WWE এর তরফ থেকে ফ্যানদের উদ্দেশ্যে দেয়া গ্রীষ্মকালীন পার্টি ই হচ্ছে Summerslam আয়োজন এর দিক থেকে এটি WWE এর ২য় বৃহত্তম পিপিভি ও এটি WWE এর অন্যতম সুপারকার্ড ও ক্লাসিক একটি পিপিভি। WrestleMania, Survivor Series ও Royal Rumble পিপিভি গুলির সাফল্যের পর Vince McMahon এই Summerslam পিপিভি চালু করেন। এবং কালেক্রমে এই পিপিভি টি দর্শক জনপ্রিয়তা অর্জন করে যার ফলে WrestleMania এর পরবর্তীতে এটি ই ২য় সর্বোচ্চ আকর্ষনীয় পিপিভি । আজকে আমার এই পোস্টে Summerslam পিপিভি এর বিভিন্ন জানা-অজানা তথ্য, পরিসংখ্যান ও Summerslam রিলেটেড বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক,

সামারস্লাম -এর কিছু অজানা তথ্য।


আগামী সোমবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে WWE এর দ্বিতীয় বৃহত্তম পে-পার-ভিউ Summer Slam! এতে যেমন অনেক আকর্ষণীয় ম্যাচ রয়েছে, তেমনি অনেক হতাশাদায়ক ও বোরিং ম্যাচও রয়েছে। এখন কোনটা আকর্ষণীয় আর কোনটা বোরিং, সেটা আপনাদের উপরে।

Summer Slam এর একটি হাই প্রোফাইল ম্যাচ হচ্ছে, Jinder Mahal (c) vs Shinsuke Nakamura যেটাতে তারা WWE Championship এর জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। এখনও ম্যাচটিতে কে জিতবে এ প্রশ্নের উত্তরে অনেকে অনেকরকম কথাই বলছে। কেউ কেউ বলছে যে Jinder Mahal ই ম্যাচটি জিতে তার টাইটেল রিটেইন করবে, আবার কেউ কেউ বলছে Shinsuke Nakamura এই ম্যাচটি জিতবে এবং নতুন WWE Champion হবে। তাহলে কে হতে চলেছে এ ম্যাচটির বিজয়ী? আসুন এ ব্যাপারে আলোচনা করা যাক।


♦ JINDER MAHAL :

'The Modern Day Maharaja' Jinder Mahal হচ্ছে WWE এর সবচেয়ে প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়নশিপের অধিকারী। যে কারণে সে এই ম্যাচটিতে টাইটেল রিটেইন করতে পারে সেটা হচ্ছে: কয়েক সপ্তাহ পরেই WWE ভারতে ট্যুর করবে। আর এক্ষেত্রে তাকে সে সময় পর্যন্ত চ্যাম্পিয়ন হিসেবে রাখা হতে পারে। কিন্তু যেহেতু WWE তাকে চ্যাম্পিয়ন বানিয়ে এখনো আশানুরূপ লাভ করতে পারেনি, তাই তাদের মত বদলাতেও পারে। হাজার হলেও এটা Vince Mcmahon এর কোম্পানি।

তবে টাইটেল রিটেইন করার একমাত্র উপায় শুধু ম্যাচ জেতা না। হতে পারে The Singh Brothers ম্যাচ চলাকালীন Nakamura কে এট্যাক করল। এতে ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে Nakamura ম্যাচটি জিতলেও Jinder তার টাইটেল হারাল না। ফলে নদীর দুই পারই ঠিক থাকল।


♦ SHINSUKE NAKAMURA :

Shinsuke Nakamura রিং স্কিলের দিক দিয়ে বিবেচনা করলে WWE রোস্টারের সেরা রেসলারদের একজন। যদিও তার মাইক স্কিল ভালো না। আর এতে তার কোন দোষ নেই।

শোনা যাচ্ছে, এই ম্যাচটিতে Nakamura বিজয়ী হবে এবং নতুন WWE Champion হবে। এর কারণ হিসেবে বলা যেতে পারে, এশিয়ান মার্কেটে WWE এর ব্যাবসার সম্প্রসারণ এবং Nakamura কে একজন টপকার্ডার হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়া।

বর্তমানে Smackdown এর মিডকার্ড খুব স্ট্রং হলেও টপকার্ড খুবই দুর্বল। আর তাদের টপকার্ডের ভিত মজবুত করতে Nakamura এর মত একজন ফ্যান ফেভারিট রেসলারের চ্যাম্পিয়ন হওয়াটা প্রয়োজন। আর যারা মনে করছেন যে Nakamura, Jinder এর সাথে একটি ভালো ম্যাচ খেলতে পারবে না, তাদেরকে আর কিছু বলার নেই।

তো এই ছিল এই ম্যাচটি কে জিততে চলেছে তা সম্পর্কে আমার মতামত। এবারই সম্ভবত প্রথমবারের মত দুইজন এশিয়ান রেসলার Summer Slam এ WWE Championship এর জন্য একে অপরের বিপক্ষে লড়াই করছে। আজকে এই পর্যন্তই থাক। 
• লেখকঃ Sabbir Rahman Leon

জিন্দার Vs. নাকামুরা - সামারস্লামে কে জিতবে?


আপনাদের বিভিন্ন পোষ্টে বিভিন্ন সময় কিছু দেওয়ার আশা করি, এমন কিছু যা শুধুই পড়ে উপকৃত হবেন, বরাবরেই ব্যার্থ হয় ভালো কিছু দিতে। তবুও চেষ্টা করি দেওয়ার জন্য। তেমনি আজ কিছু দেওয়ার ক্ষুদ্র একটি প্রয়াস।

আজকে আমি না WWE নিয়ে আলোচনা করবো না NJPW, LUCHA নিয়ে আলোচনা করব, আজকে আমি আলোচনা করব কিছু প্রাচীন এবং বর্তমান সময়ে সেইসব প্রাচীন রেস্লিং স্টাইল থেকে ব্যাবহ্রত কিছু রেস্লিং স্টাইল নিয়ে, সাথে Ancient Olympic wrestling Events অর্থাৎ প্রাচীন কিছু রেস্লিং ইভেন্ট যেগুলো সামার অলিম্পিক,উইন্টার অলিম্পিকে ছিলো। তো শুরু করা যাক, 

কিছু গুরুত্বপূর্ণ রেসলিং শৈলীর ব্যাপারে জেনে নিন।