Wrestlemania 33 এর পরের Smackdown এ মেইন রোস্টারে ডেবিউ করে 'The Perfect 10' খ্যাত Tye Dillinger। অনেকেই তাকে একজন নতুন রেসলার মনে করে, তবে Tye সে সময় ধরে WWE তে আছে যখন Triple H আর Shawn Michaels ফুল টাইমার হিসেবে WWE তে রেসলিং করত। তাকে সর্বপ্রথম একটি সেগমেন্টে একজন ব্যাকস্টেজ কর্মী হিসেবে দেখা যায় যেখানে তার নাম ছিল Stan। সেখানে সে Shawn এর কাছ থেকে একটি Sweet Chin Music হজম করে। 😂

সর্বপ্রথম সে WWE এর ECW ব্র্যান্ডে রেসলিং করা শুরু করে। সেখানে তার রিং নেম ছিল Gavin Spears। সে একজন হিল ছিল যে কিনা তখনকার নামিদামী রেসলারদের কাছে কিছুদিন জবিং করে। তার তিন বছর পর সে Tye Dillinger নামে Jason Jordan এর সাথে একটি ট্যাগ টিম হিসেবে রেসলিং করে, কিন্তু সেখানেও তাকে আর তার ট্যাগ টিম পার্টনারকে মিসইউজ করা হয়। 

সেই ট্যাগ টিমটি ভাঙ্গার পরে, Tye 'The Perfect 10' গিমিক নেয় এবং অন্যদিকে Jason, American Alpha নামক ট্যাগ টিমে রেসলিং করে। অবশেষে সে দর্শকদের মাঝে তার '10 chant' এর সাহায্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং নিজের ট্যালেন্টের সদ্বব্যাবহার করে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়।

যদিও তার NXT তে থাকাকালীন যতগুলা স্মরণীয় ম্যাচ খেলেছে, তার বেশিরভাগই সে হেরেছে। Andrade 'Cien' Almas কে তার ডেবিউ ম্যাচে জেতানো, Bobby Roode কে তার ক্যারিয়ারের শুরুর দিকে পুশ দেওয়া ইত্যাদি। আসলে ভাগ্য আর সময় তার সাথে নেই, তাই প্রতিবারই সে ভুল সময়ে ভুল স্থানে পড়ে যায়।

Tye এর একজন রেসলার হিসেবে যথেষ্ট ভাল রিং স্কিল আর ক্যারিজমা আছে। আর একজন বেবিফেস হিসেবেও দর্শকদের মাঝে সে খুব জনপ্রিয়, যার জন্য তার গিমিকও অনেকাংশে দায়ী। কিন্তু সে একজন কমবয়সী ট্যালেন্ট না যে WWE তে দীর্ঘদিন ধরে রেসলিং করতে পারবে, তাই সে হয়তো সারাজীবন মিডকার্ডেই পড়ে থাকবে, কিংবা তাকে নিউ কামারদের পুশ দিতে ব্যাবহার করা হবে, Dolph Ziggler এর মত। আর যদি তার ভাগ্য খুব বেশি খারাপ হয়, তবে তাকে জবার বানিয়েও রাখা হতে পারে।

Tye Dillinger এর মধ্যে WWE এর টপ গাই হবার গুণাগুণ না থাকলেও সে একজন ভালো মিড কার্ডার হতে পারবে, তাকে United States, অথবা ব্র্যান্ড চেন্জ করলে Intercontinental চ্যাম্পিয়ন বানালেও খারাপ হয় না। সে একজন ভালো আন্ডারডগ বেবিফেস হতে পারবে, Sami Zayn এর মত। আর এই দুই কানাডিয়ান আন্ডারডগকে একত্রে একটি ট্যাগ টিম হিসেবে রেসলিং করানোও যেতে পারে। এতে তাদের Titanic এর মত অবস্থায় থাকা ক্যারিয়ারগুলোও রক্ষা পেতে পারে।

"লাইমলাইট নেই তাই আলোচনাও নেই, লাইমলাইট আছে 'ত' আলোচনা আর সমালোচনার শেষ নেই"। বাক্যটা নিমিষেই সবার প্রিয় Dillinger এর সাথে সাদৃশ্য রাখার দাবিদার। সমস্যাটা হল WWE উঠতি কোন রেসলারকে সামান্য পরোয়াও করেনা। কেউ নিজ থেকে লিভ চাইল, আর কোন চিন্তা ভাবনা ছাড়াই অনুমতি গ্রেন্টেড। (কি আজব কাহিনী মাইরি 😱) যার কারণে পুশের সৌভগ্য হোক কিংবা না হোক, উঠতি সময়টা Lame হিসেবে গ্রহণ করে পাস করে দেয়াই তাদের জন্য শ্রেয়। 

অন্যথায়, সবার WWE ক্যারিয়ার অসময়েই Austin Aries এর মত ধুলোয় মিশে যাবে। যদিওবা ফাজলামির একটা লিমিট থাকে যেটা Vince ক্রস করেছে, যাইহোক তার কোম্পানি তার ইচ্ছা। কথায় কথায় কিন্তু আমাদের মুখ্য বিষয়টাই হারিয়ে যাচ্ছে। জেনে নেয়া যাক Great Ring Worker 'Tye Dillinger সম্পর্কে কিছু অজানা তথ্য -

• সম্পূর্ণ খরাময় 2017 Royal Rumble কে সামান্য জলের ছোঁয়া দেয়া Dillinger এর WWE আসা মাঝখানটায় বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল। ২০০৬ সালে সে 'Shawn Spears' নামে WWE এর ডেভেলপমেন্ট সেন্টারে যুক্ত হয়ে রীতিমত নিজেকে বেশ ট্যালেন্টেড প্রমাণ করা শুরু করে। তখনকার WWE ডেভেলপমেন্ট সেন্টার OVW এবং FCW এর সবচেয়ে বিকাশমান রেসলার যাকে বলে। কিন্তু ২০০৯ সালের দিকে হাতে ব্যথা পাওয়া ১২ সপ্তাহ রিং থেকে বাইরে থাকতে হয়। ফলসরূপ, হঠাৎ FCW থেকে তার কন্ট্রাক্ট বাতিল করে দেয়া হয়। ভাগ্যবশত ২০১৩ সালে NXT তে আবার নতুন ফেসে, নতুন নামে আমরা Tye Dillinger কে খুঁজে পাই। (সবি, "দ্যা খেলা" খ্যাত ব্যক্তির খেলা")

• OVW থাকাকালীন, সে Cody Rhodes এর সাথে একটি সফল ট্যাগ টিম গড়েছিল। যে টিম তাকে OVW Tag Team Championship পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে Cody আর Tye অর্থাৎ দুই টিম - মেট এর মধ্যে একটি ফিউড হয়, যেটি OVW এর লক্ষণীয় একটি রাইভেলরি ছিল। 

• ২০০৫ সালেই একটি ট্যাগ টিম ম্যাচের খাতিরে WWE তে ডেবিউ করে Dillinger। সেই ম্যাচে হারলেও সবার নিকট নিজের ট্যালেন্টের বাণী পৌঁছে দিয়ে, WWE ডেভেলপমেন্ট সেন্টারে নিজের স্থান আরো শক্ত করে নেয়। 

• ২০০৯ সালে WWE থেকে যে সময়টুকু বাহিরে ছিল, তখন নিজেকে TNA আর ROH এর সাথেও খানিকটা জড়িয়ে ফেলে Tye। May মাসের ২৭ তারিখে, TNA - তে একটি ম্যাচ খেলে পরাজয়ের স্বাদ গ্রহণ করলেও ROH তে খেলা একটি ম্যাচে ঠিকই জয় ছিনিয়ে নেয়। এরই মাঝে সে অন্যান্য রেসলিং প্রমোশনের সাথেও নিজেকে যুক্ত রেখেছে। 

• সব বাধা বিপত্তি জয় করে ২০১৩ সালে সফলভাবে NXT তে পদার্পণ করে Tye Dillinger। কিন্তু 'Perfect 10' নামক নতুন এক গিমিক আর 'Ten' নামক Catchphrase এর অধিকারী হওয়ার পরই, ফাইনালি দর্শকদের মন জয় করতে সফল হয়েছিল। 


আপাতত SmackDown ব্রেন্ডেই আছে, হয়ত একের পর এক ম্যাচ, ফিউড হারতে থাকবে। কিন্তু একজন ফ্যান হিসেবে তাকে টাইটেল স্পটে দেখার অপেক্ষায় থাকব ✌✌। 
• লেখকঃ Sabbir Rahman Leon‎, HeartBreakKid

সুপারস্টার রিভিউ : TYE DILLINGER


একজন রেসলারকে শো চলাকালীন সর্বদা তার ক্যারেক্টার মেনে চলতে হয়। আগে রেসলারদের বাস্তব জীবনেও নিজ ক্যারেক্টার মেনে চলতে হত। কিন্তু এখন যেহেতু প্রায় সকলেই জেনে গিয়েছে যে রেসলিং স্ক্রিপ্টেড, তাই রেসলারদের এখন আর আগের মত দিনে ২৪ ঘন্টাই ক্যারেক্টার অনুযায়ী চলতে হয়না, রেসলিং শো গুলোতে ক্যারেক্টার মেনে চললেই হয়।

তারপরেও রেসলাররা কখনো কখনো অন এয়ারেই নিজেদের ক্যারেক্টার ভেঙ্গে ফেলে! কখনো কখনো দর্শকরা তা বুঝতে পারে, কখনো কখনো বুঝতে পারে না। এই সিরিজটিতে এরকম ১৫ টি ঘটনা নিয়ে আলোচনা করা হবে যখন অন এয়ারে শো চলাকালীন রেসলাররা তাদের ক্যারেক্টার ভঙ্গ করেছে।


15) Randy Orton Says, "What's My Line?"

• ২০১৩ সালে Randy Orton এবং Sheamus এর মধ্যে একটি ম্যাচ সেট করা হয়েছিল। ম্যাচটির আগে তাদের মধ্যে রিংয়ে একটি সেগমেন্ট হয়েছিল। সেগমেন্টটিতে Randy Orton প্রোমো কাট করতে করতে স্ক্রিপ্ট ভুলে যায়! তখন Randy রিং এ কিছুক্ষণ হাটাহাটি করার পর Sheamus কে তার লাইন কি তা জিজ্ঞেস করে বসে। অর্থাৎ Sheamus কে বলে, "What's My Line?"

এরপর Sheamus এর থেকে Randy তার ডায়ালগটি শুনে আবার প্রোমো কাটা শুরু করে। পরবর্তীতে দর্শকরা তা বুঝতে পারলে তা নিয়ে মজা করে। আর এর জন্য Randy কে ব্যাকস্টেজে অত একটা চাপের সম্মুখীন হতে হয়নি! বরং দর্শকরা এই বিষয়টাকে উপভোগই করেছিল।

তবে এটা খুব আশ্চর্যের বিষয় যে Randy Orton এর মত একজন রেসলার এরকম ভুল করেছে, যে কিনা এত বছর ধরে WWE তে আছে।

14) Chris Jericho Yells At Charles Robinson

• নিঃসন্দেহে Chris Jericho WWE এর ইতিহাসের সর্বকালের সেরা রেসলারদের একজন। প্রায় সব দিক দিয়েই সে একদম পার্ফেক্ট। তাঁর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ও রেসলিং ফ্যানদের আনন্দিত করে। এরকমই সে কিছু একটা করেছিল Neville এর সাথে একটি ম্যাচে। প্রথমে দর্শকরাও ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল যে আসলে কি হচ্ছে রিং এ।

২০১৬ সালের এক Raw তে Jericho আর Neville এর মধ্যে ম্যাচ চলাকালীন Neville একটা মুভ প্রয়োগ করতে গিয়ে নিজের গোড়ালিতে মারাত্মক ব্যাথা পায়। তারপরও সে ঠিকভাবেই ম্যাচ চালিয়ে যায়। Jericho, Neville এর অবস্থা দেখে সে ম্যাচটির রেফারি Charles Robinson কে ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে বলে, কিন্তু সে তা করেনা।

তাই Jericho বাধ্য হয়ে স্ক্রিপ্ট ভেঙ্গে ম্যাচটি জিতে, যে ম্যাচটি Neville এর জেতার কথা ছিল। ম্যাচ শেষে Jericho রেফারিকে ম্যাচটি তার কথামত তাড়াতাড়ি শেষ না করার জন্য ঝাড়ি দেয়। তা দেখে দর্শকরা বুঝতে পারেনা যে রিংয়ে কি চলছে। কারণ প্রো রেসলিংয়ে রেসলারদের কাছ থেকে রেফারিদের ঝাড়ি খাওয়াটা খুব একটা আনকমন কিছু না। ম্যাচটির শেষে Jericho এর কাছ থেকে রেফারি Charles Robinson জানতে পারে যে Neville ইন্জুর্ড। আর তখন Jericho ও জানতে পারে যে রেফারি কেন তার কথামত ম্যাচটি তাড়াতাড়ি শেষ করেনি।

13) Randy Orton (again)

• আমরা সবাই জানি যে, Randy Orton এর গিমিকটা কিছুটা গম্ভীর প্রকৃতির। কিন্তু সে একবার এমন এক কাজ করে বসে যা তার ক্যারাক্টারের সাথে কোনমতেই মানানসই হয়না!

২০১১ সালের এক Smackdown এ Randy Orton, Mark Henry কে RKO দেওয়ার পর চিয়ারলিডারদের মত লাফ দিয়ে এবং নেচে সেলিব্রেট করতে থাকে, যা তার ক্যারেক্টারের সাথে মানানসই ছিলনা। তা দেখে তার পাশে দাড়িয়ে থাকা Christian ও কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এবং পরে স্ক্রিপ্ট অনুযায়ী হ্যান্ডশেক করে।
যদিও দর্শকরা তা দেখে বিনোদিত হয়।


12) Goldust, Triple H & Ric Flair

• এই তালিকায় ঘটনাগুলোর তুলনায় এটি অপেক্ষাকৃত লজ্জাজনক একটি ঘটনা। Dustin Rhodes (Goldust) একটি রেসলিং পরিবার থেকে এসেছে। বলা যায় তার রক্তেই রেসলিং মিশে আছে। এর প্রমাণ তার বাবা Dusty Rhodes) Goldust তার ক্যারিয়ারে অনেকগুলো গিমিক প্লে করেছে।

Attitude Era এর সময়ে একটি টিভি টেপিংয়ে Goldust, Ric Flair এবং Triple H আসন্ন একটি ম্যাচ নিয়ে প্রোমো কাটছিল। তখন স্ক্রিপ্ট অনুযায়ী Goldust কথা বলার সময়ে সে কিছুক্ষণের জন্য তোতলে যায়। 

আর তা দেখে Triple H এবং Ric Flair নিজেদের হাসি আটকে রাখতে পারে নি!

সবাই মনে করেছিল যে Triple H এবং Ric Flair স্ক্রিপ্ট অনুযায়ীই হাসছে। কিন্তু এটি স্ক্রিপ্টেড ছিল না এবং তাই তারা খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।

11) Dean Ambrose's Excitement To Work With Jake 'The Snake' Roberts

• WWE যখন কোন সেগমেন্টের জন্য অতীতের জনপ্রিয় রেসলারকে/রেসলারদের ফিরিয়ে আনে তখন তা দেখে ফ্যানরাও খুব এক্সাইটেড হয়ে যায়। 
তেমনি ফ্যানরা দীর্ঘদিন পর Jake Roberts এবং তার পোষা সাপ Damien এর রিটার্নের সময়েও এক্সাইটেড হয়ে যায়।

তো যখন Jake 'The Snake' Roberts রিটার্ন করে রিংয়ের দিকে এগিয়ে আসতে থাকে তখন Dean Ambrose যে কিরকম আশ্চর্য হয়ে যায় তা সকলেই খেয়াল করে। 

সেদিন Jake রিটার্ন করে The Shield কে distract করে এবং এর ফলে The New Age Outlaws ও CM Punk, The Shield কে এট্যাক করে। Dean যখন CM Punk এর কাছ থেকে GTS খেয়ে রিংয়ে পড়ে থাকে, তখন Roberts পুরনো দিনের মত তার সাপটি থলে থেকে বের করে Dean এর উপরে ফেলে দেয়। 

তখন Dean ক্যারেক্টার ভেঙ্গে মুচকি হাসতে থাকে, কিন্তু দর্শকরা তা অতটা খেয়াল করে না। 

10) Randy Orton Consoling Shane McMahon's Son

• এই ঘটনাটি বেশিদিন আগের নয়। গত বছররের Survivor Series এ Smackdown Live vs Raw 5 on 5 Traditional Survivor Series Men's Match এর একটি ঘটনা। 

Shane McMahon যখন টপ রোপ থেকে Coast To Coast হিট করার জন্য লাফ দিবে তখনই Roman Reigns Mid Air এ থাকা Shane কে Spear দেয়। Spear টি পেটে না লেগে একটু উপরে বুকে লেগেছিল যার কারণে Shane কিছুক্ষণের জন্য তীব্র ব্যাথায় নির্বোধ হয়ে গিয়েছিল। 

এই দৃশ্য দেখে দর্শকদের মাঝে থাকা Shane এর ছেলে খুবই চিন্তিত হয়ে পড়ে। রেফারি যখন Shane কে দেখছিল, তখন সবার আকর্ষণ Shane এর দিকে ছিল। 

Randy ও ঐ ম্যাচে Shane এর দলেই ছিল। সে রিং থেকে নেমে এসে Shane এর ছেলেকে বলে তার বাবার কিছু হয় নি, সে ঠিক আছে।

বলে রাখা ভাল ঐ সময়ে Randy Orton, Wyatt Family এর সদস্য ছিল এবং সে Heel ক্যারেক্টার প্লে করছিল। কিন্তু তাও সে তার ক্যারেক্টার ভেঙ্গে Shane এর ছেলেকে শান্তনা দেয়।


9) Heenan Pissed off at Pillman

Brian Pillman নিজের ‘Loose Cannon’ গিমিক নিয়ে মাঝেমধ্যে একটু বেশিই সিরিয়াস হয়ে পড়ত। আর তা স্বাভাবিকও লাগত। কিন্তু একবার সে নিজের অজান্তেই একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলে।

১৯৯৬ এর Clash of the Champions চলাকালীন, Heenan রিংসাইডে কমেন্টারীতে ছিল। আর স্বাভাবিকভাবেই Pillman তার কাছে গিয়ে তাকে এট্যাক করে। সে Heenan এর ঘাড় ধরে, যেটা কিছুদিন আগেই সার্জারী করে ঠিক করা হয়।

Heenan তা আশা করছিল না, আর সে ভয়ে পেয়ে একটা বাজে গালি দেয়। কমেন্টেটর Tony Schiavone তখন এমন ভান করেছিল যেন কিছুই হয়নি। কিন্তু তা দেখলে বোঝা যাবে যে Heenan ক্যারেক্টারে ছিল না। পরে তার কাছে Pillman এ ব্যাপারে মাফ চায়, যদিও সে এ ব্যাপারে অবগত ছিল না। 

8) Stephanie McMahon Takes A Short At CM Punk 

WWE থেকে চলে যাওয়া আগ পর্যন্ত CM Punk এমন একজন রেসলার ছিলেন যে, Ring এ খুব টেলেন্টেড ছিলেন এবং ক্রাউডরা তাকে অনেক ভালবাসত শুধু মাত্র তার ক্যারেক্টারের জন্য। CM Punk WWE থেকে চলে গিয়েছেন ঠিকি কিন্তু তার ভক্তদের মনে এখনও রয়েছে।

McMahon পরিবারের সাথে তার ঝামেলার কারণে সে আজ WWE তে নেই। কিন্তু ভক্তরা তাকে মাঝেই মাঝেই স্বরণ করে। Chicago তে Raw এর টি এপিসোডে, Stephanie McMahon একটি সেগমেন্টের জন্য রিং এ আসছিলেন এই সময় ক্রাউডরা জোড়ালো চ্যান্ট করতে থাকে "CM Punk,CM Punk") কিন্তু Stephanie ও থেমে থাকে নি, সে কিছুক্ষণের জন্য তার ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে Just to Throw A Shot at the converted UFC Fighter) স্পষ্টভাবে বলা যায় Stephanie এর এই ক্যারেক্টার থেকে বেরিয়ে আসা এই তালিকার সবচেয়ে নিম্ন পর্যায়ের একটি ঘটনা।

7) Butch From The Sheepherders/Bushwhackers Steps Off Camera

এই ঘটনাটি হল WCW এর। WCW আমাদের অনেক ভাল ভাল মুহূর্ত দিয়েছে যা প্রতিটা পুরোন রেসলিং ফ্যানদের মনে গেথে আছে। ২০০১ এর শুরুতে কোম্পানিটির অবসান ঘটেছিল এবং কোম্পানিটিকে খুব মিস করা হয়।

Sheepherders যে কিনা Bushwhackers নামেই পরিচিত WWE তে। Tony Schiavone নামক একজন একজন এনাউন্সের সাথে Sheepherders এর প্রোমো চলছিল। তখন হঠাৎ করেই Sheepherders এর জিহ্বা বাধতে লাগল এবং খুব সামান্য অহংকার করল। সে এতটাই বিব্রত হয়ে পরল এরপর সে তার ক্যারেক্টার ভেঙে ক্যামেরার সামনে থেকে থেকে পালিয়ে যেতে চেষ্টা করল। এরপর সে নিজেকে পুনরুদ্ধার করে নিতে চেষ্টা করল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল।


6) Shockmaster এর ডেবিউ নিয়ে এই ঘটনা!

Sting, Sid Vicious, Harlem Heat, Ric Flair ও British Bulldog যখন একটি প্রোমো কাটছিল, তখন The Shockmaster অর্থাৎ Fred Ottman এর ডেবিউ করবার কথা ছিল, কিন্তু তখনই বিপত্তি ঘটে!

The Shockmaster এর ডেবিউ করার কথা ছিলো মুখোশ পরে, কিন্তু সে যখন দেয়াল ভেঙ্গে ডেবিউ করবে তখনই তার মুখোশটি খুলে পড়ে যায় এবং তিনিও পড়ে যান!

সেই প্রোমোতে বাকিদের কথা বলতে শুনা গেলেও Ric Flair কে অট্টহাসি হাসতে শুনা যায়, এবং British Bulldog কে বলতে শুনা যায় “he fell flat on his a**" বলতে।

এরপর কোনভাবে Shockmaster দাড়িয়ে যায় এবং মুখোশটি পড়ে নেয়, এবং তার ডেবিউ সেগমেন্টটি চালু রাখে, ডেবিউয়ের দিন বচ করার এই ঘটনাকে WCW ইতিহাসে অন্যতম হাস্যকর ঘটনা বলে এখনো বিবেচিত করা হয়!

5) Shawn Michaels Got Hit With A Battery

এই ঘটনাটিতে Shawn Michaels এর খুব মারাত্মক ইঞ্জুরি হতে পারত। Shawn যেই কারণে এই ঘটনাটিতে তার ক্যারেক্টার ভেঙেছিল তাতে তার কোন দোষ ছিল না।

Shawn Michaels এবং তার DX এর সাথীরা Wrestlemania 14 এর প্রচারের জন্য একটি প্রোমো কাটতে এসেছিল রিং এ। তখন দর্শকদের মধ্য থেকে একজন রিং এ থাকা রেসলারদের উদ্দেশ্যে একটি ব্যাটারি ছুড়ে মারে। যা Shawn Michaels এর মুখে গিয়ে লেগেছিল।

তাই সে আর রিং এ না থেকে সাথে সাথেই রিং থেকে নেমে, ব্যাকস্টেজের দিকে চলে যায়। এই ঘটনাটিতে Shawn Michaels এর মারাত্মক ক্ষতি হতে পারতো কিন্তু খুশির খবর এই ছিল যে তার সেরকম কিছু হয় নি!

4) Regal Makes Goldberg Work For His Win

Goldberg এর WCW তে Winning Streak এর কথা নিশ্চই সবার মনে আছে! Goldberg এর তখন ম্যাচ জিতার জন্য বেশি কষ্ট করতে হত না। Spear,Jackhammer দিয়ে খুব সহজেই Goldberg জয় তুলে নিত। 

Steven Regal এর সাথে একটি ম্যাচে কিছু অন্যরকম কাহিনী ঘটেছিল! সবাই ভেবেছিল যে এই ম্যাচটিও হয়ত Goldberg খুব সহজেই জিতে নিবে কিন্তু তা হয়নি।

Regal স্ক্রিপ্ট ভেঙে Goldberg কে একটি আকর্ষনীয় ম্যাচ উপহার দিতে চাচ্ছিল কিন্তু Goldberg রীতিমত এই ম্যাচটিকে অন্যান্য সাধারণ ম্যাচের মতই মনে করেছিল। দুইজনের চিন্তাধারা অন্যরকম ছিল ম্যাচে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি Goldberg ই জিতেছিল।

পরে Goldberg জানিয়েছিল যে, সে এরকম পরিস্থিতিতে মোটেও
ঘাবরায় নি 😂!

3) Roman Reigns Laughs At Kevin Owens

• এই ঘটনাটি খুবই হাস্যকর একটি ঘটনা

ম্যাচ চলাকালীন সময়ে, Kevin Owens যখন Roman কে Chinlock দেয় তখন Roman মুচকি মুচকি হাসতে থাকে কারণ Submission চলাকালীন সময়ে Kevin আস্তে আস্তে বলছিল, "কত টাকা আয় করলাম, হায়রে" আবার তখন দর্শকরা বু ও দিতেছিল 😂

পরে এই ব্যাপারে Kevin বলে সে নিজের ক্যারেক্টার ভেঙেছিল কিন্তু তাও নিজেকে কন্ট্রলে রেখেছিল অন্যদিকে Roman ভেটকাচ্ছিল। 

2) Triple H Consoles Kid 

• ঘটনাটি ২০১৫ সালের। তখন Triple H হিল রোল প্লে করছিল এবং তার Authority কন্ট্রল করছিল।

একটি ম্যাচে, Triple H এবং Stephanie McMahon রিংসাইডে বসে ছিল। তখন পিছন থেকে দর্শকদের মধ্য থেকে একটি শিশু বারবার "Triple H,Triple H" চ্যান্ট করছিল। Triple H তখন তার ক্যারেক্টার বজায় রেখে, রাগান্বিত ভাব নিয়ে বাচ্চাটিকে বলল, " আমাকে বিরক্ত করো না,আমাকে আমার কাজ করতে দেউ"। বাচ্চাটি এরপর কান্না করতে লাগলো ! 

এরপর Triple H আর নিজের হিল ক্যারেক্টারের মধ্যে থাকতে পারলেন না। এরপর সে বাচ্চাটিকে মাথায় হাত দিয়ে আদর করে দিল এবং বলল "কান্না করো না,আমি শুধু তোমার সাথে একটু অভিনয় করছিলাম"

>>>>>> Last One <<<<<<<

1) Montreal Screwjob

• আশা করি সবাই বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো এখন! হ্যা! সেই ঐতিহাসিক Montreal Screwjob এর কথাই বলছি। 

১৯৯৭ সালে, Survivor Series এ Bret Hart এবং Shawn Michaels এর WWF Championship ম্যাচ চলছিল তখন। Vince McMahon চায় নি যে Bret Hart টাইটেল ম্যাচটি জিতে টাইটেলটি নিয়ে WWE ছেড়ে চলে যায়,যেমনটা করেছিলেন Alundra Blayze) আর Bret Hart এর তখন WWE এর সাথে কন্ট্র‍্যাক্ট শেষ হয়ে গিয়েছিল।

ম্যাচ চলাকালীন সময়ে Vince McMahon এরিনাতে আসে এবং Shawn Michaels যখন Bret Hart কে Sharpshooter দেয়, Bret Hart ট্যাপ আউট করার আগেই Vince এর আদেশে বেল বাজিয়ে দেওয়া হয় এবং Shawn Michaels ম্যাচটি জিতে জায়।

Shawn Michaels এমন ভাব করেছিল যেন সে এই Screwjob এর ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু আসলে ম্যাচের আগে থেকেই Shawn জানত সে জিততে চলেছে।


• হনারেবল ম্যানসন:  CM Punk - পাইপবম্ব
• লেখক ঃ Mahin Ahmed

WWE তে ১৫ টি স্ক্রিপ্ট ভাঙ্গার ঘটনা।


পুরো রেসলিং বিশ্ব বর্তমানে যে বিষয়টার উপর নির্ভর অর্থাৎ যে ম্যাচটিকে ঘিরে সকল রেসলিং ইউনিভার্সরা এখনও অপেক্ষিত ও আকর্ষিত সেটি হচ্ছে John Cena v/s Roman Riegns। এটি অনেকেরই একটা ড্রিম ম্যাচ এমনকি আমার নিজেরও ড্রিম ম্যাচ এটি। কিন্তু অনেকেই অবাক হয়েছিলো এই ড্রিম ম্যাচের প্লানিং টা নিয়ে। যেমন: No Mercy এর মতো একটা ছোট পিপিভিতে এরকম বড় ম্যাচের আয়োজন কিছুটা বেমানান। আর এই ম্যাচটি ছাড়াও আরো একটি হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে No Mercy তে। যেহেতু, এটি সবারই একটি ড্রিম ম্যাচ তাই বলা চলে এটি হতে চলেছে One Of The Best Match Of All Time। 

আর ম্যাচটি কিরকম হাইভোল্টেজ হতে পারে তা আমরা বুঝতে পারব তাদের গত কয়েক সপ্তাহের প্রমোকাটিংগুলো দেখলে। এমনকি তারা রেকর্ড গড়েছে সম্প্রতি তাদের প্রমোকাটিং এর মাধ্যমে। কারণ তাদের এই প্রমোকাটিংগুলো One Of The Best Promo Cutting In Wrestling History। যাই হোক, এখন সবার মাঝে প্রশ্ন হলো কে জিততে চলেছে এই ড্রিম ম্যাচ? আর কি রকম হতে পারে এই ম্যাচের এন্ডিং? আরো অনেক প্রশ্ন? আর আজ আপনাদের মাঝে আলোচনা করব এই ম্যাচের সকল যাবতীয় তথ্য নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

জন সিনা Vs. রোমান রেইন্স : ড্রিম ম্যাচ


১) সেথ রলিন্স সম্প্রতি স্যাম রবার্টের রেসলিং পডকাস্টে গেস্ট হিসেবে অংশগ্রহণ করেছিল। সেখানে সে বিভিন্ন টপিকের উপর আলোচনা করেছে। তন্মধ্যে একটি বিষয় ছিল তার থিম সংয়ে যুক্ত হওয়া "Burnt it Down" অংশটি নিয়ে। সে জানিয়েছে যে, থিম সংয়ের এই পরিবর্তনটুকুর আইডিয়া কোম্পানির চেয়ারম্যান ভিন্স মিকম্যানের।

পাশাপাশি সেথ এও বলেছে যে, তার ফিনিশার কার্ব স্টম্প ব্যানের ব্যাপারেও ভিন্স কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে তার নিজের কোনো হাত ছিল না। আসলে ভিন্স চাইছিল না যে, তার কোম্পানির টপ গাই [তৎকালীন সময়ে] যে কিনা পুরো WWE কে রিপ্রেজেন্ট করে সে কারো মাথার উপর লাফালাফি করুক!


২) এতো দিন Rumors ছিল Triple H Vs Shane O Mac হবে Wrestlemania 34...

কিন্তু বর্তমানে Latest Report অনুযায়ী WWE প্লান করছে Triple H Vs Kevin Owens at Wrestlemania 34...


৩) Adam Cole, Bobby Fish ও Kyle O Riley'র Undisputed ফ্যাকশনে Tayanara Conty নামের এনএক্সটি ডিভা যোগ দিয়েছেন!


৪) WWE shop এ Adam Cole, Bobby Fish and Kyle O'Reilly- দের জন্য একটি টি-শার্ট বের হয়েছে ৷ টি-শার্টটিতে লিখা রয়েছে "The Undisputed Era" . তাই ধারনা করা হচ্ছে তাদের এই স্টেবল বা টিমের নাম হতে পারে "The Undisputed Era"😍😍😍


৫) গতকাল 205 live চলাকালীন Drew Gulak এর করা একটি সেগমেন্টের সময় সারপ্রাইজ এন্ট্রি নেই SmackDown Superstars Tyler Breeze এবং Fandango .

- তাদের মধ্যে একটি ফানি সেগমেন্ট হয় এবং সেগমেন্টের শেষের দিকে Drew Gulak কে Breezango অরুফে Fashion Police গ্রেফতার করে নিয়ে যায় 😂


৬) The Miz এর এ সপ্তাহের Raw তে প্রমো টা এককথায় দারুন ছিল। Miz এর দারুন মাইক স্কিল + শুট প্রমো = পুরাই মাস্টারপিস! :D Kurt Angle কে খোঁচা মেরে তিনি বলেন, "I Will be there for my son from day 1 unlike Kurt Angle"!! অর্থাৎ, Miz বলেছেন "আমি আমার সন্তানের পাশে জন্মের প্রথম দিন হতেই ওর পাশে থাকব, কার্ট এংগেল এর মতন ওরে ছেড়ে চলে যাব নাহ" :v মূলত, Kurt-Jordan এর স্ক্রিপ্টেড পিতা-পুত্রের সম্পর্ক কে ব্যাঙ্গ করেই এই কথা টি বলেন The Miz!!!


৭) Cageside Seats এর মতে, মেইন রোস্টারে Asuka'র প্রথম ফিউড হতে পারে Emma'র সাথে।


৮) Wrestling Observer এর মতে, SmackDown Live এ Vince McMahon এর রক্ত বের হওয়ার দৃশ্যটি আগে থেকেই প্ল্যান করা ছিল। Vince মূলত নিজের কপালে আগেই ব্লেড ব্যবহার করেছিল যাতে Owens এর Headbutt খেয়ে তার কপাল কেটে যায়।


৯) আজ NXT-তে অভিষেক হয়েছে সাবেক CZW চ্যাম্পিয়ন Lio Rush এর।


১০) Cageside Seats এর মতে No Mercy পিপিভির পর আবারো কিছু সময়ের জন্য WWE-থেকে বিরতি নিবে Universal চ্যাম্পিয়ন Brock Lesnar.


১১) শোনা যাচ্ছে No Mercy-তে হারলেও Braun Strowman কে পুরো বছর জুড়ে মেইন ইভেন্টার হিসেবে রাখার পরিকল্পনা আছে WWE'র।


১২) Shayna Baszler কে হারিয়ে Mae Young Classic টুর্নামেন্ট জিতলো জাপানের Kairi Sane.

• ক্রেডিটঃ 
  •  Wrestling Universe - রেসলিং ইউনিভার্স
  • প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

WWE টুকরো খবর, ১৫/০৯/২০১৭


এ সপ্তাহের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে দীর্ঘ ৪ বছর পর স্ম্যাকডাউনে রিটার্ন করেন WWE এর চেয়ারম্যান ভিন্স মিকম্যান। এসেই তিনি কেভিন এবং শেনের মধ্যকার সমস্যা নিয়ে কেভিনের সাথে খুলাখুলি কথা বলেন এবং সমস্যাটি সমাধানের উদ্দেশ্যে স্ম্যাকডাউনের পরবর্তী পিপিভি Hell in a Cell-এ তাদের মধ্যে একটি ম্যাচ ঘোষণা করেন।

স্টিপুলেশন - Hell in a Cell Match 

সাথে এও ঘোষণা করেন যে, ম্যাচটিতে যদি কেভিন হারে তাহলে তাকে ফায়ার করা হবে।

এরপরেই ঘটে দারুণ এক ঘটনা। কেভিন, ভিন্সকে হেডবাট দেয়, ফলে ভিন্সের মাথা ফেটে যায়। এরপরে তাকে একটি সুপারকিক এবং ফ্রগ স্প্ল্যাশ দেয় কেভিন। পুরোপুরি ডেস্ট্রাকটিভ গিমিকে প্রদর্শন করা হয়েছে কেভিনকে। এটা অবশ্যই প্রশংসার যোগ্য। তবে এর চেয়েও বেশি প্রশংসার দাবী রাখে ভিন্স মিকম্যানের সাহসিকতা। নীচে সেগমেন্টটির ভিডিও দেওয়া হল-



ফেসবুক, ট্যুইটারসহ সোশ্যাল মিডিয়ার সব জায়গায় রেসলিং ভক্তরা ভিন্সের এই সাহসিকতার প্রশংসা করেছে। সত্তরোর্ধ্ব একজন ব্যক্তি যিনি কিনা নিজের কোম্পানির জন্যে এখনো অবলীলায় হেডবাট, সুপারকিক এবং ফ্রগ স্প্ল্যাশের মত মারাত্মক মুভ সেল করতে পারে তার প্রশংসা না করে পারা যায়?? 🙂

যাই হোক, সম্প্রতি ভিন্সের এই হেডবাট সেল এবং রক্ত বের হওয়া নিয়ে রেসলিং বিশারদ ডেভ মেল্টজার একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। 

মেল্টজারের মতে, 
ভিন্স এবং কেভিনের মধ্যকার এই সেগমেন্টের পূর্বেই ভিন্স ব্লেডের সাহায্যে তার মাথা কাটে এবং নু-স্কিনের সাহায্যে সেই কাটা জায়গাটা কভার করে। ফলে রক্তপাত বন্ধ হয়ে যায়। 

এরপরে একে একে কেভিন এবং ভিন্স রিংয়ে আসে এবং বাকযুদ্ধে লিপ্ত হয়। পরবর্তীতে ভিন্সকে কেভিন সেই কাটাস্থানে হেডবাট দেয় এবং সেখান থেকে নু-স্কিন ভেদ করেই পুনরায় রক্তপাত শুরু হয়। আর এভাবেই কেভিন এবং ভিন্সের হাত ধরে স্ম্যাকডাউন পেয়ে যায় দারুণ এবং সফল একটি সেগমেন্ট!!! 👏

আবারো বলছি, এটা শুধুই ধারণা। এটাই যে সত্যি তার গ্যারান্টি নেই। আসলে সেদিন কি ঘটেছিল সেটা এখন পর্যন্ত অজানাই রয়েছে। তবে, WWE এর পূর্ব ইতিহাস ঘাটলে ঘটনাটা অনেকটা এমনি হতে পারে বলে ধারণা করা যায় 🙂
• লেখকঃ Ratul Islam Antor

কেভিন ও ভিন্সের সেগমেন্টের সফলতায় পর্দার পেছনের কাহিনী


২০১৬ সালে WWE যে ব্যাপক পরিবর্তন হয়েছে তা অনেকের নিকট অকল্পনীয়। অন্তত ১ বছর আগেও যা ফ্যানরা কখনো কল্পনা করেনি তা হঠাৎ ৩-৪ মাসের মধ্যেই হয়ে গেল। যদিও এর শুরুটা ২০১৬ এর জানুয়ারি থেকেই। কিছু কিছু জিনিস যেমনঃ Indy রেসলাররা World Champ হওয়া, WWE তে ট্যালেন্টেড রেসলারদের আগমন, Brand Split হওয়া। যা একসময়ে অসম্ভব কিছু ছিল ফ্যান দের কাছে। কিন্তু হঠাৎ এইরকম হবার কারণ কি?

আমার মতে,আসল কারণ হল Shane Mcmahon। অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি যে বর্তমানে Triple H এর হাতে পুরো WWE এর উপর যা কন্ট্রোল আছে, তারচেয়ে বেশি কন্ট্রোল আছে তার। ভুলে গেলে চলবে না যে Shane হল Vince এর একমাত্র ছেলে। 

প্রসঙ্গঃ Shane Mcmahon : শেন মিকম্যান