প্রো-রেসলিং এ রিং স্কিল টায় মুল ফ্যাক্ট না বিশেষ করে আমেরিকান রেসলিং এ রেস্লারদের রিং স্কিলের পাশাপাশি তার রিং এট্টিচিউড,এন্টারটেইনিং ক্যারিশমা,বডি ল্যাংগুয়েজ,কস্টিউম,মাইক স্কিল সবকিছুই একটি অপরটির পরিপুরক হিসেবে কাজ করে। একজন রেস্লার ট্যাকনিক্যালি রিং স্কিলে দুর্বল হলেও তার এন্টারটেইনিং ক্যারিশমা কিংবা বডি ল্যাংগুয়েজ কিংবা রিং এট্টিচিউড থাকলে তার কপাল খুলে যায়, এমনকি তার রিং গিয়ার/কস্টিউমও তার পজিশন গড়ে দেয়। আমেরিকান রেসলিং এর পলিসিটায় এমন। তাই বারবার বলি যে আমেরিকান রেসলিং জাপানিজ,লুচা লিব্রে রেসলিং থেকে আলাদা। একটির সাথে আরেকটি মিলানো মুর্খামী।

সেরা ১০টি WWE রেসলিং কস্টিউম


প্রো-রেসলিং, যার গাঁথুনি শিল্প রচিত হয়েছে জাপানে। স্ট্রং স্টাইল,পুরোরেসু স্টাইল যা দিয়েছে প্রো-রেসলিংকে এমেচারিজম,ড্রামাটিজেশনের পাশাপাশি সত্যিকার ফাইটিংয়ের আমেজ,সেই বিখ্যাত জাপানী এরার কর্ণদ্বার NJPW র সবচেয়ে বড় প্রাইজের কথা বলছিলাম,বলছিলাম "IWGP Heavyweight Championship" এর কথা।

"The International Wrestling Grand Prix" পূর্ণরূপের সংক্ষিপ্ত ফর্ম হলো এই "IWGP", মূলত রেসলিং সংক্রান্ত একটি টুর্নামেন্টকে কেন্দ্র করে এর এই নাম। টাইটেলটি তার যাত্রার সোপানে প্রথম পা ফেলে ১৯৮৭ সালের ১২ জুন।

সেই থেকে আজ অবধি এটি এর স্ব-মহিমায় এখনোও উজ্জ্বীবিত। অনেক রতী-মহারতীরা এই টাইটেলটিকে গায়ে জড়িয়ে হয়েছেন গৌরবান্বিত,স্বীয় জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায় সেরাদের সেরার তালিকায়। হবেই বা না কেনো, এই টাইটেলটির নিজের ই যে ভার,একে অর্জনের জন্য যে বিষ পান করে নীলকন্ঠ ধারণ করতে হয় তা কোনো নিতান্তকে ও তুখোড় জনে পরিণত করে। 

দুনিয়াব্যাপী প্রো-রেসলিং প্রমোশন অজস্র। প্রতিটি প্রমোশনের রয়েছে আবার নিজস্ব World টাইটেল। তথাপি এতোসবের মধ্যে IWGP টাইটেলটি কেনো এতো পপুলার যে হাইলাইট মার্কিং এর ওপর ই এসে পড়ে, কেনো এর ভার এতো বেশী যে তথাকথিত বিশ্বসেরারা ও এর নাগাল পায় না?

প্রো-রেসলিং -এ সবচেয়ে সম্মানিত পুরস্কার


• Wrestling Observer এর মতে, Survivor Series এর আগে রিঙে ফিরতে পারে Roman Reigns. তবে Bray Wyatt ও Bo Dallas কবে ফিরবে তা এখনো জানা যায়নি।


• PWInsider এর মতে WWE আগামী বছরের জানুয়ারির ১২ তারিখে হতে যাওয়া RAW তে, RAW এর পঁচিশ বছর পূর্তি সেলিব্রেট করবে। অর্থাৎ স্পেশাল কিছু হবে ওইদিন RAW তে। তাছাড়া ওই দিন RAW অনুষ্ঠিত হবে Brooklyn,NY এর Barclay's Center এ। WWE চাচ্ছে একটি ডিভিডি ও প্রকাশ করতে।


• Dave Meltzer এর মতে, Survivor Series এ Brock Lesnar vs. Jinder Mahal ম্যাচের জন্য স্পেশাল রেফারী রাখার পরিকল্পনা করছে WWE. বিভিন্ন সূত্র অনুসারে রেফারী হিসেবে John Cena'র নাম শোনা যাচ্ছে।


• Dave Meltzer এর মতে, Survivor Series-এ Brock Lesnar vs. Jinder Mahal ম্যাচে John Cena কে স্পেশাল রেফারী রাখার পরিকল্পনা WWE'র থাকলেও Vince McMahon আরো বড় কোন সুপারস্টারকে রেফারী হিসেবে চাইছে। বর্তমানে The Rock এবং Steve Austin কে আনার চেষ্টা চালাচ্ছে WWE.


• Wrestling Observer এর মতে, Aiden English ও Rusev এখন থেকে ট্যাগ টিম হিসেবে পারফর্ম করবে।


• আজ সাবেক WWE সুপারস্টার ও বর্তমান UFC ফাইটার CM Punk এর ৩৯তম জন্মদিন। দুইবারের WWE চ্যাম্পিয়ন, মডার্ন ইরার সবচেয়ে বেশি দিনের চ্যাম্পিয়ন [৪৩৪ দিন], একজন মিক্সড মার্শাল আর্টিস্ট, কমিক বুক রাইটার, অবসরপ্রাপ্ত প্রোফেশনাল রেস্লার এবং একজন ইউএফসি ফাইটার সি.এম. পাংক আজকে ৩৯ বছরে পদার্পণ করলেন। ১৯৭৮ সালের আজকের এই দিনেই আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন বেস্ট ইন দ্যা ওয়ার্ল্ড হিসেবে পরিচিত, নিউ নেক্সাসের লিডার।

CM Punk এর জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল পোস্ট- 



• Cageside Seats এর মতে খুব শীঘ্রই Raw-এর সুপারস্টাররা SmackDown কে আক্রমণ করবে। এই সপ্তাহে SmackDown-এর ট্যুরের শিডিউলে সমস্যা হতে পারে বিধায় Raw-এর সুপারস্টাররা SmackDown এ আক্রমণ চালায়নি। গত RAW-তে কমিশনার Shane McMahon এর নেতৃত্বে RAW'র সকল সুপারস্টারকে আক্রমণ করে SmackDown Live এর সুপারস্টাররা।


• আগামী SmackDown Live এপিসোডের জন্য দুটি ম্যাচ কনফার্ম করা হয়েছে। . একটি হচ্ছে Shinsuke Nakamura vs. Kevin Owens, অপরটি হলো Bobby Roode vs. Dolph Ziggler, এটা 2 out of 3 Falls ম্যাচ হবে। . দুইটি ম্যাচই হচ্ছে Survivor Series Qualifying Match! Naka-Kevin ম্যাচটা অনেকটা আনপ্রেডিক্টেবল। ম্যাচটা ক্লিনলি হবে না, এটা বলা যায় আবার এই ম্যাচের মাধ্যমেই Nakamura-কে এটাক করে হীল টার্ন করতে পারে Randy Orton! . ওদিকে Bobby-Dolph প্রেডিক্টেবল ম্যাচ হলেও ম্যাচটা থেকে ভালো কিছু আশা করা যায়। দুজনেরই স্ট্যামিনার কমতি নেই, তার উপর এটা হবে 2 out of 3 Falls ম্যাচ!


Survivor Series আপডেট কার্ড :

১) Universal চ্যাম্পিয়ন Brock Lesnar vs. WWE চ্যাম্পিয়ন Jinder Mahal
২) RAW Men's Team vs. Smackdown Men's Team
৩) RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss vs. Smackdown Women's চ্যাম্পিয়ন Natalya
৪) RAW Women's Team vs. Smackdown Women's Team
৫) Intercontinental চ্যাম্পিয়ন The Miz vs. United States চ্যাম্পিয়ন Baron Corbin
৬) RAW Tag চ্যাম্পিয়ন্স Seth Rollins ও Dean Ambrose vs. Smackdown Tag চ্যাম্পিয়ন্স The Usos 


• TLC Match Ratings by Dave Meltzar :

Sasha Banks vs. Alicia Fox
2.25 ★

Asuka vs. Emma
2.50 ★

Cedric Alexander & Rich Swann vs. The Brian Kendrick & Jack Gallagher
3 ★

Alexa Bliss vs. Mickie James
2.75 ★

Kalisto vs. Enzo Amore
1.75 ★

Elias vs. Jason Jordan
2 ★

Finn Balor vs. AJ Styles
4.25 ★

Kurt Angle & The Shield vs. The Miz, The Bar, Kane & Braun Strowman
4.25 ★


• এবছর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এজে স্টাইলস! ম্যাচসংখ্যাঃ- ১৩৮ টি। এবং এবছর সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ডিন অ্যাম্ব্রোস! ম্যাচসংখ্যাঃ- ১১৮ টি :)
• লেখকঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা ** ।

WWE নিউজ আপডেট, ২৭/১০/২০১৭


আজ মডার্ন এরার সবচেয়ে বেশি দিনের WWE Champion, CM Punk এর ৩৯তম জন্মদিন। সে তার সময়কার সেরা রেসলারদের একজন ছিল এবং সর্বকালের সেরা টকারদের একজন। তার এমন অনেকগুলা উক্তি রয়েছে যেগুলো একই সাথে অনুপ্রেরণীয় এবং শিক্ষণীয়ও। তার এরকম সেরা কিছু উক্তি এ পোস্টে দেওয়া হলো:-

• "The best thing you can probably do is keep a low profile, keep your eyes and ears open, your mouth shut, and you will learn a ton"
অর্থ:- সম্ভবত যে কাজটি করলে তোমার জন্য সবচেয়ে ভাল হবে সেটা হচ্ছে নিজেকে সর্বদা সবার আকর্ষণে যতটা সম্ভব কম রাখা, নিজের চোখ ও কান খোলা রাখা, নিজের মুখ বন্ধ রাখা, এবং তুমি অনেক কিছু শিখতে পারবা।

• "Whatever your walk in life is, you pick what you want to be, then go ahead and be the best one"
অর্থ:- জীবনে তোমার অবস্থান যেখানেই হোক না কেন, তুমি যা হতে চাও সেটা নির্ধারণ করো, তারপর সেদিকে এগিয়ে চলে সে বিষয়ে সেরা হও।

• "Haters are my favorite I've built an empire with the bricks they've thrown at me Keep on hating"
অর্থ:- হেটাররা আমার প্রিয়। তারা আমার দিকে যে ইটগুলো ছুড়ে মেরেছে তা দিয়ে আমি একটা সাম্রাজ্য গড়ে তুলেছি। আমাকে ঘৃণা করতে থাকো।

• "I don't smoke, I don't drink, I don't use drugs That may be boring for some people, but that's just me That's how I live my life That stuff never appealed to me and I never understood getting so messed up that you can’t even walk home or remember the previous night I choose to live my life without it"
অর্থ:- আমি ধূমপান করি না, মদ্যপান করি না, ড্রাগ সেবন করি না। সেটা কিছু মানুষের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু আমি এরকমই। এভাবেই আমি নিজের জীবন যাপন করি। ঐসব জিনিস আমাকে কখনোই আকর্ষিত করেনি আর আমিও কখনো ঠিকমত হেটে বাসায় যেতে না পারা, কিংবা গত রাতের কথা ভুলে যাওয়ার মত নিজেকে এতটা বিশৃঙ্খল করে তোলার কারণটা বুঝিনি। আমি এটা ছাড়াই নিজের জীবন যাপন করার সিদ্ধান্ত নেই।

• "Sometimes it's what you don't do that makes you who you are"
অর্থ:- মাঝে মধ্যে তুমি যেটা করো না সেটাই সবাইকে জানিয়ে দেয় যে তুমি কে।

• "I always like being the bad guy It just comes more natural to me I don't gotta smile, I don't gotta kiss babies It's easier to tell people at airports at four in the morning that I'm not signing their stuff"
অর্থ:- আমি সর্বদা একজন খারাপ মানুষ হয়ে থাকতেই পছন্দ করি। এটা আমার কাছে আরও প্রাকৃতিক মনে হয়। আমার মুচকি হাসতে হয় না, বাচ্চাদের চুমু খেতে হয় না। ভোর ৪টা বাজে এয়ারপোর্টে থাকা মানুষদের এটা বলতেও বেশি সুবিধা হয় যে আমি তাদের জিনিস সাইন করে দিব না।

• "I've never stolen anything in my life, except maybe a couple hearts here and there"
অর্থ:- আমি আমার জীবনে কখনো কিছু চুরি করিনি, এখানে-সেখানে কয়েকজনের মন চুরি করা ছাড়া।

• "Do you know what it's like going through life being better than everybody? It's hard"
অর্থ:- তোমরা কী জানো সবার থেকে উত্তম অবস্থায় জীবন কাটাতে কেমন লাগে? এটা খুবই কঠিন।

• "I'm the kind of person that if I'm not getting something that I need from somewhere I don't cry about it, I'm like OK I'm going to go here and find what I need"
অর্থ:- আমি সেরকম একজন ব্যাক্তি যে কিনা তার কোথাও কিছু দরকার হলে আর সে সেটা না পেলে সেটা নিয়ে কান্নাকাটি করে না। আমি এরকম যে, ঠিক আছে। আমি সেখানে যাব এবং আমার যেটা দরকার সেটা খুজে নিব।

• "If something sucks, I've always been completely vocal about it, and I've been punished many, many times because of that But I don't think I'd be in the spot I'm in right now if I wasn't me I've always just been me"
অর্থ:- যদি কোন কিছু খারাপ হয়, আমি সেটা নিয়ে পুরোপুরি সততার সাথে কথা বলি। আর এটার জন্য আমি অনেক, অনেকবার শাস্তি পাই। কিন্তু আমার মনে হয় না যে আমি আমার মত না হলে এখন যে অবস্থানে আছি সেখানে থাকতাম। আমি সর্বদা আমার মতই থাকি।

• "My dad was an alcoholic and my motherwe didn't have any money and I grew up really poor I watched them spend all of their money on cartons of cigarettes and stuff like that and I didn't understand how if we were broke and we couldn't afford Christmas presents, how could you smoke all of those cigarettes? It’s not like they are making you better… they are killing you It seemed real idiotic to me"
অর্থ:- আমার বাবা একজন মাদকাসক্ত ছিল এবং আমার মা আমাদের কাছে কোন অর্থ-সম্পদ ছিল না এবং আমি অনেক দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হই। আমি তাদের কার্টুন ভর্তি সিগারেটের পেছনে ও সেরকম অন্যান্য জিনিসের পেছনে সব অর্থ খরচ করতে দেখি এবং আমি বুঝিনি আমাদের অবস্থা কীভাবে এত খারাপ হল এবং আমরা ক্রিস্টমাসের সময়ে গিফ্ট কিনতে পারতাম না। তোমরা কীভাবে সে সবগুলা সিগারেট পান করতে পারো?এমন তো না যে সেগুলো তোমাকে আরও ভালো করে তুলছে সেগুলো তোমাকে হত্যা করছে। এটা আমার কাছে খুব মূর্খতাপূর্ণ একটা কাজ মনে হলো।

• "I like pressure It's that kind of thing that will actually help me perform to the best of my abilities It will help me with training It'll help with everything"
অর্থ:- আমি চাপ নিতে পছন্দ করি। এটা সে ধরনের একটা জিনিস যেটা আসলে আমাকে আমার ক্ষমতা থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করবে। এটা আমাকে ট্রেনিংয়ে সাহায্য করবে, এটা সব কিছুতেই সাহায্য করবে।

• "I don't drink I don't smoke I don't do drugs My addiction is wrestling"
অর্থ:- আমি মদ্যপান করি না, ধূমপান করি না, ড্রাগ সেবন করি না। রেসলিংই আমার নেশা।

• "People like to come up to me and tell me that I’ve got nice ink Except these tattoos aren’t just decorations They are declarations Every tattoo I have tells its own story about who I am Drug-free Honor And a war against the system"
অর্থ:- মানুষ আমার কাছে এসে এটা বলতে পছন্দ করে যে আমার ট্যাটুগুলো সুন্দর। কিন্তু এ ট্যাটুগুলো শুধুমাত্র ডেকোরেশন না। এগুলা ডিক্লারেশন(ঘোষণা)। আমার প্রত্যেকটা ট্যাটুই আমি কে এ ব্যাপারে নিজের গল্প বলে। ড্রাগ মুক্ত। সম্মান। এবং সিস্টেমের বিরুদ্ধে একটা যুদ্ধ।

• "I think health-wise, pro-wrestling is probably ten times worse than MMA"
অর্থ:- আমার মতে, স্বাস্থের দিক দিয়ে প্রো রেসলিং, MMA এর চেয়ে ১০ গুণ খারাপ।

• "You can tell that hold is effective because his face is red and the rest of his body is the color of a bottle of 2% milk"
অর্থ:- তুমি বলতে পারো যে হোল্ড(রেসলিং সাবমিশন হোল্ড) খুবই কার্যকরী কারণ যার উপরে এর প্রয়োগ করা হয় তার মুখ লাল এবং বাকি শরীর ২% দুধওয়ালা একটা বোতলের রংয়ের মত হয়ে যায়

• "CM has always stood for one thing: Chicago Made Chick Magnet? That’s preposterous Girls don’t like me I was born and raised in Chicago The city made me Punk is just because I’ve always been a smart-mouthed, wise-ass punk I still am I was the guy, if a bunch of football players were messing with one of my friends, I’d walk over there and spit in their face"
অর্থ:- CM দ্বারা সর্বদা একটা জিনিসই বোঝানো হয়েছে: Chicago Made(শিকাগোর তৈরী) Chick Magnet(যে চুম্বক মেয়েদের নিজের দিকে আকর্ষণ করে)? এটা ভুল। মেয়েরা আমাকে পছন্দ করে না। আমি শিকাগোতে জন্মগ্রহন করি এবং সেখানে বড় হয়ে উঠি। এ শহরটিই আমাকে তৈরী করেছে। আর Punk শুধুমাত্র এইজন্য যে আমি সর্বদাই একজন চালাক-মুখো, চতুর Punk(খারাপ, বাজে) ছিলাম, এখনও আছি। আমি সেরকম একজন মানুষ ছিলাম, যে কিনা তার কোন এক বন্ধুর সাথে একদল ফুটবল খেলোয়াড় ঝামেলা করলে সেখানে গিয়ে তাদের মুখে থুতু মারতাম।

• “In life, you go big or you go home I just like to take challenges This is a hell of a mountain to try to climb, and I didn’t get to the summit today, but it doesn’t mean I’m gonna give up It doesn’t mean I’m gonna stop"
অর্থ:- জীবনে, তুমি বড় কিছু করে দেখাও অথবা বাসায় যাও। আমি শুধুমাত্র চ্যালেন্জ নিতে পছন্দ করি। এটা চড়ে ওঠার চেষ্টা করার মত অনেক বড় একটা পর্বত, আর আজ আমি এর শীর্ষে উঠতে পারিনি। কিন্তু তার মানে এই না যে আমি হার মানব, তার মানে এই না যে আমি থেমে যাব।

• "I know there’s a lot of doubters, but, listen, life’s about falling down and getting up It doesn’t matter how many times you get knocked down, it’s about getting back up So if there’s any kid out there that’s told by a parent or a coach or a teacher or somebody that they look up to, somebody that’s supposed to push them and believe in them and they’re told no, don’t listen to them Believe in yourself"
অর্থ:- আমি জানি যে অনেকে আমাকে সন্দেহ করবে, কিন্তু শোন, পড়ে গিয়ে উঠে দাড়ানোর নামই জীবন। তুমি কতবার পড়ে গেলে তাতে কিছু আসে-যায় না। তুমি পড়ে গিয়ে আবার উঠে দাড়ালে এটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি এমন কোন বাচ্চা থাকে যাকে তার অভিভাবক অথবা কোচ অথবা শিক্ষক অথবা এমন কেউ যাকে সে গুরুত্ব দেয়, যার তোমাকে চাপ প্রয়োগ করে এবং তোমার উপর বিশ্বাস করার কথা, সে যদি তোমাকে না বলে, তাদের কথা শুনবে না। নিজের উপর ভরসা রাখো।

• “Sometimes the outcome isn’t always what you desire it to be, but the true failure in life is not trying at all I know it sounds preachy and kinda weird for a guy that just got beat up, but • * it This is the time of my life”
অর্থ:- মাঝেমধ্যে তুমি যে ফলাফল আশা করো সেটা সর্বদা পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ব্যার্থ মানুষটি একদমই চেষ্টা করছে না। আমি জানি যে এটা এমন একজনের কাছ থেকে শুনতো খুবই অদ্ভত লাগে যে কিনা কিছুক্ষণ আগে একজনের কাছে হেরে গেল, কিন্তু সেটাকে গুলি মারো। এটা আমার সময়।

• "I would much rather be hated for who I am, than loved for something that I am not"
অর্থ:- যেটা আমার প্রতিফলন ঘটায় না সেটার জন্য পছন্দ হওয়ার চেয়ে যেটা আমার প্রতিফলন ঘটায় সেটার জন্য আমি ঘৃনিত হবে।

আজ তার জীবনের ৩৯ বছর পূর্ণ হল। একজন ভক্ত হিসেবে আমি তার মঙ্গল কামনা করি। আর আশা করি ভবিষ্যতে সে আবার রেসলিং রিংয়ে ফিরবে :)
• লেখক ঃ Sabbir Rahman Leon

CM PUNK এর সেরা কিছু উক্তি...


প্রো-রেসলিং এমন একটি জগৎ যেটি আমাদের জীবদ্দশার মতোই মোড় ঘুড়ায়,এই জগৎটা পৃথিবীর চাইতে কম কিসে? পৃথিবীতে মানুষ্য জাতির মধ্যে যেমন হাসি কান্না,রাগ দুঃখ,মান অভিমান,হার জিত,ন্যায় অন্যায় আছে ব্যাতিক্রম নয় এই প্রো-রেসলিং এর জগৎটাও। এখানেও সবকিছু বিদ্যমান, আর সবকিছুর খোরাক মানুষের আবেগটাও এখানে খেলার পাশা উলটে দেয়। অনেক শৈল্পিকতা লিখে ফেলেছি, মাফ করবেন। CM Punk aka Chicago Made Punk নামটা আর ১০টা মানুষের কাছে অচেনা মনে হলেও প্রো-রেসলিং দুনিয়ায় যাদের অবাধ বিচরন তাদের কাছে মোটেও অচেনা না। CM Punk নামটি অনেক ইতিহাস বহন করছে,করবে এতে কোন সন্দেহ নেই। আমাদের কাজ ইতিহাস পর্যালোচনা করা। সেটাই করব আজকের আর্টিকেলটিতে। CM Punk সম্পর্কে বলার বেশী প্রয়োজন নেই সেটা সবাই ই জানেন তবুও পোষ্টের মান রক্ষার্থে বলা দরকার।

CM Punk এবং তার ভবিষ্যৎ... ট্যালেন্ট না ইগো?


One Of Greatest Pro Wrestler CM Punk এর অাজ ৩৯তম জন্মদিন। জন্মদিনে তাকে জানাই অান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অামেরিকার তৎকালীন নরকতুল্য শিকাগো শহরে জন্মগ্রহণ করেন "Best In The World" খ্যাত "Chikago Made Punk aka CM Punk আমরা অনেকেই হয়ত জানি পাংক একজন ট্যাটু প্রেমী মানুষ। ব্যস্থতার কারণে জন্মদিনে তার সম্পর্কে কিছু লিখতে পারলাম না। তবুও তার ট্যাটু সম্পর্কে পুরানা একখানা পোস্ট রিপোস্ট করিলাম।

Best In The World খ্যাত CM Punk এর ট্যাটু এবং তার পেছনে লুকায়িত কাহিনী:

The Best In The World Cm Punk: সিএম পাংকের শরীরে বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। একেকটি ট্যাটু একেক শখের এবং কাহিনীর। তার বডিতে আছে এক একটি শখের ট্যাটু। খুব ভালোবাসা সহকারে এই ট্যাটুগুলো করিয়েছে পাংক। চলুন তাহলে তার ট্যাটু সম্পর্কে কিছু জেনে নিই।

The Cobra Symbol: সিএম পাংক কার্টুন এবং কমিক্সের অনেক বড় ফ্যান। কার্টুন এবং কমিক্সের মিল বন্ধন স্বরুপ নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে সিএম পাংক। যার নাম The Cobra Symbol

Pepsi: আমরা তার বাম কাঁধে ট্যাটু হিসেবে একটি পেপসি লগো দেখি। এর পেছনেও একটি কাহিনী আছে। ছোটবেলা থেকে পাংক বিয়ার এবং মদ্যপ জাতীয় পানীয় অপছন্দ করতো। সিএম পাংক মনে করতো যে, যদি মানুষ তাদের প্রিয় জিনিস হিসেবে মদ্যপ জাতীয় জিনিস ট্যাটু হিসেবে লাগাতে পারে তবে সে কেনো তার প্রিয় জিনিসের ট্যাটু লাগাতে পারে না??? Brian Baker নামক একজন ব্যক্তির Coca-Cola ট্যাটু থেকে অনুপ্রেরণা পেয়ে পেপসি ট্যাটুটি অংকন করায় পাংক। সিএম পাংক মনে করতো যে, পেপসি খাওয়ার মাধ্যমে সে নিজেকে বিয়ার জাতীয় জিনিস থেকে দূরে রাখতে পারবে।

The Four Ace Cards: এই ট্যাটু তার বডিতে অাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে। তার দীর্ঘদিনের বন্ধু এবং ট্রেইনার Ace Steel এর নামে করেছে এই ট্যাটু। সে এটিকে ভাগ্যের চিহ্ন বলে মনে করে।

Koi Fish: এটি এক ধরনের উপজাতী বিশেষ ট্যাটু। এটিও তার ভাগ্যের চিহ্ন বলে মনে করে পাংক। আগেই বলেছি পাংক একজন কার্টুন প্ৰেমী। তার একটি প্ৰিয় কার্টুন (character Blinky the radioactive) থেকে এই ট্যাটু করে। তার শরীরে মাকড়সার জালের মতো একটি ট্যাটু অাছে যেখানে লেখা অাছে 13 পাংকের মতে 13 হল তার প্রিয় নাম্বার এবং একটি লাকি নাম্বার।

Knuckles Tatto: তার ডান হাতের ৪ অাঙ্গুলের (বুড়ো অাঙ্গুল ছাড়া) উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশে একটি ট্যাটু অাছে। যেখানে ৪ অাঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা অাছে। সেটি হল DRUG ঠিক তেমনি তার বাম হাতের ৪ অাঙ্গুলের উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশেও একটি ট্যাটু অাছে। যেখানে ৪ অাঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা অাছে। সেটি হল FREE এই ট্যাটুগুলো অাঙ্গুলে করার মূল কারণ হল মানুষের দৃষ্টি অাকর্ষণ। যাতে করে মানুষ সহজেই এই ট্যাটুগুলো খেয়াল করে এবং ড্রাগস এডিক্টেড হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে। Rock ‘N Roll নামক তার একটি প্রিয় ব্যান্ডের একটি রকেট শিপও ট্যাটু করিয়েছে সিএম পাংক।

Ska Band: American ska punk band Operation Ivy থেকে অনুপ্রেরণা পেয়ে পাংক নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে। যার নাম Purple Pez Dispenser একই ব্যান্ডের Dancing Ska Man এর একটি ট্যাটু অাছে তার পায়ে।

No Gimmicks Needed: Chris Candido নামক একজন ব্যক্তির প্রতি সততা এবং স্মরণের জন্য এই ট্যাটুটি করায় পাংক।

Straight Edge: এই বিখ্যাত ট্যাটুটি অাছে তার পাকস্থলীতে। এই ট্যাটুটি দ্বারা অনেকটা মিড ফিংগার দেখানোর মতো কিছু বোঝায়। বিষয়টি অনেকটা এরকম যে, সমাজের ভূল অাঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। এই ট্যাটু দ্বারা সিএম পাংক সমাজ এবং পুরো বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে, অ্যালকোহল এবং ড্রাগস সেবন না করেও একজন মানুষ সুস্থ ও সবলভাবে বেঁচে থাকতে পারে।

Happy 39th BirthDay CM Punk 😍💖💝✌👌

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
• লেখক ঃ Ariful Kader Ak

CM Punk এর ৩৯ তম জন্মদিন স্পেশাল!


অনেকেই এই প্রশ্ন করেন যে WWE PPV গুলো লাইভ কিভাবে দেখি.. তাদের জন্য আজকে এই পোস্টটি। WWE Live দেখার জন্য Just তিনটি Step Follow করতে হবে।

• Step গুলোঃ

Step 1: "Download "Mobdro" App " :

এই App টি প্রথমে আপনাকে Download করতে হবে+Install করতে হবে। উল্লেখ্য এই App Play Store এ নাই। এই App টির নিচের Link থেকে Apk Download করে Install করে নিন।

• Download link:



(ডাউনলোড করার জন্য উপরের পেজে গিয়ে Unlock this link বক্সে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর কিছু লিখা উঠবে, সেই লিখাগুলিকে সেই বক্সে লিকে Unlock this link এ ক্লিক করতে হবে তাহলেই সেই অ্যাপটার হোমপেজ খুলবে, সেখানে গিয়ে Download the app এ ক্লিক করতে হবে। )

Step 2: Install করার পর App টি Open করুন এবং তার Search Option এ গিয়ে "WWE" লিখে সার্চ দিন। (এটা তখনই লাইভ পাবেন যখন WWE PPV/Raw/SD Live শুরু হবে)...


Example: ধরুন আজকের TLC Live শুরু হবে সকাল ৬ টায়। তাহলে আপনি সকাল ৬ টায় App এ গিয়ে সার্চ দিবেন WWE. তখন দেখবেন "WWE TV"/ অথবা অন্য কোন লিংক এসেছে এবার সেগুলো চেক করুন। আর যেটাতে PPV চলছে সেটাতে Enjoy করুন।

Step 3: এটাতে সম্পূর্ন PPV দেখতে হলে ১-২ জিবি লাগে। যাদের Wifi নেয় তারা নিজ নিজ সিম থেকে Night Offer কিনে উপভোগ করুন WWE...

• আর যারা PC User তারা এই লিংক থেকে দেখতে পারেনঃ WatchWrestling.Uno.

আপনার বন্ধুদের মধ্যে এই পোস্টটি  Share করে জানিয়ে দিয়ে দেখে নিন ম্যাজিক।

• বিদ্রঃ ডাউনলোড করতে সমস্যা হলে নীচে কমেন্টে জানাতে ভুলবেন না।
• লেখকঃ Neil Kay, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **

WWE / NXT PPV লাইভ দেখুন !


• আপনারা জানেন যে আজ রোমান ও ব্রে TLC তে উপস্থিত থাকবেন না অসুস্থতাজনিত কারনে। তাদের বদলে থাকছেন AJ Style & Kurt Angel...
Lets Start....
•• Pre Show ••


♦ Alicia Fox vs. Sasha Banks

১ম দিকে Alicia ডমিনেট করা শুরু করে। একপর্যায় Sasha Fight Back করে। আজে বাজে মুভ ইউজ হয় ম্যাচে।

শেষে Sasha Banks, Alicia Fox কে Banks Statement হিট করে। এবং জয় লাভ করে

♠ Winner: Sasha Banks

•• Main Show ••


♦ Alexa Bliss (c) vs. Mickie James for the [WWE Raw Women's Championship]

১৩ মিনিটের ম্যাচ ছিলো। ম্যাচ এ মিকির পারফরমেন্স দেখার মতো ছিলো।

ম্যাচ শুরু হলে, Alexa Micky-এর উপর ডমিনেট করতে থাকে এবং Micky কে Bliss Kick দেয়। Micky বার বার Fight-এ Back করতে চায়, কিন্তু অসফল হয়। একপর্যায় Micky তার Action-এ ফিরে আসে এবং Alexa কে মারতে থাকে। ম্যাচটির শেষের দিকে Micky Alexa-এর চুলে ধরে মারতে চায়, কিন্তু Referee তা দেখে বাধা দেয়। এই পাকে Alexa বুদ্ধি কাটিয়ে Micky কে DDT হিট করে বসে। যার জন্য Alexa ম্যাচটিতে জয়লাভ করে।

♠ Winner: Alexa Bliss Still Raw Women's Champion


♦ Jason Jordan vs. Elias

ভালো ম্যাচ ছিলো। ম্যাচটি ম্যাচ কার্ড এ ছিলো না। উভয়ে ভালো খেলে। তবে শেষে Jason ডমিনেট করে। এবং Elias কে Belly To Belly Suplex দেয়। পরে ফিনিশার দিয়ে জিতে যায় Jason Jordan

♠ Winner: Jason Jordan


♦ Asuka vs. Emma

Asuka-র মেইন রোস্টার এ ডেভিউ ম্যাচ এটা। ভালো ম্যাচ ছিলো। মেইন রোস্টার ১ম ম্যাচ হিসেবে Asuka, Emma কে তার Submission মুভ Asuka Lock ধরে। Emma কে বাধ্য হয়ে Tap Out করতে হয়।

♠ Winner: Asuka


♦ Kalisto (c) vs. Enzo Amore for the [WWE Cruiserweight Championship]

ফালতু ম্যাচ একটা। শুধু টাইটেল চেঞ্জ। Enzo Kalisto কে চিপ Shot মেরে জয়লাভ করে এবং নতুন Cruiserweight Champion হয়।

ম্যাচ শুরু হতেই Kalisto Enzo-এর সঙ্গে ব্রলে জড়িয়ে পরতে চায়। কিন্তু Enzo ব্রলে না জড়িয়ে Rope-এর কাছে চলে যায়। তারপর Kalisto এবং Enzo মধ্যে ডমিনেটিং হয় শুরু। ম্যাচের মধ্যে একসময় Enzo Kalisto কে Top Rope থেকে DDT হিট করে এবং তারপর পিন করে। কিন্তু Kalisto Kick out করে। ম্যাচটিতে Enzo Kalisto কে চিপ Shot মেরে জয়লাভ করে।

♠ Winner: Enzo Amore (New Cruiserweight Champion)


♦ The Brian Kendrick and Jack Gallagher vs. Cedric Alexander and Rich Swann

ভালো ম্যাচ ছিলো। ম্যাচের প্রথম থেকে Jack Gallaher আর Brian মোমেন্টাম নষ্ট করতে থাকে। তবে Cedric আর Rich ডমিনেট বেশি করে। স্পিডি ম্যাচ ছিলো। ভালো ভালো মুভ ইউজ হয়। শেষে Cedrick আর Rich ম্যাচ জিতে যায়।

♠ Winner: Cedric Alexander & Rich Swann


♦ 7.'The Demon' Finn Balor vs. AJ Styles

অসাধারণ একটি ম্যাচ ছিলো। উভয়ে নিজ নিজ এন্ট্রেন্সে রিং আসে।

ম্যাচ শুরু হওয়ার সাথে উভয়ে চরম ডমিনেট শুরু করে। একে অপরকে সাবমিশন মুভ ইউজ করে। অসাম মোমেন্ট ছিলো। AJ - Finn উভয়ে একে উপরের উপর নানা মুভ ইউজ করে। এক পর্যায়ে AJ, Finn কে Phenomenal forme দিতে যায়। কিন্তু ব্যার্থ হয়। উলটা ফিন তাকে রোল আপ করে। কিন্তু AJ কিক আউট করে।

তারপর Balor Fight Back করে এবং AJ কে অনেক Stomp Hit করে। তারপর কে Coup de Grace হিট করার জন্য রিং এর কর্নারে কিক দেয়। এবং টপ রোপ এর উপর দিয়ে উঠে। কিন্তু AJ উঠে যায় এবং Top Rope-এর উপর থেকে ফিন কে রিং এ ফেলে দেয়। কিছু সময় পর AJ Balor কে তার Submission Move ধরে। Balor তা থেকে বেরিয়ে আসে। এববগ ফাইট ব্যাক করে। একপর্যায় AJ তাকে Style Clash দেয়।

ম্যাচের শেষের দিকে AJ Balor কে Springboard দিতে চাইলে, Balor AJ কে রিং এর কর্নারে Drop Kick হিট করে। তারপর তার Finisher Move Coup de Grace হিট করে।

১..২..৩..... Finn Balor ম্যাচে জয়লাভ করে।

♠ Winner: Finn Balor

ম্যাচ শেষে AJ ও Balor Bullet Club-এর পোজ দেয়। 🎆

•• MAIN EVENT ••


♦ Dean Ambrose, Seth Rollins, Kurt Angle vs. Braun Strowman, The Miz, Kane, Cesaro and Sheamus -( 5-on-3 Handicap) [Tables, Ladders, Chairs Match]

Miz, Sheamus, Cesaro, Braun, Kane রিং এ আসে।

Dean ও Seth Shield-এর পুরনো Music এবং এন্ট্রেন্স নিয়ে ক্রাউডের মধ্য দিয়ে আসে। তারপর Shiled এর গিমিকে Kurt ও আসে। তারা ৩ জনে রিং এর দিকে আসে। এবং স্টিল চেয়ার হাতে নেয়। তারপর রিং এ উঠে মাত্র চরম চেয়ার শট দেয় শুরু করে। তারা ৩ জন, ৫ জন কেই Steel Chair দিয়ে মেরে রিং এর বাইরে ফেলে দেয়। তারপর Dean আর Seth দৌড়ে সুইসাইড ডাইভ প্রয়োগ করে Miz, Sheamus আর Cesaro র উপর।

তারপর Dean, Kurt, Seth এনাউন্স টেবিল এর উপর Kane কে Shield Powerbomb হিট করতে গেলে। সেখানে Braun চলে আসে। এবং তারা মিলে ব্রন কেউ মারতে শুরু করে। এবং তারা ২ টা এনাউন্স টেবিল এর উপর Kane এবং Braun কে শুয়ানোর পর Dean ও Seth ২ টা Ladder এনে টেবিলের সামনে রাখে। এবং তারা দুজনে Ladder এর উপর থেকে Kane ও Braun-এর উপর জাম্প দেয়😱😲...ও মাই গড। এনাউন্স টেবিল ২ টাই ভেঙে যায়।

রিং-এ Miz এবং Sheamus কে Kurt Angle টানা একের পর এক Belly To Belly সুপ্লেক্স মেরে রিং খালি করে। তারপর রিং এ উঠে আসে Kane এবং কার্ট কে চক স্লাম দিতে যায় কিন্তু ব্যার্থ হয়। তারপর কার্ট Suplex দিতে গেলে Braun উঠে তাকে এটাক করে। এবং নিচে নামায়।। একটা টেবিল এর উপর Kurt কে Running Poweslam হিট করে। ওহ মাই গড। তারপর রেফারি, কিছু ডক্টর এসে Kurt কে সেখান থেকে নিয়ে যায়। তারপর Dean আর Seth কে রিং এ নিয়ে গিয়ে তারা ৫ জনেই এটাক করা শুরু করে। একপর্যায় Dean কে রিং এর কর্নারে নিয়ে গিয়ে Braun মারতে থাকে। সেখানে Kane Steel Chair দিয়ে Dean কে মারতে গেলে Braun এর গায়ে পড়ে। Braun রেগে যায় এবং Kane কে ধাক্কা মারে।

মিয ও বাকিরা তাদের থামায়। এবং মিয হঠাৎ করে রিং থেকে বের হয়ে কিছু ইংগিত করে। একটি গাড়ি আসে। গাড়িটি সরকারি ময়লা+ আবর্জনা নেওয়ার গাড়ি। তারা সকলে মিলে Dean আর Seth কে গাড়িটিতে ফেলে দেয়।

Dean - Seth উঠে আসে। এবং গাড়ির উপর থেকে সবার উপরে যাপিয়ে পড়ে। তারা দুজন মিলে Kane কে এটাক করে। Kane কে এসে সেভ করে Braun। OMG।।।Kane Braun কে একটা টেবিলের উপর Choke Slam দেয়। টেবিলটা ভেঙে যায়। তারপর অনেকগুলো চেয়ার একসাথে Braun। এর উপর ফেলে। তারপর তারা ৪ জনে মিলে Dean - Seth কে মারা শুরু করে। এক পর্যায় Braun ঊঠে। এবং Kane কে মারার জন্য এগিয়ে যায়। Miz - Sheamus - Cesaro তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সকলেই Braun এর মাইর খায়। তারপর Kane Braun কে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তখন Miz - শেমাস - চেসারো তাকে মারা শুরু করে। এবং সকলে মিলে Braun কে ময়লা - আবর্জনার গাড়িতে ফেলে দেয়। গাড়িটি চলে যায়।


তারপর তারা ৪ জন সেথ কে রিঙে নিয়ে যায়। এবং Sheamus- Cesaro তাদের ফিনিশার হিট করে পিন করে। Dean এসে পিনে বাধা দেয়। তারপর তারা মিলে দুজনকেই মারতে থাকে। Kurt Angel এর মিউজিক হিট করে। Sheamus আর Cesaro তাকে মারা জন্য এগিয়ে যায়। Kurt তাদের দুজনকেই 😍😍Angleslam হিট করে।

অন্যদিকে Seth আর Dean Kanr কে মেরে রিং থেকে ফেলে দেয়।

Seth, Miz কে তার ফিনিশার হিট করে, Dean Dirty Deeds দেয় এবং Kurt তাকে AngelSlam দেয়😍😍...

৩ টা ফিনিশার খাওয়ার পর Dean - Seth Miz কে উপরে তুলে। এবং কার্ট সহ মিলে Shield Powerbomb হিট করে। তারপর Kurt, Miz কে পিন করব।

১.....২......৩......

ম্যাচে জয় লাভ করে Kurt Angel, Dean Ambrose & Seth Rollins

 Winners: Dean Ambrose, Seth Rollins, Kurt Angel

অসাধারণ TLC😍😍 .

📆TLC TV Schedule 📆

২৩ অক্টোবর - সন্ধ্যা ৬:৩০ টায় (সাড়ে ৬ টায়) শুধুমাত্র Sony Ten 1 এ


• লেখক ঃ ‎Shuvrato Bhattacharjee‎, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা

WWE TLC রেজাল্ট, ২৩/১০/২০১৭