প্রো-রেসলিংয়ের অন্যতম কর্ণধার হচ্ছে জাপানীজ প্রো-রেসলিং। আজকের পোস্টটিতে জাপানীজ প্রো-রেসলিং নিয়ে আলোচনা করাই আমার মূখ্য উদ্দেশ্য। সাথে থাকছে NJPW এর ব্যাপারে কয়েকটি অজানা তথ্য। তাহলে শুরু করা যাক - 

সূর্যোদয়ের দেশ জাপান। জাতি হিসেবে তারা খুবই কর্মঠ, অধ্যবসায়ী এবং সীমাহীন ধৈর্যের অধিকারী। Wrestling, Mixed Martial Art এবং Karate তাদের ঐতিহ্য, এগুলো তাদের রক্তের সাথে একাকার। যদিও প্রো-রেসলিং এখনোও স্পোর্টস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, কিন্তু জাপানীরা প্রো-রেসলিংয়ের সাথে বিভিন্ন ধরণের Combat Sports যেমন: Muay Thai, Mixed Martial Art, Sambo, Boxing, Jiu-Jit su এর সংমিশ্রণ ঘটিয়ে প্রো-রেসলিংকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। মূলত, এই কারণেই জাপানীজ প্রো-রেসলিং, আমেরিকান প্রো-রেসলিং হতে নিজেদের আলাদা করে রেখেছে। 

জাপানী ভাষায় প্রো-রেসলিংকে সংক্ষিপ্ত রূপে "Puroresu" বলা হয়। তবে জাপানীরা এই Puroresu শব্দের মাধ্যমে বিশ্বের সব প্রো-রেসলিং কোম্পানিকেই বোঝায় । এক্ষেত্রে Puroresu শব্দটির মাধ্যমে যেমন জাপানী প্রোমো গুলোকে বুঝানো হয় ঠিক তেমনি এর মাধ্যমে আমেরিকান প্রোমো গুলোকেও বুঝানো হয়। 

জাপানীজ প্রো-রেসলিং এবং NJPW


আসল নাম:  রামি সেবাই

জন্মদিন: জুলাই ১২, ১৯৮৪

জন্মস্থান: কানাডার কুইবেক

বাসস্থান: ফ্লোরিডা, ইউএস

উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মি)

ওজন: ২১২ পাউন্ড (৯৬ কেজি)

ট্রেনারস: Patty, Jerry ও Savio Vega

সম্পত্তি: $ ৪০০,০০০

অভিষেক: ১ই মার্চ, ২০০২


সামি জেইন হল বর্তমানের একজন প্রফেসনাল রেসলার। তিনি সিরিয়ান বংশোদ্ভূত এবং কানাডা তে জন্মগ্রহণ করেছেন। তিনি মেক্সিকো থেকে রেসলার হওয়ার জন্য ট্রেইনিং নেওয়া শুরু করে। তিনি প্যাটি কিড,সাভিও বেগা নামক ট্রেনারদের কাছ থেকে রেসলার হওয়ার জন্য ট্রেনিং নেন। তিনি রেসলিং জগতে পা দেন ২০০২ সালে।

WWE -এর সাথে সংযুক্ত হবার পূর্বে, সেবেই এল গেনেরিকো নামে ইন্ডি সার্কিটে রেসলিং করেছেন। তিনি তখন মেক্সিকোর লিচা লিব্রের চরিত্রে রেসলিং করতেন এবং তখন তার ক্যাচফ্রেস ছিল "ওলে!"।গেনেরিকো ২০০২ হতে ২০১৩ সালে পর্যন্ত মুখোশ পড়ে রেসলিং করেছেন। WWE -এর সাথে সংযুক্ত হবার আগে তিনি মুখোস পড়া পরিত্যাগ করেন।

WWE -এর সাথে সংযুক্ত হবার পূর্বে, সেবেই এল গেনেরিকো নামে ইন্ডি সার্কিটে রেসলিং করেছেন। তিনি তখন মেক্সিকোর লিচা লিব্রের চরিত্রে রেসলিং করতেন এবং তখন তার ক্যাচফ্রেস ছিল "ওলে!"।গেনেরিকো ২০০২ হতে ২০১৩ সালে পর্যন্ত মুখোশ পড়ে রেসলিং করেছেন। WWE -এর সাথে সংযুক্ত হবার আগে তিনি মুখোস পড়া পরিত্যাগ করেন।

SAMI ZAYN : সামি জেইন


• WWE Cruiserweight Division এর অন্যতম এক মুখ TJP এর ৩৩ তম জন্মদিন আজ। সে হচ্ছে First Time Ever WWE Cruiserweight Champion. Cruiserweight ডিভিশনের মাধ্যমেই তার WWE তে ডেবিউ করা। Division এর অনেক রেসলারকে কয়েক রাউন্ডে হারানোর মাধ্যমে হয়ে গিয়েছিলেন প্রথম বারের মতো WWE Cruiserweight Champion. তাছাড়াও তিনি যুক্ত ছিলেন TNA এর সাথে (বর্তমান GFW Impact Wrestling). আমাদের পেজ এর পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, Happy Birthday To You TJP..!


• JBL এর Smackdown Live Commentary Team থেকে replacing হওয়া নিয়ে Renee Young টুইটারে comment করেছেন।

• আজ SD live এর একটি হাউজ শো তে, AJ Styles Baron Corbin & Shinsuke Nakamura কে হারিয়ে নিজের United States Title রিটেইন করেছেন।✌

• PWInsider এর তথ্যমতে, Primo Colon পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে রিং action এ ফিরতে পারেন।

• Edge অভিযোগ করেছেন, WWE is wasting Luke Harper.✌👌Edge বলেন,
"I'm a big fan of Luke Harper. I don't know why but I feel they're wasting a great talent in him. The first time I saw him I said that's a man that looks like he could face The Undertaker at Wrestlemania. His presentation of his character is magnificent but he's getting zero time to showcase it. Put him on my TV"

• Ric Flair এক Message এ তার Fan দের ধন্যবাদ জানিয়েছেন গত কিছু Week তার পাশে থাকার জন্য।

• Raw এর একটি House Show তে Return করেছেন Darren Young.


• সম্প্রতি একটি রুমর উঠে যে 2018 সালের Hall of Fame এ WWE ফরমার রেসলার Dave Batista কে Hall of Fame করা হতে পারে। আর এটা হলে সে আর রেসলিং নাও করতে পারে। 

• সম্প্রতি Seth Freaking Rollins তার theme song এ Burn It Down লাগানোর কারন বলেন যে তার Entrance এর সময় theme song এ একটু সময় theme song বাজে না। আর এটা Vince এর পছন্দ নয়। তাই Burn it Down লাগানো।

• গত Raw তে Cena এবং Roman এর প্রমো scripted ছিল। কিন্তু প্রমো এর মাঝে Roman এর প্রমো ভুলে যাওয়া scripted ছিল না। 

• সম্প্রতি Kevin Owens একটি ইন্টারভিউ তে বলেন যে তিনি ফেস হিসেবে রিংয়ে আসতে রেডি।।তিনি বলেন তিনি যদি হিল হয়ে Booo আদায় করতে পারে তাহলে সে ফেস হয়ে chears ও আদায় করতে পারবে।

• Bobby Roode এর next opponent হিসেবে ফিউড এ জড়াবে Dolph Ziggler এর সাথে।

• Asuka তার ইঞ্জুরি থেকে রিটার্ন করে কিছু দিনের মধ্যেই মেইন রোস্টার এ ডেবিউ করবেন। তিনি Raw তে ডেবিউ করার রুমর উঠেছে।

• এই সপ্তাহের Raw এর মেইন ইভেন্ট টা হতে যাচ্ছে খুবই ভালো। কারন এই মেইন ইভেন্ট এ Braun Strowman vs Big Show এর ম্যাচ ঠিক করা হয়েছে এবং এটা একটা Steel Cage ম্যাচ।

• রুমর অনুযায়ী খুব তাড়াতাড়ি মেইন রোস্টার এ ডেবিউ করতে যাচ্ছে Author of Pain........
•• লেখকঃ ‎আরিয়ান রেহান, Emon Ahmed & MD Tanvir Islam.

WWE লেটেস্ট নিউজ, ০৪/০৯/২০১৭


Roman Reigns-কে কেন হীল টার্ন করানো হচ্ছে না-এরকম প্রশ্নের জবাবে The Game খ্যাত Triple H বলে যে সে এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত এবং Roman-কে হীল টার্ন করালেও তারা লাভবান হবে না।

Triple H বলে, "আমার মনে হয় না তাকে (Roman Reigns) হীল টার্ন করালে আমরা কোনদিক দিয়ে লাভবান হবো! বরং আমি এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। বর্তমানে যারা Roman Reigns-কে হেইট করে তাদের কাছে সে কিন্তু একজন ভিলেনই বটে। অন্যদিকে যারা তাকে লাভ করে তাদের কাছে সে একজন সুপারহিরো। তার Fan-Hater Percentage হচ্ছে ফিফটি ফিফটি । এখন আমরা যদি তাকে Heel Turn করাই তাহলে তার ফ্যানরা হয়ে যাবে হেটার আর হেটাররা হয়ে যাবে ফ্যান 😆 । সুতরাং আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে।"

এতক্ষণ তো Triple H'র কথা শুনলেন। এইবার আমি কিছু কথা বলতে চাই। IWC তে তো বটেই BWC'র অনেক Roman ফ্যানই চায় তাকে যেন হীল টার্ন করানো হয়। অনেকের মতে তাকে এই গিমিকে রাখলে সেও John Cena' মতো বোরিং ক্যারেক্টারে পরিণত হবে। সেখানে হান্টার বললো, Roman'র কোনো ফ্যানই চায় না সে হীল টার্ন করুক। আসলে Roman-কে হীল টার্ন না করানোর আসল কারণ হচ্ছে তাকে John Cena V.2'ই বানানো হবে। Cena'র মত সেও অল্প সময়ে অনেক ফ্যানবেইজ ক্রিয়েট করেছে (যদিও বিতর্কীতভাবে 😉) এবং তার এই ফ্যানবেইজের অর্ধেক হচ্ছে বাচ্চারা। আর কোম্পানির টপফেস হওয়ার জন্য যা দরকার সেগুলি Roman Reigns'র মধ্যে দেখা যায়। আর হান্টার তার এই ফিফটি ফিফটি পজিশনের কথা বলে আসলে Roman'র ত্যাজপাতা ক্যারিয়ারকেই উল্লেখ করেছে। ক্রিয়েটিভ প্যানেল ইচ্ছা করলে Roman Reigns-কে ভালমতো ব্যবহার করতে পারতো। কিন্তু Roman'র ক্যারিয়ার এখন শাঁখের করাতের মাঝখানে এসে ঠেকেছে যেখানে পিছনে গেলেও কাটবে আর সামনে গেলেও কাটবে!

Roman Reigns'র WWE ক্যারিয়ারের আয়ু হচ্ছে মাত্র পাঁচ বছর আর তাতেই এই অবস্থা। শুধু ভুরিভুরি টাইটেল জিতালে, লিজেন্ডদের হারালে আর বিশাল ফ্যানবেইজ ক্রিয়েট করাতে পারলেই Roman'র ক্যারিয়ার বেঁচে যাবে এমন আশা বোধহয় Roman নিজেও করে না। আগামীতে কী হবে সেটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না ।

• লেখক ঃ Ashraf Mahmud Oytizha

রোমানকে হিল টার্ন কেন করানো হয় না? - ট্রিপল এইচ।


গত ২৯ আগস্ট ২০১৭ এর Raw তে রোমান এবং সিনার মধ্যে একটি বিতর্কিত সেগমেন্ট হয়, Roman vs Cena, No Mercy Contract Singing : 

Kurt Angle রিং এ আসেন এবং সিনাকে ইন্ট্রোডিউজ করেন। সিনা আসে মিক্স রিয়েকশনে। এসে কথা বলতে থাকে। সিনা নানাভাবে রোমান কে ব্লেম দিতে থাকে আর বলে সে র তে এসেছে রোমান কে ফেইস করার জন্য, এটা নাকি রোমানের ইয়ার্ড, রোমান আসে, সিনার সাথে রোমানের অসাধারন মাইক ওয়ার চলতে থাকে, রোমান অনেক Mute Word বলে সিনকে জব্দ করতে চাই কিন্তু সিনাকে মাইকে হারানো কি এতোটাই সোজা? সিনা একদম রোমান কে ধুয়ে দেয়। সিনা বলে তোমার লজ্জা হওয়া উচিৎ, কেননা আমি পার্ট টাইমার হয়ে যা করছি/করতে পারি তা তুমি ফুল টাইমার হয়েও পার না।  বেশী বলে ফেললে মজা চলে যাবে তাই আপনারা দেখে নিন - 



যারা সেই Raw দেখেছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় সেই Raw তে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি ছিল তাহলে সিংহভাগেরই উত্তরটা হবে "John Cena আর Roman Reigns এর Contract Signing সেগমেন্টটি। তবে অনেকেই ভাবছেন যে সেগমেন্টটিতে Cena এবং Roman আনস্ক্রিপটেড কথা বলেছেন। তবে ধারণাটি আংশিক ভুল। যদিও তাদের মধ্যে যে সকল মৌখিক কথা কাটাকাটি হয় সেগুলো সত্যিই ছিল খুব পার্সোনাল, অনেক ননপিজি গালাগালিও আমরা লক্ষ্য করি। সবমিলিয়ে এটি শুধু এই Raw এরই না বরং সারা বছরের সব কটি বেস্ট সেগমেন্টের মধ্যে একটি হয়ে গেছে। এর কৃতত্বটা যে শুধু Cena-র মাইক স্কিলের তা না। আমরা রোমানকে যতই হেইট করি না কেনো, এটা মানতেই হবে আজ তার মাইক স্কিলও ছিল অভুতপূর্ব। স্কিল টা Roman আর Cena এর হলেও প্রত্যেক লাইন যে ছিল WWE এর রাইটিং টিমের তা Dave Meltzer তার Wrestling Observer এ নিশ্চিত করেছেন। যদিও WON এর Dave Meltzer জানিয়েছে এই সপ্তাহের RAW-তে Roman Reigns ও John Cena'র সেগমেন্টের সবকিছু স্ক্রিপ্টেড হলেও সেগমেন্টের মাঝখানে Reigns লাইন ভুলে যাওয়ার পর যখন Cena তা নিয়ে উপহাস করেছিল তা সম্পূর্ণ স্ক্রিপ্টের বাইরে ছিল।

জন সিনার এই বিষয় টা খুবই লাগে। সে যেকোনো রেসলারের সেরাটা বের করে আনতে সক্ষম। এজে স্টাইলস কেই দেখুন, WWE তে আসার পর ওর একমাত্র ঘাটতি ছিল মাইক স্কিলে। যার ফলে জেরিকো এর সাথে ফিউড চলাকালীন সময়ে মাইকে তেমন কোনো বড় মাপের প্রমো কাটতে দেখা যায়নি। কিন্তু সিনার সাথে ফিউড শুরু হওয়ার পর হতেই তার মাইক স্কিলের উন্নতি ঘটতে থাকে। অবশ্য এতে কিছু স্ক্রিপ্টেড শুট প্রমো এর ক্রেডিট ও ছিল! শুট প্রমো হচ্ছে সেইসব প্রমো যেগুলো তে রেসলার রা একে অপরকে রিয়েল লাইফের কোনো বিষয় নিয়ে খোঁচা মেরে বা কিফ্যাব ভঙ্গ করে এমন কোনো কথা বলে যা বাস্তবিকপক্ষে সত্য। সম্প্রতি Raw তে ঘটা সিনা-রোমান এর প্রমো ই হচ্ছে একধরণের শুট প্রমো। 

তো, সিনার সাথে ফিউড চলাকালীন সময়ে এজে ঐসব শুট প্রমো করার পারমিশন পেয়ে যান যার ফলে সিনা ও এজে উভয়কেই তাদের প্রমো তে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে দেখা যায়। আর এতে লাভ এজে স্টাইলসের ই হয়েছে কারণ তিনি এর মাধ্যমে নিজের মাইক স্কিল কে সবার সামনে উপস্থাপন করতে পেরেছেন। এটা অনেকটাই স্বাভাবিক, আপনাকে যদি অনেক বড় একটা স্ক্রিপ্ট দেয়া হয় এবং বলা হয় ঐ স্ক্রিপ্ট তোতা পাখির মত মুখস্থ করে রিংয়ে গিয়ে বলতে!! আবার যদি আপনাকে বলা হয় রিংয়ে গিয়ে আপনাকে নিজস্ব মনোভাব ই শেয়ার করতে!! তাহলে কোনটি সহজ হবে? অবশ্যই শেষোক্ত পদ্ধতি টা আপনার জন্য সহজ হবে কারণ, এতে আপনি নিজের মনোভাব দর্শক দের কাছে স্বাচ্ছন্দ্যে শেয়ার করতে পারবেন। আর এই বিষয় টাই সিনা-এজে ফিউডে এজে এর মাইক স্কিলের উন্নতির পেছনে অনেক বিশদ ভূমিকা পালন করেছে। তাহলে মনে প্রশ্ন আসতে পারে এখানে সিনার অবদান কি ছিল? হ্যা এই প্রশ্নের যথার্থ উত্তর Sam Roberts কে দেয়া এজে স্টাইলসের একটি ইন্টারভিউয়ের মাধ্যমেই আমরা জানতে পারব। সেই ইন্টারভিউয়ে এজে স্টাইলস বলেছিলেন, জন সিনা এর কাছ থেকে তিনি WWE এর প্রায় ৮০% বিষয় সম্বন্ধে ধারণা পেয়েছেন, এবং তার মধ্যে প্রমো কাটিং টা ছিল অন্যতম। তিনি বলেছেন, তাদের ফিউড চলাকালীন সময়ে ব্যাকস্টেজে সিনা তাকে প্রমো কাট করার বিভিন্ন টিপস শেয়ার করেছেন ও ভালো মানের প্রমো কাটিং এর সম্পর্কে বিস্তারিত ধারণা ও দিয়েছেন। আর তার প্রতিফলন আমরা সিনা -এজে ফিউডের প্রমো গুলোতেই দেখেছি। এই ফিউডের মাধ্যমেই এজে তার মাইক স্কিলের উন্নতি সাধন করেছিলেন। আর এক্ষেত্রে আপনাকে অল্প হলেও জন সিনা কে ক্রেডিট দিতে হবে! কারণ সিনা ব্যাতীত ঐরকম শুট প্রমো গুলা করা প্রায় অসম্ভব ই ছিল!!

আরেকটি উদাহরণ হচ্ছেন রোমান রেইন্স!! নি:সন্দেহে এ সপ্তাহের সিনা-রোমান এর সেগমেন্ট টা এ বছরের সেরা সেগমেন্ট ও রোমানের ক্যারিয়ারের সেরা প্রমো কাটিং ছিল ✌ আর এটি ছিল একটি স্ক্রিপ্টেড শুট প্রমো যেখানে তারা দুজনেই একে অপরকে মুখের বচন দিয়ে এট্যাক করেছিলেন। তবে,দুর্বল মাইক স্কিল সম্পন্ন রোমানের জন্য এটি ছিল এক সুবর্ণ সুযোগ, নিজের মাইক স্কিল কে প্রমাণ করার জন্য এটি ই ছিল তার জন্য শুভ লগ্ন। আর তিনি মোটেও নিরাশ করেননি, কোনো বচ ছাড়াই বেশ সুন্দর ভাবে প্রমো টি সম্পন্ন করেছেন তিনি। আর এক্ষেত্রে যতটা নাহ তার ক্রেডিট, তার চেয়েও বেশি ক্রেডিট ডিজার্ভ করেন জন সিনা!! কারণ, সিনার উপস্থিতির ফলেই এই শুট প্রমোর ব্যাবস্থা করেছে ক্রিয়েটিভ রা, আর এরই দরুন রোমান তার মাইক স্কিল কে সাবলীল ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে :) Kudos To John SuperCena ✌ ♥
• ক্রেডিট ঃ 
  • ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **
  • ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme
  • প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

সিনা এবং রোমানের সেগমেন্টটি কী স্ক্রিপ্ট এর বাইরে ছিল?


খুব বেশি না, মাত্র ২ বছর আগের কথা। তখন The Wyatt Family আর Roman Reigns ও Dean Ambrose এর মধ্যে এক Raw তে ম্যাচ চলাকালীন হঠাৎ লাইটগুলো নিভে যায়। লাইটগুলো আবার জ্বলে উঠলে রিংয়ে ভেড়ার কালো রংয়ের মুখোশ পড়া এক দৈত্যকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তারপর সে তার মুখোশটি খুলে Roman ও Dean কে মারতে থাকে। তারা দুজনে মিলেও তাকে মেরে রিং থেকে ফেলে দেওয়া তো দূরে থাক, এক চুলও নাড়াতে পারেনি। একপর্যায়ে সে তাদের দুজনকেই Bear Hug সাবমিশনের মাধ্যমে অজ্ঞান করে ফেলে। 

এভাবেই WWE তে ডেবিউ করে বর্তমানে আমার সবচেয়ে পছন্দের হিল রেসলার Braun Strowman আর এই দুই বছরে কোথা থেকে কোথায় এসে পড়েছে! WWE তে সে প্রথমে যখন আসে, তখন তাকে ঘিরে অনেক নেগেটিভিটি ছিল। কেউ বলত যে সে একজন মোটা লোক, যে কিনা শুধু সাইজে বড়, আর কিছু না। আবার কেউ বলত যে এক বছরের মধ্যে সে জবার হয়ে যাবে। কিন্তু মাত্র দুই বছরে সে নিজের ওজন কমিয়ে, নিজের রিং ও মাইক স্কিল ইম্প্রুভ করে, নিজেকে আরো অ্যাথলেটিক করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সে WWE তে জবিং করার জন্য আসে নি, এসেছে টপ গাই হতে।

সুপারস্টার রিভিউ : BRAUN STROWMAN