◘ আসুন জেনে নেই WWE-এর সামনের PPV,  হেল ইন এ সেল নিয়ে কিছু তথ্যঃ

● প্রথম Hell In A Cell এর ডিজাইন করেন Jim Cornette..। অরিজিনাল সেলের উচ্চতা ছিল ১৬ ফিট এবং ওজন ছিল ২ টন। তবে বর্তমান সেলের উচ্চতা হচ্ছে ২০ ফিট এবং ওজন প্রায় ৫ টনের কাছাকাছি। 

● Hell In A Cell এ অংশগ্রহণ করেছেন এমন রেসলারের সংখ্যা ছিল এতদিন ৩১ জন। তাদের সবাই WWE এর হোল অফ ফেমার, লিজেন্ড এবং অনেকেই এখন টপ রেসলার। কিন্তু ২৭ তারিখ তা ৩৩ জনে পরিণত হবে। কারণ WWE এর নতুন ট্যালেন্ট Dean Ambrose এবং Seth Rollins এতে অংশগ্রহণ করবে।

● Undertaker তার ক্যারিয়ারে অন্য রেসলারদের তুলনায় সবচেয়ে বেশিবার Hell In A Cell ম্যাচ খেলেছেন। তিনি মোট ১২ টা HIAC ম্যাচ খেলেছেন। তাছাড়া ২০০৯ সালে CM Punk কে হারিয়ে তিনি প্রথম HIAC তে চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড করেছেন।

● HHH এবং Undertaker এর মধ্যে টাই রয়েছে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচে জয়লাভ করার। তারা দুজনেই ৬ টি HIAC ম্যাচ জিতেছেন। এটা হচ্ছে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচ জেতার রেকর্ড।

● ২০০৯ সালে HIAC পিপিভিতে সেলের ভিতর ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে একই ইভেন্টে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচ হওয়ার রেকর্ড। 

● দুই প্রাণপ্রিয় বন্ধু HHH এবং Shawn Michaels এর মধ্যে HIAC ম্যাচ অনুষ্ঠিত হয় যেটায় Shawn কে বিদ্ধস্ত ভাবে পেডিগ্রি দিয়ে ম্যাচ জিতেন HHH..। এই ম্যাচটা ৪৭ মিনিট ২৬ সেকেন্ড স্থায়ী ছিল। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী HIAC ম্যাচের রেকর্ড। 

● ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর Raw অফ এরিনায় যাওয়ার পর তৎকালীন WWE  Champion John Cena সেলের ভিতর ডার্ক ম্যাচে তার টাইটেল ডিফেন্স করে CM Punk, Alberto Del Rio, Dolph Ziggler এবং Jack Swagger সাথে। Swagger কে AA দিয়ে এই ম্যাচে Cena তার টাইটেল রিটেইন করে। এই ম্যাচটা হচ্ছে এখন অব্দি একমাত্র HIAC ম্যাচ যেটা Televise করা হয় নি। অর্থাৎ এই ম্যাচ টিভিতে প্রচার করা হয় নি। 

● বেশিরভাগ HIAC ম্যাচই পিপিভিতে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু Raw তে এখন পর্যন্ত  ২টা ম্যাচ হয়েছে যেটা HIAC এর ভিতর অনুষ্ঠিত হয়েছে।

● ২০০৯ সালের HIAC তে Undertaker এর কাছে প্রথম টাইটেল হাতবদল হয়। তিনি WH চ্যাম্পিয়নশিপের জন্য Punk কে হারান। অন্যদিকে ঐদিনই Randy Orton কাছে ২য় বারের মত টাইটেল হাতবদল হয়। কারণ Randy ঐ ইভেন্টে  Cena কে হারিয়ে WWE Champion হয়।


Credit :  Dewan Farhan Nadeem

Hell In A Cell -এর ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নিন।

◘ আসুন জেনে নেই WWE-এর সামনের PPV,  হেল ইন এ সেল নিয়ে কিছু তথ্যঃ

● প্রথম Hell In A Cell এর ডিজাইন করেন Jim Cornette..। অরিজিনাল সেলের উচ্চতা ছিল ১৬ ফিট এবং ওজন ছিল ২ টন। তবে বর্তমান সেলের উচ্চতা হচ্ছে ২০ ফিট এবং ওজন প্রায় ৫ টনের কাছাকাছি। 

● Hell In A Cell এ অংশগ্রহণ করেছেন এমন রেসলারের সংখ্যা ছিল এতদিন ৩১ জন। তাদের সবাই WWE এর হোল অফ ফেমার, লিজেন্ড এবং অনেকেই এখন টপ রেসলার। কিন্তু ২৭ তারিখ তা ৩৩ জনে পরিণত হবে। কারণ WWE এর নতুন ট্যালেন্ট Dean Ambrose এবং Seth Rollins এতে অংশগ্রহণ করবে।

● Undertaker তার ক্যারিয়ারে অন্য রেসলারদের তুলনায় সবচেয়ে বেশিবার Hell In A Cell ম্যাচ খেলেছেন। তিনি মোট ১২ টা HIAC ম্যাচ খেলেছেন। তাছাড়া ২০০৯ সালে CM Punk কে হারিয়ে তিনি প্রথম HIAC তে চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড করেছেন।

● HHH এবং Undertaker এর মধ্যে টাই রয়েছে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচে জয়লাভ করার। তারা দুজনেই ৬ টি HIAC ম্যাচ জিতেছেন। এটা হচ্ছে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচ জেতার রেকর্ড।

● ২০০৯ সালে HIAC পিপিভিতে সেলের ভিতর ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে একই ইভেন্টে সবচেয়ে বেশিবার HIAC ম্যাচ হওয়ার রেকর্ড। 

● দুই প্রাণপ্রিয় বন্ধু HHH এবং Shawn Michaels এর মধ্যে HIAC ম্যাচ অনুষ্ঠিত হয় যেটায় Shawn কে বিদ্ধস্ত ভাবে পেডিগ্রি দিয়ে ম্যাচ জিতেন HHH..। এই ম্যাচটা ৪৭ মিনিট ২৬ সেকেন্ড স্থায়ী ছিল। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী HIAC ম্যাচের রেকর্ড। 

● ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর Raw অফ এরিনায় যাওয়ার পর তৎকালীন WWE  Champion John Cena সেলের ভিতর ডার্ক ম্যাচে তার টাইটেল ডিফেন্স করে CM Punk, Alberto Del Rio, Dolph Ziggler এবং Jack Swagger সাথে। Swagger কে AA দিয়ে এই ম্যাচে Cena তার টাইটেল রিটেইন করে। এই ম্যাচটা হচ্ছে এখন অব্দি একমাত্র HIAC ম্যাচ যেটা Televise করা হয় নি। অর্থাৎ এই ম্যাচ টিভিতে প্রচার করা হয় নি। 

● বেশিরভাগ HIAC ম্যাচই পিপিভিতে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু Raw তে এখন পর্যন্ত  ২টা ম্যাচ হয়েছে যেটা HIAC এর ভিতর অনুষ্ঠিত হয়েছে।

● ২০০৯ সালের HIAC তে Undertaker এর কাছে প্রথম টাইটেল হাতবদল হয়। তিনি WH চ্যাম্পিয়নশিপের জন্য Punk কে হারান। অন্যদিকে ঐদিনই Randy Orton কাছে ২য় বারের মত টাইটেল হাতবদল হয়। কারণ Randy ঐ ইভেন্টে  Cena কে হারিয়ে WWE Champion হয়।


Credit :  Dewan Farhan Nadeem