♥আজকে "Y2J" Chris Jericho এর ৪৪ তম জন্মদিন♥

আসুন জন্মদিনে তাঁর ব্যাপারে কিছু অজানা কথা জেনে নেই- 

◘ ১৯৭০ সালের এইদিনে কানাডায় এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম Christopher Irvine Jericho,  তিনি পেশায় একজন রেসলার,ব্যান্ড গায়ক (Fozzy) এবং একজন অভিনেতা। 

 রেসলিং এ পা দেন ১৯৯৪ সালে WCW তে। অনেক রেসলিং বিশেষজ্ঞদের মতে Chris Jericho Pro রেসলিংয়ের সেরা ক্রুজারওয়েট রেসলার।  তাছাড়া, তার মুভ লিস্ট এর সংখ্যাটা আনুমানিক ২০০ উপরের!
সেই সাথে তার রয়েছে অনেক নিক-নেইম।

 তিনি ক্যারিয়ারে 5 বার World Heavywight সহ একবার  WWE চ্যাম্পিয়ন।  তিনি ইতিহাসের প্রথম Undisputed Champion। ৯ বার Intercontinental চ্যাম্পিয়ন হয়ে  অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। তিনি বেশ কয়েকবার Tag Team টাইটেল জিতেন। Money In The Bank ম্যাচটি তার মাথার বুদ্ধি থেকে করা।

 WCW তে ভাল খেলা সত্ত্যেও যোগ্য পুশ না পেয়ে ১৯৯৯ সালের The Rock এর সেগমেন্টে প্রায় সবাইকে অবাক করে ডিবিউ করেন। যা #১ নাম্বার ডিবিউয়ের খেতাব পেয়েছে।

 ডিবিউয়ের পরেই Chyna কে হারিয়ে Intercontinental চ্যাম্পিয়ন হন। তার ইম্প্রেসিভ পারফর্মেন্সের জন্য Vince Mcmahon তাকে টপ লেভলে তুলে আনে।

 Vengeance 2001 পিপিভতে এক রাতেই সেসময়কার দুই বাঘা রেসলার Austin এবং Rock হারিয়ে Undisputed  চ্যাম্পিয়ন হন।

 কিন্তু এরপরে কিছু ব্যাকস্টেজের রাজনীতির কারণে পরবর্তীতে তার মিড কার্ডে চলে যেতে হয়। ২০০৫ সালের Armageddon থেকে চলে গিয়ে  প্রায় তিনবছর পর Survivor Series  ২০০৭ আগে আকস্মিক রিটার্ন করেন।

 ২০০৮ সালে ছিল তার খুব ভালো একটা বছর। তিনি দুই/তিন বার World Heavywight টাইটেল জিতেন। তাছাড়া Shawn Michaels এর সাথে একটা ফার্স্ট ক্লাস ফিউড করেন এবং অনেক ঐতিহাসিক ম্যাচ উপহার দেন।

 ২০০৯ সালে নবমবারের মত IC টাইটেল ও Big Show কে নিয়ে Unified ট্যাগ টিম জিতেন।

 ২০১০ শেষবারের মত World Heavywight টাইটেল জিতেন।

 ২০১১ থেকে বর্তমান পর্যন্ত তিনি কোন টাইটেল জিতেননি এবং পার্ট টাইম রেসলার হিসেবে খেলছেন। নিজের চাইতে কম ভাল রেসলারদের কাছে হেরেছেন।  অন্যদের হেরে পুশ দেওয়াতে অথরিটি তাকে ব্যবহার করে। যেটা অনেকেরই কাছে খারাপ লাগে।

প্রায় লিজেন্ডারি ক্যারিয়ার খেলা এই রেসলারটির প্রতি সম্মান জানিয়ে তাকে Happy Biryhday জানাই...তাঁর প্রতি রইলো অনেক শুভেচ্ছা। 



আজকে "Y2J" Chris Jericho এর ৪৪ তম জন্মদিন

♥আজকে "Y2J" Chris Jericho এর ৪৪ তম জন্মদিন♥

আসুন জন্মদিনে তাঁর ব্যাপারে কিছু অজানা কথা জেনে নেই- 

◘ ১৯৭০ সালের এইদিনে কানাডায় এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম Christopher Irvine Jericho,  তিনি পেশায় একজন রেসলার,ব্যান্ড গায়ক (Fozzy) এবং একজন অভিনেতা। 

 রেসলিং এ পা দেন ১৯৯৪ সালে WCW তে। অনেক রেসলিং বিশেষজ্ঞদের মতে Chris Jericho Pro রেসলিংয়ের সেরা ক্রুজারওয়েট রেসলার।  তাছাড়া, তার মুভ লিস্ট এর সংখ্যাটা আনুমানিক ২০০ উপরের!
সেই সাথে তার রয়েছে অনেক নিক-নেইম।

 তিনি ক্যারিয়ারে 5 বার World Heavywight সহ একবার  WWE চ্যাম্পিয়ন।  তিনি ইতিহাসের প্রথম Undisputed Champion। ৯ বার Intercontinental চ্যাম্পিয়ন হয়ে  অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। তিনি বেশ কয়েকবার Tag Team টাইটেল জিতেন। Money In The Bank ম্যাচটি তার মাথার বুদ্ধি থেকে করা।

 WCW তে ভাল খেলা সত্ত্যেও যোগ্য পুশ না পেয়ে ১৯৯৯ সালের The Rock এর সেগমেন্টে প্রায় সবাইকে অবাক করে ডিবিউ করেন। যা #১ নাম্বার ডিবিউয়ের খেতাব পেয়েছে।

 ডিবিউয়ের পরেই Chyna কে হারিয়ে Intercontinental চ্যাম্পিয়ন হন। তার ইম্প্রেসিভ পারফর্মেন্সের জন্য Vince Mcmahon তাকে টপ লেভলে তুলে আনে।

 Vengeance 2001 পিপিভতে এক রাতেই সেসময়কার দুই বাঘা রেসলার Austin এবং Rock হারিয়ে Undisputed  চ্যাম্পিয়ন হন।

 কিন্তু এরপরে কিছু ব্যাকস্টেজের রাজনীতির কারণে পরবর্তীতে তার মিড কার্ডে চলে যেতে হয়। ২০০৫ সালের Armageddon থেকে চলে গিয়ে  প্রায় তিনবছর পর Survivor Series  ২০০৭ আগে আকস্মিক রিটার্ন করেন।

 ২০০৮ সালে ছিল তার খুব ভালো একটা বছর। তিনি দুই/তিন বার World Heavywight টাইটেল জিতেন। তাছাড়া Shawn Michaels এর সাথে একটা ফার্স্ট ক্লাস ফিউড করেন এবং অনেক ঐতিহাসিক ম্যাচ উপহার দেন।

 ২০০৯ সালে নবমবারের মত IC টাইটেল ও Big Show কে নিয়ে Unified ট্যাগ টিম জিতেন।

 ২০১০ শেষবারের মত World Heavywight টাইটেল জিতেন।

 ২০১১ থেকে বর্তমান পর্যন্ত তিনি কোন টাইটেল জিতেননি এবং পার্ট টাইম রেসলার হিসেবে খেলছেন। নিজের চাইতে কম ভাল রেসলারদের কাছে হেরেছেন।  অন্যদের হেরে পুশ দেওয়াতে অথরিটি তাকে ব্যবহার করে। যেটা অনেকেরই কাছে খারাপ লাগে।

প্রায় লিজেন্ডারি ক্যারিয়ার খেলা এই রেসলারটির প্রতি সম্মান জানিয়ে তাকে Happy Biryhday জানাই...তাঁর প্রতি রইলো অনেক শুভেচ্ছা।