♠ রোমান রেইন্সঃ-
•অনেকেই ভাবছেন যে সারভাইবর সিরিজে রোমান রিটার্ন করে টিম সিনাতে যোগ দিবে, কিন্তু তাদের ধারনা ভুল! আসলে রোমানের রিঙ্গে পারফর্ম করার মতো ফিটনেস ফিরে এতে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে। অন্যদিকে, ডিসেম্বরের শেষের দিকের শোগুলিতে রোমানকে এখন থেকেই অ্যাডভারটাইস করা হচ্ছে, সুতরাং সে ওই সময়েই রিটার্ন করতে পারে। অনেক জাগাতে শোনা যাচ্ছে যে  ২৬শে ডিসেম্বরের লাইভ ইভেন্টে রোমান রিটার্ন করবে তবে এটাও হতে পারে যে তার আগেই তাকে টিভিতে দেখা যাবে। 

•রিটার্ন করার পরে রোমান সম্ভবত তার পুরানো পার্টনার সেথ রলিন্সের সঙ্গেই ফিউডটা চালিয়ে যাবে কারন সেখান থেকেই সে WWE থেকে ইঞ্জুরির কারনে চলে গিয়েছিল, কিন্তু যাই হোক এই বছরেই রোমার রিটার্ন করতে চলেছে এটা প্রায় নিশ্চিত। এখন ডিসেম্বরে রিটার্ন করলে WWE ক্রিয়েটিভ টিমের কাছে এক মাস সময় থাকবে ডিসাইড করার জন্য যে রোমানকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিওনশিপের ফিউডে রাখবে না সেখান থেকে সরিয়ে দিবে। 

♠ ড্যানিয়েল ব্রায়েনঃ- 
•কিছুদিন আগেই WWE কর্তৃপক্ষ লাইভ ইভেন্ট-এ ড্যানিয়েল ব্রায়েনের মার্চেনডাইসের দাম ৬০ শতাংশ কমিয়ে দিয়েছে, যেটা হয়তো একটা ইঙ্গিত যে ব্রায়েনের রিটার্নে এখনও অনেক সময় বাকি আছে। যদিও তারা Rey Mysterio -এর সঙ্গেও একই জিনিস করেছে যে কিছু সময়ের মধ্যেই রিটার্ন করবে, তাছাড়াও জ্যাক রাইডারের সঙ্গেও সেম জিনিস করা হয়েছে যে ছয় মাসের মধ্যেই রিটার্ন করবে। 

•ব্রায়েনকে রেসেল্মেনিয়া ৩১ -এর প্রোমোশোনাল কাজের অন্তর্ভুক্ত করা হলেও WWE-এর কাছে তার রিটার্নের কোন টাইমটেবিল এখনও তৈরি হয়নি। এমনকি রেসেল্মেনিয়াতে তাকে নিয়ে কোন স্টোরিলাইনও  তৈরি হয়নি। স্টোরিরাইটাররা বলেছেন যে এখনও পর্যন্ত ব্রায়নেকেনিয়ে কোন চিন্তাভাবনা করা হয়নি, পরে আদেশ পেলে সেটা করা হবে। 

♠ ব্যাড নিউজ ব্যারেটঃ- 
•ব্যারেটের ফ্যানদের জন্য সুখবর আছে। সবকিছু ঠিক থাকলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই ব্যারেট WWE-তে রিটার্ন করবে, ম্যাচে আসতে আরও একটু টাইম লাগবে। ব্যারেট ইতিমধ্যেই তার লিফটিং শুরু করে দিয়েছে, যদিও তার নর্মাল সাইজ পর্যন্ত এখনও পৌছাতে পারে নি। 

•সম্ভবত তিন সপ্তাহ পরেই Orlando-তে WWE -এর পারফর্মেন্স সেন্টারে গিয়ে ব্যারেট তার ফাইনাল ট্রেনিং শুরু করে দিবে। সে রিটার্ন করলে তার পুরানো প্রতিদ্বন্দ্বী ডলফ জিগ্লারের উপরে এবং IC টাইটেলের উপরেই নজর দিবে,কারন সে IC টাইটেলটাকে সারেন্ডার করেছিল এবং এখন তার রিমাচ পেলে সেটাই স্বাভাবিক ঘটনা হবে। যদিও জিগ্লার এখন আর চ্যাম্পিয়ন নাই, সেক্ষেত্রে IC টাইটেলের রি-ম্যাচ পেতে গেলে ব্যারেটকে ফেস হতে হবে, এখন দেখা যাক কি হয়।। 

♠ ক্রিশ জেরিকোঃ- 
•আগে শোনা যাচ্ছিল যে, জেরিকো রয়্যাল রাম্বালের আগেই জানুয়ারি মাসে রিটার্ন করবে, এমনকি তাকে ১৭ই জানুয়ারীতে হতে চলা লাইভ ইভেন্টেও অ্যাডভারটাইস করা হয়েছে। The Wrestling Observer-একটা রিপোর্টে বলেছে যে, জেরিকো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সবকয়টি লাইভ ইভেন্টে থাকবেন। 

•বর্তমানে এটা প্লান করা হয়েছে যে জেরিকোকে লেসনারের উলটা পথে ব্যবহার করা হবে কারন সে শুধুই লাইভ ইভন্টে কাজ করবে, কোন টিভি শো বা PPV -তে আসবে না এই দুই মাসের জন্য। কিন্তু WWE -এর প্লান সবসময় পরিবর্তিত হয় সুতরাং দরকার পরলে জেরিকোকে টিভিতেও দেখা যেতে পারে। বলে রাখা ভালো যে, রেসেলমেনিয়া ৩১ -এর জন্য এখনও জেরিকোকে নিয়ে কিছু প্লান করা হয়নি। 


♠ রেন্ডি অরটনঃ- 
•আপনারা সবাই হয়তো জানেন যে, অরটোন "The Condemned 2" -নামক মুভির জন্য কয়েক সপ্তাহের মতো WWE থেকে স্টোরিলাইন ইঞ্জুরি নিয়ে চলে গেছে। এখন সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে অরটোন সারভাইবর সিরিজে রিটার্ন করবে কি না..., উত্তরটা কেউ জানে না, কারন এটাকে হয়তো খুবই সিক্রেট রাখা হচ্ছে। 

•ভালো কথা হল এই যে, এবারের সারভাইবর সিরিজ অরটোনের হোমটাউন সেন্ট লুইসে হতে চলেছে, এবং এইখানে রিটার্ন করে অথরিটীকে বাঁশ দিলে তার থেকে ভালো কিছু হতে পারে না। যদিও অরটোন রিটার্ন করার পর তার সঙ্গে সেথের ফিউডটাকেই কন্টিনিউ করা হবে এবং সেটাকেই গুরুত্ব দেওয়া হবে। 

♥ আজকের মতো এখানেই শেষ, পরে আরও রিটার্ন আপডেট দিবো...আমাদের সাথেই থাকুন।।

Roman Reigns, Daniel Bryan, Bad News Barrett, Randy Orton, Chris Jericho -এদের রিটার্ন নিউজ (মেঘা পোস্ট)

♠ রোমান রেইন্সঃ-
•অনেকেই ভাবছেন যে সারভাইবর সিরিজে রোমান রিটার্ন করে টিম সিনাতে যোগ দিবে, কিন্তু তাদের ধারনা ভুল! আসলে রোমানের রিঙ্গে পারফর্ম করার মতো ফিটনেস ফিরে এতে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে। অন্যদিকে, ডিসেম্বরের শেষের দিকের শোগুলিতে রোমানকে এখন থেকেই অ্যাডভারটাইস করা হচ্ছে, সুতরাং সে ওই সময়েই রিটার্ন করতে পারে। অনেক জাগাতে শোনা যাচ্ছে যে  ২৬শে ডিসেম্বরের লাইভ ইভেন্টে রোমান রিটার্ন করবে তবে এটাও হতে পারে যে তার আগেই তাকে টিভিতে দেখা যাবে। 

•রিটার্ন করার পরে রোমান সম্ভবত তার পুরানো পার্টনার সেথ রলিন্সের সঙ্গেই ফিউডটা চালিয়ে যাবে কারন সেখান থেকেই সে WWE থেকে ইঞ্জুরির কারনে চলে গিয়েছিল, কিন্তু যাই হোক এই বছরেই রোমার রিটার্ন করতে চলেছে এটা প্রায় নিশ্চিত। এখন ডিসেম্বরে রিটার্ন করলে WWE ক্রিয়েটিভ টিমের কাছে এক মাস সময় থাকবে ডিসাইড করার জন্য যে রোমানকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিওনশিপের ফিউডে রাখবে না সেখান থেকে সরিয়ে দিবে। 

♠ ড্যানিয়েল ব্রায়েনঃ- 
•কিছুদিন আগেই WWE কর্তৃপক্ষ লাইভ ইভেন্ট-এ ড্যানিয়েল ব্রায়েনের মার্চেনডাইসের দাম ৬০ শতাংশ কমিয়ে দিয়েছে, যেটা হয়তো একটা ইঙ্গিত যে ব্রায়েনের রিটার্নে এখনও অনেক সময় বাকি আছে। যদিও তারা Rey Mysterio -এর সঙ্গেও একই জিনিস করেছে যে কিছু সময়ের মধ্যেই রিটার্ন করবে, তাছাড়াও জ্যাক রাইডারের সঙ্গেও সেম জিনিস করা হয়েছে যে ছয় মাসের মধ্যেই রিটার্ন করবে। 

•ব্রায়েনকে রেসেল্মেনিয়া ৩১ -এর প্রোমোশোনাল কাজের অন্তর্ভুক্ত করা হলেও WWE-এর কাছে তার রিটার্নের কোন টাইমটেবিল এখনও তৈরি হয়নি। এমনকি রেসেল্মেনিয়াতে তাকে নিয়ে কোন স্টোরিলাইনও  তৈরি হয়নি। স্টোরিরাইটাররা বলেছেন যে এখনও পর্যন্ত ব্রায়নেকেনিয়ে কোন চিন্তাভাবনা করা হয়নি, পরে আদেশ পেলে সেটা করা হবে। 

♠ ব্যাড নিউজ ব্যারেটঃ- 
•ব্যারেটের ফ্যানদের জন্য সুখবর আছে। সবকিছু ঠিক থাকলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই ব্যারেট WWE-তে রিটার্ন করবে, ম্যাচে আসতে আরও একটু টাইম লাগবে। ব্যারেট ইতিমধ্যেই তার লিফটিং শুরু করে দিয়েছে, যদিও তার নর্মাল সাইজ পর্যন্ত এখনও পৌছাতে পারে নি। 

•সম্ভবত তিন সপ্তাহ পরেই Orlando-তে WWE -এর পারফর্মেন্স সেন্টারে গিয়ে ব্যারেট তার ফাইনাল ট্রেনিং শুরু করে দিবে। সে রিটার্ন করলে তার পুরানো প্রতিদ্বন্দ্বী ডলফ জিগ্লারের উপরে এবং IC টাইটেলের উপরেই নজর দিবে,কারন সে IC টাইটেলটাকে সারেন্ডার করেছিল এবং এখন তার রিমাচ পেলে সেটাই স্বাভাবিক ঘটনা হবে। যদিও জিগ্লার এখন আর চ্যাম্পিয়ন নাই, সেক্ষেত্রে IC টাইটেলের রি-ম্যাচ পেতে গেলে ব্যারেটকে ফেস হতে হবে, এখন দেখা যাক কি হয়।। 

♠ ক্রিশ জেরিকোঃ- 
•আগে শোনা যাচ্ছিল যে, জেরিকো রয়্যাল রাম্বালের আগেই জানুয়ারি মাসে রিটার্ন করবে, এমনকি তাকে ১৭ই জানুয়ারীতে হতে চলা লাইভ ইভেন্টেও অ্যাডভারটাইস করা হয়েছে। The Wrestling Observer-একটা রিপোর্টে বলেছে যে, জেরিকো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সবকয়টি লাইভ ইভেন্টে থাকবেন। 

•বর্তমানে এটা প্লান করা হয়েছে যে জেরিকোকে লেসনারের উলটা পথে ব্যবহার করা হবে কারন সে শুধুই লাইভ ইভন্টে কাজ করবে, কোন টিভি শো বা PPV -তে আসবে না এই দুই মাসের জন্য। কিন্তু WWE -এর প্লান সবসময় পরিবর্তিত হয় সুতরাং দরকার পরলে জেরিকোকে টিভিতেও দেখা যেতে পারে। বলে রাখা ভালো যে, রেসেলমেনিয়া ৩১ -এর জন্য এখনও জেরিকোকে নিয়ে কিছু প্লান করা হয়নি। 


♠ রেন্ডি অরটনঃ- 
•আপনারা সবাই হয়তো জানেন যে, অরটোন "The Condemned 2" -নামক মুভির জন্য কয়েক সপ্তাহের মতো WWE থেকে স্টোরিলাইন ইঞ্জুরি নিয়ে চলে গেছে। এখন সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে অরটোন সারভাইবর সিরিজে রিটার্ন করবে কি না..., উত্তরটা কেউ জানে না, কারন এটাকে হয়তো খুবই সিক্রেট রাখা হচ্ছে। 

•ভালো কথা হল এই যে, এবারের সারভাইবর সিরিজ অরটোনের হোমটাউন সেন্ট লুইসে হতে চলেছে, এবং এইখানে রিটার্ন করে অথরিটীকে বাঁশ দিলে তার থেকে ভালো কিছু হতে পারে না। যদিও অরটোন রিটার্ন করার পর তার সঙ্গে সেথের ফিউডটাকেই কন্টিনিউ করা হবে এবং সেটাকেই গুরুত্ব দেওয়া হবে। 

♥ আজকের মতো এখানেই শেষ, পরে আরও রিটার্ন আপডেট দিবো...আমাদের সাথেই থাকুন।।