¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ ¤
★Bray Wyatt Vs Dean Ambrose (Single Match)★

আপনারা সবাই জানেন এই ম্যাচটি কেন হচ্ছে। Hell in a Cell এর মেইন ইভেন্ট এ এ এমব্রোস আর রলিন্স এর ম্যাচ এ ইন্টারফেয়ার করার কারনে তাদের ফিউড শুরু হয়।তাদের হিসাব নিকাশ একটা ম্যাচ এ শেষ হবে না। আর এমব্রোস যেমন ঘাড় তেড়া লোক তারা আরও কয়েকটা Pay-Per-View তে ম্যাচ খেলবে। ব্রে কেবল রির্টান করেছে। এখন যদি তাদের ম্যাচ এ ব্রে হেরে যায় তাহলে তাদের ফিউড এর ক্ষতি হবে। ব্রে কিছুদিন WWE তে ছিল না। এখন তার আগের হিল পজিশন এর ফিরে যেতে হলে একটি জিত দরকার। এমব্রোস এর টপ বেবিফেইস। ব্রে কে আবার টপ হিল লুক পেতে হলে একটা জিত দরকার।


♥ Winner : আমার মতে জিতবে ব্রে।

¤ Bray Wyatt Vs Dean Ambrose -ম্যাচের প্রেডিকশন ¤

¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ ¤
WWE Tag Team Champions Goldust and Stardust vs. The Usos (Jimmy Uso and Jey Uso) vs. Los Matadores (Diego and Fernando) vs. The Miz and Damien Mizdow: Fatal 4-Way Tag Team Match: WWE Tag Team Championship:

Night of Champions এ উসোসকে হারিয়ে "The Cosmic Key" জিতে নিয়েছিলেন ডাস্ট ব্রাদার্স! Hell in a Cell এ উসোস তাদের রিম্যাচ পান কিন্তু টাইটেল পুনরুদ্ধার করতে ব্যর্থ হন। এই ফিউডের প্রায় সবগুলো ম্যাচই বেশ অসাম ছিল। এবার তাদের সাথে প্রতিযোগিতায় যুক্ত হল আরও দুটি টিম।

সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম টাইটেল রেইন ছিল উসোসের। তাই বর্তমান চ্যাম্পদের কাছে টাইটেল হারানোর পর এখন আবার তাদের টাইটেল জেতা নিরর্থক। অন্যদিকে মাতাদোরেসকে কখনোই টাইটেলের যোগ্য বলে মনে হয়নি। অদূর ভবিষ্যতে তাদের টাইটেল জেতারও কোনো সম্ভাবনা দেখছি না।

এদিক থেকে বাকি চ্যালেঞ্জারদের থেকে বেশ এগিয়ে আছেন মিয এবং মিযডাউ। দর্শকরা এখন মিযডাউ বলতেই পাগল। তার কমেডি সত্যি অতুলনীয়। সত্যি, কিভাবে পারেন এভাবে সবাইকে হাসাতে? এই দুজনকে নিয়ে WWE Creatives আরও মজার সব স্টোরিলাইন তৈরি করতে পারবেন। তাই আমার ধারনা TLC তে তারা টাইটেল জয় করে নিবেন। একটু ভাবুন তো দৃশ্যটা, TLC ম্যাচে একটি লেডারের উপর উঠলেন মিযডাউ, চরম কমেডি করে হাতে তুলে নিলেন বেল্টদুটি। কল্পনা করতে পারেন দর্শক প্রতিক্রিয়াটা?

তাই আপাততঃ এই Survivor Series এ টাইটেল রিটেইন করবেন ডাস্ট ভাইয়েরা। মোটামুটি ভালো একটা ম্যাচ আশা করছি।

♥Winners: and still the WWE Tag Team Champions Gold and Stardust via pinfall

Credit :  মোহাম্মদ জাওয়াদ চৌধুরী

¤ WWE Tag Team চ্যাম্পিয়নশিপ ম্যাচের প্রেডিকশন ¤

¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ ¤
Alicia Fox. Emma, Naomi and Natalya vs. Paige, Cameron, Layla and Summer Rae: 4-on-4 Divas Traditional Survivor Series Elimination Tag Team Match:

সারভাইভর সিরিজের ঐতিহ্য ধরে রাখতেই এই সারভাইভর সিরিজ ম্যাচটি রাখা হয়েছে। গত কয়েক পিপিভি ধরেই দেখা যাচ্ছে দুটি ডিভাস ম্যাচ রাখা হচ্ছে। যদিও এই পিপিভির এই ম্যাচটা নিয়েই আমার আগ্রহ এবং প্রত্যাশা দুটোই খুব কম।

এমা ছাড়া এ ম্যাচে তেমন কোনো চমক নেই। পেইজকে খুব শীঘ্রই হয়তো আমরা টাইটেল পিকচারে আমরা দেখবো না। তাই আমার মনে হয় ফক্স বা নাটালিয়াকে টাইটেল পিকচারে আনতে তাদের যে কোনো একজনকে বা দুজনকেই এলিমিনেট করা হবে না। Nikki Bella নতুন চ্যাম্প হলে সেই সম্ভাবনা আরও বেড়ে যাবে।

তবে মনে হয় না এই ম্যাচে সোল সারভাইভর হবেন কেউ। কেননা সোল সারভাইভর কনসেপ্টটা হয়তো WWE Creatives মেইন ইভেন্টের জন্যেই রেখে দিবেন এবং সেটাই উচিত।

♥Winner: The team of Naomi, Emma, Natalya and Alicia Fox

Credit :  মোহাম্মদ জাওয়াদ চৌধুরী

¤ Divas Traditional Survivor Series Elimination ম্যাচের প্রেডিকশন ¤

¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ ¤

WWE Divas Champion AJ Lee vs. Nikki Bella: WWE Divas Championship Match:

ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ডিভাস টাইটেল রেইনটি ছিল এজের। Paige এর সাথে দীর্ঘ ফিউড, "এত্তোগুলা" টাইটেল সুইচের পর এবার তিন বারের চ্যাম্পের সামনে নিক্কি। এই ম্যাচটিতে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটতে পারে।

এক, নিক্কি চিটিংয়ের মাধ্যমে টাইটেল জিতে নিলেন এবং আরও অত্যাচারী বোন হয়ে উঠলেন। এরপর Brie Bella তার কাছ থেকে টাইটেল ছিনিয়ে নিতে পারেন।

দুই, নিক্কি যখন জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই Brie এর ডিসট্র‍্যাকশনের সুযোগ নিয়ে এজে জিতে গেলেন। ফলে দুই বোনের ফিউড থেকে বের হয়ে এজে ফিউড করবেন অন্য কারো সাথে।

আমার কাছে এক নম্বরের সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। কারণ দুই বোনের মধ্যে যে আরেকটি ম্যাচ হতে যাচ্ছে তা তো বুঝাই যাচ্ছে, কিন্তু টাইটেল ম্যাচ না হলে Hell in a Cell এর ম্যাচের চেয়ে বেশি স্পেশাল হবে না আর দর্শকরাও বোর হবে।

♥Winner: and the new WWE Divas Champion Nikki Bella



¤ AJ Lee (c) vs. Nikki Bella ম্যাচের প্রেডিকশন ¤


◘ ৪-৬ সপ্তাহের মধ্যে রিটার্ন করবে Bad News Barrett, প্ল্যান অনু্যায়ী তার Ziggler এর সাথে IC চ্যাম্পিয়নশিপের জন্য ফিউড হওয়ার কথা ছিলো। কিন্তু Ziggler বর্তমানে চ্যাম্পিয়ন না থাকায় BNB কে অন্য কোনো ফিউডে জড়ানো হবে। তাছাড়া সারভাবর সিরিজে তাকে দেখা যেতে পারে। তবে সেখানে তার কোনো ম্যাচ খেলার সম্ভাবনা নেই।

◘ TLC পিপিভিতে Brock Lesnar এর রিটার্ন করার কথা ছিলো। যদি সে রিটার্ন করে তাহলে উক্ত পিপিভিতে Brock Lesnar vs John Cena (WH Championship) ম্যাচ হবে। আর যদি Brock রিটার্ন না করে তাহলে Cena vs Rollins vs Randy (TLC Triple Threat Match) হবে। কিন্তু কোনো কারণে এই ম্যাচটা না হলে Rollins এর সাথে Randyর ম্যাচ নিশ্চিত হবে।

◘ পরের বছর Sting কে হোল অফ ফেইমে ইন্ডাক্ট করা হতে পারে।

◘ ২০১৫ সালে TNA তে জয়েন করবে বলে জানিয়েছে Alberto Del Rio..।

◘ রুমোর ছড়িয়েছিল যে SS এর পর Aj Lee লিভ নেবে। কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

◘ SS এর জন্য নতুন ডিভাস ট্রেডিশনাল এলিমিনেশন ম্যাচ এড করা হয়েছে। (Alicia Fox, Natalya, Naomi and Emma will take on the team of Paige, Cameron, Summer Rae and
Layla.)

◘ আগামীতে যেসব Raw তে উপস্থিত থাকবে Lesnar - Dec. 8, Dec. 29, Jan. 12, Jan. 19..



Credit : Dewan Farhan Nadeem 

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

আজকে Survivor Series নিয়ে আমি বেশ কিছু জানা অজানা তথ্য দিবো। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। 
১।1988 সালে সর্বপ্রথম এই পিপিভিটি হয়। এই পিপিভিটির ট্রেডিশনাল Survivor Sereis ম্যাচের আইডিয়া আসে Hulk Hogan থেকে

২।Randy Orton সবচেয়ে বেশিবার সারভাইভর সিরিজ ম্যাচে নিজের টিমকে জিতিয়েছেন

৩।The Undertaker (1990), The Rock(1996),Kurt Angle(1999),Scott Steiner(2002), The Shield(2012) এর ডিবিউ ঘটে এই পিপিভিতে

৪।The Rock এবং The Undertaker নিজের ডিবিউ করেন  সারভাইভর  ম্যাচে।  The Rock ইতিহাসের একমাত্র রেসলার যে ডিবিউ তে তার দলে কে একা জিতিয়েছে

৫।Big Show তার ক্যারিয়ারের দুইবার WWE টাইটেল জিতিছেন এই পিপিভিতে (1999,2002)

৬।John Cena সর্বপ্রথম ফেস টার্ন করেন এই পিপিভিতে (2003)

৭।ইতিহাসের সেরা নিন্দনীয় ঘটনা  Montreal Screwjob  ঘটে Survivor Series 1997 PPV তে

৮।The Undertaker এবং Shawn Michaels সবচেয়ে বেশিবার এই পিপিভিতে অংশগ্রহণ করেছেন। (১৭ বার)

৯। Randy Orton টানা 2003-2013 পর্যন্ত কোন না কোন ম্যাচ Survivor Series পিপিভিতে খেলেছেন। যা একটি অন্যন্য রেকর্ড।

১০। 1991 সালে Team Hart এর পুরা টিম Disqualified এবং Team Dibiase এর টিম Count Out হয়।  যারফলে বিপক্ষে টিম জিতে

১১। একবার সারভাইভর সিরিজ ম্যাচে Andre The Giant রিং থেকে একহাত বাইরে পরে যান। তিনি আর উঠতে পারেন নি যার ফলে তিনি এলিমিনেট হয়ে যান।

১২। এক সারভাইভর সিরিজ ম্যাচে সবচেয়ে বেশি এলিমিনেট করেছেন Roman Reigns.  ২০১৩ সালে তিনি ৪ জন কে এলিমিনেট করেন

১৩। Brock Lesnar 2002 সালের Survivor Sereis ম্যাচে ট্যাপ-আউট করেন

১৪। Elimination Chamber ম্যাচটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয় Survivor Series 2002 এ।

১৫। Umaga,Tensai,Lita,Layla কখনো এই পিপিভিতে জিততে পারেনি। Mickie James, Ultimate Warrior, Randy Savage কখনো এই পিপিভিতে হারেনি

১৬।Kane, Shawn Michaels সবচেয়ে বেশিবার ট্রেডিশনাল এলিমিনেশন ম্যাচে খেলেছেন।

১৭। ১৯৯৫-২০০৪ সাল পর্যন্ত Triple H কোন Survivor Series পিপিভির কোন ম্যাচেই জিততে পারেননি। 

১৮। Steve Austin এর ক্যারিয়ারের সমাপ্তি ঘটে এই পিপিভিতে।  2003 সালে তার টিম হেরে যায় টিম Bischoff কাছে। স্টিপুলেশন অনুযায়ী তাকে রিটায়ার নিতে হয়

১৯। Burried Alive ম্যাচ সর্বপ্রথম অনুষ্ঠিত হয় এই পিপিভিতে। 

২০। United States Title কখনো Survivor  Series পিপিভে হাত বদল হয়নি।

২১। 2010 সালে WWE অথরিটি এই পিপিভি টাকে বাদ দিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে রাখা হয় এই পিপিভিটি

উপরের তথ্য গুলো পড়ে বুঝা যায় যে এটি কত বড় একটি গুরুত্বপূর্ণ পিপিভি। WWE এর চতুর্থ বড় পিপিভি হলো এটি।  ইতিহাসের অনেক গুরুত্বপূর্ন ম্যাচের স্বাক্ষী এই পিপিভিটি

Survivor Series নিয়ে কিছু জানা অজানা তথ্য

WWE-তে রাইব্যাক পেলো এমন একটা সুযোগ, যেটা সাধারনত কেউ পায় না। সে শুধু তার ক্যারিয়ারের পুনরুত্থানই করলো না, তাকে কিছুদিন হিল গিমিকে রেখে আবারো টপ ফেইস বানিয়েই ফেরত আনা হলো। যাকে বলা যায় প্রায় নবজন্ম। নতুনভাবে জন্মগ্রহন করে রাইব্যাককে আগের চেয়ে অনেক বেশী পরিনত মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একজন কট্টর রাইব্যাক হেইটার ছিলাম। কিন্তু ফিরে আসার পর থেকে মনে হচ্ছে, এই কদিন হিল থেকে সে ঘোড়ার ঘাস কাটেনি, বরং নিজেকে নিয়ে অনেক কাজ করেছে। তার ফলশ্রুতিতেই খুব সম্ভব আবারো এতোবড় সুযোগ। দেখে নেই কোন কোন জায়গায় তার উন্নতি হয়েছে। 

১। তার মাইক স্কিলে খুবই সামান্য উন্নতি হয়েছে। আগে ওপেন মাইক দিয়ে রাখলেও ইদানিং তাকে খুব বেশী কথা বলানো হচ্ছে না। তাই সে দর্শকদের খুব বেশী "বোর" করতেও পারছে না। এতে তার চিয়ার বাড়ছে। আগে মাইক নিয়ে হড়বড় করে কি বলতো, মনে হয় ও নিজেই বুঝতো না। অফ-স্ক্রীনে "আমি সবার সেরা," বা "আমি জানি কি করে বেস্ট হতে হয়" এসব বলাও এখন বন্ধ হয়েছে। কাজেই সে রিয়াল লাইফে যতোই বেকুব হোক না কেনো, দর্শকের কাছ থেকে তা সফলভাবে লুকিয়ে রাখতে শিখেছে।

২। তার পার্সনালিটিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। সে ইদানিং কম কথা, বেশী হাসাহাসিতে মনোযোগ দিয়েছে। মুখের একপাশ উঁচু করে দাঁত বের করে বিশেষ ধরনের ক্ষনিক ভেটকিটা তাকে অনেক মানিয়েছে, বোঝা যাচ্ছে এটা তার বেশ কষ্ট করে আয়ত্ত করা। এছাড়া ২টা কথার মাঝখানে একবার "ফোঁস" করে মহিষের মতো নিশ্বাস ছাড়ার প্রবনতাও কমেছে। এতে তাকে এখন আর হাস্যকর লাগছে না, বরং একটা টপ ফেইসের মতোই লাগছে।

৩। তার ফিটনেসেও এসেছে পরিবর্তন। আগে রাইব্যাকের কোনো ম্যাচ সর্বোচ্চ ৫ মিনিট স্থায়ী হতো। গোল্ডবার্গকে অনুসরন করে তার ক্যারেক্টার তৈরি করা বলে গোল্ডবার্গের মতো করেই তাকে প্রেজেন্ট করা হতো। কিন্তু ইদানিং সে নিজের ক্ষমতা অনুযায়ীই ম্যাচ খেলছে। ডমিন্যান্ট ম্যাচ বাদ দিয়ে তাকে কিছু ফিজিক্যাল ম্যাচ খেলতে দেখা যাচ্ছে সিজারো, প্রভৃতি অন্য সফল রিং ওয়ার্কারের সাথে। এতেও তার চিয়ারের সংখ্যা বাড়ছে।

৪। সবচেয়ে বড় পরিবর্তনটা (আমার মতে) অথরিটির কাছ থেকেই এসেছে। সেটা হচ্ছে, মাইক দিয়ে তাকে বলানো, যে "আমি নিজেকে ছাড়া আর কারো তোয়াক্কা করি না" (Authority does what best for business, John Cena does what best for the WWE Universe, and Ryback does what best for Ryback)। মানুষ এখন আর নায়কদের পছন্দ করে না, প্রো-রেস্লিং এর সকল জনপ্রিয় লিজেন্ডদের কেউই প্রথাগত জনদরদী ফেইস ছিলেন না। একটা নিউট্রাল, এন্টি হিরো জাতীয় গিমিক মানুষ পছন্দ করে সবচেয়ে বেশী। এই লিস্টে প্রথম নামটা থাকবে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের, পরেরটা দ্যা রকের, এবং সিএম পাঙ্কের। রক প্রথমে কিছুদিন হিল ছিলেন, অতঃপর ফেইস হলেও তাঁকে সেসময় কখনও জনগনের উদ্যেশ্যে কিছু বলতে দেখা যায়নি। ২০০২ সালে তিনি জনদরদী হওয়ার পরেই তার আকাশ্চুম্বী সাপোর্ট কমতে শুরু করে। সেই হিসেবে আন্ডারটেইকারের ফ্যান সাপোর্টও কিন্তু ঈর্ষনীয়। তিনি শেষের দিকে বেশীরভাগ ফেইস থাকলেও, দর্শকের সাথে একেবারেই মেলামেশা করেননি। তাই তার সাপোর্টও কখনও কমেনি। এই মুহূর্তে ডিন এমব্রোস হচ্ছেন ঠিক এই রকমের একজন নিউট্রাল ফেইস। সাতেও নাই, পাঁচেও নাই, নিজেরটা ঠিক থাকলেই হলো। মনে হচ্ছে, রাইব্যাককে এমনই একজন নিউট্রাল ক্যারেক্টার বানানোর প্রচেষ্টা চলছে। সেক্ষেত্রে সে যদি সারভাইভর সিরিজে হিল টার্নও করে, তবুও সে ফ্যান সাপোর্ট পাবে। আশা করা যায়, ট্রিপল এইচ ও অন্যান্য কর্তাব্যক্তিদের প্রত্যাশামতো রাইব্যাক অচিরেই WWE এর অন্যতম ফেইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, যদি কিনা উপরোক্ত ব্যাপারগুলো তিনি মেইনটেইন করে চলতে পারেন, আর অনাবশ্যক কোনো দুর্ঘটনা না ঘটান।


Credit :  AB Hasan Chowdhury

রাইব্যাক এবং তার অবিশ্বাস্য নতুন জীবন...!

♠ রোমান রেইন্সঃ-
•অনেকেই ভাবছেন যে সারভাইবর সিরিজে রোমান রিটার্ন করে টিম সিনাতে যোগ দিবে, কিন্তু তাদের ধারনা ভুল! আসলে রোমানের রিঙ্গে পারফর্ম করার মতো ফিটনেস ফিরে এতে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে। অন্যদিকে, ডিসেম্বরের শেষের দিকের শোগুলিতে রোমানকে এখন থেকেই অ্যাডভারটাইস করা হচ্ছে, সুতরাং সে ওই সময়েই রিটার্ন করতে পারে। অনেক জাগাতে শোনা যাচ্ছে যে  ২৬শে ডিসেম্বরের লাইভ ইভেন্টে রোমান রিটার্ন করবে তবে এটাও হতে পারে যে তার আগেই তাকে টিভিতে দেখা যাবে। 

•রিটার্ন করার পরে রোমান সম্ভবত তার পুরানো পার্টনার সেথ রলিন্সের সঙ্গেই ফিউডটা চালিয়ে যাবে কারন সেখান থেকেই সে WWE থেকে ইঞ্জুরির কারনে চলে গিয়েছিল, কিন্তু যাই হোক এই বছরেই রোমার রিটার্ন করতে চলেছে এটা প্রায় নিশ্চিত। এখন ডিসেম্বরে রিটার্ন করলে WWE ক্রিয়েটিভ টিমের কাছে এক মাস সময় থাকবে ডিসাইড করার জন্য যে রোমানকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিওনশিপের ফিউডে রাখবে না সেখান থেকে সরিয়ে দিবে। 

♠ ড্যানিয়েল ব্রায়েনঃ- 
•কিছুদিন আগেই WWE কর্তৃপক্ষ লাইভ ইভেন্ট-এ ড্যানিয়েল ব্রায়েনের মার্চেনডাইসের দাম ৬০ শতাংশ কমিয়ে দিয়েছে, যেটা হয়তো একটা ইঙ্গিত যে ব্রায়েনের রিটার্নে এখনও অনেক সময় বাকি আছে। যদিও তারা Rey Mysterio -এর সঙ্গেও একই জিনিস করেছে যে কিছু সময়ের মধ্যেই রিটার্ন করবে, তাছাড়াও জ্যাক রাইডারের সঙ্গেও সেম জিনিস করা হয়েছে যে ছয় মাসের মধ্যেই রিটার্ন করবে। 

•ব্রায়েনকে রেসেল্মেনিয়া ৩১ -এর প্রোমোশোনাল কাজের অন্তর্ভুক্ত করা হলেও WWE-এর কাছে তার রিটার্নের কোন টাইমটেবিল এখনও তৈরি হয়নি। এমনকি রেসেল্মেনিয়াতে তাকে নিয়ে কোন স্টোরিলাইনও  তৈরি হয়নি। স্টোরিরাইটাররা বলেছেন যে এখনও পর্যন্ত ব্রায়নেকেনিয়ে কোন চিন্তাভাবনা করা হয়নি, পরে আদেশ পেলে সেটা করা হবে। 

♠ ব্যাড নিউজ ব্যারেটঃ- 
•ব্যারেটের ফ্যানদের জন্য সুখবর আছে। সবকিছু ঠিক থাকলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই ব্যারেট WWE-তে রিটার্ন করবে, ম্যাচে আসতে আরও একটু টাইম লাগবে। ব্যারেট ইতিমধ্যেই তার লিফটিং শুরু করে দিয়েছে, যদিও তার নর্মাল সাইজ পর্যন্ত এখনও পৌছাতে পারে নি। 

•সম্ভবত তিন সপ্তাহ পরেই Orlando-তে WWE -এর পারফর্মেন্স সেন্টারে গিয়ে ব্যারেট তার ফাইনাল ট্রেনিং শুরু করে দিবে। সে রিটার্ন করলে তার পুরানো প্রতিদ্বন্দ্বী ডলফ জিগ্লারের উপরে এবং IC টাইটেলের উপরেই নজর দিবে,কারন সে IC টাইটেলটাকে সারেন্ডার করেছিল এবং এখন তার রিমাচ পেলে সেটাই স্বাভাবিক ঘটনা হবে। যদিও জিগ্লার এখন আর চ্যাম্পিয়ন নাই, সেক্ষেত্রে IC টাইটেলের রি-ম্যাচ পেতে গেলে ব্যারেটকে ফেস হতে হবে, এখন দেখা যাক কি হয়।। 

♠ ক্রিশ জেরিকোঃ- 
•আগে শোনা যাচ্ছিল যে, জেরিকো রয়্যাল রাম্বালের আগেই জানুয়ারি মাসে রিটার্ন করবে, এমনকি তাকে ১৭ই জানুয়ারীতে হতে চলা লাইভ ইভেন্টেও অ্যাডভারটাইস করা হয়েছে। The Wrestling Observer-একটা রিপোর্টে বলেছে যে, জেরিকো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সবকয়টি লাইভ ইভেন্টে থাকবেন। 

•বর্তমানে এটা প্লান করা হয়েছে যে জেরিকোকে লেসনারের উলটা পথে ব্যবহার করা হবে কারন সে শুধুই লাইভ ইভন্টে কাজ করবে, কোন টিভি শো বা PPV -তে আসবে না এই দুই মাসের জন্য। কিন্তু WWE -এর প্লান সবসময় পরিবর্তিত হয় সুতরাং দরকার পরলে জেরিকোকে টিভিতেও দেখা যেতে পারে। বলে রাখা ভালো যে, রেসেলমেনিয়া ৩১ -এর জন্য এখনও জেরিকোকে নিয়ে কিছু প্লান করা হয়নি। 


♠ রেন্ডি অরটনঃ- 
•আপনারা সবাই হয়তো জানেন যে, অরটোন "The Condemned 2" -নামক মুভির জন্য কয়েক সপ্তাহের মতো WWE থেকে স্টোরিলাইন ইঞ্জুরি নিয়ে চলে গেছে। এখন সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে অরটোন সারভাইবর সিরিজে রিটার্ন করবে কি না..., উত্তরটা কেউ জানে না, কারন এটাকে হয়তো খুবই সিক্রেট রাখা হচ্ছে। 

•ভালো কথা হল এই যে, এবারের সারভাইবর সিরিজ অরটোনের হোমটাউন সেন্ট লুইসে হতে চলেছে, এবং এইখানে রিটার্ন করে অথরিটীকে বাঁশ দিলে তার থেকে ভালো কিছু হতে পারে না। যদিও অরটোন রিটার্ন করার পর তার সঙ্গে সেথের ফিউডটাকেই কন্টিনিউ করা হবে এবং সেটাকেই গুরুত্ব দেওয়া হবে। 

♥ আজকের মতো এখানেই শেষ, পরে আরও রিটার্ন আপডেট দিবো...আমাদের সাথেই থাকুন।।

Roman Reigns, Daniel Bryan, Bad News Barrett, Randy Orton, Chris Jericho -এদের রিটার্ন নিউজ (মেঘা পোস্ট)


◘ আজকের শো শুরু হয় ট্রিপল এইচের ইন্টারভিউ দিয়ে, যেটা নিচ্ছিল মাইকেল কোল। ট্রিপল এইচ Team Cena vs. Team Authority -নিয়ে একটা প্রোমো কাটে। সিনা বাদে টিম সিনার সকল সদস্যরা স্টেজে আসে যদিও সিনার প্রোমোটাকে বিগ স্ক্রিনেই দেখানো হয়।

♠ Rusev vs. Dolph Ziggler

এটা আজকে রাতের প্রথম ম্যাচ। ম্যাচটা ভালোই ছিল কিন্তু শেষে আশানুরূপভাবে রুসেভ জয়লাভ করে।

♥ Winner: Rusev

◘ Kofi Kingston, Big E এবং Xavier Woods -এর আরও একটা "New Day vignette" প্রোমো দেখানো হয়।

♠ Los Matadores vs. The Miz & Damien Sandow

এই ম্যাচটা ভালো ম্যাচের থেকে বেশী একটা ফান বা কমেডি ম্যাচ। মিজডোউ তার স্টান্ট ডাবলের কাজ করে দর্শকদের কাছ থেকে অনেক পপ পায় যদিও শেষপর্যন্ত ম্যাটাডোরসরাই জয়লাভ করে।

♥ Winners: Los Matadores

◘ এরপর ডিন আম্ব্রোস আসে তার সারভাইবাল কিট সেগমেন্টের জন্য। সে বলেছিল যে কীভাবে ছোটবেলায় সে লাফিয়ে উঠত তার মায়ের কাছ থেকে ব্রাস নাক্লস নেওয়ার জন্য। এই প্রোমোর ব্যাপারে বেশী কিছু জানা যায় না তবে যেটা জানা যায় তা হলো, সেই সারভাইবাল কিটটা হল ডিন আম্ব্রোস নিজেই...এই সেগমেন্টটা ব্রে ওয়াটের যোগ্য সেগমেন্ট ছিল। যদিও ব্রে ওয়াট বিগ স্ক্রিনের মাধ্যমে ইন্টারাপ্ট করে এবং বিগস্ক্রিন থেকেই SS -এর জন্য একটা প্রোমো কাটে।

◘ এরপর আগের দিনের বদলা নিতে এজে লি নিক্কি বেলা সেজে এসেছিল (আগের দিনে এর উল্টোটা হয়েছিল), হিসাব মতো লি এর নাম নিক্কি লি হওয়া উচিত ছিল কিন্তু এজেকে “AJ Bella” বলা হয়েছিল।

♠ AJ Lee vs. Brie Bella

কিছু বলার নাই, এজে সহজেই বেলাকে হারিয়ে দেয়।

♥ Winner: AJ Lee

♠ Erick Rowan vs. Cesaro

সিজারোকে এখনও WWE সাজা দিয়ে চলেছে, এবং এই ম্যাচেও তা বজায় ছিল। টরচার র‍্যাকের মাধ্যমে রোয়ান জয়লাভ করে। ম্যাচের পরে লিউক হারপার চলে আসে এবং দেখে মনে হয় রোয়ানের সঙ্গে কিছু ফাইট হবে কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কোন ফাইট হয়নি।

♥ Winner: Erick Rowan

♠ Ryback & Big Show vs. Seth Rollins & Kane

এটা একটা ভালো ম্যাচ হতো, কিন্তু অথরিটির ইন্টারফেয়ারের কারনে এই ম্যাচটা ডিস্কোয়ালিফিকেশনে শেষ হয়।

♥ Winner by DQ: Ryback & Big Show

◘ এরপর টিম অথরিটী, টিম সিনাকে ভালোমতো ধোলাই দেই..., এটা দেখে ট্রিপল এইচ একটা স্টিল চেয়ার নিয়ে আসে এবং টিম সিনার সমস্ত মেম্বারদেরকে সেটাতে করে ভালোমতো মার দেই। শেষে রাইব্যাককে একটা জোরদার পেডিগ্রি দিয়ে ট্রিপল এইচ আজকের স্মাকডাউন শেষ করে।


#PS: এই সপ্তাহতে কিছু প্রবলেমের জন্য রেজাল্ট দেরিতে দেওয়া হচ্ছে, আশা করি পরের সপ্তাহে আর প্রবলেম হবে না।

☻WWE SmackDown স্পইলার, ১৯ নভেম্বর ২০১৪

◘ আজকের Raw শুরু হয় অথরিটির আগমন দ্বারা। Triple H, Stephanie McMahon, Kane, Seth Rollins, Joey Mercury এবং Jamie Noble -শো এর শুরুতেই একসঙ্গে আসে। তাদের সঙ্গে ছিল মার্ক হেনরি, লানা ও রুসেভ এবং লুইক হারপার।

◘ ট্রিপল এইচ সারভাইবর সিরিজের এলিমিনেশন ম্যাচটার স্টিপুলেশনের ব্যাপারে বলে যে, সবাই চাই তাদের পাওয়ার চলে যাক, কিন্তু সবাই যা চাইছে সেটা তারা পাবে না। সে আরও বলে যে এখন ভিন্স মিকম্যান কত পপুলার...যদিও আগেকার দিনে তাকে অনেক হেট করা হয়েছে। এরপর ট্রিপ WCW কে মক করে সেটাকে অনাথাশ্রমের সঙ্গে তুলনা করে যাকে পরিচালনা করার মতো কেউ ছিল না, সে বলে WWE -এর সঙ্গে সেরকম কিছু হবে না এবং আজকে রাতেই সবথেকে বড় কন্ট্রাক্ট সাইনিং হতে যাচ্ছে যার ফলে বোঝা যাবে যে সিনার দলে কে কে আছে। 

◘ এরপর স্টেফনি অথরিটিরস সমস্ত মেম্বারগনকে একে একে ইন্ট্রোডিউস করে এবং শেষে রাইব্যাককে নিয়ে আসে। রাইব্যাকের কাছে হোগানের একটা বেল্ট ছিল যেটাতে তার লোগো ছিল। 

◘ কেইন অসন্তুষ্টভাবে বলে যে, আগের দিনে যা ঘটেছে তাতে তার আক্ষেপ আছে। এরপর স্টেফনি কিছুটা দুঃখপ্রকাশ করে আগের বছরের সিনার সঙ্গে রাইব্যাকের ফিউডের ভিডিও দেখায় যে কিভাবে তখন সিনা, রাইব্যাককে ইন্সাল্ট করেছিল। 

◘ এরপর স্টেফ একটা দারুন স্পিচ দেয় কিন্তু রাইব্যাক কিছুতেই গলেনি, সে বলে রাইব্যাক শুধুমাত্র টিম রাইব্যাকের জন্য খেলে। ট্রিপ বলে যে এই ফাইট থেকে দূরে থাকাটাই তার পক্ষে মঙ্গলজনক এবং এরপর সে হারপারকে রিঙ্গেই থাকতে বলে কারন এরপর জিগ্লারের সঙ্গে তার ম্যাচ আছে। 

♠ Luke Harper vs. Dolph Ziggler (IC Title Match) 

ব্রেকের পরেই আনাউন্স করা হয় যে এটা একটা টাইটেল ম্যাচ হতে যাচ্ছে। রিং বেল হবার আগে মার্কারি এবং নোবেল জিগ্লারকে অ্যাটাক করে, এরপর রলিন্স আসে এবং ব্রিফকেসে করে জিগ্লারকে ধোলাই দেয়। ম্যাচ শুরু হবার পরেই হারপার জিগ্লারকে একটা জোরদার কিক মারে কিন্তু জিগ্লার তাতে কিক আউট করে দেয়। তাদের মধ্যে একতরফা ম্যাচ হবার পরে, হারপার একটা ডিসকাস ক্লোথস্লাইন দেওয়ার চেষ্টা করে কিন্তু জিগ্লার সুপারকিকের মাধ্যমে দুই কাউণ্ট লাভ করে, এরপর হারপার একটা পাওয়ারবম্ব দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা দিতে অসামর্থ্য হয়ে একটা জোরদার ক্লোথস্লাইন প্রয়োগ করে এবং জিগ্লারকে কভার করে ম্যাচটা জিতে নেয় এবং আমাদের নতুন IC চ্যাম্পিয়ন হয়ে যায়...জিগ্লারকে সিনার দলে যোগ দেওয়ার প্রথম দাম দিতে হল। 

♥ Winner: Luke Harper

◘ এরপরে অবশ্য রেহাই মিলেনি, রলিন্স কার্ব স্টোম্পের মাধ্যমে তাকে ফিনিশ করে। 

◘ এরপরে ব্যাকস্টেজে দেখা যায় দুইজন মিজ মিলে গ্রাম্পি কাট (ফেসবুকের সবথেকে ফেমাস বিড়াল, যে BC BC বলে)। 

♠ Adam Rose vs. Tyson Kidd

খুব ক্ষণস্থায়ী ম্যাচ হয়। শেষে শার্পশুটারের মাধ্যমে কিড জয়লাভ করে।

♥ Winner: Tyson Kidd

◘ ম্যাচের পরে রোজ, বানিকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু বানি পালিয়ে যায় এবং স্টেজ থেকে রোজকে মক করে। 
◘ এরপর ব্রে ওয়াট আসে এবং দারুন একটা প্রোমো কাটে। এরপর হঠাৎ করে আম্ব্রোসের গোলা শুনতে পাওয়া যায়, কিছুক্ষণের মধ্যেই তাকে স্ক্রিনে দেখা যায়, সে বলে যে একটা নতুন ম্যাজিক ট্রিক শেখা হয়েছে তার। এরপর সে বলে এই ভিডিওটা আগেই রেকর্ড করে রাখা হয়েছিল এবং এইসময় সে সত্যিই এরিনাতে আছে। এরপর লাইট চলে আসে এবং দেখা যায় যে আম্ব্রোস ব্রে-এর দিকে ছুটে আসছে, ব্রে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু আম্ব্রোস তার মধ্যেই কয়েকবার ব্রেকে মারতে সক্ষম হয়। 

♠ Ryback vs. Cesaro 

ম্যাচ শুরু হবার পরে কিছু গোল্ডবারগ -এর চ্যান্ট শোনা যায়। তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে রাইব্যাক একটা মিট হুক ক্লোথস্লাইনের জন্য রেডি হয়, কিন্তু সিজারো কাউন্টার করে একটা দারুন আপারকাট মেরে দেয়। এরপর সিজারো রাইব্যাককে আবার উপরে তুলে আরও একটা আপারকাট মারার জন্য এবং মেরেও দেয়, এরপর সে তার ফিনিশিং মুভ Neutralizer মারার চেষ্টা করলে রাইব্যাক কাউন্টার করে কিন্তু সিজারো স্ফূর্ততার সাথে কাউন্টারের কাউন্টার করে দেয়!! কিন্তু রাইব্যাক শেষপর্যন্ত একটা ক্লোথস্লাইন দিতে সক্ষম হয় এবং তারপর শেল শক দিয়ে ম্যাচটা জিতে যায়। 

♥ Winner: Ryback

◘ এরপর সিনার সঙ্গে রিনি ইয়ং একটা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর বিষয় ছিল সিনার টিম যদি হেরে যায় তাহলে কি হবে সেটা নিয়ে। 

♠ Rusev vs. Heath Slater

সবাই জানে কি হবে, তাই কিছু বলাটাই বোকামি। একটা জোরদার কিক মেরে আকোলেডের মাধ্যমে জয়লাভ করে রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর এরিক রোয়ান এর সঙ্গে মিজ, মিজডোউ এবং গ্রাম্পি ক্যাটের একটা সেগমেন্ট হয়। 

◘ এরপর রিঙ্গে স্টেপ এর সঙ্গে শো -এর একটা সেগমেন্ট হয়। স্টেপ, বিগশো কে বলে যে সিনার টিম ছেড়ে দিলে তাকে হল অফ ফেমে জায়গা দেওয়া হবে। কিন্তু শো জবাবে স্পষ্টতই না বলে দেয়, এবং শেমাস চলে আসে। 

◘ স্টেপ তাদেরকে ফোরস করে একটা ম্যাচ খেলার জন্য এবং যে জিতবে তাকে একটা টাইটেল শটও দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। 

♠ Big Show vs. Sheamus

এদের দুজনের ফিউড আমরা আগেও দেখেছি, সুতরাং ম্যাচটা কেমন হবে তাতো সবাইয়েরই জানা আছে। শেষে বিগ শো একটা চোক্সলাম দিতে গেলে শেমাস কাউণ্টার করে একটা হোয়াইট নয়েস দিয়ে দেয়। এরপর দুইজনেরই নিজের পায়ে দাঁড়াতে সময় লেগে যায়। শেমাস একটা ব্রোজ কিক দেওয়ার চেষ্টা করে, কিন্তু শো কাউণ্টার করে একটা চোকস্লাম দিয়ে দেয়। এরপর শো মধ্যের রোপে উঠে, কিন্তু শেমাস নিজের পায়ে দাড়িয়ে যায় এবং একটা ইলেক্ট্রিক চেয়ার হিট করে। এরপর রুসেভ এবং হেনরি চলে আসে এবং তারা দুজনকেই অ্যাটাক করে, এবং ম্যাচটাকে নো কন্টেস্টে শেষ করতে হয়। 

♥ Winner: No Contest

◘ শেমাস একটা WSS খেয়ে নেয় এবং শো-এর ভাগ্যে জোটে একটা আকোলেড। মনে হয় তারা তাদের স্বীকার পাল্টীয়েছে। 

◘ এরপর ব্রি বেলা আসে, কিন্তু সে এজে লি -এর ড্রেস এবং মিউজিক সহ রিঙ্গে আসে, সেজন্য তাকে বলা হয় এজে বেলা। 

♠ Nikki vs. AJ Bella

আসলে এজে চলে আসে এবং রিংসাইডে বসে পরে। শেষে নিক্কি র‍্যাক অ্যাটাক করতে গেলে এজে লি তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে ব্রি জয়লাভ করে। 

♥ Winner: AJ Bella

◘ এরপর দেখা যায়, ব্যাকস্টেজে সিনা রাইব্যাককে বোঝানোর চেষ্টা করছে তার টিমে জয়েন করার জন্য। কিন্তু রাইব্যাককে দেখে মোটেও প্রভাবিত মনে হচ্ছে না।

♠ The Mizs and Gold and Stardust vs. The Usos and Los Matadores

যতটা লম্বা ম্যাচ হবার কথা ছিল ততটা হয়নি। শেষে সবাই একে অপরকে মারতে থাকে কিন্তু একজন উসো ভুলবশত একজন মাটাডোরসকে হিট করে বসে এবং স্টারডাস্ট ডার্ক ম্যাটার হিট করে জিতে যায়। 

♥ Winners: The Mizs and Gold and Stardust

◘ মাইকেল কোল বলে যে অ্যাটাকের ফলে শেমাস ইঞ্জুর হয়ে গিয়েছে এবং সারভাইবর সিরিজে সে থাকতে পারবে না। 

◘ এরপর ট্রিপ, স্টেপ তাদের সমস্ত সঙ্গিদেরকে নিয়ে আসে কন্ট্রাক্ট সাইনিং এর জন্য। ট্রিপ ক্রাউডদেরকে বলে যে তাদের কাছে কোন আইডিয়াই নাই যে WWE কিকরে চালাতে হয়। সে স্টেপকে বলে যে তারা হারতে পারে না, স্টেপও তাকে শান্তনা দেয় যে হারলে চলবে না। এরপর জন সিনা রিঙ্গে আসে। 

◘ সিনা বলে যে, সে এই ম্যাচটা জিতবেই যেকোনো উপায়ে এবং দরকার হলে ক্রাউডদের মধ্যে থেকেও সে তার টিমে রেসলার নিবে!! সে তার স্বভাবমতোই কয়েকজন কিডদেরকে বাছে এবং তারসঙ্গে একটা সন্ন্যাসীবেশ যুবককেও বাছে। 

◘ এরপর সিনা তার স্বভাবমতোই বাঁশ মেরে কথা বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্টেফনি তাকে একটা জোরদার চর মারে। জবাবে সিনা টেবিলটাকে সরিয়ে দেয় এবং বলে যে রিং ছেড়ে চলে যেতে। 

◘ এরপর দ্য বিগশো আসে এবং সিনার সঙ্গে দাড়িয়ে যায় কিন্তু হঠাৎ করেই এরিক রোয়ান চলে আসে। হারপার এই ঘটনাই রেগে যায় এবং রোয়ানকে বকতে শুরু করে। স্টেফনি এরপর মনে করিয়ে দেয় যে তাদের টিমে এখনও একজন মেম্বার কম পরছে। এরপর ক্রাউড রাইব্যাক চ্যান্ট করতে থাকে কিন্তু সিজারো চলে আসে, সে এমন ভাব করে যেন সিনার টিমেই চলে যাবে, কিন্তু তারপর একটু হিলদের হাসি দিয়ে রিঙ্গের অন্যদিকে অর্থাৎ অথরিটির দিকে চলে যায়। 

◘ এবার রাইব্যাকএর মিউজিক হিট করে, সে আসার পর স্টেফনির দিকে তাকিয়ে একটু হাসে। সে রিঙ্গে আসা মাত্রই সবাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষপর্যন্ত রিঙ্গে সিনা এবং রলিন্স থেকে যায়। সিনা AA দেওয়ায়র চেষ্টা করে কিন্তু ট্রিপল এইচ তাকে অ্যাটাক করে। তারপর ট্রিপ, সিনাকে পেডিগ্রি দেওয়ার জন্য রেডি হয় কিন্তু ঘুরে দেখে যে দ্য বিগ গাই রাইব্যাক দারিয় রয়েছে। হঠাৎ করে সিনা উঠে দাড়িয়ে ট্রিপকে কাঁধে চেরে নেয় এবং জোরদার AA হিট করে তাও আবার টেবিলের উপর। শেষপর্যন্ত দেখা যায় যে আসলে কেউই কন্ট্রাক্ট সাইন করেনি...অর্থাৎ কন্ট্রাক্ট সাইন বাদে যা যা করার ছিল সেগুলি সবই করা হয়েছে এবং এইভাবেই বিনা কন্ট্রাক্ট সাইনিং-এর মাধমেই আজকের RAW শেষ হয়। এখন অনেকটাই পরিষ্কার হল যে কে কোন টীমে থাকবে...আপনাদের কেমন লাগলো আজকের "র"?? 

PS: আজকে রেজাল্ট দিতে এত দেরি হওয়াই আমি আন্তরিকভাবে দুঃখিত।। 



☻WWE Raw রেজাল্ট, ১৮ নভেম্বর ২০১৪