• বিশিষ্ট Rating বিশারদ Dave Meltzer Battleground এ হওয়া Randy Orton আর Jinder Mahal এর ম্যাচটার Rating 5★ এর মধ্যে মাত্র 0.75★ দিয়েছেন।

• CagesideSeats এর তথ্যমতে, WWE Officials রা চাচ্ছে Summer Slam পিপিভি তে Raww Tag Team Title ম্যাচের জন্য Sheamus এবং Cesaro র প্রতিপক্ষ হিসেবে Seth Rollins এবং Dean Ambrose কে Select করতে। যদিও Original plan ছিল, Sheamus and Cesaro তাদের ট্যাগ টাইটেল ডিফেন্ড করবেন Hardys, Anderson and Gallows, and The Revival এর সাথে (Fatal 4 way match). আর Rollins and Ambrose এর ম্যাচ হবার কথা ছিল The Miz এর সাথে ( triple threat match). কিন্তু এখন শোনা যাচ্ছে আসন্ন Summer Slam এ Miz, Jason Jordan এর সাথে তার IC title ম্যাচ খেলতে পারেন।

• Brock Lesnar কে আগামী আগস্ট মাসের ৮ তারিখে Toronto তে অনুষ্টিত হওয়া Raw তে বুকিং করা হয়েছে।এবং Summerslam পিপিভি এর পর ২৮ আগস্টে অনুষ্টিত হওয়া Raw তেও তাকে বুকিং করা হয়েছে। এছাড়াও, আগস্ট মাসের ১২ তারিখে অনুষ্টিত হওয়া SDLive ব্রান্ডের লাইভ ইভেন্টে Samoa Joe এর বিপক্ষে ম্যাচ খেলবেন Brock ✌ 

• WWE Shop এ, ৫০ ডলারের বেশি দামের প্রোডাক্টের জন্য ২৫% ডিসকাউন্ট দেয়া হয়েছে। অফার টি Summerslam পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। 

• WWE Games এর তথ্যমতে John Cena, 2k18 গেইম এর নতুন এডিশনের জন্য প্রায় ২৫০০০ অটোগ্রাফ সাইন করেছেন। উল্লেখ্য যে, আগামী ১৭ই অক্টোবরে গেইমের এই এডিশন টি মুক্তি পাবে।

• Jim Ross তার ব্লগে প্রকাশ করেছেন যে, Brock Lesnar আবারোও UFC তে ফাইট করতে পারেন।এবং তিনি বলেছেন, যদি UFC, Brock এর সাথে ফাইট নিয়ে কন্ট্রাক্ট করে তাহলে Brock অবশ্যই তা গ্রহণ করবে। Brock এর UFC তে ফাইটিং নিয়ে WWE এর সাথে তার কোনো মনোমালিন্যতা হবেনা বলেও জানান তিনি।

• The Great Khali হয়তো এখন থেকে একজন Part Timer হিসেবে কাজ করবে।

• খুব শিঘ্রয় Sasha Banks হিল টার্ন করতে চলেছে। 

• Summer Slam এর পর Cris Jericho আবার লিভ নেবেন। এই বছরে তাকে না দেখতে পাওয়ার সম্ভবনাই বেশি।

• Darren Young ইঞ্জুরি কাটিয়ে Next Month এ রিটার্ন করতে পারে। 

• Adam Cole কে খুব শীঘ্রই আমরা WWE তে দেখতে পারি।

• অবশেষে আমরা John Cena এবং Samoa Joe এর মধ্যকার ম্যাচটি দেখতে চলেছি। ম্যাচটি August এর ২৭ তারিখ Tupelo তে এক Live Event এ অনুষ্ঠিত হবে।

• Observer এর তথ্যমতে, এবারের Summerslam এ Kevin Owens Vs Shane McMahon এর মধ্যকার ম্যাচের প্ল্যানিং করতেছে WWE!!

• সম্প্রতি WWE এর প্রধান অফিস(Stamford) এ দেয়া একটি সভায় Vince McMahon, Triple H এর প্রশংসা করেছেন। Vince বলেছেন, "Mae Young Classic ও Cruiserweight Classic এর মতন টুর্নামেন্ট এর মাধ্যমে Triple H, তরুণ রেসলারদের WWE তে পারফর্ম করার সুযোগ দিয়েছেন। এবং Triple H এই টুর্নামেন্ট গুলো কে সফল ও করেছেন"। এছাড়াও, Vince ঘোষনা দিয়েছেন যে, আগামী সেপ্টেম্বর মাসে চীনে একটি লাইভ ইভেন্টের আয়োজন করবে WWE  :) 

• Sam Robert's কে দেয়া পোডকাস্টে AJ Styles প্রকাশ করেছেন যে, তিনি John Cena এর কাছ থেকে WWE এর প্রায় ৯০% বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন :O

• WWE সুপারস্টার Elias Samson এর নাম সংক্ষিপ্ত করে শুধু "Elias" রাখা হয়েছে। এখন থেকে তার রিংনেম হবে শুধুই "Elias" :D

• Cageside Seats এর তথ্যমতে, Summerslam এর পরে আবারোও "Superstar Shakeup" হতে পারে। 

• Day In History: ৯ বছর আগে আজকের এই দিনে শুরু হয় PG Era এর। ঐদিন হতেই WWE, TV-PG(আমেরিকা তে বাচ্ছাদের জন্য উপযোগী চ্যানেল) তে চলে আসে যার ফলে এডাল্ট সিন, ব্লাডি ম্যাচ, Slang(গালি-গালাজ) প্রায় নিষিদ্ধ করে ফেলে WWE  । 
• লেখক ঃ Aamir Hamza Salman, Mohsin Ahmed‎

WWE লেটেস্ট নিউজ, ২৯/০৭/২০১৭


১৯৬৯ সালের আজকের দিনে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ন্যাশুয়া-তে জন্মগ্রহন করেন রেসলিং বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রো-রেসলার, NXT এর ক্রিয়েটর "The Game" Triple H. আজ তার ৪৮ তম জন্মদিন। তার আসল নাম Paul Michael Levesque.

রেসলিং জগতে Trips'র ডেব্যু হয় ১৯৯২ সালে। ১৪ বছর বয়স থেকেই Trips বডিবিল্ডিং-এ যোগ দেয় কারন ছোটবেলা থেকেই তার প্রো-রেসলার হওয়ার স্বপ্ন ছিল। ১৯৯৪ সালে সে WCW-তে যোগ দেয়। পরে ১৯৯৫ সালে WWE-তে তার ডেব্যু হয়। ক্যারিয়ারের শুরুতে তেমন সুবিধা করতে না পারলেও ১৯৯৭ সালে DX ফ্যাকশন গঠিত হওয়ার পর তার ক্যারিয়ারের গ্রাফ উঠতে শুরু করে। The Kliq, DX এর মত গ্রুপগুলোর মেম্বার ছিলেন Triple H.

২০০৩ সালে সে WWE এর চেয়ারম্যান Vince McMahon এর মেয়ে Stephanie McMahon এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাছাড়া প্রয়াত WWE Women রেসলার Chyna'র সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। Motörhead ব্যান্ডের বিশাল ভক্ত ছিল Triple H, এমনকি তার বেশিরভাগ এন্ট্রান্স থিম সং Motörhead-ই কম্পোজ করেছে।

Trips এখন পর্যন্ত WCW ও WWE এর মত কোম্পানিতেই খেলছে। যেখানে সে WWE-তেই তার পুরো ক্যারিয়ার পার করেছে। জনপ্রিয় এই প্রো-রেসলার WWE-তে প্রায় সব চ্যাম্পিয়নশিপই জিতেছে। ৫বার জিতেছে World Heavyweight চ্যাম্পিয়নশিপ এবং ৯বার জিতেছে WWE চ্যাম্পিয়নশিপ। 

এছাড়া ৫বার Intercontinental চ্যাম্পিয়নশিপ, ২বার European চ্যাম্পিয়নশিপ এবং ২ বার WWF Tag Team চ্যাম্পিয়নশিপ জিতেছে সে। ১৯৯৭ সালে King of the Ring টুর্নামেন্ট, ২০০২ ও ২০১৬ সালে Royal Rumble এবং ২০০৬ সালে Road To Wrestlemania টুর্নামেন্ট জিতেছে সে। Trips WWE এর সপ্তম Triple Crown চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় Grand Slam চ্যাম্পিয়ন।

আজ ৪৮-তে পা রাখলো The Cerebral Assassin খ্যাত Triple H!! PWU-এর পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 

Happy Birthday to "The King of Kings" Triple H. 🎈🎉🎊
• Credit - Undisclosed Artist
ট্রিপল এইচের জন্মদিনে তার প্রোফাইলকে আপডেট করে বিস্তারিত রেসলিং ক্যারিয়ার এবং অন্যান্য জিনিস অ্যাড করা হয়েছে, সেই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। 

শুভ জন্মদিন : ট্রিপল এইচ, ২০১৭

 

আসল নাম

David Michael Bautista Jr.

জন্মদিন

১৮ জানুয়ারি, ১৯৬৯

জন্মস্থান

Washington DC, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৬ ফুট ৬ ইঞ্চি (১.৯৮ মি)

ওজন

 ১৩০ কেজি (২৯০ পাউন্ড)

ট্রেনারস

Afa Anoaʻi, Marrese Crump

অভিষেক

৩০ অক্টোবর, ১৯৯৯

অবসর

৮ এপ্রিল, ২০১৯


রেসলিং এর অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তি হচ্ছেন 'দ্যা অ্যানিম্যাল' খ্যাত বাতিস্তা। তার আসল নাম ডেভিড মিচেল বাতিস্তা জুনিয়র (David Michael 'Dave' Bautista Jr.)। রিং এ তিনি 'বাতিস্তা (Batista)' নামে পরিচিত। তিনি ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে জন্ম গ্রহণ করেন। WWF/WWE এর সঙ্গে চুক্তিবদ্ধ এই আমেরিকান রেসলার চারবার জিতেছেন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ শিরোপা। আর দুইবার পেয়েছেন WWE চ্যাম্পিয়নশিপের খেতাব। 

৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতা আর ১৩০ কেজি ওজনের এই রেসলার ২০০৫ সালে ৩৬ বছর বয়সে 'রয়েল রাম্বল ম্যাচ' জিতে আলোড়ন তুলেছিলেন রেসলিং বিশ্বে। পরবর্তীতে ২০১৪ সালে ৪৫ বছর বয়সেও তিনি আরও একবার রয়্যাল রাম্বাল জিতে পঞ্চম ব্যক্তি হিসাবে একাধিক রাম্বাল ম্যাচ জেতার খেতাব অর্জন করেন। অতীত এরায় বাতিস্তা ছিলেন কোম্বানির সবচেয়ে বড় বেবিফেইস। তখন তিনি আনডিসপিউটেড ফ্যান ফেভারিট ছিলেন।

Batista : বাতিস্তা


জন সিনা, প্রোফেশনাল রেসলিং এবং WWE ইতিহাসের সবচেয়ে সফল বেবিফেস। ব্যাকস্টেজে হোক বা রিংয়ে কিংবা মার্চেন্ডাইজ সেলিংয়ে - সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময় টপ স্থান দখল করে রাখতেন এবং এখনো সেই স্থান মোটামুটি তার দখলে। আসুন WWE এর অন্যতম সফল বেবিফেস জন সিনা সম্বন্ধে পাঁচটি মজাদার তথ্য জেনে নেয়া যাক - 

• জন সিনা মানেই হার না মানা এক যোদ্ধার প্রতিচ্ছবি মনের অজান্তেই চোখের সামনে ভেসে উঠে। শুরুতে হোচট খেলেও সব বাধা পেরিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌছানোই তার স্বভাবসুলভ বৈশিষ্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শেষ ৬টি সামারস্ল্যাম ম্যাচের মধ্যে জন দ্যা উইনার সিনা একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। আসুন এক নজরে তার এই ৬জন প্রতিদ্বন্দ্বীর নাম দেখে নেয়া যাকঃ-
এই কারণে সিন্যাশন মেম্বাররা পাংক-কে হেট করতেই পারেন কেননা পাংকের কাছে হারার পরেই সিনার এই লুজিং স্ট্রিকের সূচনা হয়।


• IMDB এর মতে, জন সিনা বিখ্যাত Disney অ্যানিমেটেড শো : Kim Possible এর Ron Stoppable চরিত্রের আওয়াজের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু যখন তিনি অসফল হন তখন তার বুঝে আসে যে, এটা উপরওয়ালা কর্তৃক একটি চিহ্ন/সাইন যা তাকে প্রোফেশনাল রেসলিং ক্যারিয়ারে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, পরে চরিত্রটির জন্য Will Friedle-কে সিলেক্ট করা হয় এবং ফ্রিডেল, সিনাকে মেনশন করে একটি ট্যুইট করেন যা হুবহু দেয়া হল-

So #JohnCena you tried out for the voice of Ron Stoppable? I'm sure you would have been great! #PleaseDontHurtMe


• Sisters কিংবা starring Tina Fey and Amy Poehler মুভিতে দৈনন্দিন লুক থেকে এক ভিন্ন লুকে সিনাকে দেখা গিয়েছে। হাতে, মুখে ট্যাটু করা পুরোপুরি স্যাভেজরূপে!

কিন্তু সিনা সাধারণ লাইফ লিডের সময় সাদাসিধে থাকেন এবং হাতে-মুখে কোনো ট্যাটুও করেন না। এর কারণ কি আপনারা জানেন?? এর কারণ হচ্ছে, সিনা তার মা-কে খুব ভয় পায় এবং তিনি মনে করেন, তিনি যদি হাতে-মুখে ট্যাটু করে বাসায় ফিরেন তাহলে তার মা-তাকে মেরেই ফেলবে  (Momma's Boy) ।


• প্রত্যেকটা ব্যক্তি-ই জীবনে বিনোদনের উদ্দেশ্যে শখের বশে অনেক কাজ করেন। সিনারও সেরকম একটি শখ হল Muscle Car সংগ্রহ। সিনা কর্তৃক সংগ্রহীত দারুণসব গাড়ির একটি তালিকা দেয়া হল!
  • 1966 Dodge Hemi Charger
  • 1969 AMC AMX,
  • 1969 COPO Chevrolet Camaro,
  • 1969 Dodge Daytona,
  • 1970 AMC Rebel Machine,
  • 1970 Buick GSX,
  • 1970 Mercury Cougar Eliminator,
  • 1970 Oldsmobile Cutlass Rallye 350,
  • 1970 Plymouth Superbird,
  • 1970 Pontiac GT Judge,
  • 1971 Plymouth Road Runner,
  • 2006 Dodge Viper,
  • 2006 Ford GT,
  • 2007 Dodge Charger SRT-8,
  • 2007 Ford Mustang Saleen Parnelli Jones Limited Edition,
  • 2009 Chevrolet Corvette ZR1
  • The InCENArator (নীচে ছবি দেওয়া হল-)


• Total Divas এর একটি এপিসোডে একবার নিক্কি, সিনাকে রিংয়ের মধ্যেই নাটালিয়ার প্রস্রাব করার ঘটনাটি বলে। জবাবে সিনা কানাডায় একটি ম্যাচ চলাকালীন তার নিজের সাথে ঘটা দুর্ঘটনার কথা শেয়ার করে।

সিনা বলে যে, কানাডায় অনুষ্ঠিত এক ইভেন্টের সময় খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তার পেটে সমস্যা ছিল। এই সমস্যা নিয়েই সে পারফর্ম করতে যায় এবং প্যান্টের মধ্যেই কাম সেরে ফেলে। ঘটনাটি সবাই জেনে যায় যা তার জন্য লজ্জাজনক ছিল।

এই ছিল জন সিনা সম্পর্কিত মজার ৫টি ফ্যাক্ট নিয়ে আমার আজকের পোস্ট। পোস্টটি কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন এবং নিজের মতামত প্রদান করবেন।

ধন্যবাদ সবাইকে 💜 ^_^

• লেখকঃ- Ratul Islam Antor

জন সিনার ব্যাপারে ৫ টি মজাদার কথা।


•• PRE SHOW ••

◘ Tye Dillinger VS Aiden English

• অবশেষে Singles ম্যাচে জয় পেলেন English। SD Live এ প্রায় জবার হয়ে থাকা এই মানুষটি আজ হারিয়েছে Tye Dillinger কে। ম্যাচটা প্রায় Predictable হয়ে গিয়েছিল যে Dillinger ম্যাচটি জিততে চলেছে কিন্তু সকল গুজব উড়িয়ে দিয়ে ম্যাচটি নিজের করে নেন English

♦ Winner→ Aiden English


•• MAIN SHOW ••

◘ The Usos© VS The New Day
( SD Live Tag Team Title Match )

• ম্যাচের শুরুটা New Day করলেও কিছুক্ষণ পর ম্যাচটি Control এ নিয়ে নেয় Usos। তারা Woods কে ডমিনেট করতে থাকে। এক পর্যায়ে Woods ফাইট ব্যাক করে এবং Jay কে Drop Kick দেয়। তারপর Kofi এবং Jimmy ট্যাগ পায়। Kofi Jimmy কে Suicide Dive দেয় এবং আবারো Flying মুভ দিতে যায় কিন্তু উল্টো তাকে Usos দের কাছে Powerbomb হজম করতে হয়। এরপর রিংয়ে আবারো Woods আসে কিন্তু কাজ হয় না উল্টো সে Super Kick হজম করে And Then Samoan Splash। কিন্তু তাতেও লাভ হয় না Usos রা পিন করে 2 Count পায়। তারপর শেষের দিকে ম্যাচের চাকা পুরো ঘুড়ে যায়। Xavier Woods টপ রোপ থেকে Elbow Drop হিট করে And 123। OMG!!!! OMG!!! New Day Is The New SD Live Tag Team Champions। New Day ই হলো একমাত্র Team যারা উভয় Brand এর Tag Title জিতেছে। Congo New Day

♦ Winner→ The New Day & The New SD Live Tag Team Champions


◘ Shinsuke Nakamura VS Baron Corbin
( Singles Match )

• বেশ ভালো একটি ম্যাচ ছিলো এটি। ম্যাচে প্রতিবারের মতো এবারো Corbin এর ডমিনেট করার মাত্রা একটু বেশি থাকে। ম্যাচের এক পর্যায়ে Nakamura কে Big Boot দেয় Corbin। বাট পিন করে 2 Count পায়। Nakamura Corbin কে Drop Kick হিট করে। এরপর Corbin কে Face First Slam হিট করে Nakamura। আর তারপর Kinshasa হিট করতে নিলে Corbin তা Counter করে উল্টো তাকে Deep Six হিট করে। ম্যাচের শেষের দিকে OMG!!! হঠাৎ করেই Nakamura কে Low Blow দেয় Corbin যার দরুন ম্যাচটি DQ হয়ে যায় এবং DQ এর মাধ্যমে জয় পায় Nakamura। ম্যাচ শেষে Nakamura কে End Of Days হিট করে Corbin

♦ Winner→ Shinsuke Nakamura By DQ


◘ Charlotte Flair VS Natalya VS Tamina Snuka VS Lana VS Becky Lynch
( Elimination Match For #1 Contd। )

• এক্ষেত্রে Rumor টাই সত্যি হলো। অবশেষে ম্যাচটি জিতলেন Natalya। তাই এই ম্যাচটি নিয়ে তেমন কিছু বলতে চাই নাই।

♦ Winner→ Natalya & The #1 Contd। For The SD Live Women's Title


◘ AJ Styles© VS Kevin Owens
( US Championship Match )

• মোটামুটি ভালো মানের একটা ম্যাচ ছিলো। ম্যাচের প্রথম দিকেই Kevin এর উপর চড়াও হয় AJ। সে Kevin কে Drop Kick দেয়। ম্যাচ চলতে থাকে। Kevin ও কম না। সে AJ কে Running Senton দেয়। আর তারপর DDT। Again Match Continues। এক পর্যায়ে AJ Kevin কে Ushigoroshi হিট করে। Then Phenomenal Forearm দিতে গেলে Kevin তা কাউন্টার করে তাকে Cannon Ball দেয়। শেষের দিকে AJ Culf Crusher সাবমিশন মুভ দেয় Kevin। কিন্তু Kevin চালাকি করে Roll Up এর মাধ্যমে ম্যাচটি জিতে নেয় এবং হয়ে যায় New US Champion

♦ Winner→ Kevin Owens & The New US Champion


◘ John Cena VS Rusev
( Flag Match; Credit )

• বেশ ভাল একটা ম্যাচ ছিলো। ম্যাচে বেশ কিছু মুভ Use করা হয়। Clothesline, Bulldog Off the top Rope, Electric Chair Drop, Spinebuster, DDT, Dropkick, AA, SuperkickEtc। 
এছাড়া রিং এর বাইরেও বেশ কিছুক্ষণ ফাইট হয়। যেখানে রুসেভ বেশ ডমিনেট করে। But সবশেষে জয়লাভ করে John Cena।

♦ Winner→ John Cena

• The Ascension স্বীকার করেছে তারাই Breezango দের Attacker। কিন্তু Breezango এখনো এই ব্যাপারে Sure না।


◘ Mike Kanellis (With Maria) VS Sami Zayn
( Singles Match )

• এই ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ম্যাচটি জিতেছেন Sami Zayn। Battleground এর আগেই ধারণা করা হয়েছিল ম্যাচটি Sami Zayn হারতে চলেছেন। কিন্তু তা আর হয় নি। Mike কে Helluva Kick হিট করে ম্যাচটি নিজের করে নেন Sami

♦ Winner→ Sami Zayn


•• MAIN EVENT ••

◘ Randy Orton VS Jinder Mahal©
( WWE Championship Match )

• ম্যাচটা আমার মতে ভালোই হয়েছে। 4 টা দরজার সবগুলোই Lock করে দেওয়া হয়। কেউ ই নির্দিষ্ট সময়ে তা অতিক্রম করতে পারে নি। এছাড়া ম্যাচে বেশ কিছু মুভ Use করা হয়। Scoop Powerslam, DDT, Clothesline, Dropkick, RKO, Arm Breaker। এক পর্যায়ে উভয়েই প্রথম ধাপ অতিক্রম করে। But Suddenly বাশ গুলোর ছিদ্রতল হতে আগমন ঘটে Bollywood Boyz এর। তারা রেন্ডি ওরটন কে Attack করে। অবশ্য রেন্ডি ওরটন ওই দুই সহৃদয়বান ব্যক্তিদের বেশ নমনীয় কৌশলে শায়েস্তা করেন। তবে উনারা একবার ডিস্টার্ব করেই ক্ষান্ত হয়নি। বরং আরো একবার রেন্ডি ওরটন কে বিভ্রান্ত করার চেষ্টা করে। & Again ব্যর্থতা By Bollywood Boyz। এরপর The Viper আমাদের সবার প্রিয় মহারাজা জিন্ডার মহল কে বেশ দুচিয়ে পেটায়। আর এক্ষেত্রে সে লাঠি, চেয়ার যাই সামনে পান তাই দিয়েই পেদাতে থাকেন। Oh My God!!!!! You Gonna Be Kidding Me!!!!!! Great Khali is Back!!! তিনি এসেই রেন্ডি ওরটন কে বাধা দেন। যার ফলে এদিকে জয় ছিনিয়ে নেয় Jinder Mahal

♦ Winner→ Jinder Mahal & Still WWE Champion


( END OF THE SHOW )

• ক্রেডিটঃ #Broken_Lunatic, #Abraham_Khan AKA #Ak_Styles

WWE Battleground রেজাল্ট, ২৪/০৭/২০১৭


"Punjabi Prison" ম্যাচটি WWE এর একটি গিমিক ভিত্তিক ম্যাচ। এই ম্যাচের নাম ভারতের পাঞ্জাব প্রদেশের নামানুসারে রাখা হয়েছে। উল্লেখ্য যে, পাঞ্জাব হচ্ছে সাবেক WWE রেসলার "The Great Khali" এর জন্মস্থান। যেহেতু নামের সাথে পাঞ্জাব প্রদেশ যুক্ত আছে তাই অনেকেই ধারণা করে ফেলেন যে এই ম্যাচের আইডিয়া Khali এর ছিল। কিন্তু উপরিউক্ত ধারণা টি সম্পূর্ণ ভ্রান্ত। কারণ, এই ম্যাচের আইডিয়া ছিল সাবেক প্রো-রেসলার ও বর্তমান WWE ক্রিয়েটিভ Pat Patterson এর। তিনি ই মূলত এই ম্যাচের আইডিয়া Vince ও তৎকালীন ক্রিয়েটিভ Greenfield এর কাছে পেশ করেন। এছাড়াও, WWE তে Royal Rumble ম্যাচের আইডিয়া ও Patterson এর ছিল।

'Punjabi Prison' ম্যাচের ব্যাপারে জেনে নিন।