আপনারা অনেকেই জানেন যে SummerSlam এ Brock Lesnar vs. Randy Orton ম্যাচ শেষে ব্যাকস্টেজ ফাইটে জড়িয়ে পড়েছিল Chris Jericho এবং Brock Lesnar!!!

বিভিন্ন সূত্রের মতে, Lesnar vs. Orton ম্যাচ শেষে Jericho গরিলা পজিশনে (এন্ট্রান্স থেকে ব্যাকস্টেজে যাওয়ার মধ্য পথ) আসে পুরো বিষয়টি জানার জন্য এবং Orton ঠিক আছে কিনা তা দেখতে। Jericho এরপর WWE'র প্রযোজক Michael "PS" Hayes কে জিজ্ঞাসা করে এইটা প্ল্যানের মাঝে ছিল কিনা কিন্তু Hayes কোন উত্তর দেয়নি। 

Jericho এরপর রেগে গিয়ে বলে "That's Bullshit". ঠিক সেই সময় Lesnar ব্যাকস্টেজের দিকে আসছিল। Lesnar তখন Jericho'র "Bullshit" কমেন্টটি শুনতে পায়। Lesnar তখন Jericho কে "Pussy" বলে এবং অন্যের ব্যাপারে নাক গলাতে মানা করে। এরপর তাদের মাঝে বাকবিতণ্ডা হয় এবং একে অপরের উপর চিৎকার করতে থাকে।

রিপোর্ট অনুসারে Lesnar Jericho কে ধাক্কা দেয়। Jericho ও জবাবে কপালে দিয়ে ধাক্কা দেয়। কিন্তু অন্য আরেকটি রিপোর্টে বলা হয় Lesnar কে মাথা দেয়ালের সাথে ঠুকে দেয় Jericho. শোনা যায় Lesnar তখন Jericho কে বলে হয় তাকে মারতে নয়তো চুমো দিতে। সেই সময় Triple H আসে এবং দুজনকে থামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, বরং পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর Vince আসে। Jericho তখনো চিৎকার করছে। Vince এরপর Jericho কে জানায় ম্যাচের ওই ঘটনার পুরোটাই প্ল্যান ছিল।

Triple H তখন Vince কে জানায় Lesnar নিজের থেকে ফাইট শুরু করেছে এবং Jericho তার জায়গায় ঠিক ছিল। সূত্র জানায় Orton'র এই অবস্থা দেখে Jericho পাগল হয়ে গিয়েছিল এবং ম্যাচের শেষে এই ঘটনা দেখে রাগে উম্মাদের মত গরিলা পজিশনের দিকে গিয়েছিল। Orton এর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে Jericho উদ্বিগ্ন ছিল। Orton এরপর সেখানে আসে এবং Jericho কে শান্ত করে এবং জানায় সে ঠিক আছে এবং সে জানতো কি হতে যাচ্ছে ম্যাচে।

অর্থাৎ SummerSlam এ Randy Orton vs. Brock Lesnar ম্যাচটি প্ল্যান অনুযায়ীই শেষ হয়েছিল। Wrestling Observer Newsletter এর মতে, ম্যাচটিকে বাস্তবধর্মী করতে এমন পদক্ষেপ নিয়েছিল WWE. Lesnar স্ক্রিপ্ট ভেঙ্গেছে, দর্শককে এমন বিভ্রান্তিতে ফেলতেই এমন সমাপ্তির প্ল্যান করেছিল তারা।

SummerSlam এর আগ পর্যন্ত Orton জানতো সে Lesnar এর বিপক্ষে নরমাল ম্যাচেই মুখোমুখি হবে। কিন্তু এরিনায় পৌঁছানোর পর সে জানতে পারে ম্যাচটি সমাপ্তি নরমাল বা ব্যাক-এন্ড-ফোর্থ ম্যাচের মত না, বরং Lesnar কে শক্তিশালী দেখানোর মাধ্যমে হবে। কোম্পানির স্বার্থে Orton মেনে নেয় এটা জেনেও যে এর মাধ্যমে তাকে দুর্বলভাবে উপস্থাপন করা হবে।

ম্যাচটি প্ল্যান মতই চলে এবং শেষ হয়। Orton কে ম্যাচের আগে বলা হয় Brock জানে Orton এর মাথার কতটুকু অংশে কোন চোট দেয়া ছাড়াই কনুই দিয়ে কাটতে ফেলতে হবে। Orton কে এও বলা হয় এই ঘটনার পর তাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন সে নক-আউট হয়ে গিয়েছে। সবকিছু প্ল্যান অনুযায়ী হবার পরও Orton এর মাথায় ১০ টি সেলাই পড়ে। যাই হোক, Orton ব্যথা পেয়েছিল অবশ্যই কিন্তু তাও প্ল্যান অনুসারে কাজ করেছে। ট্রেইনার ও রেফারীরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিল কারন তারাও জানতো না আসল প্ল্যান সম্পর্কে।

মূলত Triple H চেয়েছিল ম্যাচটি যেন Orton জিতে কিন্তু Vince এর নির্দেশে প্ল্যানে পরিবর্তন আনতে হয় এবং Lesnar কে জেতানো হয়। কোম্পানির জন্য বিশাল বড় একটি বিসর্জন দিয়েছে Orton. কেননা Lesnar যদি ঠিকমতো কাটতে না পারতো তবে আজ Orton এর ক্যারিয়ার না, জীবন ঝুঁকির মুখে পড়তো।

ক্রেডিটঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

Orton Vs. Brock ম্যাচটাকি নন-স্ক্রিপ্টেড হয়ে গিয়েছিল?



আপনারা অনেকেই জানেন যে SummerSlam এ Brock Lesnar vs. Randy Orton ম্যাচ শেষে ব্যাকস্টেজ ফাইটে জড়িয়ে পড়েছিল Chris Jericho এবং Brock Lesnar!!!

বিভিন্ন সূত্রের মতে, Lesnar vs. Orton ম্যাচ শেষে Jericho গরিলা পজিশনে (এন্ট্রান্স থেকে ব্যাকস্টেজে যাওয়ার মধ্য পথ) আসে পুরো বিষয়টি জানার জন্য এবং Orton ঠিক আছে কিনা তা দেখতে। Jericho এরপর WWE'র প্রযোজক Michael "PS" Hayes কে জিজ্ঞাসা করে এইটা প্ল্যানের মাঝে ছিল কিনা কিন্তু Hayes কোন উত্তর দেয়নি। 

Jericho এরপর রেগে গিয়ে বলে "That's Bullshit". ঠিক সেই সময় Lesnar ব্যাকস্টেজের দিকে আসছিল। Lesnar তখন Jericho'র "Bullshit" কমেন্টটি শুনতে পায়। Lesnar তখন Jericho কে "Pussy" বলে এবং অন্যের ব্যাপারে নাক গলাতে মানা করে। এরপর তাদের মাঝে বাকবিতণ্ডা হয় এবং একে অপরের উপর চিৎকার করতে থাকে।

রিপোর্ট অনুসারে Lesnar Jericho কে ধাক্কা দেয়। Jericho ও জবাবে কপালে দিয়ে ধাক্কা দেয়। কিন্তু অন্য আরেকটি রিপোর্টে বলা হয় Lesnar কে মাথা দেয়ালের সাথে ঠুকে দেয় Jericho. শোনা যায় Lesnar তখন Jericho কে বলে হয় তাকে মারতে নয়তো চুমো দিতে। সেই সময় Triple H আসে এবং দুজনকে থামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, বরং পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর Vince আসে। Jericho তখনো চিৎকার করছে। Vince এরপর Jericho কে জানায় ম্যাচের ওই ঘটনার পুরোটাই প্ল্যান ছিল।

Triple H তখন Vince কে জানায় Lesnar নিজের থেকে ফাইট শুরু করেছে এবং Jericho তার জায়গায় ঠিক ছিল। সূত্র জানায় Orton'র এই অবস্থা দেখে Jericho পাগল হয়ে গিয়েছিল এবং ম্যাচের শেষে এই ঘটনা দেখে রাগে উম্মাদের মত গরিলা পজিশনের দিকে গিয়েছিল। Orton এর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে Jericho উদ্বিগ্ন ছিল। Orton এরপর সেখানে আসে এবং Jericho কে শান্ত করে এবং জানায় সে ঠিক আছে এবং সে জানতো কি হতে যাচ্ছে ম্যাচে।

অর্থাৎ SummerSlam এ Randy Orton vs. Brock Lesnar ম্যাচটি প্ল্যান অনুযায়ীই শেষ হয়েছিল। Wrestling Observer Newsletter এর মতে, ম্যাচটিকে বাস্তবধর্মী করতে এমন পদক্ষেপ নিয়েছিল WWE. Lesnar স্ক্রিপ্ট ভেঙ্গেছে, দর্শককে এমন বিভ্রান্তিতে ফেলতেই এমন সমাপ্তির প্ল্যান করেছিল তারা।

SummerSlam এর আগ পর্যন্ত Orton জানতো সে Lesnar এর বিপক্ষে নরমাল ম্যাচেই মুখোমুখি হবে। কিন্তু এরিনায় পৌঁছানোর পর সে জানতে পারে ম্যাচটি সমাপ্তি নরমাল বা ব্যাক-এন্ড-ফোর্থ ম্যাচের মত না, বরং Lesnar কে শক্তিশালী দেখানোর মাধ্যমে হবে। কোম্পানির স্বার্থে Orton মেনে নেয় এটা জেনেও যে এর মাধ্যমে তাকে দুর্বলভাবে উপস্থাপন করা হবে।

ম্যাচটি প্ল্যান মতই চলে এবং শেষ হয়। Orton কে ম্যাচের আগে বলা হয় Brock জানে Orton এর মাথার কতটুকু অংশে কোন চোট দেয়া ছাড়াই কনুই দিয়ে কাটতে ফেলতে হবে। Orton কে এও বলা হয় এই ঘটনার পর তাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন সে নক-আউট হয়ে গিয়েছে। সবকিছু প্ল্যান অনুযায়ী হবার পরও Orton এর মাথায় ১০ টি সেলাই পড়ে। যাই হোক, Orton ব্যথা পেয়েছিল অবশ্যই কিন্তু তাও প্ল্যান অনুসারে কাজ করেছে। ট্রেইনার ও রেফারীরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিল কারন তারাও জানতো না আসল প্ল্যান সম্পর্কে।

মূলত Triple H চেয়েছিল ম্যাচটি যেন Orton জিতে কিন্তু Vince এর নির্দেশে প্ল্যানে পরিবর্তন আনতে হয় এবং Lesnar কে জেতানো হয়। কোম্পানির জন্য বিশাল বড় একটি বিসর্জন দিয়েছে Orton. কেননা Lesnar যদি ঠিকমতো কাটতে না পারতো তবে আজ Orton এর ক্যারিয়ার না, জীবন ঝুঁকির মুখে পড়তো।

ক্রেডিটঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU