আজকের Raw শুরু হয় ড্যানিয়েল ব্রায়েন এর মিউজিক দিয়ে, কিন্তু তার বদলে স্টেফনি আসে এবং দর্শকদেরকে বোকা বানায়। সে ফ্যান দেরকে ধন্যবাদ জানায় "স্টেফ" চ্যান্টের জন্য এবং আনাউন্স করে যে ব্রক লেস্নার আজকে একটা নতুনভাবে ডিজাইন করা WWE চ্যাম্পিয়নশিপ বেল্ট পাবে। স্টেফনি জন সিনার দ্রুত রিটার্নের ব্যাপারে উইশ করে এবং বলে যে ব্রি বেলা হল সবথেকে বড়ো লুসার। এবং সে ট্রিপল এইচকে ধন্যবাদ জানায় তার সঙ্গে থাকার জন্য তাকে এত সাহায্য করার জন্য।

এরপর স্টেফনি, নিক্কিকে ইন্ট্রোডিউস করে। নিক্কি আসে এবং বলে যে ব্রি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে বলে যে তারা নামে বেলা টুইন্স থাকলেও কামে প্রধান ছিল ব্রি বেলা, এবং আরও বলে যে তার হারের কারন ছিল তার স্বামী জাকে নিক্কি একটা "Little Troll" নামে ডাকে। এরপর ব্রি আসে এবং নিক্কিকে শোধায় যে কেন সে এটা করলো, কারন সে তাদের ফ্যামিলিকে নষ্ট করছে। ব্রি বললো যে, সে তাকে আগের রাতের জন্য ক্ষমা করে দিতে পারে, কিন্তু নিক্কি চমকে যায় এবং ব্রি কে একটা থাপ্পর মারে। সে বলে যে ব্রি কে কোনদিনও ক্ষমা করবে না এবং ব্রি কাদতে কাদতে ব্যাক্সটেজে চলে যায়।

♠ The Wyatt Family vs Big Show & Mark Henry

হেনরি, হারপারকে কর্নারে নিয়ে গিয়ে মারে এবং শো এরপর তাকে স্কুপ স্লাম মারে। তারপর সে হারপারকে ঘুসি মারে এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে। এরপর রোয়ান বিগ শোকে ধোলায় দেয়। রোয়ান তাকে স্কুপ স্লাম দেয় কিন্তু শো তাকে নক আউট করে দেয় এবং ফাইনালি মার্ককে ট্যাগ দেয়। শো আবার আসে এবং এবার হারপারকে এবং তারপর রোয়ানকে নক আউট করে এবং শেষে হেনরি একটা World’s Strongest Slam -এর মাধ্যমে জয় লাভ করে।

♥ Winners – Big Show & Mark Henry

◘ মিজকে ব্যাকস্টেজে, জিগ্লার -এর সঙ্গে দেখা যায় এবং রিক ফ্লেয়ার আজকে তাদের রিম্যাচের ব্যাপারে কথা বলছে, মিজ বলে যে A-লিস্টার আজকে আবার তার টাইটেল ফেরত পাবে। এরপর জিগ্লার মিজের আটিটিউট দেখে হাসে এবং বলে এই টাইটেলটা তার এবং মিজ হল আসলে একটা A-hole, যেটা রিক ফ্লেয়ারকেও হাসিয়ে দেয়! :D কারন সে মিজকে আসলে Ash*le বলেছে।

♠ Natalya vs Paige

♥Winner – Natalya

◘এজে আসে এবং পেজকে বলে যে সে তাকে ভালোবাসে এবং রেস্পেক্ট করে এবং বলে যে সবকিছু ভুলে হান্ডশেক করতে চায়। এবং এরপর তাকে ধাওয়া করে এবং তার উপর হাসে।

◘ এরপর অথরিটি রিঙ্গে আসে ব্রক লেসনারকে চ্যাম্পিয়নশিপ তুলে দিবার জন্য। এরপর ব্রক এবং পল রিঙ্গে আসে এবং তারা হ্যান্ডশেক করে। পল হেইম্যান বলে যে তাদের নতুন চ্যাম্পিয়ন হল ব্রক লেস্নার এবং আজকে জন সিনা এখানে অনুপস্থিত কারন ব্রক আগের দিন তাকে conquere করেছে। এবং তারা অবশ্যই সিনাকে ক্রেডিট দিচ্ছে কারন সে কুইট করেনি, কিন্তু এরফলে তাকে অনেক মার সহ্য করতে হয়েছে এবং ফাইনালি ব্রক তার চ্যাম্পিয়নশিপ পেয়ে যায়। হেইম্যান বলে জনতা সিনাকে ভালোবাসে কারন সে অনেক মার খায় এবং তারপরেও কামব্যাক করে। সে আরও বলে যে তার কাছে সময় থাকলে সে সিনাকেও হেইম্যান গাই বানিয়ে ফেলতো! সে বলে যে ব্রক সিনার ব্যাপারে কেয়ার করে না কারন সে আন্ডারটেকারকেও একইভাবে হারিয়েছিল এবং এবং ভবিষ্যতেও যারা ব্রককে চ্যালেঞ্জ করবে তাদের জন্যও একি ঘটনা অপেক্ষা করে আছে  ‘eat, sleep,suplex, repeat’ এবং ‘eat, sleep, conquer… John Cena.’

♠ Intercontinental Championship
The Miz vs Dolph Ziggler (c)

জিগ্লার, মিজকে তার হেডলক-এ আটকিয়ে রাখে কিন্তু মিজ এটা ভেঙ্গে দেয়। এবং তারপর সে তার হাঁটুতে কিক করে এবং তাকে রিংপোস্টের দিকে ঠেলে দেয়। ব্রেক থেকে ফিরে এসে দেখি যে জিগ্লার একটা নিয়ারফল পায় রোল-আপের মাধ্যমে। তাদের মধ্যে অসাধারণ ফাইট চলতে থাকে। একসময় তারা দুজনেই রিঙ্গের বাইরে চলে আসে। জিগ্লার মিজকে আপ্রনে স্লাম করে, এরপর জিগ্লার তাকে কয়েকবার কিক মারে কিন্তু মিজ তাকে কাউন্টার করে জিগ্লারকে আপ্রনে নক আউট করে দেয়, তখন বুজতেই পারেনি যে রেফারি কাউন্ট করছিল। এরপর রেফারি কাউন্ট আউটের মাধ্যমে জিগ্লারকে বিজয়ি হিসাবে ঘোষণা করে দেয়। মিজ চটে যায় এবং জিগ্লারকে ব্যারিকেড ও আপ্রনে মারতে থাকে এবং তাকে রিঙ্গের ভিতরে ছুরে ফেলে। কিন্তু তারপর জিগ্লার তাকে একটা জিক-জ্যাক দিয়ে দেয় এবং তাকে রিঙ্গে রেখে চলে যায়।

♥ Winner (by countout) – Dolph Ziggler

◘ জ্যাক সোয়াগার, রিনি ইওংকে বলে যে তার কাছে সামারস্লামে একটা দারুন সুযোগ ছিল কিন্তু সে সেটাকে কাজে লাগাতে পারেনি। সে তার দেশের হয়ে লড়তে চায় এবং “We The People” মানে বোজায় সে কুইট করবে না এবং আবারও তার সঙ্গে লড়বে এবং তাদের ফাইট চালিয়ে যাবে।

♠ Jack Swagger vs Cesaro

সিজারো আজকে স্বাগারের আহত পাঁজরের হারকে টার্গেট করে এবং তাতে অনেকবার আঘাত করে। তাদের মধ্যে একটা ভালো ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে সিজারো, স্বাগারের পাঁজরের হাড়ে তার হাঁটু দিয়ে মারতেই থাকে। এরপর সে স্বাগারকে কিক মারার চেষ্টা করলে স্বাগার তার পা ধরে নেয় এবং Patriot Lock প্রয়োগ করে কিন্তু সিজারো এটাকে ছাড়িয়ে দেয় । এরপর স্বাগার আবারও একই লক প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু সিজারো এটাকে কাউন্টার করে স্বাগারকে একটা জোরদার Neutralizer দেয় এবং ম্যাচটা জিতে নেয়।

♥ Winner – Cesaro

◘ বো ড্যালাস আসে এবং বলে যে ৩৮০ মিলিয়ন অ্যামেরিকান স্বাগারের ফলে সামারস্লামে অপমানিত হয়েছে।
এবং স্বাগার আজকেও হেরেছে, এবং তার সাথেই তার ম্যানেজারকেও হারিয়েছে। সে আরও বলে, যে স্বাগার তার রেস্পেক্ট এবং মর্যাদা হারিয়ে ফেলেছে এবং তাকে এখন শুধু একটাই জিনিস করতে হবে এবং সেটা হল - BO-LIEVE।

♠ Roman Reigns, Sheamus & Rob Van Dam vs Randy Orton & Rybaxel

শেমাসকে রাইবাক্সেল এবং অরটন মিলে অ্যাটাক করে, কিন্তু তারপরেই সে অরটনকে rolling senton দিয়ে হিট করে, এরপর RVD তাকে রোলিং থান্ডার দেয়। এরপর ব্রেক হয়, ব্রেকের পরে দেখা যায় যে শেমাস, রাইব্যাকের বুকে ১০ বার আঘাত করছে। এরপর আক্সেল তাকে কিক মারে এবং অরটন তাকে রিঙ্গেই বাইরে ফেলে দেয়। এইভাবে তাদের খেলা চলতে থাকে এবং ফাইনালি রোমান ট্যাগ পায়। সে আক্সেলকে কয়েকবার ক্লোথলাইন দেয় এবং একটা সুপারম্যান পাঞ্ছ দিয়ে কাবু করে দেয়, এরপর সে রাইব্যাককেও আপ্রনে সুপারম্যান পাঞ্চ দেয় এবং স্পিয়ারের জন্য রেডি হয়। অরটোন সেইসময় ছুটে আসে এবং তাকে একটা ব্যাক-ব্রেকার দেয়। এরপর রেইন্স RVD কে ট্যাগ দেয়। এরপর ম্যাচে শেমাস এবং অরটোন দুজনেই জরিয়ে পরে এবং তারা একে অপরকে নিজেদের ফিনিশিং মুভ দিয়ে হিট করে এবং তারপর রেইন্স তার স্পিয়ার দিতে সক্ষম হয়। তারপর আক্সেল রেইন্সকে রিংপোস্টে ছুরে দেয়, কিন্তু RVS তাকে স্পিন কিক মারে এবং তারপর Five Star Frog Splash দিয়ে ম্যাচটা জিতে নেয়।

♥ Winners – Roman Reigns, Sheamus & Rob Van Dam

♠ The Usos vs Goldust & Stardust

Jey এবং গোল্ডডাস্ট একে অপরকে পাঞ্চ মারতে থাকে, জিমি টপ রোপ শোল্ডার ব্লক হিট করে। এরপর Jey তাকে ম্যাটের উপর স্লাম করে। জিমি, স্টারডাস্টকে একটা side suplex দেয় এবং তাকে আবার স্লাম করে একটা হ্যামার লক আপ্লাই করে। কিন্তু একটা সান্সেট ফ্লিপ পিনফলের মাধ্যমে ম্যাচটা জিতে নেয় যেটা ছিল আজকের বড় একটা আপ্সেট।

♥ Winners – Stardust & Goldust

◘ লানা এবং রুসেভ আসে এবং তাদের সামারস্লামের জয়ের ব্যাপারে বলে। তারপর লানা তার ডাইলগ কন্টিনিউ করে গেল যতক্ষণ না পর্যন্ত মার্ক হেনরি তাদেরকে বাধা দিল। তারপর সে একটা প্রোমো কাটলো অ্যামেরিকার প্রাউড এর ব্যাপারে। হেনরি বলে যে এটা তার দেশ এবং সে রানাকে চুপ করতে বলে। হেনরি বলে যে, রুসেভ এবার Hall of Pain -এর ট্যুরে যাবে। রুসেভ প্রথমে হেনরিকে মারতে পেল কিন্তু হেনরি তার দেওয়া কিকটাকে থামালো এবং একটা World’s Strongest Slam এবং তারপর রানিং স্প্লাশ মারলো।

◘ এরপরের ম্যাচ হবে ডিন আম্ব্রোস vs. সেথ রলিন্স। দর্শকদের মধ্যে থেকে একটা ভোট হল যার সাহায্যে তাদের ম্যাচের নিয়ম বাছা হবে। ভোটে জিতলো Falls Count Anywhere। 

Raw লাইভ আপডেট ১৯/০৮/২০১৪

আজকের Raw শুরু হয় ড্যানিয়েল ব্রায়েন এর মিউজিক দিয়ে, কিন্তু তার বদলে স্টেফনি আসে এবং দর্শকদেরকে বোকা বানায়। সে ফ্যান দেরকে ধন্যবাদ জানায় "স্টেফ" চ্যান্টের জন্য এবং আনাউন্স করে যে ব্রক লেস্নার আজকে একটা নতুনভাবে ডিজাইন করা WWE চ্যাম্পিয়নশিপ বেল্ট পাবে। স্টেফনি জন সিনার দ্রুত রিটার্নের ব্যাপারে উইশ করে এবং বলে যে ব্রি বেলা হল সবথেকে বড়ো লুসার। এবং সে ট্রিপল এইচকে ধন্যবাদ জানায় তার সঙ্গে থাকার জন্য তাকে এত সাহায্য করার জন্য।

এরপর স্টেফনি, নিক্কিকে ইন্ট্রোডিউস করে। নিক্কি আসে এবং বলে যে ব্রি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে বলে যে তারা নামে বেলা টুইন্স থাকলেও কামে প্রধান ছিল ব্রি বেলা, এবং আরও বলে যে তার হারের কারন ছিল তার স্বামী জাকে নিক্কি একটা "Little Troll" নামে ডাকে। এরপর ব্রি আসে এবং নিক্কিকে শোধায় যে কেন সে এটা করলো, কারন সে তাদের ফ্যামিলিকে নষ্ট করছে। ব্রি বললো যে, সে তাকে আগের রাতের জন্য ক্ষমা করে দিতে পারে, কিন্তু নিক্কি চমকে যায় এবং ব্রি কে একটা থাপ্পর মারে। সে বলে যে ব্রি কে কোনদিনও ক্ষমা করবে না এবং ব্রি কাদতে কাদতে ব্যাক্সটেজে চলে যায়।

♠ The Wyatt Family vs Big Show & Mark Henry

হেনরি, হারপারকে কর্নারে নিয়ে গিয়ে মারে এবং শো এরপর তাকে স্কুপ স্লাম মারে। তারপর সে হারপারকে ঘুসি মারে এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে। এরপর রোয়ান বিগ শোকে ধোলায় দেয়। রোয়ান তাকে স্কুপ স্লাম দেয় কিন্তু শো তাকে নক আউট করে দেয় এবং ফাইনালি মার্ককে ট্যাগ দেয়। শো আবার আসে এবং এবার হারপারকে এবং তারপর রোয়ানকে নক আউট করে এবং শেষে হেনরি একটা World’s Strongest Slam -এর মাধ্যমে জয় লাভ করে।

♥ Winners – Big Show & Mark Henry

◘ মিজকে ব্যাকস্টেজে, জিগ্লার -এর সঙ্গে দেখা যায় এবং রিক ফ্লেয়ার আজকে তাদের রিম্যাচের ব্যাপারে কথা বলছে, মিজ বলে যে A-লিস্টার আজকে আবার তার টাইটেল ফেরত পাবে। এরপর জিগ্লার মিজের আটিটিউট দেখে হাসে এবং বলে এই টাইটেলটা তার এবং মিজ হল আসলে একটা A-hole, যেটা রিক ফ্লেয়ারকেও হাসিয়ে দেয়! :D কারন সে মিজকে আসলে Ash*le বলেছে।

♠ Natalya vs Paige

♥Winner – Natalya

◘এজে আসে এবং পেজকে বলে যে সে তাকে ভালোবাসে এবং রেস্পেক্ট করে এবং বলে যে সবকিছু ভুলে হান্ডশেক করতে চায়। এবং এরপর তাকে ধাওয়া করে এবং তার উপর হাসে।

◘ এরপর অথরিটি রিঙ্গে আসে ব্রক লেসনারকে চ্যাম্পিয়নশিপ তুলে দিবার জন্য। এরপর ব্রক এবং পল রিঙ্গে আসে এবং তারা হ্যান্ডশেক করে। পল হেইম্যান বলে যে তাদের নতুন চ্যাম্পিয়ন হল ব্রক লেস্নার এবং আজকে জন সিনা এখানে অনুপস্থিত কারন ব্রক আগের দিন তাকে conquere করেছে। এবং তারা অবশ্যই সিনাকে ক্রেডিট দিচ্ছে কারন সে কুইট করেনি, কিন্তু এরফলে তাকে অনেক মার সহ্য করতে হয়েছে এবং ফাইনালি ব্রক তার চ্যাম্পিয়নশিপ পেয়ে যায়। হেইম্যান বলে জনতা সিনাকে ভালোবাসে কারন সে অনেক মার খায় এবং তারপরেও কামব্যাক করে। সে আরও বলে যে তার কাছে সময় থাকলে সে সিনাকেও হেইম্যান গাই বানিয়ে ফেলতো! সে বলে যে ব্রক সিনার ব্যাপারে কেয়ার করে না কারন সে আন্ডারটেকারকেও একইভাবে হারিয়েছিল এবং এবং ভবিষ্যতেও যারা ব্রককে চ্যালেঞ্জ করবে তাদের জন্যও একি ঘটনা অপেক্ষা করে আছে  ‘eat, sleep,suplex, repeat’ এবং ‘eat, sleep, conquer… John Cena.’

♠ Intercontinental Championship
The Miz vs Dolph Ziggler (c)

জিগ্লার, মিজকে তার হেডলক-এ আটকিয়ে রাখে কিন্তু মিজ এটা ভেঙ্গে দেয়। এবং তারপর সে তার হাঁটুতে কিক করে এবং তাকে রিংপোস্টের দিকে ঠেলে দেয়। ব্রেক থেকে ফিরে এসে দেখি যে জিগ্লার একটা নিয়ারফল পায় রোল-আপের মাধ্যমে। তাদের মধ্যে অসাধারণ ফাইট চলতে থাকে। একসময় তারা দুজনেই রিঙ্গের বাইরে চলে আসে। জিগ্লার মিজকে আপ্রনে স্লাম করে, এরপর জিগ্লার তাকে কয়েকবার কিক মারে কিন্তু মিজ তাকে কাউন্টার করে জিগ্লারকে আপ্রনে নক আউট করে দেয়, তখন বুজতেই পারেনি যে রেফারি কাউন্ট করছিল। এরপর রেফারি কাউন্ট আউটের মাধ্যমে জিগ্লারকে বিজয়ি হিসাবে ঘোষণা করে দেয়। মিজ চটে যায় এবং জিগ্লারকে ব্যারিকেড ও আপ্রনে মারতে থাকে এবং তাকে রিঙ্গের ভিতরে ছুরে ফেলে। কিন্তু তারপর জিগ্লার তাকে একটা জিক-জ্যাক দিয়ে দেয় এবং তাকে রিঙ্গে রেখে চলে যায়।

♥ Winner (by countout) – Dolph Ziggler

◘ জ্যাক সোয়াগার, রিনি ইওংকে বলে যে তার কাছে সামারস্লামে একটা দারুন সুযোগ ছিল কিন্তু সে সেটাকে কাজে লাগাতে পারেনি। সে তার দেশের হয়ে লড়তে চায় এবং “We The People” মানে বোজায় সে কুইট করবে না এবং আবারও তার সঙ্গে লড়বে এবং তাদের ফাইট চালিয়ে যাবে।

♠ Jack Swagger vs Cesaro

সিজারো আজকে স্বাগারের আহত পাঁজরের হারকে টার্গেট করে এবং তাতে অনেকবার আঘাত করে। তাদের মধ্যে একটা ভালো ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে সিজারো, স্বাগারের পাঁজরের হাড়ে তার হাঁটু দিয়ে মারতেই থাকে। এরপর সে স্বাগারকে কিক মারার চেষ্টা করলে স্বাগার তার পা ধরে নেয় এবং Patriot Lock প্রয়োগ করে কিন্তু সিজারো এটাকে ছাড়িয়ে দেয় । এরপর স্বাগার আবারও একই লক প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু সিজারো এটাকে কাউন্টার করে স্বাগারকে একটা জোরদার Neutralizer দেয় এবং ম্যাচটা জিতে নেয়।

♥ Winner – Cesaro

◘ বো ড্যালাস আসে এবং বলে যে ৩৮০ মিলিয়ন অ্যামেরিকান স্বাগারের ফলে সামারস্লামে অপমানিত হয়েছে।
এবং স্বাগার আজকেও হেরেছে, এবং তার সাথেই তার ম্যানেজারকেও হারিয়েছে। সে আরও বলে, যে স্বাগার তার রেস্পেক্ট এবং মর্যাদা হারিয়ে ফেলেছে এবং তাকে এখন শুধু একটাই জিনিস করতে হবে এবং সেটা হল - BO-LIEVE।

♠ Roman Reigns, Sheamus & Rob Van Dam vs Randy Orton & Rybaxel

শেমাসকে রাইবাক্সেল এবং অরটন মিলে অ্যাটাক করে, কিন্তু তারপরেই সে অরটনকে rolling senton দিয়ে হিট করে, এরপর RVD তাকে রোলিং থান্ডার দেয়। এরপর ব্রেক হয়, ব্রেকের পরে দেখা যায় যে শেমাস, রাইব্যাকের বুকে ১০ বার আঘাত করছে। এরপর আক্সেল তাকে কিক মারে এবং অরটন তাকে রিঙ্গেই বাইরে ফেলে দেয়। এইভাবে তাদের খেলা চলতে থাকে এবং ফাইনালি রোমান ট্যাগ পায়। সে আক্সেলকে কয়েকবার ক্লোথলাইন দেয় এবং একটা সুপারম্যান পাঞ্ছ দিয়ে কাবু করে দেয়, এরপর সে রাইব্যাককেও আপ্রনে সুপারম্যান পাঞ্চ দেয় এবং স্পিয়ারের জন্য রেডি হয়। অরটোন সেইসময় ছুটে আসে এবং তাকে একটা ব্যাক-ব্রেকার দেয়। এরপর রেইন্স RVD কে ট্যাগ দেয়। এরপর ম্যাচে শেমাস এবং অরটোন দুজনেই জরিয়ে পরে এবং তারা একে অপরকে নিজেদের ফিনিশিং মুভ দিয়ে হিট করে এবং তারপর রেইন্স তার স্পিয়ার দিতে সক্ষম হয়। তারপর আক্সেল রেইন্সকে রিংপোস্টে ছুরে দেয়, কিন্তু RVS তাকে স্পিন কিক মারে এবং তারপর Five Star Frog Splash দিয়ে ম্যাচটা জিতে নেয়।

♥ Winners – Roman Reigns, Sheamus & Rob Van Dam

♠ The Usos vs Goldust & Stardust

Jey এবং গোল্ডডাস্ট একে অপরকে পাঞ্চ মারতে থাকে, জিমি টপ রোপ শোল্ডার ব্লক হিট করে। এরপর Jey তাকে ম্যাটের উপর স্লাম করে। জিমি, স্টারডাস্টকে একটা side suplex দেয় এবং তাকে আবার স্লাম করে একটা হ্যামার লক আপ্লাই করে। কিন্তু একটা সান্সেট ফ্লিপ পিনফলের মাধ্যমে ম্যাচটা জিতে নেয় যেটা ছিল আজকের বড় একটা আপ্সেট।

♥ Winners – Stardust & Goldust

◘ লানা এবং রুসেভ আসে এবং তাদের সামারস্লামের জয়ের ব্যাপারে বলে। তারপর লানা তার ডাইলগ কন্টিনিউ করে গেল যতক্ষণ না পর্যন্ত মার্ক হেনরি তাদেরকে বাধা দিল। তারপর সে একটা প্রোমো কাটলো অ্যামেরিকার প্রাউড এর ব্যাপারে। হেনরি বলে যে এটা তার দেশ এবং সে রানাকে চুপ করতে বলে। হেনরি বলে যে, রুসেভ এবার Hall of Pain -এর ট্যুরে যাবে। রুসেভ প্রথমে হেনরিকে মারতে পেল কিন্তু হেনরি তার দেওয়া কিকটাকে থামালো এবং একটা World’s Strongest Slam এবং তারপর রানিং স্প্লাশ মারলো।

◘ এরপরের ম্যাচ হবে ডিন আম্ব্রোস vs. সেথ রলিন্স। দর্শকদের মধ্যে থেকে একটা ভোট হল যার সাহায্যে তাদের ম্যাচের নিয়ম বাছা হবে। ভোটে জিতলো Falls Count Anywhere।