ড্যানিয়েল ব্রায়ানের রিটার্ন নিয়ে আরো ধোঁয়াশার সৃষ্টি হলো...!!

◘ তিনি আদৌ আর রেসলিং এ ফিরতে পারবেন কিনা সেটাও একটা বড় রহস্য।

◘ নেক সার্জারির ভয়াবহতা আমরা আগেও দেখেছি এজের ক্ষেত্রে।এখন একের পর এক সার্জারিরর তলে প্রায় পিষ্ট ব্রায়ানের অধমৃত ক্যারিয়ার। 

◘ মাড়ার ওপর ঘাঁ এর মতো খবর হলো আরো একটা সার্জারিরর মুখোমুখি হতে যাচ্ছে ব্রায়ান।এবারে যেটা হলো এলবো সার্জারি...!!

◘ এই ব্যাপারে অফিসিয়ালরা কোনো মুখ না খুললেও রোস্টারের অনেকেই এই ব্যাপারে কিছু তথ্য দিয়েছে।তাদের অনেকেরই মতে এই সার্জারি যদি হয় তবে এর রিকোভারি করতে ড্যানিয়েল এর আর ২ থেকে ৩ বছর লেগে যেতে পারে।অর্থাৎ এবারের রয়েল রাম্বল তো দূরের কথা রেসেলম্যানিয়ায় ফেরার সম্ভাবনাও ক্ষীণ।

◘ এই সপ্তাহের Smack Down অফ এয়ার এ ড্যানিয়েলকে সান্ত্বনা দিতে একটি সেগমেন্ট এর আয়োজন করা হয় যা চালনা করে বিগ শো এবং এতে সবাই ইয়েস চ্যান্ট করে তাকে উৎসাহ জাগায়।এতে এমন কিছু ঘটার সম্ভাবনা আরো বেগবান হলো।

◘ অফিসিয়ালদের নিকট হতে ব্রায়ান ফেরতে পারে এমন কোনো গ্যারান্টিও নেই।

◘ আমরা অনেকেই তাকে ছাগল বলে জাত নিয়ে প্রশ্ন তুলি।কিন্তু চিন্তা করে দেখুন সে আমাদের এন্টারটেইন করার জন্য নিজের ক্যারিয়ার লাইফটাকে স্যাক্রিফাইস করে গেলো। হয়তোবা এর পরে আরেকটা সার্জারি আর তার ক্যারিয়ার শেষ। সবাই তার জন্য প্রার্থনা করুন। 

Credit : কিং কোবরা 

ব্রেকিং নিউজ: WWE-তে আর নাও ফিরতে পারেন ড্যানিয়েল ব্রায়েন...!


๏ শোনা যাচ্ছে এই বছরের শেষদিকে Randy Orton কিছুদিনের জন্য WWE ত্যাগ করবে "The Condemned 2: Desert Prey" মুভির শুটিং-এর জন্য। শুটিং শেষ হলে সে ফিরে আসবে।

๏ শোনা যাচ্ছে জানুয়ারীর আগে রিটারন করবে না Roman Reigns. এমনকি Royal Rumble-ও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে আশংকা রয়েছে। তবে WM31 এর আগেই সে ফিরবে বলে ধারণা করা হচ্ছে।

๏ আসন্ন ডিসেম্বরে "TLC" PPV-তে Brock Lesnar ও John Cena টাইটেল ম্যাচে মুখোমুখি হতে পারে। কিন্তু WWE এর বর্তমান প্ল্যান অনুযায়ী এই ম্যাচেও Cena হারতে যাচ্ছে।

๏ এই সপ্তাহের WWE Main Event এর ডারক ম্যাচে রিটার্ন করে Curtis Axel কিন্তু সে হেরে যায় Kofi Kingston এর কাছে।
๏ এই সপ্তাহের Monday Night RAW ২.৭১ ক্যাবল রেটিং অর্জন করেছে যা গত সপ্তাহের তুলনায় হ্রাস পেয়েছে। গত সপ্তাহে এর রেটিং ছিল ২.৭৫।๏ অন্যদিকে এই সপ্তাহের RAW দর্শক টানতে সক্ষম হয়েছে ৩.৭৫ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে একটু বেশি। গত সপ্তাহে এর দর্শকসংখ্যা ছিল ৩.৬৯ মিলিয়ন।

๏ WWE বর্তমানে Randy Orton ও Seth Rollins এর মাঝে ফিউড করানোর প্ল্যান করছে। এই ফিউডকে আরেকটু জাগিয়ে তোলার জন্য আজকের RAW-তে Seth Rollins কে RKO দেয় Randy Orton এবং নিজেকে ফেস হিসেবে তুলে ধরে।

๏ এই সপ্তাহের RAW তে ঘোষণা করা হয় Survivor Series এ অনুষ্ঠিতব্য Traditional Tag Team ম্যাচে Team Authority এর মুখোমুখি হবে Team Cena কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি কে কোন টিমে খেলবে। তবে Team Cena তে ইতোমধ্যে Dolph Ziggler যোগ দিয়েছে।

๏ আজকের RAW তে রিটার্ন করা সুপারস্টার Ryback জানিয়েছে সে এখন থেকে ফেস হিসেবে থাকবে। সে জানায় দর্শক তার মত একজন হিরো চায় যা আজ তাদের POP এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই দর্শকদের কথা মাথায় রেখে সে আর "Bad Guy" বা হিল রোল প্লে করবে না।

๏ এই সপ্তাহের RAW তে আরেকটি ঘোষণা দেয়া হঅয় যেখানে উল্লেখ করা হয় ২০১৫ Royal Rumble ম্যাচে ৪০ জন নয়, ৩০ জন রেসলার অংশ নিবে।


◘ রিটার্ন নিউজঃ- 

☆※ Brock Lesnar রিটার্ন নিউজ ※☆

•এই বছরের শেষদিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে রিটার্ন করতে যাচ্ছে WWE World Heavyweight Champion Brock Lesnar. আগামী ডিসেম্বরের ২টি RAW-তে তাকে দেখা যাবে। ৮ তারিখ Greenville, SC-তে অনুষ্ঠিতব্য RAW তে তাকে দেখা যাবে। এরপর আবার ২৯তারিখ Verizon Center, Washington, DC-তে অনুষ্ঠিতব্য RAW-তে আগমন হবে তার।

☆※ Daniel Bryan রিটার্ন নিউজ ※☆

• Daniel Bryan এর রিটার্ন নিয়ে আরও সংশয় দেখা দিয়েছে। এমনকি এখন WWE অফিসিয়ালরাও বলছে তারা জানে না Bryan ঠিক কবে রিটার্ন করবে।

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦



আজকে WWE এর অন্যতম জনপ্রিয় Hardcore রেসলার The Rated R Superstar Edge এর জন্মদিন. তার আসল নাম Adam Joseph Copeland

তিনি ১৯৭৩ সালের এই দিনে Canada এর Ontario তে জন্মগ্রহণ করেন। আর ১৯৯৬ সালে wwe তে আসেন এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন থাকা অবস্থায় WWE ছেরে চলে যান।

♥Happy Birthday Edge♥

EDGE -এর জীবনী পড়ার জন্য এখানে ক্লিক করুন। 

Credit : Gts Rex

আজকে WWE সুপারস্টার EDGE -এর জন্মদিন...।

◘ আজকের স্মাকডাউন শুরু করে দ্য বিগ শো। বিগশো দর্শকদের উদ্দেশে বলে ড্যানিয়েল ব্রায়েনের কামব্যাক করার সাপোর্টে তাকে একটা মেসেজ দিবার জন্য, এর ফলে দর্শকদের কাছ থেকে অনেক "Yes" চ্যান্ট শোনা যায়। শো সবাইকে জানায় যে, ব্রায়েনের আরও একটা এলবো সার্জারি করাতে হবে। 

◘ এর পরের ম্যাচ হবে - "The Divas Halloween Costume Battle Royal"। 

♠ The Divas Halloween Costume Battle Royal

• এই ম্যাচে ব্রি বেলার থাকার কথা ছিল কিন্তু সে আসেনি। শেষপর্যন্ত বাকি থাকে Nikki, Paige, Alicia, এবং Natalya। ফক্স, Natalya-কে এলিমিনেট করে এবং তারপর পেইজকে স্পিয়ার মারে জারফলে পেইজ এর সাথে সাথে সে নিজেও এলিমিনেট হয়ে যায় (স্পিয়ারে ভালো জোর ছিল মনে হয়) এবং নিক্কি বেলা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয়। এই ম্যাচে পেইজ, সামার রে -এর ড্রেস পরে ছিল এবং ম্যাচটাতে কিছু ভালো কমেডি দেখতে পাওয়া যায়। 

♥ Winner : Nikki Bella

◘ ম্যাচের পরে নিক্কি এজে লি -কে নিয়ে মজা করে, যে কমেন্ট্রিতে ছিল। 

◘ এরপর  Seth Rollins, Kane, Joey Mercury এবং Jamie Noble আসে এবং একটা প্রোমো কাটে। কেইন এবং রলিন্স এসেছিল আম্ব্রোস vs. সিজারো মেইন ইভেন্টের ব্যাপারে এবং আগের দিনের Raw -এর রলিন্সকে দেওয়া দ্য ভাইপার -এর RKO টার ব্যাপারে কথা বলার জন্য। রলিন্স মাইক নেয় এবং আদর্শ হিলের মতো দর্শকদের কাছে থেকে হিট আদায় করে, এরপর কেইন ডল্প জিগ্লারকে ডেকে নেয়। 

♠  Kane vs. Dolph Ziggler

• ম্যাচটা ছিল নন-টাইটেল ম্যাচ, কেইন ১১ মিনিটের মাথায় জিগ্লারকে চোকস্লাম মেরে ম্যাচটা জিতে নেয়। 

♥ Winner : Kane 

◘ ম্যাচের পরে কেইন জিগ্লারকে আবার চোকস্লাম মারে এবং তারপর রলিন্স, জিগ্লারকে অ্যাটাক করে এবং তাকে ভালোমতো ধোলাই দেয়। 

◘ এরপর Mercury এবং Noble -ও রলিন্সকে জয়েন করে এবং জিগ্লারকে বেধরকভাবে মারা হয়। শুধু এখানেই থেমে থাকেনি, এরপরে কেইন, রলিন্সএর সঙ্গে জিগ্লারের একটা ম্যাচ দেয় যেটা হবে এরপরেই।

♠ Seth Rollins vs. Dolph Ziggler

• এত মারের পরে খুব স্বাভাবিকভাবেই রলিন্স কিছুক্ষণের মধ্যেই জিগ্লারকে হারিয়ে দেয়, ৩০ সেকেন্ডের মধ্যে সেথ, জিগ্লারকে কারব স্টোম্প দেয় এবং ম্যাচটা জিতে নেয়।

♥ Winner : Seth Rollins

◘ এরপর হিথ স্লেটার কাকতারুয়া (scarecrow) সেজে আসে এবং জন সিনার ব্যাপারে বলতে যায়। কিন্তু রাইব্যাক এসে তাকে ইন্টারাপ্ট করে। এরপর তাদের মধ্যে ম্যাচ হয়।

♠ Ryback vs. Heath Slater

• এক মিনিটের মধ্যেই রাইব্যাক স্লেটারকে পুরাই স্কোয়াশ করে দেয়, রাইব্যাক স্লেটারএর কস্টিউমটাকে ছিরে ফেলে দেয় এবং তাকে যথাক্রমে  Meathook Clothesline এবং Shellshock দিয়ে সহজেই ম্যাচটা জিতে নেয়।

♥ Winner : Ryback

◘ এরপরের সেগমেন্ট হবে Miz TV, যেটার হোস্ট থাকবে দ্য মিজ এবং ড্যামিয়েন সান্ডোউ। আজকের মিজ টিভির সেটটা Halloween -এর ধাঁচে ছিল, অনেক কুমড়ো সহ। আজকে তাদের গেস্ট হল মার্ক হেনরি। 

◘ মার্ক হেনরি হিল হিসাবে দারুন একটা প্রোমো কাট করে যেটাতে সে বলে যে কেন বিগশোর সাথে সেরকম করেছিল। বিগশো প্রত্যেকবার তার কাছ থেকে স্পটলাইট নিয়ে যাচ্ছিল সেজন্য সে আর সহ্য করতে অসামর্থ্য ছিল। এই কথা শুনে বিগ শো আসে, এবং তাদের মধ্যে ঝগড়া রেগে যায়। শো তাদের জুদ্ধে এগিয়ে থাকলেও হেনরি শোকে ব্যারিকেডের উপরে একটা স্পিয়ার দেয় এবং শেষপর্যন্ত হেনরিই দাড়িয়ে থাকে, অন্যদিকে বিগশো নীচে পরে থাকে। 

♠ Goldust & Stardust vs. Los Matadores

• একপর্যায়ে, কোডি এবং এল টোরিটো রিঙ্গের বাইরে তাদের ফাইট লড়ছিল, যেটাতে গোল্ডডাস্ট ডিস্ট্রাক্ট হয় এবং একজন মাটাডোরস সেই সুজোগে জয়লাভ করে। 

♥ Winners : Los Matadores

♠ Rusev vs. Great Khali

• খালি ভালোভাবে চলাফেরাই করতে পারেনি। রুসেভ কিছু মিনিটের মধ্যেই খালিকে স্কোয়াশ করে দেয় এবং তাড়াতাড়ি একটা সাইডকিক এবং আকোলেডের মাধ্যমে সাবমিশন ভিক্টোরি লাভ করে। 

♥ Winner : Rusev

◘ ম্যাচের পরে লানা একটা প্রোমো কাটতে শুরু করে এবং দর্শকরা বুউ দেয় এবং USA চ্যান্ট করতে লাগে। রুসেভ মাইক নেয় এবং বলে যে সমস্ত অ্যামেরিকানকেই সে হারিয়ে ফেলেছে এবং সে এবার ক্রাশ করবে অ্যামেরিকার চ্যাম্পিয়নকে মানে US চ্যাম্পিয়ন শেমাসকে। রুসেভ আরও জানায় যে, সে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে US টাইটেল গিফট করতে চায়। 

◘ এরপরে শেমাস আসে এবং বলে সে খুবই গর্বিত যে এই টাইটেলটা তার কাছে আছে। এইবলে সে রিঙ্গের দিকে ছুটে যায় কিন্তু রুসেভ সেখান থেকে সরে যায় এবং শেমাস একাই রিঙ্গের মধ্যে দাড়িয়ে থাকে। 

◘ এরপরে ব্রে ওয়্যাট রিঙ্গে আসে এবং একটা প্রোমো কাটে। আজকের মেইন ইভেন্ট হবে  Cesaro vs. Dean Ambrose। 

♠ Cesaro vs. Dean Ambrose (in a Trick or Street Fight)

• রিঙ্গের চারিদিকে কুমড়ো এবং অন্যসব হালোউইন্সএর ডেকোরেশন করা ছিল। আম্ব্রোস এই ম্যাচে দারুন খেলে এবং একটা কুমড়োর উপরে ডারটি ডিডস এর মাধ্যমে সিজারোর টাকলা মাথাতে কুমড়োটিকে ফুটিয়ে দেয় এবং আম্ব্রোস জয়লাভ করে এবং এটা ছিল আজকের সবথেকে ফান ম্যাচ। 

♥ Winner : Dean Ambrose

◘ এই ফান ম্যাচের মাধমেই আজকের স্মাকডাউন শেষ হয়। 



☻SmackDown স্পইলার রেজাল্ট, ২৯ অক্টোবর ২০১৪



◘ Variety এর রিপোর্ট অনুসারে WWE Studios ২০০৭ সালে Steve Austin অভিনীত মুভি “The Condemned” এর দ্বিতীয় সংস্করন তৈরি করবে যার নাম হবে “The Condemned 2: Desert Prey". আর এই মুভিতে মূল চরিত্রে অভিনয় করবে Randy Orton!!

◘ সম্প্রতি WWE তাদের ফেব্রুয়ারী মাসের PPV "WWE Elimination Chamber" বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটি বন্ধ হচ্ছে না বরং এটির পরিবর্তন হিসেবে আরেকটি PPV আসছে যার নাম "WWE Fast Lane". আগামী বছরের ফেব্রুয়ারী হতে এটিই হতে যাচ্ছে Elimination Chamber এর প্রতিস্থাপন।

◘ American Airlines Center, Dallas, Texas এ অনুষ্ঠিতব্য আজকের "Hell In A Cell" PPV-তে মোট ১৫,৩৩৩ জন দর্শক উপস্থিত ছিল।

◘ বিশ্বস্ত সূত্র জানিয়েছে CM Punk তার জন্মদিন অতিবাহিত Chicago Blackhawks-এর খেলা দেখার মাধ্যমে।

◘ এখন থেকে আপাতত Dean Ambrose Double Arm DDT টিকে তার ফিনিশার Dirty Deeds হিসেবে ব্যবহার করবে।

Seth Rollins এক বিবৃতিতে বলেছেন যে হয়ত আরো কিছু বছর পর "The Shield" এর রিইউনিয়ন দেখা যেতে পারে।

◘ Dean Ambrose বলছেন যে "Brock Lesnar কে অন্তত WWE তে উপস্থিত থাকা উচিত। তারমতে এই রকম চ্যাম্পিয়ন কোন কোম্পানির জন্য ভাল নয়।

◘ রেসলিং বিশেষজ্ঞ Dave Miltzer বলছেন Rey Mysterio তার কন্ট্রাক্ট অনুযায়ী WWE তে আসতে চাচ্ছেন না
তার পুরোপুরি কন্ট্রাক্ট শেষ হয়নি।


◘ Dudley Boyz এর সাথে WWE এর চুক্তি হতে পারে। আর হলেই তারা আবার রিটার্ন করবে। একি অবস্থা আরেক রেসলার Boogeyman এর!

◘ Brock Lesnar বছরের শেষ PPV TLC এর আগের কিছু RAW তে উপরিস্থিত থাকলেও TLC পিপিভিতে তিনি কোন ম্যাচ খেলবেন না।

◘ TLC 2014 পিপিভিতে যেহেতু WWE World Heavywight Championship ম্যাচ হবেনা তাই MITB ব্রিফকেস অন দ্য লাইন ম্যাচ হতে পারে

◘ UFC এর প্রেসিডেন্ট Dana White শ্রীঘই Brock কে তার প্রতিষ্ঠানে আসার ইচ্ছা পোষন করেছেন।

◘ আগের অবস্থা থেকে Roman Reigns এর বর্তমান অবস্থা ভাল হয়েছে।



Credit : #ViρεrRαγαn

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

◘ আজকের Raw শুরু হয় HIAC -এর রি-ক্যাপ দিয়ে, আম্ব্রোস এবং রলিন্সকে মূলত গুরুত্ত্ব দিয়ে।

◘ আজকের শো শুরু করে ট্রিপল এইচ, স্টেফনি মিকম্যান এবং কেইন যারা রিঙ্গের মধ্যে ছিল। তারা HIAC-তে তাদের সাফল্যতার কথা বলে কিন্তু তার সাথে এটাও বলে যে অরটন, সিনার সাথে কেন জিততে পারেনি। এরপর ট্রিপল এইচ রলিন্সকে ডাকার জন্য একটা দারুন ইন্ট্রোডাকশন করে, এবং Mr. Money in the Bank আসে তার চামচা Mercury এবং Noble-কে নিয়ে। এরপর রলিন্স ক্রাউডদেরকে ইউ সোল্ড আউট চ্যান্টের জন্য ধন্যবাদ জানায়। সে গর্বসহকারে জানায় যে ডিন আম্ব্রোসের সঙ্গে সমস্ত ঝামেলা সেলের মধ্যেই মিটিয়ে ফেলেছে সে এখন তার নজর হবে সিনার দিকে। কিন্তু আগের দিনের পরাজিত রেসলার দ্য ভাইপার এর মিউজিক হিট করে এবং সে চলে আসে, যদিও তাকে দেখে মনে হচ্ছিল যে একটু চটে আছে।

◘ এরপর অরটোন তার হারের জন্য রলিন্সকে দোশ দেয় এবং বলে আগের সপ্তাহের কার্ব স্টোম্পটাই তার হারের কারন। এরপর কথায় কথায় অরটন রলিন্সকে অ্যাটাক করে করে এবং অথরিটি চেষ্টা করে তাদেরকে আলাদা করার। ট্রিপল এইচ উচ্চসরে বলে যে তারা আজকে রাতে এরকম কিছু করবে না। অরটন বলে যে সে শান্ত হবে যখন রলিন্স মারা যাবে। অনেকদিন পরেই অরটনকে এরকম রাগের মাথায় দেখা গেল। এরপর ট্রিপল এইচ বলতেই থাকলো কিন্তু হঠাৎ করে অরটন রলিন্সকে একটা RKO দিয়ে তার ফেস টার্নের রাস্তা আরও পরিষ্কার করলো। এরপর YES চ্যান্ট শোনা গেল যখন রলিন্স তার চামচাদের সাহায্যে তার উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো। 

♠ Gold and Stardust vs. The World's Strongest Tag Team

• এই ম্যাচটা শুরু করে হেনরি এবং গোল্ডডাস্ট। এরপর তাড়াতাড়ি স্টারডাস্ট ট্যাগ করে আসে এবং তাকে মারতে মারতে হেনরি বিগশোর দিকে নিয়ে যায় ট্যাগের জন্য, কিন্তু শো হেনরির পেছনদিকে স্লাপ করে ট্যাগ দেয়, যারফলে হেনরি কিছুটা রেগে যায় এবং তাদের মধ্যে একটু ঝামেলা লাগে...এবার আমরা হিল টার্ন দেখবো। এরপর ঝামেলা মিটে যায় এবং দুই টিমের মধ্যে ফাইট চলে, কিন্তু আবার শো হেনরিকে ট্যাগ দেয় এবং হেনরি আবারো রেগে যায়, এরপর শো ডাস্টদেরকে ভালোমতো ধোলাই দেয় এবং স্টারডাস্টকে একটা KO পাঞ্চ দিয়ে গোল্ডডাস্টকে রিঙ্গের বাইরে ফেলে দেয়। কিন্তু তারপর হেনরি চলে এসে হঠাৎ করে বিগশোকে একটা World's Strongest Slam মারে এবং স্টারডাস্টকে তার উপরে রেখে চলে যায় এবং রেফারি পিন করে ফলে ডাস্টব্রাদার জয় লাভ করে। 

♥ Winners: Gold and Stardust

◘ এরপর বিগশো আসতে আসতে উঠতে থাকে কিন্তু আবার হেনরি তাকে WSS দেয় এবং হিল টার্ন করে, ক্রাউডরা বু দিতে থাকে হেনরিকে কিন্তু কিছু ক্রাউড বলে ওয়ান মোর টাইম, হেনরি তাদের কথা রাখে এবং শোকে আবার স্লাম দেয়। 

◘ হেনরি রিনির সঙ্গে আগের ঘটনার ব্যাপারে কথা বলে। 

◘ রোমান রেইন্সকে দেখা যায় স্যাটেলাইটের মাধ্যমে কথা বলতে, সে বলে যে যখন সে রিটার্ন করবে তখন তার ফোকাশ হবে রলিন্স এর উপর। 

♠ AJ vs. Alicia Fox

• প্রতিবারের মতো পেইজ কমেন্ট্রিতে ছিল। পেইজের ডিস্ট্রাকশনের ফলে এজে জয়লাভ করে। 

♥ Winner: AJ

◘ পেইজ এমন ভান করে যে সে খুব দুঃখিত, কিন্তু ফক্স দারুন রেগে যায়। তারা হাত মেলায় কিন্তু এরপর পেইজ ফক্সকে লাথি মেরে রিঙ্গ থেকে বাইরে করে দেয়, এরপর সে নীচে ওকে অ্যাটাক করে এবং শেষপর্যন্ত জেরি এসে ফক্সকে বাঁচায়। 

◘ জন সিনা আসে এবং ভালোই রেসপন্স পায়। সিনা তার প্রোমো কাটতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্টেফনি মিকম্যান এসে হাজির হয়। তাদের মধ্যে কিছু কথাবাত্রা হয় এবং শেষে স্টেফনি বলে যে, অথরিটির মেম্বার হলে সে হয়তো লেস্নারের বিরুদ্ধে জিততে পারবে, কিন্তু সিনা এটাকে উড়িয়ে দেয় এবং এরপর আসে ট্রিপল এইচ। এইচ বলে যে টিম অথরিটির সঙ্গে টিম সিনার একটা ম্যাচ হবে যদি সিনা কিছু মেম্বারকে তার দলে আনতে পারে তাহলে। 

♠ The Usos vs. The Mizs

• মিজ এবং জিমি উসো ম্যাচটা শুরু করে, ক্রাউডও "We want Mizdow" চ্যান্ট শুরু করে দেয়। তাদের মধ্যে ভালো ম্যাচ চলে জিমি ট্যাগ পেয়ে মিজদেরকে ধোলাই দেয়। ইসো একটা ক্রস বডীর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে এবং তারপর সুপার কিকের জন্য রেডি হয়। মিজ কাউন্টার করে তার ফিনিশার দেওয়ার চেষ্টা করে কিন্তু তাকে রোল আপের মাধ্যমে ধরা হয়, মিজডোউ এইবারের মতো তাকে বাঁচিয়ে দেয় কিন্তু রেফারির নজরের বাইরে উসোসরা তাদের স্থান পরিবর্তন করে এবং একটা জোরদার রোল-আপের মাধ্যমে উসোসরাই জয়লাভ করে। 

♥ Winners: The Usos

◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় কেইন, জিগ্লারকে বলছে যে সিনার সঙ্গে কথা না বলতে কারন আজকে রাতে তাদের একটা ম্যাচ আছে। 

◘ এরপর হাল্ক হোগান আসে এবং সুসান জি. কোমেন -এর ব্যাপারে একটা প্রোমো কাটে। এরপর যারা ব্রেস্ট ক্যান্সারকে পরাজিত করেছে তাদেরকে হোগান রিঙ্গে নিয়ে আসে এবং তারা সেলিব্রেট করে। 

◘ এরপর বো ড্যালাস আসে, সে একটা ওপেন চ্যালেঞ্জ করে তার সঙ্গে ফাইটের জন্য এবং রিটার্নিং রাইব্যাক তার জবাব দেয়...এবং মোটামুটি ভালোই রেস্পন্স পায় ক্রাউডদের কাছ থেকে। 

♠ Bo Dallas vs. Ryback

• রাইব্যাক সহজেই বোকে পিশিয়ে দেয় এবং শেল শকের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Ryback

◘ এরপর সিজারো আসে কারন তারসঙ্গে ডিনের ম্যাচ হবে নেক্সট। এরপর আম্ব্রোস এসে আনাউন্স টেবিলের উপরে উঠে একটা প্রোমো কাটে আগের দিনের ব্রে ওয়াটএর অ্যাটাকের ব্যাপারে। সে দৌড়ে রিঙ্গে যায় এবং সিজারোকে মাইক দিয়ে হিট করে। সিজারো পালাবার চেষ্টা করলেও আম্ব্রোস তাকে মারতেই থাকে। শেষপর্যন্ত সিজারোকে মারা ছেড়ে সে ওয়াটকে ডাকে। 

◘ বিগ স্ক্রিনে ব্রে ওয়াটকে দেখা যায়, সে নিজের মধ্যে আম্ব্রোসকে দেখার কথা বলে এবং একটা প্রোমো কাটে।

♠ Naomi vs. Nikki Bella

• ব্রি এর সাহায্যে নিক্কি জয়লাভ করে যদিও ব্রি ডিস্ট্রাক্ট করতে রাজি ছিল না এবং ম্যাচের পরে নিক্কি সেলিব্রেট করলেও ব্রি খুব দুঃখিত ছিল। 

♥ Winner: Nikki Bella



♠ Kane vs. Dolph Ziggler 

• তাদের মধ্যে দারুন ম্যাচ হয় এবং শেষে কেইন চোক্সলাম মারতে গেলে জিগ্লার কাউন্টার করে একটা সানসেট ফ্লিপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ ম্যাচের পরে রলিন্স, জিগ্লারকে অ্যাটাক করে এবং অথোরিটি তাকে ভালোমতো ধোলাই দেয়। সিনা জিগ্লারকে বাঁচাতে এলে রলিন্স পালিয়ে যায় এবং কেইনকে একায় সিনার রাগ সামলাতে হয়...শেষে সিনা জিগ্লারএর হাত উচু করে ধরে তার জয় সেলিব্রেট করে। এরপর সিনা রিঙ্গেই থেকে যায় কারন পরের ম্যাচ হবে মেইন ইভেন্ট, রলিন্স vs. সিনা। 

♠ Seth Rollins vs. John Cena

• এই দুজনের মধ্যে প্রত্যাশিতভাবেই ভালো ম্যাচ হয়। শেষের দিকে সিনা টোরনাডো DDT -এর মাধ্যমে ক্লোজ দুই কাউণ্ট লাভ করে, এরপর AA দিতে গেলে রলিন্স কয়েকবার কাউন্টার করে সিনাকে Skywalker দেয়। এরপর রলিন্স সিনাকে কর্নার পাওয়ারবম্ব দিতেও সক্ষম হয়...এবং তাদের মধ্যে দারুন ফাইট চলতেই থাকে। ফাইনালি সিনা রলিন্সকে STF দিতে সক্ষম হয়, কিন্তু কেইন ইন্টারফেয়ারকরে এবং সিনা ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: John Cena by DQ

◘ এরপর আগের বারের ধার শোধ করতে জিগ্লার আসে এবং সিনাকে বাঁচায়। Noble ও Mercury সাহায্যের জন্য আসলে লকাররুমের সব প্লেয়াররা চলে আসে এবং দারুন একটা যুদ্ধের সৃষ্টি হয়। এরপর ট্রিপল এইচ ও স্টেফনি আসে এই আগাম রয়াল রাম্বালের দৃশ্যটা উপোভোগ করার জন্য। 

◘ সিনা সব লো-কার্ড রেসলারদের AA হিট করতে থাকে এবং শেষপর্যন্ত সেই একমাত্র রিঙ্গের মধ্যে দাড়িয়ে ছিল, বাকিরা  রিঙ্গের বাইরে তখনও ফাইট করছিল। এইভাবেই আজকের RAW শেষ হয়...কেমন লাগলো আপনাদের আজকের "র"? 

☻WWE Raw রেজাল্ট, ২৮ অক্টোবর ২০১৪


✔ Mark Henry vs. Bo Dallas

■ Bo কে WSM দিয়ে খুব সহজেই ম্যাচটা জিতে যায় মার্ক হেনরি। কিন্তু ম্যাচের পর বো মাইক নিয়ে বলে যে সে প্রস্তুত ছিল না। মার্ক তার সাথে চিট করেছে এবং চিটাররা কখোনোই জিতে না। সে বলে যে তার হেনরির বিপক্ষে ৫-০ ম্যাচ জেতার রেকর্ড আছে। সে হেনরিকে হারাতে পেরেছে কারণ সে বোলিভ করে। তারপর হেনরি তাকে মারতে এলে সে রিং থেকে নেমে যায়।

● Winner: Mark Henry

✔ 2 of 3 Falls Match for the WWE Intercontinental Title: Cesaro vs. Dolph Ziggler

■ ম্যাচের শুরুতে Ziggler কে headlocl দেয়। তারপর দুজনেই একে অপরকে অনেকবার পিন করার চেষ্টা চালায়। যিগলার নেকব্রেকার এবং ড্রপকিক দিতে গেলে ব্যার্থ হয়। তারপর সিজারো যিগলারকে সুইং দেয় কিন্তু পিন করতে গেলে যিগলার ২ এ কিক আউট করে। এরপর সিজারো যিগলারকে টপ রোপ থেকে ফেলে দিয়ে প্রচুর পপের সাথে সিজারো সুইং দেয়। কিন্তু যিগলার কাউণ্টার করে এবং রোল আপের মাধ্যমে তার প্রথম fall পায়। তারপর আরো অনেকক্ষণ ধরে তাদের ম্যাচ চলতে থাকে। দুজনেই একে অপরকে পিন করতে চাইলে ব্যার্থ হয়। ম্যাচের শেষ পর্যায়ে যিগলারকে Neutralizer দিতে গিয়ে অসফল হয় সিজারো এবং সুপারকিক আর Zigzag দিয়ে ম্যাচের ২য় fall পেয়ে ম্যাচটা জিতে যায় যিগলার এবং সেই সাথে তার IC চ্যাম্পিয়নশিপ রিটেইন করে।

● Winner: Dolph Ziggler

□ ব্যাকস্টেজে অথোরিটির সাথে দেখা যায় র‍্যান্ডি অরটনকে। সে রোলিন্সকে খুঁজছিলো জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ট্রিপল এইচ আর স্টেফেনী তাকে বলে এসব বাদ দিয়ে তার Opportunity এর দিকে ফোকাস করতে।

✔ Nikki Bella vs Brie Bella 

■ তাদের দুই বোনের মধ্যে ম্যাচটা মোটামুটি ভালই ছিলো। ব্রিকে Rack Attack দিয়ে ম্যাচটা জিতে যায় নিকি বেল্লা। ম্যাচ হারায় ব্রিকে নিক্কির পারসোনাল এসিস্ট্যান্ট হিসেবে ৩০ দিন কাজ করতে হবে। 

● Winner: Nikki Bella

✔ WWE Tag Team Titles: The Usos vs. Stardust and Goldust 

■ এই ম্যাচটাও যথেষ্ট ভাল ছিলো। ম্যাচের শেষ দিকে উসোসরা ডাস্টদের সুপ্লেক্স দেয়। সবাই তখন নিচে পরে থাকে। তারপর এক পর্যায়ে স্টারডাস্ট একটা চিপশট দেয় এবং গোল্ডাস্ট তার ফিনিশার দিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেইন করে।

● Winners: Stardust and Goldust

✔ Hell In a Cell: Randy Orton vs. John Cena 

■ WWE WH চ্যাম্পিনশিপের জন্য এই ম্যাচটা ছিল দেখার মত। ম্যাচে সিনাকেই বেশি মার খেতে দেখা গেছে। ম্যাচের এক পর্যায়ে অরটন রিং এ চেয়ার আনে কিন্তু সিনা ফিশারম্যান সুপ্লেক্স দিয়ে এটা ব্লক করে। অরটন সিনাকে কয়েকটা চেয়ার শট দিয়ে পিন করতে গেলে সিনা কাউন্টার করে। সিনা অরটনকে AA দিতে গেলে অরটন এটা ব্লক করে এবং DDT দেয়, কিন্তু সিনা আবারো কাউন্টার করে। তারপর অরটন সিনাকে কয়েকটা ক্লশলাইন দেয় এবং সেলের দিকে পাঠিয়ে দেয়। সিনা বারবার কাউন্টার করে। পরে সিনা ফাইটব্যাক করে এবং Five Knuckle Shuffle দেয়। তখন অনেক ফ্যানরা তাকে বু দেয়। তারপর বেশ কিচ্ছুক্ষণ সময় ধরে অরটন সিনাকে মারতে থাকে। পরে সিনা ফাইটব্যাক করে আর রিং এ টেবিল নিয়ে আসে এবং অরটনকে AA দিতে যায় কিন্তু অরটন তা ব্লক করে। অরটন রোপের মাঝখানে চেয়ার ফিট করে আর সিনাকে সেটার উপর ফেলে দেয়। সিনা কামব্যাক করলে রেন্ডি তাকে একটা RKO দেয়। পিন করতে গেলে সিনা ২ এ কাউন্টার করে। তারপর এক পর্যায়ে সিনা ফাইটব্যাক করে রেন্ডিকে STF লক ধরে। রেন্ডি কোনোরকমে সেটা ব্লক করে। তার কিছুক্ষণ পর সিনা রেন্ডিকে AA দেয়। আবারো AA দিতে গেলে রেন্ডি সেটাকে কাউন্টার করে সিনাকে RKO দেয়। সিনা অরটনকে AA দিয়ে ২ কাউন্ট পায়। ম্যাচের শেষ পর্যায়ে রেন্ডিকে টেবিলের উপর AA দিয়ে সিনা ম্যাচটা জিতে যায়। 

● Winner and New #1 Contender: John Cena

□ বিগ শো মার্ক হেনরির একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়।

✔ WWE United States Title Match: The Miz vs. Sheamus 

■ ম্যাচের শেষ পর্যায়ে স্যান্ডোর সাহা্য্যে শেইমাসকে Crushing Finale দেয় মিজ। কিন্তু শেইমাস কিক আউট করে এবং Brogue Kick দিয়ে ম্যাচটা জিতে যায়।

● Winner: Sheamus

□ নিকি আর ব্রি বেল্লার একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়।

✔ Rusev vs. Big Show


■ এই ম্যাচে রিংসাইডে মার্ক হেনরিও এসে যোগ দেয়। ম্যাচের মধ্যে বিগ শো রুসেভকে স্পিয়ার ও চোক স্ল্যাম দেয়। কিন্তু শেষ পর্যায়ে Accolade সাবমিশনের মাধ্যমে রুসেভ জয়লাভ করে। 

● Winner: Rusev

□ ডীন এম্ব্রোস রোলিন্সের উপর একটা প্রমো কাট করে।

✔ WWE Divas Title Match: Paige vs. AJ Lee

■ Black Widow দিয়ে Aj তার ডিভাস চ্যাম্পিনশিপ রিটেইন করে। ম্যাচের শেষে পেইজ সিয়র ছিলো না যে কি ঘটেছে। সে কনফিউজড ছিলো এবং আ্যালিশা ফক্সকে আ্যাটাক করে রিং ত্যাগ করে।

● Winner: AJ Lee

✔ Hell In a Cell: Seth Rollins vs. Dean Ambrose  

■ দেখার মত  চরম একটা হার্ডকোর ম্যাচ ছিল। ম্যাচ শুরুর আগেই ডীন আর সেথ ব্রলে জড়িয়ে পড়িয়ে। তারা সেলের উপরে উঠে। রোলিন্সের সাথে Mercury এবং Noble ও ছিলো। তাদেরকেও সেলের উপরে দেখা যায়। তারা দুজনই সেলের উপর থেকে দুইটা টেবিলের উপর পড়ে। দর্শকদের কাছ থেকে প্রচুর চ্যান্ট আসতে থাকে। তাদের মধ্যে আবারো ব্রল হয় এবং পরে ম্যাচ শুরু হয়। ম্যাচটা খুবই হার্ডকোর ছিলো। সেথের উপর টেবিল ভাঙ্গে এম্ব্রোস। এক পর্যায়ে Dirty Deeds দেয়। ম্যাচের মধ্যে কেইন কেও দেখা যায়। সে সেলের বাইরে দাঁড়িয়ে ছিলো। ডীনকে ক্রাব স্টোম্প দেয় রোলিন্স। তারপর কিচ্ছুক্ষণ ম্যাচ চলার পর ডীন রিং এ সিমেন্টের ব্লক্স নিয়ে আসে। রোলিন্সের মাথা সেটার উপর রাখে। কিন্তু হঠাৎ লাইট অফ হয়ে যায়। দর্শকদের কাছ থেকে ব্রে ওয়াইটের চ্যান্ট আসে। তারা সেলফোনের বাতি জ্বালিয়ে রাখে, যেমনটা তার এন্টারেন্স এর সময় করা হয়। রিং এর মাঝখানে ধোয়া বের হতে দেখা যায় এবং একটা হারিকেন রাখা ছিলো। ঠিক তখনই দেখা যায় ব্রে ওয়াইটকে। সে এম্ব্রোসকে আ্যাটাক করে। সেথ সেই সুযোগে পিন করে ম্যাচটা জিতে যায়। সেথ পরে Mercury এবং Noble এর সাথে রিং ত্যাগ করে।

● Winner: Seth Rollins

□ ম্যাচ শেষ হওয়ার পর ব্রে ওয়াইট ডীনকে আবার সিস্টার এবিগেইল দেয়। তারপর রিং এর মাঝখানে বসে হাসতে থাকে এবং দুই হাত তুলে পোজ দেয়। এভাবেই শেষ হয় Hell In A Cell...।

Credit :  Dewan Farhan Nadeem




✪✪✪ Hell In A Cell রেজাল্ট ✪✪✪

আজকে অ্যাডমিন এর কিছু ব্যক্তিগত কাজ থাকায় রেজাল্ট পোস্ট করতে দেরি হতে পারে...এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী...তবে আপনাদেরকে কিছু ফেসবুক পেজের লিঙ্ক দিবো জেগুলিতে হেল ইন এ সেলের লাইভ আপডেট এবং রেজাল্ট দেওয়া হবে- 

** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **

আমরা রেসলিং এর বাংলাদেশি ভক্ত-๏๏вangladeѕнι ғan'ѕ oғ wreѕтlιng๏๏

Extreme WWE Universe - বাংলাদেশী ফ্যান

※ HIAC -এর রেজাল্ট দিতে দেরি হবে ※

※• Hell in a Cell - 2014 •※
♠ Hell In A Cell Match : Dean Ambrose (vs) Seth Rollins.

◘ দীর্ঘদিনের এই ফিউডের হয়তো সমাপ্তি ঘটতে পারে HIAC-তে। Shield ভাঙার পর থেকে Seth কে তাড়া করে আসছে Ambrose. দুজনের এই ফিউডে এখন পর্যন্ত কোন Clean ম্যাচ দেখতে পাওয়া যায়নি। তবে এবার হয়তো পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো এই ফিউডে একটামাত্র ক্লিন ম্যাচ হবে? মনে হয়না, কারন এই ম্যাচ খুব সম্ভবত জিততে যাচ্ছে Rollins. ৫০-৫০ চয়েজ হলেও Ambrose কে হারিয়ে ম্যাচ জিতবে Rollins, কিন্তু ক্লিনভাবে না। আমার কেন যেন মনে হচ্ছে ম্যাচে নতুন গঠিত Wyatt Family'র আগমন ঘটতে পারে। আর তার মাশুল দিতে হবে Ambrose কে। তবে যদি Ambrose এই ম্যাচ জিতে তবে তার প্রভাব পড়বে মেইন ইভেন্টে। তবে আমার মতে ম্যাচ Rollins জিতবে এবং খুব সম্ভবত Orton এর সাথে ফিউডে জড়াবে। আর এর মাধ্যমে Rollins হয়ে উঠবে কোম্পানির মেইন হিল।

◘ প্রশ্ন হলো যদি Rollins ক্লিনভাবে জিতে তাহলে Ambrose এর কি হবে? কার সাথে ফিউডে যাবে?
উত্তর হচ্ছে যদি Rollins ক্লিনভাবে জিতে তাহলে তাদের মধ্যকার ফিউড চলতে থাকবে। আর কারো সাহায্যে জিতলে সাহায্যকারীর সাথে ফিউডে জড়াবে Ambrose!!

♥ Winner : Seth Rollins

Credit : #ViρεrRαγαn

※ Dean Ambrose vs. Seth Rollins -ম্যাচের প্রেডিকশন (HIAC) ※

১৯৭৮ সালের এই দিনে শিকাগোতে জন্মগ্রহন করেছিলো এই সময়ের অন্যতম জনপ্রিয় একজন রিটায়ার্ড রেসলার .... ছেলেটির পরিবার ছিলো খুবই গরিব কারন তার বাবা ছিলো মাদকাসক্ত.. ছেলেটির সপ্ন ছিলো সে একদিন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে, কিন্তু তার বাবা তো মাদকাসক্ত! তাহলে কিভাবে সে মানুষের মতো মানুষ হবে? এটাই ছিলো তার সবচেয়ে বড় বাধা। কিন্তু এই বাধাকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করে প্রতিজ্ঞা করে সে কনোদিন মাদক গ্রহন করবে না। তার এই প্রতিজ্ঞা সে আজো পর্যন্ত মেনে চলতেছে। সেই ছেলেটি হলো Mr.. Best in The World  Cm Punk , তার আসল নাম Phillip Jack Brooks. . .

◘ পাঙ্কের কঠর পরিশ্রমে সে এখন তার শহর শিকাগো এর ১০ জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম। 

◘ সে ১৯৯৯ সাল থেকে Pro Wrestling এর সাথে জরিত .সে ২০০৫ সালের সেপ্টেম্বর এর ৮ তারিখে wwe তে Debut করে . Debut করার পর থেকেই অসাধারণ সব ফিউড আমাদের উপহার দেয় যার ফলে অল্প সময়ে সে জনপ্রিয়তার শির্ষে উঠে যায়।

◘ এপর্যন্ত পাঙ্ক মোট ৩ বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ও ২ বারের WWE চ্যাম্পিয়ন , এবং ২ বারের Money In The Bank উইনার (২০০৮ এবং ২০০৯) কিন্তু শুধু চ্যাম্পিয়নশিপ দিয়ে কনো রেসলারের ক্যারিয়ার বিবেচনা করা ঠিক নয়। 

◘ পাঙ্ক একটানা ৪৩৪ দিন wwe  চ্যাম্পিয়ন ছিলেন (নভেম্বর ২০, ২০১১ - জানুয়ারি ২৭, ২০১৩) যা চ্যাম্পিয়নশিপ রেইনিং হিসেবে মডার্ন এরায় প্রথম স্থানে এবং WWE এর ইতিহাসে ষষ্ট স্থানে আছে । এছারাও সে Slammy Award উইনার (২০১১) 

◘ ২৭ জুন ২০১১ সালে পাঙ্ক অথরিটির অন্যায় এর বিরুদ্ধে কিছু তিতা সত্ত্যি কথা বলেছিলো , সেই তিতা সত্ত্যি কথাগুলো ছিলো সম্পুর্ন আনস্ক্রিপ্টেড।

◘ রেসলিং এর স্ক্রিপ্ট অনুযায়ী রেসলাররা বিভিন্য সময় বিভিন্য চরিত্রে কাজ করে থাকে। চরিত্র গুলো হলো Heel (খারাপ চরিত্র) . Face (ভালো চরিত্র). সাধারণত এই দুই চরিত্রে নিখুঁত ভাবে কনো রেসলারই আমাদের বিনোদন দিতে পারে না . কেউ Heel চরিত্র ভালো পারে আবার কেউ Face চরিত্র ভালো পারে . কিন্তু পাঙ্ক এই দুই চরিত্রেই নিখুত ভাবে আমাদের বিনোদন দিয়ে গেছে।সে এই দুই চরিত্রেই সফল রেসলার।

◘ পাঙ্কের WWE ক্যারিয়ার ছিলো অল্প দিনের্। কিন্তু এই অল্প দিনের মধ্যেই সে কটি কটি মানুষের মনের মধ্য স্থান করে নিয়েছে , 

◘ সে WWE ছেরে চলে গেছে এই বছরের জানুয়ারিতে কিন্তু তার ভক্তরা আজো তাকে মনে প্রানে ভালোবাসে এবং আজীবন ভালোবাসবে। 

আজ তার জন্মদিন...তার এই জন্মদিনে তার প্রতি রইলো মন থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। 

♥ Happy Birthday Cm Punk ♥

আজকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM Punk -এর জন্মদিন।

※• Hell in a Cell - 2014 •※
♠ WWE Intercontinental Champion Dolph Ziggler vs. Cesaro: WWE Intercontinental Championship Match:

◘ বর্তমানের সবচেয়ে সেরা ফর্মে থাকা তিনজন সুপারস্টারদের নাম বললে সেখানে যিগলারকেও রাখতে হয়। সাবেক চ্যাম্পিয়ন সিযারোও অত্যন্ত ভালো পারফর্মার তাতে কোনো সন্দেহ নেই।

 এ পিপিভিতে WWE World Heavyweight Championship Match না হওয়ায় এই টাইটেলের উপর WWE গুরুত্ব দিবে। WWE টাইটেল ফিউড অনিয়মিত হয়ে পড়ার কারণে এই টাইটেল ফিউড জমিয়ে তুলতে এখন আমরা Raw এবং SmackDown এও নিয়মিত IC Championship Match দেখতে পাই। তাই আমার মতে Hell in a Cell এর পরের Raw তেও আরও একবার টাইটেলটি অন দ্যা লাইন রাখা হবে। সর্বশেষ SmackDown এ হওয়া টাইটেল ম্যাচে জয়লাভ করেছিলেন যিগলার। তাই আমার মনে হয় এবার জয়লাভ করবেন সিযারো এবং তার পরের Raw তে অথবা Survivor Series এ আবারও তা পুনরুর করবেন যিগলার। WWE চাইছে যিগলারকে অত্যন্ত ফাইটিং একজন চ্যাম্প হিসেবে রাখতে। তার ইন-রিং দক্ষতার ফলে ম্যাচগুলো যেমন উপভোগ্য হবে তেমনি বজায় থাকবে IC Championship এর মর্যাদাও। ফিউডে একটু বৈচিত্র‍্য আনতে পিপিভিতে সিজারো জয়লাভ করলেও শেষ পর্যন্ত তা যিগলারের কাছেই থেকে যাবে বলে আমার বিশ্বাস। কেননা আমার মনে হয় WrestleMania XXXI এ অত্যন্ত স্মরণীয় একটি IC Championship Match এর জন্যে যিগলারের চ্যাম্প হিসেবে থাকা আবশ্যক।

 এ ম্যাচের প্রথম ফলে সিযারো জয়লাভ করার পর দ্বিতীয় ফলে ম্যাচে ফিরবেন যিগলার এবং অত্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ তৃতীয় ফলে জয়লাভ করে টাইটেল জিতে নিবেন সিযারো। ম্যাচটি যে অসাধারণ হবে তা বলাই বাহুল্য।

♥ Winner: and the New WWE Intercontinental Champion Cesaro via 2 falls to 1. 



※ Dolph Ziggler (c) vs. Cesaro (HIAC) ※

※• Hell in a Cell - 2014 •※
♠ Brie Bella vs. Nikki Bella: Loser Becomes Winner's Personal Assistant:

◘ সত্যি কথা বলতে এই ফিউডটি বর্তমানের সবচেয়ে বিরক্তিকর ফিউড। দর্শকরাও বিরক্তিবোধ করে তাদের সেগমেন্টগুলোতে। দর্শকদের কাছ থেকে কিছুটা প্রতিক্রিয়া পেতে নিক্কি কথায় কথায় Daniel Bryan কে গালি দেন আর ব্রি "YES!" চ্যান্ট করেন। আরও বিরক্তির ব্যাপার হল অন্ততঃ আরও একমাস ধরে এই ফিউড চলতে থাকবে।

◘ যে হারবে সে বিজেতার ব্যক্তিগত সহযোগী হবে এই স্টিপুলেশন দিয়ে ফিউডটিকে একটু জমিয়ে তোলার চেষ্টা করছে WWE। এ ধরনের পরিস্থিতিতে ফেস চরিত্রকে বাধ্য হয়ে হিল চরিত্রের সব কুকর্ম মেনে নিতে হয় এটাই স্বাভাবিক। আর এভাবে ফিউডটিকে জমানোর চেষ্টা করবে WWE। যদিও তাদের এই ক্ষেত্রে সফলতা অর্জনের ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।

♥Winner:  Nikki Bella via pinfall



※ Brie Bella vs. Nikki Bella ম্যাচ প্রেডিকশন (HIAC) ※