আপনারা হয়তো সবাই জানেন যে WWE -এর 2K সিরিজের লেটেস্ট ভিডিও গেম হচ্ছে WWE 2K15। প্রতিবারকার মতো এই গেমটাও যোশ হবে সে ব্যাপারে কোন সন্দেহ নাই। এই গেমটিকেই আডভারটাইজ করার জন্য স্টিং-এর সাথেও WWE কন্টাক্ট সাইন করেছিল এবং এর কভারে জন সিনাকে রাখা হয়। 

যাইহোক আজকে আমি এই গেমটার ডেমো হিসাবে র‍্যান্ডি অরটনের এন্ট্রান্স ভিডিও -এর লিঙ্ক দেব। এই ভিডীওটা দেখলেই বুঝতে পারবেন যে, গেমটা কত উন্নত এবং আসলের সাথে এর কতটা মিল আছে। এই ভিডীওতে সুধুমাত্র এন্ট্রান্সটা দেখানো হয়েছে এবং ভিডিওটা দেখলে বুজতে পারবেন যে গেমেও অরটনের অপনেন্ট হল জন সিনা যে আগে থেকেই রিঙ্গে দাঁড়িয়ে ছিল- 



সাপোর্টেড ডিভাইসঃ- পিসি ইউসারদের জন্য আবারও দুঃখের খবর কারন গেমটা এখনও পর্যন্ত পিসি-এর জন্য তৈরি নয়। এটা শুধুমাত্র PS3, PS4, 360 এবং  XBox ONE -এর জন্য পাওয়া যাবে। হয়তো ভবিষ্যতে এটার জন্য পিসি ভার্সন তৈরি হবে কিন্তু এখন এটা পাওয়া সম্ভব নয়। 

ভিডিও ডাউনলোড লিঙ্কঃ- ভিডিওটা যদি দেখতে না পান বা দেখতে কোনপ্রকারের সমস্যা হয় তাহলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন- 
(ডাউনলোড করার জন্য স্ক্রিনের ডানদিকের Download links-এর নিচে থাকা লিঙ্ক গুলির মধ্যে থেকে আপনার পছন্দের ফরম্যাটে ক্লিক করুন। "More" -এ ক্লিক করলে আরও ভিডীও ফরম্যাট পাওয়া যাবে।)

WWE 2K15: ডেমো এন্ট্রান্স ভিডিও এবং ডিটেইলস।


◘ ডেনিয়েল ব্রায়েনের আরেকটা সার্জারি প্রয়োজন। এটা হতে আরো ৩ মাসের মত সময় লাগতে পারে।


◘ WWE তে ব্যাক করতে চাইলেও কার্ট আ্যাঙ্গেলকে রিটার্ন করাতে ইচ্ছুক না ত্রিপল এইচ!! ( পাগল নাকি? ) 

◘ সামারস্ল্যামের আগের "র" তে হাল্ক হোগেনকে "Party's Over Grandpa" এই কথাটা বলায় ব্রকের উপর নাখোশ হোগেন। তিনি বলেছেন এটা স্ক্রিপ্টেড ছিল না।

◘ TNA থেকে চলে আসার পর WWE তে ব্যাক করতে চাইছিলেন বুলি রে। কিন্তু ডিভোন কে ছাড়া তাকে রিটার্ন করাতে চায় না WWE!!

◘ ক্রিশ জেরিকো তার একটা ইন্টার্ভিউ তে বলেছেন সিনা কখোনোই হিল টার্ন করবে না। WWE আর WH টাইটেল উইনিফাই করে নতুন চ্যাম্পিয়নশিপ করায় খুশি জেরিকো। তার মতে একজন টপ চ্যাম্পিয়ন থাকা উচিৎ। বেশি চ্যাম্পিয়নশিপ থাকলে রেসলিংকে বক্সিং এর মত দেখায়।


◘ EC3 বলেছে WWE থেকে রিলিজ হওয়ার পর TNA তে এসে সে সাফল্যের মুখ দেখতে পেরেছে।


◘ Christy Hemme বলেছে যে সে ৬ মাস যাবৎ গর্ভবতী। তাই সে TNA থেকে লিভ নিবে।


◘ রেসোম্যানিয়ার পর WWE WH টাইটেলের জন্য রিম্যাচ পাওয়ার কথা ছিল রেন্ডির। কিন্তু সে এখনো এটা পায় নি, তাই এখন সে টাইটেল শট পেতে ইচ্ছুক।


◘ মুভির জন্য কিছুদিনের লিভ নিবে ডীন এমব্রোস


◘ নতুন মুভি করছেন হাল্ক হোগেন


◘ বিগ শোর চুক্তি ২০১৮ সাল পর্যন্ত রিনিউ করা হয়েছে।

◘ ডেনিয়েল ব্রায়েন চায় ব্রক লেসনারের সাথে টাইটেল ম্যাচ খেলতে। (আগে ভাঙ্গা ঘাড় ঠিক করো)


◘ NOC এর পর রিটার্ন করতে পারেন বাতিস্তা। রিটার্নের পর ব্রকের সাথে ফিউডে জড়াতে পারেন তিনি।


◘ এক সপ্তাহ পর NXT এর নতুন GM এর নাম ঘোষণা করা হবে।



Credit: Dewan Farhan Nadeem

☻WWE -এর 14টা লেটেস্ট কিছু নিউজ এবং রিউমর...।


◘ আজকের স্মাকডাউন শুরু হয় অরটনের একটা প্রোমোর মাধ্যমে। রোমান রেইন্স কে উদ্দেশ্য করে এই প্রোমোতে অরটন বলে যে, সামারস্লাম হল শুধুমাত্র একটা লড়াই! সে আরও বলে যে আজকের ম্যাচে সে RVD -এর সঙ্গে যা করবে তাতে বোঝা যাবে যে সে কি কি করতে পারে।

♠ Seth Rollins vs. Jack Swagger

এটা একটা ভালোই ম্যাচ ছিল। রলিন্স, স্বাগারকে আপ্রোনে একটা Curb Stomp দেয় এবং স্বাগার ফ্লোরে পড়ে যায় এবং আর উঠতে না পারায় রলিন্স কাউন্ট আউটে জিতে যায় ম্যাচটা। এরপর আগের দিনের "র" এর মতোনই আজকেও বো ড্যালাস আসে এবং একটা মোটিভেশনাল স্পিচ দেয় স্বাগারকে নিয়ে। :p

♥ Winner : Seth Rollins (via Count Out)

◘ এরপর ব্যাকস্টেজে মিজ, কর্পোরেট কেইনকে বলে যে তার আরও একটা Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচ চায়, তখন কেইন বলে যে তাকে আর এমনি এমনি চান্স দেওয়া হবে না, যদি সে ম্যাচ চায় তাহলে সেটা তাকে কামিয়ে নিতে হবে। এবং তারপর মিজ vs. রোমান ম্যাচটা আজকের জন্নে ফিক্স হয়।

♠ Rusev vs. Sin Cara

♥ Winner : Rusev (খুব সহজেই জিতে নেয়)


♠ Randy Orton vs. Rob Vam Dam

♥ Winner : No-Contest

◘ তাদের যুদ্ধ আসলে থামেইনি! ম্যাচটা নো-কন্টেস্টে শেষ হয়। ম্যাচের পরে অরটন ব্যারিকেডের উপর থেকে RVD -কে DDT মারে। তারা আবার রিঙ্গে যায়, এবং অরটন চেয়ারের উপর RVD কে একটা জোরদার RKO মারে। আসলে ম্যাচের থেকে বেশিক্ষণ স্থায়ী ছিল ম্যাচের পরের লড়াইটা।

♠ Paige vs. Natalya

এটা ছিল "র" -এর রিম্যাচ। এজে লি আসে এবং ডিভাস চ্যাম্পিয়নশিপটাকে চুরি করে নিয়ে পালায়। পেজ তাকে ধরার জন্য গেলে নিজেই ধরা পড়ে যায় Natalya -এর দেওয়া শার্পশুটারে এবং শেষপর্যন্ত হার মেনে নেয়।

♥ Winner : Natalya

♠ Stardust & Goldust vs. Luke Harper & Eric Rowan

এই দুই ডাস্ট একের পর এক জয় পেয়ে যাচ্ছে, মনে হয় Night of Champions -এর তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ পাবে। ম্যাচের পড়ে ওইয়াট ফ্যামিলি তাদেরকে ভালোভাবে ধোলাই দেয়।

♥ Winner : Stardust & Goldust

♠ Roman Reigns vs. The Miz


এটা মোটেও একটা খুব ভালো ম্যাচ ছিল না। অরটন আসে, এবং রেইন্সও স্পিয়ার করে মিজকে। এবং অরটন এবং রেইন্স -এর মাঝে তখন ঝগড়া লেগে যায়। অরটন সুযোগ পেয়ে একটা চিয়ার নিয়ে আসে কিন্তু রেইন্স তাকে একটা সুপারম্যান পাঞ্চ দিতে সক্ষম হয় এবং এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয় রোমান রেইন্সের মাধ্যমে।
♥ Winner : Roman Reigns

☻SmackDown রেজাল্ট, ২০ আগস্ট, ২০১৪

◘ আজকের Raw শুরু হয় ড্যানিয়েল ব্রায়েন এর মিউজিক দিয়ে, কিন্তু তার বদলে স্টেফনি আসে এবং দর্শকদেরকে বোকা বানায়। সে ফ্যান দেরকে ধন্যবাদ জানায় "স্টেফ" চ্যান্টের জন্য এবং আনাউন্স করে যে ব্রক লেস্নার আজকে একটা নতুনভাবে ডিজাইন করা WWE চ্যাম্পিয়নশিপ বেল্ট পাবে। স্টেফনি জন সিনার দ্রুত রিটার্নের ব্যাপারে উইশ করে এবং বলে যে ব্রি বেলা হল সবথেকে বড়ো লুসার। এবং সে ট্রিপল এইচকে ধন্যবাদ জানায় তার সঙ্গে থাকার জন্য তাকে এত সাহায্য করার জন্য।

 এরপর স্টেফনি, নিক্কিকে ইন্ট্রোডিউস করে। নিক্কি আসে এবং বলে যে ব্রি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে বলে যে তারা নামে বেলা টুইন্স থাকলেও কামে প্রধান ছিল ব্রি বেলা, এবং আরও বলে যে তার হারের কারন ছিল তার স্বামী জাকে নিক্কি একটা "Little Troll" নামে ডাকে। এরপর ব্রি আসে এবং নিক্কিকে শোধায় যে কেন সে এটা করলো, কারন সে তাদের ফ্যামিলিকে নষ্ট করছে। ব্রি বললো যে, সে তাকে আগের রাতের জন্য ক্ষমা করে দিতে পারে, কিন্তু নিক্কি চমকে যায় এবং ব্রি কে একটা থাপ্পর মারে। সে বলে যে ব্রি কে কোনদিনও ক্ষমা করবে না এবং ব্রি কাদতে কাদতে ব্যাক্সটেজে চলে যায়।


♠ The Wyatt Family vs Big Show & Mark Henry

হেনরি, হারপারকে কর্নারে নিয়ে গিয়ে মারে এবং শো এরপর তাকে স্কুপ স্লাম মারে। তারপর সে হারপারকে ঘুসি মারে এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে। এরপর রোয়ান বিগ শোকে ধোলায় দেয়। রোয়ান তাকে স্কুপ স্লাম দেয় কিন্তু শো তাকে নক আউট করে দেয় এবং ফাইনালি মার্ককে ট্যাগ দেয়। শো আবার আসে এবং এবার হারপারকে এবং তারপর রোয়ানকে নক আউট করে এবং শেষে হেনরি একটা World’s Strongest Slam -এর মাধ্যমে জয় লাভ করে।

♥ Winners – Big Show & Mark Henry



◘ মিজকে ব্যাকস্টেজে, জিগ্লার -এর সঙ্গে দেখা যায় এবং রিক ফ্লেয়ার আজকে তাদের রিম্যাচের ব্যাপারে কথা বলছে, মিজ বলে যে A-লিস্টার আজকে আবার তার টাইটেল ফেরত পাবে। এরপর জিগ্লার মিজের আটিটিউট দেখে হাসে এবং বলে এই টাইটেলটা তার এবং মিজ হল আসলে একটা A-hole, যেটা রিক ফ্লেয়ারকেও হাসিয়ে দেয়! কারন সে মিজকে আসলে Ash*le বলেছে।


♠ Natalya vs Paige

♥Winner – Natalya

◘এজে আসে এবং পেজকে বলে যে সে তাকে ভালোবাসে এবং রেস্পেক্ট করে এবং বলে যে সবকিছু ভুলে হান্ডশেক করতে চায়। এবং এরপর তাকে ধাওয়া করে এবং তার উপর হাসে।

◘ এরপর অথরিটি রিঙ্গে আসে ব্রক লেসনারকে চ্যাম্পিয়নশিপ তুলে দিবার জন্য। এরপর ব্রক এবং পল রিঙ্গে আসে এবং তারা হ্যান্ডশেক করে। পল হেইম্যান বলে যে তাদের নতুন চ্যাম্পিয়ন হল ব্রক লেস্নার এবং আজকে জন সিনা এখানে অনুপস্থিত কারন ব্রক আগের দিন তাকে conquere করেছে। এবং তারা অবশ্যই সিনাকে ক্রেডিট দিচ্ছে কারন সে কুইট করেনি, কিন্তু এরফলে তাকে অনেক মার সহ্য করতে হয়েছে এবং ফাইনালি ব্রক তার চ্যাম্পিয়নশিপ পেয়ে যায়। হেইম্যান বলে জনতা সিনাকে ভালোবাসে কারন সে অনেক মার খায় এবং তারপরেও কামব্যাক করে। সে আরও বলে যে তার কাছে সময় থাকলে সে সিনাকেও হেইম্যান গাই বানিয়ে ফেলতো! সে বলে যে ব্রক সিনার ব্যাপারে কেয়ার করে না কারন সে আন্ডারটেকারকেও একইভাবে হারিয়েছিল এবং এবং ভবিষ্যতেও যারা ব্রককে চ্যালেঞ্জ করবে তাদের জন্যও একি ঘটনা অপেক্ষা করে আছে  ‘eat, sleep,suplex, repeat’ এবং ‘eat, sleep, conquer… John Cena.’


♠ Intercontinental Championship : The Miz vs Dolph Ziggler (c)

জিগ্লার, মিজকে তার হেডলক-এ আটকিয়ে রাখে কিন্তু মিজ এটা ভেঙ্গে দেয়। এবং তারপর সে তার হাঁটুতে কিক করে এবং তাকে রিংপোস্টের দিকে ঠেলে দেয়। ব্রেক থেকে ফিরে এসে দেখি যে জিগ্লার একটা নিয়ারফল পায় রোল-আপের মাধ্যমে। তাদের মধ্যে অসাধারণ ফাইট চলতে থাকে। একসময় তারা দুজনেই রিঙ্গের বাইরে চলে আসে। জিগ্লার মিজকে আপ্রনে স্লাম করে, এরপর জিগ্লার তাকে কয়েকবার কিক মারে কিন্তু মিজ তাকে কাউন্টার করে জিগ্লারকে আপ্রনে নক আউট করে দেয়, তখন বুজতেই পারেনি যে রেফারি কাউন্ট করছিল। এরপর রেফারি কাউন্ট আউটের মাধ্যমে জিগ্লারকে বিজয়ি হিসাবে ঘোষণা করে দেয়। মিজ চটে যায় এবং জিগ্লারকে ব্যারিকেড ও আপ্রনে মারতে থাকে এবং তাকে রিঙ্গের ভিতরে ছুরে ফেলে। কিন্তু তারপর জিগ্লার তাকে একটা জিক-জ্যাক দিয়ে দেয় এবং তাকে রিঙ্গে রেখে চলে যায়।

♥ Winner (by countout) – Dolph Ziggler

◘ জ্যাক সোয়াগার, রিনি ইওংকে বলে যে তার কাছে সামারস্লামে একটা দারুন সুযোগ ছিল কিন্তু সে সেটাকে কাজে লাগাতে পারেনি। সে তার দেশের হয়ে লড়তে চায় এবং “We The People” মানে বোজায় সে কুইট করবে না এবং আবারও তার সঙ্গে লড়বে এবং তাদের ফাইট চালিয়ে যাবে।


♠ Jack Swagger vs Cesaro

সিজারো আজকে স্বাগারের আহত পাঁজরের হারকে টার্গেট করে এবং তাতে অনেকবার আঘাত করে। তাদের মধ্যে একটা ভালো ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে সিজারো, স্বাগারের পাঁজরের হাড়ে তার হাঁটু দিয়ে মারতেই থাকে। এরপর সে স্বাগারকে কিক মারার চেষ্টা করলে স্বাগার তার পা ধরে নেয় এবং Patriot Lock প্রয়োগ করে কিন্তু সিজারো এটাকে ছাড়িয়ে দেয় । এরপর স্বাগার আবারও একই লক প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু সিজারো এটাকে কাউন্টার করে স্বাগারকে একটা জোরদার Neutralizer দেয় এবং ম্যাচটা জিতে নেয়।

♥ Winner – Cesaro

◘ বো ড্যালাস আসে এবং বলে যে ৩৮০ মিলিয়ন অ্যামেরিকান স্বাগারের ফলে সামারস্লামে অপমানিত হয়েছে।
এবং স্বাগার আজকেও হেরেছে, এবং তার সাথেই তার ম্যানেজারকেও হারিয়েছে। সে আরও বলে, যে স্বাগার তার রেস্পেক্ট এবং মর্যাদা হারিয়ে ফেলেছে এবং তাকে এখন শুধু একটাই জিনিস করতে হবে এবং সেটা হল - BO-LIEVE।


♠ Roman Reigns, Sheamus & Rob Van Dam vs Randy Orton & Rybaxel

শেমাসকে রাইবাক্সেল এবং অরটন মিলে অ্যাটাক করে, কিন্তু তারপরেই সে অরটনকে rolling senton দিয়ে হিট করে, এরপর RVD তাকে রোলিং থান্ডার দেয়। এরপর ব্রেক হয়, ব্রেকের পরে দেখা যায় যে শেমাস, রাইব্যাকের বুকে ১০ বার আঘাত করছে। এরপর আক্সেল তাকে কিক মারে এবং অরটন তাকে রিঙ্গেই বাইরে ফেলে দেয়। এইভাবে তাদের খেলা চলতে থাকে এবং ফাইনালি রোমান ট্যাগ পায়। সে আক্সেলকে কয়েকবার ক্লোথলাইন দেয় এবং একটা সুপারম্যান পাঞ্ছ দিয়ে কাবু করে দেয়, এরপর সে রাইব্যাককেও আপ্রনে সুপারম্যান পাঞ্চ দেয় এবং স্পিয়ারের জন্য রেডি হয়। অরটোন সেইসময় ছুটে আসে এবং তাকে একটা ব্যাক-ব্রেকার দেয়। এরপর রেইন্স RVD কে ট্যাগ দেয়। এরপর ম্যাচে শেমাস এবং অরটোন দুজনেই জরিয়ে পরে এবং তারা একে অপরকে নিজেদের ফিনিশিং মুভ দিয়ে হিট করে এবং তারপর রেইন্স তার স্পিয়ার দিতে সক্ষম হয়। তারপর আক্সেল রেইন্সকে রিংপোস্টে ছুরে দেয়, কিন্তু RVS তাকে স্পিন কিক মারে এবং তারপর Five Star Frog Splash দিয়ে ম্যাচটা জিতে নেয়।

♥ Winners – Roman Reigns, Sheamus & Rob Van Dam


♠ The Usos vs Goldust & Stardust

Jey এবং গোল্ডডাস্ট একে অপরকে পাঞ্চ মারতে থাকে, জিমি টপ রোপ শোল্ডার ব্লক হিট করে। এরপর Jey তাকে ম্যাটের উপর স্লাম করে। জিমি, স্টারডাস্টকে একটা side suplex দেয় এবং তাকে আবার স্লাম করে একটা হ্যামার লক আপ্লাই করে। কিন্তু একটা সান্সেট ফ্লিপ পিনফলের মাধ্যমে ম্যাচটা জিতে নেয় যেটা ছিল আজকের বড় একটা আপ্সেট।

♥ Winners – Stardust & Goldust

◘ লানা এবং রুসেভ আসে এবং তাদের সামারস্লামের জয়ের ব্যাপারে বলে। তারপর লানা তার ডাইলগ কন্টিনিউ করে গেল যতক্ষণ না পর্যন্ত মার্ক হেনরি তাদেরকে বাধা দিল। তারপর সে একটা প্রোমো কাটলো অ্যামেরিকার প্রাউড এর ব্যাপারে। হেনরি বলে যে এটা তার দেশ এবং সে রানাকে চুপ করতে বলে। হেনরি বলে যে, রুসেভ এবার Hall of Pain -এর ট্যুরে যাবে। রুসেভ প্রথমে হেনরিকে মারতে পেল কিন্তু হেনরি তার দেওয়া কিকটাকে থামালো এবং একটা World’s Strongest Slam এবং তারপর রানিং স্প্লাশ মারলো।

◘ এরপরের ম্যাচ হবে ডিন আম্ব্রোস vs. সেথ রলিন্স। দর্শকদের মধ্যে থেকে একটা ভোট হল যার সাহায্যে তাদের ম্যাচের নিয়ম বাছা হবে। ভোটে জিতলো Falls Count Anywhere। 

♠ Dean Ambrose vs Seth Rollins (Falls Count Anywhere)

এদের ম্যাচ সবসময় জমজমাট হয়। যাইহোক এই ম্যাচে কেন ছিল সেথ রলিন্সের সাহায্যের জন্য। ম্যাচের একসময়, রলিস্ন টেবিলের উপর আম্ব্রোসকে Curb Stomp দেবার জন্য সেট আপ করে। কিন্তু আম্রোস কাউন্টার করে এবং রলিন্সকেই টেবিলের মধ্য দিয়ে সুপারপ্লেক্স দিয়ে দেয়।

এরপর আম্ব্রোস, সেথ এবং কেন দুজনকেই তার সুইসাইড ড্রাইভের মাধ্যমে কাবু করে ফেলে। Dirty Deeds -এর মাধ্যমে রলিন্সকে প্রায় ফিনিশ করে দেয় ডিন, কিন্তু কেন তাকে টেনে সরিয়ে দেয় রেফারি কাউন্ট করার আগেই। আম্ব্রোস কাউন্টার করে এবং কেনকে স্টিল স্টেপে ছুড়ে মারে। এরপর সেথকে আবার সে জনতার মধ্যে ফেলে দেয় এবং তারপরে আম্ব্রোস আনাউন্স টেবিলের কাছে গেলে This is awesome চ্যান্ট শোনা। কিন্তু এরপর কেন আম্ব্রোসকে আনাউন্স টেবিলের উপর চোকস্লাম মারে, কিন্তু প্রথমবারে টেবিলটা ভাঙ্গে না। এরপর রলিন্স তাকে Curb Stomp দেয়। এরপর কেইন একটা সিন্ডার ব্লক নিয়ে আসে এবং রলিন্স তার উপর আম্ব্রোসকে আবার Curb Stomp মারে এবং সেটাকে টুকরো টুকরো করে ফেলে।

রেফারি সাহায্যের জন্য লোক ডাকে এবং দেখে ডিন আর রেসপন্স করছে না, তখন সেথ কে জিতিয়ে দেওয়া হয় এবং দারুন একটা ম্যাচের মাধ্যমে আজকের "র" শেষ হয়।


♥ Winners – Seth Rollins

☻WWE Raw রেজাল্ট, ১৮ আগস্ট ২০১৪

আজকের Raw শুরু হয় ড্যানিয়েল ব্রায়েন এর মিউজিক দিয়ে, কিন্তু তার বদলে স্টেফনি আসে এবং দর্শকদেরকে বোকা বানায়। সে ফ্যান দেরকে ধন্যবাদ জানায় "স্টেফ" চ্যান্টের জন্য এবং আনাউন্স করে যে ব্রক লেস্নার আজকে একটা নতুনভাবে ডিজাইন করা WWE চ্যাম্পিয়নশিপ বেল্ট পাবে। স্টেফনি জন সিনার দ্রুত রিটার্নের ব্যাপারে উইশ করে এবং বলে যে ব্রি বেলা হল সবথেকে বড়ো লুসার। এবং সে ট্রিপল এইচকে ধন্যবাদ জানায় তার সঙ্গে থাকার জন্য তাকে এত সাহায্য করার জন্য।

এরপর স্টেফনি, নিক্কিকে ইন্ট্রোডিউস করে। নিক্কি আসে এবং বলে যে ব্রি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে বলে যে তারা নামে বেলা টুইন্স থাকলেও কামে প্রধান ছিল ব্রি বেলা, এবং আরও বলে যে তার হারের কারন ছিল তার স্বামী জাকে নিক্কি একটা "Little Troll" নামে ডাকে। এরপর ব্রি আসে এবং নিক্কিকে শোধায় যে কেন সে এটা করলো, কারন সে তাদের ফ্যামিলিকে নষ্ট করছে। ব্রি বললো যে, সে তাকে আগের রাতের জন্য ক্ষমা করে দিতে পারে, কিন্তু নিক্কি চমকে যায় এবং ব্রি কে একটা থাপ্পর মারে। সে বলে যে ব্রি কে কোনদিনও ক্ষমা করবে না এবং ব্রি কাদতে কাদতে ব্যাক্সটেজে চলে যায়।

♠ The Wyatt Family vs Big Show & Mark Henry

হেনরি, হারপারকে কর্নারে নিয়ে গিয়ে মারে এবং শো এরপর তাকে স্কুপ স্লাম মারে। তারপর সে হারপারকে ঘুসি মারে এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে। এরপর রোয়ান বিগ শোকে ধোলায় দেয়। রোয়ান তাকে স্কুপ স্লাম দেয় কিন্তু শো তাকে নক আউট করে দেয় এবং ফাইনালি মার্ককে ট্যাগ দেয়। শো আবার আসে এবং এবার হারপারকে এবং তারপর রোয়ানকে নক আউট করে এবং শেষে হেনরি একটা World’s Strongest Slam -এর মাধ্যমে জয় লাভ করে।

♥ Winners – Big Show & Mark Henry

◘ মিজকে ব্যাকস্টেজে, জিগ্লার -এর সঙ্গে দেখা যায় এবং রিক ফ্লেয়ার আজকে তাদের রিম্যাচের ব্যাপারে কথা বলছে, মিজ বলে যে A-লিস্টার আজকে আবার তার টাইটেল ফেরত পাবে। এরপর জিগ্লার মিজের আটিটিউট দেখে হাসে এবং বলে এই টাইটেলটা তার এবং মিজ হল আসলে একটা A-hole, যেটা রিক ফ্লেয়ারকেও হাসিয়ে দেয়! :D কারন সে মিজকে আসলে Ash*le বলেছে।

♠ Natalya vs Paige

♥Winner – Natalya

◘এজে আসে এবং পেজকে বলে যে সে তাকে ভালোবাসে এবং রেস্পেক্ট করে এবং বলে যে সবকিছু ভুলে হান্ডশেক করতে চায়। এবং এরপর তাকে ধাওয়া করে এবং তার উপর হাসে।

◘ এরপর অথরিটি রিঙ্গে আসে ব্রক লেসনারকে চ্যাম্পিয়নশিপ তুলে দিবার জন্য। এরপর ব্রক এবং পল রিঙ্গে আসে এবং তারা হ্যান্ডশেক করে। পল হেইম্যান বলে যে তাদের নতুন চ্যাম্পিয়ন হল ব্রক লেস্নার এবং আজকে জন সিনা এখানে অনুপস্থিত কারন ব্রক আগের দিন তাকে conquere করেছে। এবং তারা অবশ্যই সিনাকে ক্রেডিট দিচ্ছে কারন সে কুইট করেনি, কিন্তু এরফলে তাকে অনেক মার সহ্য করতে হয়েছে এবং ফাইনালি ব্রক তার চ্যাম্পিয়নশিপ পেয়ে যায়। হেইম্যান বলে জনতা সিনাকে ভালোবাসে কারন সে অনেক মার খায় এবং তারপরেও কামব্যাক করে। সে আরও বলে যে তার কাছে সময় থাকলে সে সিনাকেও হেইম্যান গাই বানিয়ে ফেলতো! সে বলে যে ব্রক সিনার ব্যাপারে কেয়ার করে না কারন সে আন্ডারটেকারকেও একইভাবে হারিয়েছিল এবং এবং ভবিষ্যতেও যারা ব্রককে চ্যালেঞ্জ করবে তাদের জন্যও একি ঘটনা অপেক্ষা করে আছে  ‘eat, sleep,suplex, repeat’ এবং ‘eat, sleep, conquer… John Cena.’

♠ Intercontinental Championship
The Miz vs Dolph Ziggler (c)

জিগ্লার, মিজকে তার হেডলক-এ আটকিয়ে রাখে কিন্তু মিজ এটা ভেঙ্গে দেয়। এবং তারপর সে তার হাঁটুতে কিক করে এবং তাকে রিংপোস্টের দিকে ঠেলে দেয়। ব্রেক থেকে ফিরে এসে দেখি যে জিগ্লার একটা নিয়ারফল পায় রোল-আপের মাধ্যমে। তাদের মধ্যে অসাধারণ ফাইট চলতে থাকে। একসময় তারা দুজনেই রিঙ্গের বাইরে চলে আসে। জিগ্লার মিজকে আপ্রনে স্লাম করে, এরপর জিগ্লার তাকে কয়েকবার কিক মারে কিন্তু মিজ তাকে কাউন্টার করে জিগ্লারকে আপ্রনে নক আউট করে দেয়, তখন বুজতেই পারেনি যে রেফারি কাউন্ট করছিল। এরপর রেফারি কাউন্ট আউটের মাধ্যমে জিগ্লারকে বিজয়ি হিসাবে ঘোষণা করে দেয়। মিজ চটে যায় এবং জিগ্লারকে ব্যারিকেড ও আপ্রনে মারতে থাকে এবং তাকে রিঙ্গের ভিতরে ছুরে ফেলে। কিন্তু তারপর জিগ্লার তাকে একটা জিক-জ্যাক দিয়ে দেয় এবং তাকে রিঙ্গে রেখে চলে যায়।

♥ Winner (by countout) – Dolph Ziggler

◘ জ্যাক সোয়াগার, রিনি ইওংকে বলে যে তার কাছে সামারস্লামে একটা দারুন সুযোগ ছিল কিন্তু সে সেটাকে কাজে লাগাতে পারেনি। সে তার দেশের হয়ে লড়তে চায় এবং “We The People” মানে বোজায় সে কুইট করবে না এবং আবারও তার সঙ্গে লড়বে এবং তাদের ফাইট চালিয়ে যাবে।

♠ Jack Swagger vs Cesaro

সিজারো আজকে স্বাগারের আহত পাঁজরের হারকে টার্গেট করে এবং তাতে অনেকবার আঘাত করে। তাদের মধ্যে একটা ভালো ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে সিজারো, স্বাগারের পাঁজরের হাড়ে তার হাঁটু দিয়ে মারতেই থাকে। এরপর সে স্বাগারকে কিক মারার চেষ্টা করলে স্বাগার তার পা ধরে নেয় এবং Patriot Lock প্রয়োগ করে কিন্তু সিজারো এটাকে ছাড়িয়ে দেয় । এরপর স্বাগার আবারও একই লক প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু সিজারো এটাকে কাউন্টার করে স্বাগারকে একটা জোরদার Neutralizer দেয় এবং ম্যাচটা জিতে নেয়।

♥ Winner – Cesaro

◘ বো ড্যালাস আসে এবং বলে যে ৩৮০ মিলিয়ন অ্যামেরিকান স্বাগারের ফলে সামারস্লামে অপমানিত হয়েছে।
এবং স্বাগার আজকেও হেরেছে, এবং তার সাথেই তার ম্যানেজারকেও হারিয়েছে। সে আরও বলে, যে স্বাগার তার রেস্পেক্ট এবং মর্যাদা হারিয়ে ফেলেছে এবং তাকে এখন শুধু একটাই জিনিস করতে হবে এবং সেটা হল - BO-LIEVE।

♠ Roman Reigns, Sheamus & Rob Van Dam vs Randy Orton & Rybaxel

শেমাসকে রাইবাক্সেল এবং অরটন মিলে অ্যাটাক করে, কিন্তু তারপরেই সে অরটনকে rolling senton দিয়ে হিট করে, এরপর RVD তাকে রোলিং থান্ডার দেয়। এরপর ব্রেক হয়, ব্রেকের পরে দেখা যায় যে শেমাস, রাইব্যাকের বুকে ১০ বার আঘাত করছে। এরপর আক্সেল তাকে কিক মারে এবং অরটন তাকে রিঙ্গেই বাইরে ফেলে দেয়। এইভাবে তাদের খেলা চলতে থাকে এবং ফাইনালি রোমান ট্যাগ পায়। সে আক্সেলকে কয়েকবার ক্লোথলাইন দেয় এবং একটা সুপারম্যান পাঞ্ছ দিয়ে কাবু করে দেয়, এরপর সে রাইব্যাককেও আপ্রনে সুপারম্যান পাঞ্চ দেয় এবং স্পিয়ারের জন্য রেডি হয়। অরটোন সেইসময় ছুটে আসে এবং তাকে একটা ব্যাক-ব্রেকার দেয়। এরপর রেইন্স RVD কে ট্যাগ দেয়। এরপর ম্যাচে শেমাস এবং অরটোন দুজনেই জরিয়ে পরে এবং তারা একে অপরকে নিজেদের ফিনিশিং মুভ দিয়ে হিট করে এবং তারপর রেইন্স তার স্পিয়ার দিতে সক্ষম হয়। তারপর আক্সেল রেইন্সকে রিংপোস্টে ছুরে দেয়, কিন্তু RVS তাকে স্পিন কিক মারে এবং তারপর Five Star Frog Splash দিয়ে ম্যাচটা জিতে নেয়।

♥ Winners – Roman Reigns, Sheamus & Rob Van Dam

♠ The Usos vs Goldust & Stardust

Jey এবং গোল্ডডাস্ট একে অপরকে পাঞ্চ মারতে থাকে, জিমি টপ রোপ শোল্ডার ব্লক হিট করে। এরপর Jey তাকে ম্যাটের উপর স্লাম করে। জিমি, স্টারডাস্টকে একটা side suplex দেয় এবং তাকে আবার স্লাম করে একটা হ্যামার লক আপ্লাই করে। কিন্তু একটা সান্সেট ফ্লিপ পিনফলের মাধ্যমে ম্যাচটা জিতে নেয় যেটা ছিল আজকের বড় একটা আপ্সেট।

♥ Winners – Stardust & Goldust

◘ লানা এবং রুসেভ আসে এবং তাদের সামারস্লামের জয়ের ব্যাপারে বলে। তারপর লানা তার ডাইলগ কন্টিনিউ করে গেল যতক্ষণ না পর্যন্ত মার্ক হেনরি তাদেরকে বাধা দিল। তারপর সে একটা প্রোমো কাটলো অ্যামেরিকার প্রাউড এর ব্যাপারে। হেনরি বলে যে এটা তার দেশ এবং সে রানাকে চুপ করতে বলে। হেনরি বলে যে, রুসেভ এবার Hall of Pain -এর ট্যুরে যাবে। রুসেভ প্রথমে হেনরিকে মারতে পেল কিন্তু হেনরি তার দেওয়া কিকটাকে থামালো এবং একটা World’s Strongest Slam এবং তারপর রানিং স্প্লাশ মারলো।

◘ এরপরের ম্যাচ হবে ডিন আম্ব্রোস vs. সেথ রলিন্স। দর্শকদের মধ্যে থেকে একটা ভোট হল যার সাহায্যে তাদের ম্যাচের নিয়ম বাছা হবে। ভোটে জিতলো Falls Count Anywhere। 

Raw লাইভ আপডেট ১৯/০৮/২০১৪


** ব্রকের কাছে হেরে এরিনা ত্যাগ করার সময় প্রচুর পরিমাণে বু পায় জন সিনা। তখন দিনার উদ্দেশ্যে চ্যান্ট চলতে থাকে "Na na na na, na na na na, hey hey hey, goodbye," আর ব্রকের উদ্দেশ্যে সবাই এই চ্যান্ট করে - "Thank you Lesner".. আভাস পাওয়া যাচ্ছে হিল টার্ন করবে সিনা। **


** AAA TripleMania XXII pay-per-view তে অংশগ্রহণ করেছেন আ্যালবের্তো। তার বাবাও সেখানে উপস্থিত ছিল। ডেল রিও বলেছেন যে তিনি আর কখোনোইই WWE তে আসবেন না। **


** ব্রক লেসনারকে নিয়ে আবার কটুক্তি করেছে লানা। সে টুইটারে বলেছে-



** নিকি বেলা কালকে Raw তে তার হিল হওয়ার কারণ জানাবে। **



** ব্রক আর সিনার আজকের ম্যাচ নিয়ে অস্টিন বলেছেন -


** ব্রক সিনার ম্যাচ নিয়ে মিক ফোলি বলেছেন -



** সামারস্ল্যামে উপস্থিত ছিলেন - Clark Duke, Fred Durst, Anna Kendrick, Eric Stonestreet, Rick Rubin, Dennis "Mr. Belding" Haskins, David Arquette and Brittany Snow. তাছাড়াও The Ultimate Warrior এর family Linda McMahon এর সাথে এসেছিল। **



♦♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦♦


◘ এবারের সামারস্লাম শুরু হয় Hulk Hogan -এর সেগমেন্ট এর মধ্য দিয়ে । সেগমেন্ট এর বেশিরভাগ সময় জুড়ে সে WWE Network এর কথা বলেছে। 

♠ IC Title match : The Miz © vs Ziggler.
** ভাল ম্যাচ ছিল এটা। ম্যাচের এক পর্যায়ে Ziggler "famouser"
দিতে গেলে Miz কাউন্টার করে ও skull crushing finale দিয়ে 2
count পায়। এরপর Ziggler রিকভার করে উঠে zig zag দিয়ে ম্যাচ
জিতে নেয় এবং নতুন IC Champion হয়ে যায়।
♥ Winner : Ziggler

♠ Divas Championship : Aj lee © vs Paige :
**ম্যাচের এক পর্যায়ে Paige turner মারতে গেলে Aj. কাউন্টার
করে black widow মারতে যায় কিন্তু paige কাউন্টার করে এবং Ram-
paige মেরে নতুন divas champ হয়ে যায়।
♥ Winner : Paige

♠ Flag Match : Rusev vs Swagger 
**মোটামুটি ভাল ম্যাচ ছিল এটা । Accolade এর
মাধ্যমে ম্যাচটা জিতে যায় Rusev.
♥ Winner : Rusev

♠ Lumberjack Match : Rollins vs Ambrose :
**ম্যাচের এক পর্যায়ে Rollins কে তারই ফিনিশার curb stomp
মারে Ambrose .। এরপর সে pin করতে গেলে kane
এসে interfere করে। goldust এসময় kane কে থামাতে গেলে হিট
হয়। তখন lumberjack দের মাঝে বড়সড় brawl তৈরী হয়। এই
ফাঁকে Rollins তার briefcase দিয়ে Ambrose এর মাথায়
মেরে ম্যাচটা জিতে যায়।
♥ Winner : Rollins

♠ Chris Jericho vs Bray Wyatt :
**codebreaker দেয়ার পর এক পর্যায়ে 2 count পায় jericho। এরপর
bray, roll up করে বাইরে যায়। jericho ও তাকে follow
করে বাইরে গেলে bray কাউন্টার করে barricade এর উপর মারাত্মক
sister abagail দেয়। এরপর ring এ নিয়ে আরেকটি sister abagail
দিয়ে ম্যাচটি জিতে যায় bray.
♥ Winner : bray wyatt

♠ Brie Bella vs Stephanie McMahon :
**ম্যাচের এক পর্যায়ে yes lock ধরলে refree
কে টেনে বাইরে নিয়ে যায় hhh. এরপর HHH কে drop kick
মারে brie. এরপর Nikki ও Brie উভয়ে teph এর দুই পাশে গিয়ে দাঁড়ায়।
তখন হঠাৎ nikki আক্রমণ করে brie কে । তারপর steph ম্যাচ
জিতে যায় pedigree মেরে ।
♥ Winner : Stephanie

♠ Randy Orton vs Roman Reigns :
** ম্যাচের এক পর্যায়ে Orton, RKO মারলেও Reigns 2 count এ কিক
আউট করে । এরপর punt কিক মারতে গেলে Randy তা মিস করে ।
এরপর একটি বড়সড় spear মেরে ম্যাচটি জিতে যায় Reigns.
♥ Winner : Roman Reigns

♠ WWE World Heavyweight Championship match : John Cena vs Brock :
** ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত Brock এর domination ছিল।
ম্যাচ শুরুর প্রায় 30 সেকেন্ডের মাথায়ই Brock, F5 মারে। কিন্তু Cena
কিক আউট করে। এরপর পুরো ম্যাচে অসংখ্য German Suplex
মারে Brock। মাঝে একবার Cena, AA মারলেও Brock
কে থামাতে পারে নি । শেষে আবার F5 মেরে ম্যাচ জিতে যায়
Lesnar.
♥ Winner : Brock Lesnar

☻Summer Slam এর ফুল রেজাল্ট, 18/08/2014

WWE সামার স্লাম 2014 -এর পূর্ণ সময়সূচী, শুধুমাত্র টেন স্পোর্টসে:-

বাংলাদেশের সময়ঃ-

◘ সোমবার (২১ Jul)- সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত।
◘ বুধবার (২৩ Jul)- দুপুর ২.৩০ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত।
◘ রবিবার (২৭ Jul)- সকাল ১১.৩০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত।

ভাতের সময়ঃ- 

◘ সোমবার (২১ Jul)- সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
◘ বুধবার (২৩ Jul)- দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
◘ রবিবার (২৭ Jul)- সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।




::সামারস্লাম ডিটেইলস:: 

No. Matches Stipulations Prediction
1 John Cena vs. Brock Lesnar Singles match for the WWE World Heavyweight Championship Brock Lesnar
2 Chris Jericho vs. Bray Wyatt Singles match; Luke Harper and Erick Rowan are banned from ringside. Bray Wyatt
3 Brie Bella vs. Stephanie McMahon Singles match Brie Bella
4 Jack Swagger vs. Rusev Flag match Swagger
5 AJ Lee vs. Paige Singles match for the WWE Divas Championship AJ Lee
6 Roman Reigns vs. Randy Orton Singles match Reigns
7 The Miz vs. Dolph Ziggler Singles match for the WWE Intercontinental Championship Ziggler
8 Dean Ambrose vs. Seth Rollins Lumberjack match Rollins
9 Rob Van Dam vs. Cesaro Pre-show Kickoff match Rob Van Dam

সামারস্লাম লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন
(•কালকে সকালে লাইভ হবে)

সামার স্লাম 2014 -এর পূর্ণ সময়সূচী এবং প্রেডিকশন