•• WWE এবং UFC এর তুলনা। এতদিন আপনারা সবাই চিন্তা করেছেন আসলে কোনটা সেরা? এবার নিজেই চয়েস করুন। নীচে আমি এই দুই কোম্পানির মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরলাম। 

১) UFC প্রথম টেলিভাইসড হয় ১৯৯৩ সালে। আর WWE ১৯৫৩ সালে। 

২) UFC ফাইট রিয়েল (অনেকের মতে এটি হালকা স্ক্রিপ্টেড হলেও তার প্রমান পাওয়া যায়না)। আর WWE পুরোটাই স্ক্রিপ্টেড। 

৩) UFC এর এটেন্ডেন্স রেকর্ড ৫৪০০০। আর WWE এর ৯৩০০০। 

WWE Vs. UFC - কোনটি সেরা জেনে নিন।



প্রথমেই আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে নতুন বছর ২০১৬ -এর অনেক শুভেচ্ছা জানাই। সেই উপলক্ষেই আজকের এই পোস্ট, আপনারা যদি কিছু গুরুত্বপূর্ন জিনিস মিস করে থাকেন তাহলে সেটাও হয়তো এখান থেকে জানতে পারবেন।

২০১৫ সালটা রেসলিং এর ক্ষেত্রে মোটেও ভালো ছিল না, কারণ একের পর এক মেইন রেসলার ইনজুরির কারনে বাইরে চলে গিয়েছে, WWE এর রেটিং তলানি থেকে আরও তলানিতে ঠেকছে, রেসেলমেনিয়ার ভাগ্য এখন সুক্ষ দড়িতে ঝুলে আছে বলা চলে।

তার উপরে এই বছর অনেক রেসলার মৃত্যু বরন করেছে, যেমন Roddy Piper, Dusty Rhodes,Buddy Landel,  Drunken Irishman, Hack Meyers, Jr.Perro Aguayo, Jr. Verne Gagne, Nick Bockwinkel প্রমুখ।  আসুন তাঁদের আত্মার শান্তি কামনা করেই নতুন বছরের শুরু করি।

•• আমাদের পোস্টের প্রথম পয়েন্ট হল ২০১৫ তে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ন মুহুর্তঃ

♦ January মাসের :
.
12 তারিখ :- Randy Savage -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

25 তারিখ :- Justin Gabriel অফিসিয়ালি World Wrestling Entertainment থেকে ক্যুইট করে।

26 তারিখ :- Arnold Schwarzenegger -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।
.
♦ February মাসের :
.
9 তারিখ :- Rikishi -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

23 তারিখ :- The Bushwhackers -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।
.
♦ March মাসের :
.
2 তারিখ :- Alundra Blayze -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

9 তারিখ :- Larry Zbyszko -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

16 তারিখ :- Tatsumi Fujinami -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

23 তারিখ :- Kevin Nash -কে ২০১৫ সালের WWE Hall of Fame তে অভিষিক্ত করানো হয়।

30 তারিখ :- Sheamus, Monday Night Raw -তে হিল টার্ন করে।
.
♦ April মাসের :
.
3 তারিখ :- AJ Lee অফিসিয়ালি World Wrestling Entertainment থেকে ক্যুইট করে।

3 তারিখ :- CJ Parker কে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়।

13 তারিখ :- Naomi, Monday Night Raw -তে হিল টার্ন করে।
.
♦ May মাসের :
.
31 তারিখ :- ইতিহাসে প্রথমবার WWE Intercontinental Championship এর Matchের জন্য এলিমিনেশন চেম্বার Matchের আয়োজন করা হয় এবং তাতে Ryback জীবনে প্রথমবারের মতো Intercontinental Championship জয়লাভ করে।  এটা রাইব্যাকের WWE কোম্পানিতে প্রথম কোন টাইটেল জয়।
.
♦ July মাসের :
.
24 তারিখ :- Hulk Hogan কে WWE রিলিজ করে দেয় কারণ তিনি বর্নবিদ্বেশ্মুলক কমেন্ট করেছিলেন।
.
♦ October মাসের :
.
25 তারিখ :- Alberto Del Rio, WWE তে রিটার্ন করে যদিও তাকে এক বছর আগেই রিলিজ করে দেওয়া হয়েছিল। সে Hell in a Cell -এ রিটার্ন করে এবং WWE United States Championship এর জন্য জন সিনার মুক্ত চ্যালেঞ্জে অংশগ্রহন করে এবং সবাইকে চমকে দিয়ে সে সিনাকে হারিয়ে জীবনে প্রথমবারের মতো U.S. Champion হয়।

.
.
•• আমাদের দ্বিতীয় পয়েন্ট হল ডেবিউ/রিটার্ন এবং রিটায়ারের ব্যাপারেঃ
.

January মাসের ১১ তারিখে রিটার্ন করেছেন Brass Ring Club এবং Natalya & Paige।

June মাসের ১৫ তারিখে রিটার্ন করেছেন Brock Lesnar এবং ১৮ তারিখে Team Bella।

July মাসের ১৩ তারিখে রিটার্ন করেছেন Team B.A.D. এবং Team Paige এবং ১৯ তারিখে The Undertaker।

September মাসের ২০ তারিখে Night of Champions 2015 পিপিভিতে রিটার্ন করেছেন Chris Jericho।

October মাসের ২৫ তারিখে Hell in a Cell 2015 পিপিভিতে রিটার্ন করেছেন Alberto Del Rio।

অন্যদিকে রিটার্নের সাথে সাথে রিটায়ারও হয়েছে। ৩ এপ্রিল AJ Lee, ২৫ জানুয়ারি Justin Gabriel  এবং ২৯ শে জুলাই Layla রিটায়ার করেছেন।
.
.
•• আমাদের শেষ পয়েন্ট হল সমস্ত রকমের টাইটেল পরিবর্তন নিয়েঃ
.

♠ January মাসের :

5 তারিখে :- Bad News Barrett হারিয়েছেন Dolph Ziggler (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : Monday Night Raw

8 তারিখে :- Low Ki হারিয়েছেন Austin Aries (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA X-Division Championship, ইভেন্টের নাম ছিল : iMPACT Wrestling

30 তারিখে :- The Wolves (Davey Richards & Eddie Edwards) হারিয়েছেন The Revolution (Abyss & James Storm) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA World Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : iMPACT Wrestling

31 তারিখে :- Rockstar Spud হারিয়েছেন Low Ki (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA X-Division Championship, ইভেন্টের নাম ছিল : iMPACT Wrestling

31 তারিখে :- Kurt Angle হারিয়েছেন Lashley (c) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA World Heavyweight Championship

♠ February মাসের :

11 তারিখে :- Sasha Banks হারিয়েছেন Charlotte (c), Bayley & Becky Lynch (স্টিপুলেশন/ধরন : Fatal 4-Way Match) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Women's Championship, ইভেন্টের নাম ছিল : NXT Takeover IV

11 তারিখে :- Kevin Owens হারিয়েছেন Sami Zayn (c) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Championship, ইভেন্টের নাম ছিল : NXT Takeover IV

22 তারিখে :- Tyson Kidd & Cesaro হারিয়েছেন The Usos (Jimmy & Jey Uso) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship

♠ March মাসের :

14 তারিখে :- The Hardys হারিয়েছেন Bram & Ethan Carter III & Austin Aries & Bobby Roode & The Beatdown Clan (স্টিপুলেশন/ধরন : Title Tournament Final Ultimate X Match) -কে এবং সেইসাথেই জিতেছেন ভ্যাকান্ট হয়ে থাকা টাইটেল।

25 তারিখে :- Big Jon হারিয়েছেন Adam Wylde (c) -কে এবং সেইসাথেই জিতেছেন OVW Southern Tag Team Championship.

29 তারিখে :- Daniel Bryan হারিয়েছেন Bad News Barrett (c), Dean Ambrose, R-Truth, Luke Harper, Dolph Ziggler and Stardust (স্টিপুলেশন/ধরন : ladder Match) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : WrestleMania XXXI.

29 তারিখে :- John Cena হারিয়েছেন Rusev (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship, ইভেন্টের নাম ছিল : WrestleMania XXXI.

29 তারিখে :- Seth Rollins হারিয়েছেন Brock Lesnar (c) & Roman Reigns (স্টিপুলেশন/ধরন : triple threat Match) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE World Heavyweight Championship, ইভেন্টের নাম ছিল : WrestleMania XXXI.

♠ April মাসের :

4 তারিখে :- The Addiction (Christopher Daniels & Frankie Kazarian) defeat reDRagon (Bobby Fish & Kyle O'Reilly) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন ROH World Tag Team Championship

26 তারিখে :- The New Day (Big E & Kofi Kingston) (w/ Xavier Woods) হারিয়েছেন Brass Ring Club (Tyson Kidd & Cesaro) (c) (w/ Natalya) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : Extreme Rules.

29 তারিখে :- Eddie Diamond হারিয়েছেন Mohammad Ali Vaez (c) -কে এবং সেইসাথেই জিতেছেন OVW Heavyweight Championship

29 তারিখে :- Togi Makabe হারিয়েছেন Tomohiro Ishii (c) -কে এবং সেইসাথেই জিতেছেন NEVER Openweight Championship

♠ May মাসের :

3 তারিখে :- The Young Bucks (Matt Jackson & Nick Jackson) হারিয়েছেন Roppongi Vice (Beretta & Rocky Romero) (c) and reDRagon (Bobby Fish & Kyle O'Reilly) (স্টিপুলেশন/ধরন : Three Way Match) -কে এবং সেইসাথেই জিতেছেন IWGP Junior Heavyweight Tag Team Championship

3 তারিখে :- Hirooki Goto হারিয়েছেন Shinsuke Nakamura (c) -কে এবং সেইসাথেই জিতেছেন IWGP Intercontinental Championship

31 তারিখে :- Ryback হারিয়েছেন King Barrett, R-Truth, Sheamus, Mark Henry & Dolph Ziggler in an Elimination Chamber Match -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : the Elimination Chamber.

♠ June মাসের :

14 তারিখে :- The Prime Time Players (Titus O'Neil & Darren Young) হারিয়েছেন The New Day (Big E & Xavier Woods) (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : Money in the Bank.

♠ July মাসের :

4 তারিখে :- Finn Bálor হারিয়েছেন Kevin Owens (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE NXT Championship, ইভেন্টের নাম ছিল : The Beast in the East.

29 তারিখে :- Gail Kim হারিয়েছেন Awesome Kong, Brooke (c) & Lei'D Tapa (স্টিপুলেশন/ধরন : Four Way Match) -কে এবং সেইসাথেই জিতেছেন TNA Women's Knockout Championship

♠ August মাসের :

22 তারিখে :- The Vaudevillains (Aiden English & Simon Gotch) (w/ Blue Pants) হারিয়েছেন Blake and Murphy (c) (w/ Alexa Bliss) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : NXT TakeOver: Brooklyn.

22 তারিখে :- Bayley হারিয়েছেন Sasha Banks (c) -কে এবং সেইসাথেই জিতেছেন NXT Women's Championship, ইভেন্টের নাম ছিল : NXT TakeOver: Brooklyn.

23 তারিখে :- The New Day (Big E & Kofi Kingston) (w/ Xavier Woods) হারিয়েছেন Lucha Dragons (Sin Cara & Kalisto), Los Matadores (Diego & Fernando) (w/ El Torito) and The Prime Time Players (Darren Young & Titus O'Neil) (c) (স্টিপুলেশন/ধরন : Fatal 4-Way Tag Team Match) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Tag Team Championship, ইভেন্টের নাম ছিল : SummerSlam.

23 তারিখে :- Seth Rollins [WWE World Heavyweight] (c) হারিয়েছেন John Cena [United States] (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship (স্টিপুলেশন/ধরন : Winner Takes All Match), ইভেন্টের নাম ছিল : SummerSlam.

♠ September মাসের :

20 তারিখে :- Kevin Owens হারিয়েছেন Ryback (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : Night of Champions

20 তারিখে :- Charlotte হারিয়েছেন Nikki Bella (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Divas Championship, ইভেন্টের নাম ছিল : Night of Champions

20 তারিখে :- John Cena হারিয়েছেন Seth Rollins (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship, ইভেন্টের নাম ছিল : Night of Champions

♠ October মাসের :

25 তারিখে :- Alberto Del Rio হারিয়েছেন John Cena (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE United States Championship, ইভেন্টের নাম ছিল : Hell in a Cell

♠ November মাসের :

22 তারিখে :- Roman Reigns হারিয়েছেন Dean Ambrose -কে এবং সেইসাথেই জিতেছেন vacant WWE World Heavyweight Championship, ইভেন্টের নাম ছিল : Survivor Series

22 তারিখে :- Sheamus হারিয়েছেন Roman Reigns (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE World Heavyweight Championship, ইভেন্টের নাম ছিল : Survivor Series

♠ December মাসের :

13 তারিখে :- Dean Ambrose হারিয়েছেন Kevin Owens (c) -কে এবং সেইসাথেই জিতেছেন WWE Intercontinental Championship, ইভেন্টের নাম ছিল : TLC: Tables, Ladders, & Chairs

•• সবাই ভালো থাকবেন শুখে থাকবেন, নতুন বছর আশা করি অনেক আনন্দের সঙ্গে কাটবে আমাদের এবং আপনাদের সবাইয়ের, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই আশাতেই সবাইকে জানায় শুভ রাত্রি এবং শুভ নববর্ষ।

•• ফিরে দেখা ২০১৫ - স্পেশ্যাল পোস্ট ••


• গত Raw তে Santino Marella কে সিডিউল করা হয়েছিল এবং তার সেগ্মেন্ট ছিল The Miz,Heath Slater,R-Truth এবং The Big show এর সাথে কিন্তু কোন এক কারবে তা Cancel করা হয়।

.
• গতকাল।WWE Divas Champion Charlotte এর ডিভাস চ্যাম্পিয়ন থাকার ১০০ হয়েছে।তিনি ২০ সেপ্টেম্বর NOC এ চ্যাম্পিয়ন হয়েছিলেন।
.

• নতুন একটি ফিল্মে অভিনয় করবেন RVD।

•• WWE লেটেস্ট নিউজ, ৩১ ডিসেম্বর ২০১৫ ••


• আজকের Smackdown এ মেইন ইভেন্ট এর জন্য Roman Reigns এবং Dean Ambrose vs Sheamus এবং Kevin Owens ম্যাচ ঘোষনা করা হয়।

• The New Day নতুন বছরের Eve Promo কাটে,কিন্তুু তাদের বাধা দেয় The Dudly Boys এবং Kalisto।

• The Dudly Boys এবং Kalisto এ পিনফলে হারায় The New Day কে।

• Tyler Breez পিনফলে হারায় Goldust কে।

• Luke Harper এবং Braun Strowman হারায় The Usos কে।

• Brie Bella এবং Alicia Fox হারায় Naomi এবং Tamina Snuka কে।

• Dolph Ziggler হারায় Bo-Dallas কে।

• মেইন ইভেন্ট ম্যাচ এ WWE World Heavyweight Champion Roman Reigns এবং Intercontinental Champion Dean Ambrose হারায় Sheamus এবং Kevin Owens কে DQ এর মাধ্যমে।পরে ভাল একটি ব্রল হয়,যেখানে Kevin Owens এ Roman Reigns কে এনাউন্স টেবিলের ওপর Powerbomb দিতে চেষ্টা করে,কিন্তুু সেখানে ব্যার্থ হয় এবং Roman Reigns এ Kevin Owens কে Superman Punch দেয়।

এভাবে আজকের Smackdown শেষ হয়।

•• ক্রেডিটঃ Miraz Rahaman Chy

WWE Smackdown Result ( ৩০/১২/১৫)

• Brooklyn, NewYorkএ অনুষ্ঠিত বছরের শেষ RAWএর কিক-অফ করেন WWE Chairman Vince McMahon. প্রচুর পপ পায় সে । . রিংয়ে এসে Vince একটি ছোটো প্রোমো কাটে । অতঃপর সে Romanএর কথা বলে এবং Romanকে বাইরে ডাকে । . রিংয়ে আসে Roman. সেও অনেক পপ পায় । Vinceবলতে থাকে সে কিভাবে Samoanফ্যামিলিকে এবং Romanএর পিতাকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল । এরেনায় খুব জোরালো "Daniel Bryan" এবং "CM Punk" চ্যান্ট হতে থাকে . .

◘ WWE Raw রেজাল্ট & ভিডিও, ২৯ শে ডিসেম্বর ২০১৫


•• এটা আজকের তৃতীয় এবং ফাইনাল বার্থডেই পোস্ট এবং আজকের তৃতীয় বার্থডেই বয় হলেনঃ স্পিয়ারের জনক নামে খ্যাত Bill Goldberg । 

১৯৬৬ সালের আজকের দিনে আমেরিকার ওকলাহোমার টুলসায় জন্মগ্রহন করেন সাবেক WWE সুপারস্টার ও "The Man" খ্যাত রেসলার "Goldberg". আজ তার ৪৯তম জন্মদিন। তার আসল নাম William Scott Goldberg. 
.

☻ গোল্ডবার্গের জন্মদিন এবং রিটার্ন নিউজ।


•• এটা আজকের দ্বিতীয় বার্থডে পোস্ট এবং আজকের তৃতীয় বার্থডে বয় হলেনঃ প্রো - রেসলিং জগতের অসাধারণ ট্যালেন্টেড রেসলার সিজারো (Cesaro)...। তাই আজকে তাকে নিয়ে আমার Special পোস্ট।

১৯৮০ সালের আজকের দিনে সুইজারল্যান্ডের লুক্রিনে জন্মগ্রহন করেন WWE সুপারস্টার ও "Swiss Superman" খ্যাত রেসলার "Cesaro". আজ তার ৩৫তম জন্মদিন। তার আসল নাম Claudio Castagnoli । 
.
•• আসুন তার ব্যাপারে জেনে নেই কিছু অজানা কথা :-
.
.
◘ সিজারোর প্রো রেসলিং ক্যারিয়ারের লং টাইম ট্যাগ টিম পার্টনার ছিলেন ক্রিস হিরো। তারা প্রায় তিনটি আমিরিকান রেসলিং কোম্পানিতে রেসলিং করেছেন। (CZW, Chikara and ROH).

◘ সিজারো ও ক্রিস হিরো হচ্ছেন সবচেয়ে লংগেস্ট টাইম রেইনিং ROH World Tag Team Champion যেই রেকর্ডটি আগে ২৭৫ দিনের ছিলো। শেষ পর্যন্ত ৩৬৩ দিন টাইটেল ধরে রেখে Haas এবং Benjamin এর কাছে হেরে যান।

◘ সিজারো 2009 সালে King of Trios রিটার্ন করেন এবং Bryan Danielson ও Dave Taylor এর সাথে টিম গঠন করে যার নাম Team Uppercut দেওয়া হয়। সিজারো আপারকাট মাস্টার তা সবাই জানে। ব্রায়ানও প্রায় ১৬ বছর ধরে মুভটি ব্যবহার করে আসছে। dave ও এই মুভ ব্যবহার করতো। F.I.S.T. (Icarus, Akuma and Taylor) টিমকে হারানো মাধ্যমো তাদের যাত্রা শুরু হয়। বেশিদিন স্থায়ী হয়নি এই টিম।

◘ টিম "Uppercut " হতে পারতো প্রো রেসলিং জগতের অন্যতম একটি। কিন্তু Dave Taylor এর সাথে সিজারোর ঝামেলা হওয়ায় টিমটি ভেঙ্গে যায়। [ মাঝেপরে বেচারা ডেনিয়েল ব্রায়ান ]

◘ সুইস সুপারম্যান সিজারো FCW এর লাইভ ইভেন্টে ডেবিউ ঘটে September 17 তারিখে। ম্যাচটি ছিলো Seth Rollins( Tyler Black) এর বিপক্ষে। ডেবিউ ম্যাচটি সেথেরর বিপক্ষে হেরে যায় সিজারো। তার টেলিভিশন এপিসডে ডেবিউ ঘটে October 24 তারিখে Mike Dalton এর বিপক্ষে যে ম্যাচটি সে জিতেছিলো।

◘ PWI এর টপ ৫০০ রেসলারের মধ্যে ২০১৪ সালে সিজারো ১৩ নম্বর রেসলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

◘ সিজারোকে জিজ্ঞেস করা হয়েছিলো, ROH এ তার সবচেয়ে বড় জয় কোনটি? সিজারোর উত্তর ছিলো, তাদের প্রথম ম্যাচে ডেনিয়েল ব্রায়ানকে সরাসরি পিনফলে হারানোটা ছিলো তার সবচেয়ে বড় জয়! যে ম্যাচটির রেটিং ছিলো + ৪.৫০

◘ রেসলিং প্রমোশন কোম্পানি এবং WWE তে এই পর্যন্ত ডেনিয়েল ব্রায়ান এবং সিজারো ৯ বার সিংগেল ম্যাচে অংশ নিয়েছেন। যার মধ্যে ব্রায়ান ৮ বার এবং সিজারো ১ বার জিতেছিলেন । এছাড়াও তারা বিভিন্ন ট্যাগ টিম ম্যাচ, এলিমিনেশন ম্যাচে অংশ নিয়েছিলেন।

◘ সিজারো এই পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩৩৪ টি যার মধ্যে জিতেছেন 646 টি, ড্র হয়েছে21 টি এবং হেরেছেন 667 টি. [ ভেবেছেন, কতটা অভিজ্ঞতাসম্পন্ন ]

◘ ১৩৩৪ টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় পিনফলে জিতেছেন ৩৪২ টি, হেরেছেন ৩৯৮ টি , সাবমিশনের মাধ্যমে জিতেছেন 50 টি এবং হেরেছেন 22 টি ম্যাচ।

◘ সিজারোর সবচেয়ে দীর্ঘতম ম্যাচটি CHIKARA তে, যেটি প্রায় ৬৭.৪৩ মিনিট স্থায়ী হয়েছেন। [ so much stamina!!! ]

বর্তমানে এই ট্যালেন্টেড রেসলারকে বারি করা হচ্ছে এবং তার বদলে অযোগ্যদের পুশ দেওয়া হচ্ছে, এইরকম ট্যালেন্টকে নজর না দেওয়ার ফলেই WWE আজকে করুন অবস্থার সম্মুখীন। বর্তমানে সে ইঞ্জুরিতে আছে তবে আশা করা হচ্ছে শীঘ্রই রিটার্ন করবে এবং দর্শকদের মন জয় করবে এবং হয়তো কিছুটা পুশও পাবে। 
.
• ক্রেডিটঃ Aks Naeem & Admin

কেমন লাগলো আমাদের এই পোস্ট? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, নাহলে আমরা আপনাদের টাইমলাইন থেকে হারিয়ে যাবো।

☻আজকে সিজারোর ৩৫ তম জন্মদিন।


আজকের দিনটি হল জন্মদিন স্পেশ্যাল, আজকের দিনে ৩ জন রেসলার জন্মগ্রহন করেন যাদের মধ্যে একজন হলেন ডিভা। প্রথমে সেই ডিভাকে নিয়েই থাকছে আমাদের স্পেশ্যাল পোস্ট।

১৯৭০ সালের আজকের দিনে আমেরিকার নিউইয়র্কের রকেস্টারে জন্মগ্রহন করেন সাবেক WWE ডিভা ও "The Ninth Wonder of the World" খ্যাত সাবেক ডিভা "Chyna". আজ তার ৪৫তম জন্মদিন। তার আসল নাম Joan Marie Laurer.

•• আসুন তার ব্যাপারে কিছু জানা অজানা কথা জেনে নেই- 

☻ আজকের দিনেই জন্মগ্রহন করেন সাবেক ডিভা Chyna