♥ এখন অনেক পোস্ট দেখা যাচ্ছে পাঙ্ককে নিয়ে...তাই আজকে আমিও যতটা ডিটেইলসে সম্ভব ততটা ডিটেইলসে লিখবো আমার ফেবারিট স্টারদের মধ্যে একজন সি এম পাঙ্ককে নিয়ে, ইতিমধ্যেই আপনারা জানেন যে পাঙ্ক  WWE ছেড়ে চলে গেছেন, কুইট করেছেন, অনেকেত তাকে কুইটার বলে ডাকে, কিন্তু সে কি আসলেই কুইটার না তাকে অন্যায়ভাবে ফায়ার করা হয়েছে?...এই প্রশ্নের উত্তরের জন্যই আজকে তার যাওয়া নিয়ে কিছু কথা বলবো। 

♥ পাঙ্ক ফ্যান এবং হেটার উভয়দেরকেই অনুরোধ করছি পাঙ্কের শেষ মুহূর্তেই এই কথাগুলি পুরোতাই পরে দেখবেন। 

♦ পাঙ্ক এই ব্যাপারে বেশী কথা কোনদিনি বলেননি কিন্তু রিসেন্টলি আর্ট অফ রেসলিং প্রোডকাস্টে কোল্ট কাবানা, পাঙ্কের ২ ঘণ্টার রোমাঞ্চক ইন্টারভিউ নিয়েছেন, যা ফাস করেছে অনেক কিছুই, পাঙ্কের কুইটের ঘটনাটাকেও। 

♠ তাহলে এবার আসি আসল কথায়, পাঙ্ক সেই ইন্টারভিউতে বলে যে আমার চলে যাবার পেছনে অনেক কারন রয়েছে যেমন তার অনিচ্ছার স্টোরিলাইনে খেলানো, তার ইঞ্জুরি, ট্রিপল এইচের মতো লোকের সাথে কাজ করা প্রভৃতি...কিন্তু সবথেকে বড়ো ব্যাপারটা হল তার হেলথ। 

•প্রথমেই তার সঙ্গে ঘটা কিছু অপ্রীতিকর ঘটনাগুলিকে তুলে ধরছি, 

১) তার ফেমাস "পাইপ বম্ব" -নামক সেগেমেন্টের পর সে বাকিদের থেকে অনেকটাই ফেমাস হয়ে গেছিল এবং সবাই তার ইন্টারভিউ নিতে চাইছিল (যেমন- USA Today, GQ Magazine প্রভৃতি), এমনকি অনেক প্রতিষ্ঠিত কোম্পানি তাকে স্পন্সর করার জন্য পয়সা দিতে চাইছিলো, কিন্তু পাঙ্ক সেইদিকে না গিয়ে আগে ভিন্সের কাছে গিয়েছিল তার পারমিশন নিবার জন্য, কিন্তু ভিন্স তাকে বলেছিল "না, তুমি এটা করতে পারো না। Raw -এর স্পন্সররা এটা শুনলে পাগল হয়ে যাবে, অন্যান্য রেসলাররাও এটা দেখে ক্ষেপে যাবে", এটা শুনে পাঙ্ক পিছিয়ে আসে কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো এক বছর বাদেই ব্রক লেস্নার নামের একজন রিটার্ন করলো এবং তার সাথে ছিল অনেক স্পন্সর, ভিন্স এটার জবাব কোনদিনি দিতে পারেনি।

২) যখন দ্য রক রিটার্ন করলো তখন সে বললো "আমি বেবিফেস হয়ে কোন স্ট্রং হিলের সাথে খেলতে চাই", সেজন্য পাঙ্কের কাছে অপশন ছুরে দেওয়া হল- হয়তো তুমি হিল হয়ে জাও এবং রকের সঙ্গে খেলো নয়তো ড্যানিয়েল ব্রায়েনের কাছে টাইটেল হেরে জাও। তাকে এটাও বলা হয়েছিল যে, যদি সে হিল টার্ন করে তাহলে পরবর্তীতে তাকে আবার টাইটেল শট দেওয়া হবে। এরফলে সে তাদের কথায় রাজি হয়ে তার তুমুল জনপ্রিয়তাকে সেখানেই বিসর্জন দেয় এবং হিল টার্ন করে এবং খুব ভালোভাবেই কাজটা সম্পন্ন করে কিন্তু তারপরে WWE তাদের কথা রাখেনি। সে কিছু কৌশল করে রেসেলমেনিয়াতে রক vs. সিনা ম্যাচকে ট্রিপল থ্রেড ম্যাচ করার চেষ্টা করেছিল কিন্তু এটা না করতে দেওয়ার জন্য তার সাথে টেকারের ম্যাচ দিয়ে দেওয়া হয়, একরকমের গলায় গেথে দেওয়া হয়, তালে এটাও বলা হয় যে যতক্ষণ সম্ভব টেকারের সাথে ম্যাচ চালিয়ে যেতে হবে এবং পাঙ্ক সেটাই করেছিল। পাঙ্ক জানতো যে Brock Lesnar vs. Triple H এবং The Rock vs. John Cena -এই দুই ম্যাচের থেকে তার ম্যাচটাই বেশী জমেছে, সেজন্য সে ট্রিপকে বলে তাকে বেশী পেই না করলেও অন্তত বাকি মেইন ইভেন্টারদের সমান পেই করতে, কিন্তু এত খাটূনের পরেও তাকে পেই করা হয়নি। পাঙ্ক ট্রিপকে প্রশ্ন করে যে  
ক্রাউডরাকি আমাকে দেখার জন্য একটাও টিকিট কাটেনি, আমি কি লাভ করাতে পারিনি WWE কে, এই প্রশ্নে ট্রিপসকেও নিসচুপ থাকতে হয়। 

৩) পাঙ্ক বলে যে WWE প্লান করেছিল রেসেলমেনিয়ার পরে তাকে আরও বেশী হিল করা হবে এবং এইজন্য সে তার মাথাথেকেই শিল্ডের আইডিয়াটা বার করে। যদিও WWE চাইছিলো একটা হিল টিম তৈরি করতে যেখানে থাকবে পাঙ্ক, বিগশো এবং সেথ রলিন্স, কিন্তু পাঙ্ককে প্রশ্ন করায় পাঙ্ক সাফ বলে দেয় যে সে চায় রলিন্স, ডীন আম্ব্রোস এবং ক্রিশ হিরোকে, যেটা ছিল যুগান্তকারী আইডিয়া। কিন্তু এরফলে প্রাপ্য সম্মানতো দূরে থাক ট্রিপল এইচ ক্রিশকে হটিয়ে রোমানকে ঢুকিয়ে দেয় এবং আইডিয়াটাকে পুরোপুরি নিজের বলে ঘোষণা করে দেয়। এরপরে যদিও পাঙ্কের সঙ্গেই শিল্ডকে রাখার প্লান ছিল কিন্তু প্লান চেঞ্জ হয়েছিল...। 

৪) এরপরে আসা যাক রয়েল রাম্বেলের ঘটনায় যেটা ছিল তার শেষের দিক। সে রয়্যাল রাম্বালে যাওয়ার আগেই জানতো যে রেসেল্মেনিয়াতে স্টোরিটা হতে যাচ্ছে অরটোন vs.ব্যাটিস্টা, এটা জেনেও সে ঠিক করেছিল সেই ম্যাচে এতটাই খাটবে যে অথরিটি হয়তো তাদের মাইন্ড চেঞ্জ করবে, কিন্তু ম্যাচ চলাকালীন একসময় সে জানতে পারলো যে, তাকে কেইনের হাতে এলিমিনেট হতে হবে এবং এটা শুনে তার রিঅ্যাকশন ছিল যে কেউন যদি তাকে টাচ পর্যন্ত করে তাহলেই সে কুইট করে দিবে কারন তার রেসলিং মানসিকতা বলছিল এই ম্যাচটা তাকেই ফিনিশ করতে হবে...কিন্তু তারপরেও তার কথা শোনা হয়নি।  

৫) পাঙ্ক জানিয়েছে যে ট্রিপল এইচ তাকে একদম দেখতে পারতো না, যদি তারা এক রুমে থাকতো তাহলে ট্রিপ তার দিকে তাকিয়েও দেখতো না, ট্রিপল এইচ তাকে একটা পিস অফ শিট মনে করতো। ট্রিপ পাঙ্ককে বলেছিল যে সে তার ক্যারিয়ারের সবথেকে ভালো ম্যাচ পেয়েছে টেকারের সঙ্গে খেলে এটা মেইন্ট ইভেন্টের কিছু কম নয়, কিন্তু পাঙ্ক ট্রিপকে মনে করিয়ে দেই এটা পুরাটাই ফ্যানদের ব্যাপার কিন্তু আসলে সবথেকে শেষ ম্যাচকেই মেইন ইভেন্ট বলা হয়। এর জবাব ট্রিপ দিতে পারেনি। এরপরে পাঙ্ক বলে যে, Batista vs. Randy Orton ছিল একটা পুরানো মন থেক বার করা আন্টাচড মাইন্ডের ডিসিশন, যদিও পরে ড্যানিয়েল ব্রায়েনকে সেখানে ঢুকিয়ে দিয়ে তাকে তার জীবনের সেরা পুশ দেওয়া হয়। রেসেলমেনিয়াতে ট্রিপল এইচকে হারাবার জন্য আসল পাঙ্ককেই ম্যাচ দেওয়া হয়েছিল, কিন্তু সে এটার কোন কেয়ার করে না।   

৬) পাঙ্ক একজন রেসলারের প্রতি তার চেপে রাখা ক্ষোভ উগরে দিয়েছে, সে হল দ্য বিগ গাই রাইব্যাক। পাঙ্ক বলে স্ক্রিপ্ট ভেঙ্গে রাইব্যাক তার উদরে এত জোরে কিক মেরেছিল যে, তার পাঁজর ভেঙ্গে গিয়েছিল এবং এরজন্য তার কাছে কোন ক্ষমা চাওয়া হয়নি। পাঙ্ক রাইব্যাককে একজন "স্টেরয়েড গাই" বলে আখ্যায়িত করে বলে যে রাইব্যাক তার জীবনের বহু বছর ড্রাগ সেবন করে নস্ট করেছে এবং আমাকে দেওয়া আঘাতের ফলে আমারও রেসলিং জীবনের অনেক বছর কেরে নিয়েছে। এরপরে সেটাকে একদিন পাঙ্ক ট্রিপল এইচকে বলে কার্টিস আক্সেল এর কি হল, তার আক্সেলের সঙ্গে খেলার কথা ছিল কিন্তু সেটা দেওয়া হয়না কেন? পাঙ্ক জানায় যে, সে তার সঙ্গে খেলে তাকে পুশ দিতে চাই কিন্তু ট্রিপ্স আবারও তাকে রাইব্যাকএর সঙ্গেই বুক করে এবং স্ক্রিপ্ট ভেঙ্গে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। রাইব্যাক ছাড়াও সে বাকি রেসলারদের উদ্দেশে বলেছে কোন রেসলারেরই স্টোরিলাইনের ব্যাপারে অভিজোগ করার দম ছিল না, যদি কেউ এটা করে থাকে তাহলে সে হল জন সিনা এবং হয়তো রেন্ডি অরটোন। 

৭) তবে রেসলিং কুইট করার ক্ষেত্রে উপরের ঘটনাগুলির থেকেও  বেশী গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তার স্বাস্থ। তার পিঠে ব্যাথার যে ট্রিটমেন্ট WWE তাকে দিতে সেটা ছিল হাস্যকর!, ডাক্তার এটা দেখে কিছুই করছিল না যদিও তার ব্যাথা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছিল এবং তাকে প্রায় জোর করে ম্যাচ খেলানো হচ্ছিল। এরপরে রয়্যাল রাম্বালের পরের Raw -তে যখন সে চলে যায় (যেটাকে দেখে অনেকেই ভাবে সেখান থেকে পাঙ্ক সোজা বাড়ি চলে গিয়েছিল) তখন সে অফিসিয়ালদের কাছে যায় এবং তারা বলে তাকে ব্যাথা থেকে মুক্তি পাওয়ার জন্য ড্রাগ নিতে হবে!! পাঙ্ক সেটা নেয়নি এবং সেখান থেকে রেগে চলে গিয়েছিল তবে যাওয়ার আগে ভিন্স অশ্রুচোখে পাঙ্ককে মনভরে একটা হাগ দেয় তারপর ট্রিপল এইচ তার হাত বাড়ায় এবং পাঙ্কের সঙ্গে হান্ডশেক করে তাকে গুডবাই বলে সেখান থেকে চলে যায়, বলে রাখা ভালো পাঙ্ক কিন্তু এখনও কুইট করেনি সে শুধু চলে গিয়েছিল। 

◘ এইসব ঘটনার পরে আসে কিছু ভালো ঘটনা...পাঙ্ক তার জীবনসঙ্গির সাহায্য পায়। তার স্ত্রী এজে লি তাকে বুঝিয়ে-সুজিয়ে Tampa Bay-তে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তার পিঠের ব্যাথার কথা পাঙ্ক তাদেরকে জানায়। ডাক্তার দেখা মাত্র তাকে বলে দেয় যে তার মারাত্বক  Staph ইনফেকশন রয়েছে (যদিও WWE -এর ডাক্তাররা এতদিন ধরে কোন ব্যবস্থাই নেইনি), ডাক্তাররা তাকে জানিয়ে দেই যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে গিয়ে আন্টিবায়োটিক নিতে হবে। পাঙ্ক এই ব্যাথার বর্ণনা করতে গিয়ে বলেছে তার জীবনে অনুভব করা সবথেকে বেদনাদায়ক অনুভূতি। ডাক্তাররা জানিয়ে দেয় যে এইবারের মতো সেরে গেলেও যদি আর মাত্র ৩ মাস এটার সঙ্গে খেলে যেতে তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারতো। এই ঘটনার পরে বিশ্রাম নিয়ে পাঙ্ক সুস্থ হলে ভিন্স তাকে ফোন করে এবং তাকে জানিয়ে দেয় যে তোমাকে দুই মাসের জন্য সাস্পেন্ড করা হবে, এটা শুনে সে ভেবেছিল যে রেসেল্মেনিয়া খেলার পরে তাকে হয়তো সাস্পেন্ড করা হবে কিন্তু পরে সে জানতে পারে তাকে না জানিয়ে সাস্পেন্ড করে দেওয়া হয়েছে যার ফলে সে রেসেল্মেনিয়াতেও খেলতে পাবে না। 

◘ এরপর পাঙ্ক একজন ইনভেস্টারের কাছে কল পায় এবং জানতে পারে যে ভিন্স নাকি তাদেরকে বলেছে পাঙ্ক এখন বিশ্রামে আছে, এরপরে পাঙ্ক বুঝতে পারে যে সে রয়ালিটী চেকটা এখনও পাইনি। এরপর পাঙ্ক তার রয়ালিটি চেক পাওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে এবং এক জায়গা থেকে আর জায়গায় ঘুরে বেরায় তার চেক পাওয়ার জন্য, যদিও সাম্নেই তার বিয়ে ছিল এবং বিয়ের পরের প্লানও তাকেই করতে হতো যেমন হানিমুনে যাওয়া, ঘুরতে যাওয়া প্রভৃতি, অর্থাৎ তাকে এখন পার্সোনাল লাইফের দিকে মনোযোগ দিতে হত এবং এই কারনেই সে চেকের কথাটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেয়। এরপর একদিন হঠাৎ ট্রিপল এইচ ১১ই জুনে পাঙ্ককে ফোন করে বলে যে, তোমার কাছে কি কথা বলার টাইম আছে? পাঙ্ক চেক না পাওয়াতে আপ্সেট ছিল তাও সে বলে দুইন দিন পরে বিয়ে হবে তাই এখন তার কথা বলা সম্ভব নয় কিন্তু রয়ালিটি চেকের ব্যাপারে মনে করিয়ে দেওয়ার পরে পাঙ্ক হানিমুনের পরে ট্রিপের সঙ্গে কথা বলবে বলে তাকে প্রমিশ করে। এতদুর পর্যন্ত সব ঠিকই ছিল এবং পাঙ্কের রিটার্নও ক্লিয়ার ছিল, কিন্তু এরপরেই ঘটে একটা দুঃখজনক ঘটনা। তার বিয়ের দিনেই তাকে WWE থেকে ফায়ার করে দেওয়া হয়...এবং হানিমুনে যাওয়ার আগে পাঙ্ক একজন উলিল ডেকে তাকে সমস্ত ঘটনা জানিয়ে ব্যবস্থা নিতে বলে যায়। 

◘ এরপর WWE ফাঁসে পরে তাকে একটা নন-কমপ্যাক্ট এগ্রিমেন্টে সই করাতে চেষ্টা করে, কিন্তু সে সাফ জানিয়ে দেই যে কুইট না করা সত্বেও তাকে তারই হোমটাউনে এসে ফায়ার করা সত্বেও তাকে কুইটার বলা হয়েছে এবং সে এই এগ্রিমেন্টে ততক্ষণ পর্যন্ত সই করবে না যতক্ষণ পর্যন্ত অথরিটী চিকাগোতে তার বারিতে এসে তার কাছে না ক্ষমা চেয়ে যায়। সে আরও বলে যে WWE চিন্তাই ছিল যে সে যেন TNA তে না চলে যায় কিন্তু তার উকিল তাদেরকে জানিয়ে দেয় পাঙ্ক আর কোনদিন প্রফেশনাল রেসলিংএ আসবে না, সে এটাও বলে দেয় যে WWE -এর সঙ্গে আর কোনধরনের সম্পর্ক সে রাখবে না। 

◘ পাঙ্ক বলে যে একদিন এই রেসলিং ছিল তার যান এবং প্রান...কিন্তু এখন রেসলিং থেকে বেড়িয়ে এসে সে জীবনের সবথেক ভালো মুহূর্ত কাটাচ্ছে। সে এলহপ্ন বিয়ে করে এবং বাড়িতে ট্রেনিং করে এবং কমিক লিখে তার জীবন কাটাচ্ছে এবং এখনই সে আসল অর্থে তার জীবন উপভোগ করছে...যদিও তার আক্ষেপ থেকে গেল যে রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে সে আর যেতে পারলো না...। তাহলে আপনারা দেখতে পেলেন কতো অন্যায়, অবিচার, লাঞ্ছনা পাওয়া সত্বেও পাঙ্ক WWE তে ছিল এবং আবার রিটার্নও করতো আমাদেরকে খুশী করতে কিন্তু WWE তাকে অন্যায়ভাবে ফায়ার করে দেয় এবং তার ক্যারিয়ারে সেখানেই পূর্ণচ্ছেদ দিয়ে দেয়। যদিও ভিন্সরা ভাবেনি যে তাকে ফায়ার করা হবে পরে...সেজন্য একবার পাঙ্কের মিউজিক দিয়ে পল হেইম্যান এসেছিল সেই বিতর্কিত ঘটোনার পরেও কারন তখন নিশ্চিত ছিল যে পাঙ্ক আসবেই...কিন্তু তারপরে আর কিছুই থাকলো না এবং পাঙ্ককে ফায়ার করে দেওয়া হল কারন সেই হয়তো একমাত্র অথরিটির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, পুশ পাওয়ার লেগে WWE -এর পায়ে পরেনি। 

#উলেখ্যঃ এই ইন্টারভিউর মধ্যে প্রমানিত হয় পাঙ্কের পাইপ বম্ব ছিল পুরাই পূর্বপরিকল্পিত এবং স্টোরিলাইনের অন্তর্ভুক্ত...এই ক্ষেত্রেও সে স্টোরিলাইন ভাঙ্গেনি এবং কাউর রিকুয়েস্টেরও দরকার পরেনি তার WWE তে থাকার জন্য, আর তাছাড়া সে নিজের যোগ্যতাই পুশ পেয়েছে কারুর দয়াতে নয়...আজকে এই কথাগুলি জানতে এবং বলতে পেরে অনেক শান্তি এবং দুঃখ লাগছে...মিস ইউ পাঙ্ক...ইউ আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড...তবে পাঙ্ক ফ্যানরাও পাঙ্কের মতো নিজে থেকে কুইট করবে না তারাও আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের বসকে হারিয়ে যেতে দিবে না...!! 

♥ পোস্টটা পড়ার জন্যে ধন্যবাদ, ভালো থাকবেন। 

পাঙ্ক কি আসলেই কুইটার না তাকে ফায়ার করা হয়েছে? আসল ঘটনা ডীটেইলসে জেনে নিন

◘ জেফ হার্ডি কেন WWE ছেড়ে চলে গিয়েছিলেন? আসলেই কি পাঙ্কের কারনে? এই প্রশ্নের অনেক উত্তর শোনা যায় কিন্তু আজকে আমি অপ্রিয় সত্যিটার কথা বলবো, আশাকরি পুরোটা পরে দেখবেন। 
 ♠ সাধারনভাবে দেখলে দেখা যায় পাঙ্কের সঙ্গে ম্যাচ ছিল হার্ডির এবং সেই ম্যাচে কেইফেব স্টিপুলেশন ছিল, অর্থাৎ হারলে বিদায় নিতে হবে, এবং সেই ম্যাচ হারের ফলেই জেফ স্টিপুলেশন অনুযায়ী WWE থেকে চিরতরে চলে গিয়েছেন। এই কারনে কতিপয় হার্ডি ফ্যান পাঙ্ককে তাদের বসের যাওয়ার জন্য একমাত্র দায়ী করে থাকে, অনেকেই বলে যে পাঙ্ক স্ক্রিপ্ট ভেঙ্গে ম্যাচটাতে জয়লাভ করেছিল এবং নিজেকে ফেমাস করার জন্য হার্ডিকে বহিস্কার করেছিল...আমি তাদের জন্য বলবো I am afraid I have some bad news for You...আসলে ব্যাপারটা মোটেও এরকম নয়।

♣ আসলে অনেক রেসলারকেই তাদের ইচ্ছায় এই উপায়ে সাময়িক বা স্থায়ীভাবে লিভ দেওয়া হয় তাদের পার্সোনাল লাইফ, স্বাস্থ, রিটায়ার করা, ছুটিতে পাঠানো, ফ্যামিলির জন্য সময় দেওয়া, মুভি করানো এবং অনেক সময় কিছু ইঞ্জুরি থেকে সেরে উঠার জন্য। এখন আপনারা বলবেন এটা কিকরে সম্ভব? আপনারা একবার ভেবে দেখুন WWE, TNA প্রভৃতি প্রো-রেসলিং কোম্পানি স্টোরিলাইনের দমে চলে, সুতরাং এমনটাতো বলা যায় না যে এই রেস্লার কিছুদিনের জন্য আসতে পারবে না কারন সে ছুট্টিতে গেছে বা মুভি করতে গেছে! তাদেরকে সবসময় কোন স্টিপুলেশনওয়ালা ম্যাচ খেলিয়ে বা স্টোরিলাইন ইঞ্জুরি ঘটিয়ে বাইরে পাঠানো হয় (অনেক সময় আসল ইঞ্জুরিতেও বাইরে যেতে হয়) যাতে স্টোরিলাইনের কোন ফাঁক না থেকে যায় এবং কোন ফিউডকে বিনা সমালোচনাই সেটাকে কন্টিনিউ করা যায়। 

♠ এবার আসি জেফের কথায়, জেফের ইতিহাস মোটেও অতটা ভালো নয়! ২২ এপ্রিল, ২০০৩-এ তাকে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়, কারন হিসাবে দেখানো হয়- খামখেয়ালী ব্যবহার, ড্রাগের ব্যবহার (#উল্লেখ্যঃ কিছু পেইনকিলারকে ড্রাগের আন্ডারে না ফেলে ঔষধরে আন্ডারে ফেলা হয়, এখানে ড্রাগ মানে সেই ধরনের ড্রাগ নয়, এটা হল ক্ষতিকর নিষিদ্ধ ড্রাগ), ড্রাগের চিকিৎসা নিতে অস্বীকার করা, নিম্নমানের রিং পারফর্মেন্স, ক্রমাগত মন্থরগতিতে খেলা, ইভেন্টে অনুপস্থিত থাকা প্রভৃতি। এরপর হার্ডি মনের দুঃখে WWE থেকে চলে গিয়ে TNA -তে জয়েন করেন এবং ২৩ শে জুন, ২০০৪-এই সেই শোর দ্বিতীয় বার্ষিকীতে জেফ ডেবিউ করেন, ডেবিউ ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন TNA X-Division চ্যাম্প AJ Styles। যাইহোক, ইভেন্টে অনুপস্থিত থাকার অভিজোগে এবার TNA থেকেও জেফকে ২০০৬ সালে বার করে দেওয়া হয়! কিন্তু WWE এতটা নিষ্ঠুর ছিলনা সেজন্য জেফকে আবার সুজোগ দেওয়া হয় এবং ২০০৬ সালের ৪ আগস্টে তাকে আবার অফিসিয়ালি রিসাইন করা হয়। WWE পুনরায় চান্স দিলেও হার্ডি কিন্তু শোধরাইনি! এরপর ২০০৮ সালের ১১ই মার্চ হার্ডিকে আবার ৬০ দিনের জন্য সাস্পেন্ড করা হয়, দ্বিতীয়বারের মতো কোম্পানি দ্বারা নিষিদ্ধ কিছু পদার্থের ব্যবহার এবং ড্রাগ টেস্টিং পলিসির জন্য। উপরের কারনে কোম্পানি চাইলে আবার ঘার ধাক্কা দিয়ে জেফকে বার করে দিতে পারতো কিন্তু এবার কোম্পানি তাকে সামান্য সাজা দিয়েই ছেড়ে দেয়।

♣ আমরা সবাই জানি জেফ ছিল হাই ফ্লায়িং সুপারস্টার, এবং এইধরনের প্লেয়ারদের ইঞ্জুরি হয় সবথেকে বেশী, জেফও তার ব্যতিক্রম ছিলনা এবং এই কারনেই জেফ তখন অনেক বেশী পপুলার হয়ে উঠেছিল। কিন্তু প্রত্যেকজিনিসেরই নেগেটিভ দিক থাকে, এরপর ২০১০-এর ২৮ আগস্ট সে নিজেই তার স্বাস্থ্যর কারনে অর্থাৎ তার আঘাতসমূহকে সারিয়ে তোলা এবং শারীরিক অনিয়মকেও কিছুটা কমাবার জন্য সাময়িক লিভ নিতে চেয়েছিল এবং কোম্পানি নিজদের লস হওয়া সত্বেও সেটাকে মেনেনিয়েছিল এবং তাকে আরাম দেওয়ার জন্য সেইরকম স্টিপুলেশনের ব্যবস্থা করেছিল, যদিও WWE চাইতো তাকে আবার ফিরিয়ে আনবে কিছুসময় পরে। কিন্তু এরপরে ঘটে আসল ঘটনা, জেফ তখন দারুন ফেমাস হয়েছিল WWE -এর সৌজন্যে এবং এই কারনেই TNA নিজের পপুলারিটি বাড়াবার জন্য জেফের সাথে কথা বলা শুরু করে, কিন্তু WWE তখনও জেফকে রিটার্ন করাতে আগ্রহী ছিল এবং রিটার্নে তার সমস্তরকমের চেষ্টাকে স্বাগত জানিয়েছিল। 

♠ এখন জেফের কাছে দুইটা উপাই ছিল, হয়তো সে তার WWE ফ্যানদের কাছে ফিরে যাবে এবং যে কোম্পানিতাকে একাধিকবার সুজোগ দিয়েছে এবং এত ফেমাস করেছে সেই কোম্পানিতেই আবার জয়েন করবে, নয়তো যে কোম্পানি তাকে কিছুদিনেই ফায়ার করেছে এবং ফেমাস হবার কারনে এখন তাকে চাইছে সেই কোম্পানির কাছে চলে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেফ দ্বিতীয় অপশন বেছে নিল এবং TNA তে চলে গেল!! এর কারন ছিল জার্নি ও শিডিউল। হ্যাঁ, ঠিক শুনেছেন জার্নি এবং শিডিউল! WWE, TNA -এর থেকে অনেক বেশী গ্লোবাল হওয়াই WWE তে জেফকে অনেক বেশী জার্নি করতে হত যার ধকল সে সহ্য করতে হতো এবং WWE -এর শিডীউল অনেক টাইট ছিল যদিও জেফের বিরুদ্ধে অনেক সময় ইভেন্টে অনুপস্থিত থাকার অভিযোগ উঠতো, অন্যদিকে TNA-তে খুবই কম জার্নি করতে হত এবং সেখানকার শিডিউলও অনেক শিথিল ছিল তাছাড়া সেখানকার নিয়মশৃঙ্খলা, ড্রাগ টেস্টের সিস্টেমও অনেক নিম্নমানের ছিল, সেদিক থেকে TNA অনেক সুভিধার জায়গা, বিশেষ করে জেফের জন্য আর তাছাড়া সেখানে সে টপ স্টার হিসাবে থাকতে পারতো এবং অনেক পয়সাও ইঙ্কাম করতে পারতো...এইসব কারনেই সে WWE ফ্যানদের কথা না ভেবে, তাকে ফেমাস করা এবং পুনর্জীবন দেওয়া কোম্পানির কথা না ভেবে স্বার্থপরের মতো অন্য কোম্পানিতে চলে যাই...এটাই ছিল জেফের ছিল আসল কাহিনী।

♥ অর্থাৎ, যারা ভাবতেন যে পাঙ্কের স্ক্রিপ্ট ভাঙ্গার কারনে তাদের বস মনে দুঃখে তাদের ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেছেন তারা আবার ভেবে দেখুন...আশা করি এতক্ষনে বুঝে গিয়েছেন যে কে কোম্পানির কথা ভাবতো আর কে স্বার্থপর ছিল, এখন থেকে পাঙ্কের ব্যাপারে কোন কথা বলার আগে নিজেকেই প্রশ্ন করবেন যে কোন রেসলারের স্ক্রিপ্টকে এইভাবে ভাঙ্গার সাহস হয়না, এবং আপনাদের জেফ নিজের ইচ্ছাই WWE ছেড়ে চলে গিয়েছেন তার নিজের কথা ভেবেই...এবং তার ইচ্ছা করতেই পারে, সে জেতেই পারে কিন্তু তার যাবার দায় নির্দোষ কাউকে দিবেন না এটাই রিকুয়েস্ট রইলো। 

 PS: বর্তমানে TNA -এর শিডিউল অনেক টাফ এবং TNA আগেকার থেকে অনেকটাই বেশী গ্লোবাল, অর্থাৎ জার্নিও এখন অনেক বেশী, তাছাড়া WWE এখন পপুলারিটী বাড়াবার জন্য প্রাক্তন রেসলারদের অনেক টাকার অফার দিচ্ছে সেজন্য জেফ তার পুরানো অভ্যাসের কারনে TNA থেকে ঝাঁপ দিয়ে WWE -তেও চলে আসতে পারে, এবং আমিও তার রিটার্নের অপেক্ষাই আছি কারন, যেইদিন জেফ ফিরে আসবে সেইদিন সকলের কাছে প্রমান হয়ে যাবে যে ওই ঘটনাটা ছিল নিছকই একটা স্টোরিলাইন এবং পাঙ্ক এখানে কোন দোশ করেনি। 

জেফ হার্ডি কেন WWE ছেড়ে চলে গিয়েছিলেন? আসলেই কি পাঙ্কের কারনে? -জেনে নিন।

•আজকের স্মাকডাউনের শুরুতে দ্য মিজ এবং ড্যামিয়েন সান্ডোউ আসে তাদের মিজ টিভি পরিচালনা করার জন্য। আজকে তাদের গেস্ট হিসাবে বিগ শোর থাকার কথা ছিল, কিন্তু ড্যানিয়েল ব্রায়েন সারপ্রাইজ দিয়ে রিটার্ন করে এবং নিজেকে আজকে রাতে এপিসোডের জন্য জেনারাল ম্যানেজার হিসাবে ঘোষণা করে...ক্রাউড্রা চিয়ারে ফেটে পরে। সে আজকে রলিন্স এর সঙ্গে রাইব্যাকের একটা ম্যাচ দেয়, এবং লুইক হারপার ও রুসেভকে টাইটেল ম্যাচও উপহার দেই সে। 

♠ 20-Man Battle Royal for the United States Championship 

•এই ম্যাচে অংশগ্রহণ করে-  the Miz, Mizdow, Big Show, Eric Rowan, Jack Swagger, Heath Slater, Titus O’Neil, Stardust, Goldust, Justin Gabriel, Sin Cara, Adam Rose, Tyson Kidd, Los Matadores, Cesaro এবং the Uso Brothers। শেষে এই পাচ জন পরে থাকে-  Uso, Kidd, Cesaro, Swagger এবং Rusev। এদের সবাইকে হারিয়ে রুসেভ তার টাইটেল রিটেইন করে এবং আরও একবার অ্যামেরিকার উপর তার প্রাধান্য স্থাপন করে দেখায়।  

♥ Winner : Rusev 

◘ ব্রে ওয়াটের একটা প্রোমো দেখানো হয়। তারপর ইমা তার ম্যাচের জন্য আসে এবং তারপর বিগ ই এর সেই প্রোমোটা দেখানো হয়। 

♠ Divas Champion Nikki Bella (w/Brie Bella) vs. Emma

•এটা ছিল একটা নন-টাইটেল ম্যাচ, নিক্কির সাথে ব্রিও ছিল। এই ম্যাচে নিক্কি জয়লাভ করে এবং ম্যাচের পরে এজে লি এর ব্যাপারে কথা বলে। 

♥ Winner : Nikki Bella

◘ নিক্কির কথা শুনার পরে এজে লি চলে আসে এবং বিনা কোন কারনেই ব্রি বেলাকে অ্যাটাক করে, তারা নিক্কির ৩০ দিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকার ব্যাপারে কোন কথাই বলেনি। 

♠ Seth Rollins vs. Ryback

•এই ম্যাচটা একটা ভালো ম্যাচ ছিল। কিন্তু ১৫ মিনিট ম্যাচটা চলার পরেই কেইন চলে আসে এবং একটা স্টিল চেয়ারের মাহমে রাইব্যাককে অ্যাটাক করে, ফলে রেফারি ডিস্কোয়ালিফিকেশন করে দেয়, এই ঘটনাটাকে রলিন্স এবং তার চামচারা দেখতেই থেকে যায়। 

♥ Winner by DQ : Ryback


◘ আজকে প্রথমবারের মতো A New Day (Big E, Kofi Kingston ও Xavier Woods) ডেবিউ করবে। 

♠ A New Day vs.  Curtis Axel, Heath Slater ও Titus O’Neil

•এই প্রথম ম্যাচে Big E, Kofi Kingston ও Xavier Wood জয়লাভ করে।

♥ Winner : A New Day

◘ ড্যানিয়েল ব্রায়েনের একটা ব্যাকস্টেজ ইন্টারভিউ দেখানো হয়, সে কেইন vs. রাইব্যাক ম্যাচ ঠিক করে TLC পিপিভি এর জন্য। তাকে যখন প্রশ্ন করা হয় সে কি তাড়াতাড়ি রিটার্ন করবে? সে উত্তরে বলে  “Yes! Yes! Yes!”…। 

♠ Dolph Ziggler vs. Luke Harper (IC Title Match)

•১০ মিনিটের মাথায় জিগ্লার কাউন্ট আউটের মাধ্যমে জয়লাভ করে ফলে হারপার তার টাইটেল রিটেইন করে। 

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচের পরে হারপার, জিগ্লারকে অ্যাটাক করে, হারপার বেল্টটাকে নিয়ে আসে এবং জিগ্লারকে মারতে যায় কিন্তু জিগ্লার সেটাকে ডজ করে এবং হারপারকেই একটা Zig-Zag দিয়ে আজকের স্মাকডাউন শেষ করে। 

☻WWE SmackDown স্পইলার, ২৬ নভেম্বর ২০১৪

◘ শুরু হল আজকের Raw, আজকের শোতে জন সিনাই বাছতে পারবে যে কে জি.এম অর্থাৎ জেনারাল ম্যানেজার হবে, আশা করি সে মিক ফোলি কে বাছবে কিন্তু সিনার তারিফ করা লোক হাল্ক হোগানও হয়ে যেতে পারে যেটা আমি চাইবো না। 

◘ আজকের "র"-এর শুরুতেই আগের দিনের সারভাইবর সিরিজের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেটাতে স্টিং এই ডেবিউ দেখানো হয়।  

◘ ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে স্টেফনির সাথে চলে আসে, তাদের দুজনকেই দেখে খুবই হতাশাগ্রস্থ মনে হচ্ছিল। স্টেফ বলে যে এখানে আসতে কতটা সাহসের দরকার হয় তা কেউ বুঝবে না। 

◘ সে তাদের হারের জন্য পুরোপুরি স্টিংকে দাই করে। ট্রিপল এইচ জনতাদেরকে বুলি বলে ডাকে কারন তারা চিয়ার করছিল যখন তার স্ত্রী কেঁদে যাচ্ছিল। ট্রিপ বলে তার কাছে কোন আইডিয়াই নাই যে স্টিং কেন তাদের কাজে নাক গলাতে এলো। 

◘ ট্রিপ বলে যে অথরিটী ছাড়া WWE একমাসও টিকবেনা। তার মুখ রাগে লাল হয়ে যায় যখন তাদের ইম্পরটেন্স এর কথা সবাইকে বলছিল। তারপর ঘটে অবাক করার  ঘটনা, আউট অফ নো হোয়ার ড্যানিয়েল ব্রায়েনের মিউজিক হিট করে এবং সমস্ত জনতা ইয়েস চ্যান্টে ফেটে পরে। 

◘ ড্যানিয়েল স্টেফনির মুখের সামনে দাড়িয়ে ইয়েস চ্যান্ট শুরু করে, ট্রিপ তাদের দিকে তাকায় এবং তারপর তার স্ত্রীকে নিয়ে হেঁটে চলে যায়। কিন্তু ব্রায়ান তাদের যাওয়ার পথে এসে দাড়িয়ে যায় এবং ইয়েস চ্যান্ট করতেই থাকে, এটা অসম্মানজনক কাজ ছিল। মনে ব্রায়েন শুধুমাত্র আজকের রাতের জন্য এসেছে...এরপর রিঙ্গে গিয়ে ইয়েস চ্যান্ট করতে থাকে সে। 

◘ ব্রায়েনের চ্যান্ট ওভার হলে বলে যে, আজকের রাতের Raw-এর দায়িত্ব তার উপরে আছে, সুতরাং সে অর্ডার দেয় যে টিম অথরিটি এক্ষণই এখানে আসো। 

◘ তারা সবাই মিলে সেথ রলিন্সের মিউজিকের মাধ্যমে চলে আসে। ব্রায়েন বলে যে সে একজন সৎ মানুষ এবং সে টিম অথরিটির মেম্বারদেরকে অন্যায় ম্যাচ দিবে না অথবা তাদেরকে টাইটেল থেকে স্ট্রিপ আউট করবে না। 

◘ সে আরও বলে যে আজকে সিনা এবং জিগ্লার মিলে রলিন্স এবং আরও দুইজনকে ফেস করবে যাদেরকে বাছবে অডিয়েন্স। সে জানিয়ে দেয় যে ক্রাউডদের জন্য অপশনগুলি হল- Mark Henry ও Luke Harper, Mark Henry ও Kane অথবা Mercury ও Noble...অর্থাৎ ড্যানিয়েল ন্যায়ের নাম করে ভালোই বাঁশ দিবে। 

◘ এরপর ব্রায়েন  Dr. Shelby কে ডাকে এবং বলে যে সে আপ্সেট হবে যদি তাদেরকে এক্ষণই দেখে, এরপর ব্রায়েন বলে যে কেইন এখন থেকে আর Director of Operations থাকবে না! এবং এখন সে Food এবং Beverage-এর দায়িত্বে থাকবে এবং এখন থেকে তাকে Concessions Kane বলে ডাকা হবে। একজন কেইনকে খাবারের একটা ট্রে এনে দেয় কারন এখন তাকে স্টান্ডে গিয়ে সেগুলিকে সেল করতে হবে। 

◘ এরপর ব্রায়েন বলে যে রুসেভকে আরও একটু দেশপ্রেমী হতে হবে। এরপর সে অ্যাড করে যে রুসেভের কাছে দুইটা অপশন আছে, এক নম্বর হল তাকে টাইটেলটাকে একটা ব্যাটল রয়ালে ডিফেন্ড করতে হবে নয়তো ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল অ্যামেরিকার ফ্লাগ সহ তাকে রিঙ্গে আসতে হবে, অর্থাৎ তার কাছে টাইটেল ডিফেন্ড করা ছাড়া কোন উপায় নাই...এটাও দারুন বাঁশ। 

◘ এরপর ব্রায়েন হারপারের দিকে তার সুদৃষ্টি দেয়, ব্রায়েন বলে যে হারপার আজকে ডিন আম্ব্রোসের সঙ্গে তার টাইটেল ডিফেন্ড করবে। 

◘ এরপর সে মার্ক হেনরিকে বলে যে রাইব্যাক বলছিল যে হেনরির বিরুদ্ধে তার একটা ম্যাচ চাই সেজন্য সে তার রিকুয়েস্টটাকে রাখবে। ব্রায়েন আরও বলে যে এই ম্যাচটা হবে এক্ষণই এবং তার পরেই রাইব্যাক পেছন থেকে হেনরিকে অ্যাটাক করে। এরপর সে হেনড়িকে স্টিল পোস্টে নিয়ে গিয়ে ধাক্কা দেয়, এবং তারপর কয়েকবার তার মাথাকে ব্যারিকেডে ঠুকে দেয়। এরপর অনেকজন রেফারি এসে তাদেরকে ছাড়াতে শুরু করে। 

♠ Ryback vs. Mark Henry

•এটা খুব ছোট ফাইট ছিল, প্রথমে কর্নারে নিয়ে গিয়ে ধোলাই দেওয়া হয় হেনরিকে তারপর হেনরি নিজের গায়ের জোরে রাইব্যাককে ফেলে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা স্পাইনবাস্টার খেয়ে নেয়। এরপর একটা জোরদার Meat Hook Clothesline -এর মাধ্যমে রাইব্যাক জয়লাভ করে। 

♥ Winner: Ryback

◘ আগের দিনে টিমে প্রথমে এলিমিনেট হবার পর রাইব্যাক এর পুশ এখনও চলছে। 

◘ এরপর ট্রিপ এবং স্টেফনিকে দেখা যায় ভিন্সের সাথে ব্যাকস্টেজে কথা বলতে। ভিন্স বলে যে সে তাদের উপর রেগে নাই, শুধু তারা তাকে নিরাশ করেছে। এরপর তারা সবাই লিমোতে করে চলে যায়। 

♠ Luke Harper vs. Dean Ambrose (IC Title Match)


•এই ম্যাচটা ভালো হয়। শেষের দিকে আম্ব্রোস টপ রোপের উপর থেকে একটা এল্বোউ হিট করে এবং দুই কাউন্ট লাভ করে কিন্তু হারপার এরপর তাকে একটা জোরদার সুপারকিক দিয়ে প্রায় তিন কাউন্ট লাভ করে ফেলেছিল। এরপর হারপার তার টাইটেলটাকে নেয় এবং রিং ছারার চেষ্টা করে, কিন্তু আম্ব্রোস একটা সুইসাইড ড্রাইভের মাধ্যমে তাকে ব্যারিয়ারে নিয়ে গিয়ে ফেলে। এরপর আম্ব্রোস তাকে রিঙ্গে নিয়ে যায় এবং ডার্টি ডিডস দেওয়ার চেষ্টা করে কিন্তু হারপার কাউন্টার করে ডিনকে রেফারির উপরে ছুরে ফেলে দেয় এবং রেফারি ম্যাচটাকে ডিস্কোয়ালিফাই করে দেয়, অর্থাৎ হারপারকে দেখে না মনে হলেও তার যথেষ্ট বুদ্ধি রয়েছে। 

♥ Winner by DQ: Dean Ambrose

◘ এরপর হারপার আম্ব্রোসকে ধোলাই দিবার চেষ্টা করে কিন্তু আম্ব্রোস নিচ থেকে কয়েকটা স্টিল চেয়ার এনে তার উপরে ডার্টি ডিডস দিয়ে দেয়। ক্রাউড্রা টেবিলের চ্যান্ট করতে থাকে এবং আম্ব্রোসকে দেখে মনে হয় সে তাদের ইচ্ছা গ্রহন করবেই। আম্ব্রোস একটা ল্যাডার এবং টেবিলকে রিঙ্গের নিচ থেকে বার করে, কিন্তু হঠাৎ করে ব্রে ওয়াট চলে আসে এবং আম্ব্রোসকে রিঙ্গের বাইরে অ্যাটাক করে। সে ফ্লোরের উপরেই ডিনকে সিস্তার আবিগেইল হিট করে এবং তারপর আনাউন্স টেবিলের দিকে ছুরে দেয়। এরপর সমস্ত ধরনের চেয়ারকে আম্ব্রোসের উপরে ফেলে দেওয়া হয়। 

◘ এরপর বিগ ই এর New Day ভিডিও প্রোমো দেখানো হয়। 

◘ এরপর সান্টিনো এবং Larry The Cable Guy-এর একটা প্রোমো দেখানো হয়। 

♠ Gold and Stardust vs. The Mizs (Tag Title Match)

•আগের রাতে যেটার আশা করেছিলাম সেটাই হয়েছে, মিজডোউ আজকে দুইটা রেপ্লিকা টাইটেল নিয়ে চলে আসে, যদিও স্বার্থপর মিজের হাতেই আসল দুইটা টাইটেল থাকে। কিন্তু আজকে সান্ডোউ কে সান্ডোউ নামেই ইন্ট্রোডিউস করা হয়, মিজডোউ নামে নয়, এটা তাদের ভুলও হতে পারে। এই ম্যাচটা ছোট হয়, শেষের দিকে মিজডোউ স্টারডাস্টএর উপর ফিগার ফোর লক দেয় কিন্তু ট্যাপ আউট করার একটু আগেই গোল্ডডাস্ট এসে বাঁধা দেয়। মিজ ট্যাগ দিয়ে ভিতরে চলে আসে এবং স্টারডাস্টকে Skull Crushing Finale হিট করে জিতে যায়। 

♥ Winners: Miz and Mizdow

◘ এরপর কেইনের সঙ্গে একটা লজ্জাজনক প্রোমো দেখানো হয়। 

◘ এরপর রিঙ্গে লানা আসে, সে বলে যে অন্যায়ভাবে রুসেভকে এই শর্ত দেওয়া হয়েছে। রুসেভকে কোন একটা অপশন বাছতে হত কিন্তু সে চলে যাবার অপশন বাছে যেটা লিস্টে ছিল না, ব্রায়েন বিগ স্ক্রিনে আসে এবং বলে যে তোমাকে আরও একটা চান্স দিচ্ছি অ্যামেরিকার অঙ্গিকারকে গেয়ে শোনাবার, এরপর ব্রায়েন Sgt. Slaughter-কে পাঠায় এই ব্যাপারে দেখার জন্য। 

◘ এবার অ্যামেরিকান ফ্লাগ নীচে নেমে আসে এবং সার্জেন্ট বলে যে তাদের হাতকে বুকের উপরে রাখতে এবং যা বলা হবে সেটাকেই উচ্চ এবং পরিষ্কার স্বরে বলতে হবে। রুসেভ এইটা করতে না করে দেয় যদিও লানা এটা করতে লেগেছিল, এরপর রুসেভ লানাকে থামায় এবং মাইকটাকে ছুরে ফেলে দেয়। এরপর রুসেভ সার্জেন্টকে রাশিয়ান ভাষায় কিছু বলতে থাকে এবং দেখে মনে হচ্ছে ধোলাই কাজ শুরু হবে। কিন্তু হঠাৎ করে জ্যাক স্বোয়াগার চলে আসে এবং সার্জেন্টকে বাঁচিয়ে দেয়। রুসেভ স্বাগারকে ধোলাই দিতে সক্ষম হলেও স্বাগার Patriot Lock দিয়ে দেয় এবং রুসেভ রিং ছেড়ে পালিয়ে যায়, মনে হচ্ছে ব্যাটল রয়্যাল দেখতে পাবোই আজকে। 

♠ Fandango vs. Justin Gabriel

•ফানডানগো এই ম্যাচে খুবই আগ্রাসী হতে খেলছিল। লেগ ড্রপের মাধ্যমে সহজেই ফানডানগো জয়লাভ করলো। 

♥ Winner: Fandango

◘ এরপর বিগ শো একটা বড়সড় হাসিমুখ নিয়ে চলে আসে। বিগ শো বলে যে সে একজন খারাপ মানুষ নয়, সে শুধুই একজন মানুশ যারা ভুল করে। সে আরও বলে যে অথরিটিকে সে ঘৃণা করে, এরপর সে তার ফ্যামিলি ম্যাটারকে টেনে আনে তার প্রতি সহমর্মিতা আনার জন্য। সে বলে যে ক্রাউডদের একটা দ্বিতীয় সুজোগ দেওয়া উচিত কারন সে এত বছর ধরে তাদের সেবা করে আসছে, কিন্তু ক্রাউডরা তাকে বুউ করতেই থাকে, এটা দেখে শো রেগে যায় এবং দর্শকদের উদ্দেশে বলে যে যার যার অভিজোগ আছে তারা সবাই এখানে চলে আসো এবং আমাকে চ্যালেঞ্জ করো। এরপর হঠাৎ করে এরিক রোয়ানের মিউজিক হিট করে এবং সে চলে আসে। 

◘ তারপর শো রোয়ানকে নিয়ে মজা করে এবং রোয়ান রেগে গিয়ে শোকে অ্যাটাক করে এবং শো পালিয়ে যায়। 

◘ এরপর জিগ্লার আসে এবং নোবেল ও মার্কারিকে বলে যে সে চাই তারাই জেন পার্টনার হিসাবে সেথের সাথে থাকতে পারে। 

♠ AJ vs. Brie Bella

•শেষের দিকে এজে লি Shining Wizard দিয়ে দেয় কিন্তু ব্রি কিক আউট করে দেয়, নিক্কি রেফারির নজরের বাইরে এজেকে অ্যাটাক করে এবং ব্রি রোল-আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Brie Bella

♠ Rose and Rabbit vs. Kidd and Natalya

•ম্যাচটা ফানি ম্যাচ হয়, শেষে বানি ভুল ব্যক্তিকে মেরে এই ম্যাচটা রোসকে হারিয়ে দেয়। 

♥ Winners: Kidd and Natalya

◘ ম্যাচের পরে যদিও রোস বানিকে অ্যাটাক করেনি কিন্তু বানির উপরে সে দারুন রেগে ছিল।

◘ এরপর রাইব্যাক এবং রিনির একটা প্রোমো দেখানো হয় যেটাতে কেইনকে নিয়ে মজা করা হয়। 

◘ এরপর  Kofi, Xavier Woods এবং Big E -এর একসঙ্গে একটা প্রোমো দেখানো হয় এবং জন সিনা ও জিগ্লার ইন্টারভিউ দেয় তাদের পরবর্তী ম্যাচের জন্য। 

◘ এবার সময় ভোটের রেজাল্টের, হিউজ ফারাকে সেথের চামচাদেরকে সিলেক্ট করা হয়। 

♠ Dolph Ziggler ও John Cena vs. Seth Rollins, Joey Mercury ও Jamie Noble 

•নোবেল এবং সিনা ম্যাচটা শুরু করে, যেটা পুরাই একদিকের ম্যাচ হতে যাচ্ছে। চিন্তাই সেথের মাথায় হাত পরে। ব্রেকের পরে এসে দেখা যায় নোবেল সিনাকে ধোলাই দিচ্ছে...!! সিনার মার খাওয়ার স্বভাবটা আর গেলোনা, জিগ্লার ট্যাগ দিয়ে আসে কিন্তু আবার সেথরা মিলে ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু জিগ্লার সবাইকে ছুটিয়ে দিয়ে সিনাকে ট্যাগ দেয় এবং সিনা ফুলফর্মে অ্যাটাক করে এবং মার্কারিকে সমস্ত সিগনেচার মুভ হিট করে। এরপর রলিন্স সিনা এবং জিগ্লারের মাঝে একায় ফেসে যায়, কিন্তু মার্কারি এবং নোবেল তাদেরকে অ্যাটাক করে রলিন্সকে বাঁচাবার জন্য। এরপর সিনা এবং জিগ্লার সেথের চামচাদুটিকে সেম টাইমে তাদের ফিনিশার দেয় এবং পিন করে জয়লাভ করে। 

♥ Winners: Cena and Ziggler

◘ দেখে মনে হচ্ছিল যে রলিন্স আবার বেঁচে যাবে কিন্তু হঠাৎ করেই রলিন্স চলে আসে এবং রলিন্সকে রিঙ্গের ভিতরে ঢুকিয়ে দেয়। রিঙ্গে যাবার সঙ্গে সঙ্গেই একটা সুপারকিক এবং AA খেয়ে রলিন্সের ডোজ পূর্ণ হয় এবং ইয়েস চ্যান্ট শুরু হয়ে যায়। 

◘ এবার একটা আওয়াযে ইন্টারাপ্ট করা হয়, সেই আওয়াজটা হল অজানা GM -এর আওয়াজ। প্রচলিত নিয়ম অনুসারে আনাউন্স টেবিলের পাশে কম্পিউটার রাখা হয় এবং অজানা GM একটা ম্যাসেজ পাঠায় যেটাকে কোল পরতে যায়, যেখানে বলা হয় "order will be restored on Cyber Monday next week"...এবং ম্যাসেজটাই বারে বারে প্লে হতে থাকে এবং আজকের Raw এইভাবেই শেষ হয়, আমার মনে হয় Hornswoggle-ই হবে প্রতিবারের মতো সেই অজানা জি.এম.।

◘ অনেকেই ভেবেছিল যে অথরিটী এখনও শেষ হয়নি এবং কন্ট্রাক্ট সাইনিং নিয়ে কিছু একটা হবে যেটা মোটেও হয়নি বরং আজকে সারপ্রাইজ দিবার জন্য ছিলেন ড্যানিয়েল ব্রায়েন নিজেই। কেমন লাগলো আপনাদের আজকের Raw?? 





☻WWE Raw রেজাল্ট, ২৫ নভেম্বর, ২০১৪


◘ WWE সারভাইবর সিরিজে WWE নেটওয়ার্কে এখন লাইভ এবং একদম ফ্রী!! আজকে BNB ব্যাক করেছে যদিও রিটার্ন করেনি অর্থাৎ সে কোন ম্যাচ খেলবে না। 

♠ Fandango vs. Justin Gabriel (প্রী শো)

• এবার ফানডানগো, রোস মেন্ডীসের সঙ্গে আসে। রোসা আজকে টাঙ্গো ডান্সের মাধ্যমে নতুন এবং আগের থেকে ভালো  ফানডানগোকে ইন্ট্রোডিউস করে। ম্যাচের শেষের দিকে জাস্টিন ফানডানগোকে স্প্রিংবোর্ড কিক এবং মুন্সল্ট দ্বারা হিট করে কিন্তু ফান্ডাঙ্গো রিকভার করে নিয়ে জাস্টিনকে একটা স্টিফ ক্লোথস্লাইন দেয়। এরপরে যথাক্রমে ইউনিক সুপ্লেক্স এবং ফিনিশিং মুভ লেগ ড্রপের মাধ্যমে ফানডানগো জয়লাভ করে। 

♥ Winner: Fandango! 

◘ এরপর সিজারো আসে এবং এমন ভান করে যেন আজকের মেইন ইভেন্টে সে কোনদিকেই থাকবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জানিয়ে দেয় সে অথরিটিকেই সাপোর্ট করবে, সে কয়েকটি আলাদা ভাষায় বলে অথরিটি দীর্ঘজীবী হোক...। কিন্তু এরপর হঠাৎ করেই একজন রিটার্ন করে, সে হল জ্যাক স্বোয়াগার যে ইঞ্জুরির কারনে টিম সিনাতে থাকতে পাইনি। জেব কোল্টার বলে যে তারা টিম সিনাকে সাপোর্ট করে এবং সিজারোকে সে ব্রাউন নোসার বলে ডাকে, অর্থাৎ এরপর তাদেরই ম্যাচ হবে।

♠ Jack Swagger vs. Cesaro (প্রী শো)

• তাদের মধেকার ম্যাচটা বেশীখন স্থায়ী হয়নি। শেষেরদিকে স্বাগার একটা স্বাগারবম্ব দিতে গেলে সিজারো কাউন্টার করে কিন্তু সেই কাউন্টারের মাধমেই স্বাগার সিজারোকেই Patriot Lock-এর মাধ্যমে ধরে ফেলে, কিন্তু সিজারো আবার তাকে কিক করে এবং দুইটো জার্মান সুপ্লেক্স হিট করে যতক্ষণ না পর্যন্ত স্বাগার রোল করে আবারও Patriot Lock দিতে সক্ষম হয়ে যায়। এরপর নিরুপায় সিজারো ট্যাপ আউট করে দেয় এবং স্বাগার একটা চমকপ্রদ জয়লাভ করে।

♥ Winner: Jack Swagger

◘ আগের গুলি প্রী-শো ছিল, সুতিরাং সেগুলি আপনি টিভিতে দেখতে পাবেন না, আজকের শো এর শুরুতে এরিনার পেছন দিকে একটা লেমো এসে স্টান্ড হয় এবং সেটা থেকে বেরিয়ে আসে আমাদের চেয়ারম্যান ভিন্স মিকম্যান। এরপর ভিন্স রিঙ্গে যায় এবং ক্রাউডদের কাছ থেকে অনেক রিআকশন পায়, তারপর সে ট্রিপ এবং স্টেফকে ইন্ট্রোডিউস করে এবং অনেক হিটও পায়।  

◘ এরপর স্টেফনি একটা ভিন্স চ্যান্ট শুরু করে কিন্তু ভিন্স মিকম্যান নিজেই তাতে খুব আগ্রহ না দেখিয়ে সিনাকে ওয়েলকাম করে, সিনা এসে একটু মিক্সড রেস্পন্স পায়। সিনা এবং অথরিটি একে অপরকে কিছু বাঁশ মারখা কথা বলে, ট্রিপ বলে যে টিম সিনাতে একমাত্র ইন্টারেস্ট হল সিনা নিজেই বাকি সবাই শেষ পর্যন্ত নিজের জব রক্ষা করার জন্য ভিক্ষা করতে লাগবে। স্টেফ বলে যে এটাতে যদি তারা হেরেও যায় তাহলেও তারা CT থেকে শোটাকে চালিয়ে যাবে, কিন্তু এরপর ভিন্স বলে তারা তাদের ডেস্ক জব করতে পারবে কিন্তু WWE সুপারস্টারদের ক্যারিয়ারের উপরে কিছু গোলমাল করতে পারবে না। ভিন্স আরও বলে যে কন্ট্রাক্টে একটা স্টিপুলেশন আছে যে শুধুমাত্র সিনাই অথরিটিকে আবার পাওয়ারে আনতে পারবে যদি তারা আজকের ম্যাচে হেরে যায়, এটা শুনে ক্রাউড্রা Yes চ্যান্ট শুরু করে।

♠ The Usos vs. The Mizs vs. Los Matadores vs. Gold and Stardust

• ফারনান্দো এবং স্টারডাস্ট ম্যাচ শুরু করে। আজকে স্টারডাস্টের আউটফিটটা নতুন ধরনের ছিল যেটা লাল, গোল্ডেন এবং কালো রঙ দিয়ে তৈরি ছিল। এদের মধ্যে আশা করা যাচ্ছে ভালো ম্যাচ হবে। দর্শকরা চ্যান্ট করে "আমরা চাই মিজডোউ", এটা শুনে ম্যাচের একপর্যায়ে স্টারডাস্ট উচ্চসরে বলে যে "তোমারা মিজডোউ কে চাও না, তোমরা আসলে স্টারডাস্টকে চাও!" এরপর স্টারডাস্ট, তার ভাইকে ট্যাগ করে এবং এরপর স্টারডাস্ট টপ রোপ থেকে গোল্ডডাস্টের উপর একটা সান্সেট ফ্লিপ হিট করে, যেটার সাহায্যে গোল্ডডাস্ট একটা ম্যাটাডোরকে জার্মান সুপ্লেক্স দিতে সক্ষম হয়, এটা মনে হয় এই বছরের সবথেকে ভালো মুভ।

• এরপর সবাইমিলে রিঙ্গে চলে আসে এবং একে অপরকে তাদের ফিনিশার হিট করতে লাগে, শেষপর্যন্ত গোল্ডডাস্ট এবং জেই উসো রিঙ্গে বাকি থাকে, এরপর এল টোরিটো সবাইয়ের উপর একটা স্প্লাশ হিট করে কিন্তু রেফারি সেটাকে ডিস্কোয়ালিফাই করেনি!! এরপর ডাস্ট ব্রাদার মিলে কর্নারে গিয়ে ম্যাটাডোরসদের উপর কমবো সুপ্লেক্স হিট করে। এরপর হঠাৎ করে মিজডোউ ট্যাগ দিয়ে নিজেকে আনে এবং জয়লাভ করে যায় এবং মিজ নিজে স্তম্ভিত থেকে যায়...দারু ব্যাপার, এখন সবাইয়ের প্রেডিকশঙ্কে ভুল প্রমানিত করে মিজসরা হয়ে গেল আমাদের নিউ চ্যাম্পিয়ন। 

♥ Winners: Miz and Mizdow 

◘ ম্যাচের পরে মিজ নিজেই দুইটা বেল্টকে একসাথে ধরে রেখে চলে যায়, মনে হয় পরের দিনের "র" তে মিজডোউ দুইটা রেপ্লিকা বানিয়ে নিয়ে আসবে! 

♠ Cameron, Summer Rae, Layla and Paige vs. Naomi, Natalya, Emma and Alicia

•Natalya কে সাথ দিবার জন্য টাইসন কিড রিঙ্গে আসে। ডিভাসদের মধ্যে ভালোই ম্যাচ হয়, শেষে নাওমি নিজেকে ট্যাগ ইন করে ক্রসবডি হিট করে কিন্তু টার্গেটটাকে মিস করে যায়, এরপর slighshot stunner-এর মাধ্যমে সে দুই কাউন্ট লাভ করলে সকল ডিভা চলে আসে এবং একে অপরকে নক করতে থাকে এরই মধ্যে রোল আপের মাধ্যমে নাওমি, ক্যামেরনকে এলিমিনেট করে দেয়। 

• বাকি ঘটনা শরটে বলে দিচ্ছি- এরপর ফক্স লায়লাকে এলিমিনেট করে, এবং তারপরে ইমা, সামারকে এলিমিনেট করে। এরপর নাওমি আসে এবং পেইজকে রেয়ার ভিউ দেয় এবং তারপর তার নতুন একটা ফিনিশার হিট করে  এবং পেইজকে পিন করে জয়লাভ করে। 

♥ Winners: Emma, Natalya Naomi and Alicia Fox

♠ Dean Ambrose vs. Bray Wyatt 

• এদের দুজনের ম্যাচ যে ভালো হবে সে ব্যাপারে কোন সন্দেহ নাই। তারা একে অপরকে পাঞ্চ মেরে শো শুরুক করে, আম্ব্রোস ব্রেকে কর্নারে নিয়ে যায় কিন্তু অনেক বড় সাইজের কারনে ব্রে আম্ব্রোসকেই ধোলাই দেয়। কিন্তু আম্ব্রোস আবার তাকে নিচে ফেলে দিলে সে রিঙ্গের বাইরে চলে যায়। এরপর তাদের মধ্যে ফাইট চলতে থাকে, এই ম্যাচটা হয়েছে অনেক লম্বা একটা ম্যাচ। ম্যাচের  শেষের দিকে যখন আম্ব্রোস কিছুতেই হার মানছিল না তখন ওয়াট একটা মাইক নেয় এবং বলে যে আম্ব্রোস কেন এরকম করছে যখন তারা দুজনে মিলে এই জগতে রাজত্ব করতে পারে কারন তারা দুজনেই স্পেশাল। আম্ব্রোস বলে ক্ষমা করিও কিন্তু আমি নিজের পথ নিজেই বাছি।  এটা শুনে ব্রে একটা জোরদার শট মেরে আম্ব্রোসকে নীচে ফেলে দেয় ফলে সে কিছু স্টিল  চেয়ারের খোজ করতে থাকে। আম্ব্রোস একটা একটা করে চেয়ার তুলতে থাকে আর রেফ একটা একটা করে চেয়ার বাইরে ফেলতে থাকে, এরপর ওয়াট আম্ব্রোসের হাঁটুর কাছে আসে এবং তার কাছে প্রার্থনা করে যে দয়া করে চেয়ার ইউস করো, ব্রে ভুলেই গিয়েছিল যে আম্ব্রোস হল লুনেটিক, ডিন কিছুক্ষণ ভাবে এবং আসলেই সেই চেয়ারগুলিকে ইউস করে ফেলে যার ফলে DQ হয়ে যায়। এরপর সে ওয়াটকে ধরে এবং স্টিল চেয়ারের উপর ডারটি ডিডস হিট করে এবং ক্রাউডরা উচ্ছাসে ফেটে পরে। ব্রে জয়লাভ করলেও আমরা প্রচুর মজা পেয়েছি।   

♥ Winner by DQ: Bray Wyatt


◘ আম্ব্রোস এখানেই থেমে থাকেনি, সে কিছু টেবিলকে সেট করে এবং তার উপরে ব্রেকে রেখে টপ রোপ থেকে একটা এল্বোউ হিট করে টেবিলটাকে ভেঙ্গে দেয়। এরপর সে আরও একটা টেবিল এবং অনেকগুলি স্টিলচেয়ার নিয়ে এসে ওয়াটকে চাপা দিয়ে দেয় তার নীচে। এবং তারপর ফাইনালী একটা বড়সড় ল্যাডার নিয়ে এসে সেটাকে স্টান্ড করে তার উপরে উঠে ক্রাউডদের জন্য পোস দেয় এবং সবাইমিলে চিৎকার করতে থাকে দিস ইস অসাম!! যাইহোক এটা ছিল TLC -এর জন্য একটা ডেমো যেটা আসলেই অস্থির ছিল।

◘ এরপর ট্রিপ এবং স্টেফের একটা প্রোমো দেখানো হয়। 

♠ Rose and Rabbit vs. Slater Gator

শেষে একটা মিসাইল ড্রপকিকের মাধ্যমে দ্য বানি স্লেটারকে পিন করে এবং জিতে যায়, রোস একটু রেগে যায় কারন সে একটা ট্যাগ চাইছিলো যেটা সে পাইনি। 

♥ Winners: Rose and Rabbit


♠ Nikki Bella vs. AJ (Divas Title Match)

ম্যাচ চলাকালীন ব্রি রিঙ্গের আপ্রনে ডিভাস টাইটেল নিয়ে উঠে এবং এজে লিকে ধরে নিয়ে একটা কিস করে, এই সুযোগে নিক্কি এজেকে নক আউট করে দেয় এল্বোউএর মাধ্যমে এবং তারপর র‍্যাক অ্যাটাকের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Nikki Bella

◘ এরপরে হবে আমাদের আসল ম্যাচ, এই ম্যাচটাতে এত প্লেয়ার আছে যে এন্ট্রান্স হতেই প্রায় ৯-১০ মিনিট লাগে। 

♠ Team Authority vs. Team Cena

• আজকের ম্যাচ শুরু করে বিগ শো এবং মার্ক হেনরি, প্রথমেই শো হেনরিকে কয়েক সেকেন্ডের মধ্যেই নক আউট পাঞ্চের মাধ্যমে পিন করে হারিয়ে দেয়। অর্থাৎ প্রথমে এলিমিনেট হয় মার্ক হেনরি। 

• এরপর ম্যাচের একপর্যায়ে, রাইব্যাক রুসেভকে  Meathook clothesline হিট করে এবং শেল শকের জন্য কাঁধে চেরে নেয়, কিন্তু কেইন চলে এসে একটা বিগ বুটের মাধ্যমে রাইব্যাককে ফেলে দেয় এবং সবাই রিঙ্গে চলে এসে একে অপরকে মারতে থাকে এবং শেষে সেথ, রাইব্যাককে একটা কারব স্টোম্প হিট করে। এরপরে আবার রুসেব রাইব্যাককে একটা বড়সড় কিক হিট করে তাকে পিন করে এলিমিনেট করে দেয়।

• এরপর একসময় রুসেভ এবং জিগ্লারের খেলা চলছিল। রুসেব রিঙ্গ থেকে একটা পাওয়ারবম্ব হিট করে, এবং নীচে গিয়ে আনাউন্স টেবিল পরিষ্কার করা শুরু করে যদিও রেফারি কাউন্ট করা শুরু করে দেয়। রুসেভ এরপর জিগ্লারকে সেই টেবিলের উপরে শুইয়ে দেয় রানিং লিপ হিট করার চেষ্টা করে কিন্তু জিগ্লার জায়গা থেকে সরে যায় এবং রুসেভ নিজেকেই আহত করে ফেলে এবং টেবিলটাও ভেঙ্গে যায়। জিগ্লার কোনরকমে রিঙ্গে প্রবেশ করতে সক্ষম হয় এবং রেফারি কাউন্ট শেষ করে জারফলে রুসেভ কাউন্ট আউট হয়ে এলিমিনেট হয়ে যায়।

• এরপর হারপার এবং রোয়ান ট্যাগ দিয়ে একসঙ্গে রিঙ্গে আসে এবন হারপার, রোয়ানকে কর্নারের দিকে নিয়ে যায় যারফলে রলিন্স রোয়ানের মাথায় নিজের হাঁটু দিয়ে হিট করে এবং তারপর লিগ্যাল ম্যান হারপার একটা জোরদার ক্লোথস্লাইনের মাধ্যমে এরিককে পিন করে এলিমিনেট করে দেয়।

• তারপরে হিসাবমতোই একজন টিম সিনার সাথে বেইমানি করতোই, কিন্তু কেউই আশা করতে পারেনি যে এটা করতে চলেছে দ্য বিগ শো। বিগ শো সিনাকে KO পাঞ্চ হিট করে নক আউট করে দেয় এবং তারপর রলিন্স সিনাকে পিন করে এলিমিনেট করে। অর্থাৎ টিম কাপ্টেন্ট এখন কোমাতে। 

• এবার বিগ শো নিজে হেঁটে রিঙ্গের বাইরে চলে যায় এবং নিজেকে কাউণ্ট আউট করে দেয় এবং এলিমজনেট হয়ে যায়। এখন সবাই ভাবে (আপনারা সহ) যে টিম সিনা নিশ্চিতভাবে হেরে গেল...কিন্তু খেলা এখনও বাকি আছে দোস্ত। 

• এরপর কেইন এবং জিগ্লারের খেলা হয়, হঠাৎ করে জিগ্লার একটা সুপারকিকের মাধ্যমে কেইনকে পিন করে এলিমিনেট করে দেয়। 

• এরপর হারপারের সাথে জিগ্লারের খেলা হয়, হারপার জিগ্লারকে যাই হিট করে জিগ্লার নিজের দমে সবকটাকেই কিক আউট করে দেয়, মনে হয় জিগ্লার আজকে কিছু খেয়ে এসেছে। হঠাৎ করে জিগ্লার রোলাপের মাধ্যমে হারপারকে পিন করে এবং জয়লাভ করে এবং সাথে সাথেই হারপার এলিমিনেট হয়ে যায়। 

• শেষে দ্য গোল্ডেন বয় আসে এবং ম্যাচটাকে কন্ট্রোল করতে লাগে। এরপর তাদের মধ্যে ভালো ম্যাচ চলতে থাকে। এরপর শেষপর্যন্ত জিগ্লার একটা জিগ-জাগ হিট করতে সক্ষম হয় কিন্তু ট্রিপ বুদ্ধির সাথে রেফারিকে টেনে রিং থেকে বার করে আনে ফলে এই যাত্রাই অথরিটি বেঁচে যায়। এরপর মার্কারি এবং নোবেল জিগ্লারকে অ্যাটাক করতে লাগে। কিন্তু জিগ্লার তাদেরকে পালটা জবাব দেয় এবং স্টেফনির উপর ছুরে ফেলে, যার কারনে স্টেফনি ট্রিপল এইচের উপরে পরে যায়। এরপর সেথ একটা কারব স্টোম্প দেওয়ার চেষ্টা করলে জিগ্লার বেঁচে যায় কিন্তু তার পরেই আরও একটা কারব স্টোম্প হিট করে যেটা থেকে জিগ্লার বাচতে পারেনি। আরও একজন রেফারি চলে আসে এবং ট্রিপ তাকেও অ্যাটাক করে। এরপর ট্রিপ নিজে যাই তার স্ত্রী এর গায়ে হাত তোলার প্রতিশোধ নিতে। ট্রিপ জিগ্লারকে একটা দারুন ক্লোথসলাইনের হিট করে এবং তাকে একটা পেডিগ্রি হিট করে এবং তারপর নিজের রেফারি  Scott Armstrong -কে ডাকে। 

• কিন্তু এরপর হঠাৎ করেই অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়...!! রেফারির বদলে WWE তে চলে আসে লেজেন্ডারি স্টিং...হ্যাঁ ঠিকই শুনেছেন ডেবিউ করে আউট অফ ণো হোয়ার। স্টিং রিঙ্গে আসে এবং ট্রিপের মুখোমুখি দাড়িয়ে যায়, দর্শকরা সবাই তার নাম চ্যান্ট করতে থাকে। তারা দীর্ঘসময় ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং ক্রাউডরা দিস ইস অসাম চ্যান্ট করতে থাকে। ট্রিপল এইচ প্রথম হিট করে কিন্তু স্টিং ট্রিপের গাটে হিট করে তাকে একটা Scorpion Death Drop দেয় এবং তারপর স্টিং জিগ্লারকে রলিন্সের উপরে শুইয়ে দেয় এবং আসল রেফারি চলে আসে এবং কাউন্ট করে পিন করে ফলে সেথ রলিন্স এলিমিনেট হয় এবং টিম সিনা জিতে যায় এবং সবাই যা ভেবেছিল তার বিপরীতে জিগ্লার হয় সোউল সারভাইবর। অসম্ভব ভালো এবং সারপ্রাইজিং একটা ম্যাচ ছিল এটা, কেউ মিস করবেন না। 

♥ Winner : Team Cena 

◘ এরপর জিগ্লার সেলিব্রেট করতে থাকে এবং স্টেফনি কাঁদতে শুরু করে...এই PPV তে কোন ওয়ার্ড টাইটেল ম্যাচই ছিল না কিন্তু এটা মানতেই হচ্ছে বস দিস ইস অসাম। আপনাদের কি মতামত? কেমন লাগলো আজকের সারভাইবর সিরিজ?? 

☻WWE সারভাইবর সিরিজ ২০১৪

1.PWInsider এক বিবৃতে জানিয়েছে Survivor Series পিপিভিতে শকিং রিটার্ন করবেন Sting!!!!  যদিও অফিশিয়ালি জানানো হয়নি

2.Survivor Series যে শহরে হবে ( St. Luis) , সেই শহরে বর্তমানে কিছু পলিটিকাল কারণে দাঙ্গা চলছে। সেখানকার কিছু বিদ্রোহী Survivor Series সেখানে না করতে বলেছে। আশংকা রয়েছে দাঙ্গার

3. WWE আবারো CM Punk এর মার্চেন্ডাইস বিক্রি করা শুরু করেছে।  তাছাড়া, Slam City কার্টুনে তাকে পুনরায় এনিম্যাটেড চরিত্রে আনা হবে

4.Sami Zyan সাথে Andrian Neville এর ম্যাচ আগামি Takeover Revolution হবে। সেখানে Sami Zyan হারলে তাকে NXT  থেকে quit করতে হবে

5.Roman Reigns নিজেকে John Cena এর চাইতে নিজেকে পেশীবহুল ,শক্তিশালী এবং সুর্দশনের দাবি করেছেন।

6.WWE অথরিটি পরিকল্পনা করছে Ryback vs Triple H ম্যাচ করার।  তবে Wrestlemania তে The Rock এর সাথে হবে

7.ভারতীয় রেসলার Mahabali Shera এর আগের TNA এর Bound for Glory তে ডিবিউ করেছেন।

8.Brad Maddox কে আবারো WWE তে ফিরিয়ে আনা হতে পারে। তাকে মুলত স্টোরিলাইনে না লাগায় রিলিজ করা হয়েছিল।

9. Roman Reigns ডিসেম্বরের ২০ তারিখ রিটার্ন করবেন এবং ২৭ ডিসেম্বর  X-mas স্পেশাল  Smackdown এ Rusev এর সাথে  US Championship ম্যাচ খেলবেন

10. Mick Foley কে জেনেরাল ম্যানেজার হিসেবে দেখা যেতে পারে

11.পরের সপ্তাহের RAW তে উপস্থিত থাকবে রিটায়ার্ড হওয়া রেসলার Santino Marrella

12.Sheamus সম্ভবত পরের পিপিভিতে ফিরে আসবেন। তার ইঞ্জুরি পুরো পুরি স্ক্রিপ্টেড ছিল।

13.Hulk Hogan এর পরের বছর অবশ্যই কারো সাথে ম্যাচ খেলবেন।

14. Alberto Del Rio WWE কে ভুলে যেতে চান এবং  TNA তে সফল হতে চান বলে জানিয়েছেন।


♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

WWE সারভাইবর সিরিজ 2014 -এর পূর্ণ সময়সূচী, শুধুমাত্র টেন স্পোর্টসে:-

বাংলাদেশের সময়ঃ-

◘ 
সোমবার (২৩ Nov)সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
◘ বুধবার (২৬ Nov)রাত ৮.৩০ থেকে রাত ১২ টা পর্যন্ত।
◘ রবিবার (৩০ Nov)দুপুর ১২.৩০ থেকে দুপুর ৪ টা পর্যন্ত। 

ভাতের সময়ঃ- 

◘ 
সোমবার (২৩ Nov)সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত।
◘ বুধবার (২৬ Nov)রাত ৮ টা থেকে রাত ১১.৩০ পর্যন্ত। 
◘ রবিবার (৩০ Nov)দুপুর ১২ টা থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত।

:: ম্যাচকার্ড ::

No.
Matches
Stipulations
Prediction
1
Team Cena (Big Show, John Cena, Erick Rowan, Dolph Ziggler, Ryback) vs. Team Authority (Kane,Rusev, Seth Rollins, Luke Harper, Mark Henry)Elimination matchTeam Cena
2
Bray Wyatt vs. Dean AmbroseSingles matchBray Wyatt
3
Alicia Fox, Natalya, Emma and Naomi vs. Paige, Summer Rae, Layla and CameronElimination matchNatalya's Team
4
Goldust and Stardust vs. The Usos vs. Damien Mizdow and The Miz vs. Los Matadores
WWE Tag Team Championship Match
Goldust & Stardust
5
AJ Lee vs. Nikki Bella
Singles match for the WWE Divas Championship
Nikki


¤ Survivor Series ¤ -এর সময়সুচী এবং ম্যাচকার্ড।

♣ এখনতো দেখছি প্রেডিকশনের ছড়াছড়ি...এবং সবাই তার নিজের নিজের পছন্দের টিমকে বা প্লেয়ারকে সাপোর্ট করছেন, কিন্তু আমি পুরা সারভাইবর সিরিজে একজনের সাথেই থাকবো এবং আমি ১০০০% শিউর যে আমার প্লেয়ার সারভাইব করবে, অর্থাৎ My Player Will Survive...সে আবার যে কেউ নয় সে হল আমাদের রেসলারদের মধ্যে সবথেকে সম্মানের পদে থাকা WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রক লেস্নার...সে অবশ্যই সারভাইব করবে কারন তার কোন ম্যাচই নাই!! চ্যাম্পিয়ন হয়েও, WWE -এর ফেস হয়েও সে ম্যাচ খেলতে আসে না, এই দিন দেখবো বলে আশা করি নি...তবে যাই হোক এখন তাকে নিয়ে কিছু রিউমর শোনা যাচ্ছে, নীচে সেগুলি বলছি...।

♠ রিসেন্টলি শোনা গিয়েছে UFC নাকি ব্রককে তাদের কোম্পানিতে ফেরত নিয়ে যাবার চেষ্টা করছে, কারন ব্রক হল মানি মেকার, কিন্তু এতদিন ব্রক যায়নি কারন WWE -এর দেওয়া টাকা এবং সম্মানে সে খুশিই ছিল কিন্তু বর্তমানে তার সাধারন কন্ট্রাক্ট অভার না হলেও ম্যাচের কন্ট্রাক্ট অভার হয়ে গিয়েছে সুতরাং সে WWE -তে ফিরে যাবে, না UFC তে চলে যাবে তা কেউ জানেনা। 

♣ তবে শোনা যাচ্ছে যে, ব্রক লেসনার সেই কোম্পানিকেই বেছে নিবে যে তাকে বেশী টাকার অফার দিবে, এমন অবস্থাই WWE কে বাঁশ দিবার জন্য UFC ২০১৫ তে নিজেদের একটা রেসেলমেনিয়ার মতো ইভেন্ট করতে চলেছে, এবং সেই PPV তে ব্রকের মতো প্লেয়ারকে দিয়ে হেডলাইন করা তাদের পক্ষে বেস্ট ফর বিজনেস, সেজন্য ব্রককে মেইন ইভেন্টার করার জন্য তারা যেকোনো মূল্য দিতেই রাজি আছে, এখন দেখি ব্রকের ফিউচার কোনদিকে এগায়, সে প্রো রেসলিংএই থাকবে না MMA খেলতে যাবে সেটা এখন তার ব্যাপার, বলে রাখা ভালো ব্রক কোন ফ্যানদের কথা ভাবে না, যেখানে বেশী টাকা সেখানেই থাকে এই বিস্ট!! 

♠ WWE ফ্যানদের জন্য খুসির খবর হল এই যে, ব্রক লেস্নার দুই মাসের জন্য গায়েব থাকলেও ১৪ই (14th) ডিসেম্বরে Detroit-এ হতে চলা WWE Monday Night Raw -তে ব্রককে অ্যাডভারটাইস করা হয়েছে , এমনকি তার পরেও ১২ জানুয়ারিতেও তাকে  অ্যাডভারটাইস করেছে WWE, পরবর্তী রয়্যাল রাম্বালেই ব্রকের রিটার্ন করার কথা আছে, এখন দেখা যাক UFC তাকে বেশী টাকার অফার দিতে পারে কিনা, যদি না দিতে পারে তাহলে ব্রকের রিটার্নে কোন বাঁধা আসবে না আর যদি রিটার্ন না করে তাহলে তাকে চ্যাম্পিয়নশিপ থেকে স্ট্রিপ করা ছাড়া আর কোন উপায় থাকবে না...এখন দেখা যাক কি হয়, আমি চাইবো ব্রক প্রো রেসলিং-এই ফিরে আসুক।। 

ব্রক লেসনার উইল সারভাইব...দেখুন তার রিটার্ন নিউজ।