Roman Reigns-কে কেন হীল টার্ন করানো হচ্ছে না-এরকম প্রশ্নের জবাবে The Game খ্যাত Triple H বলে যে সে এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত এবং Roman-কে হীল টার্ন করালেও তারা লাভবান হবে না।

Triple H বলে, "আমার মনে হয় না তাকে (Roman Reigns) হীল টার্ন করালে আমরা কোনদিক দিয়ে লাভবান হবো! বরং আমি এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। বর্তমানে যারা Roman Reigns-কে হেইট করে তাদের কাছে সে কিন্তু একজন ভিলেনই বটে। অন্যদিকে যারা তাকে লাভ করে তাদের কাছে সে একজন সুপারহিরো। তার Fan-Hater Percentage হচ্ছে ফিফটি ফিফটি । এখন আমরা যদি তাকে Heel Turn করাই তাহলে তার ফ্যানরা হয়ে যাবে হেটার আর হেটাররা হয়ে যাবে ফ্যান 😆 । সুতরাং আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে।"

এতক্ষণ তো Triple H'র কথা শুনলেন। এইবার আমি কিছু কথা বলতে চাই। IWC তে তো বটেই BWC'র অনেক Roman ফ্যানই চায় তাকে যেন হীল টার্ন করানো হয়। অনেকের মতে তাকে এই গিমিকে রাখলে সেও John Cena' মতো বোরিং ক্যারেক্টারে পরিণত হবে। সেখানে হান্টার বললো, Roman'র কোনো ফ্যানই চায় না সে হীল টার্ন করুক। আসলে Roman-কে হীল টার্ন না করানোর আসল কারণ হচ্ছে তাকে John Cena V.2'ই বানানো হবে। Cena'র মত সেও অল্প সময়ে অনেক ফ্যানবেইজ ক্রিয়েট করেছে (যদিও বিতর্কীতভাবে 😉) এবং তার এই ফ্যানবেইজের অর্ধেক হচ্ছে বাচ্চারা। আর কোম্পানির টপফেস হওয়ার জন্য যা দরকার সেগুলি Roman Reigns'র মধ্যে দেখা যায়। আর হান্টার তার এই ফিফটি ফিফটি পজিশনের কথা বলে আসলে Roman'র ত্যাজপাতা ক্যারিয়ারকেই উল্লেখ করেছে। ক্রিয়েটিভ প্যানেল ইচ্ছা করলে Roman Reigns-কে ভালমতো ব্যবহার করতে পারতো। কিন্তু Roman'র ক্যারিয়ার এখন শাঁখের করাতের মাঝখানে এসে ঠেকেছে যেখানে পিছনে গেলেও কাটবে আর সামনে গেলেও কাটবে!

Roman Reigns'র WWE ক্যারিয়ারের আয়ু হচ্ছে মাত্র পাঁচ বছর আর তাতেই এই অবস্থা। শুধু ভুরিভুরি টাইটেল জিতালে, লিজেন্ডদের হারালে আর বিশাল ফ্যানবেইজ ক্রিয়েট করাতে পারলেই Roman'র ক্যারিয়ার বেঁচে যাবে এমন আশা বোধহয় Roman নিজেও করে না। আগামীতে কী হবে সেটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না ।

• লেখক ঃ Ashraf Mahmud Oytizha

রোমানকে হিল টার্ন কেন করানো হয় না? - ট্রিপল এইচ।


Roman Reigns-কে কেন হীল টার্ন করানো হচ্ছে না-এরকম প্রশ্নের জবাবে The Game খ্যাত Triple H বলে যে সে এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত এবং Roman-কে হীল টার্ন করালেও তারা লাভবান হবে না।

Triple H বলে, "আমার মনে হয় না তাকে (Roman Reigns) হীল টার্ন করালে আমরা কোনদিক দিয়ে লাভবান হবো! বরং আমি এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। বর্তমানে যারা Roman Reigns-কে হেইট করে তাদের কাছে সে কিন্তু একজন ভিলেনই বটে। অন্যদিকে যারা তাকে লাভ করে তাদের কাছে সে একজন সুপারহিরো। তার Fan-Hater Percentage হচ্ছে ফিফটি ফিফটি । এখন আমরা যদি তাকে Heel Turn করাই তাহলে তার ফ্যানরা হয়ে যাবে হেটার আর হেটাররা হয়ে যাবে ফ্যান 😆 । সুতরাং আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে।"

এতক্ষণ তো Triple H'র কথা শুনলেন। এইবার আমি কিছু কথা বলতে চাই। IWC তে তো বটেই BWC'র অনেক Roman ফ্যানই চায় তাকে যেন হীল টার্ন করানো হয়। অনেকের মতে তাকে এই গিমিকে রাখলে সেও John Cena' মতো বোরিং ক্যারেক্টারে পরিণত হবে। সেখানে হান্টার বললো, Roman'র কোনো ফ্যানই চায় না সে হীল টার্ন করুক। আসলে Roman-কে হীল টার্ন না করানোর আসল কারণ হচ্ছে তাকে John Cena V.2'ই বানানো হবে। Cena'র মত সেও অল্প সময়ে অনেক ফ্যানবেইজ ক্রিয়েট করেছে (যদিও বিতর্কীতভাবে 😉) এবং তার এই ফ্যানবেইজের অর্ধেক হচ্ছে বাচ্চারা। আর কোম্পানির টপফেস হওয়ার জন্য যা দরকার সেগুলি Roman Reigns'র মধ্যে দেখা যায়। আর হান্টার তার এই ফিফটি ফিফটি পজিশনের কথা বলে আসলে Roman'র ত্যাজপাতা ক্যারিয়ারকেই উল্লেখ করেছে। ক্রিয়েটিভ প্যানেল ইচ্ছা করলে Roman Reigns-কে ভালমতো ব্যবহার করতে পারতো। কিন্তু Roman'র ক্যারিয়ার এখন শাঁখের করাতের মাঝখানে এসে ঠেকেছে যেখানে পিছনে গেলেও কাটবে আর সামনে গেলেও কাটবে!

Roman Reigns'র WWE ক্যারিয়ারের আয়ু হচ্ছে মাত্র পাঁচ বছর আর তাতেই এই অবস্থা। শুধু ভুরিভুরি টাইটেল জিতালে, লিজেন্ডদের হারালে আর বিশাল ফ্যানবেইজ ক্রিয়েট করাতে পারলেই Roman'র ক্যারিয়ার বেঁচে যাবে এমন আশা বোধহয় Roman নিজেও করে না। আগামীতে কী হবে সেটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না ।

• লেখক ঃ Ashraf Mahmud Oytizha