কিছু ব্যাকস্টেজ সোর্সের অনুযায়ী Batista এর রেসলিং কেরিয়ার শেষ! 

কয়েকমাস আগে তিনি WWE লিভ করেছিলেন এবং বলেছিলেন নতুন মুভির কাজ শেষ হলে এবং বর্তমান স্ক্রিপ্ট-এ পরিবর্তন হলে তিনি তারাতারি ফিরে আসবেন বলে আশা করছেন। তবে তার রিসেন্ট ফিল্ম "Guardians of the Galaxy" সাকসেসফুল এবং Brockbuster হয়েছে।

সোর্স অনুযায়ী গোলমাল এখান থেকেই হয়েছে। কারন সেই মুভিটি হিট হওয়ার পরে Batista অনেক বড়ো পোডাকশন হাউজ থেকে আফার পেতে চলেছে তাই Batista এখন থেকেই তার ফিল্ম কেরিয়ারকে বেশী গুরুত্ত দিচ্ছেন। তাই এখন রেসলিং-এ রিটার্ন করে চোট লাগলে তার আক্টিং কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।

সেজন্য, হয়তো আমরা আর কোনদিনই দ্য অ্যানিম্যালকে দেখতে পাবোনা। আমি ভেবেছিলাম দ্য বিস্ট এর সঙ্গে দ্য অ্যানিম্যালএর খেলা দেখতে পাবো কিন্তু সেটা আর হলনা মনে হয়। মিস করবো এই বসকে...থাঙ্ক ইউ ব্যাতিস্তা। 

অন্যদিকে, পাঙ্ক কুইট করার পর একে একে WWE থেকে ডেল রিও, RVD & রাইব্যাক এবং এখন Batista চলে গেল...এবার দেখা যাক WWE তাদের ঘাটতি পুরন করতে পারে কিনা!! 


Credit : Arindam Biswas

Batista,WWE কে চিরবিদায় জানালেন, তার রেসলিং ক্যারিয়ার শেষ!


শেষপর্যন্ত দুইজন মেজর সুপারস্টার WWE ছেড়ে দিচ্ছে এবং তারা হল Ryback এবং RVD । 

এই সপ্তাহের পরই তারা চলে যাবে। কারন Ryback নাকি ইনজুরিতে ভুগছেন ! (ইনজুর কবে হল কে জানে) আর RVD তার Contract রিনিউ করতে চাননা । 

গত Raw তে Team Rybaxel ছিলনা। এরপরই Ryback তার টুইটারে (#‎The‬ big guy) টুইট করেন ঐরকম "কিছু দিন অফ নিচ্ছি কিছু পারসোনাল প্রবলেম মেটাতে । Ps sorry punk" । এর কিছুক্ষন পরই টুইটটি ডিলিট করাহয় যেমনটি Ryback তার সবটুইটের শেষে করে থাকে ! 

অপরদিকে ঐ Smackdown এ Seth এর সাথে ম্যাচটিই ছিল RVD এর শেষ ম্যাচ। কারন হিসাবে বলা হচ্ছে, RVD কে নাকি গূরুত্ত দেওয়া হচ্ছেনা এবং গতমাসে RVD নতুন ট্যালেন্টদের পুশ দেওয়া দিয়ে একটা বিতর্কিত কমেন্ট করেছিলেন । এবং গত Raw তিনি Cesaro এর কাছে হারেন যেটা ছিল Sheamus এর US Tittle এর No1 কন্টেন্ডার ম্যাচ। এরপরই RVD তার কন্ট্রাক্ট নাকি তৃতীয় বারের জন্য রিনিউ করতে চাননি । সুতার‪ Thank‬ u Ryback, অ্যান্ড Thank u RVD।

আমাদের সবাইকে উচিত এনাদেরকে রেস্পেক্ট করা কারন এরা WWE -কে এবং আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আশা করবো এদের ভবিষ্যৎ ভালোভাবে কাটবে। 

Credit : Arindam Biswas 

ব্রেকিং নিউজ: WWE ছেড়ে চলে যাচ্ছেন Ryback এবং RVD


◘ আজকের স্মাকডাউন শুরু হয় রোমান রেইন্স এর সঙ্গে ব্রে ওঅ্যাট -এর ম্যাচ দিয়ে।

♠ Roman Reigns vs. Bray Wyatt

সেখানে কয়েকজন ক্রাউড খুবই দুঃখিত ছিল কারন ব্রে আজকে তার আসার আগে জাগাটার নাম (Ontario) বলেনি।

♥ Winner: Roman Reigns by disqualification.

◘ ম্যাচ চলাকালীন রোয়ান এবং লিউক হারপার রোমানকে অ্যাটাক করে। এবং তারপর দ্য ওঅ্যাট ফ্যামিলি রেইন্সকে অ্যাটাক করতে থাকে যতক্ষণ না পর্যন্ত বিগ শো এবং মার্ক হেনরি তাকে এসে বাঁচায়।

♠ Rob Van Dam vs. Seth Rollins

♥ Winner: Seth Rollins


♠ Paige vs. Emma

♥ Winner: Paige

◘ ম্যাচের পরে AJ Lee, তার হাতে করে এক বাক্স চকলেট নিয়ে আসে। এই কারনে পেজ কান্ডিকে ইমার দিকে ছুরে মারে কিন্তু এজে সেটাকে কুড়িয়ে নিয়ে খেয়ে ফেলে -_- ।

◘ আজকের মেইন ইভেন্ট হিসাবে ঘোষণা করা হয় একটা সিক্স-ম্যান ম্যাচ।

♠ Jack Swagge vs. Rusev

বো-ড্যালাস আসে এবং স্বাগারকে ডিস্ট্রাক্ট করে, যার ফলে স্বাগার ম্যাচটা হেরে যায়।

♥ Winner: Rusev

◘ ম্যাচের পরে ড্যালাস, স্বাগারকে অ্যাটাক করে।


♠ Jey Uso vs. Stardust

♥ Winner: Jey Uso

◘ ম্যাচের পরে দুই ডাস্ট মিলে উসোসদেরকে মারতে থাকে।


♠ Sheamus vs. Damien Sandow (আবারও মিজ রূপে)

♥ Winner: Sheamus

◘ ম্যাচের পরে আসল মিজ শেমাসের কাছ থেকে পালায়, কিন্তু জিগ্লার আসে এবং তাকে আবার রিঙ্গে ঠেলে দেয়। কিন্তু ব্রোজ কিক দেওয়ার সময় মিজ বেঁচে যায় এবং ক্রাউডের মধ্যে থেকে বেঁচে পালায়।


♠ Roman Reigns, Big Show and Mark Henry vs. The Wyatt Family

♥ Winner: Roman Reigns, Big Show and Mark Henry.

◘ ম্যাচের পরে সকল ফেস মিলে পোজ দেয় এবং এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়।

$ 9.99 B|

☻WWE SmackDown রেজাল্ট (স্পইলটার), ২৭ আগস্ট ২০১৪

আজকের RAW শুরু হয় মাইকেল কোলকে দিয়ে। সে WWE-এর লেজেন্ডদেরকে রিঙ্গে ডাকে হল অফ ফেম ফরুমের জন্য। 
প্রথমে আসে মিস্টার ৯.৯৯, হাল্ক হোগেন এবং তিনি দর্শকদের কাছ থেকে অনেক চিয়ার পান। JBL মনে করিয়ে দেয় যে এই বিল্ডিংএই শন মাইকেল তাঁর প্রথম WWE চ্যাম্পিয়নশিপ জিতে। কোল আবার মনে করিয়ে দেয় যে কিভাবে সিনা তাঁর টাইটেলটা হেরেছিল এবং সে পরের Night of Champions -এ তাঁর রি-ম্যাচ পাবে। এরপর মাইকেল কোল HBK -শোধাই যে এইবারে সিনার জিতার চান্স কতটা? HBK জবাবে বলে, যে সিনার দ্বারা লেসনারকে হারানো সম্ভব নয় :p ।

এরপর হোগান বলে যে সিনা এটা করতে পারবে এবং তখন রিক বলে যে তাঁর এমনটা মনে হয়না। এরপর হোগান তাদের সঙ্গে তর্ক করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সিনার মিউজিক হিট করে, এবং সিনা আসে। এরপর গোটা এরিনাতে সিনা সাক্স চ্যান্ট শোনা যায় এবং সিনা তাঁর ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাটে।

♠ Rusev vs. Swagger

রুসেভকে অনেকবার patriot lock দেয় সোয়েগার। কিন্তু তাতে কোণো লাভ হয় নি। রুসেভ সোয়েগারের ইঞ্জুরড রিবস এ  আঘাত করে। পরে সাবমিশন লক ধরলে ট্যাপ আউট করে নি সোয়েগার। পরে তার সমস্যা হবে বলে রেফারি রুসেভকে বিজয়ী ঘোষণা করে।

♥ Winner : Rusev

♠ Cesaro vs. RVD

RVD কে Neutralizer দিয়ে মাচ জিতে Cesaro..  এবং হয়ে যায় us championship এর জন্য #no1 contender!

♥ Winner : Cesaro

◘ তারপর ব্যাকস্ট্যাজে সোয়েগারের সাথে বো ড্যালাসের কথা হয়। সে বলে তুমি আজকেও হেরে গেছো। তুমার বুলিভ করা উচিৎ। ব্লা ব্লা।

♠ Nataliya vs. Paige

♥ Winner : Paige

◘ Paige turner দিয়ে ম্যাচ জিতে পেইজ। পরে Aj আসে। Paige জে জড়িয়ে ধরে তার হাতে চুমু দেয়।

◘ তারপর Kane & Seth Rollins একটা সেগমেন্ট করে যাতে তারা বুঝায় যে Dean Ambrose মারা গেছে। সে ভূলে গেছিলো অথরিটি সবসময় জিতে। তারপর Roman এসে বাধা দেয়। আজকের জন্য Kane & Seth vs Roman 2 on 1 handicap ম্যাচ ঠিক করা হয়।

♠ Usos vs Dust Brothers (tag team championship match)

♥ Winner : Usos

◘ Countout এ ম্যাচ জিতে Usos.. কিন্তু ম্যাচের পরে Goldust মাইক হাতে নিয়ে বলে তারা এটা মেনে নিতে পারছে না। তারা আবার রিম্যাচ চায়। এবং Usos দের আ্যাটাক করে। Jey-র পায়ে খুব জোড়ে আঘাত করতে থাকে Dust Brothers রা। এবং এভাবেই তারা হিল টার্ন করে।

◘ কেন এবং সেথকে দেখা যায় একটা প্লান করতে, তারা নিজেদের বিরুদ্ধে রোমানের সঙ্গে একটা হ্যান্ডিক্যাপ ম্যাচের আয়োজন করে।

♠ Dolph Ziggler vs. Miz (Stunt Double Played By Damien Mizdow)

ম্যাচটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, জিগ্লার খুব তারাতারিই সান্ডোউ (মিজের রুপে ছিল) একটা জিকজ্যাক দিয়ে ম্যাচটা খতম করে।

♥ Winner: Dolph Ziggler

◘ এরপর ব্রি এবং নিক্কি এই দুই বোনের মধ্যে একটা সেগ্মেন্ট হয় যেটাতে জেরিও অংশগ্রহণ করে।


♠ Roman Reigns vs. Rollins and Kane

ম্যাচটা ভালো হয় কিন্তু লাস্টের দিকে রেইন্স, কেইনকে সুপারম্যান পাঞ্চ দিতে গেলে কেন তাকে ধরে নেয় কিন্তু রেইন্স সেটাকে ছাড়িয়ে নিয়ে তাকে একটা স্পিয়ার দেইয়ে দেয়। কিন্তু পিন করার আগেই রলিন্স তাকে তাঁর ব্রিফকেশ দিয়ে অ্যাটাক করে এবং ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটা শেষ হয়। তাদের মধ্যে ফাইট চলতে থাকে এবং এই সেগ্মেন্টটা শেষ হয় কেইনএর আর একটা সুপারম্যান পাঞ্চ খেয়ে।

♥ Winner by DQ: Roman Reigns

♠ Los Matadores vs. Slater and The Gator

স্লেটারএর দোশে ম্যাচটা তারা হেরে যায়।

♥ Winners: Los Matadores

♠ Bo Dallas vs. Kofi Kingston

কোফি ফাইট করার চেস্টা করলেও ড্যালাসের সামনে কিছু করতে পারেনি। ড্যালাস রানিং বো ডগের মাধ্যমে জয় লাভ করে।

♥ Winner: Bo Dallas

◘ স্বাগার আসে এবং ড্যালাসকে অ্যাটাক করে এবং দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিঅ্যাকশান পায় :o ।

♠ John Cena vs. Bray Wyatt

নরমালি ওয়াটের সাথিরা অ্যাটাক করে কিন্তু হেনরি এবং বিগ শো সিনাকে বাচায় এবং তাদের ট্যাগ টিম ম্যাচ পরে।

♥ Winner by DQ: John Cena

♠ Cena, Show and Henry vs. The Wyatt Family

তাদের ম্যাচের ব্যাপারে বলে লাভ নায়...ভালো ম্যাচ হয়েছে যেমনটা হবার কথা কিন্তু শেষে সিনা হারপারকে STF এর মাধ্যমে হার মানায় এবং জয় লাভ করে।

♥ Winners: Cena, Henry and Big Show

◘ ম্যাচের পরে সিনা রোয়ানকে AA মারে এবং হেনরি ও শো বাকি কাজটা ফিনিশ করে। এবং এইভাবেই আজকের "র" টা শেষ হয়।

☻WWE RAW রেজাল্ট, ২৬ আগস্ট ২০১৪


•Brock Lesnar তার আসল নাম হিসেবে Brock Lesnar ব্যবহার করলেও তার জন্ম নাম Brock Edward Lesnar

•Brock Lesnar আমেরিকার মিনিয়েপোলিন্স,মিনেন্সোটাতে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন তার বয়স বর্তমানে ৩৭ বছর

•ছোটবেলা থেকে তিনি কঠোর ব্যায়াম করতেন। যদিও তারা কৃষক পরিবার ছিলেন। শোনা যায় কাধেঁ মোটা ডাল নিয়ে দৌড়িয়ে ব্যায়াম করতেন।

•কলেজ লাইফে কুস্তিতে তিনি বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন।

• কলেজ লাইফ এ WWE এর ফরমার রেসলার   Shelton Benjamin তার মেন্টর ছিলেন।

•একবার এক ইন্টার্ভিউ তে  Brock Lesnar বলছেন যে তিনি ফিটনেস রাখতে ১০টি ডিমের সাথে হরমোন টেবলেট খান

•ফরমার Diva Sable তার Wife

•Brock Lesnar vs Kurt Angle ইতিহাসের  প্রথম ম্যাচ যেটায় তারা আসল নাম রিংয় নাম হিসেবে রেখে রেসলমেনিয়ার মেইন ইভেন্ট খেলেছেন

•Brock Lesnar এর ফেভারিট খাবার হলো আইস্ক্রিম।

•Brock Lesnar ২০০১ সালে WWE Debut করেন. প্রথম ম্যাচেই প্রতিপক্ষ Jeff Hardy-র কোমর ভেঙ্গে দেন।

•তিনি প্রথম রেসলার যিনি Hulk Hogan কে ট্যাপ আউট এবং KO মাধ্যমে হারান।

•তার ফিনিশার F5 এর পুরো রুপ Fury 5

•Brock Lesnar কে WWE তে Paul Heyman আনেন এবং শুরু থেকেই তিনি তার মেন্টর

•তিনি ২০০৩ রয়েল রাম্বল উইনার এবং ৪ বার World Champion. 

•তিনি একবার King of The Ring  জিতেন। যা সবচেয়ে কম বছর খেলা কিং অব দা রিং চ্যাম্পিয়ন  হন।

•Summerslam ২০০২ এ মাত্র ২৫ বছর বয়সে The Rock  কে হারিয়ে WWE ইতিহাসের সর্বকণিষ্ঠ চ্যাম্পিয়ন হন।

•Summerslam 2003 এ প্রথম পিনফলে হারেন। (vs Kurt Angle)

•Survivor Series 2003 এ প্রথম সাবমিশনে ট্যাপ আউট করেন। (via Crippler Crossface)

•পুরো ক্যারিয়ারে মাত্র ৭ জন ব্যক্তি তাকে হারাতে পেরেছেন।

•তিনি ছিলেন অন্যতম ব্রুটাল রেসলার,  এই পর্যন্ত তিনি  দুইবার Triple H  এর হাত, একবার Shawn Micheal আর হাত ভেঙ্গেছেন। Hardcore Holly  এর ঘাড় ভেঙ্গেছে। তাছাড়া আরো কিছু রেসলার কে ইঞ্জুরেড করেছেন।

•তিনি ইতিহাসের বিরল রেসলার যিনি  ৩০০+ ওজন নিয়েও Shooting Star Press,Moon Sault  ইত্যাদি বিপদজনক মুভ ইউজ করতেন।

•২০০৩ তিনি প্রথম Face টার্ন করেন। এটিই ছিল তার একমাত্র ফেস টার্ন।

•২০০২ সালে SmackDown একবার তিনি Big Show কে টপ রোপ থেকে সুপ্লেক্স দিয়ে রিং ভেঙ্গে ফেলেছিলেন!

•WWE তে তিনিই একমাত্র রেসলার যে শুধু  WWE Champion হয়েছেন। কিন্তু অন্য টাইটেল জিতেন নি

•Summerslam 2003 বাদে সকল Summerslam এ ম্যাচ জিতেছেন।

•বাস্তবে তার বেস্ট ফ্রেন্ড The Rock. 

•John Cena এর সাথে প্রায় সকল ম্যাচই রক্তাক্ত  হয়েছে।

•Brock Lesnar vs Undertaker (No Mercy 2002 :Hell in a Cell)  হলো ইতিহাসের #১ ব্লাডি ম্যাচ

•Brock Lesnar শেষ উনিফাইড চ্যাম্পিয়ন এবং প্রথম নেটওয়ার্ক লোগো বেল্ট চ্যাম্পিয়ন।

•তিনি UFC তে ডমিনেট করা এথলেট এবং চ্যাম্পিয়ন ছিলেন।

•Wrestlemania XXX এ তিনি  The Undertaker এর ২১ বছরের স্ট্রিক ভেঙ্গে ইতিহাসের সেরা OMG মোমেন্ট ঘটান।


Brock Lesnar সম্পর্কে কিছু জানা-অজানা কথা...