※• Hell in a Cell - 2014 •※
♠ WWE Intercontinental Champion Dolph Ziggler vs. Cesaro: WWE Intercontinental Championship Match:

◘ বর্তমানের সবচেয়ে সেরা ফর্মে থাকা তিনজন সুপারস্টারদের নাম বললে সেখানে যিগলারকেও রাখতে হয়। সাবেক চ্যাম্পিয়ন সিযারোও অত্যন্ত ভালো পারফর্মার তাতে কোনো সন্দেহ নেই।

 এ পিপিভিতে WWE World Heavyweight Championship Match না হওয়ায় এই টাইটেলের উপর WWE গুরুত্ব দিবে। WWE টাইটেল ফিউড অনিয়মিত হয়ে পড়ার কারণে এই টাইটেল ফিউড জমিয়ে তুলতে এখন আমরা Raw এবং SmackDown এও নিয়মিত IC Championship Match দেখতে পাই। তাই আমার মতে Hell in a Cell এর পরের Raw তেও আরও একবার টাইটেলটি অন দ্যা লাইন রাখা হবে। সর্বশেষ SmackDown এ হওয়া টাইটেল ম্যাচে জয়লাভ করেছিলেন যিগলার। তাই আমার মনে হয় এবার জয়লাভ করবেন সিযারো এবং তার পরের Raw তে অথবা Survivor Series এ আবারও তা পুনরুর করবেন যিগলার। WWE চাইছে যিগলারকে অত্যন্ত ফাইটিং একজন চ্যাম্প হিসেবে রাখতে। তার ইন-রিং দক্ষতার ফলে ম্যাচগুলো যেমন উপভোগ্য হবে তেমনি বজায় থাকবে IC Championship এর মর্যাদাও। ফিউডে একটু বৈচিত্র‍্য আনতে পিপিভিতে সিজারো জয়লাভ করলেও শেষ পর্যন্ত তা যিগলারের কাছেই থেকে যাবে বলে আমার বিশ্বাস। কেননা আমার মনে হয় WrestleMania XXXI এ অত্যন্ত স্মরণীয় একটি IC Championship Match এর জন্যে যিগলারের চ্যাম্প হিসেবে থাকা আবশ্যক।

 এ ম্যাচের প্রথম ফলে সিযারো জয়লাভ করার পর দ্বিতীয় ফলে ম্যাচে ফিরবেন যিগলার এবং অত্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ তৃতীয় ফলে জয়লাভ করে টাইটেল জিতে নিবেন সিযারো। ম্যাচটি যে অসাধারণ হবে তা বলাই বাহুল্য।

♥ Winner: and the New WWE Intercontinental Champion Cesaro via 2 falls to 1. 



※ Dolph Ziggler (c) vs. Cesaro (HIAC) ※

※• Hell in a Cell - 2014 •※
♠ WWE Intercontinental Champion Dolph Ziggler vs. Cesaro: WWE Intercontinental Championship Match:

◘ বর্তমানের সবচেয়ে সেরা ফর্মে থাকা তিনজন সুপারস্টারদের নাম বললে সেখানে যিগলারকেও রাখতে হয়। সাবেক চ্যাম্পিয়ন সিযারোও অত্যন্ত ভালো পারফর্মার তাতে কোনো সন্দেহ নেই।

 এ পিপিভিতে WWE World Heavyweight Championship Match না হওয়ায় এই টাইটেলের উপর WWE গুরুত্ব দিবে। WWE টাইটেল ফিউড অনিয়মিত হয়ে পড়ার কারণে এই টাইটেল ফিউড জমিয়ে তুলতে এখন আমরা Raw এবং SmackDown এও নিয়মিত IC Championship Match দেখতে পাই। তাই আমার মতে Hell in a Cell এর পরের Raw তেও আরও একবার টাইটেলটি অন দ্যা লাইন রাখা হবে। সর্বশেষ SmackDown এ হওয়া টাইটেল ম্যাচে জয়লাভ করেছিলেন যিগলার। তাই আমার মনে হয় এবার জয়লাভ করবেন সিযারো এবং তার পরের Raw তে অথবা Survivor Series এ আবারও তা পুনরুর করবেন যিগলার। WWE চাইছে যিগলারকে অত্যন্ত ফাইটিং একজন চ্যাম্প হিসেবে রাখতে। তার ইন-রিং দক্ষতার ফলে ম্যাচগুলো যেমন উপভোগ্য হবে তেমনি বজায় থাকবে IC Championship এর মর্যাদাও। ফিউডে একটু বৈচিত্র‍্য আনতে পিপিভিতে সিজারো জয়লাভ করলেও শেষ পর্যন্ত তা যিগলারের কাছেই থেকে যাবে বলে আমার বিশ্বাস। কেননা আমার মনে হয় WrestleMania XXXI এ অত্যন্ত স্মরণীয় একটি IC Championship Match এর জন্যে যিগলারের চ্যাম্প হিসেবে থাকা আবশ্যক।

 এ ম্যাচের প্রথম ফলে সিযারো জয়লাভ করার পর দ্বিতীয় ফলে ম্যাচে ফিরবেন যিগলার এবং অত্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ তৃতীয় ফলে জয়লাভ করে টাইটেল জিতে নিবেন সিযারো। ম্যাচটি যে অসাধারণ হবে তা বলাই বাহুল্য।

♥ Winner: and the New WWE Intercontinental Champion Cesaro via 2 falls to 1.