এবার ISIS এর সম্ভাব্য আক্রমনের টার্গেট হতে পারে WWE Survivor Series!!  না আপনি ভুল শুনেননি, WrestlingINC -তে কিছুক্ষন আগেই প্রকাশিত একটি খবরে এমনটাই দেখা যাচ্ছে।  

"The International Business Times" -এর রিপোর্ট অনুসারে "Anonymous" নামে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ISIS এর পরবর্তী কিছু টার্গেটকে সবাইয়ের সামনে ফাঁস করে দিয়েছে।  কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে টার্গেটগুলির মধ্যে ইউনাইটেড স্টেটস এর অন্তর্ভুক্ত একটিই টার্গেট ছিল এবং সেটী হল কিছুদিনের মধ্যেই হতে চলা 'WWE সারভাইবর সিরিজ' (যেটি ইউএসের অ্যাটলান্টাতে অবস্থিত ফিলিপ্স এরিনাতে হবে)! আজকেই ইমেইলের মাধ্যমে দেওয়া এই সতর্কবাণীতে "আন্যোনিমাস" গ্রুপ এটাও উল্লেখ করেছে যে তারা ওই PPV ইভেন্টে হামলার আশঙ্কা করলেও এটি ১০০ শতাংশ নিশ্চিত নয়। 

•• ব্রেকিং নিউজঃ এবার ISIS এর সম্ভাব্য টার্গেট WWE Survivor Series!!


1. Wrestletalk কে দেওয়া এক সাক্ষাতকার এ Rey Mysterio বলেন যে তিনি সম্ভবত Return করতে পারেন।তবে তা হবে একজন Part-time রেসলার হিসেবে।

2. Reveal Magazine কে দেওয়া এক সাক্ষাতকার এ Nikki Bella বলেন যে Dolph Ziggler এখনো তাকে নিয়ে অনুভব করে।

3. Survivor Series পিপিভিতে The Undertaker এবং Kane এর বিপক্ষে খেলবে The Wyatt Family এর Bray Wyatt এবং Braun Strowman।

•• WWE লেটেস্ট নিউজ (21/11/15 ) ••


Hall of Fame Bret Hart কিছুদিন আগে Sports Illustrated এর সাথে সাক্ষাতে Vince-Punk এবং Roman Reigns ব্যাপারে কিছু বলেন তা নিচে দেওয়া হলঃ

তিনি বলেন CM Punk কোম্পানি থেকে চলে যাওয়ায় তিনি (Vince) খুব ব্যথিত হয়েছিলেন CM Punk ছিলেন Vince এর খুবই একজন ভাল বন্ধু বলতে গেলে প্রিয়পাত্র!

ব্রেট হার্ট ভিন্স-পাঙ্কের রিলেশন এবং রোমান রেইন্সের ব্যাপারে যা বলেছেন...



•• আজকের স্ম্যাকডাউন শুরু হয় Miz TV এর মাধ্যমে। কেভিন ওয়েন্স আসে ও মিযকে ইন্টারাপ্ট করে। 

• এরপরে আসেন আলবার্তো দেল রিও তার সাথে ছিলেন যেব কোল্টার। তারা এসে ফেস অফ করেন। 

• আর এরপরে আসেন ডিন এমব্রোস আর রোমান রেইন্স। 

• এরপরে আসেন আর ট্রুথ। মিয ট্রুথকে জানিয়ে দেন যে, তিনি এই টুর্নাম্যান্টে নেই।এমব্রোস ট্রুথকে পাঞ্চ মারেন ও বাকিরা রিং ক্লিয়ার করেন। শেষে শুধু এমব্রোস ও রেইন্স রিংএ থাকেন।

•• আজকের অপেনিং ম্যাচ হল সিজারো বনাম মিয। ম্যাচটাতে স্বাভাবিকভাবেই সিজারো জিতেন। •• এরপরে Dudley Boys and Neville vs. Stardust and The Ascension ম্যাচ হয়। ম্যাচে Dudley Boys and Neville জিতেন।

• টাইলার ব্রিয আসেন। তার সাথে ছিলেন সামার রে। তিনি একটা প্রোমো করেন। 

•• Tyler Breez vs. Zack Ryder ম্যাচ হয় যাতে টাইলার ব্রিয জিতে যান।(অত্যন্ত স্বাভাবিক)

• ব্রে ওয়ায়াট ও ব্রাউন স্ট্রোম্যান একটা প্রোমো করেন। একসময় টেকারকে স্ক্রিনে দেখা যায়। তিনি প্রোমো করেন। কেইন একটা পোড়া শীপমাস্ক নিয়ে আসেন ও প্রোমো শেষ হয়। টেকার তার Rest in Peace taunt করেন ও টার্নবাকলে আগুন বেরোয়। এভাবেই এই সেগম্যান্ট শেষ হয়।

•• Charlotte, Brie Bella কে হারান।

•• বিগ ই হারান কালিস্টোকে।

•• রেইন্স ও এমব্রোসের একটা ব্যাকস্টেজ সেগম্যান্টের পরে রেইন্স ও এমব্রোস বনাম কেভিন ওয়েন্স ও দেল রিও ম্যাচ হয়। ম্যাচ চলাকালীন সময়ে একবার দেল রিও রেইন্সকে স্টিল স্টেপসের উপর ফেলে দিলে DQ এর মাধ্যমে রেইন্স ও এমব্রোস জিতেন। আলবার্তো কয়েকবার বচ করেন। 

• এরপরে একটি ব্রল হয় ও রেইন্স ও এমব্রোস স্পেয়ার ও ডার্টি ডিডস দিতে স্ম্যাকডাউন শেষ করেন।



♠ WWE SmackDown রেজাল্ট, ১৯ নভেম্বর ২০১৫


WWE কিছু সময় আগে Survivor Series PPV তে Historical 5 on 5 Elimination Match ঘোষণা করেছে যেখানে পিনফল এর মাধ্যমে একজন একজন করে এলিমিনেট হবে এবং শেষে যে টিমের যে টিকে থাকবে সেই টিম হবে চ্যাম্প।

WWE এর এই ডিসিশনটা একদম ১০০% যৌক্তিক কারণ এই ঐতিহাসিক ম্যাচটা ১৯৮৭ থেকে হয়ে আসছে যেটা না হলে রেটিংস এর বারোটা বাজতো।গত বছর এই ঐতিহাসিক ম্যাচের মাধ্যমে WWE তে ডেবিউ হয় Pro Wrestling এর Icon-The Sting এর।

এই ম্যাচটা ছাড়া Survivor Series অনেকটা "কালি ছাড়া কলম" এর মত।এই ম্যাচে কাদের নেয়া হবে সেটা এখনো জানানো হয়নি।সম্ভবত একটা সারপ্রাইজ থাকতে পারে যেমন হয়তো James Storm এর ডেবিউ হতে পারে কারণ সে কয়েকদিন আগে Twitter এ লিখেছিল যে সে Survivor Series এর জন্য প্রস্তুতি নিচ্ছে।অথবা Rey Mysterio এর রিটার্ন থাকতে পারে।

#ক্রেডিট: Mohammed Inan

শেষ পর্যন্ত ট্র্যাডিশনাল সারভাইবর সিরিজ ম্যাচ হতে চলেছে...।

আজকে থেকে তিন বছর আগে এই দিনে (১৮/১১/১২) Survivor Series 2012 (Main Event: CM Punk(c) vs. Ryback vs. John Cena- WWE Championship) তে CM Punk কে তার টাইটেল রিটেইন করার জন্য Ryback কে এটাক করার মাধ্যমে Debut হয় The Shield এর।


তারা ম্যাচটার শেষ দিকে আচমকা চলে আসে ও কিছু বুঝে ওঠার আগেই Ryback কে এটাক করে ও Announce Table এ Triple Powerbomb দেয় এবং Punk ওই সুযোগে Cena কে পিন করে ম্যাচ জিতে নেয়। 


তারা তখন থেকে জুন ২০১৪ এর ১ম সপ্তাহ পর্যন্ত এক্টিভ থাকে এবং পরে Seth Rollins এর কারণে এই টিম ভেঙ্গে যায়।


এই যুগান্তকারী টিম গঠনের পেছনে রয়েছে CM Punk, একটা টিম গঠন করার আইডিয়া দেন (স্ক্রিপ্ট অনুযায়ী তার টাইটেল রিটেইন করানোর জন্য), যেখানে থাকবে Dean Ambrose, Seth Rollns & Chris Hero কিন্তু Triple H Chris Hero এর জায়গা Roman Reigns কে দিয়ে দেয় যেটা দেখে অনেকে অবাক হয়েছিল!


এই Chris Hero যদি থাকতো.....বিলিভ করেন বা না করেন..."এই টিম আরো জটিল ও সেরা হত!!"।


আমাদের মধ্যে এখন ৮০-৯০% ই Dean, Seth, Roman ফ্যান আছে এবং আমি এই তিন জনের মধ্যে Seth Rollins এর ফ্যান ও Seth কেই সেরা মনে হয়। 


আমি মনে করি এই টিমের আবার একসময় Reunion হবে এবং সেটা হবে আবার সেই ধংসাত্তক "Triple Powerbomb" এর মাধ্যমে।



ক্রেডিট: Mohammed Inan



★আজকের দিনেই সারভাইবর সিরিজে হয়েছিল "The Shield" এর সূচনা!


আগামী সোমবার অনুষ্ঠিত হবে সারভাইবর সিরিজ। এই SS এই The Undertaker এর ২৫ বছর পূর্ণ হবে WWE তে, তবে ৯৮ এর মত এবারও কোন ট্র্যাডিশনাল এলিমিনেশন ম্যাচই হবে না!! মানে রয়েল রাম্বলে রাম্বল ম্যাচ যদি না হয় সেই রকম একটা পরিস্থিতি!

যাই হোক, চলুন দেখে নেই, সারভাইবর সিরিজ এর ম্যাচ-কার্ড ও সময়সূচী :-

• WWE সারভাইবর সিরিজ (Survivor Series) ম্যাচ-কার্ড ও সময়সূচী


আজকে "র" শুরু হয় টেকার এবং কেইনকে দিয়ে, তারা আসে এবং ওয়্যাট ফ্যামিলির ব্যাপারে প্রোমো কাটে, ওয়্যাটদেরও ভিডিও দেখানো হয়। 

♠ Kevin Owens vs. Neville (WHC Tournament Quarterfinal Match)

♥ Winner : Kevin Owens


♠ Tyler Breeze vs. R-Truth

♥ Winner : Tyler Breeze


♠ Dean Ambrose vs. Dolph Ziggler (WHC Tournament Quarterfinal Match)

♥ Winner : Dean Ambrose


♠ The Usos এবং Ryback vs. The New Day

♥ Winner via DQ : The New Day


♠ Roman Reigns vs. Cesaro (WHC Tournament Quarterfinal Match)

♥ Winner : Roman Reigns


♠ Alberto Del Rio vs. Kalisto (WHC Tournament Quarterfinal Match)

♥ Winner : Alberto Del Rio

আজকের Raw শেষ হয় WWE Divas Championship Contract Signing -এর মাধ্যমে, অর্থাৎ ডিভাসদের একটি সেগমেন্টের মাধ্যমে। 

PS: সম্পুর্ন রেজাল্ট দেওয়া হলে এই পোস্টটাকেই আপডেট করে দেওয়া হবে। 

♦ WWE Raw রেজাল্ট (সংক্ষিপ্ত) , ১৭ নভেম্বর ২০১৫


(১) সাম্প্রতিক সময়ে WWE একটি জরিপ চালিয়েছিল WHC টাইটেল দর্শকরা কার কাছে দেখতে চায়। সেখানে সিজারো 31% ভোট পান। বাকিরা অনেক পিছনে। রোমান এবং ডিন 20% ভোট পান। 

(২) আগামী জানুয়ারীতে Dave Bautista এর The Guardians of Galaxy শুটিং এ ব্যাস্ত থাকার কারনে WWE তে Return করতে পারবেনা।WWE সম্ভবত Dave Bautista কে আগামী Wrestlemania32 এ Return করাতে পারে।


(৩) Goldust ভবিষ্যতে WWE তে Return করতে পারেন।


•• WWE লেটেস্ট নিউজ & রিউমর, ১৬ নভেম্বর ২০১৫ ••



আজ ১৫ নভেম্বর, WWF/E এর লিজেন্ডারী ও প্রয়াত রেসলার Randy Savage এর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৬৩ বছর। ১৯৫২ সালের আজকের দিনে আমেরিকার ওহাইও'র কলাম্বাসে জন্মগ্রহন করেন "Macho-Man" খ্যাত এই হল অফ ফেমার। তার আসল নাম ছিল Randy Mario Poffo.
Savage রেসলিং জগতে পদার্পণ করে ১৯৭৩ সালে। ক্যারিয়ারে WWF/E ছাড়াও Savage WCW ও TNA সহ বিভিন্ন প্রোমোশনে খেলেছেন। WWF/E-তে তার অর্জন ছিল WWF World Heavyweight চ্যাম্পিয়নশিপ, WWF Intercontinental চ্যাম্পিয়নশিপ। WCW-তে জিতেছিল WCW World Heavyweight চ্যাম্পিয়নশিপ। সে ১৯৮৭ সালে জিতেছিল King of the Ring. এই বছর WWE এর হল অফ ফেমার হিসেবে নির্বাচিত করা হয় Savage-কে।

২০১১ সালের ২০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এই লিজেন্ডারি রেসলার।

ক্রেডিট : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

☻শুভ জন্মদিন Randy Savage!


হেরে গেল Ronda Rousey!!

UFC 193-এর মেইন ইভেন্টে UFC Women’s Bantamweight চ্যাম্পিয়নশিপ ম্যাচে চ্যাম্পিয়ন Ronda Rousey-কে হারিয়ে দিলো Holly Holm.

♦টুকরো খবর: হেরে গেলেন Ronda Rousey, বিবাহ সম্পন্ন করলেন Randy Orton।