•• WWE এবং UFC এর তুলনা। এতদিন আপনারা সবাই চিন্তা করেছেন আসলে কোনটা সেরা? এবার নিজেই চয়েস করুন। নীচে আমি এই দুই কোম্পানির মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরলাম। 

১) UFC প্রথম টেলিভাইসড হয় ১৯৯৩ সালে। আর WWE ১৯৫৩ সালে। 

২) UFC ফাইট রিয়েল (অনেকের মতে এটি হালকা স্ক্রিপ্টেড হলেও তার প্রমান পাওয়া যায়না)। আর WWE পুরোটাই স্ক্রিপ্টেড। 

৩) UFC এর এটেন্ডেন্স রেকর্ড ৫৪০০০। আর WWE এর ৯৩০০০। 

৪) UFC ৫৬ টি দেশে প্রচারিত হয়। আর WWE ১৭০ টির ও বেশী দেশে। 

৫) UFC তে তেমন কোন স্পেশাল এন্ট্রেন্স নাই। কিন্তু WWE তে রয়েছে চোখ ধাধানো আতশবাজি ও লাইটিং এর সাথে মনোমুগ্ধকর এন্ট্রেন্স। 

৬) UFC তে সব সময় এক টাইপেরই ম্যাচ হয়। বহুভুজ আকৃতির স্টিল কেজ এর মধ্যে। আর WWE তে প্রায় ২০০ ম্যাচ টাইপ রয়েছে। 

৭) আপনি UFC ফ্যানদের কোন স্পেশাল চ্যান্টস খুব একটা দেখবেন না। কিন্তু WWE এর ফ্যানরা বেশী সজীব এবং সৃজনশীল। 

৮) UFC এর কমেন্টারি কখনো সেটির মান বাড়াতে পারেনি। কিন্তু WWE এর সফলতার পেছনে কমেন্টারি অনেক বড় ভূমিকা পালন করে এটি। আপনি জে.আর এর কমেন্টারি শুনলেই বুঝতে পারবেন। 

৯) UFC তে বেশীরভাগ ম্যাচ হয় সাধারন নজরে বোরিং। মাঝে মাঝে তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে পুরো ম্যাচ জুরে। কিন্তু WWE তে কিছু কিছু ম্যাচ ছাড়া সব ম্যাচ ই আপনাকে বিনোদন দিবে (যেহেতু তার নামই হল এন্টারটেইমেন্ট)। 

১০) UFC তে ফাইটার এর সংখ্যা ৭৫০ । আর WWE তে মাত্র ৮০ । 

১১) UFC ফাইটার রা বছরে তিন থেকে পাচটি ম্যাচ খেলে। আর WWE রেসলাররা সপ্তাহে ৪-৫ টি ম্যাচ খেলে। 

১২) আপনি কখনোই UFC ফাইটার কে একটি মই বা ২০ ফুট উচু সেল থেকে লাফ দিতে দেখবেন না। যেটা আপনি পাবেন শুধুমাত্র WWE তে। 

১৩) আপনি কখনো কোন সেলিব্রিটিকে UFC তে ফাইট করতে দেখবেন না। কিন্তু WWE তে পারবেন (কারণ অবশ্যই স্ক্রিপ্ট)। 

১৪) UFC তে বেস্ট পিপিভি বাই হচ্ছে ৩ লক্ষ ৭০ হাজার। আর WWE তে ৩ লক্ষ ৩৩ হাজার। 

১৫) UFC এর তুলনায় WWE এর রেসলার রা বেশী জনপ্রিয়, WWE এর টাইটেল গুলো UFC থেকে অনেক বেটার। 

১৬) UFC থেকে WWE প্লেয়াররা বেশী পারিশ্রমিক পান। আমার কাছে WWE, UFC থেকে অনেক ভালো। কিন্তু বর্তমানে WWE জোকে পরিনত হয়েছে। এখন কোনটা বেটার সেইটা আপনার ডিসিশন।

• বিঃদ্রঃ-  কোন ভুল হলে ক্ষ্মমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

উল্লেখ্য, পোস্টটির আসল লেখক কে তা জানা যায়নি তবে আমি পোস্টটি  Saifullah Noman -এর কাছ থেকে পেয়েছিলাম, কিছু এডিট অবশ্যই করেছি।

WWE Vs. UFC - কোনটি সেরা জেনে নিন।



•• WWE এবং UFC এর তুলনা। এতদিন আপনারা সবাই চিন্তা করেছেন আসলে কোনটা সেরা? এবার নিজেই চয়েস করুন। নীচে আমি এই দুই কোম্পানির মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরলাম। 

১) UFC প্রথম টেলিভাইসড হয় ১৯৯৩ সালে। আর WWE ১৯৫৩ সালে। 

২) UFC ফাইট রিয়েল (অনেকের মতে এটি হালকা স্ক্রিপ্টেড হলেও তার প্রমান পাওয়া যায়না)। আর WWE পুরোটাই স্ক্রিপ্টেড। 

৩) UFC এর এটেন্ডেন্স রেকর্ড ৫৪০০০। আর WWE এর ৯৩০০০। 

৪) UFC ৫৬ টি দেশে প্রচারিত হয়। আর WWE ১৭০ টির ও বেশী দেশে। 

৫) UFC তে তেমন কোন স্পেশাল এন্ট্রেন্স নাই। কিন্তু WWE তে রয়েছে চোখ ধাধানো আতশবাজি ও লাইটিং এর সাথে মনোমুগ্ধকর এন্ট্রেন্স। 

৬) UFC তে সব সময় এক টাইপেরই ম্যাচ হয়। বহুভুজ আকৃতির স্টিল কেজ এর মধ্যে। আর WWE তে প্রায় ২০০ ম্যাচ টাইপ রয়েছে। 

৭) আপনি UFC ফ্যানদের কোন স্পেশাল চ্যান্টস খুব একটা দেখবেন না। কিন্তু WWE এর ফ্যানরা বেশী সজীব এবং সৃজনশীল। 

৮) UFC এর কমেন্টারি কখনো সেটির মান বাড়াতে পারেনি। কিন্তু WWE এর সফলতার পেছনে কমেন্টারি অনেক বড় ভূমিকা পালন করে এটি। আপনি জে.আর এর কমেন্টারি শুনলেই বুঝতে পারবেন। 

৯) UFC তে বেশীরভাগ ম্যাচ হয় সাধারন নজরে বোরিং। মাঝে মাঝে তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে পুরো ম্যাচ জুরে। কিন্তু WWE তে কিছু কিছু ম্যাচ ছাড়া সব ম্যাচ ই আপনাকে বিনোদন দিবে (যেহেতু তার নামই হল এন্টারটেইমেন্ট)। 

১০) UFC তে ফাইটার এর সংখ্যা ৭৫০ । আর WWE তে মাত্র ৮০ । 

১১) UFC ফাইটার রা বছরে তিন থেকে পাচটি ম্যাচ খেলে। আর WWE রেসলাররা সপ্তাহে ৪-৫ টি ম্যাচ খেলে। 

১২) আপনি কখনোই UFC ফাইটার কে একটি মই বা ২০ ফুট উচু সেল থেকে লাফ দিতে দেখবেন না। যেটা আপনি পাবেন শুধুমাত্র WWE তে। 

১৩) আপনি কখনো কোন সেলিব্রিটিকে UFC তে ফাইট করতে দেখবেন না। কিন্তু WWE তে পারবেন (কারণ অবশ্যই স্ক্রিপ্ট)। 

১৪) UFC তে বেস্ট পিপিভি বাই হচ্ছে ৩ লক্ষ ৭০ হাজার। আর WWE তে ৩ লক্ষ ৩৩ হাজার। 

১৫) UFC এর তুলনায় WWE এর রেসলার রা বেশী জনপ্রিয়, WWE এর টাইটেল গুলো UFC থেকে অনেক বেটার। 

১৬) UFC থেকে WWE প্লেয়াররা বেশী পারিশ্রমিক পান। আমার কাছে WWE, UFC থেকে অনেক ভালো। কিন্তু বর্তমানে WWE জোকে পরিনত হয়েছে। এখন কোনটা বেটার সেইটা আপনার ডিসিশন।

• বিঃদ্রঃ-  কোন ভুল হলে ক্ষ্মমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

উল্লেখ্য, পোস্টটির আসল লেখক কে তা জানা যায়নি তবে আমি পোস্টটি  Saifullah Noman -এর কাছ থেকে পেয়েছিলাম, কিছু এডিট অবশ্যই করেছি।