1. Observer এর মতে, Mike Kenellis এর প্রথম ফিউড হতে চলেছে Sami Zayn এর সাথে এবং তাদের মধ্যেকার ম্যাচ হবে Battleground পিপিভিতে।

2. Alexa Bliss Vs Nia Jax এর মধ্যেকার Summerslam পিপিভিতে ম্যাচ হতে পারে।কারন বুঝাই যাচ্ছে যে, Raw তে Gauntlet ম্যাচ এ Nia Jax কে কতোটা শক্তিশালী দেখানো হয়েছে।

3. শোনা যাচ্ছে যে রোমোর, কমেন্টেটর Mauro Ranallo বর্তমানে WWE এর সাথে ২ বছরের চুক্তি করেছে।

4. Samoa Joe এ বর্তমানে Brock Lesnar এর সাথে ফিউডে ব্যাকস্টেজ অফিসীয়ালদের Impressed করতে পেরেছেন,তাই শোনা যাচ্ছে Great Balls Of Fire পিপিভিতে Brock Lesnar এর কাছে হারার পর তার জন্যে বড় ধরনের পুশ অপেক্ষা করছে।

5. Tyson Kidd এবং Rusev এ সপ্তাহের SmackDownLive এর ব্যাকস্টেজ এ উপস্থিত ছিলেন,শোনা যাচ্ছে,Tyson Kidd কে খুব শ্রীঘ্রই নন-রেসলিং ক্যারেক্টার এ দেখা যাবে WWE তে।

6. Stone Cold Steve Austin কে নিয়ে Raw তে কোন শিডিউল করা হয়নি এ সপ্তাহে।আর তাকে যেকোন সময় ইউস করা নিয়ে WWE এর এমন কোন প্ল্যান নেই।

7. Superluchas.com এর তথ্য মতে, Epico এবং Primo এ WWE এর কাছে অনুরোধ করেছেন যাতে তাদের WWE কন্ট্রাক থেকে রিলিসড দেয়।

8. Observer এর মতে,WWE এর Summerslam পিপিভিতে বর্তমান প্ল্যান হলো Roman Reigns Vs Brock Lesnar এর মধ্যেকার WWE Universal Championship ম্যাচ আয়োজন করা।আর John Cena Vs Roman Reigns হতে চলেছে রেসলমানিয়া৩৪ এর মেইন ইভেন্ট।

9. The 434 এর reported rumor অনুযায়ী , Summerslam এ Brock Lesnar Vs. Roman Reigns match অনুষ্ঠিত হবে আর এই ম্যাচ এ Roman Reigns universal champ হবেন । আর এই rumor এর সূত্র ধরে আরও একটা brand new rumor রয়েছে যে- Wrestlemania 34 এ Roman, John Cena এর কাছে এই title drop করবেন

10. NXT'র একটি লাইভ ইভেন্টে আজ সাবেক TNA সুপারস্টার Gunner এর অভিষেক হয়। অভিষেক ম্যাচে সে No Way Jose এর মুখোমুখি হয়।

11. Singapore এ অনুষ্ঠিতব্য RAW লাইভ ইভেন্টে রিটার্ন করে Chris Jericho. রিটার্নিং ম্যাচে Jericho মুখোমুখি হয় NXT সুপারস্টার Hideo Itami এর এবং GTS দিয়ে Itami ম্যাচটি জিতে নেয়। ১৪, ১৫ ও ১৬-ই সেপ্টেম্বর তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য WWE লাইভ ইভেন্টে দেখা যাবে Chris Jericho কে।

12. "Buddy Games" মুভিতে কাজ করতে যাচ্ছে WWE সুপারস্টার Sheamus যার জন্য কিছুদিনের জন্য WWE থেকে দূরে থাকবে সে। খুব সম্ভবত ৬ সপ্তাহ বা তারচেয়ে বেশিদিনের জন্য রিঙ থেকে দূরে থাকবে Sheamus.

13. WWE Great Balls of Fire আপডেট কার্ড -

১) Universal চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Brock Lesnar (c) vs. Samoa Joe 

২) Ambulance ম্যাচঃ Roman Reigns vs. Braun Strowman

৩) Cruiserweight চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Neville (c) vs. Akira Tozawa

৪) RAW Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Alexa Bliss (c) vs. Sasha Banks

৫) Singles ম্যাচঃ Seth Rollins vs. Bray Wyatt

(Great Balls of Fire অনুষ্ঠিত হবে ১০ জুলাই, ২০১৭ তারিখে)

15. “TNA” বা “IMPACT Wrestling” এর নাম হচ্ছে “GFW: Impact!" গত Decemberএ ANTHEM Sports এর মালিক Ed Nordholm এই TNA প্রমোশন কে কিনে ফেলার পর থেকেই weekly Impact শো তে TNA কথা টা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি TNA এর Facebook, Twitter, Instagram, YouTube এর নাম সহ নিজেদের Brand Logo টাও চেঞ্জ করে দিয়েছিল!!

• ক্রেডিটঃ Miraz Rahaman Chy, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme.

•• WWE লেটেস্ট নিউজ : 01/07/2017 ••

No more “TNA” or “IMPACT Wrestling”!
It's now “GFW: Impact! (owned by ANTHEM Sports)”


হ্যাঁ, ঠিকই পড়ছেন!!

গত Decemberএ ANTHEM Sports এর মালিক Ed Nordholm এই TNA প্রমোশন কে কিনে ফেলার পর থেকেই weekly Impact শো তে TNA কথা টা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি TNA এর Facebook, Twitter, Instagram, YouTube এর নাম সহ নিজেদের Brand Logo টাও চেঞ্জ করে দিয়েছিল!!

এবার গতকাল The Tenneseean reports প্রকাশ করেছে যে এই company টিকে rebranding করে Global Force Wrestlingএ পরিবর্তন করা হবে!!

Impact গতসপ্তাহে GFW এর সমস্ত rights নিয়ে ফেলেছে এবং GFW founder Jeff Jarrettও বর্তমানে এই কম্পানির CEOর পদে এসেছেন।

কম্পানির President Ed Nordholm এই rebrandingএর ব্যাপারে বলেছেন যে, তারা এই TNA নাম টার “turnoff” ঘটাতে চান কারণ এই TNA name টার সঙ্গে অনেক রকম বাজে negative media coverage রয়েছে! অর্থাৎ আমার TNA Wrestling এর History সম্পর্কে লেখা 2010 থেকে 2015 পর্যন্ত ঘটা বিভিন্য জঘন্য ঘটনার (যেমন রেসলার এবং সহকর্মী দের ঠিকমতো payment না দেওয়া, new talent দের পুশ না দিয়ে অন্য কোম্পানির অপেক্ষাকৃত old রেসলার দের পুশ দেওয়া, ইত্যাদি এসবের) ফলে মিডিয়া তে TNA সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য, LOL-TNA ট্রল, এসবের জন্যই মূলত তারা এই TNA এবং Impact Wrestling এই দুটো নাম কেই মুছে ফেলে একটি নতুন ভাবে refreshing ব্র্যান্ডিং করবে। যেটার নাম হবে Global Force Wrestling (by ANTHEM Sports).!!

আর এসব হবে TNA Wrestlingএর ১৫তম Anniversary PPV, SLAMMIVERSARY XV এর শেষে!!
যদিও, GFW’এর weekly TV show টার নাম কিন্তু “Impact” হিসেবেই কন্টিনিউ চলবে! কারণ এইটাই একমাত্র এবং সর্বশেষ ‘legacy’ of a company যেটা “TNA: iMPACT!” হিসেবে শুরু হয়েছিল 2002 সালে (under Jeff এবং Jerry Jarrett) আর Anthem Sports কে বলা হবে Owner of GFW promotion! এবং এই প্রমোশনএর headquarters (offices) টা Nashville, Tennesee তেই থাকবে।

Jarrett এবং Nordholm এ ব্যাপারে বলেছেন যে তারা Mexico, Japan, সহ আরো অনেক দেশের রেসলিং কম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। এবার তারা তাদের এই কম্পানীকে internationally এক্সপ্যান্ড করতে চান!! তারা তাদের শো গুলি বিশ্বের 130+দেশে broadcast করতে ইচ্ছুক এবং এমনকি তারা কিছু আন্তর্জাতিক streaming deals করতে চলেছে (specially India, Africa এবং UKএর সঙ্গে)!!!

আর এই সমস্ত কিছু ঘটতে চলেছে এই Slammiversary weekএ!! Nordholm বলেছেন যে তাদের সাম্প্রতিক India ট্যুর টি তাদের কম্পানীর জন্য বিরাট একটা ব্যাপার ছিল! তিনি বলেন, “এর aftermathএ, আমরা US এর তুলনায় India থেকে বেশি YouTube viewers পেয়েছি!”

Nordholm আরও বলেছেন যে তারা একটি on-demand streaming service ডেভেলপ করছে (অনেকটা WWE Network এর মতন), যেটায় তারা TNA এর ভিডিও library থেকে বিভিন্ন ভিডিও broadcast করবে বিশ্বের 120 টা দেশে! তিনি বলেছেন “আমাদের এই নিয়ে কাজ প্রায় শেষের দিকেই, শুধু সময় টা fix করা বাকি এখন”॥

আর এই Rebranding টা যদি এখনও আপনি ক্লিয়ার করে বুঝতে না পারেন, তাহলে সোজা কথায় বলতে গেলে―
WWE টা যেমন Promotionএর নাম,
তেমনি TNA Wrestling promotionএর নতুন নাম→ Global Force Wrestling!
RAW/SD যেমন TV Show এর নাম, তেমনি GFW’র
TV Show এর নাম→ iMPACT!
আর,
ANTHEM Sports হলো→ এই GFW promotionএর Owner!
অর্থাৎ আগামী শুক্রবার থেকে এটা হবে→
GFW প্রেসেন্ট্স্: iMPACT!
(ঠিক আগে যেমন হতো “TNA Wrestling প্রেসেন্ট্স্: iMPACT!”, তেমনই) ।

• লেখক : Aakash Roy

“TNA” বা “IMPACT Wrestling” এর নাম হচ্ছে “GFW: Impact!"

বিঃদ্রঃ পোস্ট টি তে TNA Wrestling এর ইতিহাসের কিছু ঘটনাও বলা হয়েছে। পারলে একটু কষ্ট করে পড়ে দেখতে পারেন॥


আর মাত্র ৩দিনএর অপেক্ষা! অনুষ্ঠিত হতে চলেছে প্রো-রেসলিং ইতিহাসের (একসময়কার) অন্যতম এক সেরা রেসলিং প্রমোশন, TNAএর ১৫তম Anniversary PPV!!

TNA, এককালের সেরা একটি প্রো-রেসলিং প্রমোশন! 2005-2009 –এই কয়েকটা বছর ছিল TNA ইতিহাসের স্বর্ণযুগ। ছিল বিশ্বের ২য় বৃহত্তম প্রো-রেসলিং প্রমোশন!! 19এ জুন, 2002 সালে প্রতিষ্ঠিত এই প্রমোশন টি সৃষ্টির কয়েক বছরের মধ্যেই হয়ে যায় গোটা বিশ্বে খ্যাতনামা! সেখানে নিজেদের কেরিয়ার গড়তে আসেন বর্তমানের কিছু পপুলার রেসলার রা, যাদের মধ্যে AJ Styles, Samoa Joe, Christopher Daniels, Bobby Roode, Sting প্রমুখ উল্লেখযোগ্য। প্রমোশনটি প্রতিষ্ঠিত হওয়ার মাত্র ৩বছরের মধ্যেই ঘটিত হয় সর্বপ্রথম 5★ ম্যাচ!! এছাড়াও হয় অনেক +4.5★ সম্পন্ন ম্যাচ! এরপর দিনে দিনে প্রমোশনটি আরও খ্যাটিলাভ করতে থাকে। এমনকি একসময় এই প্রমোশন টি এতটাই পপুলার হয়ে ওঠে যে WWE থেকেও রেসলার রা এই প্রমোশনে আসা শুরু করে! যাদের মধ্যে ছিলেন Kurt Angle, Christian, Dudley Boyz, Hardyz, প্রমুখ। এরপর প্রমোশনটি আরোই পপুলার হয়ে ওঠে!!

ইমপ্যাক্ট রেসলিং : SLAMMIVERSARY XV


আসল নাম: Allen Neal Jones

জন্মদিন: June 2, 1977

জন্মস্থান: Jacksonville, US

বাসস্থান: Gainesville, Georgia, US

উচ্চতা: 5 ft 11 in (1.80 m)

ওজন:  218 lb (99 kg)

ট্রেনার(স): Rick Michaels

শিক্ষায়তন: Anderson University

অভিষেক: 1998

AJ Styles প্রো রেসলিং বিশ্বের এক সদা উজ্জ্বল নক্ষত্রের নাম। সর্বকালের সেরা রেসলারদের একজন। যিনি তার দক্ষতা দিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। The Phenomenal One খ্যাত এই Wrestler এর আসল নাম Allen Neal Jones । মাইক স্কিল, পার্সোনালিটি, লুক, হাইট, ওয়েট, সব দিক দিয়েই একদম পার্ফেক্ট। রিং স্কিল সম্বন্ধে তো আর নাই বললাম। যেকোনো মুভ সেলিং, এক্সিকিউশন তাঁর কাছে মাখনের মধ্যে দিয়ে ছুড়ি চালানোর মতো সহজ। ৪০ বছর বয়সেও তাঁর ইন রিং এবিলিটি ৩০ বছরের যুবকের মতো। প্রায় প্রতিটা ম্যাচই হয় একদম চোখ ধাঁধানো, অসাধারণ! তার প্রতিপক্ষ যেই হোক না কেন আপনি সর্বদাই তাঁর কাছ থেকে একটি ভালো ম্যাচের আশা করতেই পারেন। একটি মানব আকৃতির মূর্তির সাথে রেসলিং করলেও হয়তো সে একটা অসাধারণ ম্যাচ উপহার দিতে পারবে। 

১৯ বছরের রেসলিং ক্যারিয়ারে তিনি যেই প্রমোশনেই গিয়েছেন, সেখানকার সবচেয়ে প্রেস্টিজিয়াস টাইটেলটি জয়ের গৌরব অর্জন করেছেন। জাপান, মেক্সিকো, অস্ট্রেলিয়া, আমেরিকা যেখানেই গিয়েছেন সেখানেই নিজের গডগিফ্টেড ট্যালেন্ট দিয়ে সকলের মন এবং সম্মান জয় করেছেন আর তার রেসলিং ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন অগণিত পুরষ্কার ও টাইটেল। তিনি তার ক্যারিয়ারে ROH, NJPW, TNA, সহ বেশকিছু কোম্পানিতে রেসলিং করেছেন। বর্তমানে AJ, WWE এর সাথে চুক্তিবদ্ধ আছেন। গত বছর Royal Rumble এ অংশগ্রহণ করার মাধ্যমে তিনি WWE তে তার ডেবিউ ঘটান।

A.J. Styles : এ.জে. স্টাইলস

সি.এম পাঙ্কের বিখ্যাত "পাইপ বম্ব" মুহূর্ত। 
জুন ২৭,২০১১ এর র তে কি হয়েছিলো তা কমবেশী সকলেই জানে, যারা জানেন না তাদের জন্য শর্টকাট ভাবে বলি, ওইদিনের র টা অনান্যদিনের র এর মতো সস্তা র ছিলো ততক্ষন পর্যন্ত যতক্ষন না CM Punk নামের রেস্লারটি Cena কে এট্যাক করে র‍্যাম্পে মাইক হাতে কিছু বলেছিলো। ভয়াবহ কিছু কথা যা WWE ইউনিভার্স ই না বরঞ্চ পুরো রেসলিং বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিলো, ওইদিন সিএম পানক WWE কে নিয়ে বড়সড় শুট করেন পাইপবম্বের মাধ্যমে। যেটি Pipebomb in Las Vegas নামে পরিচিত।

আজ পাইপবম্বের ৬বছর পুর্তি হচ্ছে, এই ৬বছরে আমরা পেয়েছি অনেক কিছু আবার হারিয়েছিও অনেক কিছু। পাওয়ার প্রাপ্তির মাঝে হতাশাটা এখনো রয়েছে। ৬বছর আগের র তে পাইপবম্ব ফেলা মানুষটি বর্তমানে WWE তে নেই, তবে WWE তে এনে দিয়েছে অনেক কিছুই। একসময় WWE তে ইন্ডি রেস্লারদের জন্য বন্ধ হওয়া গেইট টিও খুলে দিয়ে গেছেন। যার কারনে আজ কাড়ি কাড়ি ইন্ডি রেস্লার আমরা WWE এর চারকোনা রিং এ দেখতে পারছি। কিন্তু যেই মানুষটা করে দিয়ে গেছে সেই মানুষটাই নেই। এতো প্রাপ্তির মাঝে তার না থাকাটা প্রাপ্তিগুলোকে আড়াল করে রেখেছে। হয়ত দেখবো কোনদিন তাকে আবারো প্রো-রেসলিং রিং এ।  

CM Punk - পাইপবম্ব - ইতিহাসে আজকের দিনে।