প্রতিযোগিতা সব সময় একটি ভালো জিনিস। সেটা যদি রেসলিং বিজনেসে হয় তাইলে সেটা আরো ভালো হয় রেসলিং ফ্যানদের জন্য। রেসলিং ফ্যানদের মধ্যে কারা বেশি প্রভাব খাটাতে পারবে, কাদের মার্চেন্ডাইস সেলিং বেশি হবে, কাদের শো বেটার হবে, কাদের রেটিং, ভিউয়ারশিপ বেশি হবে এই নিয়ে রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। গত দুই দশক ধরে রেসলিং ওয়ার্ল্ডে রাজত্ব করে আসছে WWE, একচেটিয়া রাজত্ব। তবে ২০১৯ সালে AEW এর জন্ম হওয়ার পর ফ্যানরা আবারো রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছে। আরো কয়েক বছর পর AEW ভালোভাবে প্রতিষ্ঠিত হলে WWE এর সাথে তাদের ওয়ার শুরু হয়ে যেতে পারে, এমনকি অনেকে AEW কে Monday Night War এর WWE মনে করে!

WCW এর কথা মনে আছে? ১৯৮৮ সালে এই রেসলিং প্রমোশনটি ক্রিয়েট করা হয়েছিলো। উপরে আমি যে রেসলিং বিজনেসে প্রতিযোগিতার কথা বলেছিলাম, সে প্রতিযোগিতা হয়েছিলো WWE ও WCW এর মধ্যে ৯০ এর দশকে, যেটা Monday Night War নামে পরিচিত। ৯০ এর দশকে একই দিনে অর্থাৎ সোমবার WWE ও WCW এর সাপ্তাহিক শো হতো। এই ওয়ার এর শুরুতে WCW ভালোভাবে এগিয়ে থাকলেও ওয়ার এর শেষে WWE এর ডমিনেশন দেখা যায় ও WCW এর পুরোপুরি ধবংস হওয়া দেখা যায়। তবে এমনটা কেন হয়েছিলো? কিভাবে WCW ধবংস হলো? WCW এর ধবংসের পিছনে অনেকগুলো ডার্ক কারণ কাজ করেছে, আজকে আমি এমনি WCW এর ১৮টি ডার্ক সিক্রেট তুলে ধরব। So Let's Start The Game!


18) The nWo Gimmick Was Stolen :

রেসলিং এর ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফ্যাকশন এর একটি হলো nWo, যে ফ্যাকশন লিড করতেন Hulk Hogan, Kevin Nash ও Scott Hall। এই বছর WWE এই ফ্যাকশনটিকে Hall Of
Fame ক্লাসিকে সম্মাননা দিবে। Eric Bischoff তার ক্যারিয়ারের অন্যতম বড় এচিভমেন্ট হিসাবে nWo এর ক্রিয়েশন মনে করেন। তবে আপনি জানলে অবাক হবেন এই ফ্যাকশনটি গিম্মিক আইডিয়া অন্যদের থেকে চুরি করা হয়েছিলো! সেই সময়ে একটি জাপানিজ প্রমোশন-ও nWo এর ডেবিউ এর মতো একটি স্টোরিলাইন তাদের প্রমোশনে করেছিলো, যেটা থেকে nWo এর গিম্মিক আইডিয়া চুরি বা কপি করা হয়।

17) The Company Did Not Want To Pay Bret Hart's Disability Insurance :

WCW এ Bret Hart এর আগমন সেই সময় খুব-ই বড় একটা ডিল ছিলো। তবে Bret Hart এর WCW যাত্রা ওতো বড় ছিলো না। Starrcade 1999 এ Bret Hart ও Goldberg এর মধ্যে WCW Heavyweight Championship এর জন্য ম্যাচ হয়। তবে এই ম্যাচে Bret এর উপর একটি ভয়াবহ বচ করেন Goldberg, যার কারণে Bret Hart এর রেসলিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। কন্ট্রাক্ট অনুযায়ী Bret এর ইঞ্জুরি ডিসএবেলিটি এর কারণে নানা ফ্যাসিলিটি ও ইন্সুইরেন্স পাওয়ার কথা থাকলেও WCW Bret Hart কে সেটা দেয়নি। এই সুবিধাটা এর আগে অন্য রেসলাররা পেলেও Bret Hart পাননি।

16) Wrestlers Were Essentially Allowed To Try And Injure Other Talent :

WCW এ নিয়ম কানুন, শৃঙ্খলা বলতে গেলে একেবারেই ছিলোনা, যে যা ইচ্ছা তা করতে পারতো। ধরে নেন, একটা কোম্পানির মালিক আপনি। তাইলে আপনার কোম্পানিতে যদি দুইজন কর্মী একে অপরের সাথে মারামারি করে অফিসের মধ্যে, তাইলে নিশ্চয় যেকোনো একজনকে আপনি শাস্তি দিবেন। তবে WCW এ এমনটা ভাবা হতো না। ব্যাকস্টেজে রেসলাররা একে অপরের সাথে ফাইট করলে, বাজেভাবে আঘাত করলে, অন্ধ করে ফেললেও তারা তাদের রেসলারদেরকে কিছুই বলতো না ও শাস্তি দিতো না। যেমন একবার Scott Steiner DDP কে প্রায় অন্ধ করে ফেলেছিলো, কিন্তু তাকে কিছুই বলা হয়নি।

15) Hogan & Sting Stole Other Wrestler's Merchandise Money : 

সাধারণত রেসলাররা তাদের বেতন এর পাশাপাশি মার্চেন্ডাইস সেলিং এর থেকেও ইনকাম করে থাকেন। তবে সেটা অবশ্যই নিজ নিজ মার্চেন্ডাইস থেকে ইনকাম করা উচিত। কিন্তু WCW এ Hogan ও Sting অন্যান্য রেসলারদের মার্চেন্ডাইস সেলিং এর টাকা থেকে একটি অংশ নিজেদের অংশে নিয়ে যেতেন। Hogan ও Sting দুইজন-ই অন্যান্য রেসলারদের মার্চেন্ডাইস সেলিং থেকে অর্থ চুরি করতেন৷ এমনটি-ই একবার জানিয়েছিলো GOAT Chris Jericho। তিনি একবার তার নিজের একশন ফিগার বানালেও পরবর্তীতে তিনি জানতে পারেন তার মার্চেন্ডাইস সেলিং থেকে Hogan - Sting টাকা নিয়ে যাচ্ছে।

14) Hiring Randy Savage's Brother :

১৯৯৪ সালে Randy Savage WCW এর সাথে কন্ট্রাক্ট সাইন করেন। তবে Macho Man কে ল্যান্ড করানোর জন্য WCW কে Randy Savage এর ভাইকে সাইন করতে হয়েছিলো। এইজন্য Lanny Poffo কে ৫ বছরের কন্ট্রাক্টে রাখা হয়। তিনি কোনো ম্যাচ না খেললে তাকে একটি সুন্দর বেতন দেওয়া হতো।

13) Bischoff Only Cared About Big Cities : 

সাধারণ প্রত্যেক রেসলিং প্রমোশন-ই বড় বড় শহরে তাদের রেসলিং বিজনেস ব্যাপক আকারে করতে চায় ও করতে থাকে। তবে এর পাশাপাশি ছোটো ছোটো শহরেও বিজনেস করতে হয় ও ছোটো ছোটো শহর থেকে সেই প্রমোশনের লাভার বের করে আনতে হয়। তবে Eric Bischoff কখনোই ছোট শহরগুলোতে নিয়ে ভাবতো না। সে বিগ বিগ ম্যাচ, কোয়ালিটিফুল ম্যাচ, টাইটেল চেঞ্জ এগুলো কেবল বড় বড় শহরের শো গুলোতে করতে চেতো। আর ছোটো ছোটো শহরের শো গুলাতে অদরকারি ম্যাচ, কম কোয়ালিটিফুল জিনিস বুক করতো।

12) Their Horrible HR Department :

Human Resource Department এর কাজ কি? কোম্পানির কর্মীগুলো তাদের সমস্যাগুলো এই ডিপার্টমেন্ট এ বলবেন, নানা অভিযোগ এই ডিপার্টমেন্ট এ জমা দিবেন ও ডিপার্টমেন্ট সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিবে। WCW এর-ও একসময় সেইরকম ডিপার্টমেন্ট ছিলো, কিন্তু তারা কখনোই সেটিকে ভালোভাবে ব্যবহার করেনি। WCW ডুবে যাওয়ার কয়েক বছর পর জানা যায়, বিভিন্ন বিদেশী ও ফিমেল রেসলাররা HR ডিপার্টমেন্ট এ তাদের সমস্যা, অভিযোগের কথা জানালেও সমাধান পেতো না।

11) The Last Minute Booking :

লাস্ট মিনিট ডিসিশন চেঞ্জ কি? অর্থাৎ কোনো কিছু নিয়ে পূর্বে বুকিং করা হলেও সব রেডি করা হলেও কয়েক মিনিট আগে ম্যাচের রেজাল্ট বা ডিসিশন চেঞ্জ করে দেওয়া। WWE তে Vince McMahon ফ্যানদের শক করার জন্য এটি করে থাকেন, তবে সেটা খুব কম করে থাকেন, বেশি করেন না। কিন্তু WCW শেষ মিনিট বুকিং প্রতিনিয়ত টানা করতে থাকতো। হোক তা পেই পার ভিউ, নাইলে লাইভ ইভেন্ট বা সাপ্তাহিক শো, তারা প্রতিনিয়ত শেষ মুহূর্তে এসে স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলতো। এমনকি রেসলাররা ম্যাচের চলাকালীন মধ্য সময়ে রেফারির কাছ থেকে সেই ম্যাচের রেজাল্ট, উইনার কে হবে সেটা জানতো।

10) The Hotline Scam :

৮০ ও ৯০ এর দশকে হটলাইন নাম্বার বেশি জনপ্রিয় ছিলো। আর WCW এই জনপ্রিয় জিনিসটাকে কাজে লাগিয়ে নিজেদের হটলাইন নাম্বার খুলেছিলো৷ যেটাতে লোকেরা কল দিয়ে ভিতরের ইনফরমেশন জানতে পারতো। তবে WCW হটলাইন নাম্বার এর জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো সেগুলো মিথ্যে প্রমাণিত হতো। এমনকি তারা একবার Ric Flair এর মৃত্যু নিয়ে একটু ভুয়া টিজমেন্ট করেছিলো।

9) The Spray Paint Lawsuit :

রেসলিং কোম্পানিগুলোর উপর সাধারণত মামলা পড়ে না, এই বিষয়ে তারা পরিষ্কার থাকে। তবে WCW এর উপর একবার মামলা করা হয়েছিলো, X - Pac এর কারণে। X - Pac একবার কয়েকজন ফ্যানের শরীরে রং দিয়ে পেইন্ট করেছিলো। যেটা সেই ফ্যানরা পছন্দ করেনি, তারা পাথর নিয়ে Kevin Nash এর উপর ছু্ঁড়ে মারেন, Nash X-Pac এর সাথেই ছিলো। পরবর্তীতে সেই কয়েকজন ফ্যান এই ব্যাপারে কোর্টে মামলা করে। যদিও কোর্টে দুই পক্ষের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যায়।

8) Hall And Nash's Effect On The Locker Room :

Kevin Nash ও Scott Hall WCW এ আসার কারণে WCW আরো উপভোগ্য, এন্টারটেইনিং ও হিউজ এটেনশন পেয়েছিলো। তবে এই দুইজন আসার পর লকার রুমে অস্বাভাবিক অবস্থা বিরাজ করে। এর কারণ কি? এই দুইজন ব্যাকস্টেজে সব সময় নিজেদের প্রভাব খাটাতো ও ক্রিয়েটিভ টিমের উপর পাওয়ার রাখতো। এই দুইজন আসার আগ পর্যন্ত ব্যাকস্টেজ কিংবা লকার রুমের অবস্থা ভালোই ছিলো। এমনকি Hall ও Nash অনেক সময় নিজেদের স্ট্রং দেখানোর জন্য নিউ সুপারস্টারদের বারি করতো।

7) Bischoff Spending Millions Unnecessarily :

WCW এর মালিক ছিলেন Ted Turner, যে কিনা বিলিয়ন ডলার অর্থের মালিক ছিলেন। যার কারণে তিনি Eric Bischoff কে যতো ইচ্ছা ততো টাকা খরচ করার পারমিশন দেন। তবে Eric অপ্রয়োজনীয় কারণে অতিরিক্ত খরচ করতেন। তিনি প্রায়-ই দামী দামী ডিনার পার্টি করতেন, nWo সদস্যদের কয়েক মাস পর পর-ই দামী দামী লিমো, গাড়ি উপহার দিতেন। WCW এর শেষের দিকে অর্থ সংকটে পড়ার অন্যতম কারণ হলো Eric এর অদরকারি অতিরিক্ত খরচ।

6) They Are Responsible For Ending The British Bulldog's Career :

৯০ এর দশকে বেশ জনপ্রিয় দিলেন British Bulldog। যার কারণে ১৯৯৮ সালে তাকে WCW এ আনা হয়। তবে রিটার্ন করার পর তিনি একটি ভয়াবহ ইঞ্জুরির শিকার হন। এই ঘটনাটা হয়েছিলো Fall Brawl পিপিভিতে। British Bulldog এর Ultimate Warrior এর সাথে ম্যাচ খেলার কথা ছিলো। Ultimate Warrior এন্ট্রেসের সময় একটি ট্রেপ দরজা ব্যবহার করেছিলেন। কিন্তু ব্যাকস্টেজে কর্মকর্তারা British Bulldog কে সেই ব্যাপারে জানায়নি, যার কারণে তিনি বাজে বাম্প এর শিকার হন ও প্রায় প্যারালাইজড হয়ে যান।

5) The Altercation Between Sid Vicious And Arn Anderson :

পূর্বেই বলেছি WCW এর রেসলারদের মধ্যে সহজেই রিয়্যাল লাইফ ফাইট হয়ে যেতো। এমনটাই হয়েছিলো Sid ও Arn এর মধ্যে, জার্মানিতে। এই দুইজন একটি বার এ ছিলেন। Arn Sid এর মুখ থেকে তার বন্ধু Ric Flair কে নিয়ে বাজে কথা শুনতে পান, যার কারণে তাদের মধ্যে রিয়্যাল লাইফ ফাইট হয়ে যায় ও বার এ থাকা সকলে Sid কে Arn এর উপর কাঁচি ব্যবহার করতে দেখে।

4) The Amount The Promotion Lost In Its Final Year :

২০০১ সালে WCW পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাদের ডুবে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো তারা শো গুলোতে পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারতাছিলো না। এমনকি তারা তাদের শেষ বছরে হিউজ পরিমাণের লস খেয়েছিলো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, WCW তাদের শেষ বছরে ৬০ মিলিয়ন ডলার লস খেয়েছিলো! যার কারণে Ted Turner WCW চালু রাখার থেকে WWE এর কাছে বিক্রি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

3) Broadcasters Changed In Public Bathrooms :

ব্রডকাস্টিং টিম প্রতিটি রেসলিং প্রমোশনের জন্য জরুরি উপাদান। ব্রডকাস্টিন টিম শো তে ফ্যানদের আকর্ষিত করে। তবে WCW এ ব্রডকাস্টারদের দাম দেওয়া হতো না। Eric Bischoff ব্রডকাস্টিং টিমকে লোকার রুমে জায়গা দিতে চেতেন না। অন্যরা বেশ ভালো ফ্যাসিলিটি উপভোগ করলেও ব্রডকাস্টিং টিমকে অবহেলা করা হতো। এমনকি সবার জন্য আলাদা বাথরুম থাকলেও ব্রডকাস্টারদের বাথরুম করার জন্য পাবলিক বাথরুমে লাইন ধরতে হতো।

2) The Amount Of Substance Abuse :

নেশা দ্রব্য কখনোই ভালো কিছু বয়ে আনে না। এটি একটি ব্যক্তি, দল বা গোষ্ঠীকে ধবংস করে দেয়। WWE এ সাধারণত নেশা দ্রব্য ব্যবহারে কড়া নিয়ম কানুন জারি করা হলেও WCW এ নেশা দ্রব্য নিয়ে কোনো নিয়ম কানুন ছিলো। রেসলাররা যে যার মতো ব্যাকস্টেজে ড্রাগ, স্টেরয়েড নিতেন, এমনকি ম্যাচের আগে তাদের চেক আপ-ও করা হতো না। ব্যাকস্টেজে অনেকেই রেসলারদের ড্রাগ, স্টেরয়েড নিতে দেখতো, তবে কেউ-ই পাত্তা দিতো না, এমনকি রেসলাররাও এসব নেশা দ্রব্য নেওয়ার সময় কিছু ভাবতো না, ভয় পেতো না।

1) The Way The Promotion Treated Certain Talent :

WCW এর বিরুদ্ধে কয়েকজন রেসলার পূর্বে কোর্টে মামলা করা হয়েছিলো। এর কারণ হলো তারা কালো, দেখতে সুন্দর না বলে তাদেরকে বাজেভাবে অসম্মান করা হতো, খারাপভাবে ট্রিট করা হতো। Harlem Heat একটি ভালো জনপ্রিয় ট্যাগ টিম ছিলো, যে টিমে Booker T ছিলেন, সে টিমকে রেসলিং গোলাম হিসাবে বুকিং দেওয়া হয়। একবার অনেকগুলো লাতিনো রেসলারদের কারণ ছাড়াই ফায়ার করা হয়। তারা জাপানিজ রেসলারদের সাথে এতোটাই দুর্ব্যবহার ও বাজে বুকিং দিতো যে সেইসব রেসলাররা WCW এর নাম শুনলেই ঘৃণা করতো। WCW তাদের নিজেদের ট্যালেন্টদের গুরুত্ব দিতো না, বাজে বুকিং দিতো। যার ফলে WWE সেই সব ট্যালেন্টেদের নিজেদের দলে ভিড়িয়ে বড় সড় স্টার বানিয়ে দিতো, যা WCW এর ভরাডুবির পিছনে অন্যতম বড় একটি কারণ।

এই ছিলো WCW এর ১৮টি ডার্ক সিক্রেটি। WCW এর ভরাডুবির পিছনে আরো বেশ কয়েকটা কারণ হয়েছে। তবে তাদের ভরাডুবির পিছনে সবচেয়ে বড় কারণ হলো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা খুব দুর্বল ও অশৃঙ্খল ছিলো। ব্যাকস্টেজে কর্মকর্তারা নিজেদের খুব বড় ভেবে নিজেদের কাজ ঠিক মতো করতো না, কোনো নিয়ম কানুন মানতো না। এমনকি বড় স্টারদের খুব বেশি ক্রিয়েটিভ পাওয়ার দেওয়া হতো, যার কারণে সেইসব স্টাররা তাদের পাওয়ার এর অপব্যবহার করতো। এছাড়া WCW তাদের নিজেদের ট্যালেন্টদের সাথে বেশ বাজে ব্যবহার করতো ও বাজে বুকিং দিতো। ফলে এসব ট্যালেন্টরা WWE এ চলে যায় ও WWE WCW এর অবহেলিত রেসলারদের অনেক বড় সুপারস্টার বানিয়ে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো Stone Cold Steve Austin ও The Undertaker!

• লেখক ঃ Nazim Uddinthethings.com

WCW এর ১৮ টি ডার্ক সিক্রেট!


প্রতিযোগিতা সব সময় একটি ভালো জিনিস। সেটা যদি রেসলিং বিজনেসে হয় তাইলে সেটা আরো ভালো হয় রেসলিং ফ্যানদের জন্য। রেসলিং ফ্যানদের মধ্যে কারা বেশি প্রভাব খাটাতে পারবে, কাদের মার্চেন্ডাইস সেলিং বেশি হবে, কাদের শো বেটার হবে, কাদের রেটিং, ভিউয়ারশিপ বেশি হবে এই নিয়ে রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। গত দুই দশক ধরে রেসলিং ওয়ার্ল্ডে রাজত্ব করে আসছে WWE, একচেটিয়া রাজত্ব। তবে ২০১৯ সালে AEW এর জন্ম হওয়ার পর ফ্যানরা আবারো রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছে। আরো কয়েক বছর পর AEW ভালোভাবে প্রতিষ্ঠিত হলে WWE এর সাথে তাদের ওয়ার শুরু হয়ে যেতে পারে, এমনকি অনেকে AEW কে Monday Night War এর WWE মনে করে!

WCW এর কথা মনে আছে? ১৯৮৮ সালে এই রেসলিং প্রমোশনটি ক্রিয়েট করা হয়েছিলো। উপরে আমি যে রেসলিং বিজনেসে প্রতিযোগিতার কথা বলেছিলাম, সে প্রতিযোগিতা হয়েছিলো WWE ও WCW এর মধ্যে ৯০ এর দশকে, যেটা Monday Night War নামে পরিচিত। ৯০ এর দশকে একই দিনে অর্থাৎ সোমবার WWE ও WCW এর সাপ্তাহিক শো হতো। এই ওয়ার এর শুরুতে WCW ভালোভাবে এগিয়ে থাকলেও ওয়ার এর শেষে WWE এর ডমিনেশন দেখা যায় ও WCW এর পুরোপুরি ধবংস হওয়া দেখা যায়। তবে এমনটা কেন হয়েছিলো? কিভাবে WCW ধবংস হলো? WCW এর ধবংসের পিছনে অনেকগুলো ডার্ক কারণ কাজ করেছে, আজকে আমি এমনি WCW এর ১৮টি ডার্ক সিক্রেট তুলে ধরব। So Let's Start The Game!


18) The nWo Gimmick Was Stolen :

রেসলিং এর ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফ্যাকশন এর একটি হলো nWo, যে ফ্যাকশন লিড করতেন Hulk Hogan, Kevin Nash ও Scott Hall। এই বছর WWE এই ফ্যাকশনটিকে Hall Of
Fame ক্লাসিকে সম্মাননা দিবে। Eric Bischoff তার ক্যারিয়ারের অন্যতম বড় এচিভমেন্ট হিসাবে nWo এর ক্রিয়েশন মনে করেন। তবে আপনি জানলে অবাক হবেন এই ফ্যাকশনটি গিম্মিক আইডিয়া অন্যদের থেকে চুরি করা হয়েছিলো! সেই সময়ে একটি জাপানিজ প্রমোশন-ও nWo এর ডেবিউ এর মতো একটি স্টোরিলাইন তাদের প্রমোশনে করেছিলো, যেটা থেকে nWo এর গিম্মিক আইডিয়া চুরি বা কপি করা হয়।

17) The Company Did Not Want To Pay Bret Hart's Disability Insurance :

WCW এ Bret Hart এর আগমন সেই সময় খুব-ই বড় একটা ডিল ছিলো। তবে Bret Hart এর WCW যাত্রা ওতো বড় ছিলো না। Starrcade 1999 এ Bret Hart ও Goldberg এর মধ্যে WCW Heavyweight Championship এর জন্য ম্যাচ হয়। তবে এই ম্যাচে Bret এর উপর একটি ভয়াবহ বচ করেন Goldberg, যার কারণে Bret Hart এর রেসলিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। কন্ট্রাক্ট অনুযায়ী Bret এর ইঞ্জুরি ডিসএবেলিটি এর কারণে নানা ফ্যাসিলিটি ও ইন্সুইরেন্স পাওয়ার কথা থাকলেও WCW Bret Hart কে সেটা দেয়নি। এই সুবিধাটা এর আগে অন্য রেসলাররা পেলেও Bret Hart পাননি।

16) Wrestlers Were Essentially Allowed To Try And Injure Other Talent :

WCW এ নিয়ম কানুন, শৃঙ্খলা বলতে গেলে একেবারেই ছিলোনা, যে যা ইচ্ছা তা করতে পারতো। ধরে নেন, একটা কোম্পানির মালিক আপনি। তাইলে আপনার কোম্পানিতে যদি দুইজন কর্মী একে অপরের সাথে মারামারি করে অফিসের মধ্যে, তাইলে নিশ্চয় যেকোনো একজনকে আপনি শাস্তি দিবেন। তবে WCW এ এমনটা ভাবা হতো না। ব্যাকস্টেজে রেসলাররা একে অপরের সাথে ফাইট করলে, বাজেভাবে আঘাত করলে, অন্ধ করে ফেললেও তারা তাদের রেসলারদেরকে কিছুই বলতো না ও শাস্তি দিতো না। যেমন একবার Scott Steiner DDP কে প্রায় অন্ধ করে ফেলেছিলো, কিন্তু তাকে কিছুই বলা হয়নি।

15) Hogan & Sting Stole Other Wrestler's Merchandise Money : 

সাধারণত রেসলাররা তাদের বেতন এর পাশাপাশি মার্চেন্ডাইস সেলিং এর থেকেও ইনকাম করে থাকেন। তবে সেটা অবশ্যই নিজ নিজ মার্চেন্ডাইস থেকে ইনকাম করা উচিত। কিন্তু WCW এ Hogan ও Sting অন্যান্য রেসলারদের মার্চেন্ডাইস সেলিং এর টাকা থেকে একটি অংশ নিজেদের অংশে নিয়ে যেতেন। Hogan ও Sting দুইজন-ই অন্যান্য রেসলারদের মার্চেন্ডাইস সেলিং থেকে অর্থ চুরি করতেন৷ এমনটি-ই একবার জানিয়েছিলো GOAT Chris Jericho। তিনি একবার তার নিজের একশন ফিগার বানালেও পরবর্তীতে তিনি জানতে পারেন তার মার্চেন্ডাইস সেলিং থেকে Hogan - Sting টাকা নিয়ে যাচ্ছে।

14) Hiring Randy Savage's Brother :

১৯৯৪ সালে Randy Savage WCW এর সাথে কন্ট্রাক্ট সাইন করেন। তবে Macho Man কে ল্যান্ড করানোর জন্য WCW কে Randy Savage এর ভাইকে সাইন করতে হয়েছিলো। এইজন্য Lanny Poffo কে ৫ বছরের কন্ট্রাক্টে রাখা হয়। তিনি কোনো ম্যাচ না খেললে তাকে একটি সুন্দর বেতন দেওয়া হতো।

13) Bischoff Only Cared About Big Cities : 

সাধারণ প্রত্যেক রেসলিং প্রমোশন-ই বড় বড় শহরে তাদের রেসলিং বিজনেস ব্যাপক আকারে করতে চায় ও করতে থাকে। তবে এর পাশাপাশি ছোটো ছোটো শহরেও বিজনেস করতে হয় ও ছোটো ছোটো শহর থেকে সেই প্রমোশনের লাভার বের করে আনতে হয়। তবে Eric Bischoff কখনোই ছোট শহরগুলোতে নিয়ে ভাবতো না। সে বিগ বিগ ম্যাচ, কোয়ালিটিফুল ম্যাচ, টাইটেল চেঞ্জ এগুলো কেবল বড় বড় শহরের শো গুলোতে করতে চেতো। আর ছোটো ছোটো শহরের শো গুলাতে অদরকারি ম্যাচ, কম কোয়ালিটিফুল জিনিস বুক করতো।

12) Their Horrible HR Department :

Human Resource Department এর কাজ কি? কোম্পানির কর্মীগুলো তাদের সমস্যাগুলো এই ডিপার্টমেন্ট এ বলবেন, নানা অভিযোগ এই ডিপার্টমেন্ট এ জমা দিবেন ও ডিপার্টমেন্ট সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিবে। WCW এর-ও একসময় সেইরকম ডিপার্টমেন্ট ছিলো, কিন্তু তারা কখনোই সেটিকে ভালোভাবে ব্যবহার করেনি। WCW ডুবে যাওয়ার কয়েক বছর পর জানা যায়, বিভিন্ন বিদেশী ও ফিমেল রেসলাররা HR ডিপার্টমেন্ট এ তাদের সমস্যা, অভিযোগের কথা জানালেও সমাধান পেতো না।

11) The Last Minute Booking :

লাস্ট মিনিট ডিসিশন চেঞ্জ কি? অর্থাৎ কোনো কিছু নিয়ে পূর্বে বুকিং করা হলেও সব রেডি করা হলেও কয়েক মিনিট আগে ম্যাচের রেজাল্ট বা ডিসিশন চেঞ্জ করে দেওয়া। WWE তে Vince McMahon ফ্যানদের শক করার জন্য এটি করে থাকেন, তবে সেটা খুব কম করে থাকেন, বেশি করেন না। কিন্তু WCW শেষ মিনিট বুকিং প্রতিনিয়ত টানা করতে থাকতো। হোক তা পেই পার ভিউ, নাইলে লাইভ ইভেন্ট বা সাপ্তাহিক শো, তারা প্রতিনিয়ত শেষ মুহূর্তে এসে স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলতো। এমনকি রেসলাররা ম্যাচের চলাকালীন মধ্য সময়ে রেফারির কাছ থেকে সেই ম্যাচের রেজাল্ট, উইনার কে হবে সেটা জানতো।

10) The Hotline Scam :

৮০ ও ৯০ এর দশকে হটলাইন নাম্বার বেশি জনপ্রিয় ছিলো। আর WCW এই জনপ্রিয় জিনিসটাকে কাজে লাগিয়ে নিজেদের হটলাইন নাম্বার খুলেছিলো৷ যেটাতে লোকেরা কল দিয়ে ভিতরের ইনফরমেশন জানতে পারতো। তবে WCW হটলাইন নাম্বার এর জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো সেগুলো মিথ্যে প্রমাণিত হতো। এমনকি তারা একবার Ric Flair এর মৃত্যু নিয়ে একটু ভুয়া টিজমেন্ট করেছিলো।

9) The Spray Paint Lawsuit :

রেসলিং কোম্পানিগুলোর উপর সাধারণত মামলা পড়ে না, এই বিষয়ে তারা পরিষ্কার থাকে। তবে WCW এর উপর একবার মামলা করা হয়েছিলো, X - Pac এর কারণে। X - Pac একবার কয়েকজন ফ্যানের শরীরে রং দিয়ে পেইন্ট করেছিলো। যেটা সেই ফ্যানরা পছন্দ করেনি, তারা পাথর নিয়ে Kevin Nash এর উপর ছু্ঁড়ে মারেন, Nash X-Pac এর সাথেই ছিলো। পরবর্তীতে সেই কয়েকজন ফ্যান এই ব্যাপারে কোর্টে মামলা করে। যদিও কোর্টে দুই পক্ষের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যায়।

8) Hall And Nash's Effect On The Locker Room :

Kevin Nash ও Scott Hall WCW এ আসার কারণে WCW আরো উপভোগ্য, এন্টারটেইনিং ও হিউজ এটেনশন পেয়েছিলো। তবে এই দুইজন আসার পর লকার রুমে অস্বাভাবিক অবস্থা বিরাজ করে। এর কারণ কি? এই দুইজন ব্যাকস্টেজে সব সময় নিজেদের প্রভাব খাটাতো ও ক্রিয়েটিভ টিমের উপর পাওয়ার রাখতো। এই দুইজন আসার আগ পর্যন্ত ব্যাকস্টেজ কিংবা লকার রুমের অবস্থা ভালোই ছিলো। এমনকি Hall ও Nash অনেক সময় নিজেদের স্ট্রং দেখানোর জন্য নিউ সুপারস্টারদের বারি করতো।

7) Bischoff Spending Millions Unnecessarily :

WCW এর মালিক ছিলেন Ted Turner, যে কিনা বিলিয়ন ডলার অর্থের মালিক ছিলেন। যার কারণে তিনি Eric Bischoff কে যতো ইচ্ছা ততো টাকা খরচ করার পারমিশন দেন। তবে Eric অপ্রয়োজনীয় কারণে অতিরিক্ত খরচ করতেন। তিনি প্রায়-ই দামী দামী ডিনার পার্টি করতেন, nWo সদস্যদের কয়েক মাস পর পর-ই দামী দামী লিমো, গাড়ি উপহার দিতেন। WCW এর শেষের দিকে অর্থ সংকটে পড়ার অন্যতম কারণ হলো Eric এর অদরকারি অতিরিক্ত খরচ।

6) They Are Responsible For Ending The British Bulldog's Career :

৯০ এর দশকে বেশ জনপ্রিয় দিলেন British Bulldog। যার কারণে ১৯৯৮ সালে তাকে WCW এ আনা হয়। তবে রিটার্ন করার পর তিনি একটি ভয়াবহ ইঞ্জুরির শিকার হন। এই ঘটনাটা হয়েছিলো Fall Brawl পিপিভিতে। British Bulldog এর Ultimate Warrior এর সাথে ম্যাচ খেলার কথা ছিলো। Ultimate Warrior এন্ট্রেসের সময় একটি ট্রেপ দরজা ব্যবহার করেছিলেন। কিন্তু ব্যাকস্টেজে কর্মকর্তারা British Bulldog কে সেই ব্যাপারে জানায়নি, যার কারণে তিনি বাজে বাম্প এর শিকার হন ও প্রায় প্যারালাইজড হয়ে যান।

5) The Altercation Between Sid Vicious And Arn Anderson :

পূর্বেই বলেছি WCW এর রেসলারদের মধ্যে সহজেই রিয়্যাল লাইফ ফাইট হয়ে যেতো। এমনটাই হয়েছিলো Sid ও Arn এর মধ্যে, জার্মানিতে। এই দুইজন একটি বার এ ছিলেন। Arn Sid এর মুখ থেকে তার বন্ধু Ric Flair কে নিয়ে বাজে কথা শুনতে পান, যার কারণে তাদের মধ্যে রিয়্যাল লাইফ ফাইট হয়ে যায় ও বার এ থাকা সকলে Sid কে Arn এর উপর কাঁচি ব্যবহার করতে দেখে।

4) The Amount The Promotion Lost In Its Final Year :

২০০১ সালে WCW পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাদের ডুবে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো তারা শো গুলোতে পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারতাছিলো না। এমনকি তারা তাদের শেষ বছরে হিউজ পরিমাণের লস খেয়েছিলো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, WCW তাদের শেষ বছরে ৬০ মিলিয়ন ডলার লস খেয়েছিলো! যার কারণে Ted Turner WCW চালু রাখার থেকে WWE এর কাছে বিক্রি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

3) Broadcasters Changed In Public Bathrooms :

ব্রডকাস্টিং টিম প্রতিটি রেসলিং প্রমোশনের জন্য জরুরি উপাদান। ব্রডকাস্টিন টিম শো তে ফ্যানদের আকর্ষিত করে। তবে WCW এ ব্রডকাস্টারদের দাম দেওয়া হতো না। Eric Bischoff ব্রডকাস্টিং টিমকে লোকার রুমে জায়গা দিতে চেতেন না। অন্যরা বেশ ভালো ফ্যাসিলিটি উপভোগ করলেও ব্রডকাস্টিং টিমকে অবহেলা করা হতো। এমনকি সবার জন্য আলাদা বাথরুম থাকলেও ব্রডকাস্টারদের বাথরুম করার জন্য পাবলিক বাথরুমে লাইন ধরতে হতো।

2) The Amount Of Substance Abuse :

নেশা দ্রব্য কখনোই ভালো কিছু বয়ে আনে না। এটি একটি ব্যক্তি, দল বা গোষ্ঠীকে ধবংস করে দেয়। WWE এ সাধারণত নেশা দ্রব্য ব্যবহারে কড়া নিয়ম কানুন জারি করা হলেও WCW এ নেশা দ্রব্য নিয়ে কোনো নিয়ম কানুন ছিলো। রেসলাররা যে যার মতো ব্যাকস্টেজে ড্রাগ, স্টেরয়েড নিতেন, এমনকি ম্যাচের আগে তাদের চেক আপ-ও করা হতো না। ব্যাকস্টেজে অনেকেই রেসলারদের ড্রাগ, স্টেরয়েড নিতে দেখতো, তবে কেউ-ই পাত্তা দিতো না, এমনকি রেসলাররাও এসব নেশা দ্রব্য নেওয়ার সময় কিছু ভাবতো না, ভয় পেতো না।

1) The Way The Promotion Treated Certain Talent :

WCW এর বিরুদ্ধে কয়েকজন রেসলার পূর্বে কোর্টে মামলা করা হয়েছিলো। এর কারণ হলো তারা কালো, দেখতে সুন্দর না বলে তাদেরকে বাজেভাবে অসম্মান করা হতো, খারাপভাবে ট্রিট করা হতো। Harlem Heat একটি ভালো জনপ্রিয় ট্যাগ টিম ছিলো, যে টিমে Booker T ছিলেন, সে টিমকে রেসলিং গোলাম হিসাবে বুকিং দেওয়া হয়। একবার অনেকগুলো লাতিনো রেসলারদের কারণ ছাড়াই ফায়ার করা হয়। তারা জাপানিজ রেসলারদের সাথে এতোটাই দুর্ব্যবহার ও বাজে বুকিং দিতো যে সেইসব রেসলাররা WCW এর নাম শুনলেই ঘৃণা করতো। WCW তাদের নিজেদের ট্যালেন্টদের গুরুত্ব দিতো না, বাজে বুকিং দিতো। যার ফলে WWE সেই সব ট্যালেন্টেদের নিজেদের দলে ভিড়িয়ে বড় সড় স্টার বানিয়ে দিতো, যা WCW এর ভরাডুবির পিছনে অন্যতম বড় একটি কারণ।

এই ছিলো WCW এর ১৮টি ডার্ক সিক্রেটি। WCW এর ভরাডুবির পিছনে আরো বেশ কয়েকটা কারণ হয়েছে। তবে তাদের ভরাডুবির পিছনে সবচেয়ে বড় কারণ হলো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা খুব দুর্বল ও অশৃঙ্খল ছিলো। ব্যাকস্টেজে কর্মকর্তারা নিজেদের খুব বড় ভেবে নিজেদের কাজ ঠিক মতো করতো না, কোনো নিয়ম কানুন মানতো না। এমনকি বড় স্টারদের খুব বেশি ক্রিয়েটিভ পাওয়ার দেওয়া হতো, যার কারণে সেইসব স্টাররা তাদের পাওয়ার এর অপব্যবহার করতো। এছাড়া WCW তাদের নিজেদের ট্যালেন্টদের সাথে বেশ বাজে ব্যবহার করতো ও বাজে বুকিং দিতো। ফলে এসব ট্যালেন্টরা WWE এ চলে যায় ও WWE WCW এর অবহেলিত রেসলারদের অনেক বড় সুপারস্টার বানিয়ে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো Stone Cold Steve Austin ও The Undertaker!

• লেখক ঃ Nazim Uddinthethings.com

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!