•• এটা আজকের দ্বিতীয় বার্থডে পোস্ট এবং আজকের তৃতীয় বার্থডে বয় হলেনঃ প্রো - রেসলিং জগতের অসাধারণ ট্যালেন্টেড রেসলার সিজারো (Cesaro)...। তাই আজকে তাকে নিয়ে আমার Special পোস্ট।

১৯৮০ সালের আজকের দিনে সুইজারল্যান্ডের লুক্রিনে জন্মগ্রহন করেন WWE সুপারস্টার ও "Swiss Superman" খ্যাত রেসলার "Cesaro". আজ তার ৩৫তম জন্মদিন। তার আসল নাম Claudio Castagnoli । 
.
•• আসুন তার ব্যাপারে জেনে নেই কিছু অজানা কথা :-
.
.
◘ সিজারোর প্রো রেসলিং ক্যারিয়ারের লং টাইম ট্যাগ টিম পার্টনার ছিলেন ক্রিস হিরো। তারা প্রায় তিনটি আমিরিকান রেসলিং কোম্পানিতে রেসলিং করেছেন। (CZW, Chikara and ROH).

◘ সিজারো ও ক্রিস হিরো হচ্ছেন সবচেয়ে লংগেস্ট টাইম রেইনিং ROH World Tag Team Champion যেই রেকর্ডটি আগে ২৭৫ দিনের ছিলো। শেষ পর্যন্ত ৩৬৩ দিন টাইটেল ধরে রেখে Haas এবং Benjamin এর কাছে হেরে যান।

◘ সিজারো 2009 সালে King of Trios রিটার্ন করেন এবং Bryan Danielson ও Dave Taylor এর সাথে টিম গঠন করে যার নাম Team Uppercut দেওয়া হয়। সিজারো আপারকাট মাস্টার তা সবাই জানে। ব্রায়ানও প্রায় ১৬ বছর ধরে মুভটি ব্যবহার করে আসছে। dave ও এই মুভ ব্যবহার করতো। F.I.S.T. (Icarus, Akuma and Taylor) টিমকে হারানো মাধ্যমো তাদের যাত্রা শুরু হয়। বেশিদিন স্থায়ী হয়নি এই টিম।

◘ টিম "Uppercut " হতে পারতো প্রো রেসলিং জগতের অন্যতম একটি। কিন্তু Dave Taylor এর সাথে সিজারোর ঝামেলা হওয়ায় টিমটি ভেঙ্গে যায়। [ মাঝেপরে বেচারা ডেনিয়েল ব্রায়ান ]

◘ সুইস সুপারম্যান সিজারো FCW এর লাইভ ইভেন্টে ডেবিউ ঘটে September 17 তারিখে। ম্যাচটি ছিলো Seth Rollins( Tyler Black) এর বিপক্ষে। ডেবিউ ম্যাচটি সেথেরর বিপক্ষে হেরে যায় সিজারো। তার টেলিভিশন এপিসডে ডেবিউ ঘটে October 24 তারিখে Mike Dalton এর বিপক্ষে যে ম্যাচটি সে জিতেছিলো।

◘ PWI এর টপ ৫০০ রেসলারের মধ্যে ২০১৪ সালে সিজারো ১৩ নম্বর রেসলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

◘ সিজারোকে জিজ্ঞেস করা হয়েছিলো, ROH এ তার সবচেয়ে বড় জয় কোনটি? সিজারোর উত্তর ছিলো, তাদের প্রথম ম্যাচে ডেনিয়েল ব্রায়ানকে সরাসরি পিনফলে হারানোটা ছিলো তার সবচেয়ে বড় জয়! যে ম্যাচটির রেটিং ছিলো + ৪.৫০

◘ রেসলিং প্রমোশন কোম্পানি এবং WWE তে এই পর্যন্ত ডেনিয়েল ব্রায়ান এবং সিজারো ৯ বার সিংগেল ম্যাচে অংশ নিয়েছেন। যার মধ্যে ব্রায়ান ৮ বার এবং সিজারো ১ বার জিতেছিলেন । এছাড়াও তারা বিভিন্ন ট্যাগ টিম ম্যাচ, এলিমিনেশন ম্যাচে অংশ নিয়েছিলেন।

◘ সিজারো এই পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩৩৪ টি যার মধ্যে জিতেছেন 646 টি, ড্র হয়েছে21 টি এবং হেরেছেন 667 টি. [ ভেবেছেন, কতটা অভিজ্ঞতাসম্পন্ন ]

◘ ১৩৩৪ টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় পিনফলে জিতেছেন ৩৪২ টি, হেরেছেন ৩৯৮ টি , সাবমিশনের মাধ্যমে জিতেছেন 50 টি এবং হেরেছেন 22 টি ম্যাচ।

◘ সিজারোর সবচেয়ে দীর্ঘতম ম্যাচটি CHIKARA তে, যেটি প্রায় ৬৭.৪৩ মিনিট স্থায়ী হয়েছেন। [ so much stamina!!! ]

বর্তমানে এই ট্যালেন্টেড রেসলারকে বারি করা হচ্ছে এবং তার বদলে অযোগ্যদের পুশ দেওয়া হচ্ছে, এইরকম ট্যালেন্টকে নজর না দেওয়ার ফলেই WWE আজকে করুন অবস্থার সম্মুখীন। বর্তমানে সে ইঞ্জুরিতে আছে তবে আশা করা হচ্ছে শীঘ্রই রিটার্ন করবে এবং দর্শকদের মন জয় করবে এবং হয়তো কিছুটা পুশও পাবে। 
.
• ক্রেডিটঃ Aks Naeem & Admin

কেমন লাগলো আমাদের এই পোস্ট? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, নাহলে আমরা আপনাদের টাইমলাইন থেকে হারিয়ে যাবো।

☻আজকে সিজারোর ৩৫ তম জন্মদিন।


•• এটা আজকের দ্বিতীয় বার্থডে পোস্ট এবং আজকের তৃতীয় বার্থডে বয় হলেনঃ প্রো - রেসলিং জগতের অসাধারণ ট্যালেন্টেড রেসলার সিজারো (Cesaro)...। তাই আজকে তাকে নিয়ে আমার Special পোস্ট।

১৯৮০ সালের আজকের দিনে সুইজারল্যান্ডের লুক্রিনে জন্মগ্রহন করেন WWE সুপারস্টার ও "Swiss Superman" খ্যাত রেসলার "Cesaro". আজ তার ৩৫তম জন্মদিন। তার আসল নাম Claudio Castagnoli । 
.
•• আসুন তার ব্যাপারে জেনে নেই কিছু অজানা কথা :-
.
.
◘ সিজারোর প্রো রেসলিং ক্যারিয়ারের লং টাইম ট্যাগ টিম পার্টনার ছিলেন ক্রিস হিরো। তারা প্রায় তিনটি আমিরিকান রেসলিং কোম্পানিতে রেসলিং করেছেন। (CZW, Chikara and ROH).

◘ সিজারো ও ক্রিস হিরো হচ্ছেন সবচেয়ে লংগেস্ট টাইম রেইনিং ROH World Tag Team Champion যেই রেকর্ডটি আগে ২৭৫ দিনের ছিলো। শেষ পর্যন্ত ৩৬৩ দিন টাইটেল ধরে রেখে Haas এবং Benjamin এর কাছে হেরে যান।

◘ সিজারো 2009 সালে King of Trios রিটার্ন করেন এবং Bryan Danielson ও Dave Taylor এর সাথে টিম গঠন করে যার নাম Team Uppercut দেওয়া হয়। সিজারো আপারকাট মাস্টার তা সবাই জানে। ব্রায়ানও প্রায় ১৬ বছর ধরে মুভটি ব্যবহার করে আসছে। dave ও এই মুভ ব্যবহার করতো। F.I.S.T. (Icarus, Akuma and Taylor) টিমকে হারানো মাধ্যমো তাদের যাত্রা শুরু হয়। বেশিদিন স্থায়ী হয়নি এই টিম।

◘ টিম "Uppercut " হতে পারতো প্রো রেসলিং জগতের অন্যতম একটি। কিন্তু Dave Taylor এর সাথে সিজারোর ঝামেলা হওয়ায় টিমটি ভেঙ্গে যায়। [ মাঝেপরে বেচারা ডেনিয়েল ব্রায়ান ]

◘ সুইস সুপারম্যান সিজারো FCW এর লাইভ ইভেন্টে ডেবিউ ঘটে September 17 তারিখে। ম্যাচটি ছিলো Seth Rollins( Tyler Black) এর বিপক্ষে। ডেবিউ ম্যাচটি সেথেরর বিপক্ষে হেরে যায় সিজারো। তার টেলিভিশন এপিসডে ডেবিউ ঘটে October 24 তারিখে Mike Dalton এর বিপক্ষে যে ম্যাচটি সে জিতেছিলো।

◘ PWI এর টপ ৫০০ রেসলারের মধ্যে ২০১৪ সালে সিজারো ১৩ নম্বর রেসলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

◘ সিজারোকে জিজ্ঞেস করা হয়েছিলো, ROH এ তার সবচেয়ে বড় জয় কোনটি? সিজারোর উত্তর ছিলো, তাদের প্রথম ম্যাচে ডেনিয়েল ব্রায়ানকে সরাসরি পিনফলে হারানোটা ছিলো তার সবচেয়ে বড় জয়! যে ম্যাচটির রেটিং ছিলো + ৪.৫০

◘ রেসলিং প্রমোশন কোম্পানি এবং WWE তে এই পর্যন্ত ডেনিয়েল ব্রায়ান এবং সিজারো ৯ বার সিংগেল ম্যাচে অংশ নিয়েছেন। যার মধ্যে ব্রায়ান ৮ বার এবং সিজারো ১ বার জিতেছিলেন । এছাড়াও তারা বিভিন্ন ট্যাগ টিম ম্যাচ, এলিমিনেশন ম্যাচে অংশ নিয়েছিলেন।

◘ সিজারো এই পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩৩৪ টি যার মধ্যে জিতেছেন 646 টি, ড্র হয়েছে21 টি এবং হেরেছেন 667 টি. [ ভেবেছেন, কতটা অভিজ্ঞতাসম্পন্ন ]

◘ ১৩৩৪ টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় পিনফলে জিতেছেন ৩৪২ টি, হেরেছেন ৩৯৮ টি , সাবমিশনের মাধ্যমে জিতেছেন 50 টি এবং হেরেছেন 22 টি ম্যাচ।

◘ সিজারোর সবচেয়ে দীর্ঘতম ম্যাচটি CHIKARA তে, যেটি প্রায় ৬৭.৪৩ মিনিট স্থায়ী হয়েছেন। [ so much stamina!!! ]

বর্তমানে এই ট্যালেন্টেড রেসলারকে বারি করা হচ্ছে এবং তার বদলে অযোগ্যদের পুশ দেওয়া হচ্ছে, এইরকম ট্যালেন্টকে নজর না দেওয়ার ফলেই WWE আজকে করুন অবস্থার সম্মুখীন। বর্তমানে সে ইঞ্জুরিতে আছে তবে আশা করা হচ্ছে শীঘ্রই রিটার্ন করবে এবং দর্শকদের মন জয় করবে এবং হয়তো কিছুটা পুশও পাবে। 
.
• ক্রেডিটঃ Aks Naeem & Admin

কেমন লাগলো আমাদের এই পোস্ট? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, নাহলে আমরা আপনাদের টাইমলাইন থেকে হারিয়ে যাবো।