• WWE এর একটি অন্যতম জনপ্রিয় টাইটেল ছিল এটি। WWE এর কোন মিড কার্ড টাইটেল এতটা জনপ্রিয় হতে পারে নি যতটা জনপ্রিয় হয়েছিল এই WWE Hardcore টাইটেল। আর জনপ্রিয়তা পাবেই না ফের কেন? এই টাইটেলের প্রতিটা ম্যাচরই নিয়ম ছিল অন্য সকল ম্যাচ থেকে একটু আলাদা, এবং শুধু টাইটেল নামটাই যে Hardcore টাইটেল ছিল তা কিন্তু নয়, এই টাইটেলের প্রতিটা ম্যাচই ছিল Hardcore!

হয়তো এই কারণেই খুব অল্প দিনেই টাইটেলটি এক অন্য রকম মর্যাদা পেয়ে উঠে দর্শকদের কাছ থেকে। এই টাইটেলের ম্যাচ রুল ছিল : No Disquelifications, No Countouts & Pinfalls Count Anywhere !

তাহলে বুঝতেইতো পারছেন কেন এই টাইটেলটি এতটা জনপ্রিয় হয়ে উঠে? চলুন এবার তাহলে এই Hardcore টাইটেলের কিছু ইতিহাস, মজাদার কিছু ফিউড এবং সেরা সেরা কিছু ম্যাচ সর্ম্পক্যে জেনে আসি। 


•• Hardcore Championship :

• এই টাইটেলটি ছিল মূলত WWE এর Attitude Era এর একটি অংশ। ২রা নভেম্বর ১৯৯৮ সালে কোম্পানির 'Owner Vince McMahon' নিজে এসে এই Hardcor টাইটেলটি বিজয়ী হিসেবে উপহার দেন আমাদের Hardcore Legend 'Mankind' কে। Mankind সর্ব প্রথম এই টাইটেলটি নিজের কাধে ঝুলান কোন ম্যাচ অথবা কোন টুর্নামেন্ট ছাড়াই। 

কিন্তু তিনি এই টাইটেলটি খুব একটা বেশি দিন নিজের করে রাখতে পারেন নি, তিনি এই Hardcore টাইটেলটি হেরে যান "Big Boss Man" এর কাছে। কিন্তু Mankind যতদিন চ্যাম্প ছিলেন, সেই সময়টুকু Mankind তার Hardcore Wrestling এর যাদু দিয়ে দর্শকদের কাছে এই টাইটেলটি একটি জনপ্রিয় টাইটেলে পরিণত করে দেন এবং ঐ সময় টাইটেলটি ১টি প্রায় মেজর টাইটেল রুপে সম্মান পেয়ে যায়। 


• এভাবেই চলতে থাকার পর ঘটে একটি মজার ঘটনা। ১৯৯৯ সালে WCW ও তাদের একটি Hardcore টাইটেল এড করে। যা দেখে WWE রেগে উঠে এবং ঐ সময় তত্‍কালীন WWE Hardcore চ্যাম্প ছিলেন Crash Holly, এবং তিনি ঘোষণা দেন যে এখন থেকে যে কোন মুহুত্বেই এই Hardcore টাইটেলের জন্য ম্যাচ আয়োজন হবে, যে কোন সুপারস্টার চাইলেই Champ কে চ্যালেন্জ জানাতে পারবে, যে কোন মুহুত্বে, যে কোন যায়গায় চ্যালেন্জ জানিয়ে রেফারিকে সাথে নিয়ে ম্যাচের আয়োজন করতে পারবে। 

ব্যাস শুরু হয়ে যায় Hardcore টাইটেল নিয়ে যুদ্ধ। WCW এর Hardcore টাইটেল কে ফ্লপ করার জন্য শুরু হয় একের পর এক Hardcore ম্যাচ, ভয়ানক সব অস্ত্রের ব্যবহার, অত্যাধিক মাত্রায় ব্লাডের ব্যবহার যা ঐ সময় পুরো Attitude Era কে কাঁপিয়ে দেয়। দর্শকদের কাছে আস্তে আস্তে WWE Championship টাইটেল যুদ্ধের চেয়ে Hardcore টাইটেলের যুদ্ধ বেশি জমজমাট এবং প্রিয় হতে থাকে। Hardcore টাইটেল তখন WWE Championship টাইটেলকে টক্কা দিতে লাগলো। ঐ সময় কম বেশি সকল জনপ্রিয় সুপারস্টার Mankind, Undertaker, Kane, Tazz, Raven, Jeff, Big Boss সহ ইত্যাদি আরো অনেকেই এই Hardcore টাইটেল ফিউডে এড হতে থাকেন এবং এই টাইটেলকে একটি উচ্চ মর্যাদায় নিয়ে যেতে ভুমিকা রাখেন। 


• Hardcore টাইটেলটি এত জনপ্রিয়তা পাওয়ার পরেও খুব একটা বেশি দিন স্থায়ী হতে পারে নি। ১৯৯৮ এর শেষের দিকে আসা এই টাইটেলটি ৪ বছর স্থায়ী থাকার পর ২০০২ এর শেষের আগষ্টে ভেকেট করা হয়। সাধারণ ভাবে বলতে গেলে এই টাইটেলটি নিয়ে কোম্পানির কিছু ভুল সিদ্ধান্তের কারণের টাইটেলটি আস্তে আস্তে তার মর্যাদা হারিয়ে ফেলে, এবং এই কারণেই পরে এই টাইটেলটিকে ভেকেড করে দেওয়া হয়। 


চলুন তাহলে এবার একটু এই Hardcore টাইটেলের কিছু রের্কড গুলোর দিকে আমরা চোখ বুলিয়ে নেই। 

◘ Hardcore টাইটেল সর্ব প্রথম বিজয়ি ছিলেন Mankind

◘ ৪ বছরে এই টাইটেল মোট ৫২ জন সুপারস্টারের মধ্যে ১৪০ বার হাত বদল হয়। 

◘ ৫২ জন বিজয়ি হওয়া সুপারস্টারের মধ্যে ৪ জন ছিলেন Women সুপারস্টার এবং ৪৮ জন ছিলেন Male সুপারস্টার। 

◘ যেই ৪ জন Woman সুপারস্টার এই টাইটেলটি জিতেছিলেন তারা হলো GodFather's Hoo, Mighty Molly, Trish Stratus & Terri। 

◘ টাইটেলটি সবচেয়ে বেশি বার জিতেছিলেন Raven (২৭ বার)। 

◘ টাইটেলটি টানা সবচেয়ে বেশি দিন নিয়ে ছিলেন Big Boss Man (৯৭দিন)। 

◘ টাইটেলটি মোট সবচেয়ে বেশি দিন নিয়ে ছিলেন Stave Blackman (১৯২দিন)। 


• এইটুকুই ছিল Hardcore টাইটেলটির মোটামোটি মানের কিছু ইতিহাস এবং রের্কডস্। এবার চলুন তাহলে কিছু সেরা সেরা Hardcore ম্যাচের একটু লিষ্টটা দেখে নেই। 

নিচে টপ ৫ কিছু Hardcore টাইটেলের জন্য সেরা কিছু Hardcore ম্যাচ উল্লেখ করা হলো :

৫। Crash Holly VS Hardcore Holly VS Jeff Hardy VS Matt Hardy VS Perry Saturn VS Tazz - Backlash 2000

৪। Kane VS Big Show VS Raven - WM17

৩। Pet Patterson VS Gerald Bresco - King Of The Ring 2000

২। Al Snow VS Hardcore Holly - Valentine's Day Massacre

১। Shane McMahon VS Steve Blackman - Summerslam 2000

ইত্যাদি সেরা অনেক ম্যাচের মধ্যে আমার পছন্দের টপ ৫টি Hardcore টাইটেল ম্যাচ। আসলে বর্তমান Era গুলোতে Hardcore ম্যাচ বলতে কিছুই নাই বললেই চলে। কিন্তু অতীতে এমন সকল কিছু Hardcore ম্যাচ হয়েছে যা বর্তমান থেকে অনেক অংশটাই আলাদা। এবং কতটা আলাদা তা আপনারা উপরের এই ৫টি ম্যাচ দেখলেই বুঝে ফেলবেন। 


• আজ এই পোষ্টটি করার মূল কারণ এটাই যে বর্তমানের এই Boring Era কে জমজমাট করতে পারে এই রকম কিছু Hardcore ফিউড এবং ম্যাচ। আমি চাই WWE যেন তাদের এই টাইটেলটি পূনরায় ফিরিয়ে আনে এবং এই টাইটেলের ফিউড দারা যেন আমামাদের Attitude Era এর কিছু মজা ফিরেয়ে দেয়। 

আজ এটুকুই অন্যদিন ভাল আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। 
• লেখক ঃ ‎Niloy Ahmed‎ 

WWE হার্ডকোর চ্যাম্পিয়নশিপ!


• WWE এর একটি অন্যতম জনপ্রিয় টাইটেল ছিল এটি। WWE এর কোন মিড কার্ড টাইটেল এতটা জনপ্রিয় হতে পারে নি যতটা জনপ্রিয় হয়েছিল এই WWE Hardcore টাইটেল। আর জনপ্রিয়তা পাবেই না ফের কেন? এই টাইটেলের প্রতিটা ম্যাচরই নিয়ম ছিল অন্য সকল ম্যাচ থেকে একটু আলাদা, এবং শুধু টাইটেল নামটাই যে Hardcore টাইটেল ছিল তা কিন্তু নয়, এই টাইটেলের প্রতিটা ম্যাচই ছিল Hardcore!

হয়তো এই কারণেই খুব অল্প দিনেই টাইটেলটি এক অন্য রকম মর্যাদা পেয়ে উঠে দর্শকদের কাছ থেকে। এই টাইটেলের ম্যাচ রুল ছিল : No Disquelifications, No Countouts & Pinfalls Count Anywhere !

তাহলে বুঝতেইতো পারছেন কেন এই টাইটেলটি এতটা জনপ্রিয় হয়ে উঠে? চলুন এবার তাহলে এই Hardcore টাইটেলের কিছু ইতিহাস, মজাদার কিছু ফিউড এবং সেরা সেরা কিছু ম্যাচ সর্ম্পক্যে জেনে আসি। 


•• Hardcore Championship :

• এই টাইটেলটি ছিল মূলত WWE এর Attitude Era এর একটি অংশ। ২রা নভেম্বর ১৯৯৮ সালে কোম্পানির 'Owner Vince McMahon' নিজে এসে এই Hardcor টাইটেলটি বিজয়ী হিসেবে উপহার দেন আমাদের Hardcore Legend 'Mankind' কে। Mankind সর্ব প্রথম এই টাইটেলটি নিজের কাধে ঝুলান কোন ম্যাচ অথবা কোন টুর্নামেন্ট ছাড়াই। 

কিন্তু তিনি এই টাইটেলটি খুব একটা বেশি দিন নিজের করে রাখতে পারেন নি, তিনি এই Hardcore টাইটেলটি হেরে যান "Big Boss Man" এর কাছে। কিন্তু Mankind যতদিন চ্যাম্প ছিলেন, সেই সময়টুকু Mankind তার Hardcore Wrestling এর যাদু দিয়ে দর্শকদের কাছে এই টাইটেলটি একটি জনপ্রিয় টাইটেলে পরিণত করে দেন এবং ঐ সময় টাইটেলটি ১টি প্রায় মেজর টাইটেল রুপে সম্মান পেয়ে যায়। 


• এভাবেই চলতে থাকার পর ঘটে একটি মজার ঘটনা। ১৯৯৯ সালে WCW ও তাদের একটি Hardcore টাইটেল এড করে। যা দেখে WWE রেগে উঠে এবং ঐ সময় তত্‍কালীন WWE Hardcore চ্যাম্প ছিলেন Crash Holly, এবং তিনি ঘোষণা দেন যে এখন থেকে যে কোন মুহুত্বেই এই Hardcore টাইটেলের জন্য ম্যাচ আয়োজন হবে, যে কোন সুপারস্টার চাইলেই Champ কে চ্যালেন্জ জানাতে পারবে, যে কোন মুহুত্বে, যে কোন যায়গায় চ্যালেন্জ জানিয়ে রেফারিকে সাথে নিয়ে ম্যাচের আয়োজন করতে পারবে। 

ব্যাস শুরু হয়ে যায় Hardcore টাইটেল নিয়ে যুদ্ধ। WCW এর Hardcore টাইটেল কে ফ্লপ করার জন্য শুরু হয় একের পর এক Hardcore ম্যাচ, ভয়ানক সব অস্ত্রের ব্যবহার, অত্যাধিক মাত্রায় ব্লাডের ব্যবহার যা ঐ সময় পুরো Attitude Era কে কাঁপিয়ে দেয়। দর্শকদের কাছে আস্তে আস্তে WWE Championship টাইটেল যুদ্ধের চেয়ে Hardcore টাইটেলের যুদ্ধ বেশি জমজমাট এবং প্রিয় হতে থাকে। Hardcore টাইটেল তখন WWE Championship টাইটেলকে টক্কা দিতে লাগলো। ঐ সময় কম বেশি সকল জনপ্রিয় সুপারস্টার Mankind, Undertaker, Kane, Tazz, Raven, Jeff, Big Boss সহ ইত্যাদি আরো অনেকেই এই Hardcore টাইটেল ফিউডে এড হতে থাকেন এবং এই টাইটেলকে একটি উচ্চ মর্যাদায় নিয়ে যেতে ভুমিকা রাখেন। 


• Hardcore টাইটেলটি এত জনপ্রিয়তা পাওয়ার পরেও খুব একটা বেশি দিন স্থায়ী হতে পারে নি। ১৯৯৮ এর শেষের দিকে আসা এই টাইটেলটি ৪ বছর স্থায়ী থাকার পর ২০০২ এর শেষের আগষ্টে ভেকেট করা হয়। সাধারণ ভাবে বলতে গেলে এই টাইটেলটি নিয়ে কোম্পানির কিছু ভুল সিদ্ধান্তের কারণের টাইটেলটি আস্তে আস্তে তার মর্যাদা হারিয়ে ফেলে, এবং এই কারণেই পরে এই টাইটেলটিকে ভেকেড করে দেওয়া হয়। 


চলুন তাহলে এবার একটু এই Hardcore টাইটেলের কিছু রের্কড গুলোর দিকে আমরা চোখ বুলিয়ে নেই। 

◘ Hardcore টাইটেল সর্ব প্রথম বিজয়ি ছিলেন Mankind

◘ ৪ বছরে এই টাইটেল মোট ৫২ জন সুপারস্টারের মধ্যে ১৪০ বার হাত বদল হয়। 

◘ ৫২ জন বিজয়ি হওয়া সুপারস্টারের মধ্যে ৪ জন ছিলেন Women সুপারস্টার এবং ৪৮ জন ছিলেন Male সুপারস্টার। 

◘ যেই ৪ জন Woman সুপারস্টার এই টাইটেলটি জিতেছিলেন তারা হলো GodFather's Hoo, Mighty Molly, Trish Stratus & Terri। 

◘ টাইটেলটি সবচেয়ে বেশি বার জিতেছিলেন Raven (২৭ বার)। 

◘ টাইটেলটি টানা সবচেয়ে বেশি দিন নিয়ে ছিলেন Big Boss Man (৯৭দিন)। 

◘ টাইটেলটি মোট সবচেয়ে বেশি দিন নিয়ে ছিলেন Stave Blackman (১৯২দিন)। 


• এইটুকুই ছিল Hardcore টাইটেলটির মোটামোটি মানের কিছু ইতিহাস এবং রের্কডস্। এবার চলুন তাহলে কিছু সেরা সেরা Hardcore ম্যাচের একটু লিষ্টটা দেখে নেই। 

নিচে টপ ৫ কিছু Hardcore টাইটেলের জন্য সেরা কিছু Hardcore ম্যাচ উল্লেখ করা হলো :

৫। Crash Holly VS Hardcore Holly VS Jeff Hardy VS Matt Hardy VS Perry Saturn VS Tazz - Backlash 2000

৪। Kane VS Big Show VS Raven - WM17

৩। Pet Patterson VS Gerald Bresco - King Of The Ring 2000

২। Al Snow VS Hardcore Holly - Valentine's Day Massacre

১। Shane McMahon VS Steve Blackman - Summerslam 2000

ইত্যাদি সেরা অনেক ম্যাচের মধ্যে আমার পছন্দের টপ ৫টি Hardcore টাইটেল ম্যাচ। আসলে বর্তমান Era গুলোতে Hardcore ম্যাচ বলতে কিছুই নাই বললেই চলে। কিন্তু অতীতে এমন সকল কিছু Hardcore ম্যাচ হয়েছে যা বর্তমান থেকে অনেক অংশটাই আলাদা। এবং কতটা আলাদা তা আপনারা উপরের এই ৫টি ম্যাচ দেখলেই বুঝে ফেলবেন। 


• আজ এই পোষ্টটি করার মূল কারণ এটাই যে বর্তমানের এই Boring Era কে জমজমাট করতে পারে এই রকম কিছু Hardcore ফিউড এবং ম্যাচ। আমি চাই WWE যেন তাদের এই টাইটেলটি পূনরায় ফিরিয়ে আনে এবং এই টাইটেলের ফিউড দারা যেন আমামাদের Attitude Era এর কিছু মজা ফিরেয়ে দেয়। 

আজ এটুকুই অন্যদিন ভাল আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। 
• লেখক ঃ ‎Niloy Ahmed‎