◘ আজকের সুপার স্মাকডাউন (আজকের স্মাকডাউন লাইভ ছিল USA নেটওয়ার্কে তাই এর নাম সুপার স্মাকডাউন) ফানডানগো এবং রোসা মেন্ডিসের ডান্স দিয়ে শুরু হয়। এরপর রোমান রেইন্সের মিউজিক হিট করে এবং সে ক্রাউডদের মধ্যে থেকে চলে আসে, অর্থাৎ ফান্ডাঙ্গোই হতে চলেছে রিটার্ন করার পরে তার প্রথম প্রতিপক্ষ। 

♠ Roman Reigns vs. Fandango

• তেমন কিছুই স্পেশাল হয় নি, আশাঅনুযায়ী, সুপারম্যান পাঞ্চ দিয়ে এবং তারপর স্পিয়ার দিয়ে রোমান রিটার্নের পরে তার প্রথম ম্যাচে জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ JBL বলে যে, আম্ব্রোস এবং ওঅ্যাটরা অমানুষের মতো খেলেছে। এরপর আম্ব্রোস আসে এবং একটা প্রোমো কাটে, তারপর বিগ স্ক্রিনে ওঅ্যাট আসে এবং তার রিপ্লাই দেই এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ The Usos ও Erick Rowan vs. Luke Harper, Miz ও Mizdow 

• ম্যাচের আগে রিং বেল হবার আগে থেকেই We want Mizdow চ্যান্ট শুরু হয়ে যায়। সবাইয়ের মধ্যেই ভালো ফাইটিং দেখা যায়। শেষে রোয়ান টপ রোপ থেকে মিজের উপর সুপারফ্লাই স্প্লাশ হিট করে এবং জয়লাভ করে। 

♥ Winners: Rowan and The Usos

◘ ব্যাকস্টেজে জিমি উসো এবং নাওমির একটা সেগমেন্ট দেখানো হয় কারন নাওমির ডিভাস টাইটেল ম্যাচ আছে, জিমি বলে যে সে মিজকে ট্রাস্ট করে না কিন্তু তার স্ত্রী আজকে ডিভাস টাইটেল ম্যাচ খেলবে তাই সে খুব উৎসাহী। 

◘ পরের ম্যাচের জন্য সেথ রলিন্স আসে, তার ম্যাচ হবার কথা রাইব্যাকএর সঙ্গে। কিন্তু রাইব্যাকের আসার আগেই স্টেজে থাকা অবস্থায় রুসেভ এসে তাকে অ্যাটাক করে এবং তার ম্যাচ বাতিল করে দেয়। এই সুযোগে রলিন্স বলে যে অথরিটিকে রিটার্ন করানো খুবই দরকার কারন এখন এটা একটা পাগলাগারদ হয়ে গিয়েছে! রলিন্স বলে যে ইঞ্জুরি থাকা সত্বেও সে খেলতে প্রস্তুত ছিল কিন্তু এখন তার কাছে কোন অপনেন্টই নাই!! 

◘ তারপরেই রলিন্স তার সুর পাল্টাই এবং বলে যে তাকে হয়তো একদিন ছুটি নেওয়া উচিত, এইবলে সে চলে যাচ্ছিল কিন্তু তারপরে জিগ্লারের মিউজিক হিট করে এবং সে চলে আসে। জিগ্লার তাকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং কিছু উত্যক্ত কথা-বাত্রার পরে রলিন্স সেটাকে গ্রহন করে। 

♠ Naomi vs. Nikki Bella (Divas Title Match)

• নিক্কি মিডল রোপ থেকে নাওমির উপর ক্রস বডি হিট করে, কিন্তু নাওমি কিক আউট করে দেয়, এরপর নাওমিকে ছুরে রিঙ্গ থেকে বাইরে ফেলে দেয় নিক্কি, এবং মিজ আসে তাকে চেক করতে যে ঠিক আছে কিনা। এটা দেখে জিমি চলে আসে মিজকে তেরে দেয়। এই সুযোগে নিক্কি নাওমিকে রোল আপের মাধ্যমে পিন করে এবং তার ডিভাস চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winner: Nikki Bella


◘ এই ঘটনাই নাওমি রেগে যায় এবং জিমি আপ্সেট হয়ে যায় কারন তার জন্যেই নাওমির এই হার। 

♠ Kane vs. Adam Rose

• খুব শর্ট ম্যাচ হয়, শেষে কেইন রোসকে একটা বিগ বুট এবং তারপর একটা চোক্সলাম দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Kane

◘ যাওয়ার আগে কেইন বানিকে ধরে রিঙ্গে নিয়ে আসে এবং আগের দিনের মতোই তাকে আরও একটা Tombstone দিয়ে সেখান থেকে চলে যায়। 

♠ Dolph Ziggler vs. Seth Rollins

• যতটা আশা করা হয়েছিল ততটা লম্বা হয়নি ম্যাচটা। তাদের মধ্যে ভালো ম্যাচ হলে সেথের চামচাগুলি চিটীং করছিল। একসময় জিগ্লারকে তারা চোরামি করে মারে এবং রেফারি সেটাকে দেখে নেয় কিন্তু রেফারি নিয়ম অনুসারে ডিস্কোয়ালিফিকেশন না করে তাদেরকে রিংসাইড থেকে বেড়িয়ে যেতে আদেশ দেয়। এই সুযোগে জিগ্লার রলিন্সকে একটা জিগ-জাগ হিট করে এবং পিন করে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ প্রত্যেক বারের মতোই এরা এবারেও ভালোই ম্যাচ উপহার দিয়েছে এবং আজকের স্মাকডাউন এখানেই শেষ।। আজকের মতো প্রত্যেকবারেই সুপারস্মাকডাউন হলে খুব ভালো হয় কারন তাহলে রেজাল্টও ডিটেইলসে পাওয়া যায়, এবং ম্যাচ দেখাও যায়। 

☻WWE SmackDown স্পইলার, ১৭ ডিসেম্বর ২০১৪

◘ আজকের Raw কোন ভিডিও রিক্যাপ দিয়ে শুরু হয়নি...আজকের Raw শুরু হয় ক্রিশ জেরিকোর এন্ট্রান্স দিয়ে কারন সেই আজকের স্পেশাল গেস্ট জিএম। সে একটা প্রোমো কাটে এবং ফানডানগোকে রিঙ্গে ডাকে, কিন্তু ফান্ডাঙ্গোর বদলে রিঙ্গে এসে হাজির হয় পল হেইম্যান। এরপর হেইমান সেথের আগের দিনের ম্যাচের ব্যাপারে বললে সেথ রলিন্সও চলে আসে। রলিন্স এসে বলে যে তুমি যা বলতে চাও তা আমার মুখের সামনে বলো, এটা শুনে হেইম্যান পিছিয়ে আসে, রলিন্স বলে তার হারের একমাত্র কারন হচ্ছে রোমান রেইন্স। এরপর সিনার ব্যাপারে কিছু উত্যক্ত কথা বললে সিনাও সেখানে চলে আসে। এরপর জেরিকো তাদেরকে শান্ত করতে তাদের মধ্যে একটা স্টিল কেইজ ম্যাচ ঠিক করে দেয়। এরপর জেরিকো, হেইম্যান এবং সেথের মধ্যে কিছু কথা হয় হেইমান vs. জেরিকো ম্যাচ নিয়ে, অর্থাৎ হেইমানের কোন লোক নিশ্চয় আছে। 

♠ Dolph Ziggler and Erick Rowan vs. Luke Harper and Big Show

• ভালো ম্যাচ হয়। শেষে এরিক রোয়ান বিগ শো -এর কাছ থেকে KO পাঞ্চ খেয়ে আর কিক আউট করতে পারেনি এবং বিগ শো এর টিম উইনার হয়। 

♥ Winner: Big Show

◘ এরপর ব্যাকস্টেজে জেরিকো বলে যে হেইম্যানের সাথে বোঝাপড়ার পরে সে তার স্লামি অ্যাওয়ার্ডটা ফানডাঙ্গোর কাছ থেকে নিবে। 

♠ The Bella Twins vs. Alicia Fox and Natalya

• Natalya শেষে ব্রিকে শার্পশুটার দেয় এবং ব্রি ট্যাপ আউট করে দেয়। 

♥ Winners: Natalya and the Fox

◘ এরপর ক্রিশ জেরিকোর Highlight Reel সেগমেন্ট হয় যেখানে গেস্ট ছিল রুসেভ এবং লানা। 

♠ The New Day vs. Gold and Stardust 

• শেষে বিগ ই ট্যাগ দিয়ে আসে এবং উডসকে সাহায্য করে টপ রোপ থেকে ঝাঁপ মারার জন্য। তারপর উডস ট্যাগ দিয়ে ফিরে আসে এবং গোল্ডডাস্টকে Midnight Hour দিয়ে আরও একটা ম্যাচ জিতে যায়। 

♥ Winners: The New Day

♠ Kane vs. Adam Rose

• এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত কেইন ডমিনেট করে এবং শেষে বানি এবং রোজ উভয়কেই চোক্সলাম দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Kane

◘ অনেকদিন পরে কেইনকে এই রূপে দেখা গেল, ম্যাচের পরে স্মৃতি হিসাবে দ্য বানি কে Tombstone দিয়ে ঘুম পারিয়ে দেওয়া হয়। 

◘ এরপরে জেরিকো আসে তার প্রতিপক্ষ হেইমানের সঙ্গে ম্যাচ খেলতে। হেইমান আসার পরে জেরিকোকে একটা চেক দিতে চাই ম্যাচটা না খেলার জন্য কিন্তু জেরিকো সেটাকে ছুরে ফেলে দেয়। এরপর ম্যাচের টাইপের জন্য ভোট রেজাল্ট দেখানো হয়, যেটাতে  Street Fight জিতে যায়, অর্থাৎ তাদের ম্যাচ হবে Street Fight। 

◘ এরপর হেইমান নিয়ে আসে তার ক্লাইন্ট ব্রক লেস্নারকে...! হ্যাঁ ঠিক শুনেছেন ব্রক লেস্নার চলে আসে।  জেরিকো ও লেস্নার মুখোমুখি হয়, জেরিকো তাকে কোডব্রেকার দেওয়ার চেষ্টা করলে লেস্নার তাকে ধরে নেয় এবং কাঁধে চেরে একটা জোরদার F5 হিট করে। ফ্যানরা সিনার নামে চান্ট করলেও সে আসেনি। 

◘ এরপর ফানডাঙ্গো একটা প্রোমো কাটের চেষ্টা করলে রোমান রেইন্স ইন্টারফেয়ার করে এবং তাদের সেগমেন্ট হয়, তার পরে আবার বিগ শো আসে, সে রিঙ্গে ঢুকার চেষ্টা করলে একটা সুপারম্যান পাঞ্চ খায় এরপর সে রেগে গিয়ে স্টিল স্টেপগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এবং চলে যায়। 

♠ Jimmy Uso vs. Miz

• মোটামুটি ম্যাচ হয়, জিমি Superfly Splash-এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Jimmy Uso

◘ এরপর মিজ নাওমিকে কালকের মিজটিভিতের জন্য গেস্ট হিসাবে ঠিক করে এবং তারপর রিনি ইয়ং সেথের একটা ইন্টারভিউ নেই। 

♠ Seth Rollins vs. John Cena

• রলিন্স এবং সিনার মধ্যে ভালো ম্যাচ চলে। ম্যাচের একপর্যায়ে কেজের উপরের দিকে পৌঁছে যায়, কিন্তু সিনা তাকে ধরে আনে এবং তাকে আবার কেজের ভিতরের দিকে ফিরিয়ে আনে এবং তারপর টপ রোপ থেকে রলিন্সকে রিঙ্গের উপরে একটা AA হিট করে। কিন্তু তারপরেই দ্য বিস্ট ইঙ্কারনেট ব্রক লেস্নারের মিউজিক হিট করে। লেস্নার এবং হেইমান চলে আসে, সিনা এবং রলিন্স দুইজনেই ঘটনাটাকে দেখতে থেকে যায়, অবিশ্বাসের নজরে। লেস্নার সিনাকে ধরে লাগাতার তিনটা জার্মান সুপ্লেক্স দেয় এবং তারপর একটা F5 দিয়ে ফিনিশ করে যেটাকে রলিন্স ভয়ে ভয়ে দেখছিল কারন পরের ধোলাইটা তার ভাগ্যেও যেতে পারে। কিন্তু হেইমান আসে এবং রলিন্সের দিকে হান্ডশেক করার জন্য হাত বারিয়ে দেয় যেটা রলিন্স অবশ্যই করে এবং শান্তির নিঃশ্বাস ফেলে। এরপর সিনা আবার লরাচরা শুরু করলে সেথ একটা কারব স্টোম্পএর মাধ্যমে তাকে শান্ত করে। এরপর রলিন্স তার ব্রিফকেসটাকে নেয় এবং রিঙ্গের বাইরে চলে গিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Seth Rollins

◘ এরপর মার্কারি এবং নোবেল, সেথকে তাদের কাঁধে চেরে নিয়ে সম্মান সহকারে ঘুরে বেড়াই যেন সে একটা দারুন ম্যাচ দারুনভাবে জিতে গেছে এবং এইভাবেই সেথের জয় দিয়ে আজকের Raw শেষ হয়, অবশ্যই থানক্স টু ব্রক লেস্নার সেথের জিতার জন্য। 

☻WWE Raw রেজাল্ট, ১৬ ডিসেম্বর ২০১৪


☻টিভিতে দেখাবার সময়সূচী :

➢ ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিট (আজ)
➣ ১৭ ডিসেম্বর, বুধবার রাত ৯:৩০ মিনিট
➣ ২১ ডিসেম্বর, রবিবার বেলা ১১:৩০ মিনিট

☻প্রি-শো এবং রেজাল্ট : 

◘ আজকের কিক অফ শো WWE Network-এ লাইভ দেখিয়েছে। আজকের প্যানেলে Renee Young, Booker T, Alex Rile এবং Paul Heyman ছিল। আজকের প্রথম ম্যাচের জন্য কোফি এবং বিগ ই -দ্য নিউ ডেই আসে, তাদের প্রতিপক্ষ হবে হবে ডাস্ট ব্রাদারস। 

♠ The New Day vs. Gold and Stardust (কিক-অফ শো)

আজকেও স্টারডাস্টের ড্রেসে কিছুটা নতুন জিনিস ছিল, আজকে তার ড্রেসে নিল বা লাল বাদে সবুজ রঙ ছিল।

শেষে স্টারডাস্ট টপ রোপ থেকে বিগ ইকে একটা বিউটিফুল ডিসাস্টার হিট করে, কিন্তু কোফি এটাকে ব্রেক করতে সক্ষম হয়। এরপর গোল্ডডাস্টের কাহিনী খতম করে কোফি এবং বিগ ই একসঙ্গে তাদের ডবল টীম ফিনিশার দেয় এবং জয়লাভ করে। 

♥ Winners: The New Day

◘ এখন TLC -এর মূলপর্ব শুরু হবে এবং সেটাও WWE নেটওয়ার্কে লাইভ। এই শো এর শুরুতে কিছু ভিডিও রি-ক্যাপ দেখানো হয়, তারপর সবথেকে প্রথমে আসে ডলফ জিগ্লার তার ম্যাচের জন্য। 

♦ Ladder Match:-

♠ Luke Harper (c) vs. Dolph Ziggler (IC Title)

• তাদের মধ্যে যে দারুন ম্যাচ হবে তা বলার দাবি রাখে না। এটা ছিল একটা দারুন রোমাঞ্চকর এবং কিছুটা হার্ডকোর ম্যাচ, কে জিতবে তা বোঝায় যাচ্ছিল না। শেষে জিগ্লার অন্য একটা ল্যাডারের সাহায্যে তাকে ব্রিজ হিসাবে ব্যবহার করে টাইটেলের কাছে থাকা ল্যাডারটিতে যায় এবং হারপারকে ধরে ফেলে। এরপর জিগ্লার হারপারকে নীচে ফেলে উঠতে থাকে এবং হারপার অন্য ল্যাডারটিকে সেট করে উঠার জন্য কিন্তু জিগ্লারের সুপারকিকের দৌলতে সে নীচে পরে যায় এবং জিগ্লার উপরে উঠে টাইটেলটাকে পেরে নিয়ে আমাদের নতুন IC চ্যাম্পিয়ন হয়ে যায়। 

♥ Winner: Dolph Ziggler

◘ এরপর জিগ্লার তার জয় সেলিব্রেট করে। 

♠ The Miz and Damien Mizdow (c) vs. The Usos (Tag Team Championships Match)

• দ্য মিজ এবং জেই উসো আজকের ম্যাচ শুরু করে। তারা খেলে যায় এবং মিজডোউ মিজের মিমিক্রি করতেই থাকে। তাদের মধ্যে ভালোই ম্যাচ হয় এবং শেষে মিজ এবং জিমিই আবার ফিরে আসে, জিমি হাফ ক্রাবের মাধ্যমে মিজকে লক করে ফেলে। মিজ রোপের কাছে যায় সাবমিশনটা ব্রেক করার জন্য কিন্তু এর মাসুল হিসাবে তাকে একটা সুপারকিক খেতে হয়। এরপর মিজ তার স্বভাব অনুসারে টাইটেলগুলিকে ধরে এবং বাড়ি নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু জিমি টপ রোপের উপর দিয়ে মিজডোউএর উপরে ডাইভ দেয়। এরপর মিজ তার টাইটেলের মাধ্যমে উসোসদেরকে স্লাম করে দেয় এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়। 

♥ Winners by DQ: The Usos

♦ Stairs Match:- 

♠ Big Show vs. Erick Rowan

• ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা রিঙ্গেই বাইরেও অনেক ফাইট করে, শেষে তারা দুজনেই রিঙ্গে উঠে এবং বিগ শো রোয়ানকে স্টিল স্টেপের উপরে একটা চোকস্লাম দেয় এবং তারপর একটা KO পাঞ্চ হিট করে এবং অন্য একটা স্টেপের সাহায্যে রোয়ানকে ধরে যাতে সে হিলতে না পারে, এই অবস্থায় পিন করে বিগ শো জিতে যায় এবং প্রথম স্টেয়ারস ম্যাচের বিজয়ী হিসাবে ইতিহাস গরে দ্য বিগ শো। 

♥ Winner: Big Show

◘ এর পরের ম্যাচ হবে সিনা vs. রলিন্স। 

♦ Tables Match:-

♠ Seth Rollins vs. John Cena

• তাদের মধ্যে দারুন একটা ম্যাচ হয়। শেষে আনাউন্স টেবিলের উপরে সিনা, রলিন্সকে একটা AA দিয়ে দেয়, কিন্তু AA টার দম এত বেশী ছিল যে আনাউন্সটেবিল্টা ভাঙ্গেইনি, এরপর সিনা ভাবে যে সে জিতে গেছে কিন্তু রেফারি সিনাকে জানিয়ে দেয় যে টেবিল না ভাঙলে সে জিতবে না। সেজন্য সিনা এবার আনাউন্স টেবিল ছেড়ে নিচ থেকে কিছু সাধারন টেবিল আনতে যায়। কিন্তু কোন একটা কারনে বিগ শো ইন্টারফেয়ার করে এবং সিনাকে মারতে থাকে, ঠিক তখনই অনেক দিন পরে ফ্যান ফেবারিট সুপারম্যান রোমান রেইন রিটার্ন করে। রেইন্স রিঙ্গে উঠে যায় এবং বিগ শোকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে এবং তারপরে টেবিলের উপরে তাকে একটা স্পিয়ার দিয়ে দেয়। রলিন্স তাকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু রেইন্স তার আগেই তাকে একটা সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় এবং তারপর এই সুযোগে সিনা রলিন্সকে কাঁধে চেরে নেয় এবং টেবিলের উপর একটা AA দিয়ে দেয় যেটা ফাইনালি ভেঙ্গে যায় এবং সিয়াকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ আমাদেরকে আবার সিনা vs. ব্রকের সুপারবোরিং ম্যাচ দেখতে হবে, থাঙ্কস টু রোমান রেইন্স। 

♥ Winner: John Cena

♠ Nikki vs. AJ (Divas Title Match)

• তাদের মধ্যে ভালোই ম্যাচ হয়। এজে লি একটা শাইনিং উইজার্ড দেয় কিন্তু নিক্কি রোপের খুব কাছে থাকায় বেঁচে যায়। ব্রি তার বোনকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু রেফারি এটাকে দেখে নেয়, সেজন্য রেফারি তাকে রিংসাইড থেকে তারিয়ে দেয়। এরপর নিক্কি কিছু একটা জিনিস এজে লি এর চোখে স্প্রে করে দেয় এবং রাক অ্যাটাকের মাধ্যমে জয়লাভ করে নেয়। 

♥ Winner: Nikki Bella

♦ Chairs Match:- 

♠ Kane vs. Ryback

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। একসময় কেইন একটা চিয়ার নিয়ে রাইব্যাককে অনেকবার মারে, এরপর কেইন সমস্ত চেয়ারকে রিঙ্গের মধ্যে ছুরে ফেলতে থাকে। কিন্তু এই সময় পেয়ে রাইব্যাকের শক্তি ফিরে আসে এবং সেও একটা চিয়ার নিয়ে কেইনকে নির্মমভাবে মারতে থাকে। এরপর রাইব্যাক একটা মিটহুক ক্লোথসলাইন দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন তার ফেসের উপর চেয়ার ছুরে মারে এবং একটা চোক্সলাম হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর রাইব্যাক উঠার পরে কেইনকে একটা শেলশক দিয়ে ম্যাচটা জিতে যায়। 

♥ Winner: Ryback

♠ Jack Swagger vs. Rusev (US Title Match) 

• এই ম্যাচটা যা আশা করা হয়েছিল তার থেকে অনেক শর্ট হয়। শেষে রুসেভ একটা সুপারকিক দিতে গেলে স্বাগার সেটাকে ধরে ফেলে এবং প্যাট্রিয়ট লক দেওয়ার চেষ্টা করে কিন্তু রুসেভ কাউন্টার করে সেটাকে ব্রেক করে এবং প্রায় আকোলেড দিয়েই ফেলেছিল, কিন্তু স্বাগার রোপের কাছে গিয়ে এবারের মতো বেঁচে যায়। কিন্তু রুসেভ আবার তার আকোলেড দিতে সক্ষম হয়ে যায় কিন্তু স্বাগার এটার কাউন্টার করে প্যাট্রিয়ট লকে পরিনত করে দেয়। রুসেভ স্বাগারের মুখে একটা কিক মেরে তার সাবমিশন ছাড়িয়ে দেয়। এরপর স্বাগার নীচে পরে যায় কিন্তু রেফারির দশ কাউন্টের আগেই সে রিঙ্গে চলে আসে এবং রিসেব তারপর তাকে একটা কিক  এবং আকোলেড দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Rusev

◘ এরপরের ম্যাচ হবে আজকের মেইন ইভেন্ট, সবথেকে ভালো ম্যাচ। 

♦ TLC Match:- 

♠ Dean Ambrose vs. Bray Wyatt

• এই ম্যাচের জন্য আম্ব্রোস তার নিজের একটা ল্যাডার নিয়ে আসে। এবং তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। তাদের ম্যাচের বর্ণনা দিলে তার আগেই TLC টিভিতে দেখিয়ে দিবে এত বড়ো ম্যাচ হয়েছে। এই ম্যাচটা কেউ মিশ করবেন না, সবকিছুর প্রয়োগই এই ম্যাচে দেখতে পাবেন বলতে গেলে অন্য ম্যাচগুলির বাপ এই ম্যাচ। শেষে তারা দুজনেই নিজেদের পায়ে দাঁড়াতে থাকে, আম্ব্রোস এটা প্রথমে করতে সক্ষম হয়, এবং সে একটা টিভিকে ধরে নেয় যেটা সে রিঙ্গের নীচে থেকে পেয়েছিল। কিন্তু টিভির কর্ডটা এতটাই ছোট ছিল যে, সে টিভিটাকে নিয়ে ছুটে গেলে সেটা থেকে স্পার্ক বার হতে থাকে যেটা সরাসরি ডীনের মুখে গিয়ে পরছিল। এরপরে আম্ব্রোস প্রায় সাময়িক অন্ধই হয়ে গিয়েছিল এবং এই সুযোগে ব্রে ওয়াট এসে তাকে একটা জোরদার সিস্টার আবিগেল দিয়ে জয়লাভ করে, অর্থাৎ ডিন আবারও একটা ম্যাচে হারলো যদিও ব্রেও ক্লিয়ার ভিক্টোরি পাইনি জাস্ট লাইক ডিনের অন্যান্য প্রতিপক্ষ।

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে ব্রে অন্ধ ডিনকে নিয়ে বিদ্রুপ করে যাচ্ছিল যদিও রেফারিরা এসে তাকে সামলায় এবং আজকের TLC এখানেই শেষ। এন্ডিংটা ছিল পুরাই অন্যধরনের।  

☻WWE TLC 2014 সময়সুচী এবং রেজাল্ট