আজকে আপনাদের একটা শকিং নিউজ দেবো। Great Khali কে WWE রিলিজ করে দিয়েছে। ওকে আর আমরা WWE তে দেখবো না। ব্যাক্তিগত ভাবে ও আমার অনেক পছন্দের রেসলার ছিলো। সর্বশেষ তথ্যমতে ও শেষের দিকে ফিটনেস সমস্যায় ভুগছিলো। ভারতের এই রেসলারের বাস্তব জীবনে নাম দিলীপ সিং আর ও পেশায় একজন ভারতীয় পুলিশ ছিলো।  

 WrestlingInc.com -এর একটা আর্টিকেলে বলা হয়- 
Sources within WWE confirmed to F4WOnline.com and PWInsider.com on Friday that Dalip Singh Rana, who is known as the Great Khali, is no longer with the organization after his profile on WWE.com was transferred to the Alumni section on Thursday.
It was noted to both websites that the 42-year-old's contract expired this past week and company officials opted not to renew it.
অনেক মিস করবো দ্য পাঞ্জাবি প্লেবয়কে...অনেকদিন ধরেই WWE তাকে মিসইউস করছিল যদিও এতে তারও কিছুটা দোষ ছিল কিন্তু তাও সে আরও কিছুটা পুশের যোগ্য ছিল। যাইহোক, আশা করি তার ভবিষ্যৎ জীবন সুখের হবে। 

তার জীবনী পড়ে আসার জন্য এখানে ক্লিক করুন। 

ব্রেকিং নিউজঃ রিলিজ করা হল দ্য গ্রেট খালিকে।

◘ আমরা সবাই ভাবী যে লানা হচ্ছেন রাশিয়ান । কিন্তু আসলে তা নয় । তিনি হচ্ছেন একজন আমেরিকান ।
তার আসল নাম সি, জে, পেরি । তার জন্ম 24 মার্চ, 1985  আমেরিকার ফ্লরিডাতে ।

◘ আমরা ভাবী যে তিনি রাশিয়ান ভাষায় কথা বলেন ।  তিনি আসলে অন্য একটি ভাষায় কথা বলেন যা অনেকটা রাশিয়ান ভাষার মত । তিনি এই ভাষাটি কলেজে পড়ার সময় তার রুমমেট এর কাছ থেকে শিখেছিলেন । 
◘ তিনি WWE তে আসার পূর্বে মডেলিং করতেন । বাস্তব জীবনে রুসেফ হচ্ছেন তার বয়ফ্রেন্ড । 

Credit :  Cris Jericholic



লানা এবং রুসেভের আসল জীবনের ব্যাপারে জেনে নিন।

আজ একজন হতভাগ্য প্রো-রেস্লারের কাহিনী বলতে চাই। তার নাম মুহাম্মদ হাসান। প্রকৃতপক্ষে আমি নিজেও এই ভদ্রলোকের অনেক বড় ফ্যান। আমার মতে, সে WWE এবং প্রো-রেস্লিং থেকে থেকে ঝরে পড়া সবচেয়ে প্রতিভাবান রেস্লার। (পোস্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই একটু সময় দিয়ে পুরোটা পড়ে দেখবেন।)

মুহাম্মদ হাসানের প্রকৃত নাম মার্ক কোপানি। WWEএর কাছ থেকে ডেভেলপমেন্টাল কন্ট্রাক্ট পান ২০০২সালে। সেখানে "মার্ক ম্যাগনাস" নামে কাজ করা শুরু করেন। সেই সময়ে WWEএর ডেভেলপমেন্টাল টেরিটোরি হিসেবে কাজ করছে ওভিডাব্লিউ (পরবর্তীতে FCW, এবং এখন WWE এর নিজস্ব sub-federation NXT)। ওভিডাব্লিউ এর ম্যাচ সাজানোর দায়িত্বে তখন ছিলেন বিখ্যাত রেস্লিং প্রোমোটার জিম কর্নেট। WWE ২০০৪ সালে একজন আরব-আমেরিকান চরিত্রের খোঁজে OVWতে আসে, তাদের কাছে মনে হয়েছিলো তখন WWEএর সকল বেইবিফেইস রেস্লারেরাই অ্যামেরিকান হওয়ায়, "দি আয়রন শেইক"এর মতো নতুন একজন আরব-অ্যামেরিকান রেস্লার, দর্শকদের কাছে ভালো হিল হতে পারবে। বলাই বাহুল্য, মার্ক তখন সাধারন রেস্লারের গিমিকেই আছেন, তিনি নিজেও একজন সাধারন অ্যামেরিকান, আরবদেশীয়ও নন। কিছুদিন আগেই মার্ক জনি জেটারকে (WWE এর স্পিরিট স্কোয়াডের জনি) হারিয়ে OVW চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তাই কর্নেট ভেবেচিন্তে মার্ককেই এই ভুমিকার জন্য প্রেফার করলেন। WWE খুশীমনে আরব-অ্যামেরিকান ভুমিকার জন্য মার্ক কোপানিকেই নির্বাচন করলো।
WWEতে তাকে প্রথম দেখা যায় ২০০৪ সালে মুহাম্মদ হাসান নামে, সাথে ছিলো তার তখনকার ম্যানেজার "খজরো দাইভারি।" রতে মার্ক ডেবিউ করেন ২০০৪এর ডিসেম্বর মাসে, মিক ফলির সাথে একটা ইনরিং সেগমেন্টে। শুরুতেই দর্শকদের থেকে ভয়াবহ রকমের হিট (ঘৃণা) জেনারেট করলেন মার্ক। ৯/১১ এর কল্যানে অ্যামেরিকান দর্শকেরা সেইসময়ে বিশ্বাস করতো, যে মুসলিম জাত মাত্রেই সন্ত্রাসী, এবং খলরিত্রের। মার্ক ডেবিউ করার সময়ে প্রোমোতে বারবারই বলেছেন, যে তিনি একজন মুসলিম অ্যামেরিকান, কিন্তু তাঁর পূর্বপুরুষেরা আরবদেশীয়। তাই অতি অল্পসময়েই দর্শকেরা হাসানের উপরে একেবারে খড়গহস্ত হয়ে উঠলো। এটিটিউড এরার পর এই প্রথম একজন রেস্লার দর্শকদের কাছ থেকে এতো ভয়ঙ্কর এবং বিশাল রিএকশন পেলো। হাসান নিজের যোগ্যতা এবং কিছুটা তাঁর উপরে আরোপিত গিমিকের জোরে হয়ে গেলেন কোম্পানির মেইন হিল।

হাসানকে লাগাতার বিভিন্ন রেস্লারের সাথে ম্যাচ দেওয়া হচ্ছিলো, তিনিও যাদের সাথেই ম্যাচ খেলছিলেন, প্রত্যেকেই ভয়াবহ রকমের চিয়ার পাচ্ছিলো দর্শকদের কাছ থেকে। তখনই ডিসিশন নেওয়া হয় হাসানকে মেইন ইভেন্টে পুশ করার জন্য। হাসান তখন আছে রতে। সেখানে জন সিনা তখন ড্রাফ্‌ট হয়ে আসা নতুন WWE চ্যাম্পিয়ন, সিনাকে মনে করা হচ্ছে রেস্লিংএর ভবিষ্যৎ। তাকে হারিয়ে তো আর হাসানকে পুশ করা যায় না। তাহলে? উত্তর হলো বাতিস্তা। সে তখন স্ম্যাকডাউনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, নগদের মাথায় হাসানকে স্ম্যাকডাউনে ড্রাফ্‌ট করা হলো। অদ্ভুত ব্যাপার, ব্র্যান্ড চেইঞ্জ করে হাসানের ক্ষতি তো দূরে থাক, উল্টো লাভ হলো। দর্শকেরা যেনো আরও বেশী ক্ষেপে গেলো হাসানের উপরে। আরও হিট পেতে থাকলো হাসান। একজন হিল রেস্লারের মাপকাঠি হলো, সে দর্শকের কাছ থেকে কতোটুকু "বু" পাবে, বা হিট জেনারেট করবে, হাসান হিট জেনারেশনের দিক দিয়ে একেবারে ট্রিপল এইচ, বা রিক ফ্লেয়ারের সমতুল্য হয়ে গেলেন। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিলো, হাসানকে লিজেন্ড ও বর্ষীয়ান রেস্লারদের সাথে (শন মাইকেলস, হাল্ক হোগান, দি আন্ডারটেইকার) ম্যাচ খেলিয়ে মেইন ইভেন্ট খেলার উপযুক্ত বানিয়ে, অতঃপর সামারস্ল্যামে বাতিস্তার সাথে খেলিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েইট চ্যাম্পিয়ন বানানো হবে। তারপর বাতিস্তা ও কোম্পানির অন্যান্য নতুন ফেইসদের সাথে হাসানের ফিউড হবে, এবং হাসান একটা মেইন ইভেন্টার হবে যাবেন।

জুলাই ৪, ২০০৫, নয়দিন পরে আন্ডারটেইকারের সাথে দ্যা গ্রেট অ্যামেরিকান ব্যাশে মুহাম্মদ হাসানের ম্যাচ। হাসান যেই ম্যাচটা জিতে পরে বাতিস্তাকে ওয়ার্ল্ড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবে। সেদিন স্ম্যাকডাউনে দাইভারির সাথে আন্ডারটেইকারের ম্যাচ। আন্ডারটেইকার সহজেই জিতলেন, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর দেখা গেলো এক আজব দৃশ্য। হাসান আন্ডারটেইকারকে আক্রমন করার কোনো চেষ্টাই করলেন না, তাকে দেখা গেলো রিং এনট্রান্সের সামনে নামাজ পড়ার ভঙ্গীতে বসে পড়তে। WWEএর কথামতো মার্ক তাঁর গিমিককে আরও পাকাপোক্ত করছেন। হঠাৎ কোথা থেকে কিছু স্কি মাস্ক পরা মুখোশধারী এসে আন্ডারটেইকারকে ঘিরে ফেললো। তাদের পরনে কালো জামা, এবং ক্যামোফ্লাজ প্যান্ট। তারা এসে মারধর দিয়ে আন্ডারটেইকারকে পেড়ে ফেললো, তারপরে হাসান ধিরেসুস্থে ক্যামেল ক্লাচ দিয়ে স্ম্যাকডাউন শেষ করলো। WWE বুঝতেই পারলোনা এই সেগমেন্টএর মধ্য দিয়ে তাদের, আর মার্কের কতোবড় ক্ষতি হয়ে গেছে।

তিনদিন পরই লন্ডনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। জানা গেলো, সেই ঘটনা মুসলিম সন্ত্রাসবাদীদের কাজ। "নিউ ইয়র্ক পোস্ট"এ বলা হয়েছে, হামলাকারীরা ছিলো, "স্কি মাস্ক পরা কিছু আরবদেশীয়।" WWE এর নেটওয়ার্ক চ্যানেল ইউপিএন ভয় পেয়ে হাসানের সেই সেগমেন্ট প্রচারে নিষেধাজ্ঞা জানালো। WWE মাথায় হাত দিয়ে বসে পড়লো। এতো যত্ন করে গড়ে তোলা মুহাম্মদ হাসান ক্যারেক্টার না শেষ পর্যন্ত তাদের জেলের ভাত খাওয়ায়। সাধারন দর্শকেরা এতোকিছু বুঝতেন না, তাঁরা মনে করলেন মুহাম্মদ হাসান ওই সন্ত্রাসীদলেরই সদস্য। হাসানকে দর্শকদের সামনে আবার উপস্থাপন করাটাকেই ঝুঁকিপূর্ণ মনে হলো ইউপিএনের কাছে।

WWE হাসানকে সবধরনের কার্যক্রম থেকে দূরে রাখলো। পরের সপ্তাহের রতে এই নিয়ে কোনো উচ্চবাচ্য করা হলো না। সেই সপ্তাহের স্ম্যাকডাউনেও হাসানকে দেখা গেলো না। তাঁর পরিবর্তে তাঁর একজন আইনজীবীকে দেখা গেলো, যিনি এসে একটা প্রমোতে বললেন, "লন্ডনের সন্ত্রাসী কার্যকলাপে হাসানকে সংশ্লিষ্ট করায় হাসান মর্মাহত, এবং দর্শকদের তাঁর প্রতি ধারনা পরিবর্তন না হওয়া পর্যন্ত তিনি স্ম্যাকডাউনে ব্যাক করবেন না।" WWE তখনও মর্মান্তিক সিদ্ধান্তটি নেয় নি। তখনও কোনোভাবে ব্যাপারটিকে মেরামত করে হাসানকে বাঁচানোর চেষ্টাই করছিলো WWE। হাসান WWEএর কাছে দায়বদ্ধ থাকায় ক্যারেক্টারের মধ্যে থেকেই দর্শকদের কাছে আকুতি জানালেন, তিনি শুধুই একজন প্রো-রেস্লার, কোনোরকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে তাঁকে না জড়ানোর অনুরোধ জানালেন দর্শকদের কাছে। কিন্তু অ্যামেরিকানরা তখন দেশপ্রেমে ফেটে পড়ছে, কোনো ওজর আপত্তিই টিকলো না তাদের কাছে। ইন্টারনেট ব্লগে, হাসান থাকলে প্রয়োজনে WWE বয়কট করার সিদ্ধান্ত জানালো কিছু এঁচোড়ে পাকা অ্যামেরিকান ফ্যানেরা। কাজেই WWE এর কাছে আর কোনো উপায়ই থাকলো না।

২০০৫ এর গ্রেট অ্যামেরিকান ব্যাশে স্টোরিলাইনে পরিবর্তন এনে আন্ডারটেইকার হারিয়ে দিলেন মুহাম্মাদ হাসানকে। তারপর অ্যামেরিকানদের জাতিগত সৌহার্দের স্বার্থে হাসানকে লাস্ট রাইড দিয়ে স্টেজের বাইরে ছুড়ে ফেলা হলো, যেনো হাসানরূপী মার্ক কোপানির ভাগ্যটিও একইভাবে স্টেজ থেকে নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো। হারিয়ে গেলেন মার্ক কোপানি। বাতিস্তাকে চ্যালেঞ্জ করাও হয়ে উঠলো না, হলো না সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াও। মার্ক কোপানিকে সেদিনের পর থেকে আর কোনো রেস্লিং কোম্পানিতে দেখা যায় নি। পারিপার্শ্বিকতার বেড়াজালে এতো উঁচু থেকে এভাবে নিচে পড়ে স্বপ্ন ভেঙে চুরচুর হওয়া মেনে নিতে পারলেন না মার্ক। অভিমানি কোপানি রিটায়ার করলেন সকল রকম রেস্লিং থেকে। WWE এর মার্কের মাথায় হাত বুলানোর মতো সময় ছিলো না, তারা তখন নতুন ভিলেন খুঁজে বের করতে ব্যস্ত।

রেস্লিং থেকে রিটায়ার করার পর মার্ক কোপানি কিছুদিন হলিউডে পার্শ্বঅভিনেতার কাজ করেছেন, সেখানে সুবিধা করতে না পেরে তিনি বর্তমানে হ্যানিবাল স্কুলে সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করছেন। তাঁর কাছে কখনও রেস্লিংএ ফিরে আসবেন কিনা জানতে চাইলে তিনি হাসিমুখে না ফেরার কথা জানান। কোপানির অভিমান কি অযৌক্তিক? তিনি নিজে একজন অ্যামেরিকান, থাকেন অ্যামেরিকায়, তাঁর দেশের ভাইয়েরাই তাঁর সাথে যা করেছে, এতে কোপানির কতোটা ক্ষতি হয়েছে, সেটা যারা এই পোস্ট পড়ছেন, তাঁরা জানেন। এখনো পর্যন্ত আমরা জানি, র্যা নডি অরটন ইতিহাসের সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন (ব্রক লেজনার সর্বকনিষ্ঠ WWE চ্যাম্পিয়ন), হয়তো আমরা এতোদিনে সামারস্ল্যাম ২০০৪এর সেই কীর্তি ভুলে, সামারস্ল্যাম ২০০৫এ মুহাম্মদ হাসানের কীর্তি নিয়ে আলোচনা করতাম, কারন বাতিস্তাকে হারিয়ে হাসান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলে তিনিই হতেন সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাঁর বয়স তখন র্যাওনডির থেকেও কম। সকল রকমের পটেনশিয়ালিটি এবং উপযোগিতা থাকার পরেও শুধুমাত্র ভাগ্য ও পারিপার্শ্বিকতার দোষে সবকিছু হারালেন মার্ক, আমরাও হারালাম সম্ভবত WWE ইতিহাসের সেরা হিল রেস্লারকে।


Credit :  AB Hasan Chowdhury

মুহাম্মদ হাসান -প্রো রেস্লিং থেকে থেকে ঝরে পড়া সবচেয়ে প্রতিভাবান রেস্লার!

1.CM Punk রেসলিং থেকে দুরে সরে নিজেকে মাল্টি ট্যালেন্টেড পারসন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই তিনি Singer এর পাশাপাশি Marvel কমিকস রাইটার হতে চান।

2.Roman Reigns নিজের মাইক স্কিল দক্ষতা বাড়াতে চান। তাই তিনি ট্রেনিং করছেন।

3.Razor Ramon সম্প্রতি বলেছেন যে  Daniel Bryan তার মতে ভাল রেসলার হলেও মেইন-ইভেন্টের যোগ্য নন।

4.Rey Mysterio এর কন্টাক্ট Wrestlemania 31 পর্যন্ত করা হয়েছে

5. Vince Mcmahon বলেছেন Ryback এর যথেষ্ট ভাল রেসলিং স্কিল আছে। শোনা যাচ্ছে তাকে বড় একটা পুশ দেওয়া হতে পারে

6.Chris Jericho কে হয়ত আর কিছুদিন পরেই দেখা যেতে পারে। তিনি এই মাসে মাত্র দুইটি ম্যাচ খেলবেন

7.Brock Lesnar  তার ক্যারিয়ারে আর কখনো ফেস টার্ন নিবেন না বলে জানিয়েছেন

8. Damien Mizdow কে পুশ দেবার জন্য এই বারের পিপিভি তে তাকে ট্যাগ চ্যাম্পিয়ন করা হতে পারে 

9. আজকের দিনে Eddie Guerrero মারা গিয়েছিলেন...তার ব্যাপারে পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন। 


♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

জকে ১৩ই নভেম্বর। নয় বছর আগে ২০০৫ সালে ঠিক এইদিনে Eddie Guerrero তাঁর শতকোটি ভক্ত, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,সহকর্মীদেরকে কাঁদিয়ে অজানা এক জগতে পাড়ি জমিয়েছিলেন । তিনি একজন ভাল স্বামী, একজন ভাল পিতা, একজন ভাল সন্তান, একজন ভাল বন্ধু, একজন ভাল সহকর্মী এবং সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন । তাঁর হটাৎ মৃত্যুর এই ঘটনাকে wwe এর ইতিহাসে অন্যতম সবচেয়ে দুঃখজনক ঘটনা বলেও আখ্যায়িত করা হয় । wwe তে তাঁর অবদান অবিস্মরণীয়, তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয় । 

আজকে তাঁর স্মরণে তাঁর জীবনের কিছু অজানা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 

• Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন ।

• Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barrএর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত । ১৯৯৫ সালে তাঁদের দু’জনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন । 

• Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন । 

• তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন । তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন । বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে । 

• তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ । 

• Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে wwe championship জিতেন । 

• Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে । 

• তাঁর সর্বশেষ ম্যাচ ছিল Mr. Kennedy এর সাথে । 

• তাঁর দুইটি পোষা কুকুর ছিল । 

• তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না ।

• তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন ।

• তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”.

• তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake . 

• তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া । 

• তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন ।

• তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন । 

• তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন । 

আজকে আর নয় । চলুন, অন্তত এক মিনিটের জন্য হলেও এই কিংবদন্তী রেসলারের সম্মানে নীরবতা পালন করি । Viva La Raza!!!! 


এখানে ক্লিক করে আপনারা এডির পুরো জীবনী পড়ে আসতে পারেন। 



Credit : Tanvir Saifullah Tuhin 

আজকের দিনেই Eddie Guerrero পরলোক গমন করেছিলেন, জেনে নিন তার ব্যাপারে কিছু কথা।

◘ আজকের স্মাকডাউন লিভারপুল, ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। 

◘ আজকে শো-এর শুরুতেই রিটার্ন করে Y2J...ক্রিশ জেরিকো আজকের শো শুরু করে, তার Highlight Reel-এর স্পেশাল এডিশনের মাধ্যমে। জেরিকো দর্শকদেরকে চিয়ার করার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে অনেক রিঅ্যাকশন পায়। এরপর সে ট্রিপল এইচ এবং স্টেফনি মিকমানকে ইন্ট্রোডিউস করে, যারা আসার সময় অনেক হিট পায়। আগের দিনের "র" -এর মতোই ক্রাউডরা চ্যান্ট করতে থাকে “Where’s Our Network”। তারা টিম সিনা এবং টিম অথরিটীর ব্যাপারে অনেক কিছু বলে।

◘ এরপরে আরও একজন স্পেশাল রিটার্ন করে, সে হল আমাদের চেয়ারম্যান ভিন্স মিকম্যান, হিল হিসাবে তিনি সেখানকার ক্রাউডদেরকে কিছুটা অপমান করেন। তিনি লিভারপুলকে একটা চর্মরোগের সঙ্গে তুলনা করে প্রচুর হিট পান। এটা আসলে ক্রাউডদের লেগে একটা ডার্ক সেগমেন্ট ছিল, যেটা হয়েছিল তাদের “Where’s Our Network” চ্যান্টটা বন্ধ করার জন্য।

♠ Bray Wyatt vs. Sin Cara

•এটা পুরোপুরি একপেশে ম্যাচ ছিল। ব্রে, সিন কারাকে স্কোয়াশ করে Sister Abigail দিয়ে ম্যাচটা জিতে যায়। 

♥ Winner : Bray Wyatt

◘ ম্যাচের পরে ওয়াট প্রোমো কাটে, কিন্তু হঠাৎ করে ডিন আম্ব্রোস চলে আসে এবং ব্রে রিং থেকে সঙ্গে সঙ্গে পলায়ন করে এবং ডিনের হাত থেকে বেঁচে যায়, এরপর সে স্টেজ থেকে হাসতে থাকে। 

♠ Goldust and Stardust vs. Adam Rose and The Bunny

•আজকে এই ম্যাচে রোসবাডসদের মধ্যে আরও দুরত্বের সৃষ্টি হয়, কারন অনেকদিন ধরেই তাদের মধ্যে ফিউড চলছিল, যদিও এখানে ট্যাগ টিম চ্যাম্পিয়নসদের খুব ভালো করে ইউস করা হয়নি। ডাস্ট ব্রাদার এই ম্যাচটা জিতে যায়। 

♥ Winners : Goldust and Stardust

◘ আজকে রাতের জন্য রাইব্যাক vs. কেইন ম্যাচ আনাউন্স করা হয় কারন আগের রাতে তাদের ঝামেলা চলছিল। 

♠ Dolph Ziggler (c) vs. Tyson Kidd vs. Cesaro (এলিমিনেশন ম্যাচ, IC চ্যাম্পিয়নশিপ ম্যাচ)

•এই ম্যাচটা ছিল আজকে রাতের সবথেকে ভালো ম্যাচ...একটা অবিশ্বাস্য প্রকৃতির ম্যাচ ছিল এটা। প্রথমে টাইসন কিড, সিজারোকে এলিমিনেট করে এবং তারপরে জিগ্লার টাইসন কিডকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেইন করে যেটা ছিল প্রত্যাশিত।

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচের পরে অথরিটি জিগ্লারকে অ্যাটাক করে। 

♠ Layla vs. Natalya

•একটা সাধারন মানের ডিভাস ম্যাচ হয়, যেখানে Natalya, শার্পসশুটার এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner : Natalya

♠ Kane vs. Ryback

•ম্যাচ চলাকালীন পুরা অথরিটি রিংসাইডে ছিল। ভালো ম্যাচ হয়, কিন্তু একপর্যায়ে, কেইন রাইব্যাকের উপর স্টিল চেয়ার ছুরে মারে এবং এরফলে ডিস্কোয়ালিফিকেশন ঘটে। 

♥ Winner by DQ : Ryback

◘ তারপর অথরিটি রাইব্যাককে মারতে শুরু করে, কিন্তু শেষের দিকে রাইব্যাক তার ফর্মে ফিরে আসে এবং কেইনকে একটা শেলশক দিয়ে আজকের শো শেষ করে। 


☻WWE SmackDown স্পইলার, ১২ নভেম্বর ২০১৪:

◘ ইংল্যান্ডে আজকের Raw শুরু হয় একটা ভিডিও রিক্যাপের দ্বারা। শো এর প্রথমেই জন সিনা এসে হাজির হয় এবং দর্শকদের কাছ থেকে অনেক নেগেটিভ রিঅ্যাকশন পায়। নিজেকে সাক্স বলে সিনা দর্শকদের কিছুটা মনরঞ্জনের চেষ্টা করে...। সিনা বলে যে অথরিটি তার একটা টিম গঠনের কাজটাকে অনেকটাই কঠিন বানিয়ে তুলেছে। এরপরে আসে রাইব্যাক...সে দর্শকদের কাছ থেকে দারুন পপ পায়!

◘ রাইব্যাক বলে যে "The Big Guy is back" এবং দ্য অথরিটি এবার চলে আসে, তাদের সঙ্গে ছিল তাদের নবীনতম মেম্বার মার্ক হেনরি। এরপরে ফ্যানরা চ্যান্ট করতে থাকে "Where's out network" (WWE Network ইংল্যান্ডে না আসার রাগে মনে হয়), কিন্তু স্টেফনি দর্শকদেরকে তাদের চ্যান্টের কথা বলে থামিয়ে দেই...সে বুদ্ধির সাথে আরও বলে যে তাদের জাতীও সঙ্গিতকে স্টেফ তার এন্ট্রান্স মিউজিক বানাতে ইচ্ছুক। 

◘ এরপর স্টেফ, রাইব্যাককে অথরিটীতে জয়েন করাবার জন্য তাকে আরও মেইন ইভেন্ট ম্যাচ পাওয়ার অফার দেয়। সিনা এর প্রতিবাদে অথরিটিকে গবেট বলে ডাকে এবং দর্শকদের কাছ থেকে কিছুটা পপ পায়। 

◘ রাইব্যাক বলে যে সে অথোরিটিকে ভয় পাই না। এবার সে সিনার উদ্দেশে বলে যে সিনাও তাকে তার পেইচেক-এ সাইন করে দেয় না এবং এটা বলার পরেই সিনাকে সে স্পাইনবাস্টারের মাধ্যমে কুপকাত করে দেই। এরপর স্টেফনি Yes চ্যান্ট করতে থাকে কিন্তু রাইব্যাক আর একটাও কথা না বলে সোজা সেখান থেকে চলে যায়। 

◘ আজকে রাতের প্রথম ম্যাচ হবে রলিন্স vs. স্বোয়াগার। 

♠ Seth Rollins vs. Jack Swagger

•খেলার শুরুতে সেথ কিছুটা প্রভাব বিস্তার করলেও স্বাগার তাড়াতাড়ি নিজের হাতে কন্ট্রোল নিয়ে নেই এবং সেথ তার চামচাদের কাছে গিয়ে কিছুটা রেস্ট নিতে বাধ্য হয়। শেষে স্বাগার সেথকে স্বাগারবম্ব মেরে দুই কাউন্ট লাভ করে এবং তারপর তার ফিনিশার পাট্রিয়ট লক দেয় কিন্তু রলিন্স কোন রকমে টপ রোপে পৌঁছিয়ে যায়, এরপর রলিন্স স্বাগারকে রোপের উপর দিয়ে ফ্লোরে পাঠিয়ে দেয় এবং আপ্রনের দিকে ছুটে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আবার পাট্রিওট লকের স্বীকার হতে হয় তাকে। কিন্তু সেথের চামচার ডিস্ট্রাকশনের জন্য রলিন্স স্বাগারকে রিং পোস্টের দিকে ঠেলে ফেলতে সক্ষম হয়, এরপর রলিন্স তাকে রিঙ্গের মধ্যে নিয়ে আসে এবং কার্ব স্টোম্পের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Seth Rollins

◘ ম্যাচের পরে রলিন্স আরও একটা কার্ব স্টোম্পের মাধ্যমে স্বাগারকে ফিনিশ করে। 

♠ Paige vs. Alicia Fox

•আজকে পেইজের হোমটাউনে খেলা হচ্ছে, সুতরাং সে ক্রাউডদের কাছ থেকে অনেক পপ পাই। রামপেইজের মাধ্যমে পেইজ সহজেী জয়লাভ করে। 

♥ Winner: Paige

◘ এরপর রুসেভ রিঙ্গে আসে তার চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন করার জন্য। কিছু লোক পুতিনের কমেন্ট পরে শোনাই এবং তারপর তাদের জাতীও সঙ্গিত বাজানো হয়। আশামতোই শেমাস তাদেরকে ইন্টারাপ্ট করে এবং একটা রি-ম্যাচের দাবি জানায়...অর্থাৎ এর পরের ম্যাচ হবে রুসেভ vs. শেমাস, US টাইটেলের জন্য। 

♠ Sheamus vs. Rusev (US Title Match)

•এদের দুজনের মধ্যে ভালো এবং ইমপ্যাক্টওয়ালা ম্যাচ হবে এটা প্রায় নিশ্চিত। যদিও দর্শকরা এটাকে মোটেও গুরুত্বপূর্ণ ম্যাচের লিস্টে ফেলছিল না...তারা উলটাপালটা জিনিস চ্যান্ট করতে থাকে পুরা ম্যাচ চলাকালীন কারন তারা বোর হয়ে ছিল। শেষে শেমাস White Noise দিতে সক্ষম হয় কিন্তু রুসেভ কিক আউট করে। শেমাস রুসেভকে টপ রোপের উপর থেকে একটা ডাইভ দিয়ে ফ্লোরে ফেলে এবং সেখানে কিছু ক্লোথসলাইন দিয়ে রুসেভকে কয়েকবারের জন্য ব্যারিকেডে ধাক্কা দেয়। এরপর অনেক ধোলাই খাওয়া রুসেভ কোনরকমে রিঙ্গে প্রবেশ করে যায় কিন্তু শেমাসের রিঙ্গে উঠার আগেই অথরিটির চামচা নোবেল এবং মার্কারি চলে আসে শেমাসকে রিঙ্গে উঠতে বাঁধা দেয় ফলে রেফারির দশ কাউন্ট শেষ হয়ে যাওয়ায় রুসেভকে জয়ি হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। 

♥ Winner: Rusev (Still Champion: Rusev)

◘ এরপরে ব্যাকস্টেজে দেখা যায় স্টেফনি রুসেভকে তাদের টিম অথরিটিতে জয়েন করার জন্য আবেদন জানাচ্ছে...তার উত্তরে লানা বলে যে তারা অথরিটীতে জয়েন করবে...অর্থাৎ এখন অফিসিয়ালি রুসেভ টিম অথরিটীর জন্য খেলবে। 

♠ Los Matadores vs. The Mizs

•মিজ অথবা মিজডোউ -এর ড্রেস পরে Hornswoggle হাজির হয়। ক্রাউডরা ম্যাচ স্টার্ট হবার আগেই মিজডোউ নামের চ্যান্ট করতে থাকে। শেষে এল টোরিটো, Hornswoggle-কে মেরে আপ্রন থেকে ফেলে দেয় এবং মিজ টোরিটোকে মেরে নক আউট করে দেয়। এরপর মিজ একজন Matadore -কে পিন করে এবং মিজডোউ মিজকে সাহায্যের জন্য তার পাকে ধরে রাখে ফলে সে কিক আউট করতে অক্ষম হয় এবং মিজরা জয়লাভ করে। 

♥ Winners: The Mizs

◘ এরপর ট্রিপল এইচ, সিনা এবং জিগ্লারের মধ্যে একটা ফানি সেগমেন্ট হয়, যেটাতে ট্রিপ, জিগ্লার vs. মার্ক হেনরি ম্যাচ চলাকালীন সিনাকে রিংসাইড থেকে ব্যান করে...। 

◘ এরপর ব্রে ওয়াটের একটা ভিডিও প্রোমো দেখানো হয়। এবং এরপরে হবে জিগ্লারের সঙ্গে হেনরির ম্যাচ। 

♠ Mark Henry vs. Dolph Ziggler

•ম্যাচের শুরুতেই জিগ্লার একটা ড্রপকিক দিতে সক্ষম হয় তবে এতে মার্ক হেনরির কিছু হয়েছে বলে মনে হয়নি। এরপরেই জিগ্লারকে একটা ক্লোথস লাইনের শিকার হতে হয়। এরপর জিগ্লার হেনরিকে DDT দেওয়ার চেষ্টা করলে সেটা দিতে অসামর্থ্য হয় এবং একটা অদ্ভুত প্রকৃতির ফেসবাস্টার দিতে সক্ষম হয়। এরপর রিঙ্গের বাইরে তাদের ফাইট চলতে থাকে। এরপর হেনরি জিগ্লারকে অ্যাটাক করতে গেলে জিগ্লার সরে যায় এবং হেনরি হিয়ে টাইমকিপারদের কাছে গিয়ে পরে। হেনরি রেগে গিয়ে জিগ্লারের দিকে একটা চেয়ার ছুরে মারে এবং রেফারি বেল বাজিয়ে ডিস্কোয়ালিফিকেশন করে দেয়। 

♥ Winner by DQ: Dolph Ziggler

◘ ম্যাচের পরেও হেনরি তার ধোলাই চালু রাখে এবং জিগ্লারকে স্টিল স্টেপের মাধ্যমে ধোলাই দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেনরির প্রতিপক্ষ দ্য বিগ শো এসে হাজির হয় এবং হেনরিকে ধোলাই দিয়ে জিগ্লারকে বাঁচিয়ে দেয়। 

◘ এরপর প্রত্যাশিতভাবে বিগ শো অফিসিয়ালি আনাউন্স করে যে, সে Survivor Series-এ টিম সিনার হয়ে খেলবে। 

◘ মনে আছে কোফি, উডস এবং বিগ ই -এর মধ্যে একটা টিম গঠিত হয়েছিল...মনে হয় টিমটা এখনও বেঁচে আছে। আগে দিনে উডস একটা প্রোমো কেটেছিল আজকে একইভাবে কোফিও কেতা প্রোমো কাটে।

◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় শেমাস টিম সিনাতে জয়েন করছে...কারন তার প্রতিপক্ষ ইতিমধ্যেই অন্য টিমে জয়েন করেছে।

♠ AJ vs. Brie Bella

•এই ম্যাচটা ঠিক করে নিক্কি বেলা। ব্রি ম্যাচের কন্ট্রোল লাভ করে নিক্কির আদেশ মতো এজে লিকে ধোলাই দিতে থাকে কিন্তু এজে কনভাবে ব্লাক উইডো দিতে সক্ষম হয় এবং জয়লাভ করে। 

♥ Winner: AJ

◘ ম্যাচের পরে নিক্কি আসে এবং এজেকে অ্যাটাক করে এবং তাকে ফেলে রেখে চলে যায়। 

♠ Adam Rose vs. Tyson Kidd

•বানিকে এরিক রোয়ানের সঙ্গে দেখা যায়। অ্যাডাম এবং কিডের মধ্যে ফাইট ক্ষণস্থায়ী হয়। ম্যাচের শেষের দিকে অ্যাডাম রোজের হাতে মোমেন্টাম এলে দ্য বানি বিনা কোন কারনে টপ রোপের উপরে উঠে যায় এবং এই সুযোগে কিড একটা  Sharpshooter -এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Tyson Kidd

◘ ম্যাচের পরে রোজ আবারো বানিকে অ্যাটাক করে। সে বানিকে রিঙ্গে ফেলে রেখে বাকিদের সঙ্গে ডান্স করতে করতে চলে যায়। 

◘ এরপর ব্রে ওয়াট ডীন আম্ব্রোসের উদ্দেশ্যে একটা প্রোমো কাট করে। এরপরের ম্যাচ হবে আজকের মেইন ইভেন্ট সিনা vs. রাইব্যাক, সিনা প্রথমে রিঙ্গে আসে দ্য বিগ গাইকে ফেস করার জন্য।

♠ John Cena vs. Ryback Part

•ম্যাচের আগে রাইব্যাককে টিম অথরিটির সঙ্গে কিছু কথা বলতে দেখা যায়। ম্যাচ চলাকালীন রিংসাইডে পুরা টিম অথরিটি এসে হাজির হয়। ম্যাচের প্রথমে রাইব্যাক কন্ট্রোল লাভ করলেও সিনা কিছুক্ষণের মধ্যেই তার ফিনিশার AA দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাইব্যাক সহজেই তা কাউন্টার করে ফেলে। এরপর তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে, কিন্তু সিনা স্বাভাবিকভাবেই বেশী পরিমানে ধোলাই খেতে থাকে। ম্যাচের একপর্যায়ে রাইবাকচ সিনাকে শেলসক দেওয়ার চেষ্টা করলে সিনা কাউন্টার করে, কিন্তু রাইব্যাক তাকে পাওয়ারস্লাম দিতে সক্ষম হয় যদিও এতে সিনার কাছ থেকে দুই কাউন্টের বেশী পাওয়া সম্ভব হয়নি। রাইব্যাক পুরা ম্যাচে ইম্প্রেসিভ কিছু মুভ ইউস করে...মনে হয় তার ইঞ্জুরিটাইমে নিজেকে অনেক শুধরিয়ে ফেলেছে। হঠাৎ করে সিনা রাইব্যাককে STF -এর মাধ্যমে লক করে ফেলে, রাইব্যাক কোন রকমে রোপের কাছে পৌঁছিয়ে হোল্ডটাকে ব্রেক করতে সক্ষম হয়। কিন্তু সিনা তাকে রিঙ্গের মধ্যে নিয়ে গিয়ে আবার STF -এ লক করে।

•এরপর কেইনের ডিস্ট্রাকশনের সুযোগে রাইব্যাক সিনাকে স্পাইনবাস্টার দেয় এবং এরপর মিট হুক ক্লোথস্লাইনের জন্য তৈরি হয়। কিন্তু এটা হিট করার আগেই কেইন আবার আসে এবং সিনাকে মেরে ডিস্কোয়ালিফিকেশন ঘটায়। 

♥ Winner by DQ: John Cena

◘ এরপরে আগের ঘটনার জন্য কেইন এবং রাইব্যাকএর মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় এবং রাইব্যাক কেইনের গায়ে হাত তুলে...রলিন্স শিল্ডের মতোই এখানেও দুইজনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করে। কিন্তু রাইব্যাক রলিন্সকে নক আউট করে দেয় এবং তারপর কেইনও রাইব্যাককে নক ডাউন করে দেয়। এরপর টিম অথরিটি সিনাকে ধোলাই দিতে শুরু করলে শেমাস এসে হাজির হয় এবং ফাইটে অংশগ্রহন করে। কিন্তু সিনা এবং শেমাস মিলেও অথরিটীকে সামলাতে না পারলে বিগ শো আসে সাহায্যের জন্য। শো নোবেল এবং মার্কারিকে নক আউট করে দেয় কিন্তু অথরিটীর বিরুদ্ধে সে বেশী কিছু করতে পারেনি। এরপর হেনরি বিগশোকে একটা WSS দেয়, কিন্তু তারপর হঠাৎ করে রাইব্যাক আসে এবং সবাইকে ধোলাই দিয়ে রিং পরিষ্কার করা শুরু করে। শেষে রাইব্যাক একলায় চলে যায় এবং এটা পরিষ্কার করে দেয় যে সে আর অথরিটির সদস্য নয়, যদিও সিনার সঙ্গেও এক্ষণই জয়েন সে করেনি। 

◘ না এখানেই শো শেষ নয়...এরপরে আরও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। ব্যাকস্টেজের দিকে দেখা যায় স্টেফ এবং ট্রিপের পায়ে একজন জিগ্লারকে এনে ফেলে দেয়, এরপর ক্যামেরা উচু করলে দেখা যায় সে আর কেউ নয়...সে হল লিউক হারপার। এই ফর্মার ওয়াট ফ্যামিলির সদস্য বলে যে সে একজন টিম প্লেয়ার এবং ট্রিপ ও স্টেফ স্তম্ভিত থেকে যায় এবং এইভাবেই অনেককিছু ধোঁয়াশার মধ্যে দিয়ে আজকের Raw শেষ হয়। আপনাদের কেমন লাগলো আজকের Raw??

☻WWE Raw রেজাল্ট, ১১ নভেম্বর, ২০১৪

♥আজকে "Y2J" Chris Jericho এর ৪৪ তম জন্মদিন♥

আসুন জন্মদিনে তাঁর ব্যাপারে কিছু অজানা কথা জেনে নেই- 

◘ ১৯৭০ সালের এইদিনে কানাডায় এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম Christopher Irvine Jericho,  তিনি পেশায় একজন রেসলার,ব্যান্ড গায়ক (Fozzy) এবং একজন অভিনেতা। 

 রেসলিং এ পা দেন ১৯৯৪ সালে WCW তে। অনেক রেসলিং বিশেষজ্ঞদের মতে Chris Jericho Pro রেসলিংয়ের সেরা ক্রুজারওয়েট রেসলার।  তাছাড়া, তার মুভ লিস্ট এর সংখ্যাটা আনুমানিক ২০০ উপরের!
সেই সাথে তার রয়েছে অনেক নিক-নেইম।

 তিনি ক্যারিয়ারে 5 বার World Heavywight সহ একবার  WWE চ্যাম্পিয়ন।  তিনি ইতিহাসের প্রথম Undisputed Champion। ৯ বার Intercontinental চ্যাম্পিয়ন হয়ে  অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। তিনি বেশ কয়েকবার Tag Team টাইটেল জিতেন। Money In The Bank ম্যাচটি তার মাথার বুদ্ধি থেকে করা।

 WCW তে ভাল খেলা সত্ত্যেও যোগ্য পুশ না পেয়ে ১৯৯৯ সালের The Rock এর সেগমেন্টে প্রায় সবাইকে অবাক করে ডিবিউ করেন। যা #১ নাম্বার ডিবিউয়ের খেতাব পেয়েছে।

 ডিবিউয়ের পরেই Chyna কে হারিয়ে Intercontinental চ্যাম্পিয়ন হন। তার ইম্প্রেসিভ পারফর্মেন্সের জন্য Vince Mcmahon তাকে টপ লেভলে তুলে আনে।

 Vengeance 2001 পিপিভতে এক রাতেই সেসময়কার দুই বাঘা রেসলার Austin এবং Rock হারিয়ে Undisputed  চ্যাম্পিয়ন হন।

 কিন্তু এরপরে কিছু ব্যাকস্টেজের রাজনীতির কারণে পরবর্তীতে তার মিড কার্ডে চলে যেতে হয়। ২০০৫ সালের Armageddon থেকে চলে গিয়ে  প্রায় তিনবছর পর Survivor Series  ২০০৭ আগে আকস্মিক রিটার্ন করেন।

 ২০০৮ সালে ছিল তার খুব ভালো একটা বছর। তিনি দুই/তিন বার World Heavywight টাইটেল জিতেন। তাছাড়া Shawn Michaels এর সাথে একটা ফার্স্ট ক্লাস ফিউড করেন এবং অনেক ঐতিহাসিক ম্যাচ উপহার দেন।

 ২০০৯ সালে নবমবারের মত IC টাইটেল ও Big Show কে নিয়ে Unified ট্যাগ টিম জিতেন।

 ২০১০ শেষবারের মত World Heavywight টাইটেল জিতেন।

 ২০১১ থেকে বর্তমান পর্যন্ত তিনি কোন টাইটেল জিতেননি এবং পার্ট টাইম রেসলার হিসেবে খেলছেন। নিজের চাইতে কম ভাল রেসলারদের কাছে হেরেছেন।  অন্যদের হেরে পুশ দেওয়াতে অথরিটি তাকে ব্যবহার করে। যেটা অনেকেরই কাছে খারাপ লাগে।

প্রায় লিজেন্ডারি ক্যারিয়ার খেলা এই রেসলারটির প্রতি সম্মান জানিয়ে তাকে Happy Biryhday জানাই...তাঁর প্রতি রইলো অনেক শুভেচ্ছা। 



আজকে "Y2J" Chris Jericho এর ৪৪ তম জন্মদিন


1. John Cena vs. Ryback এর পরের RAW তে মেইন ইভেন্ট করা হয়েছে।

2. আগামী বছরের জানুয়ারির ১৫ তারিখ থেকে Smackdown বৃহস্পতিবারে টিভিতে সম্প্রচার হবে। 

3. Rumor শোনা যাচ্ছে যে ডিসেম্বরের PPV TLC তে Randy Orton vs Seth Rollins (TLC ম্যাচ for MITB brifcase) অনুষ্ঠিত হতে পারে।

4. Royal Rumble 2015 পিপিভির পরের RAW থেকে সকল WWE লাইভ-শো অনুষ্ঠান Ten Sports এ লাইভ দেখানো হবে।

5. 
এইবারের Survivor Series-এই হয়তো The Authority যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। শোনা যাচ্ছে Stephanie মা হবে এবং কিছুদিনের জন্য WWE থেকে ছুটি নিবে এবং সেই সাথে Triple H-ও তার সাথে ব্যস্ত থাকবেন। ফলে The Authority কে এবার হারতেও হতে পারে Team Cena'র কাছে।

6. Sheamus Heel Turn করতে পারে। শুনা যাচ্ছে Rusev এর সাথে " The Anti-Americans " নামের টিম-আপ করতে পারে।

7. Stardust ফেস হয়ে Goldust এর সাথে ফিউড করবে ২০১৫ সালে।

8. WWE'র অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি Poll/ভোট করা হয় যেখানে জিজ্ঞাসা করা হয় "কোন মুভটি বেশি ভয়ানক : Seth Rollins'র Curb Stomp নাকি Randy Orton'র Punt Kick?" এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৪% ভোট নিয়ে এগিয়ে আছে Punt Kick....। 


9. সম্প্রতি Curtis Axel "WWE Main Event" এ রিটার্ন করে এবং Adam Rose এর মুখোমুখি হয় কিন্তু সে ম্যাচটি হেরে যায়।

10. Rusev কে নিয়ে করা Hulk Hogan এর করা টুইটের জবাব দিয়েছে Lana. Lana পাল্টা কমেন্টে জানায় Rusev John Cena কে ধ্বংস করে দিবে এবং তারপর WWE Heavyweight Championship জিতে নিবে (Brock Lesnar কেও চ্যালেঞ্জ করে Lana)।

11. Seth Rollins এর পরববরতী ফিউড হবে Randy Orton এর সাথে। 

12. অন্যদিকে, Chris Jericho'র রিটার্নের পর আবার Bray Wyatt এর সাথে ফিউডে জড়াতে পাের।




♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦