২০১৬ সালে WWE যে ব্যাপক পরিবর্তন হয়েছে তা অনেকের নিকট অকল্পনীয়। অন্তত ১ বছর আগেও যা ফ্যানরা কখনো কল্পনা করেনি তা হঠাৎ ৩-৪ মাসের মধ্যেই হয়ে গেল। যদিও এর শুরুটা ২০১৬ এর জানুয়ারি থেকেই। কিছু কিছু জিনিস যেমনঃ Indy রেসলাররা World Champ হওয়া, WWE তে ট্যালেন্টেড রেসলারদের আগমন, Brand Split হওয়া। যা একসময়ে অসম্ভব কিছু ছিল ফ্যান দের কাছে। কিন্তু হঠাৎ এইরকম হবার কারণ কি?

আমার মতে,আসল কারণ হল Shane Mcmahon। অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি যে বর্তমানে Triple H এর হাতে পুরো WWE এর উপর যা কন্ট্রোল আছে, তারচেয়ে বেশি কন্ট্রোল আছে তার। ভুলে গেলে চলবে না যে Shane হল Vince এর একমাত্র ছেলে। 

২০০৯ সালে Shane এর Departure হবার পর অনেকেই ভেবে নিয়ে ছিলেন যে তিনি হয়ত আর রেসলিং এ ফিরে আসবেন না। অপরদিকে Vince এর জামাই Triple H যখনই ২০১১ সালে COO হলেন, তখনই সবাই ধরে নিয়েছিল যে Vince এর মৃত্যর পর সকল WWE সম্পত্তির মালিক সেই হবে। তবে এটা হলে দুইটা জিনিস হবে, সেটা হল এই পুরা ৫০ বছরের McMahon ফ্যামিলি বিজনেস এবং পুরো কোম্পানি হয়ে যাবে Helmsley বা Levesque বংশের কোম্পানি, অপরদিকে HHH এর কোন ছেলে নাই, তিন জন মেয়ে। তাই এই কোম্পানি কখনই Mcmahon দের থাকবে না, এবং চলে যাবে অন্য কোন বংশের কাছে। যা Vince কখনোই চাইবেন না

যেখানে Vince নিজের বংশমর্যাদা বাঁচাতে ব্যস্ত সেখানে সে কখনো এটা হতে দিবেন না। অপরদিকে পুরো কোম্পানির মালিকানায় যদি Shane এর নাম থাকে তাহলে Mcmahon নামটা বিজনেসে থাকবে, অপরদিকে Shane এর মেয়ে নাই, তিন জন ছেলে। অর্থাৎ Vince কোম্পানি তার মৃত্যুর পরো McMahon দের হাতে থাকবে। তাই এই দিক ভেবেই Shane কে রিটার্ন করানো হয়

এখন কথা হলো, হঠাৎ এই আমুল পরিবর্তন এর কারণ কি। আমি ব্যক্তিগত ভাবে প্রায় ব্যাপারটা নিয়ে বেশ চিন্তার পর কিছু ধারণা খুজে পেয়েছি, সেটা হল Shane Mcmahon !

Triple H যখন Steph কে বিয়ে করেন,তখন থেকেই তিনি কিন্তু রেসলার হিসেবে বেশ কিছু প্রফিট পেয়েছিলেন। ২০০৩ থেকে সে সক্রিয় রেসলিং ব্যাকস্টেজ পলিটিক্স করে আসছেন নিজ পাওয়ারে। একদম ফুল রেসলিং ক্রিয়েটিভ প্যানেলে যুক্ত হন ২০১১ সালে। বিশ্বাস করেন আর না করেন, Triple H এর জন্যই আমরা অনেক ভাল স্টোরিলাইন দেখতে পেয়েছি, তার আইডিয়া থেকেই NXT তৈরি হয়েছে। তিনি প্রকৃত ট্যালেন্টদের মূল্য দেন। এবং ট্যালেন্টেড রেসলারদের পারসোনালি ক্যারিয়ার তৈরি করে দেন। (Example: Seth,Randy)। এবং তিনি প্রধানত বিভিন্ন বিষয়ে মডিফাইড করেন, স্টোরিলাইন চেইঞ্জ করতে পারেন কিংবা হিল-ফেস গিমিক রোলের কাস্টমাইজ করতে পারেনবেশির ভাগ ক্ষেত্রে HHH হিল রেসলারদের ক্যারিয়ার তৈরি করেন কিংবা প্রজেক্ট করেন, তবে তার লিমিট আছে। তবে তিনি যতই COO কিংবা Vince এর জামাই হন, অবশ্যই তিনি কিছু কাজ করতে পারেন না, আর যেগুলা শুধুমাত্র Vince পারেন। 

বিশেষ করে মেইন বেবিফেস এবং ওয়ার্ল্ড টাইটেল পিকচার সহ মেজর বিষয় গুলো এতবছর ধরে Vince করে আসছেন, তবে Vince এর মুল প্রবলেম হল, গতানুগতিক তার আদিম ভাবে ম্যানেজমেন্ট এর ফলে রেটিং এর উন্নতি হচ্ছিল না। Vince এর প্রজেক্ট ফেইল হচ্ছিল। (যার উদাহারণ Roman)। তাছাড়া Vince এর আইডিয়া গুলোতে নতুনত্ব ছিলনা। কিন্তু তার ব্যতিত কেউ এই ব্যাপারে হাত দিত না, কিন্তু Shane আসবার পরে এখন তার জায়গায় তিনি কাজ করছেন। বলতে গেলে Shane এখন সবচেয়ে পাওয়ারফুল ফিগার ইন WWE। Vince এর বয়স ৭০+, তাই তার এখন এইসব বিষয়ে নিয়ন্ত্রণ কঠিন। তাই যতই হোক জামাই থেকে নিজের ছেলে আগে

তাই Shane এসেই, তার ক্রিয়েটিভ আইডিয়ার পরিচয় দেন। তিনি Attitude Era থেকেই ক্রিয়েটিভ ছিলেন। Invasion ছিল মূলত তার আইডিয়াই। তাই এখন যেগুলা আগে অর্থাৎ Vince কোনদিন করেনি সেগুলাই এখন হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি এত চেইঞ্জ। Indy রেসলার দের জয়জয়কার থেকে শুরু করে ওমেন্স ডিভিশনে ট্যালেন্টেড ডিভা, রেসলিং ম্যাচে বৈচিত্র্য, কিছু টা সামান্য হলেই আগের যুগের এডাল্ট+হার্ডকোর ফিরে এসেছে। সব দিক থেকেই WWE আমুল উন্নতি করেছে, যারফলে বিমুখ হওয়া WWE ফ্যানরা আবার ফিরে আসতে শুরু করেছে।

পোস্টটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আর সবসময় আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।
• লেখকঃ #সিনেশন_অনন্ত, #Pipebomb_434, #Cenation_Faruq

প্রসঙ্গঃ Shane Mcmahon : শেন মিকম্যান


২০১৬ সালে WWE যে ব্যাপক পরিবর্তন হয়েছে তা অনেকের নিকট অকল্পনীয়। অন্তত ১ বছর আগেও যা ফ্যানরা কখনো কল্পনা করেনি তা হঠাৎ ৩-৪ মাসের মধ্যেই হয়ে গেল। যদিও এর শুরুটা ২০১৬ এর জানুয়ারি থেকেই। কিছু কিছু জিনিস যেমনঃ Indy রেসলাররা World Champ হওয়া, WWE তে ট্যালেন্টেড রেসলারদের আগমন, Brand Split হওয়া। যা একসময়ে অসম্ভব কিছু ছিল ফ্যান দের কাছে। কিন্তু হঠাৎ এইরকম হবার কারণ কি?

আমার মতে,আসল কারণ হল Shane Mcmahon। অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি যে বর্তমানে Triple H এর হাতে পুরো WWE এর উপর যা কন্ট্রোল আছে, তারচেয়ে বেশি কন্ট্রোল আছে তার। ভুলে গেলে চলবে না যে Shane হল Vince এর একমাত্র ছেলে। 

২০০৯ সালে Shane এর Departure হবার পর অনেকেই ভেবে নিয়ে ছিলেন যে তিনি হয়ত আর রেসলিং এ ফিরে আসবেন না। অপরদিকে Vince এর জামাই Triple H যখনই ২০১১ সালে COO হলেন, তখনই সবাই ধরে নিয়েছিল যে Vince এর মৃত্যর পর সকল WWE সম্পত্তির মালিক সেই হবে। তবে এটা হলে দুইটা জিনিস হবে, সেটা হল এই পুরা ৫০ বছরের McMahon ফ্যামিলি বিজনেস এবং পুরো কোম্পানি হয়ে যাবে Helmsley বা Levesque বংশের কোম্পানি, অপরদিকে HHH এর কোন ছেলে নাই, তিন জন মেয়ে। তাই এই কোম্পানি কখনই Mcmahon দের থাকবে না, এবং চলে যাবে অন্য কোন বংশের কাছে। যা Vince কখনোই চাইবেন না

যেখানে Vince নিজের বংশমর্যাদা বাঁচাতে ব্যস্ত সেখানে সে কখনো এটা হতে দিবেন না। অপরদিকে পুরো কোম্পানির মালিকানায় যদি Shane এর নাম থাকে তাহলে Mcmahon নামটা বিজনেসে থাকবে, অপরদিকে Shane এর মেয়ে নাই, তিন জন ছেলে। অর্থাৎ Vince কোম্পানি তার মৃত্যুর পরো McMahon দের হাতে থাকবে। তাই এই দিক ভেবেই Shane কে রিটার্ন করানো হয়

এখন কথা হলো, হঠাৎ এই আমুল পরিবর্তন এর কারণ কি। আমি ব্যক্তিগত ভাবে প্রায় ব্যাপারটা নিয়ে বেশ চিন্তার পর কিছু ধারণা খুজে পেয়েছি, সেটা হল Shane Mcmahon !

Triple H যখন Steph কে বিয়ে করেন,তখন থেকেই তিনি কিন্তু রেসলার হিসেবে বেশ কিছু প্রফিট পেয়েছিলেন। ২০০৩ থেকে সে সক্রিয় রেসলিং ব্যাকস্টেজ পলিটিক্স করে আসছেন নিজ পাওয়ারে। একদম ফুল রেসলিং ক্রিয়েটিভ প্যানেলে যুক্ত হন ২০১১ সালে। বিশ্বাস করেন আর না করেন, Triple H এর জন্যই আমরা অনেক ভাল স্টোরিলাইন দেখতে পেয়েছি, তার আইডিয়া থেকেই NXT তৈরি হয়েছে। তিনি প্রকৃত ট্যালেন্টদের মূল্য দেন। এবং ট্যালেন্টেড রেসলারদের পারসোনালি ক্যারিয়ার তৈরি করে দেন। (Example: Seth,Randy)। এবং তিনি প্রধানত বিভিন্ন বিষয়ে মডিফাইড করেন, স্টোরিলাইন চেইঞ্জ করতে পারেন কিংবা হিল-ফেস গিমিক রোলের কাস্টমাইজ করতে পারেনবেশির ভাগ ক্ষেত্রে HHH হিল রেসলারদের ক্যারিয়ার তৈরি করেন কিংবা প্রজেক্ট করেন, তবে তার লিমিট আছে। তবে তিনি যতই COO কিংবা Vince এর জামাই হন, অবশ্যই তিনি কিছু কাজ করতে পারেন না, আর যেগুলা শুধুমাত্র Vince পারেন। 

বিশেষ করে মেইন বেবিফেস এবং ওয়ার্ল্ড টাইটেল পিকচার সহ মেজর বিষয় গুলো এতবছর ধরে Vince করে আসছেন, তবে Vince এর মুল প্রবলেম হল, গতানুগতিক তার আদিম ভাবে ম্যানেজমেন্ট এর ফলে রেটিং এর উন্নতি হচ্ছিল না। Vince এর প্রজেক্ট ফেইল হচ্ছিল। (যার উদাহারণ Roman)। তাছাড়া Vince এর আইডিয়া গুলোতে নতুনত্ব ছিলনা। কিন্তু তার ব্যতিত কেউ এই ব্যাপারে হাত দিত না, কিন্তু Shane আসবার পরে এখন তার জায়গায় তিনি কাজ করছেন। বলতে গেলে Shane এখন সবচেয়ে পাওয়ারফুল ফিগার ইন WWE। Vince এর বয়স ৭০+, তাই তার এখন এইসব বিষয়ে নিয়ন্ত্রণ কঠিন। তাই যতই হোক জামাই থেকে নিজের ছেলে আগে

তাই Shane এসেই, তার ক্রিয়েটিভ আইডিয়ার পরিচয় দেন। তিনি Attitude Era থেকেই ক্রিয়েটিভ ছিলেন। Invasion ছিল মূলত তার আইডিয়াই। তাই এখন যেগুলা আগে অর্থাৎ Vince কোনদিন করেনি সেগুলাই এখন হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি এত চেইঞ্জ। Indy রেসলার দের জয়জয়কার থেকে শুরু করে ওমেন্স ডিভিশনে ট্যালেন্টেড ডিভা, রেসলিং ম্যাচে বৈচিত্র্য, কিছু টা সামান্য হলেই আগের যুগের এডাল্ট+হার্ডকোর ফিরে এসেছে। সব দিক থেকেই WWE আমুল উন্নতি করেছে, যারফলে বিমুখ হওয়া WWE ফ্যানরা আবার ফিরে আসতে শুরু করেছে।

পোস্টটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আর সবসময় আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।
• লেখকঃ #সিনেশন_অনন্ত, #Pipebomb_434, #Cenation_Faruq