Survivor Series! এই শব্দ দুটি শুনলেই আমাদের সামনে ভেসে উঠে দুইটি দলের চিত্রপট! মনে পড়ে যায় Raw Vs SmackDown এর লড়াইয়ের কথা! Survivor Series এমন একটি ইভেন্ট, যার অনেক স্মৃতি মনের মধ্যে গেঁথে থাকার কথা। ঠিক তার মধ্যেই একটি ২০১৪ সালের Survivor Series এর Team Cena ও Team Authority এর মধ্যকার '৫ vs ৫ Traditional Survivor Series' ম্যাচ, যার পদে পদে ছিলো নানান চমক!

• The History :


Seth Rollins, Randy Orton ও Kane কে নিয়ে Authority তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে। October ২৭, ২০১৪ এর এপিসোডে Triple H ও Stephanie McMahon, John Cena কে Authority তে যোগদান করতে বলেন। কিন্তু Cena প্রত্যুত্তরে না বলে দেন। তখন Triple H বলেন, "You can't face the future. Future will run through you." এই বলে তিনি John Cena কে এমন ৪ জনকে খুঁজে বের করতে বলেন, যারা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, Authority এর বিরুদ্ধে গিয়ে Survivor Series এ লড়াই করবে। 


সেদিনই Cena পেয়ে যান তার দলের প্রথম সদস্য, Dolph Ziggler কে। পরের সপ্তাহের Raw এর এপিসোডে উপস্থিত হন Vince McMahon। তিনি ঘোষণা করেন যে, যদি তার মেয়ে ও জামাইয়ের দল হেরে যায়, তাহলে তারা WWE এর সকল ধরনের ক্ষমতা থেকে বহিষ্কৃত হবেন! ফলে Triple H ও Stephanie McMahon খুঁজতে লাগেন সেরা ৫ জনকে। Seth Rollins, Kane ও Randy Orton কে ইতিমধ্যে তারা দলে নিয়ে নেন। কিন্তু সেসময় Seth Rollins ও Randy Orton এর মাঝে মনোমালিন্য চলতে থাকে। পরবর্তীতে তা এমন পর্যায়ে চলে যায় যে, Authority, Randy এর উপর হিল টার্ন করতে বাধ্য হয়! 


পরবর্তীতে Mark Henry, Team Authority তে এবং Big Show, Team Cena তে যোগদান করেন। Rusev কে United States Championship জেতার জন্য সহযোগিতা করলে তিনি Team Authority তে যোগদান করেন। এরপর শুরু হয় Ryback কে নিয়ে টানাটানি। উভয় দলই Ryback কে তাদের দলে নিতে চাইলেও Ryback কোনো দলে যোগদান করতে চাননি। অন্যদিকে Dolph Ziggler কে আক্রমণের মাধ্যমে Team Authority তে জয়েন করেন Luke Harper! 


১৭ November অনুষ্ঠিত হয় Contract Signing। Team Authority এর সদস্যরা তাদের ম্যাচ সম্পর্কে নানান কথা বলতে থাকেন। এরপর John Cena আসলেও তার দলের কোনো সদস্য আসেননি। তার কারণ Authority তাদের উপর আক্রমণ করায় তারা আহত হন। এরপর চলে John Cena ও Authority এর মধ্যে বাকবিতণ্ডা। যখন John Cena ও Authority এর সদস্যরা মারামারির পর্যায়ে চলে যান, তখন একে একে আসেন Dolph Ziggler ও Big Show; যারা আগে থেকেই Cena এর দলে ছিলেন।


এরপর রিংয়ে আসেন Erick Rowan! তিনি Cena এর দলে যোগ দেন। Rowan কে দেখে সবচেয়ে বেশি অবাক হন Luke Harper! তখন Stephanie বলেন যে, Team Cena তে এখনো একজন সদস্য কম আছে। তখন Cesaro এর গান বেজে উঠলেও তিনি Authority এর দিকে চলে যান। এ দৃশ্য দেখে Authority এর সদস্যরা হাসিতে মেতে উঠেন। তখনই বেজে উঠে "Feed me more" গানটি। Team Cena এর সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেন Ryback! Team Cena এর সদস্যরা মিলে Team Authority কে রিং থেকে বের করে দেন এবং Triple H কে AA হিট করেন Cena। 


২১ November, SmackDown এর এপিসোডে Triple H, Team Cena এর সকল সদস্যকে ডেকে (John Cena বাদে) একটি ভিডিও ফুটেজ দেখান। সেখানে দেখানো হয়, John Cena তার দলের সদস্যদের বলছেন, তারা যেনো এই চিন্তাভাবনা করে খেলে যেনো মনে হয় ম্যাচটি জেতার উপর তাদের জীবিকা নির্ভর করছে। তখন Triple H ঘোষণা করেন, যদি Team Cena হেরে যায়, তাহলে Cena বাদে তার দলের সকল সদস্য চাকরিচ্যুত হবেন!


২৩ November, ২০১৪, Survivor Series! পিপিভির শুরুতেই Vince McMahon ঘোষণা করেন, যদি Team Authority হেরে যায়, তাহলে একমাত্র Cena ই পারবে Authority কে ক্ষমতায় ফিরিয়ে আনতে! 


• The Match Itself :


অবশেষে চলে আসলো সেই মহারণের দিন! একে একে আগমন করলেন Team Authority ও Team Cena এর সকল সদস্যরা। Team Authority থেকে Mark Henry ও Team Cena থেকে Big Show যথাক্রমে ম্যাচ শুরু করলেন। Triple H, Stephanie McMahon সহ Team Authority এর বাকি সদস্যরা Henry কে যথেষ্ট মনোবল ও সাহস দিলেন। Henry যখন পেছনে ফিরে Show এর দিকে এগিয়ে যান, সাথে সাথেই Knock-out punch! ১,২,৩! Mark Henry সাথে সাথেই এলিমিনেট হয়ে যান। Triple H সহ Team Authority এর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়! 


এরপর Team Authority নতুন কৌশলে খেলা শুরু করলো। Ryback যখন Rusev কে Shell Shot হিট করতে যান, তখন Kane এসে তা ব্রেক করেন। ফলে Team Cena ও Team Authority ব্রলে জড়িয়ে পড়েন। এই সুযোগেই Seth Rollins, Ryback কে Stomp হিট করেন। এরপর Rusev, Ryback কে Machka Kick হিট করে পিন করার মাধ্যমে এলিমিনেট করে দেন। উভয় দলে এখন বাকি রয়েছে ৪ জন করে সদস্য! 


এরপর Dolph Ziggler এর উপর নিজেদের হিলিশ কৌশল প্রয়োগ করা শুরু করেন Authority এর সদস্যরা। কিন্তু ঠিক সুবিধা করে উঠতে পারেননি। Rusev, Ziggler কে ধারাভাষ্যকারের টেবিলে নিয়ে তুলেন Frog splash হিট করার জন্য। ঠিক যখনই Rusev, Frog splash হিট করতে যান, তখনই Ziggler সেখান থেকে সড়ে যান। রেফারি কাউন্ট শুরু করলে Ziggler ৯ কাউন্টের ভেতর রিংয়ে প্রবেশ করতে পারলেও Rusev পারেননি! ফলে Rusev এলিমিনেট হয়ে যান।


এরপর ম্যাচে আমরা দেখতে পায় Luke Harper ও Erick Rowan এর মধ্যে লড়াই। কিন্তু আবারো Authority এর চতুরতার কারণে Rowan কে Clothesline হিট করে পিন করেন Harper। 


এবার উভয় দলে ৩ জন করে সদস্য বাকি! Team Authority তে Seth Rollins, Kane ও Luke Harper বাকি ছিলেন। অন্যদিকে Team Cena তে John Cena, Big Show ও Dolph Ziggler (যিনি রিংয়ের বাইরে ছিলেন) বাকি ছিলেন। সেই মুহূর্তে Team Cena ও Team Authority পরস্পর মুখোমুখি। ঠিক সেই সময়ে A knock-out punch! Big Show আক্রমণ করে বসলেন তার দলনেতা John Cena কে। কেউ কিছুই বুঝতে পারছিলেন না। এই সুযোগে Cena কে পিন করে এলিমিনেট করে দেন Rollins। Show কর্মমর্দন করেন Triple H এর সাথে এবং রিং ছেড়ে চলে গেলেন! ফলে Team Cena এর সদস্য বাকি রইলেন একজন!


একদিকে Dolph Ziggler, অন্যদিকে Seth Rollins, Kane ও Luke Harper! এই ম্যাচের পরবর্তী অংশ Ziggler এর ক্যারিয়্যারের One of the greatest moment হিসেবে রয়ে যাবে!


রিংয়ের বাইরে পড়ে থাকা Ziggler কে রিংয়ে তুলেন Kane। Ziggler এর উপর মারাত্মক আধিপত্য বিস্তার করেন Team Authority এর বাকি সদস্যরা। কিন্তু কিছুতেই হার মানছিলেন না Ziggler! Kane কে Zig zag হিট করে পিন করার মাধ্যমে এলিমিনেট করেন Ziggler। এরপর Harper কেও পিন করে এলিমিনেট করে দেন Ziggler। 


এখন কেবল বাকি রইলো Ziggler ও Rollins! তাদের মধ্যে লড়াই চলতে থাকে। একপর্যায়ে Rollins কে Zig zag হিট করেন Ziggler। কিন্তু রেফারিকে টেনে রিং থেকে বের করে আনেন Triple H। এই সুযোগে J&J security, Ziggler এর উপর আক্রমণ করে বসেন। কিন্তু Ziggler ফাইট ব্যাক করেন এবং Rollins কে আরেকটা Zig zag হিট করেন! তখন Ziggler কে আক্রমণ করে বসেন Triple H! তিনি Ziggler কে Pedigree হিট করেন এবং Rollins কে Ziggler এর উপর তুলে দেন। তখন নতুন এক রেফারি এসে কাউন্ট শুরু করেন। ১,১.৫.....একটা গান বেজে উঠে! 


• Iconic Debut Of The 'Icon' :


হঠাৎ করেই একটা কাকের আওয়াজ ও একটা গান বেজে উঠে। কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না, বিশেষ করে Triple H। Oh my GOD! It's Sting! নিজের সুদীর্ঘ এবং কিংবদন্তি ক্যারিয়্যারে প্রথমবারের মতো WWE তে যুক্ত হন Sting! এসে তিনি রিংয়ে প্রবেশ করেন এবং Triple H কে Scorpion death drop হিট করেন। এরপর তিনি Ziggler কে Rollins এর উপর তুলে দেন। রেফারি এসে কাউন্ট শুরু করলো। ১,২,৩! Team Cena wins! Dolph Ziggler is the sole survivor! Team Cena এর সকল সদস্যদের চাকরি বহাল থাকলো এবং Triple H ও Stephanie McMahon ক্ষমতাচ্যুত হলেন!


অনেক নাটকীয়তার পরে অবশেষে Team Cena এর জয় হলো। আমরা দেখতে পেলাম 'The Icon' Sting এর ডেবিউ! ম্যাচের ফলাফল হিসেবে Triple H ও Stephanie McMahon ক্ষমতাচ্যুত হলেও পরবর্তীতে নানান নাটকীয়তার পর তারা আবার ক্ষমতায় ফিরে আসেন। তবে এই ম্যাচের পর সবার মনে একটাই আফসোস থেকে যাবে। Dolph Ziggler এর এমন পারফর্ম্যান্সের পরও তাকে টপ কার্ডে পুশ দেওয়া হয়নি। আজ ৮ বছর পরও Ziggler কে পুশ দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না!


• লেখক : Plaban Talukdar

স্মৃতিচারণ : সারভাইবর সিরিজ ২০১৪ এবং Sting এর ডেবিউ।

Survivor Series! এই শব্দ দুটি শুনলেই আমাদের সামনে ভেসে উঠে দুইটি দলের চিত্রপট! মনে পড়ে যায় Raw Vs SmackDown এর লড়াইয়ের কথা! Survivor Series এমন একটি ইভেন্ট, যার অনেক স্মৃতি মনের মধ্যে গেঁথে থাকার কথা। ঠিক তার মধ্যেই একটি ২০১৪ সালের Survivor Series এর Team Cena ও Team Authority এর মধ্যকার '৫ vs ৫ Traditional Survivor Series' ম্যাচ, যার পদে পদে ছিলো নানান চমক!

• The History :


Seth Rollins, Randy Orton ও Kane কে নিয়ে Authority তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে। October ২৭, ২০১৪ এর এপিসোডে Triple H ও Stephanie McMahon, John Cena কে Authority তে যোগদান করতে বলেন। কিন্তু Cena প্রত্যুত্তরে না বলে দেন। তখন Triple H বলেন, "You can't face the future. Future will run through you." এই বলে তিনি John Cena কে এমন ৪ জনকে খুঁজে বের করতে বলেন, যারা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, Authority এর বিরুদ্ধে গিয়ে Survivor Series এ লড়াই করবে। 


সেদিনই Cena পেয়ে যান তার দলের প্রথম সদস্য, Dolph Ziggler কে। পরের সপ্তাহের Raw এর এপিসোডে উপস্থিত হন Vince McMahon। তিনি ঘোষণা করেন যে, যদি তার মেয়ে ও জামাইয়ের দল হেরে যায়, তাহলে তারা WWE এর সকল ধরনের ক্ষমতা থেকে বহিষ্কৃত হবেন! ফলে Triple H ও Stephanie McMahon খুঁজতে লাগেন সেরা ৫ জনকে। Seth Rollins, Kane ও Randy Orton কে ইতিমধ্যে তারা দলে নিয়ে নেন। কিন্তু সেসময় Seth Rollins ও Randy Orton এর মাঝে মনোমালিন্য চলতে থাকে। পরবর্তীতে তা এমন পর্যায়ে চলে যায় যে, Authority, Randy এর উপর হিল টার্ন করতে বাধ্য হয়! 


পরবর্তীতে Mark Henry, Team Authority তে এবং Big Show, Team Cena তে যোগদান করেন। Rusev কে United States Championship জেতার জন্য সহযোগিতা করলে তিনি Team Authority তে যোগদান করেন। এরপর শুরু হয় Ryback কে নিয়ে টানাটানি। উভয় দলই Ryback কে তাদের দলে নিতে চাইলেও Ryback কোনো দলে যোগদান করতে চাননি। অন্যদিকে Dolph Ziggler কে আক্রমণের মাধ্যমে Team Authority তে জয়েন করেন Luke Harper! 


১৭ November অনুষ্ঠিত হয় Contract Signing। Team Authority এর সদস্যরা তাদের ম্যাচ সম্পর্কে নানান কথা বলতে থাকেন। এরপর John Cena আসলেও তার দলের কোনো সদস্য আসেননি। তার কারণ Authority তাদের উপর আক্রমণ করায় তারা আহত হন। এরপর চলে John Cena ও Authority এর মধ্যে বাকবিতণ্ডা। যখন John Cena ও Authority এর সদস্যরা মারামারির পর্যায়ে চলে যান, তখন একে একে আসেন Dolph Ziggler ও Big Show; যারা আগে থেকেই Cena এর দলে ছিলেন।


এরপর রিংয়ে আসেন Erick Rowan! তিনি Cena এর দলে যোগ দেন। Rowan কে দেখে সবচেয়ে বেশি অবাক হন Luke Harper! তখন Stephanie বলেন যে, Team Cena তে এখনো একজন সদস্য কম আছে। তখন Cesaro এর গান বেজে উঠলেও তিনি Authority এর দিকে চলে যান। এ দৃশ্য দেখে Authority এর সদস্যরা হাসিতে মেতে উঠেন। তখনই বেজে উঠে "Feed me more" গানটি। Team Cena এর সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেন Ryback! Team Cena এর সদস্যরা মিলে Team Authority কে রিং থেকে বের করে দেন এবং Triple H কে AA হিট করেন Cena। 


২১ November, SmackDown এর এপিসোডে Triple H, Team Cena এর সকল সদস্যকে ডেকে (John Cena বাদে) একটি ভিডিও ফুটেজ দেখান। সেখানে দেখানো হয়, John Cena তার দলের সদস্যদের বলছেন, তারা যেনো এই চিন্তাভাবনা করে খেলে যেনো মনে হয় ম্যাচটি জেতার উপর তাদের জীবিকা নির্ভর করছে। তখন Triple H ঘোষণা করেন, যদি Team Cena হেরে যায়, তাহলে Cena বাদে তার দলের সকল সদস্য চাকরিচ্যুত হবেন!


২৩ November, ২০১৪, Survivor Series! পিপিভির শুরুতেই Vince McMahon ঘোষণা করেন, যদি Team Authority হেরে যায়, তাহলে একমাত্র Cena ই পারবে Authority কে ক্ষমতায় ফিরিয়ে আনতে! 


• The Match Itself :


অবশেষে চলে আসলো সেই মহারণের দিন! একে একে আগমন করলেন Team Authority ও Team Cena এর সকল সদস্যরা। Team Authority থেকে Mark Henry ও Team Cena থেকে Big Show যথাক্রমে ম্যাচ শুরু করলেন। Triple H, Stephanie McMahon সহ Team Authority এর বাকি সদস্যরা Henry কে যথেষ্ট মনোবল ও সাহস দিলেন। Henry যখন পেছনে ফিরে Show এর দিকে এগিয়ে যান, সাথে সাথেই Knock-out punch! ১,২,৩! Mark Henry সাথে সাথেই এলিমিনেট হয়ে যান। Triple H সহ Team Authority এর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়! 


এরপর Team Authority নতুন কৌশলে খেলা শুরু করলো। Ryback যখন Rusev কে Shell Shot হিট করতে যান, তখন Kane এসে তা ব্রেক করেন। ফলে Team Cena ও Team Authority ব্রলে জড়িয়ে পড়েন। এই সুযোগেই Seth Rollins, Ryback কে Stomp হিট করেন। এরপর Rusev, Ryback কে Machka Kick হিট করে পিন করার মাধ্যমে এলিমিনেট করে দেন। উভয় দলে এখন বাকি রয়েছে ৪ জন করে সদস্য! 


এরপর Dolph Ziggler এর উপর নিজেদের হিলিশ কৌশল প্রয়োগ করা শুরু করেন Authority এর সদস্যরা। কিন্তু ঠিক সুবিধা করে উঠতে পারেননি। Rusev, Ziggler কে ধারাভাষ্যকারের টেবিলে নিয়ে তুলেন Frog splash হিট করার জন্য। ঠিক যখনই Rusev, Frog splash হিট করতে যান, তখনই Ziggler সেখান থেকে সড়ে যান। রেফারি কাউন্ট শুরু করলে Ziggler ৯ কাউন্টের ভেতর রিংয়ে প্রবেশ করতে পারলেও Rusev পারেননি! ফলে Rusev এলিমিনেট হয়ে যান।


এরপর ম্যাচে আমরা দেখতে পায় Luke Harper ও Erick Rowan এর মধ্যে লড়াই। কিন্তু আবারো Authority এর চতুরতার কারণে Rowan কে Clothesline হিট করে পিন করেন Harper। 


এবার উভয় দলে ৩ জন করে সদস্য বাকি! Team Authority তে Seth Rollins, Kane ও Luke Harper বাকি ছিলেন। অন্যদিকে Team Cena তে John Cena, Big Show ও Dolph Ziggler (যিনি রিংয়ের বাইরে ছিলেন) বাকি ছিলেন। সেই মুহূর্তে Team Cena ও Team Authority পরস্পর মুখোমুখি। ঠিক সেই সময়ে A knock-out punch! Big Show আক্রমণ করে বসলেন তার দলনেতা John Cena কে। কেউ কিছুই বুঝতে পারছিলেন না। এই সুযোগে Cena কে পিন করে এলিমিনেট করে দেন Rollins। Show কর্মমর্দন করেন Triple H এর সাথে এবং রিং ছেড়ে চলে গেলেন! ফলে Team Cena এর সদস্য বাকি রইলেন একজন!


একদিকে Dolph Ziggler, অন্যদিকে Seth Rollins, Kane ও Luke Harper! এই ম্যাচের পরবর্তী অংশ Ziggler এর ক্যারিয়্যারের One of the greatest moment হিসেবে রয়ে যাবে!


রিংয়ের বাইরে পড়ে থাকা Ziggler কে রিংয়ে তুলেন Kane। Ziggler এর উপর মারাত্মক আধিপত্য বিস্তার করেন Team Authority এর বাকি সদস্যরা। কিন্তু কিছুতেই হার মানছিলেন না Ziggler! Kane কে Zig zag হিট করে পিন করার মাধ্যমে এলিমিনেট করেন Ziggler। এরপর Harper কেও পিন করে এলিমিনেট করে দেন Ziggler। 


এখন কেবল বাকি রইলো Ziggler ও Rollins! তাদের মধ্যে লড়াই চলতে থাকে। একপর্যায়ে Rollins কে Zig zag হিট করেন Ziggler। কিন্তু রেফারিকে টেনে রিং থেকে বের করে আনেন Triple H। এই সুযোগে J&J security, Ziggler এর উপর আক্রমণ করে বসেন। কিন্তু Ziggler ফাইট ব্যাক করেন এবং Rollins কে আরেকটা Zig zag হিট করেন! তখন Ziggler কে আক্রমণ করে বসেন Triple H! তিনি Ziggler কে Pedigree হিট করেন এবং Rollins কে Ziggler এর উপর তুলে দেন। তখন নতুন এক রেফারি এসে কাউন্ট শুরু করেন। ১,১.৫.....একটা গান বেজে উঠে! 


• Iconic Debut Of The 'Icon' :


হঠাৎ করেই একটা কাকের আওয়াজ ও একটা গান বেজে উঠে। কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না, বিশেষ করে Triple H। Oh my GOD! It's Sting! নিজের সুদীর্ঘ এবং কিংবদন্তি ক্যারিয়্যারে প্রথমবারের মতো WWE তে যুক্ত হন Sting! এসে তিনি রিংয়ে প্রবেশ করেন এবং Triple H কে Scorpion death drop হিট করেন। এরপর তিনি Ziggler কে Rollins এর উপর তুলে দেন। রেফারি এসে কাউন্ট শুরু করলো। ১,২,৩! Team Cena wins! Dolph Ziggler is the sole survivor! Team Cena এর সকল সদস্যদের চাকরি বহাল থাকলো এবং Triple H ও Stephanie McMahon ক্ষমতাচ্যুত হলেন!


অনেক নাটকীয়তার পরে অবশেষে Team Cena এর জয় হলো। আমরা দেখতে পেলাম 'The Icon' Sting এর ডেবিউ! ম্যাচের ফলাফল হিসেবে Triple H ও Stephanie McMahon ক্ষমতাচ্যুত হলেও পরবর্তীতে নানান নাটকীয়তার পর তারা আবার ক্ষমতায় ফিরে আসেন। তবে এই ম্যাচের পর সবার মনে একটাই আফসোস থেকে যাবে। Dolph Ziggler এর এমন পারফর্ম্যান্সের পরও তাকে টপ কার্ডে পুশ দেওয়া হয়নি। আজ ৮ বছর পরও Ziggler কে পুশ দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না!


• লেখক : Plaban Talukdar

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!