※• Hell in a Cell - 2014 •※
WWE United States Champion Sheamus vs. The Miz: WWE United States Championship Match:

◘ এখন থেকে WWE টাইটেল ফিউড অনিয়মিত হয়ে পড়ার সম্ভাবনা থাকায় WWE কে বাধ্য হয়েই এই টাইটেলের উপর কিছুটা গুরুত্ব আরোপ করতে হবে। কিন্তু বরাবরের মতোই এই টাইটেল সম্পর্কে উদাসীনতার পরিচয় দিচ্ছে WWE। এর প্রমাণ শেমাসের মতো সুপারস্টারকে ট্যাগ টিম ম্যাচ খেলিয়ে খেলিয়ে বোরিং বানিয়ে রাখা। এখনই সময় শেমাস থেকে টাইটেল এমন কারও কাছে দেয়া যাকে দিয়ে টাইটেলটি আবারও প্রাণ ফিরে পাবে।

 আমি আপনাদের অনেক আগ থেকেই ইঙ্গিত দিয়েছিলাম যে একজন আমেরিকান ফেস সুপারস্টার শেমাস থেকে দাপটের সাথে টাইটেল জয় করে নিবেন যার সাথে ফিউড করে শেমাস হিল টার্ন করবেন। পরে সেই আমেরিকান সুপারস্টার থেকে টাইটেল আদায় করে নিবেন Rusev। কিন্তু "Arrogant Movie Star" চরিত্রে রিটার্ন করা মিয নিশ্চয়ই Rusev এর বিপক্ষে "Patriotic" চরিত্রে ফিউড করবেন না। তাই আমার ধারণা শেমাসই টাইটল রিটেইন করবেন।

 কিন্তু এখানে আরেকটি অসাধারণ ঘটনা ঘটতে পারে। "Stunt Double Magic" দেখিয়ে মিযের হয়ে টাইটেল জিতে নিয়ে পুরো এরিনাকে তাক লাগিয়ে দিবেন Damien "Mizdow"!!! কিন্তু তা মিযকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে শুরু হবে Miz vs. Mizdow ফিউড, যাতে শেষ হাসি হেসে পুশ পেতে শুরু করবেন Mizdow। গত কয়েক সপ্তাহ ধরে তার অসাধারণ অভিনয়ের জন্যে তিনি দর্শকদের থেকে যে চিয়ার পাচ্ছেন তাতে বেবিফেস টার্ন করলে অন্তত আমি অবাক হবো না।

♥Winner: and still the WWE Intercontinental Champion Sheamus via pinfall


※ Sheamus (c) vs. The Miz (HIAC) ※

WWE হেল ইন এ সেল 2014 -এর পূর্ণ সময়সূচী, শুধুমাত্র টেন স্পোর্টসে:-

বাংলাদেশের সময়ঃ-

◘ 
সোমবার (২৭ Oct)সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
◘ বুধবার (২৯ Oct)রাত ৯.৩০ থেকে রাত ১ টা পর্যন্ত।
◘ রবিবার (২ Nov)সকাল ১১.৩০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।

ভাতের সময়ঃ- 

◘ 
সোমবার (২৭ Oct)সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত।
◘ বুধবার (২৯ Oct)রাত ৯ থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
◘ রবিবার (২ Nov)সকাল ১১ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত।

:: ম্যাচকার্ড ::

No.
Matches
Stipulations
Prediction
1
John Cena vs. Randy OrtonHell In A Cell Match To Be No.1 ContenderRandy Orton
2
Dean Ambrose vs. Seth RollinsHell In A Cell MatchSeth Rollins
3
Sheamus vs. The MizUnited States Championship MatchSheamus
4
Goldust & Stardust vs. The Usos
WWE Tag Team Championship Match
Goldust & Stardust
5
AJ Lee vs. Paige
Singles match for the WWE Divas Championship
AJ Lee
6
Big Show vs. Rusev
Singles match
Rusev
7
Nikki Bella vs. Brie BellaThe loser will become the winner’s “personal assistant” for a month.
Nikki
8
Rusev vs. Mark Henry
Singles match
Rusev


※Big Show vs. Rusev ম্যাচের প্রেডিকশন (HIAC)※ 

※ Hell in a Cell 2014 ※-এর সময়সুচী এবং ম্যাচকার্ড।

※• Hell in a Cell - 2014 •※
WWE Tag Team Champions Goldust and Stardust vs. The Usos (Jimmy Uso and Jey Uso): Tag Team Match for the WWE Tag Team Championship:

◘ এই দুটি টিম গত কয়েক সপ্তাহ ধরে অনেকগুলো 6-man Tag Team Mgatch এ অংশ নিয়েছেন যার সবগুলোই মোটামুটি মজার হয়েছে।

◘ সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘতম ট্যাগ টিম টাইটেল রেইনটি ছিল The Usos এর। তবে WrestleMania XXXI এর আগে তাদের টাইটেল পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা দেখছি না। তবে বর্তমানে ট্যাগ টিম ডিভিশনের গভীরতা এতটাই কমে এসেছে যে এই দুটি টিমের সাথে কাজ করার মতো টিমই খুঁজে পাওয়া দুষ্কর। তাই আমার ধারণা তাদের এই ফিউডটি TLC পর্যন্ত চলবে। তবে Survivor Series এ টাইটেল ম্যাচের পরিবর্তে এ দুটি টিম ঐতিহ্যবাহী Survivor Series Tag Team Match এ অংশ নিবেন বলেই মনে হয়। আর তাই বর্তমান চ্যাম্পিয়নদেরও Hell in a Cell এ টাইটেল হারানোর সম্ভবনা নেই বললেই চলে। কেননা তারা টাইটেল হারালে তো রিম্যাচ প্রাপ্য হবে কিন্তু Survivor Series এ তা সম্ভব নয়।

◘ তবে এই ম্যাচটির গুণাগুণ নিয়ে কারও সন্দেহ আরোপের প্রশ্নই আসে না। Night of Champions এও তাদের ম্যাচটি সবার নজর কেড়েছে। তাই তাদের কাছ থেকে আমরা আরেকটি "Awesome" ম্যাচ আশা করতেই পারি। তবে কতটা "awesome" হবে তা নির্ভর করবে এ ম্যাচটির জন্যে বরাদ্দ সময়ের উপর।

♥ Winner : and still the WWE Tag Team Champions Goldust and Stardust via pinfall.


Credit : #iamjawad

※ Goldust and Stardust (c) vs. The Usos (HIAC) ※

※• Hell in a Cell - 2014 •※
◘ Rusev vs Big Show. দুই পাওয়ার হাউজের লড়াই। আমেরিকা ও রাশিয়ার লড়াই। কিন্তু কে জিতবে এই ম্যাচ? সুতরাং, এখন দেখা যাক কে জিততে পারে এই ম্যাচ...। 

◘ Rusev এখন চমৎকার পুশের উপর আছে। জ্যাক স্বোয়াগার, মার্ক হেনরির মত প্লেয়ারদেরকে রুসেভ ক্লিন ভাবে হারিয়েছে। আর ১৪ তারিখের RAW-তে তো Big Show-কেও কুপকাৎ করেই ফেলেছিল যদি না Henry এসে বাধা দিত।

◘ যাই হোক, এইবার আসি Big Show'র কথায়। এই ম্যাচে Big Show তেমন কোন সুবিধা পাবে বলে মনে হয়না। Show কে দিয়ে Rusev এর গড়া এই আনডিফিটেড স্ট্রিক ভাঙবে না WWE, কারন Show এখন WWE-এর হয়ে রিটায়ারমেন্ট ক্লজে কাজ করছে। তাই একজন বয়স্ক প্লেয়ারের হাতে এই ইয়াং ট্যালেন্টের গড়া স্ট্রিক ভাঙার মত ঝুঁকি নিবে না WWE।


◘ তাই আমার প্রেডিকশন হচ্ছে, এই ম্যাচে Show আধিপত্য ধরে রাখলেও নিঃসন্দেহে ম্যাচটি Rusev ই জিতবে

♥ Winner : Rusev.

Credit : #ViρεrRαγαn

※Big Show vs. Rusev ম্যাচের প্রেডিকশন (HIAC)※

◘ আসুন জেনে নেই WWE-এর সামনের PPV,  হেল ইন এ সেল নিয়ে কিছু তথ্যঃ

● প্রথম Hell In A Cell এর ডিজাইন করেন Jim Cornette..। অরিজিনাল সেলের উচ্চতা ছিল ১৬ ফিট এবং ওজন ছিল ২ টন। তবে বর্তমান সেলের উচ্চতা হচ্ছে ২০ ফিট এবং ওজন প্রায় ৫ টনের কাছাকাছি। 

● Hell In A Cell এ অংশগ্রহণ করেছেন এমন রেসলারের সংখ্যা ছিল এতদিন ৩১ জন। তাদের সবাই WWE এর হোল অফ ফেমার, লিজেন্ড এবং অনেকেই এখন টপ রেসলার। কিন্তু ২৭ তারিখ তা ৩৩ জনে পরিণত হবে। কারণ WWE এর নতুন ট্যালেন্ট Dean Ambrose এবং Seth Rollins এতে অংশগ্রহণ করবে।

● Undertaker তার ক্যারিয়ারে অন্য রেসলারদের তুলনায় সবচেয়ে বেশিবার Hell In A Cell ম্যাচ খেলেছেন। তিনি মোট ১২ টা HIAC ম্যাচ খেলেছেন। তাছাড়া ২০০৯ সালে CM Punk কে হারিয়ে তিনি প্রথম HIAC তে চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড করেছেন।

● HHH এবং Undertaker এর মধ্যে টাই রয়েছে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচে জয়লাভ করার। তারা দুজনেই ৬ টি HIAC ম্যাচ জিতেছেন। এটা হচ্ছে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচ জেতার রেকর্ড।

● ২০০৯ সালে HIAC পিপিভিতে সেলের ভিতর ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে একই ইভেন্টে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচ হওয়ার রেকর্ড। 

● দুই প্রাণপ্রিয় বন্ধু HHH এবং Shawn Michaels এর মধ্যে HIAC ম্যাচ অনুষ্ঠিত হয় যেটায় Shawn কে বিদ্ধস্ত ভাবে পেডিগ্রি দিয়ে ম্যাচ জিতেন HHH..। এই ম্যাচটা ৪৭ মিনিট ২৬ সেকেন্ড স্থায়ী ছিল। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী HIAC ম্যাচের রেকর্ড। 

● ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর Raw অফ এরিনায় যাওয়ার পর তৎকালীন WWE  Champion John Cena সেলের ভিতর ডার্ক ম্যাচে তার টাইটেল ডিফেন্স করে CM Punk, Alberto Del Rio, Dolph Ziggler এবং Jack Swagger সাথে। Swagger কে AA দিয়ে এই ম্যাচে Cena তার টাইটেল রিটেইন করে। এই ম্যাচটা হচ্ছে এখন অব্দি একমাত্র HIAC ম্যাচ যেটা Televise করা হয় নি। অর্থাৎ এই ম্যাচ টিভিতে প্রচার করা হয় নি। 

● বেশিরভাগ HIAC ম্যাচই পিপিভিতে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু Raw তে এখন পর্যন্ত  ২টা ম্যাচ হয়েছে যেটা HIAC এর ভিতর অনুষ্ঠিত হয়েছে।

● ২০০৯ সালের HIAC তে Undertaker এর কাছে প্রথম টাইটেল হাতবদল হয়। তিনি WH চ্যাম্পিয়নশিপের জন্য Punk কে হারান। অন্যদিকে ঐদিনই Randy Orton কাছে ২য় বারের মত টাইটেল হাতবদল হয়। কারণ Randy ঐ ইভেন্টে  Cena কে হারিয়ে WWE Champion হয়।


Credit :  Dewan Farhan Nadeem

Hell In A Cell -এর ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নিন।

※• Hell in a Cell - 2014 •※

আমার মত অনেকেই দ্বিধায় আছে, কে জিতবে HIAC -তে...কেউ ভাবছেন Cena, কেউ ভাবছেন Randy আসুন কিছু হিসেব মেলানোর চেষ্টা করি...।

১. এই ম্যাচটি এক ধরনের Cage Match. এই ধরনের ম্যাচে বরাবরই Orton ফেবারিট হিসেবে থাকে। কারন HIAC ম্যাচগুলোতে তার ইতিহাস উজ্জ্বল। অন্যদিকে Cena এখনও HIAC ম্যাচে ভাল করতে পারেনি। তাই Stipulation এর কারনে Randy ফেবারিট হিসেবে থাকবে।

২. আমরা সবাই জানি Royal Rumble এ মুখোমুখি হতে পারে John Cena ও Brock Lesnar. তাই প্রেডিকশন Cena'র দিকে বেশি ঝুঁকছে। কারন, Brock যদি সরাসরি Royal Rumble সিজনে রিটার্ন করে তবে এই ম্যাচ নিশ্চিত Cena জিতবে।

৩. এই প্রথমবারের মত John Cena'র বিপক্ষে Anti-Heel চরিত্রে খেলতে যাচ্ছে Randy Orton. এর আগে যতবার তারা মুখোমুখি হয়েছে তখন Cena ছিল BabyFace আর Orton ছিল Bloody Heel. কিন্তু অবস্থা এইবার ব্যতিক্রম। একদিকে Cena এখন আগের মত BabyFace থাকলেও Orton এখন Anti-Heel. এরিনার একদিকে Cena "বু" পাচ্ছে, অন্যদিকে Orton "পপ" পাচ্ছে। তাই খুব সম্ভবত এই দর্শক সাপোর্ট বিরাট ফ্যাক্ট হতে পারে যা Randy'র জন্য প্লাস পয়েন্ট। কারন মেইন ইভেন্টে দর্শক কে খুশি করতে এই ফলাফল (Randy Wins) হতে পারে।

৪. গত RAW তে Paul Heyman কে RKO দেয় Orton. এতে সে Lesnar কে প্রায় দাওয়াত দিয়ে আনার উপক্রম করেছে বলে বুঝা যাচ্ছে। একটু পিছনে যাই। অনেকেই জানেন, গত বছর CM Punk ওর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে Heyman. এতে Ryaback ও Axel এর সাহায্য নিয়েও বাঁচতে পারেনি Heyman. পরে যেদিন Heyman কে মারে তারপর দিনই হাজির হয় Beast এবং আক্রমন করে Punk কে। ঠিক এভাবেই Triple H এর সময়ও হয়েছিল। আর আপনাদের কি মনে হয়? Heyman কে RKO দেয়ার প্রতিশোধ নিতে কি "Beast" Lesnar আসবে না? Heyman কে তাকে ডাকবে না? সুতরাং, Orton-Brock ফিউডের আভাস দেখা যাচ্ছে ওই একটি RKO'র জন্য।

৫. Seth এই RAW তে Curb Stomp দেয় Orton কে। এতে তাদের মধ্যে যদি ফিউড শুরু হয় তবেই Cena কে জিতানো হবে এই ম্যাচে। তাছাড়া, Cena এখনো এইরকম ম্যাচ ভাল করতে পারেনি এবং গতবছর Cena হেরেছিল এই Randy'র কাছে। তাই এই ম্যাচে ফেবারিট Cena কেও ধরা যায়।

৬. Curb Stomp!!!! Seth কে তার এই কুকর্মের শাস্তি Orton দিবে তা সবারই জানা। কারন, Orton কাউকে গোণায় ধরে না। যাকে তাকে মেরে বসে (Austin এমন করতো)। তাই ভুলে গেলে চলবে না, Royal Rumble এর আগে আরও ২টা PPV আছে। এতে Orton-Brock ম্যাচ দেখাও যেতে পারে। হয়তো Orton জিতলো। পরে Seth এর সাথে Survivor Series পর্যন্ত ফিউড হলো। আর TLC-তে ফিউড করলো Brock এর সাথে।

◘ শেষপর্যন্ত বলা যায় যে, এই ম্যাচে ২জনের জিতার সম্ভাবনা ৫০-৫০। আগে-ভাগে কিছু বলা যায় না। কিন্তু আমি Orton কে ফেবারিট হিসেবে এগিয়ে রাখলেও, কেন যেন মনে হচ্ছে ম্যাচটা Cena-ই জিতবে। আসলে এই দুজনের ম্যাচ একদম আনপ্রেডিক্টেবল...কখন কি হয় তা শেষপর্যন্ত না দেখলে বুঝা যাবে না।



Credit : #ViρεrRαγαn

※Randy Orton vs. John Cena ম্যাচ প্রেডিকশন ও পরবর্তী অবস্থা (HIAC)※

আজকের স্মাকডাউন শুরু হয় ডিন আম্ব্রোসকে দিয়ে যে রিঙ্গে একটা ফাইটের জন্য রেডি ছিল বলে মনে হচ্ছিল। সে রলিন্সকে ডাকে, রলিন্স তাদের আগের টিম শিল্ড-এর ব্যাপারে অনেক কথা বলে এবং সে আরও বলে যে আজকে আবার আম্ব্রোসকে নিয়ে সে কিছু কথা বলবে। 

♠ The Miz ও Damien Sandow vs. Los Matadores

♥ Winners : The Miz ও Damien Sandow

♠ Alicia Fox vs.  AJ Lee 

এই ম্যাচে ফক্সের বান্ধবী পেইজ রিংসাইডে ছিল। এজে লি রোল-আপের মাধ্যমে ম্যাচটা জিতে নেয় এবং জিতার পরে অনেক পপ পায়। পেইজ ম্যাচের পরে রেগে যায় এবং এজে লি কে তারা করে নিয়ে যায়। 

♥ Winner : AJ Lee


♠ Cesaro vs. Dolph Ziggler (WWE Intercontinental টাইটেল ম্যাচ)

তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দারুন একটা ম্যাচ হয় কিন্তু শেষপর্যন্ত জিগ্লার জিগ-জ্যাগের মাধ্যমে জয়লাভে সক্ষম হয়। 

♥ Winner অ্যান্ড স্টিল দ্য IC চ্যাম্প : Dolph Ziggler

♠ Nikki Bella, Summer Rae ও Cameron vs. Natalya, Naomi ও Brie Bella

এদের মধ্যে ভালোই ম্যাচ হয়, শেষে নিক্কি, তার বোন ব্রি এর উপর তার ফিনিশিং লাভ করে এবং তার টিমকে জয়লাভ করায়। 

♥ Winners : Nikki Bella, Summer Rae ও Cameron

◘ Hell In a Cell -এ IC চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য জিগ্লার এবং সিজারো-এর মধ্যে 2 of 3 Falls ম্যাচ ঘোষিত হয়। 

♠ Bo Dallas, Goldust ও Stardust vs. Mark Henry ও The Usos 

আবারও বো, হেনরিকে পিন করে হারিয়ে তার টিমকে জিতিয়ে দেয়...সত্যিই কি যুগ...!একদিন যে একলায় সবাইকে হারিয়ে দিত সে আজকে বো -এর কাছে হেরে যায়।  

♥ Winners : Bo Dallas, Goldust ও Stardust

◘ আজকের শো শেষ হয় সেথ রলিন্স এবং ডিন আম্ব্রোসের ঝগড়ার দ্বারা। শেষে আম্ব্রোস,  Joey Mercury এবং Jamie Noble -কে দিয়ে দুইটা টেবিল ভাঙ্গে এবং ক্রাউডদের কাছ থেকে অনেক পপ পায়। রলিন্স এটা রিঙ্গের বাইরে থেকে দেখতেই থেকে যায় এবং তার ফিউচারের কথা ভাবে। 

☻SmackDown স্পইলার রেজাল্ট, ২২ অক্টোবর ২০১৪




1. এইবছরের Slammy Award আগামী ডিসেম্বরের ৮ তারিখ RAW-তে গ্রীনভ্যালি'র Bon Secours Center থেকে অনুষ্ঠিত হবে।

2. ডিসেম্বরের ৮ তারিখে WWE World Heavywight Champion Brock Lesnar রিটার্ন করবেন। ধারণা করা হচ্ছে Triple H এর একটি সেগমেন্টে তিনি উপস্থিত হবেন।

3. Randy Orton আজকের Raw -তে সেথ রলিন্সের কাছে কার্ব স্টোম্প খেয়ে সম্ভাব্য ফেস টার্ন করেছেন।

4. Survivor Series এ Team Seth vs Team Dean/Cena ট্রেডিশনাল সারভাইভর ম্যাচ হতে পারে। এবং Diva দের 5-on-5 ম্যাচ হবে।

5. Daniel Bryan আরেকটি সার্জারি নিবেন। তবে আরেকটি সার্জারি নিলে তার আরো বিশ্রামের প্রয়োজন হবে।

6. Rey Mysterio কে আপাতত আর WWE তে দেখা যাবেনা। তিনি Survivor Series না হলে Royal Rumble একেবারে আসবেন।

7. Tyson Kid এবং Natalya একে অপরকে ডিভোর্স দিয়েছেন।

8. TLC 2014 পিপিভিতে যেহেতু WWE World Heavywight Championship ম্যাচ হবেনা তাই MITB ব্রিফকেস অন দ্য লাইন ম্যাচ হতে পারে।

9. Cody Rhodes এর স্ত্রী Jonse নিউ রিং আনাউন্সার হিসেবে কাজ করবেন। তার সাথে চুক্তি হয়েছে।


10. আজকের Raw -তে লেজেন্ডারি হার্ডকোর লেজেন্ড মিক ফোলি রিটার্ন করেছেন...কয়েকদিন আগে দ্য রককেও একইভাবে একদিনের জন্য রিটার্ন করানো হয়।


☻রিটার্ন নিউজ :-


◘ রাইব্যাকের রিটার্ন বিষয়ে WWE এর প্ল্যান:

রাইব্যাকের ডাক্তাররা তাকে রেসলিংয়ের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। তার বিষয়ে Wwe এর প্ল্যান হলো তাকে তার সাবেক টিম পার্টনার কার্টিস এক্সেল এর সাথে টিম আপ(RYBAXEL)করে রিটার্ন করানো. তার টিম পার্টনার কার্টিস এক্সেল ও বেশ কিছুদিন ধরে টিভি শো গুলোতে অনুপস্থিত। এই প্ল্যান টা এক মাসের মধ্যেই বাস্তবায়িত হবে।


◘ দ্যা বুগিম্যানের কথা নিশ্চয় মনে আছে? তিনি সম্প্রতি WWE এর স্ট্যামফোর্ড এর হেডকোয়াটার ভিসিট করেন এবং টুইট করেন: "It feels great to be home again ...never say..never!!!..cmon2getcha."

তাহলে কি আমরা এবার বুগিম্যানের রিটার্ন দেখতে পাচ্ছি?


◘ Steve Austin এর WWE Return:
WWE প্ল্যান করতেছে যে সামনের বছরই তারা Austin কে WWE তে রিটার্ন করাবে। তবে কখন রিটার্ন করাবে আর কার সাথে ফিউড হবে তা এখনো কনফার্ম হয় নি। তবে এটা শিওর যে Wrestlemania XXXI তে Austin রিটার্ন করছেন। না।

◘ Team 3D কে কয়েকদিন আগে TNA রিলিজ করতে দিয়েছিল। তো এখন খুব সম্ভবত Team 3D WWE তে খুব শীঘ্রই রিটার্ন করতে যাচ্ছে। Team 3D এর সদস্যরা হলেন Bully Ray আর Devon. WWE তে এসে তাদের রিংনেম পরিবর্তন হয়ে পারে।।


Credit : আমরা রেসলিং এর বাংলাদেশি ভক্ত

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

◘ আজকের Raw শুরু হয় আগের সপ্তাহের একটা ভিডিও রিক্যাপএর দ্বারা।

◘ Seth Rollins, Kane, Randy Orton এবং Triple H আসে এবং দেখা যায় যে রিঙ্গের উপরে সেল ঝুলে আছে...হেল ইন এ সেল ইস কামিং।
◘ এরপর ট্রিপল এইচ তাদের পরবর্তী PPV এবং ডিন ও সিনার ব্যাপারে বলে...সে "Hell" শব্দটিকে অনেকবার ব্যবহার করে। 

◘ অরটন এবং রলিন্সএর মধ্যে হালকা বিতর্ক হয় যে তাদের মধ্যে কার ম্যাচ হবে HIAC -তে মেইন ইভেন্ট। ট্রিপল এইচ বলে হয়তো সিনা নাহলে অরটন ব্রক লেস্নারকে হারাবে। অর্থাৎ তাদের মধ্যে যে উইনার হবে সে ব্রকের সাথে সামনের PPV -তে খেলবে। 

◘ এরপর তাদের মধ্যে কোন ফাইট হয়নি কারন সবাই একে অপরকে জরিয়ে ধরে শান্তিপূর্ণভাবে সেগমেন্টটাকে ফিনিশ করে। 

◘ এরপর কোল আগের সপ্তাহের একটা ভিডিও দেখায় যেটাতে শেমাস মেইন ইভেন্টে ড্যামিয়েন মিজডোউ কে মারে। এর পরের ম্যাচ হবে শেমাস ও উসোস vs. মিজ ও ডাস্ট ব্রাদারস। 


♠ Sheamus ও The Usos vs. Miz ও Gold ও Stardust 
মিজের সঙ্গে মিজডোউ আসে এবং প্রতিবারের মতো এইবারেও ভালো নকল করে। মিজ বলে যে আজকে তার জাগায় খেলবে মিজডোউ। তাদের মধ্যে ভালো ম্যাচ হয় এবং শেষে শেমাস ট্যাগ পেলে সবাইকে মারতে শুরু করে। মিজডোউ তাকে টপ রোপেই থামিয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা পাওয়ারস্লাম দিয়ে শেমাস আবার ম্যাচে আসে। 

এরপর উসোসরা রিং ক্লিয়ারের কাজ শুরু করে, সবাই একে অপরকে মারতে থাকে, অনেকগুলি ড্রাইভ দেখা যায়। 

এরপর শেমাস মিজডোউকে ব্রোজ কিক মারার জন্য তৈরি হলে স্টারডাস্ট তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে মিজডোউ উইনার হয়। 

♥ Winners: Mizdow, Gold and Stardust

◘ অনেকদিন পরে সান্ডোউ এত ভালো জয়লাভ করলো। 

◘ এরপর অরটনকে দেখা যায় লেসনারের সঙ্গে ম্যাচ দিবার জন্য ট্রিপল এইচকে ধন্যবাদ জানাতে...!!

ট্রিপ বলে যে, পুরা জিনিসটাই হল রলিন্সের আইডিয়া। অরটন বলে যে সে এখন রলিন্সকে খুজবে এবং তাকে ধন্যবাদ জানাবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়।  

♠ AJ vs. Alicia Fox

আলিসিয়া ফক্সের দিকে রিংসাইডে ছিল একে লি -এর ফর্মার বান্ধবি পেইজ, যে রিসেন্টলি টোটাল ডিভাস জয়েন করেছে। তাদের ম্যাচ চলাকালীন একসময় পেইজ এবং এজে লি একে অপরের সঙ্গে কিছু কথোপকথনে জরিয়ে পরে, এরপর সবাইকে চমকে দিয়ে ফক্স রোল-আপের মাধ্যমে জয় লাভ করে। ম্যাচের পরে পেইজ এবং ফক্সের বন্ধুত্ব দেখা যায়! 

♥ Winner: AJ

◘ এরপর অরটনের মিউজিক হিট করে এবং সে এসে সিনার সঙ্গে তার অনেক দিনের শত্রুতার কথা বলে। সে আরও বলে যে যদিও সে সিনাকে রেস্পেক্ট করে কিন্তু আসলে সে সিনার থেকে ভালো, এরপর সিনার মিউজিক হিট করে এবং সে আসে। তাদের মধ্যে কিছু উত্যক্ত কথোপকথন হয়। সিনা অরটনকে বলে যে, তার মুখ বন্ধ করতে। সিনা বলে যে অরটোন একজন ফিউচার হল অফ ফেমার হলেও সে প্রত্যেকবার সে নিজেকে ডাম্বআস প্রমান করে যখনই কিছু বলতে যায়। 

◘ পল হেইমান চলে আসে, এবং বলে যে সিনা ও অরটনের মধ্যে যেই জিতুক কিছু আশে যায় না কারন তাদেরকে ফেস করতে হবে দ্য বিস্ট ব্রক লেস্নারকে। 

◘ এরপর দারুন ঘটনা হয়। সিনা হেইমানকে AA দিবার জন্য কাঁধে তুলে কিন্তু তার ভালোমানুষীর কথা ভেবে তাকে আবার নামিয়ে দেয়, কিন্তু এরপর ঘুরা মাত্র একটা জোরদার RKO খেতে হয় সিনাকে আউট অফ নোহোয়ার! হেইমান এরফলে কিছুটা সেলিব্রেট করে কিন্তু সেটা বেশীক্ষণ স্থায়ী হয়নি কারন আজকে রাতে RKO -এর দ্বিতীয় স্বীকার হতে হল স্বয়ং পল হেইম্যানকে। 
◘ এই সেগমেন্টএর শেষে অরটনই একমাত্র দাড়িয়ে থাকে এবং যা বলেছিল সেটাকেই সঠিক প্রমান করে। 

♠ Big E vs. Rusev

রুসেভ বিগ ই কে কর্নারে নিয়ে গিয়ে পাঞ্চ এবং কিক মারতে থাকে এরপর বিগ ই পালটা জবাব দিবার চেষ্টা করলেও সেটা বেশীখন স্থায়ী হয় নি। রুসেভ স্পিনিং হুইল কিক দেয় এবং ব্রেক থেকে ফিরে আসার পরে দেখা যায় যে আকোলেডের মাধ্যমে উইনার হল রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর লানা এবং রুসেভ বিগশোকে উদ্দেশ্য করে একটা প্রোমো কাট করে। তারপর লানা রাশিয়ান ফ্লাগ নামার অপেক্ষা করলেও সেটা নামলোই না এবং রুসেভ খুব রেগে গেল। এরপর জায়েন্ট স্ক্রিনে বিগশো এলো এবং তারপর অ্যামেরিকার ফ্লাগ উপর থেকে নামলো, ঠিক যেমনটা রুসেভএর সঙ্গে হয়। কিন্তু তারপর রুসেভ অ্যামেরিকার ফ্লাগটাকেও ছিরে ফেলে দিল যেমনটা বিগশো তাদের ফ্লাগের সঙ্গে করেছিল। একজন সৈনিক রিঙ্গে আসার চেষ্টা করলে রুসেভ তার মাথায় লাথি মারে।

◘ এরপর বিগশোকে দেখা যায় সেই সৈনিককে সাহায্য করতে যে রুসেভএর কিক খেয়েছিল। শো এতটাই রেগে ছিল যে তার মুখ থেকে ঠিকমতো কথা বার হচ্ছিল না। সে বলে যে প্রত্যেক জিনিসের একটা লিমিট থাকে এবং একজন আমেরিকান সৈনিককে ডিস্রিস্পেক্ট করা যায় না। 

◘ বিগশো বলে যে রুসেভ এর সঙ্গে তার যত শত্রুতা আছে তা আজকে রাতেই মেটাবে, সে রুসেভকে রিঙ্গে ডাকে। কিন্তু রুসেভ আসে না এবং বিগ শো ব্যাকস্টেজের দিকে যায় রুসেভকে খুজে বার করার জন্য। 

◘ এরপর শো রুসেভ-এর ড্রেসিং রুমে গিয়ে লাথি মেরে দরজা খুলে দেখে ভিতরে কেউ নায়। এরপর ডিন আম্ব্রোসকে দেখানো হয়, সে কেউন এর নতুন মুভ দেখছিল এবং ভয় পাওয়ার ভান করছিল যখন সিনা এসে হাজির হয়। তাদের মধ্যে দারুন একটা সেগমেন্ট হয়। আম্ব্রোস তাদেরকে সুপারম্যান এবং বাটমানের সঙ্গে তুলনা করে। সিনা বলে যে সে বাটম্যানের থেকে জোকার হিসাবেই ভালো। এরপর আম্ব্রোস বলে "Why so serious?" (যেটা জোকারের ডাইলগ)

♠ Brie Bella vs. Summer Rae

তাদের ম্যাচটা খুব ছোট হয়। ব্রি সহজেই সামারকে ফিনিশ করে দেয় এবং জয়লাভ করে। উল্লেখ্য, ম্যাচের সময় ব্রিও কিছুটা ইয়েস চ্যান্ট পায় কিন্তু এটা ড্যানিয়েলএর সঙ্গে পুরোপুরি এক ছিল না। 

♥ Winner: Brie Bella



◘ এরপর আম্ব্রোস তার সঙ্গে একটা বড়ো ব্যাগ নিয়ে রিঙ্গে আসে। আম্ব্রোসের ব্যাগের মধ্যে থেকে একটা ডামি বার করে এবং বলে যে সে রলিন্সএর সঙ্গে কি কি করবে। রলিন্সের ব্যাপারে বলার সঙ্গে সে ডামিটার উপরেও অত্যাচার করতে লাগে, তাকে কয়েকটা থাপ্পর মারে, এরপর আরও গভীরে গিয়ে অস্ত্র দিয়ে ডামিটার উপর অ্যাটাক করে। 
সে বলে যে দুঃখের ব্যাপারে হল রলিন্সকে এরকমভাবে কাটতে পারবো না কারন তাকে অল্রেডি বিক্রি করে দিয়েছি অথরিটির কাছে...। 

◘ এরপর রলিন্স এর মিউজিক হিট করে এবং তার সাথে আসে Mercury ও Noble। রলিন্স তাকে প্রপ কমিক বললে সে ডামিটার একটা হাত আম্ব্রোসকে ছুরে মারে। রলিন্স তার সেলিং আউটের ব্যাপারে বলে এবং এরফলে প্রত্যেক Raw -তে বেস্ট থিং হয়ে থাকার কথাও বলে। 

◘ এরপরে হঠাৎ করে আসে দ্য লেজেন্ডারি হার্ডকোর রেসলার মিক ফোলি। 
ফোলি রিঙ্গে আসে এবং বিশাল পপ পায় ক্রাউডদের তরফ থেকে, সবাই দাড়িয়ে তার নামের চ্যান্ট দিতে লেগেছিল...দারুন মুহূর্ত। ফোলি বলে যে, সে সেলের মধ্যে রলিনকে জয়ি হিসাবে দেখছে, যদিও সেলের মধ্যে আম্ব্রোসও চান্স পাবে অনেক হিংস্র জিনিস করার। তাদের মধ্যে একটা ভালো সেগেম্নট নয় এবং ফোলি সেখানেই বিদায় নেয়।

◘ আম্ব্রোস একটা চিয়ার তুলে রলিন্সকে মারতে গেলে সে পালিএয় যায়, এবং শেষপর্যন্ত আম্ব্রোস রলিন্স, নোবেল ও মার্কারির উপর ডামিটাকে ছুরে মারে। 

♠ Dolph Ziggler vs. Cesaro

তাদের মধ্যে একটা তুলনামুলক ছোট ম্যাচ হয়। সিজারো শেষে পাওয়ারবম্ব দিতে গেলে জিগ্লার তাকে একটা ফেসবাস্টার দিয়ে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার সুপারকিক দিতে গেলে সিজারো তাকে চারিদিকে ঘুরিয়ে একটা দারুন জোরদার আপারকাট দেয় এবং ম্যাচটাকে জিতে নেয়। 

♥ Winner: Cesaro

◘ রিং ছারার আগে সিজারো, জিগ্লারকে একটা Neutrzlier হিট করে। 

◘ এরপর দেখা যায় কেইনকে রলিন্স এবং অরটনকে বকানি দিতে কারন তাদেরকে আজকে সেম পেজে থেকে সিনা ও আম্ব্রোসকে ধংস্ব করতে হবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়। 

◘ এরপরের ম্যাচ হবে আমাদের মেইন ইভেন্ট। সিনা ও আম্ব্রোস vs. অরটন ও সেথ রলিন্স...তাও আবার স্ট্রিট ফাইট এবং সেলের ভিতরে। এই ম্যাচের জন্য প্রথমে রিঙ্গে আসে জন সিনা।

♠ John Cena ও Dean Ambrose vs. Kane, Seth Rollins ও Randy Orton (Street Fight, সেলের ভিতর)

রিন বেল হবার পরেই সবাই একে অপরকে মারতে শুরু করে দেয়। কেইনকে রিঙ্গে থেকে বাইরে ফেলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রলিন ও আম্ব্রোস রিঙ্গে থেকে যায় যারা ছিল লিগ্যাল ম্যান। আম্ব্রোস লড়াই করতে করতে বাইরে গেলে অরটোন এবং কেইন তাকে অ্যাটাক করে। সিনা বাঁচাতে আসে কিন্তু বাঁচাবার পর রলিন্স আনাউন্স টেবিলের উপর থেকে তাদের সবাইয়ের উপরে ড্রাইভ মারে। আম্ব্রোস রিঙ্গে তল থেকে একটা চেয়ার বার করে এবং রলিন্সের উপর তার ব্যবহার করে। এরপর ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে তাদের ইচ্ছা পূরণ করতে আম্ব্রোস রিঙ্গে তলা থেকে টেবিল বার করে কিন্তু সেটাকে ইউস করার আগেই কেইন তাকে অ্যাটাক করে। ব্রেকের পরে দেখা যায় রিঙ্গে খেলা হচ্ছে এবং ম্যাচটা এখন হিলদের কন্ট্রোলে আছে।

ম্যাচের একপর্যায়ে আম্ব্রোস সবাইকে কেজের বাইরে ফেলে দেয় এবং ম্যাচের কন্ট্রোল একাই নিজের হাতে নিয়ে নেয়। এরপর সে রলিন্স এর উপর একটা সুইসাইড ড্রাইভ দেয় এবং এরগলে তাদের দুজনকেই সেলের ওয়ালে ধাক্কা খেতে হয়। ক্রাউডরা চ্যান্ট করতে থাকে this is awesome। এরপর অরটন আম্ব্রোসকে রিঙ্গের ভিতরে নিয়ে যায় RKO দেওয়ার জন্য, কিন্তু সিনা চলে আসে এবং AA দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন চোকস্লামের মাধ্যমে তাকে ফিনিশ করে দেয়।

আম্ব্রোস কেইনকে Dirty Deeds দেয় এবং ঘুরে দাঁড়ানো মাত্র অরটনের কাছে হঠাৎ করে একটা RKO খেয়ে নেয় এবং সেটাকে কিক আউট করা আম্ব্রোসএর পক্ষে সম্ভব হয়নি...শেষপর্যন্ত হিলরাই উইনার হল।

♥ Winners: Kane, Rollins and Kane 

◘ এরপর সেথ রলিন্স চলে আসে এবং হঠাৎ করে অরটনকে একটা Curb Stomp হিট করে...অর্থাৎ এর ফলে কনফার্ম হয়ে গেল যে রলিন্সের সাথে অরটোনএর ফিউড হবে এবং RKO খেতেও আর বেশীক্ষণ অপেক্ষা করতে হবে না রলিন্সকে...এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল অরটোন সম্ভবত ফেইস টার্ন করলো। 

◘ যাইহোক, শেষপর্যন্ত রলিন্স একলাই দাড়িয়ে থাকলো এবং সেলের উপরে উঠে সেলিব্রেট করতে লাগলো এবং এইভাবেই আজকের "র" শেষ হল। 



☻WWE Raw রেজাল্ট, ২১ অক্টোবর ২০১৪

<•<আপদেটের জন্য এই পেজটাকে রিফ্রেশ করুন>•>
◘ আজকের Raw শুরু হয় আগের সপ্তাহের একটা ভিডিও রিক্যাপএর দ্বারা। 

◘ Seth Rollins, Kane, Randy Orton এবং Triple H আসে এবং দেখা যায় যে রিঙ্গের উপরে সেল ঝুলে আছে...হেল ইন এ সেল ইস কামিং।

◘ এরপর ট্রিপল এইচ তাদের পরবর্তী PPV এবং ডিন ও সিনার ব্যাপারে বলে...সে "Hell" শব্দটিকে অনেকবার ব্যবহার করে। 

◘ অরটন এবং রলিন্সএর মধ্যে হালকা বিতর্ক হয় যে তাদের মধ্যে কার ম্যাচ হবে HIAC -তে মেইন ইভেন্ট। ট্রিপল এইচ বলে হয়তো সিনা নাহলে অরটন ব্রক লেস্নারকে হারাবে। অর্থাৎ তাদের মধ্যে যে উইনার হবে সে ব্রকের সাথে সামনের PPV -তে খেলবে। 

◘ এরপর তাদের মধ্যে কোন ফাইট হয়নি কারন সবাই একে অপরকে জরিয়ে ধরে শান্তিপূর্ণভাবে সেগমেন্টটাকে ফিনিশ করে। 

◘ এরপর কোল আগের সপ্তাহের একটা ভিডিও দেখায় যেটাতে শেমাস মেইন ইভেন্টে ড্যামিয়েন মিজডোউ কে মারে। এর পরের ম্যাচ হবে শেমাস ও উসোস vs. মিজ ও ডাস্ট ব্রাদারস। 


♠ Sheamus ও The Usos vs. Miz ও Gold ও Stardust 

মিজের সঙ্গে মিজডোউ আসে এবং প্রতিবারের মতো এইবারেও ভালো নকল করে। মিজ বলে যে আজকে তার জাগায় খেলবে মিজডোউ। তাদের মধ্যে ভালো ম্যাচ হয় এবং শেষে শেমাস ট্যাগ পেলে সবাইকে মারতে শুরু করে। মিজডোউ তাকে টপ রোপেই থামিয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা পাওয়ারস্লাম দিয়ে শেমাস আবার ম্যাচে আসে। 

এরপর উসোসরা রিং ক্লিয়ারের কাজ শুরু করে, সবাই একে অপরকে মারতে থাকে, অনেকগুলি ড্রাইভ দেখা যায়। 

এরপর শেমাস মিজডোউকে ব্রোজ কিক মারার জন্য তৈরি হলে স্টারডাস্ট তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে মিজডোউ উইনার হয়। 

♥ Winners: Mizdow, Gold and Stardust

◘ অনেকদিন পরে সান্ডোউ এত ভালো জয়লাভ করলো। 

◘ এরপর অরটনকে দেখা যায় লেসনারের সঙ্গে ম্যাচ দিবার জন্য ট্রিপল এইচকে ধন্যবাদ জানাতে...!!

ট্রিপ বলে যে, পুরা জিনিসটাই হল রলিন্সের আইডিয়া। অরটন বলে যে সে এখন রলিন্সকে খুজবে এবং তাকে ধন্যবাদ জানাবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়।  

♠ AJ vs. Alicia Fox

আলিসিয়া ফক্সের দিকে রিংসাইডে ছিল একে লি -এর ফর্মার বান্ধবি পেইজ, যে রিসেন্টলি টোটাল ডিভাস জয়েন করেছে। তাদের ম্যাচ চলাকালীন একসময় পেইজ এবং এজে লি একে অপরের সঙ্গে কিছু কথোপকথনে জরিয়ে পরে, এরপর সবাইকে চমকে দিয়ে ফক্স রোল-আপের মাধ্যমে জয় লাভ করে। ম্যাচের পরে পেইজ এবং ফক্সের বন্ধুত্ব দেখা যায়! 

♥ Winner: AJ

◘ এরপর অরটনের মিউজিক হিট করে এবং সে এসে সিনার সঙ্গে তার অনেক দিনের শত্রুতার কথা বলে। সে আরও বলে যে যদিও সে সিনাকে রেস্পেক্ট করে কিন্তু আসলে সে সিনার থেকে ভালো, এরপর সিনার মিউজিক হিট করে এবং সে আসে। তাদের মধ্যে কিছু উত্যক্ত কথোপকথন হয়। সিনা অরটনকে বলে যে, তার মুখ বন্ধ করতে। সিনা বলে যে অরটোন একজন ফিউচার হল অফ ফেমার হলেও সে প্রত্যেকবার সে নিজেকে ডাম্বআস প্রমান করে যখনই কিছু বলতে যায়। 

◘ পল হেইমান চলে আসে, এবং বলে যে সিনা ও অরটনের মধ্যে যেই জিতুক কিছু আশে যায় না কারন তাদেরকে ফেস করতে হবে দ্য বিস্ট ব্রক লেস্নারকে। 

◘ এরপর দারুন ঘটনা হয়। সিনা হেইমানকে AA দিবার জন্য কাঁধে তুলে কিন্তু তার ভালোমানুষীর কথা ভেবে তাকে আবার নামিয়ে দেয়, কিন্তু এরপর ঘুরা মাত্র একটা জোরদার RKO খেতে হয় সিনাকে আউট অফ নোহোয়ার! হেইমান এরফলে কিছুটা সেলিব্রেট করে কিন্তু সেটা বেশীক্ষণ স্থায়ী হয়নি কারন আজকে রাতে RKO -এর দ্বিতীয় স্বীকার হতে হল স্বয়ং পল হেইম্যানকে। 

◘ এই সেগমেন্টএর শেষে অরটনই একমাত্র দাড়িয়ে থাকে এবং যা বলেছিল সেটাকেই সঠিক প্রমান করে। 

♠ Big E vs. Rusev

রুসেভ বিগ ই কে কর্নারে নিয়ে গিয়ে পাঞ্চ এবং কিক মারতে থাকে এরপর বিগ ই পালটা জবাব দিবার চেষ্টা করলেও সেটা বেশীখন স্থায়ী হয় নি। রুসেভ স্পিনিং হুইল কিক দেয় এবং ব্রেক থেকে ফিরে আসার পরে দেখা যায় যে আকোলেডের মাধ্যমে উইনার হল রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর লানা এবং রুসেভ বিগশোকে উদ্দেশ্য করে একটা প্রোমো কাট করে। তারপর লানা রাশিয়ান ফ্লাগ নামার অপেক্ষা করলেও সেটা নামলোই না এবং রুসেভ খুব রেগে গেল। এরপর জায়েন্ট স্ক্রিনে বিগশো এলো এবং তারপর অ্যামেরিকার ফ্লাগ উপর থেকে নামলো, ঠিক যেমনটা রুসেভএর সঙ্গে হয়। কিন্তু তারপর রুসেভ অ্যামেরিকার ফ্লাগটাকেও ছিরে ফেলে দিল যেমনটা বিগশো তাদের ফ্লাগের সঙ্গে করেছিল। একজন সৈনিক রিঙ্গে আসার চেষ্টা করলে রুসেভ তার মাথায় লাথি মারে।

◘ এরপর বিগশোকে দেখা যায় সেই সৈনিককে সাহায্য করতে যে রুসেভএর কিক খেয়েছিল। শো এতটাই রেগে ছিল যে তার মুখ থেকে ঠিকমতো কথা বার হচ্ছিল না। সে বলে যে প্রত্যেক জিনিসের একটা লিমিট থাকে এবং একজন আমেরিকান সৈনিককে ডিস্রিস্পেক্ট করা যায় না। 

◘ বিগশো বলে যে রুসেভ এর সঙ্গে তার যত শত্রুতা আছে তা আজকে রাতেই মেটাবে, সে রুসেভকে রিঙ্গে ডাকে। কিন্তু রুসেভ আসে না এবং বিগ শো ব্যাকস্টেজের দিকে যায় রুসেভকে খুজে বার করার জন্য। 

◘ এরপর শো রুসেভ-এর ড্রেসিং রুমে গিয়ে লাথি মেরে দরজা খুলে দেখে ভিতরে কেউ নায়। এরপর ডিন আম্ব্রোসকে দেখানো হয়, সে কেউন এর নতুন মুভ দেখছিল এবং ভয় পাওয়ার ভান করছিল যখন সিনা এসে হাজির হয়। তাদের মধ্যে দারুন একটা সেগমেন্ট হয়। আম্ব্রোস তাদেরকে সুপারম্যান এবং বাটমানের সঙ্গে তুলনা করে। সিনা বলে যে সে বাটম্যানের থেকে জোকার হিসাবেই ভালো। এরপর আম্ব্রোস বলে "Why so serious?" (যেটা জোকারের ডাইলগ)

♠ Brie Bella vs. Summer Rae

তাদের ম্যাচটা খুব ছোট হয়। ব্রি সহজেই সামারকে ফিনিশ করে দেয় এবং জয়লাভ করে। উল্লেখ্য, ম্যাচের সময় ব্রিও কিছুটা ইয়েস চ্যান্ট পায় কিন্তু এটা ড্যানিয়েলএর সঙ্গে পুরোপুরি এক ছিল না। 

♥ Winner: Brie Bella



◘ এরপর আম্ব্রোস তার সঙ্গে একটা বড়ো ব্যাগ নিয়ে রিঙ্গে আসে। আম্ব্রোসের ব্যাগের মধ্যে থেকে একটা ডামি বার করে এবং বলে যে সে রলিন্সএর সঙ্গে কি কি করবে। রলিন্সের ব্যাপারে বলার সঙ্গে সে ডামিটার উপরেও অত্যাচার করতে লাগে, তাকে কয়েকটা থাপ্পর মারে, এরপর আরও গভীরে গিয়ে অস্ত্র দিয়ে ডামিটার উপর অ্যাটাক করে। সে বলে যে দুঃখের ব্যাপারে হল রলিন্সকে এরকমভাবে কাটতে পারবো না কারন তাকে অল্রেডি বিক্রি করে দিয়েছি অথরিটির কাছে :v

◘ এরপর রলিন্স এর মিউজিক হিট করে এবং তার সাথে আসে Mercury ও Noble। রলিন্স তাকে প্রপ কমিক বললে সে ডামিটার একটা হাত আম্ব্রোসকে ছুরে মারে। রলিন্স তার সেলিং আউটের ব্যাপারে বলে এবং এরফলে প্রত্যেক Raw -তে বেস্ট থিং হয়ে থাকার কথাও বলে। 

◘ এরপরে হঠাৎ করে আসে দ্য লেজেন্ডারি হার্ডকোর রেসলার মিক ফোলি। ফোলি রিঙ্গে আসে এবং বিশাল পপ পায় ক্রাউডদের তরফ থেকে, সবাই দাড়িয়ে তার নামের চ্যান্ট দিতে লেগেছিল...দারুন মুহূর্ত। ফোলি বলে যে, সে সেলের মধ্যে রলিনকে জয়ি হিসাবে দেখছে, যদিও সেলের মধ্যে আম্ব্রোসও চান্স পাবে অনেক হিংস্র জিনিস করার। তাদের মধ্যে একটা ভালো সেগেম্নট নয় এবং ফোলি সেখানেই বিদায় নেয়।

◘ আম্ব্রোস একটা চিয়ার তুলে রলিন্সকে মারতে গেলে সে পালিএয় যায়, এবং শেষপর্যন্ত আম্ব্রোস রলিন্স, নোবেল ও মার্কারির উপর ডামিটাকে ছুরে মারে। 

♠ Dolph Ziggler vs. Cesaro

তাদের মধ্যে একটা তুলনামুলক ছোট ম্যাচ হয়। সিজারো শেষে পাওয়ারবম্ব দিতে গেলে জিগ্লার তাকে একটা ফেসবাস্টার দিয়ে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার সুপারকিক দিতে গেলে সিজারো তাকে চারিদিকে ঘুরিয়ে একটা দারুন জোরদার আপারকাট দেয় এবং ম্যাচটাকে জিতে নেয়। 

♥ Winner: Cesaro

◘ রিং ছারার আগে সিজারো, জিগ্লারকে একটা Neutrzlier হিট করে। 

◘ এরপর দেখা যায় কেইনকে রলিন্স এবং অরটনকে বকানি দিতে কারন তাদেরকে আজকে সেম পেজে থেকে সিনা ও আম্ব্রোসকে ধংস্ব করতে হবে। 


◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়। 

◘ এরপরের ম্যাচ হবে আমাদের মেইন ইভেন্ট। সিনা ও আম্ব্রোস vs. অরটন ও সেথ রলিন্স। এই ম্যাচের জন্য প্রথমে রিঙ্গে আসে জন সিনা।

♠ John Cena ও Dean Ambrose vs. Kane, Seth Rollins ও Randy Orton


রিন বেল হবার পরেই সবাই একে অপরকে মারতে শুরু করে দেয়। কেইনকে রিঙ্গে থেকে বাইরে ফেলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রলিন ও আম্ব্রোস রিঙ্গে থেকে যায় যারা ছিল লিগ্যাল ম্যান। আম্ব্রোস লড়াই করতে করতে বাইরে গেলে অরটোন এবং কেইন তাকে অ্যাটাক করে। সিনা বাঁচাতে আসে কিন্তু বাঁচাবার পর রলিন্স আনাউন্স টেবিলের উপর থেকে তাদের সবাইয়ের উপরে ড্রাইভ মারে। আম্ব্রোস রিঙ্গে তল থেকে একটা চেয়ার বার করে এবং রলিন্সের উপর তার ব্যবহার করে। এরপর ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে তাদের ইচ্ছা পূরণ করতে আম্ব্রোস রিঙ্গে তলা থেকে টেবিল বার করে কিন্তু সেটাকে ইউস করার আগেই কেইন তাকে অ্যাটাক করে। ব্রেকের পরে দেখা যায় রিঙ্গে খেলা হচ্ছে এবং ম্যাচটা এখন হিলদের কন্ট্রোলে আছে।

ম্যাচের একপর্যায়ে আম্ব্রোস সবাইকে কেজের বাইরে ফেলে দেয় এবং ম্যাচের কন্ট্রোল একাই নিজের হাতে নিয়ে নেয়। এরপর সে রলিন্স এর উপর একটা সুইসাইড ড্রাইভ দেয় এবং এরগলে তাদের দুজনকেই সেলের ওয়ালে ধাক্কা খেতে হয়। ক্রাউডরা চ্যান্ট করতে থাকে this is awesome। এরপর অরটন আম্ব্রোসকে রিঙ্গের ভিতরে নিয়ে যায় RKO দেওয়ার জন্য, কিন্তু সিনা চলে আসে এবং AA দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন চোকস্লামের মাধ্যমে তাকে ফিনিশ করে দেয়।

আম্ব্রোস কেইনকে Dirty Deeds দেয় এবং ঘুরে দাঁড়ানো মাত্র অরটনের কাছে হঠাৎ করে একটা RKO খেয়ে নেয় এবং সেটাকে কিক আউট করা আম্ব্রোসএর পক্ষে সম্ভব হয়নি...শেষপর্যন্ত হিলরাই উইনার হল।

♥ Winners: Kane, Rollins and Kane (Street Fight, সেলের ভিতর)

◘ এরপর সেথ রলিন্স চলে আসে এবং হঠাৎ করে অরটনকে একটা Curb Stomp হিট করে...অর্থাৎ এর ফলে কনফার্ম হয়ে গেল যে রলিন্সের সাথে অরটোনএর ফিউড হবে এবং RKO খেতেও আর বেশীক্ষণ অপেক্ষা করতে হবে না রলিন্সকে...এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল অরটোন সম্ভবত ফেইস টার্ন করলো। 

◘ যাইহোক, শেষপর্যন্ত রলিন্স একলাই দাড়িয়ে থাকলো এবং সেলের উপরে উঠে সেলিব্রেট করতে লাগলো এবং এইভাবেই আজকের "র" শেষ হল। 





WWE Raw লাইভ রেজাল্ট...!!