◘ আমার মতে অবশ্যই সেথ রলিন্সের জিতা উচিত। আপনারা সবাই জানেন ১৪ই ডিসেম্বরের TLC পিপিভিতে John Cena vs. Seth Rollins -এই ম্যাচটা আছে এবং এই ম্যাচে যদি সিনা হেরে যায় তাহলে তাকে নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর WWE WH চ্যাম্পিয়ন থেকে স্ট্রিপড আউট করে দেওয়া হবে। 

◘ বর্তমানে WWE ভালোকরেই বুঝতে পেরেছে যে, সিনার সঙ্গে ব্রকের ম্যাচ দেখতে দেখতে দর্শকরা এমনিতেই বোর হয়ে গিয়েছে, আমার মতো অনেকেই এই ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর কারন হিসাবে বলা যায়, লেসনারের রিটার্নের পরে সিনা এবং ব্রক তিনবার মুখোমুখি হয়েছে (Extreme Rules, SummerSlam এবং Night of Champions) এবং এতবার দেখার পরে বর্তমানে ক্রাউডরা এই ম্যাচটা আবার দেখতে চাইছে না কারন এটা অনেকটা প্রেডিক্টেবেল হয়ে যাবে। 

◘ অন্যদিকে যদি সিনা এই ম্যাচটা হেরে যায় তাহলে যেমন আমরা রয়্যাল রাম্বালে লেস্নারের অন্য প্রতিপক্ষকে দেখতে পাবো সেরকমই সিনাকেও অন্য কোন ফ্রেশ রেসলারের সাথে ফিউড করতে দেখতে পাবো। এখন সিনার বদলে যদি ব্রকের টাইটেল শটে রিসেন্টলি ফেস টার্ন করা অরটন বা সদ্য পুশ প্রাপ্ত জিগ্লারকে রাখা হয় তাহলে সেটা হবে অনেক ইন্টারেস্টিং যদিও ব্রকের কাছে জয় পাওয়ার সম্বাবনা দুজনের পক্ষেই ক্ষীণ।

◘ অন্যদিকে সেথ রলিন্সের, ব্রকের সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবার দরকার নাই কারন সেতো মিস্টার মানী ইন দ্য ব্যাঙ্ক, কিন্তু যদি তাকে এই সময়ে সিনার কাছে হারিয়ে দেওয়া হয় তাহলে সেটা তার ক্যারিয়ারের পক্ষে অনেক বড় ধাক্কা হবে, যেটা সাম্লিয়ে উঠা কঠিন, মিস্টার মানি ইন দ্য বাঙ্কের আর কোনও মানই থাকবেনা। আর তাছাড়া সিনার সঙ্গে সেথের ম্যাচটা টেবিল ম্যাচ হবে সুতরাং সিনাকে পিন হবার বা ট্যাপ আউট করারতো দরকার নাই কোনভাবে টেবিলে পরে টেবিল ভেঙ্গে গেলেই এটা সম্ভব, এবং এটা হলেও সিনার মানে কিছু লাগবেনা কারন টেবিল ম্যাচে দুর্ঘটনা বশত জয়লাভ হতেই পারে...। 

◘ সুতরাং এতো ভালো সুযোগ যেখানে সিনার খ্যাতিতে দাগ না দিয়ে তাকে টাইটেল শট থেকে সরানো যাবে, সেটাকে মিস করা একদম উচিত নয়। এবং আমার মতে WWE এটাই করতে চলেছে এবং এটা না করলে WWE তাদের সবথেকে বড়ো বোকামির কাজ করবে কারন সিনার এমনিতেই বয়স হয়েছে , ইঞ্জুরির সম্ভাবনাও বেশী ব্রকের সাথে খেললে, সুতরাং তাকে এখন WWE -এর কেন্দ্রতে না থাকলেও চলবে, অন্যজনকেও সুযোগ দেওয়া উচিত কারন ভবিষ্যৎ চিন্তা না করলে পরবর্তীতে বিপদ হতে পারে। রলিন্সের জয়ের মাধ্যমে WWE তাকে একজন মেইন ইভেন্টার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং WWE -এর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।।

জন সিনার সঙ্গে সেথ রলিন্সের ম্যাচে সিনার কি জিতা উচিত?

আসল নাম

Steve Borden

জন্মদিন

২০ মার্চ, ১৯৫৯

জন্মস্থান

ওমাহা, নেবরাস্কা, US

বাসস্থান

ড্যালাস, টেক্সাস, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)

ওজন

১১০ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনারস

Red Bastien, Rick Bassman

অভিষেক

১ নভেম্বর, ১৯৮৫

অবসর

২ এপ্রিল, ২০১৬


WWE-তে দ্যা আন্ডারটেকার যেমন সর্বকালের সেরা রেসলার হিসেবে পরিচিত, ঠিক তেমনি সাবেক রেসলিং কোম্পানি WCW-র রেসলিং গড বা সর্বসেরা রেসলার হলেন দ্যা আইকন Sting. তিনি তার রেসলিং জীবনের একটি বড় সময়েই (প্রায় ১৪ বছর) WCW-তে রেসলিং করেছেন। আর বলতে গেলে স্টিংয়ের ক্যারিয়ারের প্রায় সকল অর্জনই এই প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছে। WCW বিলুপ্ত হবার দিন পর্যন্তও তিনি এখানে ছিলেন। তারপরে তিনি TNA-তে তার ক্যারিয়ার নতুনভাবে শুরু করেন এবং সেখানেও বেশ সাফল্য পান। বর্তমানে তিনি WWE-এর সাথে চুক্তিবদ্ধ আছেন।

Sting তার ক্যারিয়ারে ছোটবড় মিলিয়ে সর্বমোট ২৫ বার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন, এর মধ্যে ১৫ বার হয়েছেন World Heavyweight চ্যাম্পিয়ন। 

♦ ব্যক্তিগত জীবন :

Sting এর দুটি ছেলে এবং একটি কন্যাসন্তান রয়েছে। প্রফেশনাল রেসলিং ইতিহাসের সবচেয়ে বয়স্ক রেসলার Sting (৫৫বছর) যে এখনো রেসলিং করছে। সে WWE রেসলার The Undertaker (৪৯বছর) এর বয়সে বড়। রেসলার Hulk Hogan তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। সে Santa Clarita Church এর একজন সদস্য এবং তার ভাই Jeff ওই Church এর একজন যাজক। রেসলারের পাশাপাশি Sting একজন লেখকও। ২০০৪ সালে তার জীবনী নিয়ে সে একটি বই লিখে যার নাম ছিল - "Sting: The Moment of Truth" 

♦ Sting এর রেসলিং ক্যারিয়ার :

তার ফিনিশিং মুভ  হল Scorpion Death Drop Scorpion Death Lock, তিনি  বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসলিং রিং এ খেলেছেন, তার মধ্যে "The Icon" (TNA), "The Insane Icon" (TNA) "The Stinger" (NWA /WCW/TNA/WWE) হল অন্যতম।

• বিভিন্ন রেসলিং কোম্পানিতে ক্যারিয়ার : 

  • CWA (১৯৮৫-১৯৮৬) 
  • UWF (১৯৮৬-১৯৮৭) 
  • WCW (১৯৮৭-২০০১) 
  • TNA (২০০৩-২০১৪) 
  • WWE (২০১৪-বর্তমান) 

১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত Sting ছিল প্রফেশনাল রেসলিং-এর সেরা নাম এবং WCW এর টপ ফেস। কিন্তু তার এই খ্যাতিতে ভাটা পড়ে ১৯৯৪ এর মাঝামাঝি দিকে যখন Hulk Hogan ও Macho Man Randy Savage WCW তে সাইন করে। তাদেরকে বেশি পুশ দেয়া হয় যার ফলে Sting এর উপর থেকে WCW স্পটলাইট সরিয়ে নেয়। ফলে তার ক্যারিয়ার ও TV টাইম অস্তমিত হতে থাকে। কিন্তু Sting হার না মেনে এগিয়ে যায় এবং কয়েকবছরের মধ্যেই সে তার খ্যাতি পুনরুদ্ধার করে। তবে এতে আবার বাধ সাধে Scott Hall ও Kevin Nash (NWO Stable এর আবির্ভাব) তাদের WCW তে আসার পর আবার তাকে Ignore করা হতে থাকে। কিন্তু ১৯৯৬ এর পর থেকে আবার সে টপ ফেস হিসেবে ফিরে আসে। 

ক্যারিয়ারের শুরুতে তার গিমিক ছিল WWE এর সাবেক রেসলার ও Hall of Famer Ultimate Warrior (R.I.P) এর অনুকরণ। সে পরে তার গিমিক পরিবর্তন করে Crow বা কাকের অনুকরণে তৈরি করে (তার বর্তমান লুক)। এর মাঝখানে TNA তে Hulk Hogan ও Ric Flair এর সাথে ফিউড চলাকালীন সে তার গিমিক চেঞ্জ করে Batman মুভির Joker-এর মত করেছিল। 

• স্টিং -এর রেসলিং ক্যারিয়ার নিয়ে আরও কিছু তথ্য : 

১) স্টিং ৩ বার WCW-র প্রধান পে-পার-ভিউ Starrcade-এর মেইন ইভেন্টে খেলেছেন (১৯৮৯, ১৯৯০ এবং ১৯৯৭)। 

২) WCW-তে তিনি ১৯৯১ সালের Battlebowl Battle Royal উইনার। ১৯৯৪ ও ২০০০ সালে European Cup জেতেন। ১৯৮৯ সালে Iron Man Tournament-এর উইনার হন। ১৯৮৮ সালে Jim Crockett, Sr. Memorial Cup জেতেন – (with Lex Luger) এবং King of Cable Tournament-এর চ্যাম্পিয়ন হন ১৯৯২ সালে।

৩) Sting ৩য় WCW Triple Crown চ্যাম্পিয়ন। 

৪) WCW Monday Nitro-র সর্বশেষ এপিসোডের মেইন ইভেন্টে তিনি রিক ফ্লেয়ারের বিপক্ষে ম্যাচ খেলেন। 

৫) ২০০২ সালে WWF-এর সাথে তার কথাবার্তা হলেও তিনি এখানে না এসে ২০০৩ সালে TNA-তে জয়েন করেন। সেখানে তিনি ১১ বছর ছিলেন। TNA-র প্রধান ppv - Bound for Glory-তে তিনি চারবার মেইন ইভেন্ট খেলেছেন (২০০৬, ২০০৭, ২০০৮ এবং ২০০৯)। 

৬) TNA-তে তিনি Inspirational Superstar of the Year-এর খেতাব পান (২০০৭). এছাড়া ২০১২-তে তিনি TNA Hall of Fame হবার সম্মান পান।

৭) Pro Wrestling Illustrated (PWI) থেকে Icon Sting বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। যেমন -

  • Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)
  • Match of the Year : with Lex Luger vs. the Steiner Brothers - SuperBrawl (১৯৯১) 
  • Most Improved Wrestler of the Year (১৯৮৮)
  • Most Inspirational Wrestler of the Year (১৯৯০)
  • Wrestler of the Year (১৯৯০)

৮) PWI ১৯৯২-তে তাকে সেরা ৫০০ রেসলরের মধ্যে ১ নাম্বারে রেখেছিল। এছাড়া ২০০৩ সালে সেরা ৫০০ রেসলারের মধ্যে তিনি ছিলেন ১৫-তে। 

৯) TNA-তে তিনি ২ বার Match of the Year-এর জন্য পুরস্কৃত হন -

  • (২০০৭) : vs. Kurt Angle - Bound for Glory (অক্টোবর ১৪)
  • (২০০৯) : vs. A.J. Styles - Bound for Glory (অক্টোবর ১৮)

১০) এছাড়া legend Sting-এর আরও কিছু ব্যক্তিগত অর্জন বা সাফল্যের মধ্যে রয়েছে -

  • Best Babyface (১৯৯২)
  • Match of the Year - (১৯৮৮) : vs. Ric Flair - Clash of the Champions
  • Most Charismatic (১৯৮৮, ১৯৯২)
  • Most Improved (১৯৮৮)
  • Worst Worked Match of the Year - (১৯৯৫) : vs. Tony Palmore - Battle ৭, (২০১১) : vs. Jeff Hardy - Victory Road

১১) তার ক্যারিয়ারে ২টি ৫ স্টার ম্যাচ হল :

With Brian Pillman, Rick Steiner, and Scott Steiner vs. Ric Flair, Larry Zbyszko, Barry Windham and Sid Vicious - WarGames match, WrestleWar (ফেব্রুয়ারি ২৪, ১৯৯১)

With Nikita Koloff, Ricky Steamboat, Barry Windham, and Dustin Rhodes vs. Arn Anderson, Rick Rude, Steve Austin, Bobby Eaton, and Larry Zbyszko - WarGames match, WrestleWar (May ১৭, ১৯৯২)

১২) অবশেষে ২০১৪ Survivor Series-এ আগমনের মধ্য দিয়ে WWE-তে 'The Vigilante' Sting-এর ঐতিহাসিক ডেবিউ ঘটে। এখানে তিনি Team Cena vs Team Authority ম্যাচে interrupt করে টিম সিনাকে জেতাতে সাহায্য করেন। এর পরিপ্রেক্ষিতে Authority-র লিডার ট্রিপল এইচের সাথে তার ফিউডের উৎপত্তি হয়। তাদের মধ্যকার ম্যাচটি রেসলমেনিয়া ৩১-এ গড়ায় যেটি ছিল WWE-তে স্টিংয়ের ডেবিউ ম্যাচ।

১৩) তার ডেবিউ-এর ঘটনাটি ২০১৪ সালের "This is Awesome" Moment of Year হিসেবে Slammy Award পায়।

১৪) Sting ৪ বার "Most Popular Wrestler of the Year" হয়েছেন (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)। এই রেকর্ডটি আর শুধুমাত্র John Cena-র আছে।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Jim Crockett Promotions/World Championship Wrestling

NWA World Television Championship (১ বার)

NWA World Heavyweight Championship (১ বার)

WCW International World Heavyweight Championship (২ বার)

WCW United States Heavyweight Championship (২ বার)

WCW World Heavyweight Championship (৬ বার)

WCW World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Lex Luger (১), The Giant (১), এবং Kevin Nash (১)

Jim Crockett, Sr. Memorial Cup (১৯৮৮) – সঙ্গে : Lex Luger

Iron Man Tournament (১৯৮৯)

London Lethal Lottery Tag Team Tournament (২০০০) – সঙ্গে : Scott Steiner

King of Cable Tournament (১৯৯২)

European Cup (১৯৯৪, ২০০০)

WCW United States Championship Tournament (১৯৯১)

WCW United States Championship Tournament (১৯৯৫)

Battlebowl Battle Royal (১৯৯১)

Third WCW Triple Crown Champion

Pro Wrestling Illustrated

Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)

Match of the Year (১৯৯১) with Lex Luger vs. the Steiner Brothers at SuperBrawl I

Most Improved Wrestler of the Year (১৯৮৮)

Most Inspirational Wrestler of the Year (১৯৯০)

Most Popular Wrestler of the Year (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)

Wrestler of the Year (১৯৯০)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ১৯৯২

Ranked No. ১৫ of the top ৫০০ singles wrestlers of the PWI Years in ২০০৩

Ranked No. ৫২ of the top ১০০ tag teams of the PWI Years with Lex Luger in ২০০৩

Professional Wrestling Hall of Fame

Class of ২০১৮

Total Nonstop Action Wrestling

NWA World Heavyweight Championship (১ বার)

TNA World Heavyweight Championship (৪ বার)

TNA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Kurt Angle

Inspirational Superstar of the Year (২০০৭)

TNA Match of the Year (২০০৭) vs. Kurt Angle at Bound for Glory, অক্টোবর ১৪, ২০০৭

TNA Match of the Year (২০০৯) vs. A.J. Styles at Bound for Glory, অক্টোবর ১৮, ২০০৯

TNA Hall of Fame (Class of ২০১২)

Universal Wrestling Federation

UWF World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Eddie Gilbert (২) এবং Rick Steiner (১)

World Wrestling All-Stars

WWA World Heavyweight Championship (১ বার)

WWE

WWE Hall of Fame (Class of ২০১৬)

Slammy Awards

"This is Awesome" Moment of the Year (২০১৪) – Debuting to help Team Cena defeat Team Authority at Survivor Series

"Surprise Return of the Year" (২০১৫) – as Seth Rollins' statue, এবং attacks Rollins on Raw

Wrestling Observer Newsletter

Match of the Year (১৯৮৮) vs. Ric Flair at Clash of the Champions I

Most Charismatic (১৯৮৮, ১৯৯২)

Most Improved (১৯৮৮)

Most Unimproved (১৯৯০)

Best Babyface (১৯৯২)

Worst Worked Match of the Year (১৯৯৫) vs. Tony Palmore at Battle ৭

Worst Worked Match of the Year (২০১১) vs. Jeff Hardy at Victory Road

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০১৬)

STING : স্টিং

এই বছরের স্ল্যামি এওয়ার্ড এর জন্য WWE এখন পর্যন্ত নিম্নোক্ত ক্যাটাগরি প্রকাশ করেছেঃ-
* Best Twitter Handle or Social Media Champion
* Match of the Year
* Diva of the Year
* Superstar of the Year
* Tag Team of the Year
প্রথমেই আমি কথা বলব Diva Of The Year নিয়ে। এক্ষেত্রে নমিনেশনগুলো যে রকম হতে পারে--

♥ Paige : এই ডিভা নিঃসন্দেহে এবার নমিনেশন পাবে। এমনকি এই ডিভার এওয়ার্ড পাওয়ারও বেশ সম্ভাবনা আছে। নিজের ডেবিউ এ Paige চ্যাম্পিয়নশীপ পেয়েছিল। তাছাড়াও Paige এর স্টাইল, রেসলিং স্টাইল বর্তমানের প্রচলিত ডিভাদের থেকে আলাদা। প্রচুর ফ্যান সাপোর্টও আছে তার ফেস হিসেবে।

♠ AJ Lee : এই ক্রেজি ডিভাও অবশ্যই নমিনেশন পেতে চলেছে। কারণ, সে এখন একজন গুরুত্বপূর্ণ ডিভা। তবে আমার মনে করি না যে AJ Lee এর এওয়ার্ড পাওয়ার মতো যথেষ্ট ফ্যান সাপোর্ট আছে।

♦ Nikki Bella : Nikki ২০১৪ সালে তার বোনের সাথে একটা ভাল ফিউড আমাদের উপহার দিয়েছে, যেকারনে সে নমিনেশন পাবে বটে। তবে ফিউডটিতে সে হিল থাকায় তার ফ্যান সাপোর্ট ব্যাপক পরিমানে কমে গিয়েছে এবং এটা নিশ্চিত যে সে এওয়ার্ডটা পাবে না।

♣ Brie Bella : সম্পূর্ণ ২০১৪ সাল Brie ছিল ফেস। সে তার সুপার ফ্যান ফেভারিট স্বামীর জন্য ক্যারিয়ারও ত্যাগ করেছে। এখন Brie একটা বেশ জনপ্রিয় ডিভা। এক্ষেত্রে Nikki এর সাথে ফিউডে সে অনেক সিম্প্যাথী গ্যাদার করেছে। এইসব কারণ এবং স্বামীর জনপ্রিয়তার জোড়ে এবার Brie এর ব্যাপক সম্ভাবনা রয়েছে এওয়ার্ড জিতে যাওয়ার।

◘ এবার যদি শুধুমাত্র আমার ভোটে এওয়ার্ড দেওয়া হতো তাহলে আমি ভোটটা দিতাম Paige কে। কারণ, AJ এবং Nikki কে আমরা আগেও একক একশনে দেখেছি এবং তারা এখন যথেষ্ট সাফল্য পেয়েছে। কিন্তু Paige এর ক্যারিয়ার সবে শুরু এবং সে বেশ ট্যালেন্টেড ডিভা। তার মুভসেটটা আমার বেশ পছন্দ। হ্যা, তবে Brie কে আমরা কখনই সিঙ্গেল একশনে সেভাবে দেখি নি। সে তার বোনের নিচে চাপা পড়েছিল, যে কারণে তাকে লাইমলাইটে আনতেই তাদের মধ্যে ফিউডের জন্ম। কিন্তু Brie এর স্কিলের চেয়ে Paige এর স্কিল অনেক অনেক উন্নত। Brie এর উত্থানটা পরিস্থিতি ছাড়া কিছুই নয়। তাই এই এওয়ার্ডটা আমি দেব Paige কে।

Credit : Arko Ðâ Gâmê


স্লামি অ্যাওয়ার্ডঃ ডিভা অফ দ্য ইয়ার কে হবে? দেখে নিন।

WWE Superstar হিথ স্লেটারের নামে Arrest Warrant বের করেছে আটলান্টা পুলিশ। 

Corrine Oliver নামক এক মেয়ে পুলিশের কাছে অভিযোগ করায় তার নামে মামলা হয়। রেসলম্যানিয়া ২৭ এর সময় Corrine Oliver ছিলো সিকিউরিটি টিমের সদস্য। ওই সময় হিথ স্লেটার ওই মেয়েকে জোর করে লিফটে ওঠাতে চেয়েছিলো। সে আরো জোর করেছিলো মেয়েটা যাতে তার সাথে রাত কাটায়। Corrine Oliver অভিযোগ করে ওই ঘটনার জন্যে তার মারাত্নক Injury হয়েছিলো। 

WWE পুলিশের আবেদনে সাড়া দিয়েছে। এখনো কোনো অভিযোগের কপি তাদের হাতে পৌছায় নি। পৌছাবার সাথে সাথে তারা স্লেটারকে পুলিশের হাতে তুলে দিবে।

Credit :  Nishat Mahin Mehedi

ব্রেকিং নিউজঃ WWE সুপারস্টার হিথ স্লেটারের নামে Arrest Warrant বের হয়েছে!

◘ আজকের স্মাকডাউন শুরু করে সান্টিনো মারেলা! সে একটা প্রোমো কাটে এবং তার নতুন মুভি Jingle All The Way 2 -এর ব্যাপারে কথা বলে। তারপর সে জানিয়ে দেই, এই সপ্তাহের গেস্ট জেনারাল ম্যানেজার হবে সে নিজেই।

♠ Dolph Ziggler vs. Luke Harper (IC Title Match)

• এটা ছিল IC টাইটেলের রিম্যাচ। ম্যাচের শেষের দিকে হারপার বুদ্ধি করে জিগ্লারকে একটা লো-ব্লো কিক দিয়ে দেই ফাইল রেফারি সঙ্গে সঙ্গে ডিস্কোয়ালিফিকেশন করে জিগ্লারকে জিতিয়ে দেই কিন্তু নিয়ম মতো টাইটেল থাকবে সেই হারপারএর কাছেই।

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচের পরে হারপার একটা ল্যাডার নিয়ে আসে এবং জিগ্লারকে পাওয়ারবম্ব দেওয়ার চেষ্টা করে কিন্তু জিগ্লার কাউন্টার করে হারপারকেই একটা ফেসবাস্টার দিয়ে দেই। এরপর হারপার সেখান থেকে পালাতে গেলে জিগ্লার ল্যাডারটাকে তার দিকে ছুরে মারে যদিও সেটা মিস হয়ে যায়, কিন্তু হারপারের বেশিদূর যাওয়া হয়নি কারন আমাদের GM সান্টিনো চলে আসে এবং TLC -এর জন্য তাদের মধ্যে একটা ল্যাডার ম্যাচ ঠিক করে দেই। 

◘ এরপরে অথরিটির ব্যাপারে কিছু পুরানো জিনিস দেখানো হয়। 

◘ Seth Rollins, Kane, Big Show, Joey Mercury এবং Jamie Noble প্রোমো কাটতে আসে। রলিন্স আগের দিনের "র"-তে সিনাকে টেবিলের উপরে মেরে ভাঙ্গার কথা বলে, বিগ শো TLC তে তার স্টেয়ার (স্টিল স্টেপ) ম্যাচের ব্যাপারে কথা বলে, এরপর কেইন তার কাছ থেকে মাইকটা নিয়ে নেই এবং বলে সে রাইব্যাককে TLC-তে অনেকগুলি চেয়ার শট ফিড করবে! এরপরে সান্টিনো চলে আসে এবং তাদেরকে মাথা ঠাণ্ডা করতে বলে,  সে আজকের মেইন ইভেন্টের জন্য Ryback ও Rowan vs. Rollins ও Show ম্যাচ ঠিক করে। 

♠ Xavier Woods ও Kofi Kingston vs. Tyson Kidd ও Cesaro

• এই ম্যাচে বিগ E এবং Natalya রিংসাইডে ছিল তাদের টিমকে সাপোর্ট করার জন্য। উডস এবং কোফি মিলে একটা দারুন মুভ দেয় জারফলে উডস একটা ড্রাইভিং স্টম্প দিয়ে জয়লাভ করে। 

♥ Winner : The New Day 

◘ তাদের ম্যাচের পরে ডাস্ট ব্রাদার বিগ স্ক্রিনে এসে হাজির হয়। তারা নিউ ডেই -এর বিপরীতে কিছু নেগেটিভ ম্যাসেজ দেয়। তার জবাবে উডস বলে যে এই ব্রহ্মাণ্ডের কালো শক্তি তাদেরকে ধরে রাখতে পারবে না। কোফি তাদেরকে চ্যালেঞ্জ করে এবং বিগ E নিউ ডেই -এর পাওয়ারের ব্যাপারে বলে  ব্যাপারটাকে শেষ করে। 

◘ নাওমিকে ব্যাকস্টেজে দেখানো হয়, যার কাছে একটা ফ্লাওয়ার ভেস পাঠানো হয়েছিল। জিমি উসোকে দেখা যায় এবং সে বলে যে আমিতো এগুলি সেন্ড করিনি। তারপর সেই ভেসের কার্ড দেখে বুঝা যায় যে এটা মিজের কাজ কারন সেখানে লিখা ছিল "Apologies from Miz"। এটা দেখে উসো সেটাকে মাটিচে ছুরে ফেলে ভেঙ্গে দেয়। 

◘ এরপর জ্যাক স্বাগার এবং রুসেভের মেইন ইভেন্টের প্রোমোটা আবার দেখানো হয়। এরপরের ম্যাচ হবে রুসেভ vs. ডিন আম্বোস। 

◘ ম্যাচের জন্য ডিন আম্ব্রোস আসে এবং বলে যে আগের দিনের "র"-টাকে সে খুব এঞ্জয় করেছে, বিশেষভাবে ব্রে ওঅ্যাট-এর রকিং চেয়ারটাকে ডেস্ট্রয় করে তার খুব ভালো লেগেছে। আম্ব্রোস বলে যে ব্রে-এর প্লানসমূহ মোটেও ভালো কাজ করছে না এবং সে বলে TLC তে তাকে ডেস্ট্রয় করার দায়িত্ব আমার উপরেই। আম্ব্রোস জানিয়ে দেয় যে সব মাইন্ড গেম এখন শেষ। এরপরে লানা এবং রুসেভ চলে আসে। লানা বলে যে অ্যামেরিকার ভয় দেখানোর কারনে রুসেভ এই ম্যাচে অংশগ্রহন করবে না! এটা বলে সে আগের দিনের স্বাগারের সঙ্গে ঘটনাটা দেখায়। এরপর রুসেভ এবং লানা মিলে অ্যামেরিকাকে অপমান করে, রুসেভ আরও বলে যে সে স্বাগারের শরীরের প্রত্যেকটি হারকে ধ্বংস করে দিবে, ঠিক যেমনটা জেব কোল্টারের সঙ্গে করা হয়েছিল। এরপর লানা বলে যে রুসেভ আজকে খেলবে না এবং এটা শুনে আম্ব্রোস রেগে গিয়ে বলে সে এখানে ফাইট করতেই এসেছে। আম্ব্রোস রাম্পের দিকে ছুটে যায় কিন্তু শীঘ্রই ওঅ্যাটের সামনে এসে থেমে যায়। ওঅ্যাট তাকে ভালোমতো ধোলাই দিতে শুরু করে, এরপর আম্ব্রোস কিছু পালটা জবাব দেওয়ার চেষ্টা করলেও একটা স্টিল চেয়ারের দৌলতে ব্রে তার গলায় হিট করে এবং তাকে কাবু করে ফেলে। এরপর ওঅ্যাট একটা চেয়ারের সাহায্যে স্টিল স্টেপের উপর আম্ব্রোসকে স্মাশ করে দেয় এবং তাকে ফেলে রেখে চলে যায়। এরপর ডাক্তাররা চলে আসে এবং ডিনকে চেক করে তারা একটা নেকব্রেস পড়িয়ে স্ট্রেচারে করে আম্ব্রোসকে নিয়ে যায়, এটা ছিল ওঅ্যাটের স্বাদের চিয়ারে হাত দেওয়ার ফল। 

♠ The Miz vs. Jey Uso 

• দ্য মিজ আগে আসে এবং একটা প্রোমো কাট করে, সে বলে কিছুতেই বুঝতে পারছি না কেন জিমি এত রেগে আছে। মিজ আরও বলে যে, সে নাকি নাওমিকে হেল্প করার চেষ্টা করছে। এরপর উসোসরা চলে আসে এবং মিজ জিমিকে নিয়ে ট্রোল করে। কিন্তু তাদের ঝগড়া লাগার আগেই রেফারি জিমিকে পেছনের দিকে পাঠিয়ে দেয়। মিজডোউ এর ইন্টারফেয়ারেন্সের কারনে মিজ জেইকে Skull Crushing Finale হিট করে জয়লাভ করে। 

♥ Winner : The Miz

♠ Brie Bella vs. Naomi

• এজে লি কমেন্টারিতে ছিল এবং নিক্কি বেলাও রিংসাইডে ছিল। নিক্কি এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে কিন্তু এজে তাকে আপ্রন থেকে টেনে নীচে ফেলে দেয়। নাওমি স্কুল বয়ের মাধ্যমে ব্রিকে হারিয়ে দেয়। 

♥ Winner : Naomi

◘ এরপর ব্যাকস্টেজে সান্টিনোকে দ্য বানির সাথে দেখা যায়, সান্টিনো তার কাঁধের উপর যে চাপ রয়েছে সেটার ব্যাপারেই বানির সঙ্গে কথা বলছিল! এই ফানি সেগমেন্টের পরেই হবে আমাদের মেইন ইভেন্ট। 

♠ Seth Rollins ও Big Show vs. Ryback ও Erick Rowan

• তাদের মধ্যে ভালোই ম্যাচ চলে যতক্ষণ না পর্যন্ত কেইন রিঙ্গের দিকে ছুটে আসে, কিন্তু তার কোন কাজ করার আগেই রেফারি তাকে থামিয়ে দেয় এবং তাকে চলে যাবার আদেশ দেয়। কিন্তু এই কাজটা করার সময় রলিন্স কোনরকমে বিগশো কে ট্যাগ দিলেও রেফারি রিঙ্গের মধ্যে হওয়া রলিন্স এবং শো-এর ট্যাগটাকে দেখতেই পাইনি। রেফারি শোকে রিঙ্গের বাইরেই থাকতে বলে যদিও সে ট্যাগ পেয়েছিল, কিন্তু এই সুযোগে কিছুক্ষণের মধ্যেই রোয়ান শোকে একটা বিগ বুট হিট করে, এবং রলিন্স তখন রেফারির সঙ্গে ঝগড়া করতে থাকে, ঝগড়া শেষ হবার পরের অনুভূতি যদিও সুখের ছিল না কারং ঘুরে দারাতেই রাইব্যাক তাকে কাঁধে তুলে নিয়ে শেলশক দিয়ে দেয় এবং পিন করে জিতে যাই।

♥ Winner :  Ryback ও Erick Rowan

আজকের স্মাকডাউনকে এইভাবেই ফেসদের জয়ের মাধ্যমে শেষ হয় এবং ফেসরা নিজেদের জয় সেলিব্রেট করে। 


☻WWE SmackDown স্পইলার, ৩ ডিসেম্বর ২০১৪

◘ আজকের Raw শুরু হয় আমাদের অজানা GM -এর বিরক্তিকর ম্যাসেজের টিউনের আওয়াজে। মাইকেল কোল প্রতিবারের মতো এই ম্যাসেজ পরে শোনাই এবং বলে যে WWE-এর এখন একজন লিডারকে দরকার। 

◘ কোলের ম্যাসেজ পড়া শেষ হবার আগেই, জন সিনা চলে আসে। সিনা বলে যে অজানা জিএম সাক্স...এবং ক্রাউডরা এই কথায় সিনার সাথে সহমত দেই। সিনা আরও বলে যে আমাদের চ্যাম্প ব্রক লেসনার এবং এই জিএমের মধ্যে একটা মিল আছে...তারা দুজনেই বছরে একবার করে আসে! এরপর সিনা সেই ম্যাসেজের কম্পিউটারটাকে বন্ধ করে দেই এবং বলে যে সে একজন ফেসলেস জিনিসকে দিয়ে এই Raw পরিচালনা করতে দিবে না। এরপরেই সেথ রলিন্স চলে আসে। 

◘ রলিন্স এবং সিনা একে অপরকে অপমান করতে থাকে, যদিও রলিন্স সিনার থেকেও ভালো অপমান করছিল, যার ফলে You Sold Out -চ্যান্টএর থেকে Cena Sucks-চ্যান্টটাই বেশী শোনা যাচ্ছিল। 

◘ রলিন্স মনে করিয়ে দেই যে, সিনাকে এলিমিনেট সেই করেছিল এবং টীম সিনা শুধুমাত্র স্টিং এর দয়াতেই জিতেছিল। তবে সিনা বলে সে এখানে শুধুমাত্র ডলফ জিগ্লারকে ক্রেডিট দেওয়ার জন্য এসেছে। 

◘ রলিন্স বলে এখন সবথেকে ভালো কাজ হল অথরিটীকে আবার ফেরত আনা যেটা শুধুমাত্র সিনাই করতে পারবে...। সিনা বলে কথাটা ভালোভাবে বললে সে এই ব্যাপারে ভাববে। রলিন্স খুব কস্ট করে ভালোভাবে বলে, তারপর সিনা বলে নিজের হাটু গেরে বসো এবং কথাটা বলো। কিন্তু তারপরেই জিএমের ঘন্টা বেজে উঠে এবং মাইকেল কোল আনাউন্স করে যে TLC তে সিনা এবং রলিন্সের মধ্যে একটা ল্যাডার ম্যাচ হতে চলেছে। যদি সিনা ওই ম্যাচে হারে তাহলে সে আর নাম্বার ওয়ান কন্টেন্ডার থাকতে পাবে না, এরপরেই রলিন্স হাঁটুতে বসা বাদ দিয়ে সিনাকে অ্যাটাক করে, কিন্তু সিনা কাউন্টার করে সেথকেই রিঙ্গের বাইরে ফেলে দেয়। এরপর কেইন চলে আসে এবং সিনাকে চোকস্লাম দিয়ে দেয়, রলিন্স একটা টেবিল আনে সিনাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারপরেই দ্য বিগ গাই রাইব্যাক চলে আসে এবং রিংটাকে পরিষ্কার করে  দেয়, কিন্তু কেইন একটা চেয়ার শটের মাধ্যমে তাকে কাবু করে ফেলে, এরপরে SS -এর এলিমিনেশন ম্যাচের প্রায় সবাই সেখানে একে একে আসে। শেষপর্যন্ত অথরিটির পাল্লা ভারী হয় এবং শিল্ডের মতোই সিনাকে টেবিলের উপর ট্রিপল পাওয়ার বম্ব দেওয়া হয়, কিন্তু ডিন আর রোমানের বদলে ছিল সেথের দুই চামচা। এইভাবে অথরিটি এগিয়ে থাকে ও সেগমেন্টটা শেষ হয়।

◘ আজকে রাতের জন্য দুই ম্যাচ আনাউন্স করা হয়, রোয়ান vs. বিগ শো এবং   Cena, Ryback ও Ziggler vs. Harper, Rollins ও Kane। 

♠ Tag Team Turmoil (No. 1 Contender for the WWE Tag Team Title)

• ডাস্ট ব্রাদার এবং দ্য নিউ ডেই (কোফি এবং বিগ ই), খুবই তাড়াতাড়ি বিগ ই এবং কোফি তাদের নিউ ফিনিশারের সাহায্যে গোল্ড এবং স্টারডাস্টকে এলিমিনেট করে দেয়। 

• তাদের পরের চ্যালেঞ্জার হয় টাইসন কিড এবং সিজারো, তাদের মধ্যে ম্যাচ চলাকালীন ডাস্ট ব্রাদাররা উডসকে অ্যাটাক করে যার ফলে কোফি ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং এর ফলে কিড ও সিজারো তাকে পিন করে ও দ্য নিউ ডেইকে এলিমিনেট করে দেয়।

• এরপরে আসে দ্য উসো, তাদের মধ্যে ভালো ম্যাচ চলতে থাকে, শেষে নাটালইয়া কিডকে সাহায্য করে একটা কিক মারতে কিন্তু উসোসরা তাও এটাকে কাউন্টার করে সুপারফ্লাই স্প্লাশ দিয়ে কিড ও সিজারোকে এলিমিনেট করে দেই।   

• এবার আসে অ্যাডাম রোজ এবং বানি, এরাই হল ফাইনাল টিম। শেষে বানি ট্যাগ দিয়ে এসে ভালো খেলা দেখায় কিন্তু ড়জ বানিকে ট্যাগ দিয়ে নিজে আসে এবং বানিকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু তারপরেই সে নিজে একটা সুপারকিক এবং সুপারফ্লাই স্প্লাশ দিয়ে পিন করে এবং উসোসরা জয়লাভ করে। 

♥ Winners: The Usos

◘ এরপর টম ফিলিপ রোয়ানের একটা ইন্টারভিউ নেই। 

♠ Erick Rowan vs. Big Show

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে, বিগ শো রোয়ানকে নীচে স্টিল স্টেপে ছুরে মারে। এরপর বিগ শো স্টিল স্টেপগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ফলে রেফারি ডিস্কোয়ালিফাই করে দেই। 

♥ Winner by DQ: Erick Rowan

◘ এরপর ব্যাকস্টেজে রিনি ইয়ং, ভিন্সের একটা ছোট ইন্টারভিউ নেই।

♠ Fandango vs. Jack Swagger

• জ্যাক স্বোয়াগারের মিউজিক দুইবার হিট করে কিন্তু সে আসেনি, এরপর ব্যাকস্টেজে দেখা যায়, জেব কোল্টার আহত হয়ে আছে এবং স্বাগার তাকে জিজ্ঞাসা করছে জে এটা কে করলো। এরপর রিঙ্গে রোসা, লিলিয়ানের কাছ থেকে মাইক কেরে নিয়ে ফ্যানডাঙ্গোকে ফোরফিটে উইনার হিসাবে ঘোষণা করে।

♥ Winner by Forfiet: Fandango

◘ এরপর রুসেভের মিউজিক হিট করে, অর্থাৎ এটা পরিষ্কার যে রুসেভই ওই মহান কাজটা করেছে। রুসেভ এবং লানা একটা হিল প্রোমো কাট করে, যার ফলে স্বাগার আসে এবং রিঙ্গের দিকে ছুটে যায়, সে রুসেভকে সঙ্গে সঙ্গেই অ্যাটাক করে এবং তাকে নীচে নিয়ে গিয়ে ব্যারিকেডে কয়েকবার ছুরে মারে। এরপর অফিসিয়ালরা চলে আসে তাদেরকে ছাড়াবার জন্য এবং রুসেভ বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়।  

♠ Fernando vs. Mizdow

• ম্যাচ শুরু হবার পরে মিজডোউ এর চ্যান্ট শুরু হয়ে যায়। মিজডোউ মিজের স্টাইলেই খেলতে থাকে এবং শেষে ফারনান্দোকে Skull Crushing Finale দিতে যায়, কিন্তু ফারনান্দো সেটা কাউন্টার করে কিন্তু তারপর মিজডোউ কোনভাবে ফিগার ফোর লক দিতে সক্ষম হয় এবং সাবমিশনের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Mizdow

◘ ম্যাচের পরে জিমি উসো আসে এবং মিজের মুখে মেরে তাকে বলে আমার স্ত্রীএর থেকে দুরেই থাকবে। 

♠ Bray Wyatt vs. R-Truth

• এই ম্যাচের ব্যাপারে কিছুই বলার নাই, সবাই জানে কে জিতবে! ওয়াট তার স্পাইডারমুভ দেখিয়ে ট্রুথকে সিস্টার আবিগেইল দেই এবং জয়লাভ করে। 

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে ওয়াট রিঙ্গের নিচ থেকে কয়েকটি চেয়ার বার করে তাদেরকে রিঙ্গে মধ্যে ফেলা শুরু করে, ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে ব্রে তাদের ইচ্ছাও পূরণ করে। এরপর ওয়াট আম্ব্রোসের উদ্দেশে একটা প্রোমো কাট করে। 

◘ এরপর ডিন আম্ব্রোসের মিউজিক হিট করে এবং সে রিঙ্গের দিকে আসে, রিঙ্গে আসা মাত্রই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আম্ব্রোস, ওঅ্যাটকে মেরে টেবিলের উপরে রাখে এবং একটা ল্যাডারে উঠে যায়। এরপর অনেকজন অফিসিয়াল চলে আসায় ওয়াট বেঁচে যায়, কিন্তু তারপরেই আম্ব্রোস ছুটে গিয়ে ব্রে -এর উপরে একটা ডাইভ দেয়। পুরা রিঙ্গই বিভিন্ন অস্ত্রতে ভরতি ছিল। এরপর আম্ব্রোস ওঅ্যাটএর রকিং চেয়ারটাকে নেয় এবং রিঙ্গের উপরেই তাকে ছুরে ফেলে, ব্রে এটাকে রিঙ্গের বাইরে থেকে কাঁদতে কাঁদতে দেখতে থাকে এবং ভাবে কেন প্রোমোটা বেকার কাট করতে গেলাম।  

◘ এরপর বেলা টুইন্স এবং এজে লি রিঙ্গে আসে তাদের ম্যাচের জন্য। এজের পার্টনার কে হবে তার জন্য ভোট হয়। ভোটে জয়লাভ করে নাওমি এজের পার্টনার হয়ে যায় এই ম্যাচের জন্য। 

♠ AJ and Naomi vs. The Bella Twins

• এজে, ব্রিকে মেরে আপ্রন থেকে নীচে ফেলে দেয় এবং নিক্কিকে একটা টরনাডো DDT দিয়ে দুই কাউন্ট লাভ করে। ব্রি এবং নাওমি রিঙ্গের বাইরেই পরে থাকে এবগ এজে লি, নিক্কিকে Shining Wizard হিট করে এবং তারপর Black Widow-এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winners: AJ and Naomi

◘ এরপর মিক ফোলি WWEshop.com -এর কমার্শিয়ালের জন্য তার মেয়ের সাথে সান্টা সেজে আসে। 

◘ এরপর WWE headquarters-এর একটা প্রোমোতে পল হেইম্যান লেসনারের হয়ে কিছু সাফাই দেই। এর পরের ম্যাচ হবে মেইন ইভেন্ট। 

♠ Dolph Ziggler, John Cena ও Ryback vs. Seth Rollins, Luke Harper ও Kane

• আধ ঘন্টা ধরে সবাইয়ের এন্ট্রান্সই হয়। শেষপর্যন্ত ম্যাচ শুরু হয় সিনা এবং হারপারের মাধ্যমে। সবাইয়ের মধ্যে ভালো ফাইট চলে এবং একসময়, সিনা যখন রিঙ্গে ছিল তখন রলিন্স ট্যাগ দিয়ে ভিতরে আসে এবং টপ রোপ থেকে লাফ মেরে সিনার মুখে একটা পাঞ্চ দেয়। এরপর রলিন্স সিনাকে নিয়ে কিছু ট্রোল করে এবং সিনা এর জবাবে তার মুখে কিছু সলিড পাঞ্চ দেয়। এরপর সিনা ও রলিন্স উভয়েই ট্যাগ দিয়ে যথাক্রমে জিগ্লার এবং হারপারকে রিঙ্গে নিয়ে আসে। জিগ্লার, হারপারকে একটা জোরদার ক্লোথসলাইন হিট করে, এবং এরপর একসময় সবাই মিলে রিঙ্গের মধ্যে চলে আসে, এবং সুজোগ বুঝে সিনা টপ রোপের উপর থেকে একটা ডাইভ দিয়ে সবাইকে ফেলে দেয়। শেষে হারপার,  জিগ্লারকে একটা জোরদার স্লাম দেয় কিন্তু দুই কাউন্টের বেশী যায়নি। এরপর হঠাৎ করেই জিগ্লার সান্সেট ফ্লিপের মাধ্যমে হারপারকে পিন করে এবং তাদের টিমকে জয়লাভ করাই। 

♥ Winners: Cena, Ziggler and Ryback

◘ ম্যাচের পর রোয়ান স্টিল স্টেপ নিয়ে আসে এবং সবাইকে সেটা দিয়ে হিট করতে লাগে, এরপর বিগ শো চলে আসে কিন্তু তারপর টিম সিনার সবাইমিলে তাকে ভালোমতো ধোলাই দেই। তারপর রোয়ান স্টিল স্টেপের মাধ্যমে বিগ শোর খেল খতম করে এবং লড়াই ফিনিশ করে। এরপর সিনা, রোয়ান এবং জিগ্লার কর্নারে গিয়ে সেলিব্রেট করে এবং এইভাবেই ফেসেদের এগিয়ে থাকা দিয়ে আজকের Raw শেষ হয়। 

☻WWE Raw রেজাল্ট, ২ ডিসেম্বর ২০১৪