আমি আমার এই পোস্টে আপনাদেরকে এমন কয়েকজন WWE রেসলার সম্পর্কে জানাবো যারা WWE এর Ring এ রেসলিং করার সময় Poop(হাগু) করে। আপনারা যদি এই পোস্ট পড়ার সময় কিছু খেতে থাকেন তাহলে আপনাদেরকে খেতে মানা করবো৷ কারণ আমি চাই না আমার কারণে আপনাদের কারো খাওয়া নষ্ট হোক। আর অবশ্যই পোস্ট পড়ার পরে ছোট করে কমেন্ট করে যাবেন। আপনাদের ছোট রিয়েক্টশনই আমাদেরকে লেখার আগ্রহ দেয়। তো চলুন দেরি না করে সেই হাগুর গল্পগুলো শোনা যাক। 

💩 CM Punk :  

2013 সালের দিকে CM Punk এর পেটে এক প্রকার Infection হয়। কিন্তু তাকে সব Infection নিয়ে রেসলিং চালিয়ে যেতে হয়। কিন্তু সেই Infection এর কারণে তার শরীরে অনেক ব্যথা হতো এবং এসব কারণে তাকে প্রচুর পরিমাণ Painkiller ও  Antibiotics খেতে হতো। আর আপনারা হয়তো জানেন যে প্রচুর পরিমাণ Antibiotics আর Painkiller গ্রহণ করলে স্বাভাবিক এর চেয়ে বেশি পরিমান টয়লেট ব্যবহার করতে হয়। 

এইসব অবস্থা নিয়ে রেসলিং চালিয়ে যেতে থাকে Punk। কিন্তু ২০১৩ সালের ৬ ডিসেম্বর Smack Down এ বর্তমান AEW Champion Jon Moxley ( তৎকালীন Dean Ambrose) এর সাথে ম্যাচ খেলার সময় Punk তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর নিজের প্যান্টের মধ্যেই কাজ সেরে ফেলে। 

তখন Dean যখন Punk এ Roll কে পিন করার চেষ্টা করে তখন সে কিছু একটার গন্ধ পায়। তখন তার ফেস এর রিয়েক্টশন পুরোপুরি বদলে যায়। হয়তো তার হাত সেই ভেজা স্থানে গিয়েছিল। তখন Dean এর কেমন ছিল তা উপরের ছবি গুলোতে দেখতে পারেন। 

কিন্তু Punk এইসব ঘটনা নিয়ে অনুতপ্ত ছিলেন না, বরং তিনি সেটাকে একটা উদাহরণ হিসাবে দেখান যে WWE তার স্বাস্থের প্রতি কেমন অবহেলা দেখাতো। 🤐

💩 Yokozuna :

Yokozuna ছিলেন WWE ও পুরো রেসলিং জগতের মধ্যে সবচেয়ে বেশি ওজনের অধিকারী। তার ওজন ছিল ৬০০পাউন্ড এর বেশি। আর তিনি তার ওজন ধরে রাখার জন্য প্রচুর পরিমাণ খাবার খান। এক ইন্টারভিউ এ তার Advocate Mr. Fuji বলেন যে Yokozuna এর দৈনিক খাবারের তালিকায় 200 টি ডিম, ১২ টি মুরগি ও ৫ ব্যাকেট জাপানি ভাত থাকে। তাহলে ভাবুন তিনি কোন সাইজের টয়লেটের প্যান ব্যবহার করতেন।

যাইহোক India তে এক Tour এ এসে Yokozuna একপ্রকার মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হন। কিন্তু তিনি তার ম্যাচ খেলার সিদ্ধান্তে অটল থাকেন। উল্লেখ্য যে তার ম্যাচ ছিল The Hitman Bret Hart এর সাথে। ম্যাচের সময় Yokozuna যখন Hart কে Second Rope থেকে তার ফিনিশার Banzai Drop হিট করতে যায় তখন Hart উপরে তাকিয়ে দেখে Yokozuna এর প্যান্ট ভিজে বাদামি রঙের হয়ে আছে। তখন Hart তার জিবনের সর্বোচ্চ গতিতে সেখান থেকে সরে যায় আর নিজের সৌভাগ্যে সে বেচে যায়। কিন্তু Ring এর ম্যাট এর ভাগ্য হয়তো তেমন ভালো ছিল না। ম্যাচের পরে দেখা যায় রিং এর কোণা Yokozuna এর হাগুতে একদম মাখিয়ে আছে।😭

তারপরে Bret Hart একটা Interview ডাকেন এবং সেখানে সবাইকে সেই ঘটনা বিস্তারিত জানিয়েছিলেন। 😖

💩 Stone Cold Steve Austin :

কি!?! The Gretest of All Time The Rattle Snake Stone Cold Steve Austin ম্যাচ খেলার সময় তার প্যান্টের মধ্যে Poop (হাগু) করে!?! 

হ্যাঁ, এটা অনেকের কাছে খুব Surprising হবে আর অনেকে হয়তো মানবেনও না কিন্তু এটা সত্যি যে Steve Austin তার প্যান্টের মধ্যে Poop করে। ১৯৯৬ সালের South Africa তে এক লাইভ ইভেন্টে Steve Austin vs Yokozuna ম্যাচে এই ঘটনাটি ঘটে। ( Yokozuna এর Poop এর মধ্যে ভালো সম্পর্ক করেছে। তারা সবসময়ই পাশাপাশিই থাকে।)

ম্যাচের মধ্যে Yokozuna, Austin কে একটি Shoulder Slam হিট করে আর Yokozuna এর Slam এর প্রভাব সহ্য করতে না পেরে Austin তার প্যান্ট এর মধ্যে Poop করে দেয়। কিন্তু তখন ব্যাপক Fan Reaction আর Austin এর কালো মোটা প্যান্টের জন্য কেউ কিছু অনুমান করতে পারে নি। কিন্তু পরে Austin কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে সবকিছু পরিষ্কার ভাবে জানায়।

💩 Tommy Dreamer :

ECW এর Heart & Soul নামে পরিচিত Tommy Dreamer ও রেসলিং ম্যাচ খেলার সময় রিং এ Poop (হাগু) করেন। Smack Down এর এক Episode এ Mark Henry এর সাথে ম্যাচ খেলার সময় তার সাথে এই দূর্ঘটনাটা ঘটে। কিন্তু ম্যাচের সময় Tommy কিছু বুঝতে পারেন নি। পরে যখন তিনি তার Locker Room Bathroom এ যান, তখন তিনি সব কিছু বুঝতে পারেন।

তারপরে তিনি তার ডাক্তারের কাছে ঘটনাটি বলেন এবং তার কারণ জানতে চান। তখন ডাক্তার বলেন যে Mark Henry এর World's Strongest Slam এর চাপ সহ্য করতে না পেরে তিনি সেখানেই Poop করে দেন।

💩 John Cena :

আপনি যতই সেরা হন না কেন, আপনিও এইরকম সমস্যায় পড়তে পারেন। ২০১৭ সালের Total Divas এর এক এপিসোডে সিনা স্বীকার করে যে তিনি রিং এ Poop ( হাগু) করেন। 

WWE এর এক হাউস শো তে Scott Stainer এর সাথে ম্যাচ খেলার সাথে সিনা Poop করে। ম্যাচের আগের দিন থেকেই Cena Food Poisoning এ ভুগছিলেন। কিন্তু তিনি ম্যাচ কগেলার জন্য রাজি হন। 😶

ম্যাচে Scott সিনাকে একটা DDT হিট করে আর সিনা গড়িয়ে গড়িয়ে রিং এর বাহিরে চলে যান। তখন তিনি Time Keeper কে জিজ্ঞেস করেন " Where Should I Puke?" তখন Time Keeper রিং নিচে যেতে বলেন। তখন সিনা রিং এর নিচে যান আর Poop করেন। 

কিন্তু তিনি তার প্যান্ট নষ্ট করে ফেলেছিলেন। কিন্তু সেটা ম্যাচের সেই পর্যায় ছিল, তাই তিনি সেভাবেই ম্যাচ খেলেন। 

এটাই এই সিরিজের শেষ পোস্ট। এর পরে কোন সিরিজ নিয়ে লিখিবো তা কমেন্ট করে জানাবেন।🙂

•লেখক ঃ Sazíd Ahmméd Síam

ম্যাচ চলাকালীন Poop করেছেন যেসব রেসলার!



1) AEW Fyter Fest এর দ্বিতীয় রাতের মেইন ইভেন্টে Orange Cassidy কে হারিয়েছেন Chris Jericho! (সম্পূর্ণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)

ম্যাচের প্রথমার্ধে Jericho ডমিনেট করতে থাকেন, সহজ ভাষায় ম্যাচ ক্যারি করতে থাকেন। Cassidy কে ভালোভাবে ক্যারি করেছেন উনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কামব্যাক করেন Cassidy Cassidy একের পর এক ফ্লায়িং মুভ, ফাস্ট একশন মুভ Jericho এর উপর হিট করতে থাকেন।

ম্যাচের শেষের দিকে Cassidy Jericho কে Superman Punch দিতে যায়, তবে Jericho কাউন্টার করে Judas Effect হিট করে! ১২৩ ও ম্যাচটি জিতে যায় Jericho!

আমার কাছে ম্যাচটি কেমন লেগেছে? খুব ভালো লাগেনি। আরো বেটার আশা করেছিলাম। ম্যাচে ওতো বেশি রেসলিং হয় নি। Jericho কিংবা Cassidy খুব বেশি মুভ হিট করেনি। ভালো ম্যাচ, তবে খুব ভালো বলতে পারব না এই আর কি।

রেসলিং নিউজ আপডেট - ০৯/০৭/২০২০


1) AEW WORLD TAG TEAM CHAMPIONSHIP MATCH:
"HANGMAN" ADAM PAGE & "THE BEST BOUT MACHINE" KENNY OMEGA (c) vs PRIVATE PARTY (Marq Quen & Isiah Kassidy) (w/ MATT HARDY):


দুর্দান্ত একটা ম্যাচ দিয়ে শো শুরু হয়। দুই ট্যাগ টিমের দারুণ পারফরম্যান্স যেখানে ম্যাচের শুরু থেকে শেষ পরযন্ত back & fourth action ছিল। ম্যাচে একদিকে Private Party dominant করে তো অন্যদিকে Kenny Omega এবং Hangman Adam Page। আর এটি Private Party সবচেয়ে বড় সুযোগ ছিলো তাদের যেটা তারা ১০০% দিয়েছে। কিন্তু শেষে Private Partyর Isiah Kassidy কে last call মেরে জয় তুলে নেন Kenny Omega & Hangman Adam Page।

• Winner: And Still your AEW WORLD TAG TEAM CHAMPIONS ADAM PAGE & KENNY OMEGA!!! 😍😍😍
• Time: 11m32s


2) "THE MURDERHAWK MONSTER" LANCE ARCHER (w/ JAKE "The Snake" ROBERTS) vs JOEY JANELA:

A beautiful match to make LANCE ARCHER look like an absolute monster! 👏 এই ম্যাচটার শেষদিকে এপ্রনের উপর উঠে যান JAKE ROBERTS তার সাপটা নিয়ে!!! কিন্তু রেফারি তাকে আটকান! ওদিকে টপ টার্নবাকলের উপর থেকে Lance Archer -এর উপর Diving Senton হিট করেন Joey Janela! Jake Roberts -এর সাথে রেফারি ডিস্ট্র্যাক্টেড থাকার সুযোগে Kiss টপ টার্নবাকলের উপর থেকে Archer -এর উপর 450 Splash মেরে দিয়ে দ্রুত রিং থেকে বের হয়ে যান! 😱 Archer -কে Janela কভার করেন! 12Archer kicks out! তারপর Janela আবার উঠেন টপ টার্নবাকলের উপর! কিন্তু এবার Archer উঠে তাকে Right Hand মেরে দেন! তারপর এপ্রনের উপর থেকে বাইরে থাকা একটি টেবিলের উপর ফিনিশার BLACKOUT মেরে দিয়ে টেবিল ভেঙে ফেলেন Archer!!! 😱 Janela -কে রিংয়ে ঢোকান Archer! 123!! It's over! 🔥

• Winner: LANCE ARCHER via pinfall
• Time: 11m17s


◘ একটি ভিডিওতে দেখা যায় Darby Allin -কে! Allin বলেন যে তিনি রিংয়ের বাইরে আছেন গত ১ মাস যাবৎ! তিনি ভুলে যাননি যে BRIAN CAGE তাকে আহত করে দিয়েছিলেন!! তারপর একটি উঁচু প্লাটফর্ম থেকে নিচে থাকা একটি ফোম পিটের উপর ফিনিশার COFFIN DROP হিট করেন Allin!

◘ MAJOR ANNOUNCEMENT by Taz w/ CASINO LADDER MATCH Winner "THE MACHINE" BRIAN CAGE:

রিংয়ে Tony Schiavone আমন্ত্রণ জানান Taz ও CASINO LADDER MATCH Winner "THE MACHINE" BRIAN CAGE -কে সাক্ষাৎকার নেওয়ার জন্য!! Taz বলেন যে আজ AEW WORLD CHAMPION "THE PURVEYOR OF UNSCRIPTED VIOLENCE" JON MOXLEY -এর মুখোমুখি হওয়ার কথা ছিল "THE MACHINE" BRIAN CAGE -এর বিপক্ষে! তবে ম্যাচটা হবে আগামী সপ্তাহে! Taz বলেন যে তখন BRIAN CAGE হবেন নতুন AEW চ্যাম্পিয়ন! Taz তার হাতে থাকা একটি কালো থলে দেখিয়ে বলেন যে তিনি কয়েক দশক আগে এই জিনিসটা সৃষ্টি করেছিলেন! জিনিসটা তার সমস্ত কর্মকে উপস্থাপন করে! তারপর থলেটা থেকে Taz বের করেন ECW FTW HEAVYWEIGHT CHAMPIONSHIP!!! HOLY F***!! 😱😱😱

Taz বলেন যে এই FTW টাইটেলটাকে কোন প্রমোশন রেকোগনাইজ করেনি! কিন্তু রেসলিং ফ্যানরা জানেন এই টাইটেলটা যার কাছে থাকে সে হচ্ছে "Baddest SOB in Wrestling"!!! Taz তারপর টাইটেলটা তুলে দেন BRIAN CAGE -এর হাতে!!! Taz বলেন যে আগামী সপ্তাহে একজন চ্যাম্পিয়ন হিসেবে মোমেন্টামের সাথেই যাচ্ছেন Brian Cage!! Taz বলেন JON MOXLEY তো শেষ! "Who better than Cage??? Nobody!!!" Another great promo from Taz!!! 🔥🔥🔥


3) The Butcher & The Blade and TAG TEAM OF THE YEAR 2019 THE LUCHA BROS (Pentagón Jr & Mexico MVP REY FENIX) vs First Ever WWE Tag Team Triple Crown Champions FTR fka THE REVIVAL (Cash Wheeler & Dax Harwood) & TAG TEAM OF THE DECADE THE YOUNG BUCKS (Matt Jackson & Nick Jackson) - DREAM 8-Man Tag Team Match:

This was awesome! 🔥🔥 এই ম্যাচের এক পর্যায়ে Rey Fenix -কে Wheeler ও Nick হিট করেন FTR -এর ফিনিশার GOODNIGHT EXPRESS fka SHATTER MACHINE!! তারপর Fenix -কে Nick ও Harwood মিলে হিট করেন FTR -এর আরেক ফিনিশার SPIKED PILEDRIVER!! 12Pentagón breaks the pin!

শেষদিকে THE YOUNG BUCKS তাদের ডাবল টিমিং ফিনিশার Meltzer Driver হিট করতে যায়! এমন সময় Nick Jackson -কে বাইরে অনেকজনের উপর মাথা নষ্ট একটা Canadian Destroyer হিট করেন Rey Fenix! Holy Sh*t! 😱 Pentagón -কে Superkick হিট করতে যান Matt কিন্তু Pentagón সরে গেলে Pentagón -এর পেছনে এপ্রনে দাঁড়িয়ে থাকা Harwood -কে Superkick মেরে বসেন Matt! 😱 তারপর Matt -কে ডাবল টিমিং মুভ SPIKE PACKAGE PILEDRIVER হিট করে THE LUCHA BROS THE LUCHA BROS!!! 😱 123!! IT'S OVER! 🔥🔥🔥

• Winners: The Butcher & The Blade and THE LUCHA BROS via pinfall
• Time: 16m27s

ম্যাচ শেষে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করেন FTR ও The Young Bucks! 👏


◘ Daily's Place -এ প্রবেশ করতে যাচ্ছিলেন Big Swole। প্রবেশমুখে ছিলেন Alex Marvez ও AEW -এর একজন আইনী কর্মকর্তা। আইনী কর্মকর্তা Swole -কে সাসপেনশন পেপার্স দেন, কেননা Swole -এর বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে AEW বরারবর পেটিশন করেছেন Dr Britt Baker DMD!! Swole মাথা গরম করে চলে যান!

4)  Nyla Rose vs KiLynn King & Kenzie Page - 2-on-1 Handicap Match:

এটা স্কোয়াশ ম্যাচ ছিল! Paige -কে ফিনিশার Beast Bomb হিট করেন Rose। তারপর Paige ও King -কে একসাথে পিন করেন Rose!

• Winner: Nyla Rose via pinfall
• Time: 2m11s

ম্যাচ শেষে Rose বলেন যে AEW -তে সব ভালো রেসলারদের একটা করে ম্যানেজার আছে। আর তাদের বেশিরভাগই এখন চ্যাম্পিয়ন। তাই Rose -এরও সামনে একজন ম্যানেজার আসবেন! Rose বলেন যে খুব শীঘ্রই তিনি AEW Women's World Championship জিতে যাবেন!


◘ ট্রেনার্স রুমে দেখা যায় Colt Cabana -কে। ট্রেনার বলেন যে গত সপ্তাহে কেউ একজন Cabana -কে ব্যারিকেডের সাথে ধাক্কা দিয়েছিল বলে তার Hematoma হয়ে গেছে!! তবে ট্রেনার Cabana -কে রেসলিং করার অনুমতি দেন! এমন সময় "THE EXALTED ONE" MR BRODIE LEE আসেন!! Cabana -কে MR BRODIE LEE বলেন যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না যদি Cabana -এর পেছনে DARK ORDER থাকে!! Cabana ধন্যবাদ জানান BRODIE LEE -কে!

5) First Ever Former AEW World Tag Team Champions SCU [Christopher Daniels, Frankie Kazarian & Scorpio Sky] vs THE DARK ORDER [Colt Cabana, Stu Grayson & MR BRODIE LEE (L) (w/ Evil Uno, Alex Reynolds, John Silver, Preston Vance & Alan Angels)] - 6-Man Tag Team Match:

A good match! 👏 ম্যাচের শেষের দিকে Cabana তেমন একটা রেসলিং করেননি! শেষদিকে জোস একটি Moonsault হিট করেন Daniels! 12Colt breaks the pin! তারপর Cabana -এর মুখে Punch মারেন Daniels! এরপর Daniels -কে ফিনিশার DISCUSS LARIAT হিট করেন Brodie Lee!! Grayson -কে Lee আদেশ দেন Cabana -কে ট্যাগ করতে! Cabana রিংয়ে ঢুকে লাফ দিয়ে কভার করেন Daniels -কে! 123!! It's over! 🔥

• Winners: DARK ORDER via pinfall
• Time: 11m27s


◘ দর্শকদের মধ্যে Britt Baker তার Rolls Royce গাড়িতে চিল করছিলেন। এমন সময় ছদ্মবেশে সেখানে হাজির হয়ে যান Big Swole!! Swole তার সাসপেনশন পেপার্স Baker -এর মুখে ছুঁড়ে মারেন!


◘ MAIN EVENT: DREAM MATCH:
WRESTLER OF THE YEAR 2019 "LE CHAMPION" CHRIS JERICHO vs From Wherever, Weighing Whatever "FRESHLY SQUEEZED" ORANGE CASSIDY!!!!! 

This was one hell of a main event! 🔥🔥 প্রায় ১৯ মিনিট ধরে "LE CHAMPION" CHRIS JERICHO -এর সাথে সমানে সমানে লড়াই করেছেন ORANGE CASSIDY!!! ম্যাচের দ্বিতীয় ভাগে তো Orange Cassidy -ই ম্যাচের নিয়ন্ত্রণে ছিলেন! পুরা সিরিয়াস মুডে রেসলিং করেছেন আজকে Cassidy! তার মুভসেটে কি কি মুভ আছে সবই দেখিয়েছেন Cassidy! 👏

এই ম্যাচের এক পর্যায়ে ফিনিশিং সাবমিশন মুভ WALLS OF JERICHO ধরেন CHRIS JERICHO! কিন্তু কাউন্টার করে Modified Inside Cradle ধরে ২ কাউন্ট পান Cassidy! 😱 একটু পর Codebreaker হিট করেন Chris Jericho, কিন্তু কিক আউট করেন Cassidy! শেষদিকে Punch মারেন বস Cassidy! কিন্তু পাল্টা Back Elbow মারেন Jericho। তারপর Jericho চেষ্টা করেন Lionsault হিট করতে কিন্তু Cassidy সরে যান! তারপর Michinoku Driver হিট করেন Cassidy, কিন্তু কিক আউট করেন Jericho। Cassidy হিট করেন Stundog Millionaire! তারপর Swinging DDT হিট করেন Cassidy! 12Jericho kicks out again! Cassidy তার ফিনিশার SUPERMAN PUNCH মারতে যান! কিন্তু Jericho কাউন্টার করেন তার ফিনিশিং মুভ JUDAS EFFECT দিয়ে!!! 123!! IT'S OVER!! WHATTTA MATCH!!! BAH GAWD!! 🔥🔥🔥🔥🔥

• Winner: CHRIS JERICHO via pinfall 🔥
• Time: 18m40s


Jericho made ORANGE CASSIDY look like a million dollar man!!! And whatta performance by Cassidy! Hats off, boss! বস, তুসি গ্রেট হো! তওফা কবুল করো!! 🙏

Another week, another great Dynamite!! 🔥🔥 Both nights of FYTER FEST absolutely killed it!!! উইকলিতেই একেবারে পিপিভি লেভেলের শো!! Well done, AEW! 👏👏👏

• লেখক ঃ ‎Jawad Aalif‎

AEW Fyter Fest Night 2 রেজাল্ট


পোস্টের হেডলাইন এবং ছবি দেখে সকলেই হয়তো বুঝতে পেরেছেন যে কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি আমি। কিন্তু যারা বুঝতে পারেননি তাদেরকে একটু ক্লিয়ার করে দেই আগে। The Monday Messiah খ্যাত Seth Rollins বর্তমানে WWE এর একজন অন্যতম সুপারস্টার। ২০১২ সালে Survivor Series সিরিজে Roman Reigns, Dean Ambrose এর সাথে মিলে Shield নামক দল গঠন করে ডেবিউ করেন। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। এ পর্যন্ত তার অর্জনের তালিকা বাকি অনেক অনেক লেজেন্ড বা সুপারস্টারের থেকে বেশি। তিনি তার ক্যারিয়ারে রীতিমত অনেক ভালো ভালো ফিউড উপহার দিয়ে হয়ে উঠেছিলেন সকলের চোখের পরশমণি! কিন্তু গত বছর ২০১৯ সালে তিনি যখন ক্যারিয়ারের তুমুল জনপ্রিয়তার পর্যায়ে চলে যান, ঠিক তখন থেকেই তার এই জনপ্রিয়তার পাহাড়ে ভাঙ্গন ধরে। ক্রিয়েটিভদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তার তীল তীল করে গড়ে তোলা ক্যারিয়ারের গড়পড়তা শুরু হয়। তুমুল জনপ্রিয় এই রেসলারটির হেটার্স এর সংখ্যা বাড়তে থাকে। আর আমাদের BWC তে তো এর প্রভাব মহামারী আকার ধারণ করে। যার প্রকোপ থেকে আমাদের BWC আদৌ মুক্ত হতে পারেনি।

সেথ রলিন্স যাদেরকে ফেস করতে চেয়েছিল এবং যাদেরকে চাইনি।


প্রতিযোগিতা সব সময় একটি ভালো জিনিস। সেটা যদি রেসলিং বিজনেসে হয় তাইলে সেটা আরো ভালো হয় রেসলিং ফ্যানদের জন্য। রেসলিং ফ্যানদের মধ্যে কারা বেশি প্রভাব খাটাতে পারবে, কাদের মার্চেন্ডাইস সেলিং বেশি হবে, কাদের শো বেটার হবে, কাদের রেটিং, ভিউয়ারশিপ বেশি হবে এই নিয়ে রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। গত দুই দশক ধরে রেসলিং ওয়ার্ল্ডে রাজত্ব করে আসছে WWE, একচেটিয়া রাজত্ব। তবে ২০১৯ সালে AEW এর জন্ম হওয়ার পর ফ্যানরা আবারো রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছে। আরো কয়েক বছর পর AEW ভালোভাবে প্রতিষ্ঠিত হলে WWE এর সাথে তাদের ওয়ার শুরু হয়ে যেতে পারে, এমনকি অনেকে AEW কে Monday Night War এর WWE মনে করে!

WCW এর কথা মনে আছে? ১৯৮৮ সালে এই রেসলিং প্রমোশনটি ক্রিয়েট করা হয়েছিলো। উপরে আমি যে রেসলিং বিজনেসে প্রতিযোগিতার কথা বলেছিলাম, সে প্রতিযোগিতা হয়েছিলো WWE ও WCW এর মধ্যে ৯০ এর দশকে, যেটা Monday Night War নামে পরিচিত। ৯০ এর দশকে একই দিনে অর্থাৎ সোমবার WWE ও WCW এর সাপ্তাহিক শো হতো। এই ওয়ার এর শুরুতে WCW ভালোভাবে এগিয়ে থাকলেও ওয়ার এর শেষে WWE এর ডমিনেশন দেখা যায় ও WCW এর পুরোপুরি ধবংস হওয়া দেখা যায়। তবে এমনটা কেন হয়েছিলো? কিভাবে WCW ধবংস হলো? WCW এর ধবংসের পিছনে অনেকগুলো ডার্ক কারণ কাজ করেছে, আজকে আমি এমনি WCW এর ১৮টি ডার্ক সিক্রেট তুলে ধরব। So Let's Start The Game!

WCW এর ১৮ টি ডার্ক সিক্রেট!