◘ আজকের Raw শুরু হয় আগের সপ্তাহের একটা ভিডিও রিক্যাপএর দ্বারা।

◘ Seth Rollins, Kane, Randy Orton এবং Triple H আসে এবং দেখা যায় যে রিঙ্গের উপরে সেল ঝুলে আছে...হেল ইন এ সেল ইস কামিং।
◘ এরপর ট্রিপল এইচ তাদের পরবর্তী PPV এবং ডিন ও সিনার ব্যাপারে বলে...সে "Hell" শব্দটিকে অনেকবার ব্যবহার করে। 

◘ অরটন এবং রলিন্সএর মধ্যে হালকা বিতর্ক হয় যে তাদের মধ্যে কার ম্যাচ হবে HIAC -তে মেইন ইভেন্ট। ট্রিপল এইচ বলে হয়তো সিনা নাহলে অরটন ব্রক লেস্নারকে হারাবে। অর্থাৎ তাদের মধ্যে যে উইনার হবে সে ব্রকের সাথে সামনের PPV -তে খেলবে। 

◘ এরপর তাদের মধ্যে কোন ফাইট হয়নি কারন সবাই একে অপরকে জরিয়ে ধরে শান্তিপূর্ণভাবে সেগমেন্টটাকে ফিনিশ করে। 

◘ এরপর কোল আগের সপ্তাহের একটা ভিডিও দেখায় যেটাতে শেমাস মেইন ইভেন্টে ড্যামিয়েন মিজডোউ কে মারে। এর পরের ম্যাচ হবে শেমাস ও উসোস vs. মিজ ও ডাস্ট ব্রাদারস। 


♠ Sheamus ও The Usos vs. Miz ও Gold ও Stardust 
মিজের সঙ্গে মিজডোউ আসে এবং প্রতিবারের মতো এইবারেও ভালো নকল করে। মিজ বলে যে আজকে তার জাগায় খেলবে মিজডোউ। তাদের মধ্যে ভালো ম্যাচ হয় এবং শেষে শেমাস ট্যাগ পেলে সবাইকে মারতে শুরু করে। মিজডোউ তাকে টপ রোপেই থামিয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা পাওয়ারস্লাম দিয়ে শেমাস আবার ম্যাচে আসে। 

এরপর উসোসরা রিং ক্লিয়ারের কাজ শুরু করে, সবাই একে অপরকে মারতে থাকে, অনেকগুলি ড্রাইভ দেখা যায়। 

এরপর শেমাস মিজডোউকে ব্রোজ কিক মারার জন্য তৈরি হলে স্টারডাস্ট তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে মিজডোউ উইনার হয়। 

♥ Winners: Mizdow, Gold and Stardust

◘ অনেকদিন পরে সান্ডোউ এত ভালো জয়লাভ করলো। 

◘ এরপর অরটনকে দেখা যায় লেসনারের সঙ্গে ম্যাচ দিবার জন্য ট্রিপল এইচকে ধন্যবাদ জানাতে...!!

ট্রিপ বলে যে, পুরা জিনিসটাই হল রলিন্সের আইডিয়া। অরটন বলে যে সে এখন রলিন্সকে খুজবে এবং তাকে ধন্যবাদ জানাবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়।  

♠ AJ vs. Alicia Fox

আলিসিয়া ফক্সের দিকে রিংসাইডে ছিল একে লি -এর ফর্মার বান্ধবি পেইজ, যে রিসেন্টলি টোটাল ডিভাস জয়েন করেছে। তাদের ম্যাচ চলাকালীন একসময় পেইজ এবং এজে লি একে অপরের সঙ্গে কিছু কথোপকথনে জরিয়ে পরে, এরপর সবাইকে চমকে দিয়ে ফক্স রোল-আপের মাধ্যমে জয় লাভ করে। ম্যাচের পরে পেইজ এবং ফক্সের বন্ধুত্ব দেখা যায়! 

♥ Winner: AJ

◘ এরপর অরটনের মিউজিক হিট করে এবং সে এসে সিনার সঙ্গে তার অনেক দিনের শত্রুতার কথা বলে। সে আরও বলে যে যদিও সে সিনাকে রেস্পেক্ট করে কিন্তু আসলে সে সিনার থেকে ভালো, এরপর সিনার মিউজিক হিট করে এবং সে আসে। তাদের মধ্যে কিছু উত্যক্ত কথোপকথন হয়। সিনা অরটনকে বলে যে, তার মুখ বন্ধ করতে। সিনা বলে যে অরটোন একজন ফিউচার হল অফ ফেমার হলেও সে প্রত্যেকবার সে নিজেকে ডাম্বআস প্রমান করে যখনই কিছু বলতে যায়। 

◘ পল হেইমান চলে আসে, এবং বলে যে সিনা ও অরটনের মধ্যে যেই জিতুক কিছু আশে যায় না কারন তাদেরকে ফেস করতে হবে দ্য বিস্ট ব্রক লেস্নারকে। 

◘ এরপর দারুন ঘটনা হয়। সিনা হেইমানকে AA দিবার জন্য কাঁধে তুলে কিন্তু তার ভালোমানুষীর কথা ভেবে তাকে আবার নামিয়ে দেয়, কিন্তু এরপর ঘুরা মাত্র একটা জোরদার RKO খেতে হয় সিনাকে আউট অফ নোহোয়ার! হেইমান এরফলে কিছুটা সেলিব্রেট করে কিন্তু সেটা বেশীক্ষণ স্থায়ী হয়নি কারন আজকে রাতে RKO -এর দ্বিতীয় স্বীকার হতে হল স্বয়ং পল হেইম্যানকে। 
◘ এই সেগমেন্টএর শেষে অরটনই একমাত্র দাড়িয়ে থাকে এবং যা বলেছিল সেটাকেই সঠিক প্রমান করে। 

♠ Big E vs. Rusev

রুসেভ বিগ ই কে কর্নারে নিয়ে গিয়ে পাঞ্চ এবং কিক মারতে থাকে এরপর বিগ ই পালটা জবাব দিবার চেষ্টা করলেও সেটা বেশীখন স্থায়ী হয় নি। রুসেভ স্পিনিং হুইল কিক দেয় এবং ব্রেক থেকে ফিরে আসার পরে দেখা যায় যে আকোলেডের মাধ্যমে উইনার হল রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর লানা এবং রুসেভ বিগশোকে উদ্দেশ্য করে একটা প্রোমো কাট করে। তারপর লানা রাশিয়ান ফ্লাগ নামার অপেক্ষা করলেও সেটা নামলোই না এবং রুসেভ খুব রেগে গেল। এরপর জায়েন্ট স্ক্রিনে বিগশো এলো এবং তারপর অ্যামেরিকার ফ্লাগ উপর থেকে নামলো, ঠিক যেমনটা রুসেভএর সঙ্গে হয়। কিন্তু তারপর রুসেভ অ্যামেরিকার ফ্লাগটাকেও ছিরে ফেলে দিল যেমনটা বিগশো তাদের ফ্লাগের সঙ্গে করেছিল। একজন সৈনিক রিঙ্গে আসার চেষ্টা করলে রুসেভ তার মাথায় লাথি মারে।

◘ এরপর বিগশোকে দেখা যায় সেই সৈনিককে সাহায্য করতে যে রুসেভএর কিক খেয়েছিল। শো এতটাই রেগে ছিল যে তার মুখ থেকে ঠিকমতো কথা বার হচ্ছিল না। সে বলে যে প্রত্যেক জিনিসের একটা লিমিট থাকে এবং একজন আমেরিকান সৈনিককে ডিস্রিস্পেক্ট করা যায় না। 

◘ বিগশো বলে যে রুসেভ এর সঙ্গে তার যত শত্রুতা আছে তা আজকে রাতেই মেটাবে, সে রুসেভকে রিঙ্গে ডাকে। কিন্তু রুসেভ আসে না এবং বিগ শো ব্যাকস্টেজের দিকে যায় রুসেভকে খুজে বার করার জন্য। 

◘ এরপর শো রুসেভ-এর ড্রেসিং রুমে গিয়ে লাথি মেরে দরজা খুলে দেখে ভিতরে কেউ নায়। এরপর ডিন আম্ব্রোসকে দেখানো হয়, সে কেউন এর নতুন মুভ দেখছিল এবং ভয় পাওয়ার ভান করছিল যখন সিনা এসে হাজির হয়। তাদের মধ্যে দারুন একটা সেগমেন্ট হয়। আম্ব্রোস তাদেরকে সুপারম্যান এবং বাটমানের সঙ্গে তুলনা করে। সিনা বলে যে সে বাটম্যানের থেকে জোকার হিসাবেই ভালো। এরপর আম্ব্রোস বলে "Why so serious?" (যেটা জোকারের ডাইলগ)

♠ Brie Bella vs. Summer Rae

তাদের ম্যাচটা খুব ছোট হয়। ব্রি সহজেই সামারকে ফিনিশ করে দেয় এবং জয়লাভ করে। উল্লেখ্য, ম্যাচের সময় ব্রিও কিছুটা ইয়েস চ্যান্ট পায় কিন্তু এটা ড্যানিয়েলএর সঙ্গে পুরোপুরি এক ছিল না। 

♥ Winner: Brie Bella



◘ এরপর আম্ব্রোস তার সঙ্গে একটা বড়ো ব্যাগ নিয়ে রিঙ্গে আসে। আম্ব্রোসের ব্যাগের মধ্যে থেকে একটা ডামি বার করে এবং বলে যে সে রলিন্সএর সঙ্গে কি কি করবে। রলিন্সের ব্যাপারে বলার সঙ্গে সে ডামিটার উপরেও অত্যাচার করতে লাগে, তাকে কয়েকটা থাপ্পর মারে, এরপর আরও গভীরে গিয়ে অস্ত্র দিয়ে ডামিটার উপর অ্যাটাক করে। 
সে বলে যে দুঃখের ব্যাপারে হল রলিন্সকে এরকমভাবে কাটতে পারবো না কারন তাকে অল্রেডি বিক্রি করে দিয়েছি অথরিটির কাছে...। 

◘ এরপর রলিন্স এর মিউজিক হিট করে এবং তার সাথে আসে Mercury ও Noble। রলিন্স তাকে প্রপ কমিক বললে সে ডামিটার একটা হাত আম্ব্রোসকে ছুরে মারে। রলিন্স তার সেলিং আউটের ব্যাপারে বলে এবং এরফলে প্রত্যেক Raw -তে বেস্ট থিং হয়ে থাকার কথাও বলে। 

◘ এরপরে হঠাৎ করে আসে দ্য লেজেন্ডারি হার্ডকোর রেসলার মিক ফোলি। 
ফোলি রিঙ্গে আসে এবং বিশাল পপ পায় ক্রাউডদের তরফ থেকে, সবাই দাড়িয়ে তার নামের চ্যান্ট দিতে লেগেছিল...দারুন মুহূর্ত। ফোলি বলে যে, সে সেলের মধ্যে রলিনকে জয়ি হিসাবে দেখছে, যদিও সেলের মধ্যে আম্ব্রোসও চান্স পাবে অনেক হিংস্র জিনিস করার। তাদের মধ্যে একটা ভালো সেগেম্নট নয় এবং ফোলি সেখানেই বিদায় নেয়।

◘ আম্ব্রোস একটা চিয়ার তুলে রলিন্সকে মারতে গেলে সে পালিএয় যায়, এবং শেষপর্যন্ত আম্ব্রোস রলিন্স, নোবেল ও মার্কারির উপর ডামিটাকে ছুরে মারে। 

♠ Dolph Ziggler vs. Cesaro

তাদের মধ্যে একটা তুলনামুলক ছোট ম্যাচ হয়। সিজারো শেষে পাওয়ারবম্ব দিতে গেলে জিগ্লার তাকে একটা ফেসবাস্টার দিয়ে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার সুপারকিক দিতে গেলে সিজারো তাকে চারিদিকে ঘুরিয়ে একটা দারুন জোরদার আপারকাট দেয় এবং ম্যাচটাকে জিতে নেয়। 

♥ Winner: Cesaro

◘ রিং ছারার আগে সিজারো, জিগ্লারকে একটা Neutrzlier হিট করে। 

◘ এরপর দেখা যায় কেইনকে রলিন্স এবং অরটনকে বকানি দিতে কারন তাদেরকে আজকে সেম পেজে থেকে সিনা ও আম্ব্রোসকে ধংস্ব করতে হবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়। 

◘ এরপরের ম্যাচ হবে আমাদের মেইন ইভেন্ট। সিনা ও আম্ব্রোস vs. অরটন ও সেথ রলিন্স...তাও আবার স্ট্রিট ফাইট এবং সেলের ভিতরে। এই ম্যাচের জন্য প্রথমে রিঙ্গে আসে জন সিনা।

♠ John Cena ও Dean Ambrose vs. Kane, Seth Rollins ও Randy Orton (Street Fight, সেলের ভিতর)

রিন বেল হবার পরেই সবাই একে অপরকে মারতে শুরু করে দেয়। কেইনকে রিঙ্গে থেকে বাইরে ফেলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রলিন ও আম্ব্রোস রিঙ্গে থেকে যায় যারা ছিল লিগ্যাল ম্যান। আম্ব্রোস লড়াই করতে করতে বাইরে গেলে অরটোন এবং কেইন তাকে অ্যাটাক করে। সিনা বাঁচাতে আসে কিন্তু বাঁচাবার পর রলিন্স আনাউন্স টেবিলের উপর থেকে তাদের সবাইয়ের উপরে ড্রাইভ মারে। আম্ব্রোস রিঙ্গে তল থেকে একটা চেয়ার বার করে এবং রলিন্সের উপর তার ব্যবহার করে। এরপর ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে তাদের ইচ্ছা পূরণ করতে আম্ব্রোস রিঙ্গে তলা থেকে টেবিল বার করে কিন্তু সেটাকে ইউস করার আগেই কেইন তাকে অ্যাটাক করে। ব্রেকের পরে দেখা যায় রিঙ্গে খেলা হচ্ছে এবং ম্যাচটা এখন হিলদের কন্ট্রোলে আছে।

ম্যাচের একপর্যায়ে আম্ব্রোস সবাইকে কেজের বাইরে ফেলে দেয় এবং ম্যাচের কন্ট্রোল একাই নিজের হাতে নিয়ে নেয়। এরপর সে রলিন্স এর উপর একটা সুইসাইড ড্রাইভ দেয় এবং এরগলে তাদের দুজনকেই সেলের ওয়ালে ধাক্কা খেতে হয়। ক্রাউডরা চ্যান্ট করতে থাকে this is awesome। এরপর অরটন আম্ব্রোসকে রিঙ্গের ভিতরে নিয়ে যায় RKO দেওয়ার জন্য, কিন্তু সিনা চলে আসে এবং AA দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন চোকস্লামের মাধ্যমে তাকে ফিনিশ করে দেয়।

আম্ব্রোস কেইনকে Dirty Deeds দেয় এবং ঘুরে দাঁড়ানো মাত্র অরটনের কাছে হঠাৎ করে একটা RKO খেয়ে নেয় এবং সেটাকে কিক আউট করা আম্ব্রোসএর পক্ষে সম্ভব হয়নি...শেষপর্যন্ত হিলরাই উইনার হল।

♥ Winners: Kane, Rollins and Kane 

◘ এরপর সেথ রলিন্স চলে আসে এবং হঠাৎ করে অরটনকে একটা Curb Stomp হিট করে...অর্থাৎ এর ফলে কনফার্ম হয়ে গেল যে রলিন্সের সাথে অরটোনএর ফিউড হবে এবং RKO খেতেও আর বেশীক্ষণ অপেক্ষা করতে হবে না রলিন্সকে...এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল অরটোন সম্ভবত ফেইস টার্ন করলো। 

◘ যাইহোক, শেষপর্যন্ত রলিন্স একলাই দাড়িয়ে থাকলো এবং সেলের উপরে উঠে সেলিব্রেট করতে লাগলো এবং এইভাবেই আজকের "র" শেষ হল। 



☻WWE Raw রেজাল্ট, ২১ অক্টোবর ২০১৪

◘ আজকের Raw শুরু হয় আগের সপ্তাহের একটা ভিডিও রিক্যাপএর দ্বারা।

◘ Seth Rollins, Kane, Randy Orton এবং Triple H আসে এবং দেখা যায় যে রিঙ্গের উপরে সেল ঝুলে আছে...হেল ইন এ সেল ইস কামিং।
◘ এরপর ট্রিপল এইচ তাদের পরবর্তী PPV এবং ডিন ও সিনার ব্যাপারে বলে...সে "Hell" শব্দটিকে অনেকবার ব্যবহার করে। 

◘ অরটন এবং রলিন্সএর মধ্যে হালকা বিতর্ক হয় যে তাদের মধ্যে কার ম্যাচ হবে HIAC -তে মেইন ইভেন্ট। ট্রিপল এইচ বলে হয়তো সিনা নাহলে অরটন ব্রক লেস্নারকে হারাবে। অর্থাৎ তাদের মধ্যে যে উইনার হবে সে ব্রকের সাথে সামনের PPV -তে খেলবে। 

◘ এরপর তাদের মধ্যে কোন ফাইট হয়নি কারন সবাই একে অপরকে জরিয়ে ধরে শান্তিপূর্ণভাবে সেগমেন্টটাকে ফিনিশ করে। 

◘ এরপর কোল আগের সপ্তাহের একটা ভিডিও দেখায় যেটাতে শেমাস মেইন ইভেন্টে ড্যামিয়েন মিজডোউ কে মারে। এর পরের ম্যাচ হবে শেমাস ও উসোস vs. মিজ ও ডাস্ট ব্রাদারস। 


♠ Sheamus ও The Usos vs. Miz ও Gold ও Stardust 
মিজের সঙ্গে মিজডোউ আসে এবং প্রতিবারের মতো এইবারেও ভালো নকল করে। মিজ বলে যে আজকে তার জাগায় খেলবে মিজডোউ। তাদের মধ্যে ভালো ম্যাচ হয় এবং শেষে শেমাস ট্যাগ পেলে সবাইকে মারতে শুরু করে। মিজডোউ তাকে টপ রোপেই থামিয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা পাওয়ারস্লাম দিয়ে শেমাস আবার ম্যাচে আসে। 

এরপর উসোসরা রিং ক্লিয়ারের কাজ শুরু করে, সবাই একে অপরকে মারতে থাকে, অনেকগুলি ড্রাইভ দেখা যায়। 

এরপর শেমাস মিজডোউকে ব্রোজ কিক মারার জন্য তৈরি হলে স্টারডাস্ট তাকে ডিস্ট্রাক্ট করে এবং রোল-আপের মাধ্যমে মিজডোউ উইনার হয়। 

♥ Winners: Mizdow, Gold and Stardust

◘ অনেকদিন পরে সান্ডোউ এত ভালো জয়লাভ করলো। 

◘ এরপর অরটনকে দেখা যায় লেসনারের সঙ্গে ম্যাচ দিবার জন্য ট্রিপল এইচকে ধন্যবাদ জানাতে...!!

ট্রিপ বলে যে, পুরা জিনিসটাই হল রলিন্সের আইডিয়া। অরটন বলে যে সে এখন রলিন্সকে খুজবে এবং তাকে ধন্যবাদ জানাবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়।  

♠ AJ vs. Alicia Fox

আলিসিয়া ফক্সের দিকে রিংসাইডে ছিল একে লি -এর ফর্মার বান্ধবি পেইজ, যে রিসেন্টলি টোটাল ডিভাস জয়েন করেছে। তাদের ম্যাচ চলাকালীন একসময় পেইজ এবং এজে লি একে অপরের সঙ্গে কিছু কথোপকথনে জরিয়ে পরে, এরপর সবাইকে চমকে দিয়ে ফক্স রোল-আপের মাধ্যমে জয় লাভ করে। ম্যাচের পরে পেইজ এবং ফক্সের বন্ধুত্ব দেখা যায়! 

♥ Winner: AJ

◘ এরপর অরটনের মিউজিক হিট করে এবং সে এসে সিনার সঙ্গে তার অনেক দিনের শত্রুতার কথা বলে। সে আরও বলে যে যদিও সে সিনাকে রেস্পেক্ট করে কিন্তু আসলে সে সিনার থেকে ভালো, এরপর সিনার মিউজিক হিট করে এবং সে আসে। তাদের মধ্যে কিছু উত্যক্ত কথোপকথন হয়। সিনা অরটনকে বলে যে, তার মুখ বন্ধ করতে। সিনা বলে যে অরটোন একজন ফিউচার হল অফ ফেমার হলেও সে প্রত্যেকবার সে নিজেকে ডাম্বআস প্রমান করে যখনই কিছু বলতে যায়। 

◘ পল হেইমান চলে আসে, এবং বলে যে সিনা ও অরটনের মধ্যে যেই জিতুক কিছু আশে যায় না কারন তাদেরকে ফেস করতে হবে দ্য বিস্ট ব্রক লেস্নারকে। 

◘ এরপর দারুন ঘটনা হয়। সিনা হেইমানকে AA দিবার জন্য কাঁধে তুলে কিন্তু তার ভালোমানুষীর কথা ভেবে তাকে আবার নামিয়ে দেয়, কিন্তু এরপর ঘুরা মাত্র একটা জোরদার RKO খেতে হয় সিনাকে আউট অফ নোহোয়ার! হেইমান এরফলে কিছুটা সেলিব্রেট করে কিন্তু সেটা বেশীক্ষণ স্থায়ী হয়নি কারন আজকে রাতে RKO -এর দ্বিতীয় স্বীকার হতে হল স্বয়ং পল হেইম্যানকে। 
◘ এই সেগমেন্টএর শেষে অরটনই একমাত্র দাড়িয়ে থাকে এবং যা বলেছিল সেটাকেই সঠিক প্রমান করে। 

♠ Big E vs. Rusev

রুসেভ বিগ ই কে কর্নারে নিয়ে গিয়ে পাঞ্চ এবং কিক মারতে থাকে এরপর বিগ ই পালটা জবাব দিবার চেষ্টা করলেও সেটা বেশীখন স্থায়ী হয় নি। রুসেভ স্পিনিং হুইল কিক দেয় এবং ব্রেক থেকে ফিরে আসার পরে দেখা যায় যে আকোলেডের মাধ্যমে উইনার হল রুসেভ। 

♥ Winner: Rusev

◘ এরপর লানা এবং রুসেভ বিগশোকে উদ্দেশ্য করে একটা প্রোমো কাট করে। তারপর লানা রাশিয়ান ফ্লাগ নামার অপেক্ষা করলেও সেটা নামলোই না এবং রুসেভ খুব রেগে গেল। এরপর জায়েন্ট স্ক্রিনে বিগশো এলো এবং তারপর অ্যামেরিকার ফ্লাগ উপর থেকে নামলো, ঠিক যেমনটা রুসেভএর সঙ্গে হয়। কিন্তু তারপর রুসেভ অ্যামেরিকার ফ্লাগটাকেও ছিরে ফেলে দিল যেমনটা বিগশো তাদের ফ্লাগের সঙ্গে করেছিল। একজন সৈনিক রিঙ্গে আসার চেষ্টা করলে রুসেভ তার মাথায় লাথি মারে।

◘ এরপর বিগশোকে দেখা যায় সেই সৈনিককে সাহায্য করতে যে রুসেভএর কিক খেয়েছিল। শো এতটাই রেগে ছিল যে তার মুখ থেকে ঠিকমতো কথা বার হচ্ছিল না। সে বলে যে প্রত্যেক জিনিসের একটা লিমিট থাকে এবং একজন আমেরিকান সৈনিককে ডিস্রিস্পেক্ট করা যায় না। 

◘ বিগশো বলে যে রুসেভ এর সঙ্গে তার যত শত্রুতা আছে তা আজকে রাতেই মেটাবে, সে রুসেভকে রিঙ্গে ডাকে। কিন্তু রুসেভ আসে না এবং বিগ শো ব্যাকস্টেজের দিকে যায় রুসেভকে খুজে বার করার জন্য। 

◘ এরপর শো রুসেভ-এর ড্রেসিং রুমে গিয়ে লাথি মেরে দরজা খুলে দেখে ভিতরে কেউ নায়। এরপর ডিন আম্ব্রোসকে দেখানো হয়, সে কেউন এর নতুন মুভ দেখছিল এবং ভয় পাওয়ার ভান করছিল যখন সিনা এসে হাজির হয়। তাদের মধ্যে দারুন একটা সেগমেন্ট হয়। আম্ব্রোস তাদেরকে সুপারম্যান এবং বাটমানের সঙ্গে তুলনা করে। সিনা বলে যে সে বাটম্যানের থেকে জোকার হিসাবেই ভালো। এরপর আম্ব্রোস বলে "Why so serious?" (যেটা জোকারের ডাইলগ)

♠ Brie Bella vs. Summer Rae

তাদের ম্যাচটা খুব ছোট হয়। ব্রি সহজেই সামারকে ফিনিশ করে দেয় এবং জয়লাভ করে। উল্লেখ্য, ম্যাচের সময় ব্রিও কিছুটা ইয়েস চ্যান্ট পায় কিন্তু এটা ড্যানিয়েলএর সঙ্গে পুরোপুরি এক ছিল না। 

♥ Winner: Brie Bella



◘ এরপর আম্ব্রোস তার সঙ্গে একটা বড়ো ব্যাগ নিয়ে রিঙ্গে আসে। আম্ব্রোসের ব্যাগের মধ্যে থেকে একটা ডামি বার করে এবং বলে যে সে রলিন্সএর সঙ্গে কি কি করবে। রলিন্সের ব্যাপারে বলার সঙ্গে সে ডামিটার উপরেও অত্যাচার করতে লাগে, তাকে কয়েকটা থাপ্পর মারে, এরপর আরও গভীরে গিয়ে অস্ত্র দিয়ে ডামিটার উপর অ্যাটাক করে। 
সে বলে যে দুঃখের ব্যাপারে হল রলিন্সকে এরকমভাবে কাটতে পারবো না কারন তাকে অল্রেডি বিক্রি করে দিয়েছি অথরিটির কাছে...। 

◘ এরপর রলিন্স এর মিউজিক হিট করে এবং তার সাথে আসে Mercury ও Noble। রলিন্স তাকে প্রপ কমিক বললে সে ডামিটার একটা হাত আম্ব্রোসকে ছুরে মারে। রলিন্স তার সেলিং আউটের ব্যাপারে বলে এবং এরফলে প্রত্যেক Raw -তে বেস্ট থিং হয়ে থাকার কথাও বলে। 

◘ এরপরে হঠাৎ করে আসে দ্য লেজেন্ডারি হার্ডকোর রেসলার মিক ফোলি। 
ফোলি রিঙ্গে আসে এবং বিশাল পপ পায় ক্রাউডদের তরফ থেকে, সবাই দাড়িয়ে তার নামের চ্যান্ট দিতে লেগেছিল...দারুন মুহূর্ত। ফোলি বলে যে, সে সেলের মধ্যে রলিনকে জয়ি হিসাবে দেখছে, যদিও সেলের মধ্যে আম্ব্রোসও চান্স পাবে অনেক হিংস্র জিনিস করার। তাদের মধ্যে একটা ভালো সেগেম্নট নয় এবং ফোলি সেখানেই বিদায় নেয়।

◘ আম্ব্রোস একটা চিয়ার তুলে রলিন্সকে মারতে গেলে সে পালিএয় যায়, এবং শেষপর্যন্ত আম্ব্রোস রলিন্স, নোবেল ও মার্কারির উপর ডামিটাকে ছুরে মারে। 

♠ Dolph Ziggler vs. Cesaro

তাদের মধ্যে একটা তুলনামুলক ছোট ম্যাচ হয়। সিজারো শেষে পাওয়ারবম্ব দিতে গেলে জিগ্লার তাকে একটা ফেসবাস্টার দিয়ে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার সুপারকিক দিতে গেলে সিজারো তাকে চারিদিকে ঘুরিয়ে একটা দারুন জোরদার আপারকাট দেয় এবং ম্যাচটাকে জিতে নেয়। 

♥ Winner: Cesaro

◘ রিং ছারার আগে সিজারো, জিগ্লারকে একটা Neutrzlier হিট করে। 

◘ এরপর দেখা যায় কেইনকে রলিন্স এবং অরটনকে বকানি দিতে কারন তাদেরকে আজকে সেম পেজে থেকে সিনা ও আম্ব্রোসকে ধংস্ব করতে হবে। 

◘ ওয়্যাট ফ্যামিলির আরও একটা প্রোমো দেখানো হয়। 

◘ এরপরের ম্যাচ হবে আমাদের মেইন ইভেন্ট। সিনা ও আম্ব্রোস vs. অরটন ও সেথ রলিন্স...তাও আবার স্ট্রিট ফাইট এবং সেলের ভিতরে। এই ম্যাচের জন্য প্রথমে রিঙ্গে আসে জন সিনা।

♠ John Cena ও Dean Ambrose vs. Kane, Seth Rollins ও Randy Orton (Street Fight, সেলের ভিতর)

রিন বেল হবার পরেই সবাই একে অপরকে মারতে শুরু করে দেয়। কেইনকে রিঙ্গে থেকে বাইরে ফেলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রলিন ও আম্ব্রোস রিঙ্গে থেকে যায় যারা ছিল লিগ্যাল ম্যান। আম্ব্রোস লড়াই করতে করতে বাইরে গেলে অরটোন এবং কেইন তাকে অ্যাটাক করে। সিনা বাঁচাতে আসে কিন্তু বাঁচাবার পর রলিন্স আনাউন্স টেবিলের উপর থেকে তাদের সবাইয়ের উপরে ড্রাইভ মারে। আম্ব্রোস রিঙ্গে তল থেকে একটা চেয়ার বার করে এবং রলিন্সের উপর তার ব্যবহার করে। এরপর ক্রাউডরা টেবিলের চ্যান্ট করলে তাদের ইচ্ছা পূরণ করতে আম্ব্রোস রিঙ্গে তলা থেকে টেবিল বার করে কিন্তু সেটাকে ইউস করার আগেই কেইন তাকে অ্যাটাক করে। ব্রেকের পরে দেখা যায় রিঙ্গে খেলা হচ্ছে এবং ম্যাচটা এখন হিলদের কন্ট্রোলে আছে।

ম্যাচের একপর্যায়ে আম্ব্রোস সবাইকে কেজের বাইরে ফেলে দেয় এবং ম্যাচের কন্ট্রোল একাই নিজের হাতে নিয়ে নেয়। এরপর সে রলিন্স এর উপর একটা সুইসাইড ড্রাইভ দেয় এবং এরগলে তাদের দুজনকেই সেলের ওয়ালে ধাক্কা খেতে হয়। ক্রাউডরা চ্যান্ট করতে থাকে this is awesome। এরপর অরটন আম্ব্রোসকে রিঙ্গের ভিতরে নিয়ে যায় RKO দেওয়ার জন্য, কিন্তু সিনা চলে আসে এবং AA দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন চোকস্লামের মাধ্যমে তাকে ফিনিশ করে দেয়।

আম্ব্রোস কেইনকে Dirty Deeds দেয় এবং ঘুরে দাঁড়ানো মাত্র অরটনের কাছে হঠাৎ করে একটা RKO খেয়ে নেয় এবং সেটাকে কিক আউট করা আম্ব্রোসএর পক্ষে সম্ভব হয়নি...শেষপর্যন্ত হিলরাই উইনার হল।

♥ Winners: Kane, Rollins and Kane 

◘ এরপর সেথ রলিন্স চলে আসে এবং হঠাৎ করে অরটনকে একটা Curb Stomp হিট করে...অর্থাৎ এর ফলে কনফার্ম হয়ে গেল যে রলিন্সের সাথে অরটোনএর ফিউড হবে এবং RKO খেতেও আর বেশীক্ষণ অপেক্ষা করতে হবে না রলিন্সকে...এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল অরটোন সম্ভবত ফেইস টার্ন করলো। 

◘ যাইহোক, শেষপর্যন্ত রলিন্স একলাই দাড়িয়ে থাকলো এবং সেলের উপরে উঠে সেলিব্রেট করতে লাগলো এবং এইভাবেই আজকের "র" শেষ হল।