আপনারা অনেকেই জানেন যে SummerSlam এ Brock Lesnar vs. Randy Orton ম্যাচ শেষে ব্যাকস্টেজ ফাইটে জড়িয়ে পড়েছিল Chris Jericho এবং Brock Lesnar!!!

বিভিন্ন সূত্রের মতে, Lesnar vs. Orton ম্যাচ শেষে Jericho গরিলা পজিশনে (এন্ট্রান্স থেকে ব্যাকস্টেজে যাওয়ার মধ্য পথ) আসে পুরো বিষয়টি জানার জন্য এবং Orton ঠিক আছে কিনা তা দেখতে। Jericho এরপর WWE'র প্রযোজক Michael "PS" Hayes কে জিজ্ঞাসা করে এইটা প্ল্যানের মাঝে ছিল কিনা কিন্তু Hayes কোন উত্তর দেয়নি। 

Jericho এরপর রেগে গিয়ে বলে "That's Bullshit". ঠিক সেই সময় Lesnar ব্যাকস্টেজের দিকে আসছিল। Lesnar তখন Jericho'র "Bullshit" কমেন্টটি শুনতে পায়। Lesnar তখন Jericho কে "Pussy" বলে এবং অন্যের ব্যাপারে নাক গলাতে মানা করে। এরপর তাদের মাঝে বাকবিতণ্ডা হয় এবং একে অপরের উপর চিৎকার করতে থাকে।

রিপোর্ট অনুসারে Lesnar Jericho কে ধাক্কা দেয়। Jericho ও জবাবে কপালে দিয়ে ধাক্কা দেয়। কিন্তু অন্য আরেকটি রিপোর্টে বলা হয় Lesnar কে মাথা দেয়ালের সাথে ঠুকে দেয় Jericho. শোনা যায় Lesnar তখন Jericho কে বলে হয় তাকে মারতে নয়তো চুমো দিতে। সেই সময় Triple H আসে এবং দুজনকে থামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, বরং পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর Vince আসে। Jericho তখনো চিৎকার করছে। Vince এরপর Jericho কে জানায় ম্যাচের ওই ঘটনার পুরোটাই প্ল্যান ছিল।

Triple H তখন Vince কে জানায় Lesnar নিজের থেকে ফাইট শুরু করেছে এবং Jericho তার জায়গায় ঠিক ছিল। সূত্র জানায় Orton'র এই অবস্থা দেখে Jericho পাগল হয়ে গিয়েছিল এবং ম্যাচের শেষে এই ঘটনা দেখে রাগে উম্মাদের মত গরিলা পজিশনের দিকে গিয়েছিল। Orton এর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে Jericho উদ্বিগ্ন ছিল। Orton এরপর সেখানে আসে এবং Jericho কে শান্ত করে এবং জানায় সে ঠিক আছে এবং সে জানতো কি হতে যাচ্ছে ম্যাচে।

অর্থাৎ SummerSlam এ Randy Orton vs. Brock Lesnar ম্যাচটি প্ল্যান অনুযায়ীই শেষ হয়েছিল। Wrestling Observer Newsletter এর মতে, ম্যাচটিকে বাস্তবধর্মী করতে এমন পদক্ষেপ নিয়েছিল WWE. Lesnar স্ক্রিপ্ট ভেঙ্গেছে, দর্শককে এমন বিভ্রান্তিতে ফেলতেই এমন সমাপ্তির প্ল্যান করেছিল তারা।

SummerSlam এর আগ পর্যন্ত Orton জানতো সে Lesnar এর বিপক্ষে নরমাল ম্যাচেই মুখোমুখি হবে। কিন্তু এরিনায় পৌঁছানোর পর সে জানতে পারে ম্যাচটি সমাপ্তি নরমাল বা ব্যাক-এন্ড-ফোর্থ ম্যাচের মত না, বরং Lesnar কে শক্তিশালী দেখানোর মাধ্যমে হবে। কোম্পানির স্বার্থে Orton মেনে নেয় এটা জেনেও যে এর মাধ্যমে তাকে দুর্বলভাবে উপস্থাপন করা হবে।

ম্যাচটি প্ল্যান মতই চলে এবং শেষ হয়। Orton কে ম্যাচের আগে বলা হয় Brock জানে Orton এর মাথার কতটুকু অংশে কোন চোট দেয়া ছাড়াই কনুই দিয়ে কাটতে ফেলতে হবে। Orton কে এও বলা হয় এই ঘটনার পর তাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন সে নক-আউট হয়ে গিয়েছে। সবকিছু প্ল্যান অনুযায়ী হবার পরও Orton এর মাথায় ১০ টি সেলাই পড়ে। যাই হোক, Orton ব্যথা পেয়েছিল অবশ্যই কিন্তু তাও প্ল্যান অনুসারে কাজ করেছে। ট্রেইনার ও রেফারীরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিল কারন তারাও জানতো না আসল প্ল্যান সম্পর্কে।

মূলত Triple H চেয়েছিল ম্যাচটি যেন Orton জিতে কিন্তু Vince এর নির্দেশে প্ল্যানে পরিবর্তন আনতে হয় এবং Lesnar কে জেতানো হয়। কোম্পানির জন্য বিশাল বড় একটি বিসর্জন দিয়েছে Orton. কেননা Lesnar যদি ঠিকমতো কাটতে না পারতো তবে আজ Orton এর ক্যারিয়ার না, জীবন ঝুঁকির মুখে পড়তো।

ক্রেডিটঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

Orton Vs. Brock ম্যাচটাকি নন-স্ক্রিপ্টেড হয়ে গিয়েছিল?


• RAW (৯/৮/১৬): এই সপ্তাহের Monday Night RAW এর রেটিং এই সপ্তাহেও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে RAW এর ক্যাবল রেটিং ছিল ২.১২ যা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ২.৩৪ এ।
অন্যদিকে এই সপ্তাহের RAW এর দর্শকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে দর্শকসংখ্যা ছিল ৩.৩২ মিলিয়ন যা গত সপ্তাহে ছিল ২.৯২ মিলিয়ন।


• SmackDown (১০/৮/১৬): এই সপ্তাহের Tuesday Night SmackDown এর রেটিংও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে SmackDown এর ক্যাবল রেটিং ছিল ১.৬৯ যা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ১.৯২ এ।
অন্যদিকে এই সপ্তাহের SmackDown এর দর্শকসংখ্যাও গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে দর্শকসংখ্যা ছিল ২.৭১ মিলিয়ন যা গত সপ্তাহে ছিল ২.৪৭ মিলিয়ন।


Credit : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, >| Undisclosed Demon |<

** RAW এবং SmackDown রেটিং ও দর্শকসংখ্যা **



1. এই সপ্তাহে এটিটিউড ইরার সফল ট্যাগ টিম চ্যাম্পিয়ন The Headbangers রিটার্ন করতে যাচ্ছে Smackdown Live এ,তারা সম্ভবত Heath Slater এবং Rhyno এর বিপক্ষে ম্যাচ খেলবে।

2. Roman Reigns কে টপ-বেবিফেস হিসেবে আবারও মেগাপুশ দেয়া হবে ৪ থেকে ৬মাসের জন্যে এর কারন হিসেবে জানা গেছে Raw এর অন্যেতম বেবিফেস Finn Balor এর ইনজুরী।এছাড়া কিছু তথ্য থেকে জানা গেছে WWE প্ল্যান করছে যে,এ বছরের শেষের দিকে বা যে কোন সময় Roman Reigns কে হিল টার্ন করানো হবে এবং Seth Rollins কে বেবিফেস করানো হবে।

3. WWE এ বছর ইন্টারেস্ট ছিলো UFC Fighter Paige Vanzant কে এ বছরের Summerslam পিপিভিতে উপস্থিত করানো।কিন্তুু Paige Vanzant উপস্থিত হতে অস্বীকৃতি জানায়।তবে Sports illistured কে দেওয়া সাক্ষাৎকার এ Paige Vanzant বলেছেন,তিনি কিছুদিনের জন্যে WWE তে কাজ করতে আগ্রহী।

4. Raw তে Bayley এর মেইন রোস্টার এ ডেবিউ নিয়ে Vince McMahon এর রিয়েকসন দেখার মতো ছিলো। Vince McMahon এর কাছে Bayley কে Aj Lee এর কথা মনে করিয়ে দেয়।অবশ্যে Bayley এর ডেবিউ খুব তাড়াতাড়ি করা হয়।Bayley কে Women's Title এ আনার কোন প্ল্যান ছিলোনা,কিন্তুু Sasha Banks এর ইনজুরীর কারনে তাকে এই লাইনে আনা হয়।

5. সম্প্রতী Bazzard Wrestling Podcast কে দেওয়া সাক্ষাৎকার এ RVD বলেন,WWE গত বছর অক্টোবরে ২০১৫ তে অফার করেছিলো ব্যাক করার জন্যে।কিন্তুু তিনি এ অফার ফিরিয়ে দেন এবং আসলে RVD কে নিয়ে প্ল্যান ছিলো The Dudley Boys এর হয়ে ৩য় মেম্বার হিসেবে The Wyatt Family এর বিপক্ষে ফিউড করা।

6. সম্প্রতী Ric Flair পোডকাষ্ট এ উপস্থিত ছিলেন UFC President - Dana White এবং তিনি Vince McMahon কে F*ucking Maniac বলে উপহাস করেন।

7. Dave Meltzer এর তথ্য মতে,Paige এর কন্ট্রাক শেষ হয়নি এখনো,এপ্রিল,২০১৯ এ Paige এর সাথে কন্ট্রাক শেষ হবে।তাই সে WWE থেকে লিভ নেয়নি বরং WWE তাকে Wellness Policy ভন্গের দায়ে ৩০দিনের সাসপেনশন দিয়েছে।

8. The Undertaker এর স্ত্রী Michelle MCcool বর্তমানে স্কিন ক্যানসার এ ভোগছেন।

9. Former ECW Heavyweight Champion Taz এ Seth Rollins কে Reckless বলা নিয়ে Bret Hart এর মন্তব্যতে প্রতিক্রিয়া করেছেন।Taz বলেন যে, Seth Rollins কোন Reckless নন বরং একজন কর্মদক্ষ লোক বর্তমান রেসলিং জেনারেশনে।

10. Wrestlepedia Radio কে দেওয়া সাক্ষাৎকার এ, Cody Rhodes জানান যে,তার বাবা Dusty Rhodes ৪ বছর আগে তাকে WWE থেকে লিভ নিতে বলেছিলেন।


• ক্রেডিট ঃ Miraz Rahaman Chy

•• WWE লেটেস্ট নিউজ : ২৭/০৮/১৬ ••