◘ আজকের Raw শুরু হয় আমাদের অজানা GM -এর বিরক্তিকর ম্যাসেজের টিউনের আওয়াজে। মাইকেল কোল প্রতিবারের মতো এই ম্যাসেজ পরে শোনাই এবং বলে যে WWE-এর এখন একজন লিডারকে দরকার। 

◘ কোলের ম্যাসেজ পড়া শেষ হবার আগেই, জন সিনা চলে আসে। সিনা বলে যে অজানা জিএম সাক্স...এবং ক্রাউডরা এই কথায় সিনার সাথে সহমত দেই। সিনা আরও বলে যে আমাদের চ্যাম্প ব্রক লেসনার এবং এই জিএমের মধ্যে একটা মিল আছে...তারা দুজনেই বছরে একবার করে আসে! এরপর সিনা সেই ম্যাসেজের কম্পিউটারটাকে বন্ধ করে দেই এবং বলে যে সে একজন ফেসলেস জিনিসকে দিয়ে এই Raw পরিচালনা করতে দিবে না। এরপরেই সেথ রলিন্স চলে আসে। 

◘ রলিন্স এবং সিনা একে অপরকে অপমান করতে থাকে, যদিও রলিন্স সিনার থেকেও ভালো অপমান করছিল, যার ফলে You Sold Out -চ্যান্টএর থেকে Cena Sucks-চ্যান্টটাই বেশী শোনা যাচ্ছিল। 

◘ রলিন্স মনে করিয়ে দেই যে, সিনাকে এলিমিনেট সেই করেছিল এবং টীম সিনা শুধুমাত্র স্টিং এর দয়াতেই জিতেছিল। তবে সিনা বলে সে এখানে শুধুমাত্র ডলফ জিগ্লারকে ক্রেডিট দেওয়ার জন্য এসেছে। 

◘ রলিন্স বলে এখন সবথেকে ভালো কাজ হল অথরিটীকে আবার ফেরত আনা যেটা শুধুমাত্র সিনাই করতে পারবে...। সিনা বলে কথাটা ভালোভাবে বললে সে এই ব্যাপারে ভাববে। রলিন্স খুব কস্ট করে ভালোভাবে বলে, তারপর সিনা বলে নিজের হাটু গেরে বসো এবং কথাটা বলো। কিন্তু তারপরেই জিএমের ঘন্টা বেজে উঠে এবং মাইকেল কোল আনাউন্স করে যে TLC তে সিনা এবং রলিন্সের মধ্যে একটা ল্যাডার ম্যাচ হতে চলেছে। যদি সিনা ওই ম্যাচে হারে তাহলে সে আর নাম্বার ওয়ান কন্টেন্ডার থাকতে পাবে না, এরপরেই রলিন্স হাঁটুতে বসা বাদ দিয়ে সিনাকে অ্যাটাক করে, কিন্তু সিনা কাউন্টার করে সেথকেই রিঙ্গের বাইরে ফেলে দেয়। এরপর কেইন চলে আসে এবং সিনাকে চোকস্লাম দিয়ে দেয়, রলিন্স একটা টেবিল আনে সিনাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারপরেই দ্য বিগ গাই রাইব্যাক চলে আসে এবং রিংটাকে পরিষ্কার করে  দেয়, কিন্তু কেইন একটা চেয়ার শটের মাধ্যমে তাকে কাবু করে ফেলে, এরপরে SS -এর এলিমিনেশন ম্যাচের প্রায় সবাই সেখানে একে একে আসে। শেষপর্যন্ত অথরিটির পাল্লা ভারী হয় এবং শিল্ডের মতোই সিনাকে টেবিলের উপর ট্রিপল পাওয়ার বম্ব দেওয়া হয়, কিন্তু ডিন আর রোমানের বদলে ছিল সেথের দুই চামচা। এইভাবে অথরিটি এগিয়ে থাকে ও সেগমেন্টটা শেষ হয়।

◘ আজকে রাতের জন্য দুই ম্যাচ আনাউন্স করা হয়, রোয়ান vs. বিগ শো এবং   Cena, Ryback ও Ziggler vs. Harper, Rollins ও Kane। 

♠ Tag Team Turmoil (No. 1 Contender for the WWE Tag Team Title)

• ডাস্ট ব্রাদার এবং দ্য নিউ ডেই (কোফি এবং বিগ ই), খুবই তাড়াতাড়ি বিগ ই এবং কোফি তাদের নিউ ফিনিশারের সাহায্যে গোল্ড এবং স্টারডাস্টকে এলিমিনেট করে দেয়। 

• তাদের পরের চ্যালেঞ্জার হয় টাইসন কিড এবং সিজারো, তাদের মধ্যে ম্যাচ চলাকালীন ডাস্ট ব্রাদাররা উডসকে অ্যাটাক করে যার ফলে কোফি ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং এর ফলে কিড ও সিজারো তাকে পিন করে ও দ্য নিউ ডেইকে এলিমিনেট করে দেয়।

• এরপরে আসে দ্য উসো, তাদের মধ্যে ভালো ম্যাচ চলতে থাকে, শেষে নাটালইয়া কিডকে সাহায্য করে একটা কিক মারতে কিন্তু উসোসরা তাও এটাকে কাউন্টার করে সুপারফ্লাই স্প্লাশ দিয়ে কিড ও সিজারোকে এলিমিনেট করে দেই।   

• এবার আসে অ্যাডাম রোজ এবং বানি, এরাই হল ফাইনাল টিম। শেষে বানি ট্যাগ দিয়ে এসে ভালো খেলা দেখায় কিন্তু ড়জ বানিকে ট্যাগ দিয়ে নিজে আসে এবং বানিকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু তারপরেই সে নিজে একটা সুপারকিক এবং সুপারফ্লাই স্প্লাশ দিয়ে পিন করে এবং উসোসরা জয়লাভ করে। 

♥ Winners: The Usos

◘ এরপর টম ফিলিপ রোয়ানের একটা ইন্টারভিউ নেই। 

♠ Erick Rowan vs. Big Show

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে, বিগ শো রোয়ানকে নীচে স্টিল স্টেপে ছুরে মারে। এরপর বিগ শো স্টিল স্টেপগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ফলে রেফারি ডিস্কোয়ালিফাই করে দেই। 

♥ Winner by DQ: Erick Rowan

◘ এরপর ব্যাকস্টেজে রিনি ইয়ং, ভিন্সের একটা ছোট ইন্টারভিউ নেই।

♠ Fandango vs. Jack Swagger

• জ্যাক স্বোয়াগারের মিউজিক দুইবার হিট করে কিন্তু সে আসেনি, এরপর ব্যাকস্টেজে দেখা যায়, জেব কোল্টার আহত হয়ে আছে এবং স্বাগার তাকে জিজ্ঞাসা করছে জে এটা কে করলো। এরপর রিঙ্গে রোসা, লিলিয়ানের কাছ থেকে মাইক কেরে নিয়ে ফ্যানডাঙ্গোকে ফোরফিটে উইনার হিসাবে ঘোষণা করে।

♥ Winner by Forfiet: Fandango

◘ এরপর রুসেভের মিউজিক হিট করে, অর্থাৎ এটা পরিষ্কার যে রুসেভই ওই মহান কাজটা করেছে। রুসেভ এবং লানা একটা হিল প্রোমো কাট করে, যার ফলে স্বাগার আসে এবং রিঙ্গের দিকে ছুটে যায়, সে রুসেভকে সঙ্গে সঙ্গেই অ্যাটাক করে এবং তাকে নীচে নিয়ে গিয়ে ব্যারিকেডে কয়েকবার ছুরে মারে। এরপর অফিসিয়ালরা চলে আসে তাদেরকে ছাড়াবার জন্য এবং রুসেভ বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়।  

♠ Fernando vs. Mizdow

• ম্যাচ শুরু হবার পরে মিজডোউ এর চ্যান্ট শুরু হয়ে যায়। মিজডোউ মিজের স্টাইলেই খেলতে থাকে এবং শেষে ফারনান্দোকে Skull Crushing Finale দিতে যায়, কিন্তু ফারনান্দো সেটা কাউন্টার করে কিন্তু তারপর মিজডোউ কোনভাবে ফিগার ফোর লক দিতে সক্ষম হয় এবং সাবমিশনের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Mizdow

◘ ম্যাচের পরে জিমি উসো আসে এবং মিজের মুখে মেরে তাকে বলে আমার স্ত্রীএর থেকে দুরেই থাকবে। 

♠ Bray Wyatt vs. R-Truth

• এই ম্যাচের ব্যাপারে কিছুই বলার নাই, সবাই জানে কে জিতবে! ওয়াট তার স্পাইডারমুভ দেখিয়ে ট্রুথকে সিস্টার আবিগেইল দেই এবং জয়লাভ করে। 

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে ওয়াট রিঙ্গের নিচ থেকে কয়েকটি চেয়ার বার করে তাদেরকে রিঙ্গে মধ্যে ফেলা শুরু করে, ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে ব্রে তাদের ইচ্ছাও পূরণ করে। এরপর ওয়াট আম্ব্রোসের উদ্দেশে একটা প্রোমো কাট করে। 

◘ এরপর ডিন আম্ব্রোসের মিউজিক হিট করে এবং সে রিঙ্গের দিকে আসে, রিঙ্গে আসা মাত্রই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আম্ব্রোস, ওঅ্যাটকে মেরে টেবিলের উপরে রাখে এবং একটা ল্যাডারে উঠে যায়। এরপর অনেকজন অফিসিয়াল চলে আসায় ওয়াট বেঁচে যায়, কিন্তু তারপরেই আম্ব্রোস ছুটে গিয়ে ব্রে -এর উপরে একটা ডাইভ দেয়। পুরা রিঙ্গই বিভিন্ন অস্ত্রতে ভরতি ছিল। এরপর আম্ব্রোস ওঅ্যাটএর রকিং চেয়ারটাকে নেয় এবং রিঙ্গের উপরেই তাকে ছুরে ফেলে, ব্রে এটাকে রিঙ্গের বাইরে থেকে কাঁদতে কাঁদতে দেখতে থাকে এবং ভাবে কেন প্রোমোটা বেকার কাট করতে গেলাম।  

◘ এরপর বেলা টুইন্স এবং এজে লি রিঙ্গে আসে তাদের ম্যাচের জন্য। এজের পার্টনার কে হবে তার জন্য ভোট হয়। ভোটে জয়লাভ করে নাওমি এজের পার্টনার হয়ে যায় এই ম্যাচের জন্য। 

♠ AJ and Naomi vs. The Bella Twins

• এজে, ব্রিকে মেরে আপ্রন থেকে নীচে ফেলে দেয় এবং নিক্কিকে একটা টরনাডো DDT দিয়ে দুই কাউন্ট লাভ করে। ব্রি এবং নাওমি রিঙ্গের বাইরেই পরে থাকে এবগ এজে লি, নিক্কিকে Shining Wizard হিট করে এবং তারপর Black Widow-এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winners: AJ and Naomi

◘ এরপর মিক ফোলি WWEshop.com -এর কমার্শিয়ালের জন্য তার মেয়ের সাথে সান্টা সেজে আসে। 

◘ এরপর WWE headquarters-এর একটা প্রোমোতে পল হেইম্যান লেসনারের হয়ে কিছু সাফাই দেই। এর পরের ম্যাচ হবে মেইন ইভেন্ট। 

♠ Dolph Ziggler, John Cena ও Ryback vs. Seth Rollins, Luke Harper ও Kane

• আধ ঘন্টা ধরে সবাইয়ের এন্ট্রান্সই হয়। শেষপর্যন্ত ম্যাচ শুরু হয় সিনা এবং হারপারের মাধ্যমে। সবাইয়ের মধ্যে ভালো ফাইট চলে এবং একসময়, সিনা যখন রিঙ্গে ছিল তখন রলিন্স ট্যাগ দিয়ে ভিতরে আসে এবং টপ রোপ থেকে লাফ মেরে সিনার মুখে একটা পাঞ্চ দেয়। এরপর রলিন্স সিনাকে নিয়ে কিছু ট্রোল করে এবং সিনা এর জবাবে তার মুখে কিছু সলিড পাঞ্চ দেয়। এরপর সিনা ও রলিন্স উভয়েই ট্যাগ দিয়ে যথাক্রমে জিগ্লার এবং হারপারকে রিঙ্গে নিয়ে আসে। জিগ্লার, হারপারকে একটা জোরদার ক্লোথসলাইন হিট করে, এবং এরপর একসময় সবাই মিলে রিঙ্গের মধ্যে চলে আসে, এবং সুজোগ বুঝে সিনা টপ রোপের উপর থেকে একটা ডাইভ দিয়ে সবাইকে ফেলে দেয়। শেষে হারপার,  জিগ্লারকে একটা জোরদার স্লাম দেয় কিন্তু দুই কাউন্টের বেশী যায়নি। এরপর হঠাৎ করেই জিগ্লার সান্সেট ফ্লিপের মাধ্যমে হারপারকে পিন করে এবং তাদের টিমকে জয়লাভ করাই। 

♥ Winners: Cena, Ziggler and Ryback

◘ ম্যাচের পর রোয়ান স্টিল স্টেপ নিয়ে আসে এবং সবাইকে সেটা দিয়ে হিট করতে লাগে, এরপর বিগ শো চলে আসে কিন্তু তারপর টিম সিনার সবাইমিলে তাকে ভালোমতো ধোলাই দেই। তারপর রোয়ান স্টিল স্টেপের মাধ্যমে বিগ শোর খেল খতম করে এবং লড়াই ফিনিশ করে। এরপর সিনা, রোয়ান এবং জিগ্লার কর্নারে গিয়ে সেলিব্রেট করে এবং এইভাবেই ফেসেদের এগিয়ে থাকা দিয়ে আজকের Raw শেষ হয়। 

☻WWE Raw রেজাল্ট, ২ ডিসেম্বর ২০১৪

◘ আজকের Raw শুরু হয় আমাদের অজানা GM -এর বিরক্তিকর ম্যাসেজের টিউনের আওয়াজে। মাইকেল কোল প্রতিবারের মতো এই ম্যাসেজ পরে শোনাই এবং বলে যে WWE-এর এখন একজন লিডারকে দরকার। 

◘ কোলের ম্যাসেজ পড়া শেষ হবার আগেই, জন সিনা চলে আসে। সিনা বলে যে অজানা জিএম সাক্স...এবং ক্রাউডরা এই কথায় সিনার সাথে সহমত দেই। সিনা আরও বলে যে আমাদের চ্যাম্প ব্রক লেসনার এবং এই জিএমের মধ্যে একটা মিল আছে...তারা দুজনেই বছরে একবার করে আসে! এরপর সিনা সেই ম্যাসেজের কম্পিউটারটাকে বন্ধ করে দেই এবং বলে যে সে একজন ফেসলেস জিনিসকে দিয়ে এই Raw পরিচালনা করতে দিবে না। এরপরেই সেথ রলিন্স চলে আসে। 

◘ রলিন্স এবং সিনা একে অপরকে অপমান করতে থাকে, যদিও রলিন্স সিনার থেকেও ভালো অপমান করছিল, যার ফলে You Sold Out -চ্যান্টএর থেকে Cena Sucks-চ্যান্টটাই বেশী শোনা যাচ্ছিল। 

◘ রলিন্স মনে করিয়ে দেই যে, সিনাকে এলিমিনেট সেই করেছিল এবং টীম সিনা শুধুমাত্র স্টিং এর দয়াতেই জিতেছিল। তবে সিনা বলে সে এখানে শুধুমাত্র ডলফ জিগ্লারকে ক্রেডিট দেওয়ার জন্য এসেছে। 

◘ রলিন্স বলে এখন সবথেকে ভালো কাজ হল অথরিটীকে আবার ফেরত আনা যেটা শুধুমাত্র সিনাই করতে পারবে...। সিনা বলে কথাটা ভালোভাবে বললে সে এই ব্যাপারে ভাববে। রলিন্স খুব কস্ট করে ভালোভাবে বলে, তারপর সিনা বলে নিজের হাটু গেরে বসো এবং কথাটা বলো। কিন্তু তারপরেই জিএমের ঘন্টা বেজে উঠে এবং মাইকেল কোল আনাউন্স করে যে TLC তে সিনা এবং রলিন্সের মধ্যে একটা ল্যাডার ম্যাচ হতে চলেছে। যদি সিনা ওই ম্যাচে হারে তাহলে সে আর নাম্বার ওয়ান কন্টেন্ডার থাকতে পাবে না, এরপরেই রলিন্স হাঁটুতে বসা বাদ দিয়ে সিনাকে অ্যাটাক করে, কিন্তু সিনা কাউন্টার করে সেথকেই রিঙ্গের বাইরে ফেলে দেয়। এরপর কেইন চলে আসে এবং সিনাকে চোকস্লাম দিয়ে দেয়, রলিন্স একটা টেবিল আনে সিনাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারপরেই দ্য বিগ গাই রাইব্যাক চলে আসে এবং রিংটাকে পরিষ্কার করে  দেয়, কিন্তু কেইন একটা চেয়ার শটের মাধ্যমে তাকে কাবু করে ফেলে, এরপরে SS -এর এলিমিনেশন ম্যাচের প্রায় সবাই সেখানে একে একে আসে। শেষপর্যন্ত অথরিটির পাল্লা ভারী হয় এবং শিল্ডের মতোই সিনাকে টেবিলের উপর ট্রিপল পাওয়ার বম্ব দেওয়া হয়, কিন্তু ডিন আর রোমানের বদলে ছিল সেথের দুই চামচা। এইভাবে অথরিটি এগিয়ে থাকে ও সেগমেন্টটা শেষ হয়।

◘ আজকে রাতের জন্য দুই ম্যাচ আনাউন্স করা হয়, রোয়ান vs. বিগ শো এবং   Cena, Ryback ও Ziggler vs. Harper, Rollins ও Kane। 

♠ Tag Team Turmoil (No. 1 Contender for the WWE Tag Team Title)

• ডাস্ট ব্রাদার এবং দ্য নিউ ডেই (কোফি এবং বিগ ই), খুবই তাড়াতাড়ি বিগ ই এবং কোফি তাদের নিউ ফিনিশারের সাহায্যে গোল্ড এবং স্টারডাস্টকে এলিমিনেট করে দেয়। 

• তাদের পরের চ্যালেঞ্জার হয় টাইসন কিড এবং সিজারো, তাদের মধ্যে ম্যাচ চলাকালীন ডাস্ট ব্রাদাররা উডসকে অ্যাটাক করে যার ফলে কোফি ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং এর ফলে কিড ও সিজারো তাকে পিন করে ও দ্য নিউ ডেইকে এলিমিনেট করে দেয়।

• এরপরে আসে দ্য উসো, তাদের মধ্যে ভালো ম্যাচ চলতে থাকে, শেষে নাটালইয়া কিডকে সাহায্য করে একটা কিক মারতে কিন্তু উসোসরা তাও এটাকে কাউন্টার করে সুপারফ্লাই স্প্লাশ দিয়ে কিড ও সিজারোকে এলিমিনেট করে দেই।   

• এবার আসে অ্যাডাম রোজ এবং বানি, এরাই হল ফাইনাল টিম। শেষে বানি ট্যাগ দিয়ে এসে ভালো খেলা দেখায় কিন্তু ড়জ বানিকে ট্যাগ দিয়ে নিজে আসে এবং বানিকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু তারপরেই সে নিজে একটা সুপারকিক এবং সুপারফ্লাই স্প্লাশ দিয়ে পিন করে এবং উসোসরা জয়লাভ করে। 

♥ Winners: The Usos

◘ এরপর টম ফিলিপ রোয়ানের একটা ইন্টারভিউ নেই। 

♠ Erick Rowan vs. Big Show

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে, বিগ শো রোয়ানকে নীচে স্টিল স্টেপে ছুরে মারে। এরপর বিগ শো স্টিল স্টেপগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ফলে রেফারি ডিস্কোয়ালিফাই করে দেই। 

♥ Winner by DQ: Erick Rowan

◘ এরপর ব্যাকস্টেজে রিনি ইয়ং, ভিন্সের একটা ছোট ইন্টারভিউ নেই।

♠ Fandango vs. Jack Swagger

• জ্যাক স্বোয়াগারের মিউজিক দুইবার হিট করে কিন্তু সে আসেনি, এরপর ব্যাকস্টেজে দেখা যায়, জেব কোল্টার আহত হয়ে আছে এবং স্বাগার তাকে জিজ্ঞাসা করছে জে এটা কে করলো। এরপর রিঙ্গে রোসা, লিলিয়ানের কাছ থেকে মাইক কেরে নিয়ে ফ্যানডাঙ্গোকে ফোরফিটে উইনার হিসাবে ঘোষণা করে।

♥ Winner by Forfiet: Fandango

◘ এরপর রুসেভের মিউজিক হিট করে, অর্থাৎ এটা পরিষ্কার যে রুসেভই ওই মহান কাজটা করেছে। রুসেভ এবং লানা একটা হিল প্রোমো কাট করে, যার ফলে স্বাগার আসে এবং রিঙ্গের দিকে ছুটে যায়, সে রুসেভকে সঙ্গে সঙ্গেই অ্যাটাক করে এবং তাকে নীচে নিয়ে গিয়ে ব্যারিকেডে কয়েকবার ছুরে মারে। এরপর অফিসিয়ালরা চলে আসে তাদেরকে ছাড়াবার জন্য এবং রুসেভ বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়।  

♠ Fernando vs. Mizdow

• ম্যাচ শুরু হবার পরে মিজডোউ এর চ্যান্ট শুরু হয়ে যায়। মিজডোউ মিজের স্টাইলেই খেলতে থাকে এবং শেষে ফারনান্দোকে Skull Crushing Finale দিতে যায়, কিন্তু ফারনান্দো সেটা কাউন্টার করে কিন্তু তারপর মিজডোউ কোনভাবে ফিগার ফোর লক দিতে সক্ষম হয় এবং সাবমিশনের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Mizdow

◘ ম্যাচের পরে জিমি উসো আসে এবং মিজের মুখে মেরে তাকে বলে আমার স্ত্রীএর থেকে দুরেই থাকবে। 

♠ Bray Wyatt vs. R-Truth

• এই ম্যাচের ব্যাপারে কিছুই বলার নাই, সবাই জানে কে জিতবে! ওয়াট তার স্পাইডারমুভ দেখিয়ে ট্রুথকে সিস্টার আবিগেইল দেই এবং জয়লাভ করে। 

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে ওয়াট রিঙ্গের নিচ থেকে কয়েকটি চেয়ার বার করে তাদেরকে রিঙ্গে মধ্যে ফেলা শুরু করে, ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে ব্রে তাদের ইচ্ছাও পূরণ করে। এরপর ওয়াট আম্ব্রোসের উদ্দেশে একটা প্রোমো কাট করে। 

◘ এরপর ডিন আম্ব্রোসের মিউজিক হিট করে এবং সে রিঙ্গের দিকে আসে, রিঙ্গে আসা মাত্রই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আম্ব্রোস, ওঅ্যাটকে মেরে টেবিলের উপরে রাখে এবং একটা ল্যাডারে উঠে যায়। এরপর অনেকজন অফিসিয়াল চলে আসায় ওয়াট বেঁচে যায়, কিন্তু তারপরেই আম্ব্রোস ছুটে গিয়ে ব্রে -এর উপরে একটা ডাইভ দেয়। পুরা রিঙ্গই বিভিন্ন অস্ত্রতে ভরতি ছিল। এরপর আম্ব্রোস ওঅ্যাটএর রকিং চেয়ারটাকে নেয় এবং রিঙ্গের উপরেই তাকে ছুরে ফেলে, ব্রে এটাকে রিঙ্গের বাইরে থেকে কাঁদতে কাঁদতে দেখতে থাকে এবং ভাবে কেন প্রোমোটা বেকার কাট করতে গেলাম।  

◘ এরপর বেলা টুইন্স এবং এজে লি রিঙ্গে আসে তাদের ম্যাচের জন্য। এজের পার্টনার কে হবে তার জন্য ভোট হয়। ভোটে জয়লাভ করে নাওমি এজের পার্টনার হয়ে যায় এই ম্যাচের জন্য। 

♠ AJ and Naomi vs. The Bella Twins

• এজে, ব্রিকে মেরে আপ্রন থেকে নীচে ফেলে দেয় এবং নিক্কিকে একটা টরনাডো DDT দিয়ে দুই কাউন্ট লাভ করে। ব্রি এবং নাওমি রিঙ্গের বাইরেই পরে থাকে এবগ এজে লি, নিক্কিকে Shining Wizard হিট করে এবং তারপর Black Widow-এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winners: AJ and Naomi

◘ এরপর মিক ফোলি WWEshop.com -এর কমার্শিয়ালের জন্য তার মেয়ের সাথে সান্টা সেজে আসে। 

◘ এরপর WWE headquarters-এর একটা প্রোমোতে পল হেইম্যান লেসনারের হয়ে কিছু সাফাই দেই। এর পরের ম্যাচ হবে মেইন ইভেন্ট। 

♠ Dolph Ziggler, John Cena ও Ryback vs. Seth Rollins, Luke Harper ও Kane

• আধ ঘন্টা ধরে সবাইয়ের এন্ট্রান্সই হয়। শেষপর্যন্ত ম্যাচ শুরু হয় সিনা এবং হারপারের মাধ্যমে। সবাইয়ের মধ্যে ভালো ফাইট চলে এবং একসময়, সিনা যখন রিঙ্গে ছিল তখন রলিন্স ট্যাগ দিয়ে ভিতরে আসে এবং টপ রোপ থেকে লাফ মেরে সিনার মুখে একটা পাঞ্চ দেয়। এরপর রলিন্স সিনাকে নিয়ে কিছু ট্রোল করে এবং সিনা এর জবাবে তার মুখে কিছু সলিড পাঞ্চ দেয়। এরপর সিনা ও রলিন্স উভয়েই ট্যাগ দিয়ে যথাক্রমে জিগ্লার এবং হারপারকে রিঙ্গে নিয়ে আসে। জিগ্লার, হারপারকে একটা জোরদার ক্লোথসলাইন হিট করে, এবং এরপর একসময় সবাই মিলে রিঙ্গের মধ্যে চলে আসে, এবং সুজোগ বুঝে সিনা টপ রোপের উপর থেকে একটা ডাইভ দিয়ে সবাইকে ফেলে দেয়। শেষে হারপার,  জিগ্লারকে একটা জোরদার স্লাম দেয় কিন্তু দুই কাউন্টের বেশী যায়নি। এরপর হঠাৎ করেই জিগ্লার সান্সেট ফ্লিপের মাধ্যমে হারপারকে পিন করে এবং তাদের টিমকে জয়লাভ করাই। 

♥ Winners: Cena, Ziggler and Ryback

◘ ম্যাচের পর রোয়ান স্টিল স্টেপ নিয়ে আসে এবং সবাইকে সেটা দিয়ে হিট করতে লাগে, এরপর বিগ শো চলে আসে কিন্তু তারপর টিম সিনার সবাইমিলে তাকে ভালোমতো ধোলাই দেই। তারপর রোয়ান স্টিল স্টেপের মাধ্যমে বিগ শোর খেল খতম করে এবং লড়াই ফিনিশ করে। এরপর সিনা, রোয়ান এবং জিগ্লার কর্নারে গিয়ে সেলিব্রেট করে এবং এইভাবেই ফেসেদের এগিয়ে থাকা দিয়ে আজকের Raw শেষ হয়।