◘ আজকের শো শুরু হয় ট্রিপল এইচের ইন্টারভিউ দিয়ে, যেটা নিচ্ছিল মাইকেল কোল। ট্রিপল এইচ Team Cena vs. Team Authority -নিয়ে একটা প্রোমো কাটে। সিনা বাদে টিম সিনার সকল সদস্যরা স্টেজে আসে যদিও সিনার প্রোমোটাকে বিগ স্ক্রিনেই দেখানো হয়।

♠ Rusev vs. Dolph Ziggler

এটা আজকে রাতের প্রথম ম্যাচ। ম্যাচটা ভালোই ছিল কিন্তু শেষে আশানুরূপভাবে রুসেভ জয়লাভ করে।

♥ Winner: Rusev

◘ Kofi Kingston, Big E এবং Xavier Woods -এর আরও একটা "New Day vignette" প্রোমো দেখানো হয়।

♠ Los Matadores vs. The Miz & Damien Sandow

এই ম্যাচটা ভালো ম্যাচের থেকে বেশী একটা ফান বা কমেডি ম্যাচ। মিজডোউ তার স্টান্ট ডাবলের কাজ করে দর্শকদের কাছ থেকে অনেক পপ পায় যদিও শেষপর্যন্ত ম্যাটাডোরসরাই জয়লাভ করে।

♥ Winners: Los Matadores

◘ এরপর ডিন আম্ব্রোস আসে তার সারভাইবাল কিট সেগমেন্টের জন্য। সে বলেছিল যে কীভাবে ছোটবেলায় সে লাফিয়ে উঠত তার মায়ের কাছ থেকে ব্রাস নাক্লস নেওয়ার জন্য। এই প্রোমোর ব্যাপারে বেশী কিছু জানা যায় না তবে যেটা জানা যায় তা হলো, সেই সারভাইবাল কিটটা হল ডিন আম্ব্রোস নিজেই...এই সেগমেন্টটা ব্রে ওয়াটের যোগ্য সেগমেন্ট ছিল। যদিও ব্রে ওয়াট বিগ স্ক্রিনের মাধ্যমে ইন্টারাপ্ট করে এবং বিগস্ক্রিন থেকেই SS -এর জন্য একটা প্রোমো কাটে।

◘ এরপর আগের দিনের বদলা নিতে এজে লি নিক্কি বেলা সেজে এসেছিল (আগের দিনে এর উল্টোটা হয়েছিল), হিসাব মতো লি এর নাম নিক্কি লি হওয়া উচিত ছিল কিন্তু এজেকে “AJ Bella” বলা হয়েছিল।

♠ AJ Lee vs. Brie Bella

কিছু বলার নাই, এজে সহজেই বেলাকে হারিয়ে দেয়।

♥ Winner: AJ Lee

♠ Erick Rowan vs. Cesaro

সিজারোকে এখনও WWE সাজা দিয়ে চলেছে, এবং এই ম্যাচেও তা বজায় ছিল। টরচার র‍্যাকের মাধ্যমে রোয়ান জয়লাভ করে। ম্যাচের পরে লিউক হারপার চলে আসে এবং দেখে মনে হয় রোয়ানের সঙ্গে কিছু ফাইট হবে কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কোন ফাইট হয়নি।

♥ Winner: Erick Rowan

♠ Ryback & Big Show vs. Seth Rollins & Kane

এটা একটা ভালো ম্যাচ হতো, কিন্তু অথরিটির ইন্টারফেয়ারের কারনে এই ম্যাচটা ডিস্কোয়ালিফিকেশনে শেষ হয়।

♥ Winner by DQ: Ryback & Big Show

◘ এরপর টিম অথরিটী, টিম সিনাকে ভালোমতো ধোলাই দেই..., এটা দেখে ট্রিপল এইচ একটা স্টিল চেয়ার নিয়ে আসে এবং টিম সিনার সমস্ত মেম্বারদেরকে সেটাতে করে ভালোমতো মার দেই। শেষে রাইব্যাককে একটা জোরদার পেডিগ্রি দিয়ে ট্রিপল এইচ আজকের স্মাকডাউন শেষ করে।


#PS: এই সপ্তাহতে কিছু প্রবলেমের জন্য রেজাল্ট দেরিতে দেওয়া হচ্ছে, আশা করি পরের সপ্তাহে আর প্রবলেম হবে না।

☻WWE SmackDown স্পইলার, ১৯ নভেম্বর ২০১৪


◘ আজকের শো শুরু হয় ট্রিপল এইচের ইন্টারভিউ দিয়ে, যেটা নিচ্ছিল মাইকেল কোল। ট্রিপল এইচ Team Cena vs. Team Authority -নিয়ে একটা প্রোমো কাটে। সিনা বাদে টিম সিনার সকল সদস্যরা স্টেজে আসে যদিও সিনার প্রোমোটাকে বিগ স্ক্রিনেই দেখানো হয়।

♠ Rusev vs. Dolph Ziggler

এটা আজকে রাতের প্রথম ম্যাচ। ম্যাচটা ভালোই ছিল কিন্তু শেষে আশানুরূপভাবে রুসেভ জয়লাভ করে।

♥ Winner: Rusev

◘ Kofi Kingston, Big E এবং Xavier Woods -এর আরও একটা "New Day vignette" প্রোমো দেখানো হয়।

♠ Los Matadores vs. The Miz & Damien Sandow

এই ম্যাচটা ভালো ম্যাচের থেকে বেশী একটা ফান বা কমেডি ম্যাচ। মিজডোউ তার স্টান্ট ডাবলের কাজ করে দর্শকদের কাছ থেকে অনেক পপ পায় যদিও শেষপর্যন্ত ম্যাটাডোরসরাই জয়লাভ করে।

♥ Winners: Los Matadores

◘ এরপর ডিন আম্ব্রোস আসে তার সারভাইবাল কিট সেগমেন্টের জন্য। সে বলেছিল যে কীভাবে ছোটবেলায় সে লাফিয়ে উঠত তার মায়ের কাছ থেকে ব্রাস নাক্লস নেওয়ার জন্য। এই প্রোমোর ব্যাপারে বেশী কিছু জানা যায় না তবে যেটা জানা যায় তা হলো, সেই সারভাইবাল কিটটা হল ডিন আম্ব্রোস নিজেই...এই সেগমেন্টটা ব্রে ওয়াটের যোগ্য সেগমেন্ট ছিল। যদিও ব্রে ওয়াট বিগ স্ক্রিনের মাধ্যমে ইন্টারাপ্ট করে এবং বিগস্ক্রিন থেকেই SS -এর জন্য একটা প্রোমো কাটে।

◘ এরপর আগের দিনের বদলা নিতে এজে লি নিক্কি বেলা সেজে এসেছিল (আগের দিনে এর উল্টোটা হয়েছিল), হিসাব মতো লি এর নাম নিক্কি লি হওয়া উচিত ছিল কিন্তু এজেকে “AJ Bella” বলা হয়েছিল।

♠ AJ Lee vs. Brie Bella

কিছু বলার নাই, এজে সহজেই বেলাকে হারিয়ে দেয়।

♥ Winner: AJ Lee

♠ Erick Rowan vs. Cesaro

সিজারোকে এখনও WWE সাজা দিয়ে চলেছে, এবং এই ম্যাচেও তা বজায় ছিল। টরচার র‍্যাকের মাধ্যমে রোয়ান জয়লাভ করে। ম্যাচের পরে লিউক হারপার চলে আসে এবং দেখে মনে হয় রোয়ানের সঙ্গে কিছু ফাইট হবে কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কোন ফাইট হয়নি।

♥ Winner: Erick Rowan

♠ Ryback & Big Show vs. Seth Rollins & Kane

এটা একটা ভালো ম্যাচ হতো, কিন্তু অথরিটির ইন্টারফেয়ারের কারনে এই ম্যাচটা ডিস্কোয়ালিফিকেশনে শেষ হয়।

♥ Winner by DQ: Ryback & Big Show

◘ এরপর টিম অথরিটী, টিম সিনাকে ভালোমতো ধোলাই দেই..., এটা দেখে ট্রিপল এইচ একটা স্টিল চেয়ার নিয়ে আসে এবং টিম সিনার সমস্ত মেম্বারদেরকে সেটাতে করে ভালোমতো মার দেই। শেষে রাইব্যাককে একটা জোরদার পেডিগ্রি দিয়ে ট্রিপল এইচ আজকের স্মাকডাউন শেষ করে।


#PS: এই সপ্তাহতে কিছু প্রবলেমের জন্য রেজাল্ট দেরিতে দেওয়া হচ্ছে, আশা করি পরের সপ্তাহে আর প্রবলেম হবে না।