◘ আজকের Raw শুরু হয় অথরিটির আগমন দ্বারা। Triple H, Stephanie McMahon, Kane, Seth Rollins, Joey Mercury এবং Jamie Noble -শো এর শুরুতেই একসঙ্গে আসে। তাদের সঙ্গে ছিল মার্ক হেনরি, লানা ও রুসেভ এবং লুইক হারপার।

◘ ট্রিপল এইচ সারভাইবর সিরিজের এলিমিনেশন ম্যাচটার স্টিপুলেশনের ব্যাপারে বলে যে, সবাই চাই তাদের পাওয়ার চলে যাক, কিন্তু সবাই যা চাইছে সেটা তারা পাবে না। সে আরও বলে যে এখন ভিন্স মিকম্যান কত পপুলার...যদিও আগেকার দিনে তাকে অনেক হেট করা হয়েছে। এরপর ট্রিপ WCW কে মক করে সেটাকে অনাথাশ্রমের সঙ্গে তুলনা করে যাকে পরিচালনা করার মতো কেউ ছিল না, সে বলে WWE -এর সঙ্গে সেরকম কিছু হবে না এবং আজকে রাতেই সবথেকে বড় কন্ট্রাক্ট সাইনিং হতে যাচ্ছে যার ফলে বোঝা যাবে যে সিনার দলে কে কে আছে। 

◘ এরপর স্টেফনি অথরিটিরস সমস্ত মেম্বারগনকে একে একে ইন্ট্রোডিউস করে এবং শেষে রাইব্যাককে নিয়ে আসে। রাইব্যাকের কাছে হোগানের একটা বেল্ট ছিল যেটাতে তার লোগো ছিল। 

◘ কেইন অসন্তুষ্টভাবে বলে যে, আগের দিনে যা ঘটেছে তাতে তার আক্ষেপ আছে। এরপর স্টেফনি কিছুটা দুঃখপ্রকাশ করে আগের বছরের সিনার সঙ্গে রাইব্যাকের ফিউডের ভিডিও দেখায় যে কিভাবে তখন সিনা, রাইব্যাককে ইন্সাল্ট করেছিল। 

◘ এরপর স্টেফ একটা দারুন স্পিচ দেয় কিন্তু রাইব্যাক কিছুতেই গলেনি, সে বলে রাইব্যাক শুধুমাত্র টিম রাইব্যাকের জন্য খেলে। ট্রিপ বলে যে এই ফাইট থেকে দূরে থাকাটাই তার পক্ষে মঙ্গলজনক এবং এরপর সে হারপারকে রিঙ্গেই থাকতে বলে কারন এরপর জিগ্লারের সঙ্গে তার ম্যাচ আছে। 

♠ Luke Harper vs. Dolph Ziggler (IC Title Match) 

ব্রেকের পরেই আনাউন্স করা হয় যে এটা একটা টাইটেল ম্যাচ হতে যাচ্ছে। রিং বেল হবার আগে মার্কারি এবং নোবেল জিগ্লারকে অ্যাটাক করে, এরপর রলিন্স আসে এবং ব্রিফকেসে করে জিগ্লারকে ধোলাই দেয়। ম্যাচ শুরু হবার পরেই হারপার জিগ্লারকে একটা জোরদার কিক মারে কিন্তু জিগ্লার তাতে কিক আউট করে দেয়। তাদের মধ্যে একতরফা ম্যাচ হবার পরে, হারপার একটা ডিসকাস ক্লোথস্লাইন দেওয়ার চেষ্টা করে কিন্তু জিগ্লার সুপারকিকের মাধ্যমে দুই কাউণ্ট লাভ করে, এরপর হারপার একটা পাওয়ারবম্ব দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা দিতে অসামর্থ্য হয়ে একটা জোরদার ক্লোথস্লাইন প্রয়োগ করে এবং জিগ্লারকে কভার করে ম্যাচটা জিতে নেয় এবং আমাদের নতুন IC চ্যাম্পিয়ন হয়ে যায়...জিগ্লারকে সিনার দলে যোগ দেওয়ার প্রথম দাম দিতে হল। 

♥ Winner: Luke Harper

◘ এরপরে অবশ্য রেহাই মিলেনি, রলিন্স কার্ব স্টোম্পের মাধ্যমে তাকে ফিনিশ করে। 

◘ এরপরে ব্যাকস্টেজে দেখা যায় দুইজন মিজ মিলে গ্রাম্পি কাট (ফেসবুকের সবথেকে ফেমাস বিড়াল, যে BC BC বলে)। 

♠ Adam Rose vs. Tyson Kidd

খুব ক্ষণস্থায়ী ম্যাচ হয়। শেষে শার্পশুটারের মাধ্যমে কিড জয়লাভ করে।

♥ Winner: Tyson Kidd

◘ ম্যাচের পরে রোজ, বানিকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু বানি পালিয়ে যায় এবং স্টেজ থেকে রোজকে মক করে। 
◘ এরপর ব্রে ওয়াট আসে এবং দারুন একটা প্রোমো কাটে। এরপর হঠাৎ করে আম্ব্রোসের গোলা শুনতে পাওয়া যায়, কিছুক্ষণের মধ্যেই তাকে স্ক্রিনে দেখা যায়, সে বলে যে একটা নতুন ম্যাজিক ট্রিক শেখা হয়েছে তার। এরপর সে বলে এই ভিডিওটা আগেই রেকর্ড করে রাখা হয়েছিল এবং এইসময় সে সত্যিই এরিনাতে আছে। এরপর লাইট চলে আসে এবং দেখা যায় যে আম্ব্রোস ব্রে-এর দিকে ছুটে আসছে, ব্রে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু আম্ব্রোস তার মধ্যেই কয়েকবার ব্রেকে মারতে সক্ষম হয়। 

♠ Ryback vs. Cesaro 

ম্যাচ শুরু হবার পরে কিছু গোল্ডবারগ -এর চ্যান্ট শোনা যায়। তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে রাইব্যাক একটা মিট হুক ক্লোথস্লাইনের জন্য রেডি হয়, কিন্তু সিজারো কাউন্টার করে একটা দারুন আপারকাট মেরে দেয়। এরপর সিজারো রাইব্যাককে আবার উপরে তুলে আরও একটা আপারকাট মারার জন্য এবং মেরেও দেয়, এরপর সে তার ফিনিশিং মুভ Neutralizer মারার চেষ্টা করলে রাইব্যাক কাউন্টার করে কিন্তু সিজারো স্ফূর্ততার সাথে কাউন্টারের কাউন্টার করে দেয়!! কিন্তু রাইব্যাক শেষপর্যন্ত একটা ক্লোথস্লাইন দিতে সক্ষম হয় এবং তারপর শেল শক দিয়ে ম্যাচটা জিতে যায়। 

♥ Winner: Ryback

◘ এরপর সিনার সঙ্গে রিনি ইয়ং একটা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর বিষয় ছিল সিনার টিম যদি হেরে যায় তাহলে কি হবে সেটা নিয়ে। 

♠ Rusev vs. Heath Slater

সবাই জানে কি হবে, তাই কিছু বলাটাই বোকামি। একটা জোরদার কিক মেরে আকোলেডের মাধ্যমে জয়লাভ করে রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর এরিক রোয়ান এর সঙ্গে মিজ, মিজডোউ এবং গ্রাম্পি ক্যাটের একটা সেগমেন্ট হয়। 

◘ এরপর রিঙ্গে স্টেপ এর সঙ্গে শো -এর একটা সেগমেন্ট হয়। স্টেপ, বিগশো কে বলে যে সিনার টিম ছেড়ে দিলে তাকে হল অফ ফেমে জায়গা দেওয়া হবে। কিন্তু শো জবাবে স্পষ্টতই না বলে দেয়, এবং শেমাস চলে আসে। 

◘ স্টেপ তাদেরকে ফোরস করে একটা ম্যাচ খেলার জন্য এবং যে জিতবে তাকে একটা টাইটেল শটও দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। 

♠ Big Show vs. Sheamus

এদের দুজনের ফিউড আমরা আগেও দেখেছি, সুতরাং ম্যাচটা কেমন হবে তাতো সবাইয়েরই জানা আছে। শেষে বিগ শো একটা চোক্সলাম দিতে গেলে শেমাস কাউণ্টার করে একটা হোয়াইট নয়েস দিয়ে দেয়। এরপর দুইজনেরই নিজের পায়ে দাঁড়াতে সময় লেগে যায়। শেমাস একটা ব্রোজ কিক দেওয়ার চেষ্টা করে, কিন্তু শো কাউণ্টার করে একটা চোকস্লাম দিয়ে দেয়। এরপর শো মধ্যের রোপে উঠে, কিন্তু শেমাস নিজের পায়ে দাড়িয়ে যায় এবং একটা ইলেক্ট্রিক চেয়ার হিট করে। এরপর রুসেভ এবং হেনরি চলে আসে এবং তারা দুজনকেই অ্যাটাক করে, এবং ম্যাচটাকে নো কন্টেস্টে শেষ করতে হয়। 

♥ Winner: No Contest

◘ শেমাস একটা WSS খেয়ে নেয় এবং শো-এর ভাগ্যে জোটে একটা আকোলেড। মনে হয় তারা তাদের স্বীকার পাল্টীয়েছে। 

◘ এরপর ব্রি বেলা আসে, কিন্তু সে এজে লি -এর ড্রেস এবং মিউজিক সহ রিঙ্গে আসে, সেজন্য তাকে বলা হয় এজে বেলা। 

♠ Nikki vs. AJ Bella

আসলে এজে চলে আসে এবং রিংসাইডে বসে পরে। শেষে নিক্কি র‍্যাক অ্যাটাক করতে গেলে এজে লি তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে ব্রি জয়লাভ করে। 

♥ Winner: AJ Bella

◘ এরপর দেখা যায়, ব্যাকস্টেজে সিনা রাইব্যাককে বোঝানোর চেষ্টা করছে তার টিমে জয়েন করার জন্য। কিন্তু রাইব্যাককে দেখে মোটেও প্রভাবিত মনে হচ্ছে না।

♠ The Mizs and Gold and Stardust vs. The Usos and Los Matadores

যতটা লম্বা ম্যাচ হবার কথা ছিল ততটা হয়নি। শেষে সবাই একে অপরকে মারতে থাকে কিন্তু একজন উসো ভুলবশত একজন মাটাডোরসকে হিট করে বসে এবং স্টারডাস্ট ডার্ক ম্যাটার হিট করে জিতে যায়। 

♥ Winners: The Mizs and Gold and Stardust

◘ মাইকেল কোল বলে যে অ্যাটাকের ফলে শেমাস ইঞ্জুর হয়ে গিয়েছে এবং সারভাইবর সিরিজে সে থাকতে পারবে না। 

◘ এরপর ট্রিপ, স্টেপ তাদের সমস্ত সঙ্গিদেরকে নিয়ে আসে কন্ট্রাক্ট সাইনিং এর জন্য। ট্রিপ ক্রাউডদেরকে বলে যে তাদের কাছে কোন আইডিয়াই নাই যে WWE কিকরে চালাতে হয়। সে স্টেপকে বলে যে তারা হারতে পারে না, স্টেপও তাকে শান্তনা দেয় যে হারলে চলবে না। এরপর জন সিনা রিঙ্গে আসে। 

◘ সিনা বলে যে, সে এই ম্যাচটা জিতবেই যেকোনো উপায়ে এবং দরকার হলে ক্রাউডদের মধ্যে থেকেও সে তার টিমে রেসলার নিবে!! সে তার স্বভাবমতোই কয়েকজন কিডদেরকে বাছে এবং তারসঙ্গে একটা সন্ন্যাসীবেশ যুবককেও বাছে। 

◘ এরপর সিনা তার স্বভাবমতোই বাঁশ মেরে কথা বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্টেফনি তাকে একটা জোরদার চর মারে। জবাবে সিনা টেবিলটাকে সরিয়ে দেয় এবং বলে যে রিং ছেড়ে চলে যেতে। 

◘ এরপর দ্য বিগশো আসে এবং সিনার সঙ্গে দাড়িয়ে যায় কিন্তু হঠাৎ করেই এরিক রোয়ান চলে আসে। হারপার এই ঘটনাই রেগে যায় এবং রোয়ানকে বকতে শুরু করে। স্টেফনি এরপর মনে করিয়ে দেয় যে তাদের টিমে এখনও একজন মেম্বার কম পরছে। এরপর ক্রাউড রাইব্যাক চ্যান্ট করতে থাকে কিন্তু সিজারো চলে আসে, সে এমন ভাব করে যেন সিনার টিমেই চলে যাবে, কিন্তু তারপর একটু হিলদের হাসি দিয়ে রিঙ্গের অন্যদিকে অর্থাৎ অথরিটির দিকে চলে যায়। 

◘ এবার রাইব্যাকএর মিউজিক হিট করে, সে আসার পর স্টেফনির দিকে তাকিয়ে একটু হাসে। সে রিঙ্গে আসা মাত্রই সবাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষপর্যন্ত রিঙ্গে সিনা এবং রলিন্স থেকে যায়। সিনা AA দেওয়ায়র চেষ্টা করে কিন্তু ট্রিপল এইচ তাকে অ্যাটাক করে। তারপর ট্রিপ, সিনাকে পেডিগ্রি দেওয়ার জন্য রেডি হয় কিন্তু ঘুরে দেখে যে দ্য বিগ গাই রাইব্যাক দারিয় রয়েছে। হঠাৎ করে সিনা উঠে দাড়িয়ে ট্রিপকে কাঁধে চেরে নেয় এবং জোরদার AA হিট করে তাও আবার টেবিলের উপর। শেষপর্যন্ত দেখা যায় যে আসলে কেউই কন্ট্রাক্ট সাইন করেনি...অর্থাৎ কন্ট্রাক্ট সাইন বাদে যা যা করার ছিল সেগুলি সবই করা হয়েছে এবং এইভাবেই বিনা কন্ট্রাক্ট সাইনিং-এর মাধমেই আজকের RAW শেষ হয়। এখন অনেকটাই পরিষ্কার হল যে কে কোন টীমে থাকবে...আপনাদের কেমন লাগলো আজকের "র"?? 

PS: আজকে রেজাল্ট দিতে এত দেরি হওয়াই আমি আন্তরিকভাবে দুঃখিত।। 



☻WWE Raw রেজাল্ট, ১৮ নভেম্বর ২০১৪

◘ আজকের Raw শুরু হয় অথরিটির আগমন দ্বারা। Triple H, Stephanie McMahon, Kane, Seth Rollins, Joey Mercury এবং Jamie Noble -শো এর শুরুতেই একসঙ্গে আসে। তাদের সঙ্গে ছিল মার্ক হেনরি, লানা ও রুসেভ এবং লুইক হারপার।

◘ ট্রিপল এইচ সারভাইবর সিরিজের এলিমিনেশন ম্যাচটার স্টিপুলেশনের ব্যাপারে বলে যে, সবাই চাই তাদের পাওয়ার চলে যাক, কিন্তু সবাই যা চাইছে সেটা তারা পাবে না। সে আরও বলে যে এখন ভিন্স মিকম্যান কত পপুলার...যদিও আগেকার দিনে তাকে অনেক হেট করা হয়েছে। এরপর ট্রিপ WCW কে মক করে সেটাকে অনাথাশ্রমের সঙ্গে তুলনা করে যাকে পরিচালনা করার মতো কেউ ছিল না, সে বলে WWE -এর সঙ্গে সেরকম কিছু হবে না এবং আজকে রাতেই সবথেকে বড় কন্ট্রাক্ট সাইনিং হতে যাচ্ছে যার ফলে বোঝা যাবে যে সিনার দলে কে কে আছে। 

◘ এরপর স্টেফনি অথরিটিরস সমস্ত মেম্বারগনকে একে একে ইন্ট্রোডিউস করে এবং শেষে রাইব্যাককে নিয়ে আসে। রাইব্যাকের কাছে হোগানের একটা বেল্ট ছিল যেটাতে তার লোগো ছিল। 

◘ কেইন অসন্তুষ্টভাবে বলে যে, আগের দিনে যা ঘটেছে তাতে তার আক্ষেপ আছে। এরপর স্টেফনি কিছুটা দুঃখপ্রকাশ করে আগের বছরের সিনার সঙ্গে রাইব্যাকের ফিউডের ভিডিও দেখায় যে কিভাবে তখন সিনা, রাইব্যাককে ইন্সাল্ট করেছিল। 

◘ এরপর স্টেফ একটা দারুন স্পিচ দেয় কিন্তু রাইব্যাক কিছুতেই গলেনি, সে বলে রাইব্যাক শুধুমাত্র টিম রাইব্যাকের জন্য খেলে। ট্রিপ বলে যে এই ফাইট থেকে দূরে থাকাটাই তার পক্ষে মঙ্গলজনক এবং এরপর সে হারপারকে রিঙ্গেই থাকতে বলে কারন এরপর জিগ্লারের সঙ্গে তার ম্যাচ আছে। 

♠ Luke Harper vs. Dolph Ziggler (IC Title Match) 

ব্রেকের পরেই আনাউন্স করা হয় যে এটা একটা টাইটেল ম্যাচ হতে যাচ্ছে। রিং বেল হবার আগে মার্কারি এবং নোবেল জিগ্লারকে অ্যাটাক করে, এরপর রলিন্স আসে এবং ব্রিফকেসে করে জিগ্লারকে ধোলাই দেয়। ম্যাচ শুরু হবার পরেই হারপার জিগ্লারকে একটা জোরদার কিক মারে কিন্তু জিগ্লার তাতে কিক আউট করে দেয়। তাদের মধ্যে একতরফা ম্যাচ হবার পরে, হারপার একটা ডিসকাস ক্লোথস্লাইন দেওয়ার চেষ্টা করে কিন্তু জিগ্লার সুপারকিকের মাধ্যমে দুই কাউণ্ট লাভ করে, এরপর হারপার একটা পাওয়ারবম্ব দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা দিতে অসামর্থ্য হয়ে একটা জোরদার ক্লোথস্লাইন প্রয়োগ করে এবং জিগ্লারকে কভার করে ম্যাচটা জিতে নেয় এবং আমাদের নতুন IC চ্যাম্পিয়ন হয়ে যায়...জিগ্লারকে সিনার দলে যোগ দেওয়ার প্রথম দাম দিতে হল। 

♥ Winner: Luke Harper

◘ এরপরে অবশ্য রেহাই মিলেনি, রলিন্স কার্ব স্টোম্পের মাধ্যমে তাকে ফিনিশ করে। 

◘ এরপরে ব্যাকস্টেজে দেখা যায় দুইজন মিজ মিলে গ্রাম্পি কাট (ফেসবুকের সবথেকে ফেমাস বিড়াল, যে BC BC বলে)। 

♠ Adam Rose vs. Tyson Kidd

খুব ক্ষণস্থায়ী ম্যাচ হয়। শেষে শার্পশুটারের মাধ্যমে কিড জয়লাভ করে।

♥ Winner: Tyson Kidd

◘ ম্যাচের পরে রোজ, বানিকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু বানি পালিয়ে যায় এবং স্টেজ থেকে রোজকে মক করে। 
◘ এরপর ব্রে ওয়াট আসে এবং দারুন একটা প্রোমো কাটে। এরপর হঠাৎ করে আম্ব্রোসের গোলা শুনতে পাওয়া যায়, কিছুক্ষণের মধ্যেই তাকে স্ক্রিনে দেখা যায়, সে বলে যে একটা নতুন ম্যাজিক ট্রিক শেখা হয়েছে তার। এরপর সে বলে এই ভিডিওটা আগেই রেকর্ড করে রাখা হয়েছিল এবং এইসময় সে সত্যিই এরিনাতে আছে। এরপর লাইট চলে আসে এবং দেখা যায় যে আম্ব্রোস ব্রে-এর দিকে ছুটে আসছে, ব্রে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু আম্ব্রোস তার মধ্যেই কয়েকবার ব্রেকে মারতে সক্ষম হয়। 

♠ Ryback vs. Cesaro 

ম্যাচ শুরু হবার পরে কিছু গোল্ডবারগ -এর চ্যান্ট শোনা যায়। তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে রাইব্যাক একটা মিট হুক ক্লোথস্লাইনের জন্য রেডি হয়, কিন্তু সিজারো কাউন্টার করে একটা দারুন আপারকাট মেরে দেয়। এরপর সিজারো রাইব্যাককে আবার উপরে তুলে আরও একটা আপারকাট মারার জন্য এবং মেরেও দেয়, এরপর সে তার ফিনিশিং মুভ Neutralizer মারার চেষ্টা করলে রাইব্যাক কাউন্টার করে কিন্তু সিজারো স্ফূর্ততার সাথে কাউন্টারের কাউন্টার করে দেয়!! কিন্তু রাইব্যাক শেষপর্যন্ত একটা ক্লোথস্লাইন দিতে সক্ষম হয় এবং তারপর শেল শক দিয়ে ম্যাচটা জিতে যায়। 

♥ Winner: Ryback

◘ এরপর সিনার সঙ্গে রিনি ইয়ং একটা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর বিষয় ছিল সিনার টিম যদি হেরে যায় তাহলে কি হবে সেটা নিয়ে। 

♠ Rusev vs. Heath Slater

সবাই জানে কি হবে, তাই কিছু বলাটাই বোকামি। একটা জোরদার কিক মেরে আকোলেডের মাধ্যমে জয়লাভ করে রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর এরিক রোয়ান এর সঙ্গে মিজ, মিজডোউ এবং গ্রাম্পি ক্যাটের একটা সেগমেন্ট হয়। 

◘ এরপর রিঙ্গে স্টেপ এর সঙ্গে শো -এর একটা সেগমেন্ট হয়। স্টেপ, বিগশো কে বলে যে সিনার টিম ছেড়ে দিলে তাকে হল অফ ফেমে জায়গা দেওয়া হবে। কিন্তু শো জবাবে স্পষ্টতই না বলে দেয়, এবং শেমাস চলে আসে। 

◘ স্টেপ তাদেরকে ফোরস করে একটা ম্যাচ খেলার জন্য এবং যে জিতবে তাকে একটা টাইটেল শটও দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। 

♠ Big Show vs. Sheamus

এদের দুজনের ফিউড আমরা আগেও দেখেছি, সুতরাং ম্যাচটা কেমন হবে তাতো সবাইয়েরই জানা আছে। শেষে বিগ শো একটা চোক্সলাম দিতে গেলে শেমাস কাউণ্টার করে একটা হোয়াইট নয়েস দিয়ে দেয়। এরপর দুইজনেরই নিজের পায়ে দাঁড়াতে সময় লেগে যায়। শেমাস একটা ব্রোজ কিক দেওয়ার চেষ্টা করে, কিন্তু শো কাউণ্টার করে একটা চোকস্লাম দিয়ে দেয়। এরপর শো মধ্যের রোপে উঠে, কিন্তু শেমাস নিজের পায়ে দাড়িয়ে যায় এবং একটা ইলেক্ট্রিক চেয়ার হিট করে। এরপর রুসেভ এবং হেনরি চলে আসে এবং তারা দুজনকেই অ্যাটাক করে, এবং ম্যাচটাকে নো কন্টেস্টে শেষ করতে হয়। 

♥ Winner: No Contest

◘ শেমাস একটা WSS খেয়ে নেয় এবং শো-এর ভাগ্যে জোটে একটা আকোলেড। মনে হয় তারা তাদের স্বীকার পাল্টীয়েছে। 

◘ এরপর ব্রি বেলা আসে, কিন্তু সে এজে লি -এর ড্রেস এবং মিউজিক সহ রিঙ্গে আসে, সেজন্য তাকে বলা হয় এজে বেলা। 

♠ Nikki vs. AJ Bella

আসলে এজে চলে আসে এবং রিংসাইডে বসে পরে। শেষে নিক্কি র‍্যাক অ্যাটাক করতে গেলে এজে লি তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে ব্রি জয়লাভ করে। 

♥ Winner: AJ Bella

◘ এরপর দেখা যায়, ব্যাকস্টেজে সিনা রাইব্যাককে বোঝানোর চেষ্টা করছে তার টিমে জয়েন করার জন্য। কিন্তু রাইব্যাককে দেখে মোটেও প্রভাবিত মনে হচ্ছে না।

♠ The Mizs and Gold and Stardust vs. The Usos and Los Matadores

যতটা লম্বা ম্যাচ হবার কথা ছিল ততটা হয়নি। শেষে সবাই একে অপরকে মারতে থাকে কিন্তু একজন উসো ভুলবশত একজন মাটাডোরসকে হিট করে বসে এবং স্টারডাস্ট ডার্ক ম্যাটার হিট করে জিতে যায়। 

♥ Winners: The Mizs and Gold and Stardust

◘ মাইকেল কোল বলে যে অ্যাটাকের ফলে শেমাস ইঞ্জুর হয়ে গিয়েছে এবং সারভাইবর সিরিজে সে থাকতে পারবে না। 

◘ এরপর ট্রিপ, স্টেপ তাদের সমস্ত সঙ্গিদেরকে নিয়ে আসে কন্ট্রাক্ট সাইনিং এর জন্য। ট্রিপ ক্রাউডদেরকে বলে যে তাদের কাছে কোন আইডিয়াই নাই যে WWE কিকরে চালাতে হয়। সে স্টেপকে বলে যে তারা হারতে পারে না, স্টেপও তাকে শান্তনা দেয় যে হারলে চলবে না। এরপর জন সিনা রিঙ্গে আসে। 

◘ সিনা বলে যে, সে এই ম্যাচটা জিতবেই যেকোনো উপায়ে এবং দরকার হলে ক্রাউডদের মধ্যে থেকেও সে তার টিমে রেসলার নিবে!! সে তার স্বভাবমতোই কয়েকজন কিডদেরকে বাছে এবং তারসঙ্গে একটা সন্ন্যাসীবেশ যুবককেও বাছে। 

◘ এরপর সিনা তার স্বভাবমতোই বাঁশ মেরে কথা বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্টেফনি তাকে একটা জোরদার চর মারে। জবাবে সিনা টেবিলটাকে সরিয়ে দেয় এবং বলে যে রিং ছেড়ে চলে যেতে। 

◘ এরপর দ্য বিগশো আসে এবং সিনার সঙ্গে দাড়িয়ে যায় কিন্তু হঠাৎ করেই এরিক রোয়ান চলে আসে। হারপার এই ঘটনাই রেগে যায় এবং রোয়ানকে বকতে শুরু করে। স্টেফনি এরপর মনে করিয়ে দেয় যে তাদের টিমে এখনও একজন মেম্বার কম পরছে। এরপর ক্রাউড রাইব্যাক চ্যান্ট করতে থাকে কিন্তু সিজারো চলে আসে, সে এমন ভাব করে যেন সিনার টিমেই চলে যাবে, কিন্তু তারপর একটু হিলদের হাসি দিয়ে রিঙ্গের অন্যদিকে অর্থাৎ অথরিটির দিকে চলে যায়। 

◘ এবার রাইব্যাকএর মিউজিক হিট করে, সে আসার পর স্টেফনির দিকে তাকিয়ে একটু হাসে। সে রিঙ্গে আসা মাত্রই সবাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষপর্যন্ত রিঙ্গে সিনা এবং রলিন্স থেকে যায়। সিনা AA দেওয়ায়র চেষ্টা করে কিন্তু ট্রিপল এইচ তাকে অ্যাটাক করে। তারপর ট্রিপ, সিনাকে পেডিগ্রি দেওয়ার জন্য রেডি হয় কিন্তু ঘুরে দেখে যে দ্য বিগ গাই রাইব্যাক দারিয় রয়েছে। হঠাৎ করে সিনা উঠে দাড়িয়ে ট্রিপকে কাঁধে চেরে নেয় এবং জোরদার AA হিট করে তাও আবার টেবিলের উপর। শেষপর্যন্ত দেখা যায় যে আসলে কেউই কন্ট্রাক্ট সাইন করেনি...অর্থাৎ কন্ট্রাক্ট সাইন বাদে যা যা করার ছিল সেগুলি সবই করা হয়েছে এবং এইভাবেই বিনা কন্ট্রাক্ট সাইনিং-এর মাধমেই আজকের RAW শেষ হয়। এখন অনেকটাই পরিষ্কার হল যে কে কোন টীমে থাকবে...আপনাদের কেমন লাগলো আজকের "র"?? 

PS: আজকে রেজাল্ট দিতে এত দেরি হওয়াই আমি আন্তরিকভাবে দুঃখিত।।