One Of Greatest Pro Wrestler CM Punk এর অাজ ৩৯তম জন্মদিন। জন্মদিনে তাকে জানাই অান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অামেরিকার তৎকালীন নরকতুল্য শিকাগো শহরে জন্মগ্রহণ করেন "Best In The World" খ্যাত "Chikago Made Punk aka CM Punk আমরা অনেকেই হয়ত জানি পাংক একজন ট্যাটু প্রেমী মানুষ। ব্যস্থতার কারণে জন্মদিনে তার সম্পর্কে কিছু লিখতে পারলাম না। তবুও তার ট্যাটু সম্পর্কে পুরানা একখানা পোস্ট রিপোস্ট করিলাম।

Best In The World খ্যাত CM Punk এর ট্যাটু এবং তার পেছনে লুকায়িত কাহিনী:

The Best In The World Cm Punk: সিএম পাংকের শরীরে বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। একেকটি ট্যাটু একেক শখের এবং কাহিনীর। তার বডিতে আছে এক একটি শখের ট্যাটু। খুব ভালোবাসা সহকারে এই ট্যাটুগুলো করিয়েছে পাংক। চলুন তাহলে তার ট্যাটু সম্পর্কে কিছু জেনে নিই।

The Cobra Symbol: সিএম পাংক কার্টুন এবং কমিক্সের অনেক বড় ফ্যান। কার্টুন এবং কমিক্সের মিল বন্ধন স্বরুপ নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে সিএম পাংক। যার নাম The Cobra Symbol

Pepsi: আমরা তার বাম কাঁধে ট্যাটু হিসেবে একটি পেপসি লগো দেখি। এর পেছনেও একটি কাহিনী আছে। ছোটবেলা থেকে পাংক বিয়ার এবং মদ্যপ জাতীয় পানীয় অপছন্দ করতো। সিএম পাংক মনে করতো যে, যদি মানুষ তাদের প্রিয় জিনিস হিসেবে মদ্যপ জাতীয় জিনিস ট্যাটু হিসেবে লাগাতে পারে তবে সে কেনো তার প্রিয় জিনিসের ট্যাটু লাগাতে পারে না??? Brian Baker নামক একজন ব্যক্তির Coca-Cola ট্যাটু থেকে অনুপ্রেরণা পেয়ে পেপসি ট্যাটুটি অংকন করায় পাংক। সিএম পাংক মনে করতো যে, পেপসি খাওয়ার মাধ্যমে সে নিজেকে বিয়ার জাতীয় জিনিস থেকে দূরে রাখতে পারবে।

The Four Ace Cards: এই ট্যাটু তার বডিতে অাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে। তার দীর্ঘদিনের বন্ধু এবং ট্রেইনার Ace Steel এর নামে করেছে এই ট্যাটু। সে এটিকে ভাগ্যের চিহ্ন বলে মনে করে।

Koi Fish: এটি এক ধরনের উপজাতী বিশেষ ট্যাটু। এটিও তার ভাগ্যের চিহ্ন বলে মনে করে পাংক। আগেই বলেছি পাংক একজন কার্টুন প্ৰেমী। তার একটি প্ৰিয় কার্টুন (character Blinky the radioactive) থেকে এই ট্যাটু করে। তার শরীরে মাকড়সার জালের মতো একটি ট্যাটু অাছে যেখানে লেখা অাছে 13 পাংকের মতে 13 হল তার প্রিয় নাম্বার এবং একটি লাকি নাম্বার।

Knuckles Tatto: তার ডান হাতের ৪ অাঙ্গুলের (বুড়ো অাঙ্গুল ছাড়া) উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশে একটি ট্যাটু অাছে। যেখানে ৪ অাঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা অাছে। সেটি হল DRUG ঠিক তেমনি তার বাম হাতের ৪ অাঙ্গুলের উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশেও একটি ট্যাটু অাছে। যেখানে ৪ অাঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা অাছে। সেটি হল FREE এই ট্যাটুগুলো অাঙ্গুলে করার মূল কারণ হল মানুষের দৃষ্টি অাকর্ষণ। যাতে করে মানুষ সহজেই এই ট্যাটুগুলো খেয়াল করে এবং ড্রাগস এডিক্টেড হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে। Rock ‘N Roll নামক তার একটি প্রিয় ব্যান্ডের একটি রকেট শিপও ট্যাটু করিয়েছে সিএম পাংক।

Ska Band: American ska punk band Operation Ivy থেকে অনুপ্রেরণা পেয়ে পাংক নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে। যার নাম Purple Pez Dispenser একই ব্যান্ডের Dancing Ska Man এর একটি ট্যাটু অাছে তার পায়ে।

No Gimmicks Needed: Chris Candido নামক একজন ব্যক্তির প্রতি সততা এবং স্মরণের জন্য এই ট্যাটুটি করায় পাংক।

Straight Edge: এই বিখ্যাত ট্যাটুটি অাছে তার পাকস্থলীতে। এই ট্যাটুটি দ্বারা অনেকটা মিড ফিংগার দেখানোর মতো কিছু বোঝায়। বিষয়টি অনেকটা এরকম যে, সমাজের ভূল অাঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। এই ট্যাটু দ্বারা সিএম পাংক সমাজ এবং পুরো বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে, অ্যালকোহল এবং ড্রাগস সেবন না করেও একজন মানুষ সুস্থ ও সবলভাবে বেঁচে থাকতে পারে।

Happy 39th BirthDay CM Punk 😍💖💝✌👌

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
• লেখক ঃ Ariful Kader Ak

CM Punk এর ৩৯ তম জন্মদিন স্পেশাল!


One Of Greatest Pro Wrestler CM Punk এর অাজ ৩৯তম জন্মদিন। জন্মদিনে তাকে জানাই অান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অামেরিকার তৎকালীন নরকতুল্য শিকাগো শহরে জন্মগ্রহণ করেন "Best In The World" খ্যাত "Chikago Made Punk aka CM Punk আমরা অনেকেই হয়ত জানি পাংক একজন ট্যাটু প্রেমী মানুষ। ব্যস্থতার কারণে জন্মদিনে তার সম্পর্কে কিছু লিখতে পারলাম না। তবুও তার ট্যাটু সম্পর্কে পুরানা একখানা পোস্ট রিপোস্ট করিলাম।

Best In The World খ্যাত CM Punk এর ট্যাটু এবং তার পেছনে লুকায়িত কাহিনী:

The Best In The World Cm Punk: সিএম পাংকের শরীরে বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। একেকটি ট্যাটু একেক শখের এবং কাহিনীর। তার বডিতে আছে এক একটি শখের ট্যাটু। খুব ভালোবাসা সহকারে এই ট্যাটুগুলো করিয়েছে পাংক। চলুন তাহলে তার ট্যাটু সম্পর্কে কিছু জেনে নিই।

The Cobra Symbol: সিএম পাংক কার্টুন এবং কমিক্সের অনেক বড় ফ্যান। কার্টুন এবং কমিক্সের মিল বন্ধন স্বরুপ নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে সিএম পাংক। যার নাম The Cobra Symbol

Pepsi: আমরা তার বাম কাঁধে ট্যাটু হিসেবে একটি পেপসি লগো দেখি। এর পেছনেও একটি কাহিনী আছে। ছোটবেলা থেকে পাংক বিয়ার এবং মদ্যপ জাতীয় পানীয় অপছন্দ করতো। সিএম পাংক মনে করতো যে, যদি মানুষ তাদের প্রিয় জিনিস হিসেবে মদ্যপ জাতীয় জিনিস ট্যাটু হিসেবে লাগাতে পারে তবে সে কেনো তার প্রিয় জিনিসের ট্যাটু লাগাতে পারে না??? Brian Baker নামক একজন ব্যক্তির Coca-Cola ট্যাটু থেকে অনুপ্রেরণা পেয়ে পেপসি ট্যাটুটি অংকন করায় পাংক। সিএম পাংক মনে করতো যে, পেপসি খাওয়ার মাধ্যমে সে নিজেকে বিয়ার জাতীয় জিনিস থেকে দূরে রাখতে পারবে।

The Four Ace Cards: এই ট্যাটু তার বডিতে অাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে। তার দীর্ঘদিনের বন্ধু এবং ট্রেইনার Ace Steel এর নামে করেছে এই ট্যাটু। সে এটিকে ভাগ্যের চিহ্ন বলে মনে করে।

Koi Fish: এটি এক ধরনের উপজাতী বিশেষ ট্যাটু। এটিও তার ভাগ্যের চিহ্ন বলে মনে করে পাংক। আগেই বলেছি পাংক একজন কার্টুন প্ৰেমী। তার একটি প্ৰিয় কার্টুন (character Blinky the radioactive) থেকে এই ট্যাটু করে। তার শরীরে মাকড়সার জালের মতো একটি ট্যাটু অাছে যেখানে লেখা অাছে 13 পাংকের মতে 13 হল তার প্রিয় নাম্বার এবং একটি লাকি নাম্বার।

Knuckles Tatto: তার ডান হাতের ৪ অাঙ্গুলের (বুড়ো অাঙ্গুল ছাড়া) উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশে একটি ট্যাটু অাছে। যেখানে ৪ অাঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা অাছে। সেটি হল DRUG ঠিক তেমনি তার বাম হাতের ৪ অাঙ্গুলের উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশেও একটি ট্যাটু অাছে। যেখানে ৪ অাঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা অাছে। সেটি হল FREE এই ট্যাটুগুলো অাঙ্গুলে করার মূল কারণ হল মানুষের দৃষ্টি অাকর্ষণ। যাতে করে মানুষ সহজেই এই ট্যাটুগুলো খেয়াল করে এবং ড্রাগস এডিক্টেড হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে। Rock ‘N Roll নামক তার একটি প্রিয় ব্যান্ডের একটি রকেট শিপও ট্যাটু করিয়েছে সিএম পাংক।

Ska Band: American ska punk band Operation Ivy থেকে অনুপ্রেরণা পেয়ে পাংক নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে। যার নাম Purple Pez Dispenser একই ব্যান্ডের Dancing Ska Man এর একটি ট্যাটু অাছে তার পায়ে।

No Gimmicks Needed: Chris Candido নামক একজন ব্যক্তির প্রতি সততা এবং স্মরণের জন্য এই ট্যাটুটি করায় পাংক।

Straight Edge: এই বিখ্যাত ট্যাটুটি অাছে তার পাকস্থলীতে। এই ট্যাটুটি দ্বারা অনেকটা মিড ফিংগার দেখানোর মতো কিছু বোঝায়। বিষয়টি অনেকটা এরকম যে, সমাজের ভূল অাঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। এই ট্যাটু দ্বারা সিএম পাংক সমাজ এবং পুরো বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে, অ্যালকোহল এবং ড্রাগস সেবন না করেও একজন মানুষ সুস্থ ও সবলভাবে বেঁচে থাকতে পারে।

Happy 39th BirthDay CM Punk 😍💖💝✌👌

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
• লেখক ঃ Ariful Kader Ak