• "Wrestlemania 33"…এই ইভেন্ট টা মনে পরলেই মন ভার হয়ে যায়। কারণ আমাদের সকলের অন্যতম প্রিয় সুপারস্টার-"Undertaker" রিটাইয়ার হয়ে গিয়েছিল। তিনি রিটাইয়ার আদেও হয়েছে কিনা তা এখনো জানা যায় নি। তবে এতটুকু সকলের জানা ছিল যে,তিনি Wrestlemania'য় Roman Reigns এর সাথে হারেন তবে তিনি রিটাইয়ার হবেন। আর তিনি Roman Reigns এর সাথে হেরে গিয়েছিলেন😞। 

তবে আজকের পোস্ট কোনো "Wrestlemania"ইভেন্ট নিয়ে নয়,বরং Night After Wrestlemania নিয়ে। তো শুরু করি। 

• Night After Wrestlemania মানে বোঝায়-Monday Night Raw After Wrestlemania…। Undertaker-Retire হওয়ার পর-অনেক রেসলিং ফ্যান দুক্ষে রেসলিং দেখা ছেড়ে দিয়েছিল। আবার অনেকে অনেক কষ্ট বয়ে রেসলিং দেখছিল। আর তারা-ই সেই "Raw"এর এরিনাতে উপস্থিত ছিল😊। অর্থাৎ,Raw After Wm 33এর কথা বলছি। তো সে "র"তে ঐতিহাসিক মোমেন্ট টি বলছি-

RAW শুরু হয়-গতদিন ঘটে যাওয়া Undertaker এবং Roman Reigns এর মধ্যকার ম্যাচটির ভিডিও প্যাকেজ দেখানো হয়। যেখানে টেকারের রিটাইয়ারের ঘটনাটি দেখানো হয়। ভিডিওটি দেখানো শেষ হলে-"র" শুরু হয়। Fans রা চিয়ার্স করছে-"UNDERTAKER"!! "UNDERTAKER "UNDERTAKER"!!… আমিও তখন ঘরে বসে বসে দেখছিলাম😉। টিভি থেকে একটা শব্দই শুনতে পারছিলাম!আর সেটা হল-

২০১৭ এর এক স্মরণীয় মুহূর্ত !


আপনি যদি The Legend Killer, Apex Predator, The Viper, Bloody Heel টাইপ শব্দ উচ্চারণ করেন, এই শব্দগুলোর সাথে আপনার একজন ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করতে হবে আর সেই ব্যক্তিটি হলেন Randy Orton। ❤

একসময় এই ব্যক্তিটি ছিল টপ গাই, ফেস/হিল উভয়ক্ষেত্রেই। উনার প্রতিটা ম্যাচই হত খুব অসাধারণ। প্রতিটা ফিউড হত চোখ ধাদানো। একটা সময় ছিল যখন WWE তে দীর্ঘসময় ধরে John Cena -র পাশাপাশি Randy Orton ও রাজত্য করে এসেছেন। John এবং Randy প্রাণ ছিলেন WWE এর। কিন্তু এখন সময়ের বদলের সাথে সাথে WWE তেও অনেক বদল এসেছে! বর্তমানে John Cena পার্ট - টাইমারে পরিণত হয়েছে এবং Randy Orton ও কোন উল্লেখযোগ্য ফিউডে থাকে না। তাহলে এভাবে আর কতদিন?

বছরের শুরুটা বেশ ভালভাবেই হয়েছিল ভাইপারের। জানুয়ারিতে রয়াল রম্বলে র‍্যান্ডি উক্ত রয়াল রম্বল ম্যাচটি জিতেছিল। এরপর ১ মাস পরেই ব্রে ওয়্যাট হয় WWE Champion, আর তখনই র‍্যান্ডি - ব্রে'র বেশ নাটকীয় ফিউডের সূত্রপাত ঘটে। রেসেল্ম্যানিয়াতে র‍্যান্ডি হয়ে যায় ১৩ বারের WWE Champion। কিন্তু বেশকিছুদিন পর, স্ম্যাকডাউন লাইভের ব্যাকল্যাশ পিপভিতে জিন্ডার মাহাল হারিয়ে দেয় র‍্যান্ডিকে,যা কেউ কল্পনাও করতে পারে নি! শুধু ১ বার নয় টানা ৩ বার জিন্ডারের কাছে র‍্যান্ডিকে হারানো হয়।

'The Viper' Randy Orton এর ভবিষ্যৎ কী?


• নতুন গুজব বেড়িয়েছে যে, The Undertaker নতুন করে অনুশীলন তথা ওয়ার্ক আউট করা শুরু করেছেন। আমরা সকলেই ইতিমধ্যে জানি যে, The Undertaker, RAW-এর 25 বর্ষপূর্তি তে থাকবেন। তবে শুধু কোনো প্রমো কাট করার জন্য নয়, হয়ত বা কোনো ম্যাচ এর বিল্ড আপ এর জন্য। আপনি কী চান এবারের রেসেলম্যানিয়া তে The Undertaker, রেসলিং করুক? করলে তার অপোনেন্ট হিসেবে আপনি কাকে দেখতে চান? কমেন্ট এ জানান, আমি The Undertaker vs Chris Jericho বা The Undertaker vs John Cena ম্যাচ দেখতে ইচ্ছুক :)


• Cageside Seats এর মতে, Hideo Itami'র GTS মুভটি নিষিদ্ধ করেছে WWE. এই সপ্তাহের RAW-তে GTS মুভটির ফলের ইনজুরিতে পড়ে Brian Kendrick যার ফলে WWE মুভটি নিষিদ্ধ করে দেয়। শোনা যাচ্ছে এখন থেকে Rings of Saturn সাবমিশন মুভটি ফিনিশার হিসেবে ব্যবহার করবে Itami.


• গত RAW তে রোমান রেইন্স বনাম সামোয়া জো, WWE ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে রেফারি জন কোনকে ইচ্ছাকৃতভাবে আঘাত করায় রোমানকে $৫,০০০ ডলার জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য যে, লাস্ট কয়েক সপ্তাহ ধরে সামোয়া জো এর উপর তিন শিল্ড মেম্বার্সই (সেথ, রোমান & ডিন) প্রচণ্ড রকমের ক্ষিপ্ত ছিল। এরই সুবাদে, গতকাল জো কে একা পেয়ে একেবারে তুলোধোনা করে ছাড়েন রোমান। এবং নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে জো কে কর্ণারে নিয়ে গিয়ে রেফারির সতর্কবার্তার তোয়াক্কা না করেই মারতে থাকেন। রেফারি বাধা দিতে আসলে তাকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেন। এহেন বেয়াদবি কর্ম সম্পাদনের জন্য রোমানকে WWE কর্তৃক ৫০০০ ডলার জরিমানা করা হয়েছে। 

WWE রেসলিং খবর, ২৯/১২/২০১৭


যেহেতু WWE বাদ দিয়ে দিয়েছে Slammy Awards,

So What!! আমরা এডমিন প্যানেল তৈরি করেছি Unofficial 2017 Slammy Awards....!! 

আমরা এর সঙ্গে NXT যুক্ত করেছি। দেখা যাক আমাদের ফলাফল কিরকম লাগে আপনাদের


• Rivalry of the Year
- Braun Strowman vs Roman Reigns

• Surprise Return of the Year
- Matt & Jeff Hardy (WrestleMania 33)

• Most Improved Award
- Braun Strowman

• Newcomer of the Year
- Pete Dunne

• Best on the Mic Award
- The Miz

• Unexpected Moment of the Year
- Hugely Negetive Reaction of Roman Reigns (RAW after WrestleMania)

• OMG! Shocking Moment of the Year
- Jinder Mahal Wins WWE Championship

• Promo of the Year
- Roman Reigns & John Cena Contract Singing (RAW, 28 August)

• Heel Turn of the Year
- Sami Zayn

• Worst Segment of the Year
- LaVar Ball & Lonzo Ball in Miz TV

• LOL! Moment of the Year
- The Usos vs New Day Rap Battle

• Entertainer of the Year
- Breezango

• Extreme Moment of the Year
- Alexander Wolfe Suplex Rezar from the Top Rope through the Tables (NXT: Takeover War Games)

• Segment of the Year
- Festival of Friendship

• PPV of the Year (Tie)
- Royal Rumble & NXT: Takeover Chicago

• Tag Team of the Year
- The Usos

• Match of the Year (Tie)
- Tyler Bate vs Pete Dunne (NXT: Takeover Chicago) &
AJ Styles vs John Cena (Royal Rumble)

• Female Superstar of the Year
- Asuka

• Superstar of the Year
- AJ Styles
• লেখক ঃ Fahim Fam, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **

Slammy Awards ২০১৭ (Unofficial) !


কিছুদিন আগে প্লে-স্টোরে একটি নতুন WWE রিলেটেড গেম রিলিজ হয়েছে। গেমটির নাম হলো - WWE Mayhem , গেমটি অনেকটা WWE Tap Mania এর মতো,তবে গ্রাফিক্স এবং ফীচার গুলো অনেকটা উচ্চমানের। 

•• সুবিধাসমুহ ••

• গেমটির সাইজ প্রায় ২৮২ এম্বি এবং গেমটি অনলাইন বেস্ড গেম। গেমটি ডাউনলোড করার পর আপনি যখন সেটা খেলতে চাইবেন তখন আপনাকে ডাটা অন করে খেলতে হবে। 

• গেমটি ওপেন করলেই আপনাকে কি করতে হবে তা একটি টিউটোরিয়ালের মাধ্যমে জেনে যাবেন। গেম ওপেন করার করার পর একটি সুপারস্টার পাবেন এবং তাকে নিয়েই আপনার গেম খেলা শুরু হবে। 

• গেমটিতে সুপারস্টার গুলো অনেকটাই রিয়ালিস্টিক এবং গ্রাফিক্স অন্যান্য এন্ড্রোইড WWE গেম এর চেয়ে অনেকটাই উন্নত। 

"WWE Mayhem" গেম রিভিউ !


Pro Wrestling ইতিহাসে বিভিন্ন প্রমোশন রয়েছে। যেমনঃ ROH, GFW, NJPW, UFC & WWE এই সব প্রমোশনের মাঝে WWE এর জনপ্রিয়তা সবার কাছে একটু বেশিই। WWE এর ফুল মিনিং হচ্ছে World Wrestling Entertainment, So বোঝাই যাচ্ছে যে এটি হলো বিশ্ব রেসলিং এন্টাইটেইনমেন্ট শো! আর কেনোই বা WWE এর জনপ্রিয়তা সবার কাছে বেশি তার কিছু কারণও আছে বটে! তাহলে চলুন এ সম্বন্ধে কিছু বলা যাক :-

আমাদের সকলেরই জানা যে, WWE এর চেয়ে NJPW কিংবা ROH প্রমোশনে বেশিই 5★ ম্যাচ থাকে কিন্তু চিরন্তন সত্য এটাই যে, তাদের 5★ ম্যাচগুলো আমাদের যতটা না আনন্দ দেয় তার থেকে বেশি উত্তেজনা থাকে আমাদের মাঝে যখন কেউ WWE তে রিটার্ন বা ডেবিউ করে! পাশাপাশি GFW & UFC এর পিপিভি তে যতটা না উত্তেজনা থাকে তার থেকে বেশি আমরা আকর্ষিত হই Chris Jericho, The Undertaker, Demon King Balor এর এন্টারেন্স দেখে! এরকমই কিছু কারণের জন্যই WWE কে অন্যসব প্রমোশনের থেকে বেস্ট বলা হয়ে থাকে!

প্রিভিউ : ডিভাদের প্রথম রয়্যাল রাম্বাল ম্যাচ।


• WWE এর একটি অন্যতম জনপ্রিয় টাইটেল ছিল এটি। WWE এর কোন মিড কার্ড টাইটেল এতটা জনপ্রিয় হতে পারে নি যতটা জনপ্রিয় হয়েছিল এই WWE Hardcore টাইটেল। আর জনপ্রিয়তা পাবেই না ফের কেন? এই টাইটেলের প্রতিটা ম্যাচরই নিয়ম ছিল অন্য সকল ম্যাচ থেকে একটু আলাদা, এবং শুধু টাইটেল নামটাই যে Hardcore টাইটেল ছিল তা কিন্তু নয়, এই টাইটেলের প্রতিটা ম্যাচই ছিল Hardcore!

হয়তো এই কারণেই খুব অল্প দিনেই টাইটেলটি এক অন্য রকম মর্যাদা পেয়ে উঠে দর্শকদের কাছ থেকে। এই টাইটেলের ম্যাচ রুল ছিল : No Disquelifications, No Countouts & Pinfalls Count Anywhere !

তাহলে বুঝতেইতো পারছেন কেন এই টাইটেলটি এতটা জনপ্রিয় হয়ে উঠে? চলুন এবার তাহলে এই Hardcore টাইটেলের কিছু ইতিহাস, মজাদার কিছু ফিউড এবং সেরা সেরা কিছু ম্যাচ সর্ম্পক্যে জেনে আসি। 

WWE হার্ডকোর চ্যাম্পিয়নশিপ!


• টুইটারে বলিউড সুপারস্টার Shah Rukh Khan এর প্রশংসা করেছে WWE সুপারস্টার John Cena, তাদের মধ্যে মজার কথা হয়।

সম্প্রতি Shah Rukh Khan, TED talk এ তার বলিউড যাত্রা নিয়ে কথা বলে। Cena সেই টক শো'র লিংক নিজের টুইটারে শেয়ার করে এবং SRK'র প্রশংসাও করে। SRK ও মজা করে Cena'র টুইটের রিপ্লাই দেয়। নীচে তাদের ট্যুইট দেওয়া হল-



• আজকের Raw তেই রিটার্ন করছেন "সিনেশন লিডার" খ্যাত John Cena 😎 :

ধারণা করা হচ্ছে Reigns এর IC Championship ওপেন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে রিটার্ন করবেন ও ম্যাচ খেলবেন! তবে এরকম নাও হতে পারে! হয়তবা সে রিংয়ে আসবে..মাইকে দু চারটে কথা বলবে..ও সবশেষে রয়্যাল রাম্বলে এন্ট্রির ঘোষণা দিয়ে চলে যাবে 😃, দেখা যাক কি হয়..। 



• Marine এর শুটিং শেষ করেছে The Miz. শোনা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই WWE-তে ফিরতে যাচ্ছে সে। 

WWE রেসলিং নিউজ, ২৬/১২/২০১৭


প্রথমেই আপনাদের সকলকে জানাই বড় দিনের শুভেচ্ছা, Merry Christmas everyone. 🎅🎅🎄🎄🎇🎉🎉

পোস্টের হেডলাইন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হুম, ঠিকই ধরেছেন :) আজ আপনাদের মাঝে তুলে ধরবো WWE ইতিহাসের বুকে অন্যতম একটি Dominating Stable The Shield এর কিছু জানা - অজানা তথ্যসমূহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

•• THE SHIELD ••

• S= Sierra 
• H= Hotel
• I= India 
• E= Echo
• L= Lima 
• D= Delta

#HoundsOfJustice ছিলো তখন সবার মনে প্রাণে। চলুন প্রথমে জেনে নিই, WWE ইতিহাসে The Shield কী ও কেমন ছিলো?

কীভাবে এবং কার হাত ধরে এর আবির্ভাব হয়েছে? 😕😕

THE SHIELD এর ব্যাপারে অজানা তথ্য।


Roman Reigns বর্তমান সময়ের একজন Top Rated Superstar দের মধ্যে অন্যতম একজন এবং সে Top রেসলার বিধায়ই তার যেমন রয়েছে হেটার্স তেমনি রয়েছে অসংখ্য ফ্যানস। একজন Top Guy এর সাফল্য নিয়ে কটূক্তি করার জন্য হেটার্স থাকবে স্বাভাবিক।

Roman Reigns ২০১৩ সালে WWE তে পা রাখে, এবং তার ফ্যানবেজ পর্যায়ক্রমে বৃদ্ধি হতে থাকে এবং এখন ফ্যানদের কথা আসলে অবশ্যই জন সিনার কাছে প্রায় তিনি পৌঁছে গেছেন। এবং তার ট্যালেন্টের পরিচয় দিয়ে ক্রিয়েটিভ গণের চোখের মনি এখন Roman Reigns। 💖

২০১৪ সালের Royal Rumble এ তিনি প্রায় খুব নিকটে চলে গিয়েছিলেন Rumble Match টি জেতার কিন্ত স্ক্রিপ্ট মোতাবেক Batista রিটার্ন করে এবং তিনি Rumble ম্যাচটি নিজের নাম লেখান। কিন্ত এই ম্যাচটি Reigns হারলেও তার ক্যারিয়ারে এক সুবিধাজনক প্রভাব ফেলে, তিনি দর্শকদের কাছে আরো বেশি মূল্যায়িত হয় এবং তার ফ্যান বৃদ্ধির অন্যতম কারণ ছিল ম্যাচটি।

এরপর ২০১৪-২০১৫ সালে সবার চোখের নজর দখল করে Reigns। এবং সে পুশের মুখ দেখা শুরু করে তখন। শুরুর দিকে দর্শকেরা তাকে চিয়ার্স দিত । ২০১৫ এর মাঝামাঝি পর্যন্ত সে টপ কার্ড বা মিড কার্ডেই অধিক সময় পার করে। কিছু বার ওয়ার্ল্ড টাইটেল হাতে আসে এবং এরই সাথে হাতবদলও হয় এবং তাকে খুব বেশি টপ কার্ডে দেখতে দেখতে দর্শকেরা ক্ষুব্ধ হয়ে উঠে ।

Roman Empire : সংক্ষেপে কিছু কথা।