হিল, ইংরেজি এই শব্দের বাংলা পারিভাষিক অর্থ দাঁড়ায়  গোড়ালি। তবে, পেশাদার রেসলিং এ হিল শব্দটির অর্থ অনেক বিস্তৃত এবং সমাদৃত।  আমরা  রেসলিং ফ্যানরা সবাই কম-বেশি হিল শব্দটির সম্পর্কে পরিচিত। তবুও, বিষয়টিকে একটু ভেঙে এবং পরিষ্কার ভাবে উপস্থাপন করা যাক-

হিল বলতে এমন একজন রেসলারকে বোঝায় যিনি খারাপ চরিত্র উপস্থাপনা করেন। সোজা কথায় বলতে দর্শকদের কাছ থেকে যারা নেগেটিভ রিয়্যাকশন পায় তারাই হিল! রেসলিং এ হিল টার্মটা সর্বপ্রথম ১৯১৪ সালে Lucha Libre প্রোমোশন এ ব্যবহার করা হয়, স্প্যানিশে যাকে বলে "Rudo"।

১৯৪০-১৯৫০ এর দিকে, অর্থাৎ The Golden Age of Professional Wrestling এর টাইমলাইনে Gorgeous George নামে একজন রেসলার সর্বপ্রথম হিল হিসেবে দর্শকদের মাঝে অতিরিক্ত পরিমাণে সমাদৃত ছিলেন। তাকে হারতে দেখতে আসতেন দর্শকরা কারণ তার চরিত্রটা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরায়ণ ছিলো। George কে সর্বপ্রথম সফল হিল বললেও ভুল হবে না।

আমরা জানি, সাধারণত কোনো স্টোরিলাইনে দুই ধরনের রেসলারের ফিউড হয়ে থাকে। তারা হলেন ফেস এবং হিল, হিল রেসলারদের প্রধান এবং সার্বভৌম উদ্দেশ্য হচ্ছে সেই ফেস রেসলারের বিপক্ষে হিল ট্যাক্টিকস খাটিয়ে হিট ক্রিয়েট করা।

এখন কি কি উপায়ে হিট ক্রিয়েট এবং হিল ট্যাক্টিকস ব্যবহার করা যেতে পারে সেগুলো নিচে উপস্থাপন করা হলোঃ

১) ফেস রেসলারের হোমটাউনে এসে প্রোমো কাট করলে তার হোমটাউনকে গালি দিয়ে / কটাক্ষ করে হিট ক্রিয়েট করা যেতে পারে। একে আবার রেসলিং এর পরিভাষায়  "চিপ হিট" বলা হয়ে থাকে। যেমনটা আমরা লক্ষ করেছি MJF, Baron Corbin এবং Elias এর প্রোমো গুলো তে। এতে করে একজন রেসলার উপস্থিত দর্শক থেকে যথেষ্ট পরিমাণে বু পায়।

২)  ফেস রেসলারের পারিবারিক জীবন এবং ব্যাক্তিগত দিক দিয়ে আক্রমণ করলেও ভালো হিট ক্রিয়েট করা যায়। যেমন আমরা লক্ষ করেছি ২০১১ সালে Chris Jericho ও CM Punk এর ফিউডে যেখানে জেরিকো পাঙ্কের বোন এবং ফ্যামিলি কে নিয়ে জোক করেছিলেন! সাথে, Punk এর Drug Free পারসোনালিটি নিয়েও অ্যাটাক করেছিলেন।

Bobby Lashley Rusev এর স্ত্রী Lana এর ঘনিষ্ঠ হয়েও বড় বাজ ক্রিয়েট করেন। সম্প্রতি, Christian Cage ও Jungle Boy এর মৃত বাবা নিয়ে এমন জোক করে হিট ক্রিয়েট করেছেন।

৩) "Behind The Referees Back" বলে রেসলিং এ একটা টার্ম আছে, অর্থাৎ রেফারির অমনোযোগীতার সুযোগ নিয়ে সাধারণত হিল রেসলাররা তার অপোনেন্টকে বিভিন্ন অবৈধ পন্থায় হারানোর চেষ্টা করে। যেমন : শরীরের ভারসাম্য এবং পিনফল জোরালো ভাবে করার জন্য রিং এর রোপের উপর পা ঝুলিয়ে দেওয়া, টার্নবাকলের ফোম এর লে-আউট খুলে স্টিল এক্সপোজ করা, অপোনেন্ট এর শরীরের নাজুক অংশে আঘাত করা (যেমনঃ Low blow), বিভিন্ন Foreign Object এবং Weapon ব্যবহার করা (যেমনঃ MJF এর Dynamite Diamond Ring, Elias- Jeff Jarrett - Honky Tonk Man এর গিটার, Eddie Guerrero এর ফেইক চেয়ার শট) ইত্যাদি।

এছাড়াও অবৈধ রিং সাইড ইন্টারাপশন এবং ম্যাচের মধ্যে অপোনেন্ট এর চোখের ভিতরে বিষাক্ত কোনো স্প্রে বা তরল জাতীয় পদার্থ, মুখ থেকে বের হওয়া কোনো তরল (যেমনঃ The Green Mist, Pepper Spray ইত্যাদি) ও হিল অ্যাক্ট এর ভিতরে পড়ে।  

৪) ফেস প্রতিপক্ষকে স্টোরিলাইন এর অংশ হিসেবে বেধড়ক মারধর করে কেফেব মোতাবেক ইনজুরড করা, পরিচিত জনকে আক্রমণ করাও হিল হিটের শামিল। যেমনঃ Brock Lesnar, Randy Orton, Triple H এর স্টোরিলাইন চলাকালীন কেফেব অনুযায়ী অপোনেন্ট কে ইনজুরড করে দেওয়া হয়। এছাড়াও Sami Callahan, RVD এর অন-স্ক্রিন গার্লফ্রেন্ড/স্ত্রী Katie Forbes কে Tombstone হিট করেছিলেন ইত্যাদি এরকম ব্যাক্তিগত কাউকে আক্রমণ করলেও যথেষ্ট অ্যাটেনশন পাওয়া যায়।

অপোনেন্টকে Backstage কিংবা রিং এর বাইরে যে কোনো জায়গায় আক্রমণ করলে হিট পাওয়া যাবে যথেষ্ট। 
 
হিলদের মধ্যেও কিছু রেসলারদের আলাদাভাবে শ্রেণিভুক্ত করা যায়। যেমনঃ

 Monster হিল : মূলত হেভিওয়েট রেসলারদেরই Monster হিল বলা হয়ে থাকে৷ তারা অপোনেন্টকে সাইজ এডভান্টেজ নিয়ে ডমিনেট করে এবং প্রায় সময়ই ম্যাচে / স্টোরিতে David vs Goliath টাইপ ফিল দেয়৷ উদাহরণস্বরুপঃ Big Van Vader, Big Show, Kane, Brock Lesnar এবং Braun Strowman ইত্যাদি।

 Sinister হিল : যেসকল হিল তাদের অপোনেন্টদের সাথে Mind game খেলতে পছন্দ করেন তাদেরকে Sinister হিল বলা হয়ে থাকে। এনারা সাধারণত মেন্টালি  মাস্টারমাইন্ড হয়ে থাকেন এবং অপোনেন্টকে মেন্টালি ডাউনগ্রেড করে ম্যাচে সুবিধা নেন। যেমনঃ Randy orton, HHH, Edge, Christian ইত্যাদি।

 Coward হিল : অনেক হিল রয়েছেন যারা কোনো চ্যাম্পিয়নশীপ জিতলে ডিফেন্ড করতে চাননা, এদেরকে Coward হিল বলে। যেমনঃ Seth Rollins এর প্রথম WWE Championship রান, Honky Tonk Man এর Intercontinental Championship রান, Charlotte Flair এর Raw Women's Championship রান এবং The IIconics এর WWE Women's Tag Team Championship রান ইত্যাদি।

 Egoistic হিল : যেসকল রেসলার আত্মকেন্দ্রীক চরিত্র উপস্থাপনা করেন তাদেরকে Egoistic হিল বলে। যেমনঃ Rowdy Piper, JBL, Chris Jericho এবং Baron Corbin ইত্যাদি।

 Comic হিল : যেসকল হিল দের চরিত্রে কোনো সিরিয়াসনেস নেই তাদের Comic হিল বলে। যেমনঃ R Truth এর 2011 এর হিল রান, Curtis Axel, Bo Dallas, The Miz, Austin Theory  ইত্যাদি।

 Trash talkers : কিছু কিছু হিল রেসলার রয়েছেন তারা Trash Talking এর মাধ্যমে হিট ক্রিয়েট করেন। এ ধরনের রেসলাররা সাধারণত  মাইক স্কিলে পারদর্শী হন। যেমনঃ Cm Punk, The Rock, Dolph Ziggler, Ric Flair ইত্যাদি।

 Mega হিল : কিছু কিছু হিল রেসলার এর হিল ওয়ার্ক অসাধারণ হওয়ায় দর্শকরা তাদের বু এর বদলে চিয়ার্স দিয়ে থাকে এ ধরনের রেসলাররা হলেন Mega হিল। সাধারণত এনাদের কোম্পানির টপ কন্ট্রিবিউটার হিসেবেও ধরা হয়। এদের ক্ষেত্রে দর্শকদের ভূমিকা বেশি থাকে কারণ দর্শকরাই কোনো ফেস রেসলারকে হিল টার্ন করাতে ভূমিকা রাখেন। যেমনঃ Roman Reigns! 

 Creepy হিল : যেসব ক্যারেক্টাররা Larger Than Life এবং ডিসটার্বিং ধরনের ক্যারেক্টার প্লে করেন তাদের বলা হয়। যেমনঃ The Fiend Bray Wyatt, Sue young, Mill Muertes ইত্যাদি।

• Tweener ও Anti-Hero : অনেক ফেস রেসলার ও মাঝে মাঝে হিল দের মতো আচরণ করে থাকেন, এদেরকে Tweener বা Anti- Hero ও বলা যায়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সকল Anti-Hero ই Tweener কিন্তু সকল Tweener ই Anti-Hero না। যেমনঃ Steve Austin, Brock Lesnar, The Rock। 

এছাড়াও অনেক সময় কোনো রেসলার যদি হিল হিসেবে অনেক জনপ্রিয় হন তবে তাকে Popular হিল বলা যেতে পারে। অনেক সময় পাব্লিক ডিমান্ড এর কারণে হিল রেসলারদেরকে ফেস টার্নও করানো হয়।

ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় একজন হিল রেসলারের ভূমিকা সবচেয়ে বেশি কারণ তাদের অ্যাক্ট যত ভালো হবে তত দর্শকরা তাদেরকে বু দেবে এবং ফেস রেসলারকে সিম্প্যাথি দেবে। দর্শকদের রিয়্যাকশন এখানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তাদের জন্য কে সফল হিল তা বোঝা যায়।

একজন সফল হিল হতে গেলে কমপক্ষে কী কী গুণ থাকা চাই?

  • ভালো মাইক স্কিল সবার আগে দরকার কারণ এতে করে সবচেয়ে বেশি কানেক্টেড হওয়া যায় দর্শকদের সাথে। 
  • একজন রেসলার এর আউটলুক ও যথেষ্ট হিলিশ হওয়া উচিত, এতে করে তার ক্যারেক্টারে আরো বুস্ট আপ হয়। 
  • দর্শকদের সাথে কানেকটিভিটি থাকার স্কিল প্রয়োজন। 
  • ম্যাচে নাটকীয়তা আনার কৌশল রপ্ত করা।
  • ক্যারেক্টার ব্রেক না করার জন্য যথাসাধ্য চেষ্টা করা।
  • যেকোনো ফেস রেসলার এর সাথে ভালো কেমিস্ট্রি তৈরি করা, এতে করে দর্শকরা স্টোরিতে মনোযোগী হয়।
  • সবশেষে এসকল কোয়ালিটির সুন্দর প্রেজেন্টেশন করা। প্রেজেন্টেশন বা উপস্থাপনা যেকোনো কাজের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর পেশাদার রেসলিং এ তো অবশ্যই। প্রেজেন্টেশন ঠিকঠাক করলে মোটামুটি ভালো একটা হিল রান পাওয়া যায়।

আমার চোখে কিছু সেরা হিল হলেন Randy Orton,  Chris Jericho, HHH , Tommaso Ciampa। তবে আমার সবচেয়ে প্রিয় হিল রান হলো The New Daniel Bryan এর। অসাধারণ ক্যারেক্টার প্লেয়িং এবং প্রেজেন্টেশন তার এই হিল রানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে!

আপাতত এইটুকুই ছিলো পোস্টটি, পড়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে!

• লেখক : Sabid Al Araf

প্রো-রেসলিং এ Heel দের মাহাত্ব!

হিল, ইংরেজি এই শব্দের বাংলা পারিভাষিক অর্থ দাঁড়ায়  গোড়ালি। তবে, পেশাদার রেসলিং এ হিল শব্দটির অর্থ অনেক বিস্তৃত এবং সমাদৃত।  আমরা  রেসলিং ফ্যানরা সবাই কম-বেশি হিল শব্দটির সম্পর্কে পরিচিত। তবুও, বিষয়টিকে একটু ভেঙে এবং পরিষ্কার ভাবে উপস্থাপন করা যাক-

হিল বলতে এমন একজন রেসলারকে বোঝায় যিনি খারাপ চরিত্র উপস্থাপনা করেন। সোজা কথায় বলতে দর্শকদের কাছ থেকে যারা নেগেটিভ রিয়্যাকশন পায় তারাই হিল! রেসলিং এ হিল টার্মটা সর্বপ্রথম ১৯১৪ সালে Lucha Libre প্রোমোশন এ ব্যবহার করা হয়, স্প্যানিশে যাকে বলে "Rudo"।

১৯৪০-১৯৫০ এর দিকে, অর্থাৎ The Golden Age of Professional Wrestling এর টাইমলাইনে Gorgeous George নামে একজন রেসলার সর্বপ্রথম হিল হিসেবে দর্শকদের মাঝে অতিরিক্ত পরিমাণে সমাদৃত ছিলেন। তাকে হারতে দেখতে আসতেন দর্শকরা কারণ তার চরিত্রটা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরায়ণ ছিলো। George কে সর্বপ্রথম সফল হিল বললেও ভুল হবে না।

আমরা জানি, সাধারণত কোনো স্টোরিলাইনে দুই ধরনের রেসলারের ফিউড হয়ে থাকে। তারা হলেন ফেস এবং হিল, হিল রেসলারদের প্রধান এবং সার্বভৌম উদ্দেশ্য হচ্ছে সেই ফেস রেসলারের বিপক্ষে হিল ট্যাক্টিকস খাটিয়ে হিট ক্রিয়েট করা।

এখন কি কি উপায়ে হিট ক্রিয়েট এবং হিল ট্যাক্টিকস ব্যবহার করা যেতে পারে সেগুলো নিচে উপস্থাপন করা হলোঃ

১) ফেস রেসলারের হোমটাউনে এসে প্রোমো কাট করলে তার হোমটাউনকে গালি দিয়ে / কটাক্ষ করে হিট ক্রিয়েট করা যেতে পারে। একে আবার রেসলিং এর পরিভাষায়  "চিপ হিট" বলা হয়ে থাকে। যেমনটা আমরা লক্ষ করেছি MJF, Baron Corbin এবং Elias এর প্রোমো গুলো তে। এতে করে একজন রেসলার উপস্থিত দর্শক থেকে যথেষ্ট পরিমাণে বু পায়।

২)  ফেস রেসলারের পারিবারিক জীবন এবং ব্যাক্তিগত দিক দিয়ে আক্রমণ করলেও ভালো হিট ক্রিয়েট করা যায়। যেমন আমরা লক্ষ করেছি ২০১১ সালে Chris Jericho ও CM Punk এর ফিউডে যেখানে জেরিকো পাঙ্কের বোন এবং ফ্যামিলি কে নিয়ে জোক করেছিলেন! সাথে, Punk এর Drug Free পারসোনালিটি নিয়েও অ্যাটাক করেছিলেন।

Bobby Lashley Rusev এর স্ত্রী Lana এর ঘনিষ্ঠ হয়েও বড় বাজ ক্রিয়েট করেন। সম্প্রতি, Christian Cage ও Jungle Boy এর মৃত বাবা নিয়ে এমন জোক করে হিট ক্রিয়েট করেছেন।

৩) "Behind The Referees Back" বলে রেসলিং এ একটা টার্ম আছে, অর্থাৎ রেফারির অমনোযোগীতার সুযোগ নিয়ে সাধারণত হিল রেসলাররা তার অপোনেন্টকে বিভিন্ন অবৈধ পন্থায় হারানোর চেষ্টা করে। যেমন : শরীরের ভারসাম্য এবং পিনফল জোরালো ভাবে করার জন্য রিং এর রোপের উপর পা ঝুলিয়ে দেওয়া, টার্নবাকলের ফোম এর লে-আউট খুলে স্টিল এক্সপোজ করা, অপোনেন্ট এর শরীরের নাজুক অংশে আঘাত করা (যেমনঃ Low blow), বিভিন্ন Foreign Object এবং Weapon ব্যবহার করা (যেমনঃ MJF এর Dynamite Diamond Ring, Elias- Jeff Jarrett - Honky Tonk Man এর গিটার, Eddie Guerrero এর ফেইক চেয়ার শট) ইত্যাদি।

এছাড়াও অবৈধ রিং সাইড ইন্টারাপশন এবং ম্যাচের মধ্যে অপোনেন্ট এর চোখের ভিতরে বিষাক্ত কোনো স্প্রে বা তরল জাতীয় পদার্থ, মুখ থেকে বের হওয়া কোনো তরল (যেমনঃ The Green Mist, Pepper Spray ইত্যাদি) ও হিল অ্যাক্ট এর ভিতরে পড়ে।  

৪) ফেস প্রতিপক্ষকে স্টোরিলাইন এর অংশ হিসেবে বেধড়ক মারধর করে কেফেব মোতাবেক ইনজুরড করা, পরিচিত জনকে আক্রমণ করাও হিল হিটের শামিল। যেমনঃ Brock Lesnar, Randy Orton, Triple H এর স্টোরিলাইন চলাকালীন কেফেব অনুযায়ী অপোনেন্ট কে ইনজুরড করে দেওয়া হয়। এছাড়াও Sami Callahan, RVD এর অন-স্ক্রিন গার্লফ্রেন্ড/স্ত্রী Katie Forbes কে Tombstone হিট করেছিলেন ইত্যাদি এরকম ব্যাক্তিগত কাউকে আক্রমণ করলেও যথেষ্ট অ্যাটেনশন পাওয়া যায়।

অপোনেন্টকে Backstage কিংবা রিং এর বাইরে যে কোনো জায়গায় আক্রমণ করলে হিট পাওয়া যাবে যথেষ্ট। 
 
হিলদের মধ্যেও কিছু রেসলারদের আলাদাভাবে শ্রেণিভুক্ত করা যায়। যেমনঃ

 Monster হিল : মূলত হেভিওয়েট রেসলারদেরই Monster হিল বলা হয়ে থাকে৷ তারা অপোনেন্টকে সাইজ এডভান্টেজ নিয়ে ডমিনেট করে এবং প্রায় সময়ই ম্যাচে / স্টোরিতে David vs Goliath টাইপ ফিল দেয়৷ উদাহরণস্বরুপঃ Big Van Vader, Big Show, Kane, Brock Lesnar এবং Braun Strowman ইত্যাদি।

 Sinister হিল : যেসকল হিল তাদের অপোনেন্টদের সাথে Mind game খেলতে পছন্দ করেন তাদেরকে Sinister হিল বলা হয়ে থাকে। এনারা সাধারণত মেন্টালি  মাস্টারমাইন্ড হয়ে থাকেন এবং অপোনেন্টকে মেন্টালি ডাউনগ্রেড করে ম্যাচে সুবিধা নেন। যেমনঃ Randy orton, HHH, Edge, Christian ইত্যাদি।

 Coward হিল : অনেক হিল রয়েছেন যারা কোনো চ্যাম্পিয়নশীপ জিতলে ডিফেন্ড করতে চাননা, এদেরকে Coward হিল বলে। যেমনঃ Seth Rollins এর প্রথম WWE Championship রান, Honky Tonk Man এর Intercontinental Championship রান, Charlotte Flair এর Raw Women's Championship রান এবং The IIconics এর WWE Women's Tag Team Championship রান ইত্যাদি।

 Egoistic হিল : যেসকল রেসলার আত্মকেন্দ্রীক চরিত্র উপস্থাপনা করেন তাদেরকে Egoistic হিল বলে। যেমনঃ Rowdy Piper, JBL, Chris Jericho এবং Baron Corbin ইত্যাদি।

 Comic হিল : যেসকল হিল দের চরিত্রে কোনো সিরিয়াসনেস নেই তাদের Comic হিল বলে। যেমনঃ R Truth এর 2011 এর হিল রান, Curtis Axel, Bo Dallas, The Miz, Austin Theory  ইত্যাদি।

 Trash talkers : কিছু কিছু হিল রেসলার রয়েছেন তারা Trash Talking এর মাধ্যমে হিট ক্রিয়েট করেন। এ ধরনের রেসলাররা সাধারণত  মাইক স্কিলে পারদর্শী হন। যেমনঃ Cm Punk, The Rock, Dolph Ziggler, Ric Flair ইত্যাদি।

 Mega হিল : কিছু কিছু হিল রেসলার এর হিল ওয়ার্ক অসাধারণ হওয়ায় দর্শকরা তাদের বু এর বদলে চিয়ার্স দিয়ে থাকে এ ধরনের রেসলাররা হলেন Mega হিল। সাধারণত এনাদের কোম্পানির টপ কন্ট্রিবিউটার হিসেবেও ধরা হয়। এদের ক্ষেত্রে দর্শকদের ভূমিকা বেশি থাকে কারণ দর্শকরাই কোনো ফেস রেসলারকে হিল টার্ন করাতে ভূমিকা রাখেন। যেমনঃ Roman Reigns! 

 Creepy হিল : যেসব ক্যারেক্টাররা Larger Than Life এবং ডিসটার্বিং ধরনের ক্যারেক্টার প্লে করেন তাদের বলা হয়। যেমনঃ The Fiend Bray Wyatt, Sue young, Mill Muertes ইত্যাদি।

• Tweener ও Anti-Hero : অনেক ফেস রেসলার ও মাঝে মাঝে হিল দের মতো আচরণ করে থাকেন, এদেরকে Tweener বা Anti- Hero ও বলা যায়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সকল Anti-Hero ই Tweener কিন্তু সকল Tweener ই Anti-Hero না। যেমনঃ Steve Austin, Brock Lesnar, The Rock। 

এছাড়াও অনেক সময় কোনো রেসলার যদি হিল হিসেবে অনেক জনপ্রিয় হন তবে তাকে Popular হিল বলা যেতে পারে। অনেক সময় পাব্লিক ডিমান্ড এর কারণে হিল রেসলারদেরকে ফেস টার্নও করানো হয়।

ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় একজন হিল রেসলারের ভূমিকা সবচেয়ে বেশি কারণ তাদের অ্যাক্ট যত ভালো হবে তত দর্শকরা তাদেরকে বু দেবে এবং ফেস রেসলারকে সিম্প্যাথি দেবে। দর্শকদের রিয়্যাকশন এখানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তাদের জন্য কে সফল হিল তা বোঝা যায়।

একজন সফল হিল হতে গেলে কমপক্ষে কী কী গুণ থাকা চাই?

  • ভালো মাইক স্কিল সবার আগে দরকার কারণ এতে করে সবচেয়ে বেশি কানেক্টেড হওয়া যায় দর্শকদের সাথে। 
  • একজন রেসলার এর আউটলুক ও যথেষ্ট হিলিশ হওয়া উচিত, এতে করে তার ক্যারেক্টারে আরো বুস্ট আপ হয়। 
  • দর্শকদের সাথে কানেকটিভিটি থাকার স্কিল প্রয়োজন। 
  • ম্যাচে নাটকীয়তা আনার কৌশল রপ্ত করা।
  • ক্যারেক্টার ব্রেক না করার জন্য যথাসাধ্য চেষ্টা করা।
  • যেকোনো ফেস রেসলার এর সাথে ভালো কেমিস্ট্রি তৈরি করা, এতে করে দর্শকরা স্টোরিতে মনোযোগী হয়।
  • সবশেষে এসকল কোয়ালিটির সুন্দর প্রেজেন্টেশন করা। প্রেজেন্টেশন বা উপস্থাপনা যেকোনো কাজের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর পেশাদার রেসলিং এ তো অবশ্যই। প্রেজেন্টেশন ঠিকঠাক করলে মোটামুটি ভালো একটা হিল রান পাওয়া যায়।

আমার চোখে কিছু সেরা হিল হলেন Randy Orton,  Chris Jericho, HHH , Tommaso Ciampa। তবে আমার সবচেয়ে প্রিয় হিল রান হলো The New Daniel Bryan এর। অসাধারণ ক্যারেক্টার প্লেয়িং এবং প্রেজেন্টেশন তার এই হিল রানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে!

আপাতত এইটুকুই ছিলো পোস্টটি, পড়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে!

• লেখক : Sabid Al Araf

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!