূর্বেও এটি WWE এর পরেই স্থান পেত, যদিও বর্তমানে এই কোম্পানির অস্তিত্ব সঙ্কটের মুখে এবং AEW এর মতো প্রমোশন এর জায়গা নিয়ে নিয়েছে। সে যাই হোক, এই কোম্পানিতেও রেসলিং করেছেন বিখ্যাত সব রেসলাররা। আমরা উপভোগ করেছি সেরা সেরা সব ফিউড এবং ম্যাচ। TNA এর ইতিহাসেও রয়েছে সেরা সব রেসলার। আমি আপনাদের সামনে তুলে ধরব TNA ইতিহাসের সেরা সব রেসলারদের মধ্যে থেকে আমার মতে শ্রেষ্ঠ ১০ জনকে :




(১০) Kid Kash :


Kid Kash TNA এর অন্যতম সেরা রেসলার। তিনি TNA ছারাও ECW, WCW, WWE তে রেসলিং করেছেন। তিনি TNA এর আগে ECW তে রেসলিং করতেন যেখানে তিনি ১ বার ECW Television চ্যাম্পিয়ন হন। তারপরে তিনি কিছুদিন WCW তেও রেসলিং করেছেন।


তিনি ২০০২ সালে TNA তে ডেবিউ করেন। তিনি প্রথম থেকেই তার ট্যালেন্ট দিয়ে সকলকে মুগ্ধ করেন। তিনি AJ Styles, Jeff Hardy, Alex Shelly, James Storm এর সাথে দারুন সব ফিউড করেছেন। এই ফিউডগুলোর কারনেই তার পপুলারিটি বৃদ্ধি পায়। যদিও TNA তে তিনি তেমন পুশ পান নি। তিনি সেখানে ১ বার TNA X-ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছেন। এছারা ২ বার NWA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২০০৫ সালে TNA ছারেন। TNA ছারার পর WWE এর ECW Brand এর মেইন ইভেন্ট এ ইন্টারফেয়ার করেন। WWE এর স্বল্প ক্যারিয়ারে তিনি ১ বার WWE Cruiserweight চ্যাম্পিয়ন হন।




(৯) Abyss :


আমরা অনেকেই হয়ত তাকে চিনি। তিনি একজন হার্ডকোর রেসলার। তিনি একজন মাস্কড রেসলার, তাকে অনেকেটা Mankind এর মত দেখা যায়। তিনি TNA এর প্রথম দিকের রেসলার। TNA তৈরির পরেই তাকে সেখানে নেওয়া হয়। তিনি ২০০২ সালে TNA তে ডেবিউ করেন। তিনি সেখানে স্বাভাবিক ম্যাচ খেলেন। 


তিনি প্রথম বড় কোনো ফিউড এ জড়ান ২০০৪ সালে AJ Styles এর সাথে। তাদের দুজন কে মিলিয়ে NWA ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলানো হয়। যেখানে AJ & Abyss নতুন চ্যাম্পিয়ন হয়। অনেকটা টিম Hell No এর মত। তারা দুজনেই নিজের চ্যাম্পিয়নশিপ বলতে থাকে তাই তাদের মধ্যে ম্যাচ হয়। ম্যাচে Abyss জিতে এবং সে চ্যাম্পিয়নশিপ নিজের ক্ষমতায় রাখে। তিনি Jeff Hardy, Raven সহ আরও কয়েকজনের সাথে দারুন ফিউড করেন। তিনি ৪র্থ TNA ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং ২য় TNA গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন




(৮) Chris Sabin :


Chris Sabin একজন ট্যালেন্টেড রেসলার। তার ফাইটিং স্কিল অসাধারণ! তিনি ROH, NJPW, MCW, AJPW সহ আরও অনেক কোম্পানিতে রেসলিং করেছেন যেখানে তিনি অনেক কিছু অর্জন করেছেন , TNA তেও তার অনেক অর্জন রয়েছে।


তিনি TNA তে ২০০৩ সালে ডেবিউ করেন। তিনি ডেবিউর মাত্র ১ মাসের মধ্যেই X-ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে যান। এছারা ওই বছরেই TNA Super X-Cup টুর্নামেন্ট জিতেন। তিনি সেখান থেকেই বিভিন্ন শিরোপা অর্জন করতে থাকেন। তিনি এবং Alex Shelly ২০০৭ সালে Motor City Machine Gun টিম তৈরি করেন !


তারা TNA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়। তিনি TNA ক্যারিয়ারে ৮ বার TNA X-ডিভিশন চ্যাম্পিয়ন হন, যা সর্বোচ্চ বার কেউ হতে পেরেছেন। এছারা তিনি TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং কিছু টুর্নামেন্ট জিতেন। তিনি TNA এর ৬ষ্ঠ ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।




(৭) Austin Aries :


Austin Aries! একজন ট্যালেন্টেড রেসলার। তিনি WWE NXT তেও রেসলিং করেন। আমরা হয়ত সকলেই তাকে চিনি। এছারা তিনি Ring Of Honor (ROH) এও রেসলিং করেছেন। সে ROH এর একজন লেজেন্ড।


তিনি ২০০৫ সালে TNA তে ডেবিউ করেন। তার ডেবিউ একটু অন্যরকম ভাবে হয় :- TNA X-ডিভিশন চ্যাম্প Christopher Daniels এর ড্রিম অপনেন্ট নিয়ে একটা পোল হয় যেখান থেকে তিনি TNA তে সাইন করেন। সেখানে তিনি ২ বছর কাজ করে ২০০৭ সালে ROH এ ফিরে যান। তিনি ২০১১ সালে TNA তে ফিরে আেসেন এবং তার প্রথম ম্যাচেই X-ডিভিশন Showcase টুর্নামেন্ট এ Kid Kash & Jimmy Rave কে হারান। পরে তিনি X-ডিভিশন Showcase টুর্নামেন্ট জিতেন। 


TNA তে তার অর্জন হল:- ১ বার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, ৬ বার X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ এবং Bobby Roode এর সাথে ১ বার TNA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি Suicide গিমিকে যতজন রেসলিং করেছেন তার মধ্যে একজন।




(৬) Matt Hardy :


Matt Hardy হল Jeff Hardy এর আপন ভাই। Jeff এর সাথে সাথে তিনিও TNA এর একজন গ্রেটেস্ট রেসলার। তিনি ফরমার WWE এবং ECW সুপারস্টার। তিনি WWE তে ও অনেক কিছু অর্জন করেছেন!


তিনি ২০০৪ সালে TNA তে ডেবিউ করেন। তিনি তার ডেবিউ ম্যাচ Rob Van Dam এর বিপক্ষে খেলেন TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর ১ নাম্বার কন্টেন্ডার এর জন্য। যেখানে তিনি ম্যাচটি জিতেন এবং তার ভাই Jeff Hardy এর সাথে ম্যাচ পান! কিন্তু ম্যাচে Van Dam ইন্টারফেয়ার করে এবং সে ম্যাচটি হেরে যায়। ওই বছর সে AJ Styles এর সাথে দারুন একটা ফিউড করে। তিনি ওই বছরে TNA ছারেন। তিনি ২০১১ সালে রিটার্ন করেন। তারপর তিনি Samoa Joe, Mr Anderson, EC3 এর সাথে অসাধারণ সব ফিউড করেন। তিনি সেখানে হিল হিসাবে বেশি সময় ছিলেন। তিনি মোট দুইবার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন। এছারাও তিনি আরও কিছু চ্যাম্পিয়নশিপ জিতেন!




(৫) Jeff Hardy -


The Charismatic Jeff Hardy আমরা প্রায় সকলেই তাকে চিনি। তিনি একজন WWE সুপারস্টার হিসাবেও পরিচিত এবং ৩ বারের WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার রিং স্কিল আর মাইক স্কিল নিয়ে কি বলব। মাইক স্কিল যথেষ্ট ভালো আর ফাইট স্কিল অসাধারণ। সে রিস্ক নিতে অনেক পছন্দ করে, তিনি নিজের জীবনের রিস্ক নিয়ে আমাদের সুন্দর সব ম্যাচ উপহার দিয়েছেন। তার হাই ফ্লায়িং মুভ আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। তাকে যদি বলা হয় যে ৫ তলার সমান উচু থেকে লাফ দিতে, তিনি হয়ত তাই করবেন!


Jeff Hardy TNA তে ডেবিউ করেন ২০০৪ সালে যেখানে তিনি AJ Styles এর বিরুদ্ধে TNA X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ এর জন্য ম্যাচ খেলেন যা Kid Kash & Dallas এর ইন্টারফেয়ার এর জন্য নো কন্টেস্টে শেষ হয়। তিনি কিছুদিন পর Kevin Nash এবং Scott Hall এর সাহায্যে Jeff Jarret কে হারিয়ে NWA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। তারপর তিনি ২০০৬ সালে TNA থেকে লিভ নেয়। তিনি আবার ২০১০ সালে রিটার্ন করে। রিটার্ন এর পর তিনি ২০১০ সালে ২০০৩ সালের পর প্রথম হিল টার্ন করেন এবং Erick Bischoff & Hulk Hogan এর সাহায্যে তিনি প্রথমবারের মত TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। তিনি ছিলেন ৩ বারের TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তাছারা তিনি আরও কিছু চ্যাম্পিয়নশিপ জিতেন।




(৪) Sting -


The Icon Sting হলেন WCW Legend, WWE Legend, TNA Legend। তার সম্পর্কে আর কি বলব, অক্ষর হার মানবে। ইতিহাসে সবসময় সে স্মরনীয় হয়ে থাকবে। একজন সৎ মানুষের পাশাপাশি সে একজন গ্রেট রেসলার। সে সবসময় ফ্যানদের মন জয় করে রাখবে। তিনি WCW তে থাকতে সবার মন জয় করেছিলেন। তিনি WCW তে অনেক কিছু অর্জন করেছেন। সে WWE তেও কয়েকটি ম্যাচ খেলেছে, আর তার মধ্যেই কোটি কোটি ফ্যানের মন জয় করেছে। হয়েছেন WWE Hall Of Famer।


তিনি ২০০৩ সালে TNA তে ডেবিউ করেন, যেখানে তিনি Jeff Jarret এর সাথে AJ Styles & X-Pac কে হারান। তিনি ঐ বছরেই Jeff Jarret কে হারিয়ে হয়ে যান NWA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তারপর থেকেই তিনি তার স্কিল দিয়ে সকলকে মুগ্ধ করেন। তিনি Kurt Angle, AJ Styles সহ অনেকের সাথে অসাধারণ সব ফিউড এবং ম্যাচ আমাদের উপহার দেন। TNA তাকে ২০১২ সালে TNA Hall Of Fame এ ভূষিত করেন। Respect U Legend 😎




(৩) Kurt Angle -


Kurt Angle আমরা তাকে হয়ত সকলেই চিনি। তিনি প্রাক্তন WWE সুপারস্টার। তিনি একমাত্র Olympic Gold Medalist রেসলার। সর্বকালের সেরা রেসলারদের মধ্যে অন্যতম তিনি। ফাইট স্কিল, মাইক স্কিল সবদিক দিয়ে সেরা। তিনি ৫ বার WWF ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি WWE এর সবধরনের চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি WWE তে ১০ম ট্রিপল ক্রাউন & ৫ম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তিনি WWE ইতিহাসের অন্যতম সেরা রেসলার।


এই লেজেন্ড TNA তে Samoa Joe এর বিরুদ্ধে ২০০৬ সালে ডেবিউ করেন, ডেবিউর পর থেকেই তিনি তার পাওয়ার দেখাতে শুরু করেন। তিনি Cage, Samoa Joe, AJ Styles & Chris Harris এর বিরুদ্ধে এক ম্যাচে প্রথম বারের মত TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। তিনি সবচেয়ে বেশি বার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি মোট ৬ বার এই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছারাও তিনি আরও বিভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বিভিন্ন রেসলিং বিশেষজ্ঞদের মতে তিনিই TNA এর ইতিহাসের সেরা রেসলার। তিনি TNA তে ১০ বছর রেসলিং করেন এবং ২০১৬ সালে রেসলিং থেকে রিটায়ার্ড নেন 🙁।




(২) Samoa Joe -


সামোয়া জো হলেন ফর্মার NXT চ্যাম্পিয়ন। বড় দেহের এই রেসলারটি খেলেছেন সেরা সেরা সব ম্যচ। তিনি এই পর্যন্ত কয়েকটি ৫★ ম্যাচ খেলেছেন। সে ROH তে প্রাক্তন WWE সুপারস্টার CM Punk এর সাথেও একটি ৫★ ম্যাচ খেলেছেন।


তিনি ২০০৫ সালে TNA তে ডেবিউ করেন। তিনি তার ডেবিউ ম্যাচে আমেরিকান-ইন্ডিয়ান রেসলার Sanjay Dutt কে হারান। তিনি ঐ বছরেই AJ Styles কে হারিয়ে TNA X-Cup জিতেন। আরেকটি আশ্চর্যজনক কথা হল সে একাই একবার TNA ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে! তিনি Kurt Angle এর সাথে অসাধারণ একটি ফিউড উপহার দিন। তিনি ১ বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, ৫ বার X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ সহ অনেক কিছু অর্জন করেছেন।




(১) AJ Styles -


The Phenomenal One খ্যাত AJ Styles বর্তমান WWE সুপারস্টার, আমরা এখন তাকে সবাই চিনি। তিনি WWE তে আসার পরে John Cena এর সাথে ফিউড করেছেন। তিনি ২০০৩ সালে TNA এ তে ডেবিউ করেন। তারপর থেকেই তিনি তার ট্যালেন্ট, কারিসমা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। অর্জন করেছেন অনেক কিছু। উপহার দিয়েছেন সেরা সব ফিউড এবং ম্যাচ, সেখানে তিনি হিল এবং ফেস উভয় হিসাবেই সফল।


জিতেছেন ২ বার TNA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ৬ বার TNA X-ডিভিশন চ্যাম্পিয়নশিপ সহ মোট ১৯ টি চ্যাম্পিয়নশিপ। তিনিই প্রথম TNA ট্রিপল ক্রাউন & গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এছারাও তিনি অর্জন করেছেন আরও অনেক কিছু...। অর্জনের সাথে সাথে ফ্যান দের মনও জয় করেছেন। তিনি একজন TNA লেজেন্ড।তিনি ৩য় রেসলার হিসাবে ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হন।


আজকে এখানেই পোস্টের ইতি টানছি, পুরো পোস্ট পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ...।


• লেখক : Sabbir, WWE ৩৬০, রেসলিং বাংলা।

1 টি মন্তব্য:

কমেন্ট করার জন্য ধন্যবাদ!