জন সিনা, প্রোফেশনাল রেসলিং এবং WWE ইতিহাসের সবচেয়ে সফল বেবিফেস। ব্যাকস্টেজে হোক বা রিংয়ে কিংবা মার্চেন্ডাইজ সেলিংয়ে - সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময় টপ স্থান দখল করে রাখতেন এবং এখনো সেই স্থান মোটামুটি তার দখলে। আসুন WWE এর অন্যতম সফল বেবিফেস জন সিনা সম্বন্ধে পাঁচটি মজাদার তথ্য জেনে নেয়া যাক - 

• জন সিনা মানেই হার না মানা এক যোদ্ধার প্রতিচ্ছবি মনের অজান্তেই চোখের সামনে ভেসে উঠে। শুরুতে হোচট খেলেও সব বাধা পেরিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌছানোই তার স্বভাবসুলভ বৈশিষ্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শেষ ৬টি সামারস্ল্যাম ম্যাচের মধ্যে জন দ্যা উইনার সিনা একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। আসুন এক নজরে তার এই ৬জন প্রতিদ্বন্দ্বীর নাম দেখে নেয়া যাকঃ-
এই কারণে সিন্যাশন মেম্বাররা পাংক-কে হেট করতেই পারেন কেননা পাংকের কাছে হারার পরেই সিনার এই লুজিং স্ট্রিকের সূচনা হয়।


• IMDB এর মতে, জন সিনা বিখ্যাত Disney অ্যানিমেটেড শো : Kim Possible এর Ron Stoppable চরিত্রের আওয়াজের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু যখন তিনি অসফল হন তখন তার বুঝে আসে যে, এটা উপরওয়ালা কর্তৃক একটি চিহ্ন/সাইন যা তাকে প্রোফেশনাল রেসলিং ক্যারিয়ারে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, পরে চরিত্রটির জন্য Will Friedle-কে সিলেক্ট করা হয় এবং ফ্রিডেল, সিনাকে মেনশন করে একটি ট্যুইট করেন যা হুবহু দেয়া হল-

So #JohnCena you tried out for the voice of Ron Stoppable? I'm sure you would have been great! #PleaseDontHurtMe


• Sisters কিংবা starring Tina Fey and Amy Poehler মুভিতে দৈনন্দিন লুক থেকে এক ভিন্ন লুকে সিনাকে দেখা গিয়েছে। হাতে, মুখে ট্যাটু করা পুরোপুরি স্যাভেজরূপে!

কিন্তু সিনা সাধারণ লাইফ লিডের সময় সাদাসিধে থাকেন এবং হাতে-মুখে কোনো ট্যাটুও করেন না। এর কারণ কি আপনারা জানেন?? এর কারণ হচ্ছে, সিনা তার মা-কে খুব ভয় পায় এবং তিনি মনে করেন, তিনি যদি হাতে-মুখে ট্যাটু করে বাসায় ফিরেন তাহলে তার মা-তাকে মেরেই ফেলবে  (Momma's Boy) ।


• প্রত্যেকটা ব্যক্তি-ই জীবনে বিনোদনের উদ্দেশ্যে শখের বশে অনেক কাজ করেন। সিনারও সেরকম একটি শখ হল Muscle Car সংগ্রহ। সিনা কর্তৃক সংগ্রহীত দারুণসব গাড়ির একটি তালিকা দেয়া হল!
  • 1966 Dodge Hemi Charger
  • 1969 AMC AMX,
  • 1969 COPO Chevrolet Camaro,
  • 1969 Dodge Daytona,
  • 1970 AMC Rebel Machine,
  • 1970 Buick GSX,
  • 1970 Mercury Cougar Eliminator,
  • 1970 Oldsmobile Cutlass Rallye 350,
  • 1970 Plymouth Superbird,
  • 1970 Pontiac GT Judge,
  • 1971 Plymouth Road Runner,
  • 2006 Dodge Viper,
  • 2006 Ford GT,
  • 2007 Dodge Charger SRT-8,
  • 2007 Ford Mustang Saleen Parnelli Jones Limited Edition,
  • 2009 Chevrolet Corvette ZR1
  • The InCENArator (নীচে ছবি দেওয়া হল-)


• Total Divas এর একটি এপিসোডে একবার নিক্কি, সিনাকে রিংয়ের মধ্যেই নাটালিয়ার প্রস্রাব করার ঘটনাটি বলে। জবাবে সিনা কানাডায় একটি ম্যাচ চলাকালীন তার নিজের সাথে ঘটা দুর্ঘটনার কথা শেয়ার করে।

সিনা বলে যে, কানাডায় অনুষ্ঠিত এক ইভেন্টের সময় খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তার পেটে সমস্যা ছিল। এই সমস্যা নিয়েই সে পারফর্ম করতে যায় এবং প্যান্টের মধ্যেই কাম সেরে ফেলে। ঘটনাটি সবাই জেনে যায় যা তার জন্য লজ্জাজনক ছিল।

এই ছিল জন সিনা সম্পর্কিত মজার ৫টি ফ্যাক্ট নিয়ে আমার আজকের পোস্ট। পোস্টটি কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন এবং নিজের মতামত প্রদান করবেন।

ধন্যবাদ সবাইকে 💜 ^_^

• লেখকঃ- Ratul Islam Antor

জন সিনার ব্যাপারে ৫ টি মজাদার কথা।


জন সিনা, প্রোফেশনাল রেসলিং এবং WWE ইতিহাসের সবচেয়ে সফল বেবিফেস। ব্যাকস্টেজে হোক বা রিংয়ে কিংবা মার্চেন্ডাইজ সেলিংয়ে - সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময় টপ স্থান দখল করে রাখতেন এবং এখনো সেই স্থান মোটামুটি তার দখলে। আসুন WWE এর অন্যতম সফল বেবিফেস জন সিনা সম্বন্ধে পাঁচটি মজাদার তথ্য জেনে নেয়া যাক - 

• জন সিনা মানেই হার না মানা এক যোদ্ধার প্রতিচ্ছবি মনের অজান্তেই চোখের সামনে ভেসে উঠে। শুরুতে হোচট খেলেও সব বাধা পেরিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌছানোই তার স্বভাবসুলভ বৈশিষ্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শেষ ৬টি সামারস্ল্যাম ম্যাচের মধ্যে জন দ্যা উইনার সিনা একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। আসুন এক নজরে তার এই ৬জন প্রতিদ্বন্দ্বীর নাম দেখে নেয়া যাকঃ-
এই কারণে সিন্যাশন মেম্বাররা পাংক-কে হেট করতেই পারেন কেননা পাংকের কাছে হারার পরেই সিনার এই লুজিং স্ট্রিকের সূচনা হয়।


• IMDB এর মতে, জন সিনা বিখ্যাত Disney অ্যানিমেটেড শো : Kim Possible এর Ron Stoppable চরিত্রের আওয়াজের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু যখন তিনি অসফল হন তখন তার বুঝে আসে যে, এটা উপরওয়ালা কর্তৃক একটি চিহ্ন/সাইন যা তাকে প্রোফেশনাল রেসলিং ক্যারিয়ারে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, পরে চরিত্রটির জন্য Will Friedle-কে সিলেক্ট করা হয় এবং ফ্রিডেল, সিনাকে মেনশন করে একটি ট্যুইট করেন যা হুবহু দেয়া হল-

So #JohnCena you tried out for the voice of Ron Stoppable? I'm sure you would have been great! #PleaseDontHurtMe


• Sisters কিংবা starring Tina Fey and Amy Poehler মুভিতে দৈনন্দিন লুক থেকে এক ভিন্ন লুকে সিনাকে দেখা গিয়েছে। হাতে, মুখে ট্যাটু করা পুরোপুরি স্যাভেজরূপে!

কিন্তু সিনা সাধারণ লাইফ লিডের সময় সাদাসিধে থাকেন এবং হাতে-মুখে কোনো ট্যাটুও করেন না। এর কারণ কি আপনারা জানেন?? এর কারণ হচ্ছে, সিনা তার মা-কে খুব ভয় পায় এবং তিনি মনে করেন, তিনি যদি হাতে-মুখে ট্যাটু করে বাসায় ফিরেন তাহলে তার মা-তাকে মেরেই ফেলবে  (Momma's Boy) ।


• প্রত্যেকটা ব্যক্তি-ই জীবনে বিনোদনের উদ্দেশ্যে শখের বশে অনেক কাজ করেন। সিনারও সেরকম একটি শখ হল Muscle Car সংগ্রহ। সিনা কর্তৃক সংগ্রহীত দারুণসব গাড়ির একটি তালিকা দেয়া হল!
  • 1966 Dodge Hemi Charger
  • 1969 AMC AMX,
  • 1969 COPO Chevrolet Camaro,
  • 1969 Dodge Daytona,
  • 1970 AMC Rebel Machine,
  • 1970 Buick GSX,
  • 1970 Mercury Cougar Eliminator,
  • 1970 Oldsmobile Cutlass Rallye 350,
  • 1970 Plymouth Superbird,
  • 1970 Pontiac GT Judge,
  • 1971 Plymouth Road Runner,
  • 2006 Dodge Viper,
  • 2006 Ford GT,
  • 2007 Dodge Charger SRT-8,
  • 2007 Ford Mustang Saleen Parnelli Jones Limited Edition,
  • 2009 Chevrolet Corvette ZR1
  • The InCENArator (নীচে ছবি দেওয়া হল-)


• Total Divas এর একটি এপিসোডে একবার নিক্কি, সিনাকে রিংয়ের মধ্যেই নাটালিয়ার প্রস্রাব করার ঘটনাটি বলে। জবাবে সিনা কানাডায় একটি ম্যাচ চলাকালীন তার নিজের সাথে ঘটা দুর্ঘটনার কথা শেয়ার করে।

সিনা বলে যে, কানাডায় অনুষ্ঠিত এক ইভেন্টের সময় খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তার পেটে সমস্যা ছিল। এই সমস্যা নিয়েই সে পারফর্ম করতে যায় এবং প্যান্টের মধ্যেই কাম সেরে ফেলে। ঘটনাটি সবাই জেনে যায় যা তার জন্য লজ্জাজনক ছিল।

এই ছিল জন সিনা সম্পর্কিত মজার ৫টি ফ্যাক্ট নিয়ে আমার আজকের পোস্ট। পোস্টটি কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন এবং নিজের মতামত প্রদান করবেন।

ধন্যবাদ সবাইকে 💜 ^_^

• লেখকঃ- Ratul Islam Antor