◘ NEW JAPAN CUP 2020 FINAL ম্যাচ:

NJC 2013 & 2019 WINNER "RAINMAKER" KAZUCHIKA OKADA বনাম, RECORD 4-TIME NEVER Openweight 6-Man Tag Team Champion "THE KING OF DARKNESS" EVIL:

ফিনিশার EVERYTHING IS EVIL হিট করে পিনফলে জয়লাভ করেছেন EVIL। এটি ছিল (তখন পর্যন্ত) এই বছরের সবচেয়ে বড় আপসেট ।

• Winner: EVIL via pinfall
• Time: 31m,50s

A solid main event! তবে ম্যাচে ইন্টারফেয়ারেন্স ছিল, যা না থাকলে ম্যাচটা আরো ভালো হতে পারতো। কিন্তু ম্যাচের কাহিনী ছিল ভালো। আর শো এন্ডিং তো পুরাই মারাত্মক! তবে সবচেয়ে ভালো দিক ছিল রেসলিংয়ে বহুদিন পর দর্শক ফিরে এসেছিল এই শোতেই, যার জন্য খুব ভালো একটি অনুভূতি কাজ করছিল!

• Rating: **** (4 Stars) 👏


◘ DOMINION IN OSAKA-JO HALL:

Date - 12/07/20
Venue - Osaka-Jo Hall
Attendance - 3,898

1) Gabriel Kidd and Great Bash Heel (Tomoaki Honma & Togi Makabe) বনাম, Yuji Nagata, Satoshi Kojima & Ryusuke Taguchi - 6-Man Tag Team ম্যাচ:

Kidd -কে Nagata Lock II ধরে ট্যাপ আউট করতে বাধ্য করে দলের পক্ষে জয় তুলে নেন Nagata।

• Winners: Kojima, Taguchi & Nagata via submission
• Time: 9m,25s
• Rating: ***¼ (3.25 Stars)

2) LOS INGOBERNABLES DE JAPON [BUSHI, SANADA & IWGP Jr) Heavyweight Champion HIROMU TAKAHASHI] বনাম, Yota Tsuji and CHAOS [Toru Yano & BEST BRAWLER OF THE DECADE "STONE PITBULL" TOMOHIRO ISHII] - 6-Man Tag Team ম্যাচ:

Tsuji -কে Boston Crab ধরে ট্যাপ আউট করতে বাধ্য করে দলের পক্ষে জয় তুলে নেন HIROMU TAKAHASHI।

• Winners: LIJ. via submission
• Time: 10m,15s
• Rating: ***¼ (3.25 Stars)

3) SUZUKI-GUN [DOUKI, Yoshinobu Kanemaru & El Desperado] বনাম, Yuya Uemura, Master Wato & RECORD 12-TIME Former IWGP Tag Team Champion HIROYOSHI TENZAN: 6-Man Tag Team ম্যাচ:

Uemura -কে Pinche Loco হিট করে দলের পক্ষে জয় তুলে নেন Desperado।

• Winners: SUZUKI-GUN via pinfall
• Time: 9m,44s
• Rating: *** (3 Stars)

ম্যাচের পরে Wato ও HIROYOSHI TENZAN -এর উপর আক্রমণ করে SUZUKI-GUN!

4) CHAOS [Hirooki Goto & "RAINMAKER" KAZUCHIKA OKADA (L)] বনাম, BULLET CLUB [Taiji Ishimori & Yujiro Takahashi]: Tag Team ম্যাচ:

Goto -কে Pimp Juice হিট করে দলের পক্ষে জয় তুলে নেন Takahashi!!! An upset! 

• Winners: BULLET CLUB via pinfall
• Time: 9m,42s
• Rating: ***¼ (3.25 Stars)

ম্যাচের পরে KAZUCHIKA OKADA -কে Pimp Juice মেরে দেন Takahashi। জাপানে বিদেশী রেসলাররা আসতে না পারার কারণে BULLET CLUB -এ এখন কোন বিদেশী রেসলারই নেই!!! Kazuchika Okada -কে তাই এখন Takahashi -এর সাথেও ফিউড করতে হবে! হায়রে করোনা! 😐


5) NEVER Openweight Championship ম্যাচ:

NEVER Openweight 6-Man Tag Team Champion SHINGO TAKAGI (c) বনাম, IWGP Jr) Heavyweight Tag Team Champion SHO:

এটাই ছিল ম্যাচ OF THE NIGHT!!!  A great ম্যাচ! এই ম্যাচের শেষদিকে DVD হিট করেন SHINGO TAKAGI। তারপর সেকেন্ড রোপের উপর SHO -কে বসিয়ে Goto -এর ফিনিশার GTR -এর একটি মডিফাইড ভার্শন হিট করেন Shingo Takagi! LAST OF THE DRAGON BY TAKAGI!!! 1,2,3!! BAH GAWD! IT'S OVER!! 

• Winner: And Still your NEVER Openweight Champion SHINGO TAKAGI via pinfall!
• Time: 20m,07s

A fantastic ম্যাচ! এটা ছিল একটা স্লাগফেস্ট ম্যাচ! 👏 এই দুইজন ম্যাচটাতে অদম্যভাবে রেসলিং করেছেন। ম্যাচের গতি ছিল ভালো। খুব ভালো ইন্টেন্সিটি ছিল। SHO আগের ২ বারের চেয়েও বেশি চেষ্টা করেছেন জিততে! কিন্তু শেষ পর্যন্ত New Japan Cup -এর ১ম রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়ার প্রতিশোধ নিতে সক্ষম হয়েছেন Takagi! এরই সাথে এই ফিউডটিও ২-১ এ জিতে নিলেন Takagi!! 

• Rating: ****½ (4.5 Stars) 💥


➡️ ম্যাচের পর Takagi স্টেজে দাঁড়িয়ে তার টাইটেল নিয়ে পোঁজ দিচ্ছিলেন, এমন সময় হঠাৎ পেছন থেকে তার উপর আক্রমণ করেন El Desperado!!!  Desperado নিয়ে যান Takagi -এর টাইটেল বেল্ট!! তাহলে আমরা সামনে দেখতে যাচ্ছি SHINGO TAKAGI বনাম, El Desperado!!! 😍


6) IWGP Tag Team Championship ম্যাচ:

GOLDEN⭐ACE (c) (RECORD 8-TIME Former IWGP Heavyweight Champion & WRESTLER OF THE DECADE HIROSHI "THE ACE" TANAHASHI and G1 CLIMAX 29 WINNER "Golden Star" KOTA IBUSHI) বনাম, DANGEROUS TEKKERS (Taichi & BEST TECHNICAL WRESTLER OF THE DECADE "THE TECHNICAL WIZARD" ZACK SABRE JR):

This was the BEST TAG TEAM ম্যাচ OF THE YEAR in NJPW!!!  A good ম্যাচ! এই ম্যাচের শেষদিকে HIROSHI TANAHASHI -কে Backdrop Suplex হিট করেন Taichi। তারপর Taichi পেছন থেকে ধরে রাখেন Hiroshi Tanahashi -কে এবং Tanahashi -এর দুই পায়ে ৪ বার করে মোট ৮ বার Dragon Screw Leg Whip মারেন ZACK SABRE JR!!! তারপর Tanahashi -কে ডাবল টিমিং ফিনিশার Taichi -এর JUMPING HIGH KICK + Zack Sabre Jr) -এর ZACK DRIVER হিট করে Dangerous Tekkers!!! Sabre কভার করেন Tanahashi -কে! 1,2,3!! BAH GAWD! DANGEROUS TEKKERS JUST DEFEATED GOLDEN⭐ACE!!! WHATTAN UPSET!!! 

• Winners: And the NEW IWGP TAG TEAM CHAMPIONS DANGEROUS TEKKERS via pinfall!!! 
• Time: 28m,43s

এই ম্যাচের ফিনিশিং স্ট্রেচটা বেশি সেরা ছিল। 👏 পাল্টাপাল্টি কোন কাউন্টার হয়নি। শুধু ডমিনেট করেছে Tekkers। আর Tanahashi -এর পা ভেঙে দিয়েছে!!! Tanahashi -এর সেলিংটা আমার মনে হয় এই বছরের সেরা সেলিং!!! 

• Rating: ****½ (4.5 Stars) 💥

ম্যাচের পর ফ্লোরে পড়ে থাকা KOTA IBUSHI -কে রিংয়ে ঢোকান বস Taichi! তারপর Kota Ibushi -কে ডাবল টিমিং মুভ ZACK MEPHISTO হিট করে Dangerous Tekkers!! মনে হচ্ছে এই ফিউডটা চলতে থাকবে!! 😍



◘ M A I N  E V E N T !!!

IWGP Intercontinental & IWGP HEAVYWEIGHT DOUBLE CHAMPIONSHIP ম্যাচ:

The Leader of LOS INGOBERNABLES DE JAPON "UNCONTROLLABLE CHARISMA" TETSUYA NAITO বনাম, NEVER Openweight 6-Man Tag Team Champion & NEW JAPAN CUP 2020 WINNER "THE KING OF DARKNESS" EVIL:


এই ম্যাচে EVIL এন্ট্রি নেন নতুন থিম সং, নতুন রিং গিয়ার, নতুন লুকে!!! তার সাথে ছিল BULLET CLUB!! 

NJPW -এর বছরের ২য় বৃহত্তম ইভেন্ট DOMINION IN OSAKA-JO HALL -এর মেইন ইভেন্টে LOS INGOBERNABLES DE JAPON -এর লিডার "UNCONTROLLABLE CHARISMA" TETSUYA NAITO -কে হারিয়ে দিয়ে IWGP Intercontinental & IWGP HEAVYWEIGHT DOUBLE CHAMPIONSHIP জিতে গিয়েছেন "THE KING OF DARKNESS" EVIL!! আমি ১৬ বছর ধরে রেসলিং দেখি নিয়মিত! কিন্তু আমি Streak ভাঙার পর এতো অবাক আর কোনদিন হই নাই!! শুধু আমি না, আমার মনে হয় না কেউই এতোটুকু আঁচও পেয়েছিল যে এইরকম একটা বড় ঘটনা ঘটে যাবে!!

৩৫ মিনিটেরও বেশি সময়ের এই ম্যাচের এক পর্যায়ে Short Destino হিট করেন TETSUYA NAITO! 12EVIL Kicks out! শেষদিকে সেকেন্ড টার্নবাকলের উপর থেকে Reverse Swinging DDT হিট করে ২ কাউন্ট পান TETSUYA NAITO। তারপর Tetsuya Naito হিট করেন Valentia। এরপর ফিনিশিং মুভ DESTINO হিট করতে চেষ্টা করেন Naito! কিন্তু EVIL রেফারিকে ধরে ফেলে রেফারি না দেখে মতো Low Blow মেরে দেন!  তারপর Naito -এর LIJ দলের সদস্য BUSHI দৌঁড়ে আসেন এপ্রনের উপর Naito -কে উজ্জীবিত করতে! Wait a minute! BUSHI পকেট থেকে একটা তারের মতো জিনিস বের করে Naito -এর গলা পেঁচিয়ে ধরেন!!  তারপর BUSHI ব্যস্ত রাখেন রেফারিকে আর সেই সুযোগে Naito -কে Stomping Low Blow মেরে দেন EVIL!  EVERYTHING IS EVIL!! 123!! BAH GAWD!! EVIL JUST BECAME THE NEW DOUBLE CHAMPION!!! ম্যাচ শেষ হওয়ার পর Naito -এর বুকে পা দিয়ে দুই টাইটেল বেল্ট হাতে নিয়ে পোঁজ দেন EVIL! তারপর BUSHI তার মুখোশ খুললে দেখা যায় সেটা আসলে BUSHI নন, সেটা Di*k Togo নামের একজন!  তারপর Togo ও EVIL মিলে Naito -কে পেটাতে শুরু করেন! এমন সময় LIJ সদস্য IWGP Jr Heavyweight Champion HIROMU TAKAHASHI দৌঁড়ে এসে Naito -কে বাঁচান! EVIL ও Togo রিং ছেড়ে বের হয়ে যান!

HIROMU TAKAHASHI এরপর একটি মাইক নেন! Hiromu Takahashi চ্যালেঞ্জ করেন EVIL -কে DOUBLE CHAMPIONSHIP -এর জন্য!!  EVIL রিংয়ে ঢুকে মাইকটি নেন কিন্তু কোন উত্তর না দিয়ে রিং থেকে বের হয়ে সেলিব্রেশন করতে শুরু করেন! Hiromu মনের দুঃখে রিংয়ের মাঝখানে বসে হাহাকার শুরু করেন! সেটা দেখে যার মন খারাপ হবে না, তার আসলে মনই নেই! 😭 তারপর আবেগি Hiromu পাগলের মতো রিং থেকে বের হয়ে দৌঁড় দেন ব্যাকস্টেজের দিকে! এভাবেই শো শেষ হয়!

যারা শোটি লাইভ দেখতে পারেননি তারা এই লিঙ্কে ক্লিক করে স্ট্রিম বা ডাউনলোড করে শোটি দেখতে পারবেন।

This was a good ম্যাচ! কিন্তু ম্যাচটা একটু বেশি লম্বা ছিল! এই ম্যাচের লক্ষ্য ছিল সবাইকে শেষ পর্যন্ত শক খাওয়ানো। বলাই বাহুল্য সেটা তো খুবই ভালোভাবে করা হয়েছে কিন্তু ম্যাচটা আরো ভালো হতে পারতো।

• Rating: **** (4 Stars) 👏

আমার মনে হয় টাইটেল চেঞ্জ করা হয়েছে দুই বেল্টকে আলাদা করতে!!! EVIL এক্ষেত্রে ট্রানজিশনাল চ্যাম্পিয়ন হিসেবে কাজ করবেন!! EVIL আমার মনে হয় WRESTLE KINGDOM 15 IN TOKYO DOME -এর আগেই IWGP Heavyweight Championship হারাবেন আর এভাবেই টাইটেল দুটো আলাদা হয়ে যাবে!! অন্যদিকে TETSUYA NAITO হচ্ছেন ট্র্যাজিক হিরো!! দীর্ঘদিন ধরে যারা Tetsuya Naito -এর কাহিনী ফলো করে আসছেন তারা জানতেনই যে Naito -এর এই টাইটেল রানটা শেষ হবে খুবই ট্র্যাজিকভাবেই! কিন্তু এতো তাড়াতাড়ি শেষ হবে সেটা ভাবতে পারেননি অনেকে। এখন ট্র্যাজিক হিরো Naito কিভাবে কামব্যাক করেন এবং টাইটেল গোল্ড ফিরে পান তা হবে দেখার বিষয়! এখন আমি খুবই উদগ্রীব EVIL বনাম, HIROMU TAKAHASHI ম্যাচটা দেখার জন্য! দেখা যাক আরো কি কি কাহিনী হয়!

➡️ EVENT Rating: 7.5/10


• লেখক ঃ Jawad Aalif

NJPW New Japan Cup 2020 রেজাল্ট